Misfalah HAJJ GROUP

Misfalah HAJJ GROUP Its a name of organization who serving a proper service for Pilgrims of Bangladesh with competition

09/09/2022

আলহামদু লিল্লাহ। ২৪ সেপ্টেম্বরের গ্রুপ ফুল। এবার নভেম্বরের ২ তারিখের ওমরাহ গ্রুপের সাথে গমনেচ্ছুদের স্বাগতম।
সুযোগ সুবিধা বিবরণী :
১. সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স।
২. ১৪ দিনের প্যাকেজ।
৩. রিটার্ণ ফ্লাইট, মদীনা থেকে।
৪. মক্কা হোটেল : হারাম শরীফ থেকে অনূর্ধ্ব ৭০০ মিটার।
৫. মদীনা হোটেল : মসজিদে নববী থেকে অনূর্ধ্ব ৫০০ মিটার।
৬. নাস্তাসহ ৩ বেলা খাবার।
৭. দর্শনীয় স্থানসমূহ পরিদর্শনের ব্যবস্থা।
প্যাকেজ রেট : ১,৫৫,০০০/-

23/08/2022

ইন শা আল্লাহ, আগামী ২৪ সেপ্টেম্বর ২০২২ মিসফালাহ হজ্জ গ্রুপের একটি ওমরাহ কাফেলা বাইতুল্লাহর উদ্দেশ্যে রওয়ানা করবে। অল্প কিছু আসন খালি আছে। আগ্রহীগণ যোগাযোগ করতে পারেন।

23/10/2021
19/10/2021

আলহামদু লিল্লাহ বাংলাদেশ থেকে সন্তোষজনকহারে ওমরায় যাচ্ছেন আল্লাহর মেহমানগণ। প্রতিমাসে আমাদের ওমরাহ গ্রুপ যাবে ইন শা আল্লাহ। আগ্রহীগণ যোগাযোগ করুন

08/08/2021

❤️ আলহামদু লিল্লাহ, ছুম্মা আলহামদু লিল্লাহ

প্রতি মাসে ২ মিলিয়ন করে উমরাহ্ যাত্রী,
প্রতিদিন ৬০০০০ করে উমরাহ্ যাত্রী উমরাহ করতে পারবেন ইনশাআল্লাহ।
এ মুহূর্তে এর চেয়ে আনন্দ ও খুশির সংবাদ আমার কাছে আর নেই..... ثم الحمد لله ছুম্মা আলহামদুলিল্লাহ্।

সৌদি হজ ও উমরাহ্ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধীরে ধীরে উমরাহর জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।
মুহাররাম মাসের প্রথম থেকে শুরু করে প্রতি মাসে ২ মিলিয়ন উমরাহ্ যাত্রীদের ধারণক্ষমতায় পৌঁছানোর জন্য এবং "اعتمرنا وتوكلنا" অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে অনুমতি প্রদান করা হচ্ছে। বিজ্ঞপ্তিটি নিম্নরূপ :

১) ট্যুরিজম ভিসা কর্তৃপক্ষ পর্যটকদের ট্যুরিজম ভিসার জন্য আবেদন করার সুযোগ দিতে যাচ্ছে। এটি এমন দর্শকদেরও অনুমতি দিচ্ছে, যারা ওমরাহ করতে চান। এই ভিসা নির্দিষ্ট কিছু দেশের জন্য সীমাবদ্ধ।

২) ২০২১ সালের ৯ আগস্ট সোমবার থেকে ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশের জন্য ওমরাহর অনুরোধ উন্মুক্ত হবে।

৩) সামর্থ্য বৃদ্ধি প্রতিদিন মোট ওমরাহযাত্রীদের ৬০০০০ এ নিয়ে যাওয়া হবে।

৪) মাসিক ধারণক্ষমতা সোমবার থেকে ২ মিলিয়ন ওমরাহযাত্রী পর্যন্ত পৌঁছাবে।

৫) Tawakkalna এবং Eatamarna অ্যাপগুলি এখনও ওমরাহযাত্রীদের নামায, ওমরাহ এবং রওজাহ শরীফ পরিদর্শনের জন্য ব্যবহার করা আবশ্যক।

৬) ওমরাহযাত্রীদের অবশ্যই টিকা দিতে হবে। (ফাইজার, জনসন এন্ড জনসন, এস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্ণা যেকোনোটিই প্রযোজ্য)

৭) ১৮ বছরের কম বয়সী শিশুদের এখনও পবিত্র মসজিদে প্রবেশের অনুমতি নেই।

৮) সমস্ত ওমরাহযাত্রীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির জন্য এই ব্যবস্থাগুলি রয়েছে।

৯) একটি বাসে যাত্রীর সংখ্যা তার ধারণক্ষমতার ৫০% এর বেশি হবে না।

১০) বাসগুলি ব্যবহারের অনুমতি কর্তৃপক্ষের অনুমোদিত অ্যাপগুলির মাধ্যমেও হবে।

১১) নির্ধারিত স্টেশন রয়েছে যেখানে বাসগুলি যাত্রীদের নামিয়ে দেয় এবং সেখানে নির্ধারিত সমাবেশস্থল রয়েছে।

১২) ওমরাহযাত্রীদের সুবিধার্থে স্বীকৃত ওমরাহ কোম্পানি, হোটেল এবং পরিবহন কোম্পানি রয়েছে।

07/08/2021

ইন শা আল্লাহ, অতিশীঘ্রই ওমরাহ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগ্রহীগণ কোভিড-টিকা দিয়ে পাসপোর্টসহ রেডি থাকুন। রব্বে কারীমের ঘরে যাওয়ার চেষ্টা করুন

Send a message to learn more

"১লা নভেম্বর থেকে ওমরাহ্‌  চালু হচ্ছে নিম্নবর্ণিত শর্তে"১. ওমরাহযাত্রীর বয়স অবশ্যই ১৮-৫০ এর মধ্যে হতে হবে।২. ফ্লাইটের অন...
25/10/2020

"১লা নভেম্বর থেকে ওমরাহ্‌ চালু হচ্ছে নিম্নবর্ণিত শর্তে"

১. ওমরাহযাত্রীর বয়স অবশ্যই ১৮-৫০ এর মধ্যে হতে হবে।
২. ফ্লাইটের অনধিক ৭২ ঘণ্টা পূর্বে pcr এর মাধ্যমে করোনা টেস্ট করিয়ে রিপোর্ট সংগে রাখতে হবে।
৩. উমরাহ্‌, হারামাইনে নামাজ, মদিনা ও রওজা শরীফ জিয়ারার জন্য Eatamarna এপের মাধ্যমে তাসরিয়া নিতে হবে।
৪. ট্রান্সপোর্ট এবং হোটেলের ন্যায় বিমান টিকেটের কনফার্ম করে BRN নিতে হবে।
৫. তিন বেলা (Full board) খাবার সহ হোটেল বুকিং করতে হবে।
৬. হোটেলে এসে প্রথম তিন দিন অবস্থান করতে হবে-উমরাহ্‌ করতে পারবে না।
৭. ভ্রমণের ২৪ ঘণ্টা পূর্বে ফ্লাইট নাম্বার সহ ওমরাহযাত্রীর ডিটেইলস উমরাহ্‌ সিস্টেমে প্রবেশ করাতে হবে।
৮. প্রত্যেক গ্রুপে ৫০ জন ওমরাহযাত্রী থাকবে এবং একজন গাইড থাকবে।
৯. যাত্রীগণ জেদ্দা, মক্কাহ এবং মদিনায় যেসকল হোটেলে থাকবেন তা অবশ্যই ৩/৪/৫ স্টারের হতে হবে।
১০. হোটেলের ১০% রুম বিশেষ প্রয়োজন পূরণের জন্য খালি রাখতে হবে।
১১. হোটেলের মধ্যে ডাইনিং এর ব্যবস্থা থাকতে হবে।
১২. বাসের সিটের অনুপাতে ৫০% সিট খালি রাখতে হবে।
১৩. বাস কোম্পানির অটোমোবাইল সার্ভিস থাকতে হবে।
১৪. একা একা ইচ্ছা করলেই হারামে যাওয়া যাবে না। গ্রুপ ভিত্তিক প্রবেশ করতে হবে।

আলহামদু লিল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পাসপোর্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন অফিস থেকে ই-পাসপোর্ট সেবা পূর্বের পোস্টে বর...
28/09/2020

আলহামদু লিল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পাসপোর্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন অফিস থেকে ই-পাসপোর্ট সেবা পূর্বের পোস্টে বর্ণিত নিয়মাবলী অনুসারে চালু হয়েছে।

09/09/2020

সুখবর! সুখবর!! সুখবর!!!
ই-পাসপোর্ট সেবা সারা দেশে চালু হতে যাচ্ছে

মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যু করতে আর লাগবে না কোনো ফি বা জরিমানা।

মেয়াদ শেষ হওয়া ই-পাসপোর্ট ও এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) পুনরায় ইস্যু করতে অতিরিক্ত আর কোনো ফি বা জরিমানা দেয়ার প্রয়োজন হবে না।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদফতরের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এর আগে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যু করতে প্রতি বছরের জন্য ৩৪৫ (১৫ শতাংশ ভ্যাটসহ) টাকা জরিমানা পরিশোধ করতে হতো। এরপর নতুন পাসপোর্টের জন্য আবেদন করা যেত।

পাসপোর্ট অধিদপ্তরের নতুন ঘোষণা অনুযায়ী অতিরিক্ত এ ফি তথা অর্থ আর লাগছে না।

একই সঙ্গে অধিদপ্তরের ফেসবুক পেজে আরও জানানো হয়, শূন্য থেকে ১৭ বছর পর্যন্ত অপ্রাপ্তবয়স্ক এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকরা পাঁচ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট প্রাপ্ত হবেন। এই বয়সের নাগরিকদের পাসপোর্টের আবেদন ফি জমা দেয়ার আগে টাকার পরিমাণ ভালোভাবে দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য যে, অনলাইন আবেদনের সময় সয়ংক্রিয়ভাবে বিষয়টি যাচাই হবে।

নিম্নবর্ণিত পাসপোর্ট অফিসগুলোতে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে :

পাসপোর্ট অফিস সমূহ:

১। আগারগাঁও
২। যাত্রাবাড়ী
৩। উত্তরা
৪। ঢাকা সেনানিবাস
৫। বাংলাদেশ সচিবালয়
৬। গাজীপুর
৭। মনসুরাবাদ
৮। ময়মনসিংহ
৯। পররাষ্ট্র মন্ত্রণালয়
১০। গাইবান্ধা

অন্যান্য পাসপোর্ট অফিসগুলি ১৪ ই সেপ্টেম্বর হতে ধাপে ধাপে কার্যক্রম শুরু করবে ।

: ই-পাসপোর্ট ফি ( ১৫% ভ্যাট সহ ) :

* ৪৮ পৃষ্ঠা (৫ বছর মেয়াদ সহ) :

২১ কর্মদিবসের মধ্যে নিয়মিত বিতরণ: ৪,০২৫ টাকা
১০ কর্মদিবসের মধ্যে জরুরী বিতরণ: ৬,৩২৫ টাকা
২ কর্মদিবসের মধ্যে অতীব জরুরী বিতরণ: ৮,৬২৫ টাকা

* ৪৮ পৃষ্ঠা (১০ বছর মেয়াদ সহ) :

২১ কর্ম দিবসের মধ্যে নিয়মিত বিতরণ: ৫,৭৫০ টাকা
১০ কর্মদিবসের মধ্যে জরুরী বিতরণ: ৮,০৫০ টাকা
২ কর্মদিবসের মধ্যে অতীব জরুরী বিতরণ: ১০,৩৫০ টাকা

* ৬৪ পৃষ্ঠা (৫ বছর মেয়াদ সহ) :

২১ কর্মদিবসের মধ্যে নিয়মিত বিতরণ: ৬,৩২৫ টাকা
১০ কর্মদিবসের মধ্যে জরুরী বিতরণ: ৮,৬২৫ টাকা
২ কর্মদিবসের মধ্যে অতীব জরুরী বিতরণ: ১২,০৭৫ টাকা

* ৬৪ পৃষ্ঠা (১০ বছর মেয়াদ সহ) :

২১ কর্মদিবসের মধ্যে নিয়মিত বিতরণ: ৮,০৫০ টাকা
১০ কর্মদিবসের মধ্যে জরুরী বিতরণ: ১০,৩৫০ টাকা
২ কর্মদিবসের মধ্যে অতীব জরুরী বিতরণ: ১৩,৮০০ টাকা

বি: দ্র: যাদের এনওসি রয়েছে তারা নিয়মিত ফি জমা দেওয়া সাপেক্ষে জরুরী সুবিধা পাবেন।

"হজ্ব- 2023/2024 এর প্রাক-নিবন্ধন চলছে"যা লাগবে :1. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি2. জনপ্রতি 30,752/-3. মোবাইল নং
08/09/2020

"হজ্ব- 2023/2024 এর প্রাক-নিবন্ধন চলছে"
যা লাগবে :
1. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
2. জনপ্রতি 30,752/-
3. মোবাইল নং

08/09/2020

بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته

Address

Dhaka

Telephone

+8801718561475

Website

Alerts

Be the first to know and let us send you an email when Misfalah HAJJ GROUP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Misfalah HAJJ GROUP:

Share

Category


Other Travel Companies in Dhaka

Show All

You may also like