Travel Luxury BD

Travel Luxury BD ভ্রমণ করুন অজানাকে জানুন।

31/01/2025
31/01/2025

লাল পাহাড়, শ্রীমঙ্গল

আসসালামু আলাইকুম। এই পৃথিবীটা হচ্ছে একটি বই, যে যত বেশি ভ্রমণ করবে সে তত বইয়ের পৃষ্ঠা পড়বে।তাই Travel Luxury BD নতুন ব...
26/01/2025

আসসালামু আলাইকুম।

এই পৃথিবীটা হচ্ছে একটি বই, যে যত বেশি ভ্রমণ করবে সে তত বইয়ের পৃষ্ঠা পড়বে।

তাই Travel Luxury BD নতুন বছরের #ফেব্রুয়ারি মাসের ইভেন্ট সমূহ আপনাদের জন্য প্রস্তুতি করে রাখছে। আপনার সময় সাথে যেটা মিলে যাবে সেই ইভেন্টে আপনি যেতে পারবেন। ইনশাআল্লাহ ফেব্রুয়ারী মাসে মোট ৪টা ইভেন্ট।

📆 ১মঃ বাঁশ বাড়িয়া সমুদ্র সৈকতে ক্যাম্পিং।

ইনশাআল্লাহ ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর ২:৩০ মিনিটে মহিপাল থেকে রওনা দিবো। সবাই #মহিপালে চলে আসবেন। ফেরা শুক্রবার সকাল ৯ টায়।

জনপ্রতি খরচ ৮৫০/-

বুকিং করার শেষ সময় ৫ ফেব্রুয়ারী রাত ১০ টায়। বুকিং মানি ৫০০/-

📆 ২য়ঃ সাজেক ভ্যালি।

ইনশাআল্লাহ রওনা দিবো ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত ১১:০০। ফেরা শনিবার রাত ১০ টায়। আমাদের যাত্রা শুরু মহিপাল থেকে ও শেষ মহিপাল। ২ দিন ১ রাত।

#কি কি দেখবোঃ

কংলাক পাহাড়

লুসাই গ্রাম (নিজ খরচ)

হ্যালিপ্যাড

আলুটিলা গুহা

হর্টিকালচার পার্ক

রিছাং ঝর্ণা ( সময় সাপেক্ষ)

জনপ্রতি খরচ ৩৪৯০/-

বুকিং করার শেষ সময় ৬ ফেব্রুয়ারী রাত ১০ টায়। বুকিং মানি ১০০০/-

📆৩য়ঃ মারাইংতং ক্যাম্পিং।

ইনশাআল্লাহ রওনা দিবো ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত ১২:০০। ফেরা শনিবার রাত ১০ টায়। আমাদের যাত্রা শুরু মহিপাল থেকে ও শেষ মহিপাল। ২ দিন ১ রাত।

মারাইংতং পাহাড়

আদিবাসী গ্রাম

আলী কদম গুহা

নিরিবিলি রির্সোটে ঘুরে দেখা।

জনপ্রতি খরচ ৩২৫০/-

বুকিং করার শেষ সময় ৭ ফেব্রুয়ারী রাত ১০ টায়। বুকিং মানি ১০০০/-

📆 ৪র্থঃ গুচ্ছ গ্রাম, মুছাপুর ক্যাম্পিং।

ইনশাআল্লাহ রওনা দিবো ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর ৩ ও ফেরা শুক্রবার সকাল ৯ টায়। আমাদের যাত্রা শুরু দাগনভূঞা থেকে ও শেষ দাগনভূঞা ।

জনপ্রতি খরচ ৮০০ /-

কেউ স্পটে এসে এড হলে ৬০০/-

বুকিং করার শেষ সময় ১৯ ফেব্রুয়ারী রাত ১০ টায়। বুকিং মানি ৫০০/-

যোগাযোগঃ

পিয়াস 01845398218
নিলয় 01887637685
রূপম 01871201417

11/01/2025

সেন্টমার্টিন

‼️ফটোগ্রাফি প্রতিযোগিতা সিজন-০৩‼️আসসালামু আলাইকুম ওয়া'রাহমাতুল্লাহি ওয়া'বারাকাতুহু। #ফটোগ্রাফি_কনটেস্ট  প্রকৃতির সৌন্দর্...
30/12/2024

‼️ফটোগ্রাফি প্রতিযোগিতা সিজন-০৩‼️

আসসালামু আলাইকুম ওয়া'রাহমাতুল্লাহি ওয়া'বারাকাতুহু।
#ফটোগ্রাফি_কনটেস্ট

প্রকৃতির সৌন্দর্যকে নতুন চোখে দেখার এবং সৃজনশীলতায় নিজেকে প্রকাশ করার সুযোগ দিচ্ছে এই ইভেন্ট।
নিয়ম মেনে অংশগ্রহণ করুন, মজার সময় কাটানো মুহুর্তগুলোর দৃশ্য, আর সেরা ছবির জন্য জিতে নিন আকর্ষণীয় পুরস্কার!

# # # **ইভেন্টের সময়সূচী:**
⏰ **শুরুর সময়:** [৩০ ডিসেম্বর সকাল ১২:০০টা]
⏰ **শেষ সময়:** [২জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৪:০০ টা পর্যন্ত]

এই সময়ের মধ্যে আপনারা আমাদের "ট্রাভেল লাক্সারি বিডি" গ্রুপে নিজেদের তোলা ছবি বা ভিডিও হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করতে পারবেন।

তবে সেক্ষেত্রে কিছু নিয়ম ফলো করতে হবে সবাইকে—
# # # **প্রতিযোগিতার নিয়মাবলী:**

**অংশগ্রহণকারীর সংখ্যা:**
#সবাই_অংশগ্রহণ
_করতে_পারবেন।

**ছবি তোলার বিষয়বস্তু:**
🌴🏕️ প্রাকৃতিক দৃশ্য, জীববৈচিত্র্য, স্থানীয় জীবনযাত্রা, অথবা বিশেষ মুহূর্ত।
- শুধুমাত্র প্রকৃতির সৌন্দর্যকে কেন্দ্র করেই ছবি তুলতে হবে।
- ছবি হতে হবে মৌলিক এবং প্রতিযোগিতার সময়সীমার মধ্যে তোলা।

১| প্রথমত ছবি/ভিডিও নিজের তোলা হতে হবে। অন্যের তোলা ছবি নিজের বলে চালিয়ে দেওয়া যাবে নাহ। সেক্ষেত্রে তিনি ডিসকোয়ালিফাইড বলে গণ্য হবেন।

২| পোস্টে হ্যাশট্যাগ অবশ্যই ব্যবহার করতে হবে।

৩| প্রতিযোগী সর্বোচ্চ ৩ বার পোস্ট করতে পারবে এবং প্রতি পোস্টে ১টির বেশি ছবি/ভিডিও দিতে পারবে নাহ।

৪| পোস্টের কমেন্টে কমপক্ষে ১৫জন বন্ধুকে মেনশন করতে হবে।

৫| চাইলে পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করতে পারেন। তবে মেনডেটরি নাহ।

৬| ছবি বা ভিডিওতে সরাসরি কারো চেহারা দেখা যাবে নাহ। প্রকৃতিকে প্রাধান্য দিতে হবে।

৭| কোনো বেপর্দা নারী বা অশালীন বা সতর তরক হয় এমন কিছু থাকা যাবে নাহ।

৮| ছবি বা ভিডিও আন-রিয়েলিস্টিক হওয়া যাবে নাহ। অর্থ্যাৎ অতিরিক্ত ফিল্টার বা ইডিট ব্যবহার গ্রহণযোগ্য হবে নাহ।

৯| ভিডিওতে মিউজিক থাকা যাবে নাহ। চাইলে ন্যাচারাল সাউন্ড ব্যবহার করতে পারবেন বা ব্যাকগ্রাউন্ড ইসলামিক নাশীদ উইথআউট মিউজিক ব্যাবহার করতে হবে।

১০| পোস্ট করতে হবে কনটেস্ট চলাকালীন সময়ের মধ্যে।

বিজয়ী নির্বাচনঃ প্রত্যেক প্রতিযোগী উপরের নিময় মেনে গ্রুপে পোস্ট করবেন নির্ধারিত সময়ের মধ্যে। এক্ষেত্রে হ্যাশট্যাগ যেনো মিস না যায়।
পোস্ট ডেমো—
↓↓↓
❝আপনার ক্যাপশন❞

Device name:
Location:
আমাদের গ্রুপের লিংক

Group : Travel Luxury BD

Post no:
_______________________
কনটেস্ট এর বিজয়ী সিলেকশন করা হবে পোস্ট এর এনগেইজমেন্ট এর ভিত্তিতে। কনটেস্ট এর নির্ধারিত সময় শেষ হওয়া পর্যন্ত যে প্রতিযোগীর পোস্ট এ রিয়েকশন এবং কমেন্টস বেশি থাকবে তাকে আমরা এই কনটেস্ট এর বিজয়ী হিসেবে ঘোষণা করবো ঈনশা'আল্লাহ।

তাই যে যেভাবে পারেন নিজের পোস্টের রিচ বাড়িয়ে, শেয়ার দিয়ে বা বন্ধুদের মেনশন করে পোস্টের রিয়েকশন গেদার করতে পারেন এবং বন্ধুদের যত বেশি মেনশন করে কমেন্টস বাড়াতে পারেন। [উল্লেখ্য: কমেন্টস এর ক্ষেত্রে পোস্টকারীর কমেন্টস থেকে তার বন্ধুদের কমেন্টসকে কাউন্টে রাখা হবে।]

বিঃদ্রঃ কোনোরূপ সমস্যা তৈরি হলে বা সেইম সেইম কনটেস্ট তৈরি হলে সেক্ষেত্রে লটারি কিংবা এডমিনদের সিদ্ধান্ত অনুযায়ী বিজয়ী নির্বাচন করা হবে।

পুরস্কারঃ বিজয়ীর জন্য থাকবে মুছাপুর ক্যাম্পিং ৩০- ৫০% পর্যন্ত বিশাল ডিসকাউন্ট ঈনশা'আল্লাহ।

সকলের জন্য শুভকামনা রইল.....

আলহামদুলিল্লাহ আমরা ২৪ জন ভ্রমণ পিপাসুদের নিয়ে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্য রওনা দিলাম।
03/10/2024

আলহামদুলিল্লাহ আমরা ২৪ জন ভ্রমণ পিপাসুদের নিয়ে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্য রওনা দিলাম।

আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের প্রতি অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি। আপনাদের বিপুল আগ্রহের কারণে টাঙ্গুয়ার হাওরের আমাদ...
28/09/2024

আলহামদুলিল্লাহ।

আপনাদের সকলের প্রতি অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি। আপনাদের বিপুল আগ্রহের কারণে টাঙ্গুয়ার হাওরের আমাদের সব সিট ইতোমধ্যেই বুকিং হয়ে গেছে। ফলে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, আমরা আর কাউকে এই মুহূর্তে জায়গা দিতে পারছি না।

আমাদের সীমাবদ্ধতার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আপনাদের সাথে আরও সুন্দর মুহূর্ত ভাগাভাগি করার প্রত্যাশায় আছি।

আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ।
ঈনশা'আল্লাহ, আমাদের পরবর্তী আয়োজনগুলোতে আপনাদের সবার সাথে সুন্দর সময় কাটানোর অপেক্ষায় থাকব।

[বিঃদ্রঃ যদি অনাকাঙ্ক্ষিত কারণে কেউ সিট ক্যান্সেল করে, তবে তার পরিবর্তে ওয়েটিং লিস্ট অনুযায়ী অন্য কাউকে সেক্ষেত্রে রিপ্লেস করা যেতে পারে।]

Nature gives so much energy ☘️💚🏞️🏔️🗾🌎🌍Switzerland 🌎
02/04/2024

Nature gives so much energy ☘️💚🏞️🏔️🗾🌎🌍

Switzerland 🌎

Cherry blossom
31/03/2024

Cherry blossom

Mind blowing arts.
29/03/2024

Mind blowing arts.

Spring is usually from March to May in Japan 🇯🇵
23/03/2024

Spring is usually from March to May in Japan 🇯🇵



Blossom in Skardu 🌸
22/03/2024

Blossom in Skardu 🌸

You enjoy its beauty in silence.🏵️💮🌸💐🌷🌷🥰❤️ 🏆
20/03/2024

You enjoy its beauty in silence.
🏵️💮🌸💐🌷🌷🥰❤️

🏆

Everything can be found in nature.🇧🇩Nature circle 😍😍
19/03/2024

Everything can be found in nature.🇧🇩
Nature circle 😍😍


Address

Dhaka
CANTONMENT

Telephone

+8801825292082

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel Luxury BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category