NM Travel

NM Travel Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NM Travel, Tourist Information Center, Dhaka.
(1)

22/10/2023

নবাবগঞ্জ জাতীয় উদ্যান (Nawabganj National Park) টি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় ৫১৭.৬১ হেক্টর সংরক্ষিত বনাঞ্চল নিয়ে গঠিত যা স্থানীয়ভাবে পঞ্চবটীর বন নামেও পরিচিত। নবাবগঞ্জ বনবিটের জগন্নাথপুর, হরিল্যাখুর, বড় জালালপুর, আলোকধুতি, তর্পনঘাট, রসুলপুর ও খটখটিয়া কৃষ্টপুর মৌজা নিয়ে নবাবগঞ্জ জাতীয় উদ্যান গঠিত। এই জাতীয় উদ্যান আসলে একটি শালবন। ২০১০ সালের ২৪ অক্টোবর এই অঞ্চলকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় এবং নামকরণ করা হয় শেখ রাসেল জাতীয় উদ্যান (Sheikh Russel National Park)। নবাবগঞ্জ জাতীয় উদ্যান এ শাল সেগুন ছাড়াও, গামার, কড়ই, জামসহ প্রায় ২০ থেকে ৩০ প্রজাতির গাছ রয়েছে। বন্যপ্রাণীর মধ্যে আছে বনবিড়াল, খেঁকশিয়াল, মেছোবাঘ, বিভিন্ন জাতের পাখি ও নানা জাতের সাপ। যদিও বর্তমান সময়ে সন্ধ্যার পরে খেঁকশিয়ালটাই বেশি দেখা যায়। সবুজে ঘেরা চারপাশ, দুই বনের মাঝখানে রয়েছে প্রায় ৬০০ একরের মতো জায়গা জুড়ে আশুরার বিল, যা দেশীয় মাছের অভয়াশ্রম হিসেবে পরিচিত। বিলের জলে ফুটে থাকা শাপলা ও পদ্ম ফুল দর্শনার্থীদের মুগ্ধ করে। আশুড়ার বিলের উপরে তৈরি করা হয়েছে উত্তরবঙ্গের সব থেকে বড় কাঠের ব্রিজ যা সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিয়েছে নবাবগঞ্জ জাতীয় উদ্যান এর।প্রচলিত আছে — কুশদহ, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর ও ঘোড়াঘাট পর্যন্ত নবাবগঞ্জ জাতীয় উদ্যান এর বনের ৫টি শাখা ছিল। তাই এর আরেক নাম পঞ্চবটী। জনশ্রুতি আছে দস্যু রত্নাকর সিদ্ধিলাভ করে বাল্মীকি মুনিরূপে খ্যাতিলাভ করেন এই বনে। এই উদ্যানেই রয়েছে সীতার কোট বৌদ্ধবিহার এর ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন যা নিয়ে শিবের কৈলাশবাস আর সীতার বনবাস কিংবদন্তি রয়েছে।নবাবগঞ্জের কাঠের সেতু
নবাবগঞ্জের কাঠের সেতুটির দৈর্ঘ্য ৯০০ মিটার এবং তৈরি করা হয়েছে শাল কাঠ দ্বারা। নবাবগঞ্জের কাঠের এই সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১২ লাখ টাকা এবং সময় লেগেছে দুই মাসের মতো। সেতুটি পূর্ব-পশ্চিমে নির্মিত এবং নামকরণ করা হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কাঠের সেতু। সেতুটির আকার দেওয়া হয়েছে ইংরেজি বর্ণ জেড এর মতো যা সেতুটির বেশ কয়েটি জায়গায় ফুটিয়ে তোলা হয়েছে। সেতুটির পশ্চিমে খটখটিয়া কৃষ্ণপুর ও পূর্ব দিকে নবাবগঞ্জ। ফলে এই দুই অংশের বাসিন্দারাও সেতুটি ব্যবহার করতে পারবেন। সেতুটি ২০১৯ সালের ১ জুন উদ্বোধন করা হয়।
নবাবগঞ্জ উদ্যান এর মূল কাঠের ব্রিজে যেতে হলে বনের মাঝ দিয়ে সরু রাস্তা ধরে যেতে হয়। আওনি চাইলে বাইক কিংবা গাড়ি নিয়ে যেতে পারবেন। উদ্যানের পার্কিং ব্যবস্থা অনেকটা ছোট। একটু সময় নিয়ে গেলে স্বপ্নপূরী পিকনিক স্পট ও একই সাথে ঘুরে আসতে পারবেন। নবাবগঞ্জ জাতীয় উদ্যান থেকে স্বপ্নপুরী মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত।
নবাবগঞ্জ জাতীয় উদ্যান যাওয়ার উপায়
ঢাকা থেকে বাসে দিনাজপুর
ঢাকা থেকে বাস ও ট্রেন দুই পথেই যাওয়া যায়। ঢাকা থেকে দিনাজপুরগামী বাসগুলো সাধারণত ছাড়ে গাবতলী ও কল্যাণপুর থেকে। এ পথে নাবিল পরিবহনের এসি বাস চলাচল করে। ভাড়া ৯০০ টাকা। এছাড়া হানিফ এন্টারপ্রাইজ,এস আর ট্রাভেলস, কেয়া পরিবহন, এস এ পরিবহন, শ্যামলী পরিবহন, নাবিল পরিবহনের নন-এসি বাসও চলাচল করে এ পথে। ভাড়া ৫০০-৫৫০ টাকা। ঢাকা থেকে আসাদগেট, কলেজগেট, শ্যামলী, কল্যাণপুর, টেকনিক্যাল মোড় অথবা গাবতলী হতে নাবিল, বা বাবলু এন্টারপ্রাইজের চেয়ার কোচে করে সরাসরি দিনাজপুর । প্রায় সারাদিন ৩০ মিনিট বা ১ ঘণ্টা পরপর গাড়িগুলো ছেড়ে যায়। তা ছাড়া উত্তরা হতেও কিছু পরিবহন দিনাজপুর যায়।
ঢাকা থেকে ট্রেনে দিনাজপুর
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর ট্রেন দ্রুতযান এক্সপ্রেস ছাড়ে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। আর আন্তঃনগর একতা এক্সপ্রেস ছাড়ে সকাল ৯টা ৫০ মিনিটে। ঢাকা থেকে একতা ও দ্রুতযান এক্সপ্রেস বন্ধ থাকে যথাক্রমে মঙ্গল ও বুধবার। ভাড়া শোভন সিট ১৮৫ টাকা,শোভন চেয়ার ২৫০, প্রথম শ্রেণি চেয়ার ৩৫০, প্রথম শ্রেণি বার্থ ৫৩৫, এসি চেয়ার ৬১৮, এসি বার্থ ৮৯৭ টাকা।
দিনাজপুর থেকে বাসে করে নবাবগঞ্জ খুব সহজেই পৌছানো যাবে। নবাবগঞ্জ উপজেলা থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে নবাবগঞ্জ জাতীয় উদ্যান। যে কাউকে কাঠের ব্রীজ বললে রাস্তা দেখিয়ে দেবে।
🎶 Music Credit
Song: TVARI - Revive Music provided by Vlog No Copyright Music. Video Link: https://bit.ly/3AkL4nB

02/10/2023

বাংলাদেশ ভারত বর্ডার-হিলি বর্ডার দিনাজপুর । (Hili Border Dinajpur) হিলি স্থলবন্দর।
হিলি স্থলবন্দর বাংলাদেশ–ভারত সীমান্তে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় অবস্থিত।বন্দর পারাপারের জন্য ট্রাকের সারি, হিলি স্থল বন্দর
১৯৮৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশ ও ভারতের মধ্যে রপ্তানি-আমদানি ব্যবসার জন্য হিলি শুল্ক স্টেশন প্রতিষ্ঠিত হয়। হিলি স্থলবন্দর ১০,০০০ একর এলাকা জুড়ে অবন্থিত এবং এর ১০,০০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা রয়েছে। পরে ১৯৯৬ সালে, সরকার এটিকে একটি পূর্ণাঙ্গ শুল্ক স্টেশন ঘোষণা করে। ২০০৫ সালে সরকার বন্দরটি বেসরকারি ব্যবস্থাপনার কাছে হস্তান্তর করে। ২০০৭ সালের নভেম্বরে পানামা হিলি পোর্ট লিঙ্ক লিমিটেড ২৫ বছরের জন্য বন্দরটি ইজারা নেয় এবং এটি পুর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে কার্যক্রম শুরু করে। ভারতের দিকে দক্ষিণ দিনাজপুরের হিলিতে স্থলবন্দর ও সীমান্ত চেকপোস্ট রয়েছে।১৯৪৭ সালের ভারত বিভাগের সময় গ্রামটি দ্বিখন্ডিত হয়৷ গ্রামটির পূর্ব অংশ পাকিস্তানে ও পশ্চিম অংশ ভারতের সাথে যুক্ত হয় ৷ রেল স্টেশন ও বাজার পাকিস্তানে পড়ে ও বসবাসের বাড়ীঘর, ইত্যাদি ভারতে পড়ে ৷ বর্তমানে এই সীমান্ত দিয়ে দুই দেশের মানুষ যাতায়াত করেন ও দুই দেশের পণ্যের বাণিজ্য হয়৷ বর্তমানে ভারতের অন্তর্গত হিলি গ্রামের অংশটি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় অবস্থিত।
#হিলি #বর্ডার
Song: TVARI - Revive Music provided by Vlog No Copyright Music. Video Link: https://bit.ly/3AkL4nB

29/09/2023

গাজীপুরের মেঘের ছায়া পার্ক,
কর্মজীবী মানুষের সাপ্তাহিক ছুটিতে আনন্দের সীমা থাকে না। ছুটিতে তারা পরিবার-পরিজন নিয়ে ঘুরতে যান বিভিন্ন বিনোদন কেন্দ্রে। সাপ্তাহিক ছুটি আনন্দে কাটাতে দর্শনার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে গাজীপুরের মেঘের ছায়া পার্ক,এখানে নানা বয়সের শত শত মানুষ ছুটে এসেছেন আনন্দ উল্লাস করে ঘুরে বেড়াতে।
এখানে রয়েছে শিশুদের খেলার মাঠ, দোলনা, বিভিন্ন পাথরের তৈরি নানা ধরনের পশুপাখি, পানির উপর ভাসমান রেস্টুরেন্ট, মিনি চিড়িয়াখানা, সবুজ খাসের মাঠ ও পুকুর। রয়েছে বিশাল ঝরনা, বিভিন্ন প্রজাতির গাছ ও পুকুরে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে নৌকা। সবকিছু মিলিয়েই পার্কটি মনোমুগ্ধকর করে সাজানো হয়েছে।

🎶Music credit
Adventures by A Himitsu https://soundcloud.com/a-himitsu Creative Commons — Attribution 3.0 Unported— CC BY 3.0 Free Download / Stream: http://bit.ly/2Pj0MtT Music released by Argofox https://youtu.be/8BXNwnxaVQE Music promoted by Audio Library https://youtu.be/MkNeIUgNPQ8

27/09/2023

রুপসা রিসোর্ট, হোতাপাড়া, গাজীপুর।
#রুপসা #রিসোট #গাজীপুর

--------------------------------------------------------------------------------
Adventures by A Himitsu https://soundcloud.com/a-himitsu Creative Commons — Attribution 3.0 Unported— CC BY 3.0 Free Download / Stream: http://bit.ly/2Pj0MtT Music released by Argofox https://youtu.be/8BXNwnxaVQE Music promoted by Audio Library https://youtu.be/MkNeIUgNPQ8

24/09/2023

দিনাজপুর বানিজ্য মেলা২০২৩, বড় মাঠ দিনাজপুর (Dinajpur boro math)

24/09/2023

দিনাজপুর গোরে-এ-শহীদ বড় ময়দান আঞ্চলিকভাবে দিনাজপুর বড় মাঠ নামে পরিচিত। এর আয়তন ৭৮ একর। এটি দিনাজপুরের প্রাণনাথপুর ও খামার ঝাড়বাড়ী মৌজায় অবস্থিত। দিনাজপুর গোরে-এ-শহীদ ময়দানের পূর্ব পার্শ্বে দিনাজপুর শহরের জিরো পয়েন্ট অবস্থিত।দিনাজপুর বড় মাঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর উত্তর ফ্রন্টের বৃহৎ সমাবেশ ঘটেছিল বলে সি এস রেকর্ডে জানা যায়। ব্রিটিশ-ভারত রাজ্যের পক্ষ হতে মিলিটারি ডির্পাটমেন্ট এর নামে প্রায় ৬২ একর জমি দান করে। অতিরিক্ত ১৬ একর ভারত সাম্রাজ্য সরাসরি প্রদান করে। ইংরেজ আমলে এর উত্তর দিকে নির্মিত হয় খাদ্য গুদাম। যা অবিভক্ত দিনাজপুরের একমাত্র খাদ্য গুদাম ছিল। এখানে উনিশ শতকের মাঝামাঝি সময়ে ইউরোপিয়ান সাহেবদের জন্য স্টেশন ক্লাব স্থাপন করা হয়। ইংরেজ আমলে এ মাঠে ঘৌড় দৌড় অনুষ্ঠিত হত এবং পাকিস্তান আমলে নর নারায়ণ শীল্ড ফুটবল প্রতিযোগিতা হত। ১৯৬২ সালে এ মাঠে হেলিকপ্টার আবতরণের জন্য হেলিপোর্ট নির্মিত হয়। ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর ২০ ডিসেম্বর এ মাঠে দিনাজপুরে প্রথম পতাকা উত্তোলন করেন এম আব্দুর রহিম। দেশ স্বাধীনের পর দিনাজপুর বড় মাঠের এক পাশে জেলার কেন্দ্রীয় জামে মসজিদ নির্মিত হয়। ১৯৮৬ সালে এ মসজিদের পাশে তেভাগা আন্দোলনের নেতা দিনাজপুরের কৃতি সন্তান হাজী মোহাম্মদ দানেশ সমাহিত হন।এ মাঠের পশ্চিম পার্শ্বে রাজাদের জন্য নির্মিত জুলুম সাগর প্রসাদ, সার্কিট হাউজ এবং কালেক্টর বাসভবন (যা দিনাজপুর ভবন নামে পরিচিত) অবস্থিত। দিনাজপুরের জিরো পয়েনেটে অবস্থান, নির্মল বাতাস, খোলা আকাশ আর সবুজের সমারোহের জন্য এটিকে লিভার অব দিনাজপুর অ্যাখায়িত করা হয়।এ মাঠের মাঝ ভাগে চেহেলগাজীর সমসাময়িক ইসলাম প্রচারক শাহ আমির উদ্দীন ঘুরী (র:) মাজার রয়েছে যিনি ঘোড়ায় চড়ে দিনাজপুরে ইসলাম প্রচার করেন এবং সেজন্য এ মাঠের নামকরণ হয় গোর এ শহীদ ময়দান।বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহটি দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে অবস্থিত। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় হতে এ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।

Song: TVARI - Revive Music provided by Vlog No Copyright Music. Video Link: https://bit.ly/3AkL4nB

https://youtu.be/_QlTCk09Rkk
21/12/2021

https://youtu.be/_QlTCk09Rkk

ভাওয়াল রাজবাড়ী অবিভক্ত ভারতবর্ষের বাংলা প্রদেশের ভাওয়াল রাজ্য, বর্তমানে বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত ....

Address

Dhaka

Telephone

+8801835233975

Website

Alerts

Be the first to know and let us send you an email when NM Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Tourist Information Centers in Dhaka

Show All