29/11/2021
আগামী ৯ ডিসেম্বর রাতে আমাদের ছোট্ট একটি টিম সাজেক যাচ্ছে। সম্পূর্ণ সাজেক ঘুরে ১২ তারিখ সকালে ঢাকায় থাকব। কেউ যেতে চাইলে কমেন্ট করুন।
একটু বলে রাখতে চাই আমরা সেই সকল গুটি কয়েক মানুষদের অন্তর্ভুক্ত যারা কোয়ালিটি নয়, কোয়ান্টিটিতে বিশ্বাস করে। তাই আমাদের গ্রুপ গুলো ছোট ছোট হয়। তবে বিনদোন থাকে ভরপুর। এবারের সাজেকের টিমে আর মাত্র ৩-৪ জন নেয়া যাবে। তাই এখনই কনফার্ম করতে হবে।
বাজেট ৫৮০০টাকা।(কাপলদের বাজেট রুম ভাড়ার উপর নির্ভরশীল। তাই বাড়তে পারে)
বিস্তারিত জানার জন্যে আমাদের পেইজে ইনবক্স করতে পারেন। অথবা কল করুন 01817021462 এই নাম্বারে।
#সাজেক #পাহাড় #বাজেটট্যুর