11/02/2022
কক্সবাজার ভ্রমণ মাত্রঃ ১৩৯৯/-( তেরশত নিরানব্বই টাকা)
;
এটি এর ২রাত ১দিনের ট্যুর।
;
আমরা সব সময় আমাদের ভ্রমণ সঙ্গীদের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তার কথা মাথায় রাখি,মেয়েদের জন্য ও আমরা সর্বোচ্চ সিকিউরিটির নিশ্চয়তা দিয়ে থাকি,সুতরাং ছেলে-মেয়ে,ছাত্র-ছাত্রী,কাপল এবং পরিবারের সবাইকে নিয়ে জয়েন করতে পারেন আমাদের প্রত্যেকটি ট্যুরের সঙ্গে,ইনশা-আল্লাহ আপনাদের জন্য আয়োজনের কোন ত্রুটি রাখা হবে না।
;
আসুন দেখে নিই আমরা কি কি দেখবোঃ
#কক্সবাজার সমুদ্র সৈকত।
#কলাতলী বিচ।
#সুগন্ধা বিচ।
#লাবনী পয়েন্ট।
#শৈবাল পয়েন্ট।
#হিমছড়ি পাহাড় ও ঝর্ণা।
#ইনানী বিচ।
;
বিস্তারিত ট্যুর প্ল্যানঃ
# ১৭ই ফেব্রুয়ারি ২০২২ইং বৃহস্পতিবারঃ রাত ৯ঃ০০ ঘটিকায় ঢাকা (সায়েদাবাদ বাস টার্মিনাল) থেকে রিজার্ভ গাড়িতে করে কক্সবাজারের উদ্দৈশ্যে যাত্রা শুরু করবো।
# ১৮ই ফেব্রুয়ারি ২০২২ইং শুক্রবারঃ খুব সকালে কক্সবাজার পৌছিয়ে যাবো,এরপর ফ্রেশ হয়ে আমরা নাস্তা করে নিবো,তারপর চলে যাব কলাতলী,সুগন্ধা এবং লাবনী বিচে,সেখানে নিজেদের মতো করে সমুদ্রে গা ভাসিয়ে গোসল করে ফটোশুট করে দুপুর ১টার মধ্যে আমরা দুপুরের খাবার খেয়ে নিবো,এরপর আমরা চলে যাবো হিমছড়ি,সেখানে কিছুটা সময় অতিবাহিত করে চলে যাবো ইনানী বিচ এবং সেখানে গিয়ে আমরা প্রত্যেকে নিজেদের মতো করে ঘুরাফেরা করবো।
তারপর আমরা সন্ধ্যার আগেই কক্সবাজার ফিরে এসে সূর্যাস্ত দেখবো এবং যে যার মতো করে ঘুরাফেরা ও কেনাকাটা করবো,অবশেষে আমরা রাত ০৯ঘটিকায় রিজার্ভ গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো।
# ১৯ই ফেব্রুয়ারি ২০২২ইং শনিবারঃ সব কিছু ঠিক থাকলে ভোর ৬ ঘটিকার মধ্যেই আমরা ঢাকা থাকবো ইনশা-আল্লাহ!
;
জেনে নিন কেমন খরচ পড়বেঃ
# জনপ্রতি ভ্রমণ খরচঃ ১৩৯৯/- টাকা।
;
এই টাকায় যা যা পাবেনঃ
# ঢাকা-কক্সবাজার-ঢাকা বাস সার্ভিস।(রিজার্ভ বাস Hino AK 1J Series চেয়ার কোচ নন এসি)
# যাএাপথে মধ্যরাতে এবং শুক্রবার (সকাল ও দুপুর) মোট ৩বেলার খাবার খরচ।
# অভিজ্ঞ হোস্ট।
;
ইভেন্টে যা যা থাকছেনাঃ
# যেকোন ধরনের ব্যক্তিগত খরচ।
# হিমছড়ি ও ইনানী যাওয়া-আসার লোকাল ট্রান্সপোর্ট সার্ভিস এবং এন্ট্রি ফি।
# প্রতি বেলার নির্ধারিত ফুড মেন্যুর বাইরে কিছু খেতে চাইলে সেই খরচ।
;
ফুড মেন্যুঃ
যাএা বিরতিতেঃ খিচুড়ি+ ডিম
সকালঃ খিচুড়ি+ডিম।
দুপুরঃ মুরগী+ভর্তা+সবজি+ডাল+ভাত।
;
কনফার্মেশন সিস্টেমঃ
মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়,আসন কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে ৫০০/-(পাঁচশত টাকা) অগ্রিম প্রদান করে আসন কনফার্ম করতে হবে।(অফেরতযোগ্য)
;
যেভাবে বুকিং দিবেনঃ
# বিকাশঃ 01648373203(personl)
# বিকাশঃ৷ 01515200150 ( personal)
# অবশিষ্ট টাকা গাড়ি ছাড়ার সময় দিতে হবে।
বিঃদ্রঃ বুকিং মানি অফেরতযোগ্য।
;
অংশগ্রহণকালীন সময় যেগুলো মেনে চলতে হবেঃ
# এটি একটি গ্রুপ ট্যুর,অন্য কেউ কষ্ট পাবে এমন কোন আচরণ গ্রহণযোগ্য নয়।
# সর্বোপরি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে,ভ্রমণের সময়ে যেকোন ধরনের সমস্যার সম্মুখীন হতেই পারে,সেটা সমাধান করার জন্য ধৈর্য্য ধরে অপেক্ষা করার ভাল একটা মানসিকতা থাকা জরুরী।
# অনুগ্রহ পূর্বক দলের বাকি সদস্যের দিকে নজর রাখবেন,অন্যের বিপদে এগিয়ে আসা মানব ধর্ম।
# মেয়েদের নিয়ে কোনো খারাপ কমেন্টস অথবা ইভটিজিং করা যাবেনা।
# কোন ধরনের মাদকদ্রব্য সেবন বা সাথে নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
# ট্যুরের রুলস এবং রেগুলেশন বিরোধী কোনো কর্মকাণ্ড করলে আপনি গ্রুপ থেকে ব্যান হয়ে যাবেন,সেক্ষেত্রে ট্যুর কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
# পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং সেক্ষেত্রে এডমিনের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।
# বাসের সিট প্লান নিয়ে কোনো তর্ক করা যাবেনা,এটা আগে বুকিং ভিত্তিতে বন্টন করা হবে।
# বরাবরের মতো নিরাপত্তা এবং হস্পিলিটি সুবিধার কারনে এই ট্রিপে প্রচুর মেয়েরা যেতে পারবেন,সেক্ষেত্রে যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি/আপনারা আমাদের কাছে আমানত হিসেবে থাকবেন।
# গ্রুপের কোন সঙ্গীর সাথে কোন সমস্যা হলে তা হোস্টের সঙ্গে কথা বলুন।
# তোয়ালে/গামছা এবং ভেজা কাপড় রাখার জন্য অবশ্যই মনে করে পলিথিন নিবেন।
# ভ্রমণের জন্য আরামদায়ক জুতা/সেন্ডেল নিবেন।
# পাওয়ার ব্যাংক/ক্যামেরা নিলে অবশ্যই ফুল চার্জ দিয়ে নিবেন।
# সঙ্গে পানির পট,মাথার টুপি,সানগ্লাস নিবেন।
# টিম লিডারের সকল সিদ্ধান্ত মেনে নিতে হবে।
;
বিঃদ্রঃ বুকিং এর শেষ দিনঃ ১৭ই ফেব্রুয়ারি ২০২২ইং।(আসন থাকা পর্যন্ত)
;
আসন সংখ্যাঃ ৪০জন।(রিজার্ভ বাস Hino AK 1J Series চেয়ার কোচ নন এসি সার্ভিস)
;
# বুকিং অথবা যে কোন প্রয়োজনে এডমিনের সঙ্গে কথা বলুনঃ
সুমনঃ01648373203
ইস্তিয়াকঃ 01515200150
আতিকঃ01832274281
বিঃদ্রঃ যেকোন সময় যেকোন পরিস্থিতিতে বাসের আসন ও ট্যুর প্ল্যান,এমনকি ট্যুর ডেট পরিবর্তন করার ক্ষমতা শুধুমাত্র এডমিনদের হাতে অর্পিত থাকবে।
;
Travel Group এর সঙ্গে আপনাদের ভ্রমণ হোক সুন্দর ও আনন্দদায়ক।