08/03/2023
চলেন বসন্তের বাতাসের উপস্থিতিতে বান্দরবনে একটা খুম অভিযান হয়ে যাক!
আকাশে চাঁদের আলোর সাথে বসন্তের মিষ্টি বাতাস এমতাবস্থায় বান্দরবনের কোন এক নৈসর্গিক এবং নিঝুম পরিবেশে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নিচ্ছেন বিষয়টা একবার ভিজুয়ালাইজ করে দেখুন তো!
ঠিক এমন কিছুর অভিজ্ঞতা আপনাদের উপহার দেয়ার উদ্দেশ্যই টিম হাওয়া যাচ্ছে বসন্তে বান্দরবনে খুম অভিযানে। এই সম্পূর্ণ ভ্রমনে বান্দরবনের খুম গুলোর নৈসর্গিক সুন্দর্য , চিরাচরিত বান্দরবনের পাহাড়ি সুন্দর্য উপভোগ করার পাশাপাশি থাকছে বেশ কিছু অ্যাডভেঞ্চার activity র অভিজ্ঞতা সাথে করে নিয়ে আসার সুযোগ! সব কিছু মিলে আপনাকে এই ট্যুর একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা দিতে যাচ্ছে এতে আমাদের সন্দেহ নেই।
**এই ট্যুরে আমরা যে যে লোকেশন গুলো কভার করছি -**
☞ আমিয়াখুম
☞ নাফাখুম
☞ভেলাখুম
☞ সাতভাইখুম
☞দেবতা পাহাড়
☞ থুইসাপাড়া
☞ জিনাপাড়া
☞ রেমাক্রি
☞ রেমাক্রিফলস
☞ তিন্দু
☞ বড় পাথর
☞ রাজা পাথর
☞ পদ্মঝিড়ি
☞ থানচি
☞ ডিমপাহাড়(সময় সাপেক্ষে)
**যে যে অ্যাডভেঞ্চার Activity তে সাক্ষী হওয়ার সুযোগ থাকছে**
- ভরপুর পাহাড়ে ট্র্যাকিং করার সাথে সাথে বান্দরবনের নৈসর্গিক পরিবেশ উপভোগ
- আদিবাসীদের সাথে রাতে থাকা এবং তাদের জীবনযাত্রা খুব কাছে থেকে এক্সপেরিয়েন্স
- বান্দরবনের কোন এক অমায়িক লোকেশনে পূর্ণিমার চাঁদ এবং বসন্তের বাতাসের উপস্থিতিতে ক্যাম্পিং।
- যাত্রা পথে নতুন নতুন মানুষদের সাথে পরিচয় , টুর গ্রুপের মাধ্যমে নতুন মানুষদের সাথে যাত্রাপথে Wholesome আড্ডার সুযোগ! এটা কি অ্যাডভেঞ্চার থেকে কোন অংশে কম?
**সম্পূর্ণ ট্যুর প্ল্যান**
১ম রাতঃ ঢাকার সায়েদাবাদ থেকে রাতের নন-এসি বাসে আলিকদম এর উদ্দেশে যাত্রা শুরু।☞ ১ম দিনঃ সকালে বাস থেকে আলিকদম নেমে যত দ্রুত সম্ভব ফ্রেশ হয়ে নাস্তা করে চান্দের গাড়িতে মেঘ দেখতে দেখতে চলে যাবো থানচি। থানচি থেকে সাঙ্গু নদী দিয়ে বোটে করে রেমাক্রি। বোটে যেতে যেতে আমরা দেখে নিব তিন্দু, রাজা পাথর ও বড় পাথর। বিশাল বিশাল পাহাড়ের মাঝ দিয়ে সাঙ্গু নদীর এই বোট জার্নি আপনার সারা জীবন মনে থাকবে। এরপর রেমাক্রি ফলস দেখে রেমাক্রি থেকে ট্রেকিং করে নাফাখুম । নাফাখুমে ইচ্ছেমত লাফালাফি ঝাপাঝাপি করে ছবি তুলে ভিডিও করে নিবো।রাতে নাফাখুম পাড়ায় থাকতে পারি (সময় ও পরিস্থিতির উপর নির্ভর করবে) না থাকলে চলে যাবো জিন্নাহ পাড়ায়।☞২য় দিনঃ এই দিন জিন্নাহ থেকে কাক ডাকা ভোরে নাস্তা করে আমাদের ট্রেকিং শুরু হবে আমিয়াখুমের উদ্দেশ্যে। দেবতা পাহাড় পাড়ি দিয়ে আমরা পৌছে যাব অপার্থিব আমিয়াখুমে। আমিয়াখুম চোখে পড়ার সাথে সাথেই দেখবেন আমিয়াখুমের যাদুতে আপনার সকল ক্লান্তি দুর হয়ে যাবে। এরপর আমরা ঘুরে বেড়াবো খুমের রাজ্য। একে একে ঘুরে দেখবো সাতভাইখুম, ভেলাখুম। খুমের রাজ্য ঘুরে বিকালে আমরা চলে আসবো থুইসাপাড়ায়/জিন্নাহ পাড়ায় এদিন নাইট স্টে করবো থুইসাপাড়ায়/জিন্নাহ পাড়ায়।☞৩য় দিনঃ খুব সকালে নাস্তা করে থুইসাপাড়া/জিন্নাহ পাড়ায় থেকে পদ্মঝিড়ি হয়ে ট্রেকিং শুরু। পদ্মমুখ পৌছাতে(প্রায় ৮/৯ ঘন্টা ট্রেকিং) দুপুর হয়ে যাবে। এর পর পদ্মমুখ/পদ্মঝিরি থেকে বোটে থানচি। থানচি থেকে আমরা চলে যাব আলিকদম আমাদের লোকাল গাইডের পাড়ায়, ৩য় রাত আমরা আমাদের গাডের বাসায় থেকে, তারপরের দিন তার পাড়ার আসে পাশে ঘুরে দেখবো, বিকাল হলে পাড়া থেকে বের হয়ে চলে যাব আলিকদম বাস টার্মিনাল, রাতের বাসে করে চলে আসবো ঢাকা।
**যেহেতু দূর্গম পাহাড়ি পথ, তাই পথিমধ্যে যেকোন পরিস্থিতির কারণে রুট প্ল্যান টিম লিডার + গাইডের পরামর্শ অনুযায়ী পরিবর্তিত হতে পারে এবং প্লানে যে কোন পরিবর্তনে টিম লিডারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নিয়ে সকলকে সহযোগীতা করতে হবে।**
**যা যা সাথে নিতে হবে**
- জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট এর ৮ কপি ফটোকপি অবশ্যই সাথে রাখতে হবে। অন্যথায় অনুমতি না পাওয়ায় আপনাকে থানচি থেকেই ঢাকায় ফেরত পাঠানো হবে।
- হালকা ব্যাগপ্যাক..
**সময়কাল এবং রেজিস্টেসন ফি**
প্যাকেজ প্রাইসঃসব খরচসহ মাত্র৭৫০০ টাকা (৩ রাত ৪ দিন)
ভ্রমণ শুরুঃ ৯ মার্চ রাত ৮টা,সায়েদাবাদ,ঢাকা থেকে।
ভ্রমণ শেষঃ ১৪ মার্চ সকাল ৭টা সায়েদাবাদ,ঢাকা থাকবে ইনশাআল্লাহ্।
(যারা চাকরি করেন তারা রবিবার একদিন ছুটি নিয়ে অনায়াসেই শুক্র, শনি ও রবিবার ঘুরে সোমবার সকালে এসে অফিস করতে পারবেন)।
বুকিং মানিঃ ২০০০ টাকা ( অফেরতযোগ্য )। বিকাশ চার্জ সহ ২০৪০ টাকা
[**বুকিং_লাষ্ট_ডেটঃ**]
কোন নির্দিষ্ট ডেট নেই। আসন খালি থাকা পর্যন্ত বুকিং চলবে।সিট হয়ে গেলেই বুকিং ক্লোজ করে দেওয়া হবে। বাসের সিট বুকিং সিরিয়াল অনুযায়ী হবে। তাই বাসের ভালো সিট পেতে আগেই বুকিং দিন। শেষে বুকিং দিয়ে দয়া করে সামনের সিট দাবী করবেন না। বাকি টাকা বাসে উঠার আগে পেমেন্ট করতে হবে। বুকিং মানি ছাড়া মৌখিক কনফার্মেশন গ্রহনযোগ্য নয় ।
☞বিকাশ নাম্বার-01681414681(পার্সোনাল )
☞নগদ- 01681414681 (পার্সোনাল)
যেকোনো পরবর্তী তত্থের জন্য আমাদের ইনবক্স অথবা হটলাইনে যোগাযোগ করতে পারেন।
হটলাইন ০১৮৪৫০৯৮১৭৪