19/02/2020
মেঘের_রাজ্য_সাজেকে_ভ্রমণ...
এ যেনো কল্পনার এক দেশ,ইচ্ছের ডানা মেলে মেঘের উপর গাঁ ভাসাতে চলুন ঘুরে আসি মেঘের রাজ্য সাজেক ভ্যালীতে।
#যাত্রার_তারিখ :........... রাত ১০.০০টা (ঢাকা থেকে)
#ফেরার_তারিখ:........... রাত ৯ঃ০০ঘটিকা (খাগড়াছড়ি থেকে)
#ভ্রমণ_খরচঃ 6000/- টাকা জন প্রতি।
7000/-টাকা জন প্রতি।(A/C Bus)
#ভ্রমণের_স্থান_সমুহঃ
*সাজেক
*হাজাছড়া ঝর্না
*রিসাং ঝর্না
*জেলা পরিষদ পার্ক
*রুই লুই পাড়া
*কংলক পাড়া
*আলুটিলা গুহা
#ভ্রমণের_বিবরণীঃ
ঢাকা থেকে..... তারিখ রাত ১০ টায় রওনা হব খাগড়াছড়ির উদ্দেশ্যে।খাগড়াছড়ি নেমে সকালের নাস্তা সেরে প্রথমেই চলে যাবো হাজাছড়া ঝর্ণা দেখতে। তারপর দুপুরের মধ্যে আরাম দায়ক জীপ গাড়ী করে চলে যাবো সাজেকে। সাজেকে পৌছে রিসোর্টে রেস্ট নিয়ে দুপুরের খাবার খেয়ে নেবো। তারপর আমরা চলে যাব কংলাক পাড়া। সন্ধ্যার পর সাজেকে পাহাড়ের উপর হ্যালিপ্যাডে বসে আড্ডা দিবো এবং রাত ৯ টার দিকে রাতের খাবার খেয়ে নিবো।
দ্বিতীয়দিন আমরা উঠবো সূর্যের আগে। কারন সাজেকে থেকে সূর্য উদয় না দেখতে পারলে ভ্রমনটাই বৃথা যাবে আপনার। সূর্য উদয়, কুয়াশা আর মেঘের খেলা দেখে আমরা ঘুরে দেখবো সাজেকের উল্লেখযোগ্য পয়েন্ট গুলো তারপর সকাল ৯টার মধ্যে নাশতা সেরে আর্মিদের এসকর্ট এর সাথে চলে আসবো খাগড়াছড়ি । খাগড়াছড়িতে নেমে দুপুরের খাবার খেয়ে আমরা যাবো আলুটিলা গুহা ও রিসাং ঝর্ণা ঘুরে আসতে। সন্ধ্যায় হোটেলে ফ্রেশ হবো তারপর রাতের খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হব।
(যেহেতু পুরো এলাকাটা সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত তাই তাদের দেয়া সময় অনুযায়ী এসকর্ট টাইম মেইন্টেইন করতে যেয়ে ভ্রমন স্থান গুলোতে ভ্রমনের সময় গুলোতে কিছুটা পরিবর্তন আসতে পারে। তবে এমনটা হবার সম্ভাবনা খুবই কম)
#খাবারঃ প্রতিদিন ৩ বেলা করে মোট ৬ বেলা খাবার এর ব্যবস্থা করবো আমরা।
১ম দিন
সকালে থাকবে: সকালে পরোটা, সবজী, ডিম, চা।
দুপুরে : ভাত, সবজী, দেশী মুরগী, ডাল।
রাতে : বার্বিকিও পার্টি
২য় দিন
সকালে থাকবেঃ সকালে খিচুড়ি ও ডিম ভূনা।
দুপুরে ও রাতে থাকবেঃ ভাত, সবজী, দেশী মুরগী, ডাল।
#যা_যা_থাকছে_প্যাকেজ_এর_মধ্যেঃ
- ঢাকা -খাগড়াছড়ি- ঢাকা, বাস এর টিকেট
- খাগড়াছড়ি এবং সাজেক এর সকল স্পট গুলোতে যাতায়াতের জন্য জীপ ভাড়া, গাইড এবং ড্রাইভার ও এসিস্ট্যেন্ট এর সকল খরচ।
- ঢাকা থেকে খাগড়াছড়ি পৌঁছনোর পর সকালের খাবার থেকে শুরু করে আসার দিন রাতের খাবার সহ প্রতিদিন ৩ বেলা খাবার।
- রিসোর্টে থাকার খরচ।
- সাজেক ঢোকার টিকিট।
- আলু টিলা প্রবেশ ফি।
#যা_থাকছেনাঃ
-কোন ব্যাক্তিগত খরচ।
- ঢাকা থেকে খাগড়াছড়ি আসা যাওয়ার পথে বাসের যাত্রা বিরতিতে খাবার খরচ।
#যা_সাথে_নেওয়া_উচিতঃ
- যত কম জিনিস নিবেন তত ভালো। হালকা ব্যাগ আরামদায়ক ভ্রমণ
- ভেজা কাপড়ের জন্য পলিথিন নিবেন
- সানগ্লাস, হ্যাট, সানস্ক্রিন (ত্বক সচেতন হলে), রেইন কোর্ট/ছাতা।
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক (সাজেকে বিদ্যুৎ নেই)
- সাজেকে দিনে গরম আর রাতে শীত তাই শীতের কাপড় নিবেন অবশ্যই।
- রবি সীম নিয়ে গেলে সবচেয়ে ভালো হয় কারন অন্য কোন অপারেটর এর সিগনাল ভালোনা সেখানে।
- প্রয়োজনীয় ঔষধাদি অবশ্যই মনে করে সাথে নিয়ে নিবেন।
*******
**কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
* এই ট্রিপ এ মোটামুটি হাঁটতে হতে পারে বিভিন্ন জায়গায়, যদিও খুব বেশি নয়।
*রুম শেয়ার করতে হবে,ডাবল রুমে দুটি করে বেড থাকে,প্রতি রুমে ৪ জন।
* অবশ্যই মেয়েদের থাকার রুম আলাদা থাকবে।
*কাপলদের আলাদা রুমের প্রয়োজনে অতিরিক্ত ৫০০/- প্রদান করতে হবে।(অবশ্যই এ বেপারে বুকিং এর সময় অবগত করতে হবে)
** বিবেচনায় রাখতে হবে :
১- অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে। সেটা সবাই মিলে আলোচনা করেই হবে।
২- স্থানীয়দের সাথে অসম্মানজনক আচরণ করা যাবেনা।
৩- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হবে।
৪- এখানে কোন প্রকার অশ্লীলতার সুযোগ নেই।
ছেলে/মেয়ে সকলেই যেতে পারবে।
#চাইল্ড_পলিসিঃ
- ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৮ বছরের শিশুদের জন্য ৫০% ছাড় প্রযোজ্য হবে। সেক্ষেত্রে তাদেরকে তাদের বাবা-মা বা গার্ডিয়ানের সাথে আসন শেয়ার করতে হবে।
বিঃদ্রঃ- সাথে থাকছে আয়োজকদের পক্ষ থেকে গাইড সুবিধা, ক্যাম্প ফায়ার ও ফানুস এর আয়োজন।