Haawaa - হাওয়া

Haawaa - হাওয়া আপনাদেরকে প্রকৃতির খুব কাছে নিয়ে গিয়ে অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা দেয়াই আমাদের উদ্দেশ্য।
(1)

যেকোনো ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল  রুটের ফ্লাইট টিকেট বেস্ট প্রাইসে বুক করতে এবং আপডেট প্রাইস জানতে ওই যে নিচে sent Me...
01/11/2023

যেকোনো ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল রুটের ফ্লাইট টিকেট বেস্ট প্রাইসে বুক করতে এবং আপডেট প্রাইস জানতে ওই যে নিচে sent Message অপশনটি দেখা যায় ঐটাই একটা ক্লিক করলেই হবে😌

এছাড়াও যেকোনো পরবর্তী সহযোগিতায় আমাদের হটলাইনে যোগাযোগ করতে পারেন।
হটলাইন - 01857555521

১৫ দিনের ব্যবধানে থানচি, বান্দরবান!ছবি: ইমন
09/08/2023

১৫ দিনের ব্যবধানে থানচি, বান্দরবান!

ছবি: ইমন

ঈদ মোবারক 🌙 ঈদ মোবারক 🌙 ঈদ মোবারক 🌙টিম Haawaa - হাওয়া  পরিবারের সকল সদস্যকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা 🥰ঈদ মোবারক
21/04/2023

ঈদ মোবারক 🌙 ঈদ মোবারক 🌙 ঈদ মোবারক 🌙

টিম Haawaa - হাওয়া পরিবারের সকল সদস্যকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা 🥰
ঈদ মোবারক

সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🇧🇩
25/03/2023

সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🇧🇩

চলেন বসন্তের বাতাসের উপস্থিতিতে বান্দরবনে একটা খুম অভিযান হয়ে যাক!আকাশে চাঁদের আলোর সাথে বসন্তের মিষ্টি বাতাস এমতাবস্থা...
08/03/2023

চলেন বসন্তের বাতাসের উপস্থিতিতে বান্দরবনে একটা খুম অভিযান হয়ে যাক!

আকাশে চাঁদের আলোর সাথে বসন্তের মিষ্টি বাতাস এমতাবস্থায় বান্দরবনের কোন এক নৈসর্গিক এবং নিঝুম পরিবেশে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নিচ্ছেন বিষয়টা একবার ভিজুয়ালাইজ করে দেখুন তো!

ঠিক এমন কিছুর অভিজ্ঞতা আপনাদের উপহার দেয়ার উদ্দেশ্যই টিম হাওয়া যাচ্ছে বসন্তে বান্দরবনে খুম অভিযানে। এই সম্পূর্ণ ভ্রমনে বান্দরবনের খুম গুলোর নৈসর্গিক সুন্দর্য , চিরাচরিত বান্দরবনের পাহাড়ি সুন্দর্য উপভোগ করার পাশাপাশি থাকছে বেশ কিছু অ্যাডভেঞ্চার activity র অভিজ্ঞতা সাথে করে নিয়ে আসার সুযোগ! সব কিছু মিলে আপনাকে এই ট্যুর একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা দিতে যাচ্ছে এতে আমাদের সন্দেহ নেই।

**এই ট্যুরে আমরা যে যে লোকেশন গুলো কভার করছি -**

☞ আমিয়াখুম

☞ নাফাখুম

☞ভেলাখুম

☞ সাতভাইখুম

☞দেবতা পাহাড়

☞ থুইসাপাড়া

☞ জিনাপাড়া

☞ রেমাক্রি

☞ রেমাক্রিফলস

☞ তিন্দু

☞ বড় পাথর

☞ রাজা পাথর

☞ পদ্মঝিড়ি

☞ থানচি

☞ ডিমপাহাড়(সময় সাপেক্ষে)

**যে যে অ্যাডভেঞ্চার Activity তে সাক্ষী হওয়ার সুযোগ থাকছে**

- ভরপুর পাহাড়ে ট্র্যাকিং করার সাথে সাথে বান্দরবনের নৈসর্গিক পরিবেশ উপভোগ
- আদিবাসীদের সাথে রাতে থাকা এবং তাদের জীবনযাত্রা খুব কাছে থেকে এক্সপেরিয়েন্স
- বান্দরবনের কোন এক অমায়িক লোকেশনে পূর্ণিমার চাঁদ এবং বসন্তের বাতাসের উপস্থিতিতে ক্যাম্পিং।
- যাত্রা পথে নতুন নতুন মানুষদের সাথে পরিচয় , টুর গ্রুপের মাধ্যমে নতুন মানুষদের সাথে যাত্রাপথে Wholesome আড্ডার সুযোগ! এটা কি অ্যাডভেঞ্চার থেকে কোন অংশে কম?

**সম্পূর্ণ ট্যুর প্ল্যান**

১ম রাতঃ ঢাকার সায়েদাবাদ থেকে রাতের নন-এসি বাসে আলিকদম এর উদ্দেশে যাত্রা শুরু।☞ ১ম দিনঃ সকালে বাস থেকে আলিকদম নেমে যত দ্রুত সম্ভব ফ্রেশ হয়ে নাস্তা করে চান্দের গাড়িতে মেঘ দেখতে দেখতে চলে যাবো থানচি। থানচি থেকে সাঙ্গু নদী দিয়ে বোটে করে রেমাক্রি। বোটে যেতে যেতে আমরা দেখে নিব তিন্দু, রাজা পাথর ও বড় পাথর। বিশাল বিশাল পাহাড়ের মাঝ দিয়ে সাঙ্গু নদীর এই বোট জার্নি আপনার সারা জীবন মনে থাকবে। এরপর রেমাক্রি ফলস দেখে রেমাক্রি থেকে ট্রেকিং করে নাফাখুম । নাফাখুমে ইচ্ছেমত লাফালাফি ঝাপাঝাপি করে ছবি তুলে ভিডিও করে নিবো।রাতে নাফাখুম পাড়ায় থাকতে পারি (সময় ও পরিস্থিতির উপর নির্ভর করবে) না থাকলে চলে যাবো জিন্নাহ পাড়ায়।☞২য় দিনঃ এই দিন জিন্নাহ থেকে কাক ডাকা ভোরে নাস্তা করে আমাদের ট্রেকিং শুরু হবে আমিয়াখুমের উদ্দেশ্যে। দেবতা পাহাড় পাড়ি দিয়ে আমরা পৌছে যাব অপার্থিব আমিয়াখুমে। আমিয়াখুম চোখে পড়ার সাথে সাথেই দেখবেন আমিয়াখুমের যাদুতে আপনার সকল ক্লান্তি দুর হয়ে যাবে। এরপর আমরা ঘুরে বেড়াবো খুমের রাজ্য। একে একে ঘুরে দেখবো সাতভাইখুম, ভেলাখুম। খুমের রাজ্য ঘুরে বিকালে আমরা চলে আসবো থুইসাপাড়ায়/জিন্নাহ পাড়ায় এদিন নাইট স্টে করবো থুইসাপাড়ায়/জিন্নাহ পাড়ায়।☞৩য় দিনঃ খুব সকালে নাস্তা করে থুইসাপাড়া/জিন্নাহ পাড়ায় থেকে পদ্মঝিড়ি হয়ে ট্রেকিং শুরু। পদ্মমুখ পৌছাতে(প্রায় ৮/৯ ঘন্টা ট্রেকিং) দুপুর হয়ে যাবে। এর পর পদ্মমুখ/পদ্মঝিরি থেকে বোটে থানচি। থানচি থেকে আমরা চলে যাব আলিকদম আমাদের লোকাল গাইডের পাড়ায়, ৩য় রাত আমরা আমাদের গাডের বাসায় থেকে, তারপরের দিন তার পাড়ার আসে পাশে ঘুরে দেখবো, বিকাল হলে পাড়া থেকে বের হয়ে চলে যাব আলিকদম বাস টার্মিনাল, রাতের বাসে করে চলে আসবো ঢাকা।

**যেহেতু দূর্গম পাহাড়ি পথ, তাই পথিমধ্যে যেকোন পরিস্থিতির কারণে রুট প্ল্যান টিম লিডার + গাইডের পরামর্শ অনুযায়ী পরিবর্তিত হতে পারে এবং প্লানে যে কোন পরিবর্তনে টিম লিডারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নিয়ে সকলকে সহযোগীতা করতে হবে।**

**যা যা সাথে নিতে হবে**

- জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট এর ৮ কপি ফটোকপি অবশ্যই সাথে রাখতে হবে। অন্যথায় অনুমতি না পাওয়ায় আপনাকে থানচি থেকেই ঢাকায় ফেরত পাঠানো হবে।
- হালকা ব্যাগপ্যাক..

**সময়কাল এবং রেজিস্টেসন ফি**

প্যাকেজ প্রাইসঃসব খরচসহ মাত্র৭৫০০ টাকা (৩ রাত ৪ দিন)

ভ্রমণ শুরুঃ ৯ মার্চ রাত ৮টা,সায়েদাবাদ,ঢাকা থেকে।

ভ্রমণ শেষঃ ১৪ মার্চ সকাল ৭টা সায়েদাবাদ,ঢাকা থাকবে ইনশাআল্লাহ্‌।

(যারা চাকরি করেন তারা রবিবার একদিন ছুটি নিয়ে অনায়াসেই শুক্র, শনি ও রবিবার ঘুরে সোমবার সকালে এসে অফিস করতে পারবেন)।

বুকিং মানিঃ ২০০০ টাকা ( অফেরতযোগ্য )। বিকাশ চার্জ সহ ২০৪০ টাকা

[**বুকিং_লাষ্ট_ডেটঃ**]

কোন নির্দিষ্ট ডেট নেই। আসন খালি থাকা পর্যন্ত বুকিং চলবে।সিট হয়ে গেলেই বুকিং ক্লোজ করে দেওয়া হবে। বাসের সিট বুকিং সিরিয়াল অনুযায়ী হবে। তাই বাসের ভালো সিট পেতে আগেই বুকিং দিন। শেষে বুকিং দিয়ে দয়া করে সামনের সিট দাবী করবেন না। বাকি টাকা বাসে উঠার আগে পেমেন্ট করতে হবে। বুকিং মানি ছাড়া মৌখিক কনফার্মেশন গ্রহনযোগ্য নয় ।

☞বিকাশ নাম্বার-01681414681(পার্সোনাল )

☞নগদ- 01681414681 (পার্সোনাল)

যেকোনো পরবর্তী তত্থের জন্য আমাদের ইনবক্স অথবা হটলাইনে যোগাযোগ করতে পারেন।

হটলাইন ০১৮৪৫০৯৮১৭৪

04/03/2023
আবারও অ্যাডভেঞ্চারের খোঁজে "নিঝুম দ্বীপ" অভিযানঅ্যাডভেঞ্চারের খোঁজে "টিম হাওয়া" আবারও যাচ্ছে মায়াবী এই দ্বীপে !দ্বীপের...
10/02/2023

আবারও অ্যাডভেঞ্চারের খোঁজে "নিঝুম দ্বীপ" অভিযান
অ্যাডভেঞ্চারের খোঁজে "টিম হাওয়া" আবারও যাচ্ছে মায়াবী এই দ্বীপে !

দ্বীপের সুন্দর্যের কিঞ্চিৎ বর্ণনা দেয়ার প্রচেষ্টায় -

একদিকে বঙ্গোপসাগরের তীরে নান্দনিক সি বীচ অপরদিকে ঘন কেওড়া বনের ভিতরে চারিদিকে শান্ত,হালকা পাখির কিচিরমিচির আর মাঝে মাঝে হরিণের ডাক , সূর্য অস্তের অপরূপ দৃশ্য সব মিলিয়ে নিঝুম দ্বীপ আপনাকে প্রকৃতির খুব কাছে নিয়ে যাবে এতে সন্ধেহ নেই । অনেকটা রংতুলি দিয়ে আঁকা ছবির রূপ দেখতে পাবেন ।

নিঝুম দ্বীপের সাগর পাড়ে কিছু খেজুর গাছ আছে। এদিকটাতে গেলে নিজের অজান্তেই বিড়বিড় করবেন, "বাংলার রূপ আমি দেখিয়াছি, পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর।"

গায়ের মেঠো পথ দিয়ে শেষ কবে হেঁটেছেন মনে নেই? আপাদত মনে না করলেও চলবে। চলে যান নিঝুম দ্বীপ!

আমরা এই সম্পূর্ন টুর টি ২ রাত ৩ দিনে সাজিয়েছি।

এবং যে যে অ্যাকটিভিটি গুলো এই টুর এ ইনক্লুড থাকছে তা হলো -

•সমুদ্র অথবা বনের কিনারায় রাতে ক্যাম্পিং
•চাঁদের আলোর + সমুদ্রের গর্জনের সাথে বার বি কিউ
•ট্রলারে করে সকল পপুলার স্পট ভিসিট যেমন - কবিরাজের চর , চৌধুরী খাল, কমলা দীঘি , হরিণের চলাচলের স্থান ইত্যাদি ।

আমরা যতটা সম্ভব এই টুর টা কে স্পেশাল করার প্রচেষ্টা করবো , আমাদের উপর আস্থা রাখতে পারেন ।

তারিখ -

১৫ই ফেব্রুয়ারি ২০২৩
যাত্রা - ঢাকা সদরঘাট থেকে সন্ধা ৬ টায়
এবং বরিশাল থেকে কেউ যেতে চাইলে মল্লিকপুর লঞ্চ ঘাট পর্যন্ত আসতে হবে।

রেজিষ্টেশন ফি হিসেবে ধরেছি -
মোট - ৫০০০ টাকা
বুকিং amount - ১০০০ টাকা

যেকোনো পরবর্তী তথ্যের জন্য আমাদের ইনবক্স অথবা হটলাইনে কল করার অনুরোধ রইল।

01845098174

এবার একটু রিল্যাক্স করে আসি সবাই মিলে ? টানা দুটো অ্যাডভেঞ্চার টুর দেয়ার পরে এবার হাওয়া যাচ্ছে একটু অন্যধরনের প্রশান্ত...
31/01/2023

এবার একটু রিল্যাক্স করে আসি সবাই মিলে ?

টানা দুটো অ্যাডভেঞ্চার টুর দেয়ার পরে এবার হাওয়া যাচ্ছে একটু অন্যধরনের প্রশান্তির খোঁজে!

হাওয়ার সাথে "প্রশান্তির খোঁজে" এই সিরিজে পরবর্তীতে যত টুর আসতে যাচ্ছে সব গুলোর প্রথম বৈশিষ্ট থাকবে "Chilled And Relaxing"

Chill and Relaxing এর জন্য বাংলাদেশে সেইন্ট মার্টিন এর থেকে ভালো অপশন কী হতে পারে? তাও আবার ভরা পূর্ণিমায়🥹

এই কারণেই এই সিরিজের প্রথম টুর লোকেশন হিসেবে আমরা সেইন্ট মার্টিন সিলেক্ট করেছি এবং এই টুরে cherry on the cake হিসেবে থাকবে ভরা পূর্ণিমার চাঁদ🥹

সারাদিন সেইন্ট মার্টিন আপনার মন মত ঘুরেফিরে দেখবেন , এই বেলাভূমির প্রবাল পাথরের মেলা, সারি সারি নারিকেল বৃক্ষ, দিগন্তে হারিয়ে যাওয়া সমুদ্রের নীল জলরাশির মাঝে হারিয়ে যাবেন যেখানে খুশি সেখানে একটা হ্যামোক টানিয়ে দোল খেতে খেতে রিলাক্স করবেন আবার রাতে ভরা পূর্ণিমার চাঁদের উপস্থিতিতে সমুদ্র উপভোগ করবেন যতক্ষণ খুশি ততক্ষন।

যেহেতু এটা গ্রুপ টুর হতে যাচ্ছে স্বাভাবিকভাবেই অনেক অচেনা মানুষের সাথে আপনার পরিচয় হতে যাচ্ছে , তাদের সাথে মন খুলে আড্ডা দিলেন মন চাইলে (this is a wholesome experience, give it a try🥹)

আপনি একা অথবা আপনার সম্পূর্ন ফ্রেন্ড সার্কেল অথবা ফ্যামিলি যেভাবে ইচ্ছে সেভাবে আমাদের সাথে অ্যাড হতে পারেন(ফ্রেন্ড সার্কেল অথবা ফ্যামিলি নিয়ে যেতে চাইলে আপনাদের এক্সট্রা স্পেস দেয়া হবে যাতে করে আপনাদের মত করে এনজয় করতে পারেন)

খাওয়া - দাওয়া , থাকার ব্যাবস্থা , যেকোনো ধরনের পরিবহন এর ঝামেলা সব কিছুর দায়িত্ব নিবে আমাদের টিম, আপনার কাজ শুধু রিলাক্স আর চিল করা🥳।

খুব বেশি সময় নেই কিন্তু !

যাত্রার তারিখ - ০৫ ফেব্রুয়ারি রাত ০৮ টায়।
ফেরার তারিখ- ৮ ফেব্রুয়ারি সকাল ৭ টায় ঢাক

ইভেন্ট ফিঃ ৭৫০০/- টাকা (প্রতি জন ৪ জন শেয়ারিং)
কাপল ফিঃ ১৭০০০টাকা (২ জন)

বুকিং Amount - ২০০০ টাকা (জনপ্রতি)

কনফার্ম ডেডলাইন ০৩ ফেব্রুয়ারি , ২০২৩ রাত ৮ টা। টার আগেই কনফার্ম করতে হবে। মৌখিক কনফার্ম গ্রহণযোগ্য নয়।আর তার আগে সিট শেষ হয়ে গেলে আর কিছু করার নেই।

বিকাশ পারসোনাল -
01747100200

যেকোনো পরবর্তী প্রয়োজনে কল করতে পারেন আমাদের হটলাইনে -
01857555521
অথবা ইনবক্স তো আছেই😀

জীবনে একটু আকটু অ্যাডভেঞ্চারের স্বাদ নেয়ার দরকার আছে কিন্তু!আপনার কি মনেহয় এই বিষয়ে?আমি জানি আপনারা বেশিরভাগেই আমাদের...
23/01/2023

জীবনে একটু আকটু অ্যাডভেঞ্চারের স্বাদ নেয়ার দরকার আছে কিন্তু!

আপনার কি মনেহয় এই বিষয়ে?

আমি জানি আপনারা বেশিরভাগেই আমাদের সাথে সহমত !

এতদিনে বেশ কয়েকটা বিষয় লক্ষ্য করেছি , আসলে আমাদের অ্যাডভেঞ্চার এর স্বাদ নেয়ার তীব্র আকাঙ্খা থাকলেও একটা পরিপূর্ণ অ্যাডভেঞ্চার ট্রিপ অ্যারেঞ্জ করা বেশিরভাগের জন্যই প্যারা হয়ে যায়।

একটা পরিপূর্ণ অ্যাডভেঞ্চার ট্রিপ অ্যারেঞ্জ করার ক্ষেত্রে যে সকল Hassle হয়ে থাকে সাধারণত -

•প্রপার adventurous লোকেশন চুজ করা
•accommodation এর ব্যাবস্থা করা
•ক্যাম্পিং এর দরকারি জিনিসপত্র ম্যানেজ করা
•টুর গাইড ম্যানেজ করা
•দরকারি পারমিশন / গাইডেন্স এর ঝামেলা পোহানো
•অনেক সময় তো tourmate না থাকায় অ্যাডভেঞ্চারে যাওয়া হয় উঠে না!


এই সব গুলো বিষয় বিবেচনায় এনে তা সমাধান করে আপনাদের রোমাঞ্চকর কিছু মুহূর্ত উপহার দেয়ার উদ্দেশ্যই আমাদের এই ক্যাম্পেইন এর সূচনা।

"হাওয়ার সাথে অ্যাডভেঞ্চার" এই ক্যাম্পেইন এর আওতায় আমরা প্রতি মাসেই বাংলাদেশ সহ আশেপাশের দেশ (ইন্ডিয়া /নেপাল) এর adventurous লোকেশনে এডভেঞ্চার টুর অ্যারেঞ্জ করবো।

আপনি শুধু রেজিষ্টেশন করে টুর যে লোকেশন থেকে শুরু হবে সেখানে উপস্থিত থাকলেই হবে। আমাদের টিম সকল arrengment এর দায়িত্ব নিবে।

ফ্যামিলি , ফ্রেন্ড সার্কেল, অথবা আপনি একাও জয়েন করতে পারবেন আমাদের যেকোনো গ্রুপ টুরে।

(গ্রুপ টুর ব্যতীত আমাদের থেকে অ্যাডভেঞ্চার টুর প্যাকেজও নেয়ার অপশন থাকবে।)

মাঝে মাঝেই প্রকৃতি অন্বেষণে নেমে পড়ার ইচ্ছে থাকলে অবশ্যই আমাদের পেজে চোখ রাখবেন।

আমরা খুব শীগ্রই কোনো অমায়িক লোকেশনে🥹 অ্যাডভেঞ্চার ট্রিপ এর ইভেন্ট নিয়ে হাজির হবে Team Haawaa- হাওয়া ।

সাথে থাকবেন।

এবার অ্যাডভেঞ্চারের খোঁজে "বান্দরবনের গহীনে"নিঝুম দ্বীপে অসাধারণ একটা এডভেঞ্চার অভিযানের পরে এবার হাওয়া ছুটছে বান্দরবানে...
18/01/2023

এবার অ্যাডভেঞ্চারের খোঁজে "বান্দরবনের গহীনে"

নিঝুম দ্বীপে অসাধারণ একটা এডভেঞ্চার অভিযানের পরে এবার হাওয়া ছুটছে বান্দরবানের একদম গহীনে।

জানুয়ারির ২৬ তারিখ রাতে আমরা যাচ্ছি বান্দরবানের আলিকদম, একদম অফ ট্রেইল হাইকিং টুর। ৫ দিন পাহাড়ে পাহাড়ে হাটবো, দেখবো বান্দরবানের গহীনের সৌন্দর্য। গহীনের ট্রেইলে শুয়ে বসে ক্লান্তি দূর করবো, পাহাড়ের চূড়ায় বসে সূর্য কে ডুবে যেতে দেখবো। আর কিছু লেখতে চাই না, বাকিটা গিয়ে দেখার জন্য রেখে দিলাম।

৪ রাত ৫ দিনের টুরের জন্য আমরা সর্বমোট খরচ নির্ধারণ করেছি মাত্র ৭৫০০ টাকা।

আচ্ছা আর একটা কথা ৭৫০০ টাকায় ঢাকা টু বান্দরবান, বান্দরবান টু ঢাকা এবং থাকা খাওয়া সব এই টাকার মধ্যেই। যেকোনো পরবর্তী তথ্যের জন্য আস্তে করে আমাদের
হটলাইনে - 01857-555521 একটা কল করে দিবেন।

খুবই ছোট একটা টিম যাচ্ছি কিন্তু , আপনি পাহাড় পাগল হইলে আমাদের সাথে যেতে পারেন এবং , আশা রাখছি আপনাদের দারুন একটা অভিজ্ঞতার এবং অবিস্মরণীয় কিছু মুহূর্ত উপহার দিতে পারবো।

টুর শুরু হবে - ২৬ জানুয়ারি রাত ১০ টায়
শেষ হবে - ৩ রা ফেব্রুয়ারি
সম্পূর্ন টুর ফি - ৭৫০০ টাকা
রেজিষ্টেশন ফি / বুকিং মানিঃ ১০০০/-

বিকাশ /নগদ - 01747100200
হটলাইন - 01857-555521

হাওয়ার সাথে অ্যাডভেঞ্চার" সিরিজের প্রথম টুর লোকেশন হিসেবে "নিঝুম দ্বীপ" কেই পারফেক্ট মনে হচ্ছে ।কেনো এই লোকেশন ? চলুন এ...
28/12/2022

হাওয়ার সাথে অ্যাডভেঞ্চার" সিরিজের প্রথম টুর লোকেশন হিসেবে "নিঝুম দ্বীপ" কেই পারফেক্ট মনে হচ্ছে ।

কেনো এই লোকেশন ? চলুন একটু বিস্তারিত আলাপ করা যাক -

আমাদের এই সিরিজের প্রতিটা টুর এর মূল এবং প্রধান উদ্দেশ্য অবশ্যই থাকবে অ্যাডভেঞ্চারের স্বাদ নেয়া।

অনেক বিষয় বিবেচনায় এনে দেখলাম যে নিঝুম দ্বীপ হতে পারে একদম পারফেক্ট ফিট।

নিঝুম দ্বীপের শীতকালীন সুন্দর্য কিভাবে লিখে প্রকাশ করবো ভেবে পাচ্ছি না তারপরও চেষ্টা করছি !

একদিকে বঙ্গোপসাগরের তীরে নান্দনিক সি বীচ অপরদিকে ঘন কেওড়া বনের ভিতরে চারিদিকে শান্ত,হালকা পাখির কিচিরমিচির আর মাঝে মাঝে হরিণের ডাক , সূর্য অস্তের অপরূপ দৃশ্য সব মিলিয়ে নিঝুম দ্বীপ আপনাকে প্রকৃতির খুব কাছে নিয়ে যাবে এতে সন্ধেহ নেই । অনেকটা রংতুলি দিয়ে আঁকা ছবির রূপ দেখতে পাবেন ।

আমরা এই সম্পূর্ন টুর টি ২ রাত ৩ দিনে সাজিয়েছি।

এবং যে যে অ্যাকটিভিটি গুলো এই টুর এ ইনক্লুড থাকছে তা হলো -

•সমুদ্র অথবা বনের কিনারায় রাতে ক্যাম্পিং
•চাঁদের আলোর + সমুদ্রের গর্জনের সাথে বার বি কিউ
•ট্রলারে করে সকল পপুলার স্পট ভিসিট যেমন - কবিরাজের চর , চৌধুরী খাল, কমলা দীঘি , হরিণের চলাচলের স্থান ইত্যাদি ।

আমরা যতটা সম্ভব এই টুর টা কে স্পেশাল করার প্রচেষ্টা করবো , আমাদের উপর আস্থা রাখতে পারেন ।

তারিখ -

৬ জানুয়ারি ২০২৩
যাত্রা - ঢাকা সদরঘাট থেকে সন্ধা ৬ টায়
এবং বরিশাল থেকে কেউ যেতে চাইলে মল্লিকপুর লঞ্চ ঘাট পর্যন্ত আসতে হবে।

রেজিষ্টেশন ফি হিসেবে ধরেছি -
মোট - ৩৯৯৯ টাকা
বুকিং amount - ১০০০ টাকা

যেকোনো পরবর্তী তথ্যের জন্য আমাদের ইনবক্স অথবা হটলাইনে কল করার অনুরোধ রইল।

হটলাইন -01857-555521

Congratulations! AIRASTRA for receiving Air Operator Certificate (AOC)
03/11/2022

Congratulations! AIRASTRA
for receiving Air Operator Certificate (AOC)

আপনার কাঙ্খিত  Domestic এবং International যেকোনো রুটের ফ্লাইট টিকেট বুক করুন কোনরকম ঝামেলা ছাড়াই আবার সাথে মার্কেট এর ব...
17/10/2022

আপনার কাঙ্খিত Domestic এবং International যেকোনো রুটের ফ্লাইট টিকেট বুক করুন কোনরকম ঝামেলা ছাড়াই আবার সাথে মার্কেট এর বেস্ট প্রাইস তো থাকছেই!

যে রুটের ফ্লাইট টিকেট বুক করতে চাচ্ছেন সেটার ডিটেল-
• গন্তব্যস্থলের নাম এবং যেখান থেকে যাত্রা শুরু করবেন।
• সময় এবং তারিখ

এই দুটো তথ্য আমাদের ইনবক্সে অথবা কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমাদের প্রতিনিধি কোন ফ্লাইট উক্ত সময়ে available আছে এবং প্রাইস এর যাবতীয় ডিটেল খুব দ্রুত জানিয়ে দিবে।

আমাদের হটলাইন নাম্বার - 01857555521

দুর্গতিনাশিনী দুর্গার আগমনে সব অশুভ শক্তি বিনাশ হয়ে মঙ্গলের বার্তা পৌঁছে যাক সবার মাঝে। উৎসবের দিনগুলো হয়ে উঠুক প্রাণবন্...
02/10/2022

দুর্গতিনাশিনী দুর্গার আগমনে সব অশুভ শক্তি বিনাশ হয়ে মঙ্গলের বার্তা পৌঁছে যাক সবার মাঝে। উৎসবের দিনগুলো হয়ে উঠুক প্রাণবন্ত ও আনন্দমুখর।হাওয়ার পক্ষ থেকে সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা।🌸🌺

আচ্ছা আপনাদের কাছে "ভ্রমণ এর প্রকৃত উদ্দেশ্য কি?"ঘরের চার দেয়ালের বেরা থেকে বেড়িয়ে কিছুদিনের জন্য নতুন মানুষ চেনার দৌ...
29/09/2022

আচ্ছা আপনাদের কাছে "ভ্রমণ এর প্রকৃত উদ্দেশ্য কি?"

ঘরের চার দেয়ালের বেরা থেকে বেড়িয়ে কিছুদিনের জন্য নতুন মানুষ চেনার দৌড় , নতুন নতুন অভিজ্ঞতা সাথে কিছুটা অ্যাডভেঞ্চার , কিছু অবিস্মরণীয় স্মৃতি তৈরির সূচনা এক কথায় বলতে গেলে "আত্মাকে পূর্ণতা দিতে ভ্রমণ এর জুড়ি মেলা ভার"

তাই না?

আপনাদের এত সুন্দর এবং মহৎ একটা উদ্দেশ্য পূরণ আরেকটু সহজতর করে দেয়ার লক্ষেই আমাদের প্রতিষ্ঠান "হাওয়া" র অভিযাত্রা

আমাদের সেবাসমূহ :-
• দেশে এবং দেশের বাহিরের বিভিন্ন লোকেশনের টুর প্যাকেজ
• ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক ফ্লাইট টিকেট বুকিং
• টুর গাইড বুকিং
• যেকোনো দেশের ভিসা প্রসেসিং সহযোগিতা

যেকোনো পরবর্তী প্রয়োজনে আমাদের হটলাইনে কল অথবা ইনবক্স করতে পারেন।
আমাদের প্রতিনিধি সর্বদা আপনাদের সহযোগিতায় নিয়োজিত
হটলাইন :-01856555521

"জীবন সংক্ষিপ্ত তবে পৃথিবী প্রশস্ত" তাই আজই অন্বেষণে নেমে পড়ুন এবং যেকোনো পরবর্তী সহযোগিতায় "হাওয়া" তার সকল সেবাসমূহ নিয়ে আপনার পাশে আছে ।

Address

House 82/1, Road 2, Niketon, Gulshan 1.
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Haawaa - হাওয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Dhaka travel agencies

Show All