05/08/2023
🇮🇳𝐈𝐧𝐝𝐢𝐚𝐧 𝐌𝐞𝐝𝐢𝐜𝐚𝐥 𝐕𝐢𝐬𝐚 𝐚𝐧𝐝 𝐀𝐭𝐭𝐞𝐧𝐝𝐚𝐧𝐭 𝐕𝐢𝐬𝐚 𝟐𝟎𝟐𝟑🇮🇳
🇮🇳ইন্ডিয়ান মেডিকেল ভিসা এবং এটেনডেন্ট ভিসা🇮🇳
%দেশের খরচে বিদেশে চিকিৎসা%
📙ভারতে মেডিকেল ভিসা এবং এটেনডেন্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
✅1. জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদপত্র ( আঠারো বছরের নিচে)।
✅2. একটি সদ্য তোলা (তিন মাসের বেশী পুরোনো নয়) ২x২ সাইজের রঙিন ছবি যেন পুরো মুখমন্ডল দেখা যায় এবং ছবির পিছনের অংশ সাদা হতে হবে ।
✅3. মূল পাসপোর্ট, ভিসার আবেদন দাখিল করার তারিখের আগে থেকে সর্বনিন্ম ৬ মাস মেয়াদী হতে হবে। পাসপোর্টে অন্তত দু’টি সাদা পাতা থাকতে হবে। পুরোনো পাসপোর্ট জমা দিতে হবে যদি থাকে।
✅4. ইউটিলিটি বিল, যথা- বিদ্যুৎ, টেলিফোন, গ্যাস বা পানির বিলের অনুলিপি (গত তিন মাসের ভিতরে)।
✅5. নির্দিষ্ট তারিখ দিয়ে ভারত থেকে মেডিকেল আমন্ত্রণ পত্র।
✅6. পেশার প্রমাণপত্র : চাকুরীদাতার কাছ থেকে সনদ। শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান এর আইডি কার্ড এর অনুলিপি সংযুক্ত করতে হবে, অবসরপ্রাপ্ত ব্যক্তির অবসরপ্রাপ্ত কাগজপত্র, বিজনেস ব্যক্তির বাণিজ্য সনদপত্র প্রয়োজন।
✅7. আর্থিক সচ্ছলতার প্রমাণ: আবেদনকারীদের জন প্রতি ১৫০ মার্কিন ডলার সমমানের বৈদেশিক মুদ্রার এসডোর্সমেন্ট এবং/অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড এবং/অথবা ব্যাংক স্টেটমেন্ট এর অনুলিপি দিতে হবে, এক্ষেত্রে, একাউন্টে ভ্রমণ উপযোগী যথেষ্ট পরিমাণ আর্থিক ব্যালেন্স।
✅8. স্বীকৃত হাসপাতাল/ ডাক্তার এর কাছ থেকে রোগীর চিকিৎসাধীন অবস্থার নির্দেশ সহকারে চিকিৎসার মূল সনদপত্র।
✅9. সব ঔষধ মূল নথি।
✅10. প্রথম ভ্রমণের ক্ষেত্রে, বিদেশে চিকিৎসা সুবিধা উপভোগের জন্য উপস্থিত ডাক্তারের কাছ থেকে সুপারিশ পত্র।
✅11.ভারতে অব্যাহতভাবে চিকিৎসার ক্ষেত্রে ভারতের উপস্থিত ডাক্তারের কাছ থেকে সুপারিশ পত্র।
✅12.হাসপাতালে ভর্তি বা দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য, আর্থিক সম্পদের প্রমাণ, যেমনটি প্রয়োজন হতে পারে:
(ক) ব্যাংক স্টেটমেন্ট এর কপি (বিগত ৬ মাসের),
(খ) ব্যাংক থেকে সচ্ছলতার সনদ।
📙মন্তব্য: ভারতে চিকিৎসার উদ্দেশ্যে গমনকারী ব্যক্তি।
📙এটেনডেন্ট হিসাবে রোগীর সাথে যেতে একই কাগজপত্র আলাদা ভাবে দিতে হবে রোগীর সাথে সম্পর্কের প্রমাণসহ ।
📙𝐈𝐧𝐝𝐢𝐚𝐧 𝐌𝐞𝐝𝐢𝐜𝐚𝐥 𝐕𝐢𝐬𝐚 𝐚𝐧𝐝 𝐀𝐭𝐭𝐞𝐧𝐝𝐚𝐧𝐭 𝐕𝐢𝐬𝐚 𝟐𝟎𝟐𝟑
✅1. NID/Birth certificate,
✅2. Latest Utility Bill copy
✅3. Bank statement/Dollar endorsement (Endorsement should not be older than 1 (one) month at the time of submission) /Active international credit card /Travel card
✅4. Medical Invitation letter from India with specific date
✅5. All Medical original documents
✅6. Profession proof
✅7. Last passport copy and all old passports
𝐑𝐞𝐦𝐚𝐫𝐤𝐬 : Persons visiting India to get medical treatment.
📙𝐆𝐞𝐧𝐞𝐫𝐚𝐥 𝐃𝐨𝐜𝐮𝐦𝐞𝐧𝐭𝐬 𝐫𝐞𝐪𝐮𝐢𝐫𝐞𝐝 :
✅(i) Medical certificate, in original, from recognized hospitals/ doctors indicating in detail the medical condition of the patient;
✅(ii) Recommendation from the attending doctor for availing treatment abroad in case of first visit;
✅(iii) recommendation from the attending doctor in India in case of continued treatment in India;
✅(iv) In case of hospitalization or long term treatment, proof of financial resources, as indicated below, may be sought:
(a) Bank statements for last 6 months.
(b) Solvency certificate from Bank.
📙𝐓𝐨 𝐚𝐜𝐜𝐨𝐦𝐩𝐚𝐧𝐲 𝐭𝐡𝐞 𝐩𝐚𝐭𝐢𝐞𝐧𝐭 𝐚𝐬 𝐚𝐧 𝐚𝐭𝐭𝐞𝐧𝐝𝐚𝐧𝐭, 𝐭𝐡𝐞 𝐬𝐚𝐦𝐞 𝐝𝐨𝐜𝐮𝐦𝐞𝐧𝐭𝐬 𝐦𝐮𝐬𝐭 𝐛𝐞 𝐠𝐢𝐯𝐞𝐧 𝐬𝐞𝐩𝐚𝐫𝐚𝐭𝐞𝐥𝐲 𝐚𝐥𝐨𝐧𝐠 𝐰𝐢𝐭𝐡 𝐭𝐡𝐞 𝐩𝐫𝐨𝐨𝐟 𝐨𝐟 𝐫𝐞𝐥𝐚𝐭𝐢𝐨𝐧𝐬𝐡𝐢𝐩 𝐰𝐢𝐭𝐡 𝐭𝐡𝐞 𝐩𝐚𝐭𝐢𝐞𝐧𝐭.