ভ্রমণ তৃষ্ণা

ভ্রমণ তৃষ্ণা ঘুরুন ভ্রমণ তৃষ্ণার সাথে চিনুন বিশ্বকে, সাধ্যের মধ্যে প্রকৃতি ঘুরিয়ে দেখানোই আমাদের লক্ষ্য।🕊️
(2)

25/12/2024

সচিবালয়ে গভীর রাতে আগুন , এটা কি পরিকল্পিত হতে পারে?

১ ডিসেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সেন্টমার্টিন প্রবাল দ্বীপ।প্রতি বছরের ন্যায় এই বছরেও আমাদের রে...
25/12/2024

১ ডিসেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সেন্টমার্টিন প্রবাল দ্বীপ।
প্রতি বছরের ন্যায় এই বছরেও আমাদের রেগুলার সেন্ট মার্টিন ট্রিপ থাকবে ইনশাল্লাহ।

যাত্রা শুরুঃ ৪ জানুয়ারি রাত ৭ টায়।
যাত্রা শেষঃ ৭ জানুয়ারি রাত ১০ টায় কক্সবাজার থেকে ঢাকায় ফেরা।

📌প্যাকেজ মূল্যঃ

৪ রাত ৩ দিনঃ
🔶সিঙ্গেলঃ ৬৮০০ (১ রুমে ৪ জন)
এক রুমে ৩ জন (জনপ্রতি ৭৫০০
🔶কাপলঃ ১৫৫০০৳ ( ১ রুমে ২ জন)

⚡ বুকিং পলেসি
আগে বুকিং দিলে আগে সিট দেওয়া হবে। তাই দ্রুত বুকিং করুন।

📌বুকিং সিস্টেম
===========
৩০০০ ৳ জনপ্রতি বিকাশ বা নগদ নাম্বারে পাঠিয়ে বুকিং কনফার্ম করতে হবে,(খরচ সহ দিতে হবে)

⚡বিকাশ পার্সোনাল :: 01952977377
নগদ/ রকেট
01779460829

⏭️ প্যাকেজে যা থাকছে…
১)ঢাকা-কক্সবাজার-ঢাকা ৪০ সিটের নন এসি চেয়ারকোচ বাস।
২) ইনানী-সেন্টমার্টিন-ইনানী আপডাউন শিপ টিকেট।
৩) ডলফিন মোড়-ইনানী আসা যাওয়ার ভাড়া।
৪) সেন্টমার্টিনে বিচের সাথেই রিসোর্টে দুই রাত থাকা।
৫) সার্বক্ষণিক গাইড লাইন সহযোগিতা।
৬) ৮ বেলা মানসম্মত খাবার।

⏭️ প্যাকেজে যা থাকছে না
১) সকল ব্যক্তিগত খরচ।
২) যাত্রাবিরতির খাবার।
৩) প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ।
৪) জেটিঘাট থেকে রিসোর্ট আসা যাওয়ার অটো ভাড়া।
৫) ছেড়াদ্বীপ ঘুরার খরচ।

🏞️ ট্যুর প্লান বিস্তারিত

🌅 ৪ তারিখ সন্ধ্যা ৭:০০ টায় সায়দাবাদ থেকে বাস ছেড়ে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে।পরদিন ভোরে কক্সবাজার পৌছে যাবো ইনশাআল্লাহ।

🟢 প্রথম দিন সকালের নাস্তাঃ পরোটা, সবজি/ডাল।
নাস্তা শেষে শিপে করে চলে যাব সেন্টমার্টিন প্রবাল দ্বিপে দুপুর ১২-১২ঃ৩০টায়।
সেন্টমার্টিন পৌঁছে হোটেল চেকইন করে সবাই একসাথে সাগরের স্বচ্ছ নীল পানিতে ঝাপাঝাপি করে শরীরের ক্লান্তি দূর করবো।গোসল শেষে সবাই দুপুরের খাবার খেয়ে নিবো।

দুপুরের লাঞ্চঃ সাদা ভাত, সামুদ্রীক মাছ, সবজি/ভর্তা, ডাল, সালাদ ও মিনারেল ওয়াটার। লাঞ্চ শেষে যার যার মতো ঘুরাঘুরি।
রাতের ডিনারঃ সাদা ভাত, সুন্দরি মাছ, সবজি/ভর্তা, সালাদ ও মিনারেল ওয়াটার। ডিনার শেষে হোটেলে রাত্রি যাপন।

🌅 দ্বিতীয় দিন...!
দ্বিতীয় দিন সকালে ফজর নামাজ শেষে সবাই বিচের পাড় দিয়ে হাটতে হাটতে সূর্যোদয় দেখবো ইনশাল্লাহ।
ঘুরাঘুরি শেষ করে আমরা নাস্তা খেয়ে নিব।

সকালের নাস্তা: ভুনা খিচুড়ি, ডিম/ পরোটা, ডিম, সবজি/ডাল সালাদ ও মিনারেল ওয়াটার। নাস্তা শেষে হোটেল চেক আউট করে চলে যাবো ছেড়াদ্বিপের উদ্দেশে নিজ খরচে। ছেড়াদ্বিপ থেকে ফিরে দুপুরের লাঞ্চ করবো।

দুপুরের লাঞ্চঃ সাদা ভাত, টুনা মাছ, সবজি/ভর্তা, ডাল, সালাদ ও মিনারেল ওয়াটার।
দুপুরের খাওয়া দাওয়া শেষ করে হাল্কা বিশ্রাম নিয়েই চলে যাবো ছেড়াদ্বীপ দেখতে।ছেড়াদ্বীপের একদম শেষ মাথায় বাংলাদেশের স্থল্ভাগের শেষ সীমানায় আনন্দময় কিছু সময় অতিবাহিত করবো। এরপর সন্ধ্যা বেলা রিসোর্টে চলে আসবো সবাই।বিচের পাড়ে সন্ধ্যা বেলা যার যার মতো কেনাকাটা শেষ করে রুমে চলে আসবো।রাতে সবাই একসাথে বার্বিকিউ পার্টি করবো।
খাওয়া দাওয়া শেষে যার যার মতো রুমে গিয়ে ঘুমিয়ে যাবো।ফজরের সময় সবাই নামাজ আদায় করে বিচের পাড়ে হাটাহাটি করবো।সকালের নাস্তা শেষে সবার ব্যাগ গুছিয়ে নিবো।এরপর শেষবারের মতো সবাই একসাথ সাগরে নেমে গোসল করবো।গোসল শেষে দুপুরের খাওয়া দাওয়া সেরে সবাই জেটিঘাটে চলে আসবো।
দুপুরে ১২ টার মধ্যে সবাই লাঞ্চ করে ২ টা ৩০ মিনিটের শিপে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবো।
সন্ধ্যা ৬ঃ৩০ টার মধ্যে পৌঁছে যাবো ইনানী জেটি ঘাট। তারপর বাসে ঢাকার উদ্দেশে রওনা হবো।

শেষ দিন রাতের খাবার নিজ দায়িত্বে খাবো। এটি প্যাকেজে অন্তর্ভুক্ত নয়।

🟢 পরদিন ভোরে ঢাকায় থাকবো ইনশাআল্লাহ।

❌আমাদের ট্যুরে যা যা করা যাবেনা :

🌅 বাসে অতিরিক্ত হৈ চৈ করা যাবে না, এতে আরেকজনের ডিস্টার্ব হয়।
🌅 বাসে বা অন্যের সামনে ধূমপান করা যাবে না
🌅 কারো সাথে খারাপ ব্যবহার করা যাবে না।
🌅 একসাথে চলা, থাকা ও ঘুরাফেরার মানসিকতা রাখেন এমন লোকজনই আমাদের ট্যুরে অংশ নিবেন।

সব ধরনের কর্পোরেট ট্যুর, প্রাতিষ্ঠানিক ট্যুর বা শিক্ষা সফরের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আমাদের অফিস: বিবির বাগিচা ইলিয়াস টাওয়ার উওর যাত্রাবাড়ি,
সাফা মারওয়া হাসপাতালের পাশের রোড দিয়ে ঢুকে শহিদ জিয়া গার্ল স্কুলের একটু সামনে ,হাড়ি ( বগুড়ার দই এর দোকানের পাশেই ইলিয়াস টাওয়ার,
যোগাযোগ নাম্বার, 01779460829
01952977377

25/12/2024

৪ জানুয়ারি ৪রাত ৩দিন
মাত্র ৬৮০০ টাকায় সেন্টমার্টিন ট্যুরের বুকিং চলছে। বিস্তারিত জানতে ও বুকিং করতে কল করুন 01779-460829. 01905851608

25/12/2024

4 জানুয়ারি সেন্টমার্টিন ট্যুরের বুকিং চলমান৷

25/12/2024

বড়দিন পালন বা শুভেচ্ছা জানানোর অর্থ হলো — আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ তা'আলা এই দিনে পুত্র সন্তান জন্ম দিয়েছে!
নাউজুবিল্লাহ,
সতর্কের জন্য পোস্টা শেয়ার জরুরী৷

সেন্টমার্টিন যাবেন?
24/12/2024

সেন্টমার্টিন যাবেন?

23/12/2024

বরকতময় ফজর আলহামদুলিল্লাহ

😭আসলে ছুটি সবার আনন্দ নিয়ে আসে না 😭😭😭পোস্ট টা পড়ে সত্যি আজকে আর কান্না ধরে রাখতে পারলাম না।মাদ্রাসা ছুটি হয়ে যাওয়ার ...
22/12/2024

😭আসলে ছুটি সবার আনন্দ নিয়ে আসে না 😭😭
😭পোস্ট টা পড়ে সত্যি আজকে আর কান্না ধরে রাখতে পারলাম না।

মাদ্রাসা ছুটি হয়ে যাওয়ার পরেও এরকম কিছু বাচ্চা মাদ্রাসায় পরে থাকে । সবাই বাড়িতে চলে যাওয়ার পরে, জিজ্ঞাসা করা হলো বাবা তুমি এখনো বাসায় যাও নাই কেন। তখন বলে হুজুর আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই আমি মাদ্রাসাতেই থাকি । তখন সে কান্না করতে করতে মাদ্রাসার এক কর্নারে গিয়ে ঘুমিয়ে পরে!

এরকম অনেক এতিম বাচ্চারা মাদ্রাসা ছুটি হওয়ার পরেও তারা থেকে যায় মাদ্রাসায়। আপনাদের এলাকায় এবং আশে পাশে অনেক মাদ্রাসা আছে যেখানে এমন এতিম বাচ্চারা পড়া শোনা করে। আপনাদের সহযোগিতা ভালোবাসা ও দান সদকার মাধ্যমে চলে তাদের জীবন । সবাই দোয়া করবেন আল্লাহ যেন এদেরকে কোরআনের হাফেজ আলেম হিসাবে কবুল করেন!😥

©
ভ্রমণ তৃষ্ণার ইচ্ছা আছে সামনের মাদ্রাসা বন্ধে 1 জন হলেও এতিম বাচ্চাকে ফ্রীতে ভ্রমণে নিয়ে যাওয়া৷

হজ ২০২৫ সালে যারা হজ্বে যেতে চাচ্ছেন কিন্তু এখনো প্রাক নিবন্ধন কিংবা ফাইনাল নিবন্ধন কিছুই করেননি; তারা চাইলে আগামী ২৬ ডি...
22/12/2024

হজ ২০২৫ সালে যারা হজ্বে যেতে চাচ্ছেন কিন্তু এখনো প্রাক নিবন্ধন কিংবা ফাইনাল নিবন্ধন কিছুই করেননি; তারা চাইলে আগামী ২৬ ডিসেম্বর এর মধ্যে নিবন্ধন করে হজ্বে যেতে পারবেন।
01779-460829

19/12/2024

🇧🇩 বাংলাদেশী 🇧🇩
সরকারি পাসপোর্টধারীরা ১৯ ডিসেম্বর ২০২৪ থেকে
🇹🇭ভিসা ছাড়া থাইল্যান্ড🇹🇭 যেতে পারবেন.

18/12/2024

ইনশাআল্লাহ, জানুয়ারী মাস থেকে আমাদের সপ্তাহিক বাজেট ট্যুর গুলো ২ সপ্তাহ পর পর প্রিমিয়াম মানের হবে। গেস্টদের চাহিদার কথা মাথা রেখে এমন সিদ্ধান্ত।

17/12/2024

২৪ সাল টা স্মরণীয় করে রাখতে বছরের লাস্ট ট্যুরে কই যেতে চান!?

17/12/2024

কিছু দেখা যায়?
বলেন তো কোথায়?

17/12/2024

কক্সবাজার
ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা জানাবেন৷

শুভ সকাল,সকাল যার ঘুমে কাটে, সে অনেক কিছু থেকে বঞ্চিত হয়৷
16/12/2024

শুভ সকাল,
সকাল যার ঘুমে কাটে, সে অনেক কিছু থেকে বঞ্চিত হয়৷

আজকের নিউজফিডে সব চেয়ে সুন্দর ছিলো এই ছোট্ট বাচ্চার ভিডিওটি,মাশাআল্লাহ।♥️এ কাহিনী থেকে কিছু শেখার আছে আমাদের, ছেলেটি মধ্...
15/12/2024

আজকের নিউজফিডে সব চেয়ে সুন্দর ছিলো এই ছোট্ট বাচ্চার ভিডিওটি,মাশাআল্লাহ।♥️

এ কাহিনী থেকে কিছু শেখার আছে আমাদের, ছেলেটি মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েও বর্তমানে মক্কা মদিনায় অবস্থান করছে। ওমরা করতে গেছে। সুতরাং আল্লাহ কখন কাকে কিভাবে কোথায় নিয়ে যায়,কোন হালে রাখবেন তিনি ভালো জানেন। নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী!

সুতরাং জীবন নিয়ে হতাশ না হয়ে আল্লাহর পরিকল্পনায় আস্থা রাখুন।♥️
আর আমাদের সাথে কেউ উমরায় যেতে চাইলে 01779-460829 হোয়াটসঅ্যাপ করবেন৷

Address

Dhaka

Telephone

+8801779460829

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভ্রমণ তৃষ্ণা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভ্রমণ তৃষ্ণা:

Share