09/09/2020
সুখবর! সুখবর!! সুখবর!!!
ই-পাসপোর্ট সেবা সারা দেশে চালু হতে যাচ্ছে
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যু করতে আর লাগবে না কোনো ফি বা জরিমানা।
মেয়াদ শেষ হওয়া ই-পাসপোর্ট ও এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) পুনরায় ইস্যু করতে অতিরিক্ত আর কোনো ফি বা জরিমানা দেয়ার প্রয়োজন হবে না।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদফতরের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এর আগে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যু করতে প্রতি বছরের জন্য ৩৪৫ (১৫ শতাংশ ভ্যাটসহ) টাকা জরিমানা পরিশোধ করতে হতো। এরপর নতুন পাসপোর্টের জন্য আবেদন করা যেত।
পাসপোর্ট অধিদপ্তরের নতুন ঘোষণা অনুযায়ী অতিরিক্ত এ ফি তথা অর্থ আর লাগছে না।
একই সঙ্গে অধিদপ্তরের ফেসবুক পেজে আরও জানানো হয়, শূন্য থেকে ১৭ বছর পর্যন্ত অপ্রাপ্তবয়স্ক এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকরা পাঁচ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট প্রাপ্ত হবেন। এই বয়সের নাগরিকদের পাসপোর্টের আবেদন ফি জমা দেয়ার আগে টাকার পরিমাণ ভালোভাবে দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য যে, অনলাইন আবেদনের সময় সয়ংক্রিয়ভাবে বিষয়টি যাচাই হবে।
নিম্নবর্ণিত পাসপোর্ট অফিসগুলোতে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে :
পাসপোর্ট অফিস সমূহ:
১। আগারগাঁও
২। যাত্রাবাড়ী
৩। উত্তরা
৪। ঢাকা সেনানিবাস
৫। বাংলাদেশ সচিবালয়
৬। গাজীপুর
৭। মনসুরাবাদ
৮। ময়মনসিংহ
৯। পররাষ্ট্র মন্ত্রণালয়
১০। গাইবান্ধা
অন্যান্য পাসপোর্ট অফিসগুলি ১৪ ই সেপ্টেম্বর হতে ধাপে ধাপে কার্যক্রম শুরু করবে ।
: ই-পাসপোর্ট ফি ( ১৫% ভ্যাট সহ ) :
* ৪৮ পৃষ্ঠা (৫ বছর মেয়াদ সহ) :
২১ কর্মদিবসের মধ্যে নিয়মিত বিতরণ: ৪,০২৫ টাকা
১০ কর্মদিবসের মধ্যে জরুরী বিতরণ: ৬,৩২৫ টাকা
২ কর্মদিবসের মধ্যে অতীব জরুরী বিতরণ: ৮,৬২৫ টাকা
* ৪৮ পৃষ্ঠা (১০ বছর মেয়াদ সহ) :
২১ কর্ম দিবসের মধ্যে নিয়মিত বিতরণ: ৫,৭৫০ টাকা
১০ কর্মদিবসের মধ্যে জরুরী বিতরণ: ৮,০৫০ টাকা
২ কর্মদিবসের মধ্যে অতীব জরুরী বিতরণ: ১০,৩৫০ টাকা
* ৬৪ পৃষ্ঠা (৫ বছর মেয়াদ সহ) :
২১ কর্মদিবসের মধ্যে নিয়মিত বিতরণ: ৬,৩২৫ টাকা
১০ কর্মদিবসের মধ্যে জরুরী বিতরণ: ৮,৬২৫ টাকা
২ কর্মদিবসের মধ্যে অতীব জরুরী বিতরণ: ১২,০৭৫ টাকা
* ৬৪ পৃষ্ঠা (১০ বছর মেয়াদ সহ) :
২১ কর্মদিবসের মধ্যে নিয়মিত বিতরণ: ৮,০৫০ টাকা
১০ কর্মদিবসের মধ্যে জরুরী বিতরণ: ১০,৩৫০ টাকা
২ কর্মদিবসের মধ্যে অতীব জরুরী বিতরণ: ১৩,৮০০ টাকা
বি: দ্র: যাদের এনওসি রয়েছে তারা নিয়মিত ফি জমা দেওয়া সাপেক্ষে জরুরী সুবিধা পাবেন।