বাজেটের ট্যুর- Budget Tour

বাজেটের ট্যুর- Budget Tour Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাজেটের ট্যুর- Budget Tour, Tourist Information Center, Fulbaria.

সেন্টমার্টিন নিয়ে ব্রেকিং নিউজ: 🏝️🛥️আগামী 27 সেপ্টেম্বর রোজ বুধবার* *এমভি বারো আউলিয়া ক্রুজ শিপটি টেকনাফ-সেন্টমার্টিন- ট...
14/09/2023

সেন্টমার্টিন নিয়ে ব্রেকিং নিউজ: 🏝️🛥️

আগামী 27 সেপ্টেম্বর রোজ বুধবার
* *এমভি বারো আউলিয়া ক্রুজ শিপটি টেকনাফ-সেন্টমার্টিন- টেকনাফ রুটে চলাচল শুরু করিবে। আর না হয় অক্টোবরের 10 তারিখের মধ্যে চলাচলের অনুমতি পাবে।

#বাজেট ট্যুর- Budget tour #

পদ্মাসেতু হয়ে সাগরকন্যা কুয়াকাটা ভ্রমণ মাত্রঃ ১,৬৫০/- টাকা।(২রাত ১দিন)এই টাকায় যা যা পাবেনঃ # ঢাকা-কুয়াকাটা-ঢাকা বাস সা...
05/11/2022

পদ্মাসেতু হয়ে সাগরকন্যা কুয়াকাটা ভ্রমণ মাত্রঃ ১,৬৫০/- টাকা।(২রাত ১দিন)

এই টাকায় যা যা পাবেনঃ
# ঢাকা-কুয়াকাটা-ঢাকা বাস সার্ভিস।(রিজার্ভ বাস ৪৫সিটের নন এসি চেয়ার কোচ সার্ভিস)
# শুক্রবার(সকাল এবং দুপুর) মোট ২বেলার খাবার।
# দক্ষ গাইড দ্বারা নিরাপত্তা এবং উন্নত সেবা।

ফুড মেন্যুঃ
# সকালঃ ভুনা খিচুড়ি+ডিম ভুনা।
# দুপুরঃ মুরগী ভুনা+সবজি+ভর্তা+ডাল+সালাদ+ভাত।

প্যাকেজের বাইরে অতিরিক্ত খরচ সমূহঃ
# কুয়াকাটা স্পটগুলো ঘুরার জন্য লোকাল ট্রান্সপোর্ট।
আপনি চাইলে পায়ে হেঁটেও স্পটগুলো ঘুরতে পারবেন।
# সারাদিনের জন্য কমন রুম সার্ভিস।

আসুন দেখে নিই আমরা কি কি দেখবোঃ
# পদ্মা সেতু।
# কুয়াকাটা সি-বিচ।
# শুটকি পল্লী।
# লেবুর চর।
# ফাতরার বন।
# ঝাউ বন।
# তিন নদীর মোহনা।
# বৌদ্ধ মন্দির।
# কুয়াকাটার কুয়া।
# গঙ্গামতী চর।
# লাল কাঁকড়ার চর।
# বার্মিজ মার্কেট।

বিস্তারিত ট্যুর প্ল্যানঃ
# ০১ লা ডিসেম্বর ২০২২ইং বৃহস্পতিবারঃ রাত ১০ঘটিকায় ঢাকা থেকে রিজার্ভ গাড়িতে করে রাতের পদ্মাসেতুর সৌন্দর্য দেখে কুয়াকাটার উদ্দৈশ্যে যাত্রা শুরু করবো।
# ০২ রা ডিসেম্বর ২০২২ইং শুক্রবারঃ খুব সকালে কুয়াকাটা পৌছিয়ে যাবো,এরপর আমরা ফ্রেশ হয়ে নাস্তা করে নিবো,তারপর নিজেদের মতো করে পূর্ব বিচের দর্শনীয় স্পট সমূহ ঘুরে সমুদ্রের পানিতে গোসল/দাপাদাপি করে দুপুরের খাবার খেয়ে নিবো,এরপর আবার নিজেদের মতো করে পশ্চিম বিচের দর্শনীয় স্পট সমূহ ঘুরে সূর্যাস্ত দেখে এবং কেনাকাটা করে অবশেষে আমরা রাত ১০ঘটিকায় রিজার্ভ গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো,ইনশাআল্লাহ আমরা সেই সঙ্গে পদ্মা সেতুর ভোরের সৌন্দর্যটাও দেখতে পারবো।
# ০৩ ই ডিসেম্বর ২০২২ইং শনিবারঃ সব কিছু ঠিক থাকলে ভোর ০৫ঘটিকার মধ্যেই আমরা ঢাকা থাকবো ইনশা-আল্লাহ!

# কনফার্মেশন সিস্টেমঃ
মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়,আসন কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে ৫০০/-(পাঁচশত টাকা) অগ্রিম প্রদান করে আসন কনফার্ম করতে হবে।(অফেরতযোগ্য)

যেভাবে বুকিং দিবেনঃ
# বিকাশঃ ০১৭৭৭৮০০৮৭৮.(পার্সোনাল)
# নগদঃ ০১৭৭৭৮০০৮৭৮.(পার্সোনাল)
বিঃদ্রঃ বিকাশ/নগদ/রকেট এর মাধ্যমে বুকিং দিলে অবশ্যই ফোন দিয়ে কনফার্ম করবেন সাথে সাথে।

08/10/2020

আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা ( Jack Ma) একবার বলেছিলেন,

" যখন নিজের কাছের মানুষ, আত্নীয় বা বন্ধুবান্ধবদের কাছে কোন প্রডাক্ট বিক্রি করতে যাবেন, তখন তারা ভাববে আপনি তাদের সাথে ব্যবসা করছেন। তাদের মাধ্যমে টাকা আয় করছেন। যত কম টাকাতেই আপনি বিক্রি করেন না কেন, খুব কম মানুষই সেটা এপ্রিসিয়েট করবে।"

কিছু কিছু মানুষ সব সময়ই থাকবে যারা আপনার খরচ, সময়, এফোর্ট কোন কিছুর পরোয়া করবে না । তারা বরং অন্যকে টাকা দিতে, এমনকি অন্যের কাছে ধোঁকা খেতেও দ্বিধা করবে না, তারপরও আপনার কাছ থেকে কিছু কিনতে তাদের বাঁধবে ।

কারন, তাদের মাথায় সবসময় এটাই কাজ করবে যে, " ও আসলে আমরা কাছ থেকে কত টাকা আয় করলো ? "

বরং এটা কখনো ভাববে না যে,

"ওর কাছ থেকে কিনে আমার কত টাকা সেভ হলো ? "

আপনি যখন ব্যবসা শুরু করবেন, তখন দেখবেন, প্রথম যে মানুষগুলো আপনাকে বিশ্বাস করবে তারা হলেন সবাই আপনার অপরিচিত মানুষ ।

সেই প্রথম সময়টায় আপনার খুব কাছের বন্ধুরা হয়ত আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলবে । কেউ কেউ হয়ত আপনার বিপক্ষেই দাঁড়িয়ে যাবে । অন্যরা হয়ত ভাববে আপনি কিছুই করতে পারবেন না, আপনাকে দিয়ে কিছুই হবে না ।

এরপর একটা সময় আসবে যখন আপনি আপনার পরিশ্রম আর লেগে থাকার ফল পাবেন । হয়ত একটা ফ্যামিলি ডিনারের সবার গেট-টুগেদারের বিল দিবেন ।

দেখবেন সেই টেবিলটায় আপনার সব বন্ধু-বান্ধব , কাছের মানুষজন সবাই সেদিন উপস্থিত আছেন । শুধু সেই অপরিচিত মানুষগুলোই নেই ।

সংগৃহীত

18/09/2020
16/07/2020

আল্লাহ নামে আমরা আমাদের যাএা শুরু করতেছি,সবাই সাথে থাকবেন। দোয়া করবেন।

Address

Fulbaria
1217

Telephone

+8801777800878

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাজেটের ট্যুর- Budget Tour posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাজেটের ট্যুর- Budget Tour:

Videos

Share