16/04/2022
এটি Travel Realm 🇧🇩 এর অফিসিয়াল ইভেন্ট
আমাদের গন্তব্য "তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত, টাঙ্গুয়ার হাওর" । সাথে ঘুরবো সুনামগঞ্জ জেলার সব চমৎকার চমৎকার টুরিষ্ট স্পট গুলোতে ।
*যাত্রার তারিখ ৪ মে ২০২২রাত ১০.০০ টা
*ফেরার তারিখ ৭ মে ২০২২ সকাল ৭.০০ টা
বাস ছাড়ার স্থানঃ কলাবাগান বাস স্ট্যান্ড।
বি.দ্র. : এটি আমাদের প্রথম অফিসিয়াল ট্রিপ, সুতরাং আয়োজনের কোন কমতি থাকবে না ইনশা'আল্লাহ।
#বিশেষ_ভাবে_খেয়াল_করতে_হবেঃ করোনার প্রাদুর্ভাব এর কারণে স্বাস্থ্য বিধি মেনে ট্রাভেল করবো। আর এখানে সকলের সহযোগিতা আমাদের কাম্য।
**কারো করোনা কিংবা এর কোন একটি লক্ষ্মণ থাকলেও আমাদের সাথে না যাবার অনুরোধ থাকবে।**
এই ট্রিপে মেম্বারদের আলাদা কোনো হাত খরচ থাকবে না কারণ চা , নাস্তার ব্যাবস্থা থাকবে সার্বক্ষণিক।
❑ ভ্রমণের স্থান সমুহঃ
*** যাদুকাটা নদী
*** বারিক্কা টিলা
*** শিমুল বাগান
*** ট্যাকেরঘাট
*** শহীদ সিরাজ লেক/কোয়ারী লাইমস্টোন লেক
*** টাঙ্গুয়া হাওর
*** লাকমাছড়া
*** মেঘালয় পাহাড় সাইটসিং
** ভ্রমণের পরিকল্পনাঃ
- ০০ দিনঃ ৪ মে-- রাতের বাসে করে আমরা ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। শ্যামলী / হানিফ নন এসি বাসে আমরা যাওয়া আসা করবো ।
- ০১ দিনঃ ৫ মে-- সকালে সুনামগঞ্জ নেমে পানসি হোটেলে নাস্তা + চা খেয়ে রিজার্ভ লেগুনা করে তাহিরপুরের উদ্দেশ্য রওনা দিবো। তাহিরপুর পৌঁছে সেখান থেকে আমাদের রিজার্ভ করা নৌকা নিয়ে টাঙ্গুয়ার হাওড় যাত্রা শুরু করব। প্রথমেই চলে যাবো ওয়াচ টাওয়ার এ। সেখানে পানিতে নেমে গোসল সেরে দুপুরের খাবার খাবো। এর পর চলে যাবো টেকেরঘাট। একদমই সীমান্ত ঘেষা গ্রাম। হাওড়ের শেষ আর ভারতের মেঘালয় পাহাড়ের শুরু এখানে। বিকেলে দেখবো শহীদ সিরাজ লেক। রাতের খাবার ৯ঃ৩০ এ। রাতে আমরা নীলাদ্রি তে অবস্থান করবো। রাতে মাঝ হাওড়ে ভেসে বেড়াবো আমরা।
- ০২ দিনঃ ৬ মে-- সকালের নাস্তা সেরে লাকমাছড়া ঘুরে আসবো। বাইক বা অটোতে যাওয়া আসা করবো। ঘন্টাখানেক সেখানে সৌন্দর্য্য উপভোগ করে বোটে ফিরে আসবো। সকাল ১১ টার মধ্যে বোট নিয়ে চলে যাবো শিমুল বাগান, তারপর যাবো বারিক্কা টিলা, মেঘালয় পাহাড় সাইট সিয়িং শেষে চলে আসবো পাহাড়ের কোল ঘেঁসে বয়ে চলা যাদুকাটা নদীতে। যাদুকাটা নদীর স্বচ্ছ-ঠান্ডা জলে গোসল শেষে গা ভাসিয়ে উঠে দুপুরের খাবার খেয়ে নিবো।
নৌকা ছেড়ে দিবো বিকেলের দিকে। চলে আসবো সুনামগঞ্জ শহরে।তারপর রাতের খাবার খেয়ে রাতের বাসে করে ঢাকায় ফেরা।
- শেষ দিনঃ ৭ মে-- ভোরে ইনশা'আল্লাহ সবাই ঢাকায় ফিরে আসবো।
তরীতে যা থাকছেঃ
- (হাই এবং লো কমোড)টয়লেটের ব্যাবস্থা
- ১৪ থেকে ১৬ জন ঘুমানোর ব্যবস্থা
- লাইফ জ্যাকেট
- কম শব্দের জেনারেটর
- মোবাইল চার্জের ব্যাবস্থা
- সোলার লাইট
*** এই ট্রিপের কিছু বিষয় -- ট্রিপ কনফার্ম করার আগে যেগুলো অবশ্যই জানতে হবেঃ
- এই ট্রিপে খাবার রান্না হবে নৌকায়, নৌকার ছাদে বসেই সবাই একসাথে মিলে মিশে খাবো।
- রান্না বান্না এবং পরিবেশন এর জন্য লোক থাকবে, তবে আমরা যারা এই কাজে পারদর্শী এবং আগ্রহী,তারা যে কোন সহায়তা করবো।
- নৌকায় থাকা ব্যাপারটা পুরোটাই ফিলের উপর নির্ভর করে। এমনিতে নৌকায় থাকা অবশ্যই কষ্টের, সেটি বিবেচনায় রাখবেন।
- বৃষ্টির না হলে, হাওড়ে পানি কম থাকলে আমরা কিছু স্পট বাইকে ঘুরবো, সেই বিষয়ে পজিটিভ মানসিকতা আশা করছি।
** যা সরবরাহ করা হবেঃ
- যাওয়া-আসার নন এসি বাসের খরচ।
- আভ্যন্তরীণ সকল যাতায়ত খরচ।
- নৌকার খরচ।
- বাবুর্চির খরচ এবং রান্নার আনুসাংগিক জিনিসপত্র।
- প্রথমদিন সকালের খাবার থেকে শুরু করে আসার দিন রাতের খাবার সহ প্রতিদিন ৩ বেলা খাবার। খাবারের ম্যানুতে থাকবে হাওরের মাছ, মুরগী, হাসের মাংস। এবং প্রয়োজনীয় স্ন্যাক্স।
- লাইফ জ্যাকেট।
** যা থাকছেনাঃ
- ব্যাক্তিগত খরচ।
- ব্যাক্তিগত মেডিসিন।
- যাওয়া আসার পথে হাইওয়েতে কোনো খাবার।
- কোন ধরণের বীমা।
** যা সাথে নেওয়া উচিতঃ
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি/ শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি।
- তোয়ালে, গোসলের জন্যে কাপড়, অন্যান্য কাপড়।
- সানগ্লাস, হ্যাট, সানস্ক্রিন।
- ব্রাশ।
- ছাতা।
- ফুল স্লিপ, চাদর।
- প্রয়োজনীয় ঔষধ।
- ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি।
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক।
- গ্লুকোজ, স্যালাইন।
- একাধিক পলিথিন (ভেজা কাপড়, মোবাইল, মানিব্যাগ ইত্যাদি রাখার জন্য)।
💸💸ভ্রমনের খরচ💸💸
৪,৫৬৭/- প্রতিজন
বাস : শ্যামলী / হানিফ
রাত্রিযাপন : নৌকা
খাবার : ৬ বেলা (সকাল -২, দুপুর -২ ,রাত -২)
💸বুকিং মানি 💸
২,৫৬৭/- আসন কনফার্ম করার জন্য। (২৫ এপ্রিল, ২০২২)
**আমরা সর্বোচ্চ ১৪ জন নিয়ে ট্যুর দিবো। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব বুকিং দিয়ে আপনার সিট নিশ্চিত করুন।
টাকা পাঠানোর মাধ্যমঃ
- বিকাশ একাউন্ট: 01620174532/01795078709 (পার্সোনাল)
- রকেট একাউন্ট : 017950787099
- নগদ : 01674907261
#ব্যাংকঃ
Bank name: One bank
Account Number: 0022220002663
Branch: Gulshan Branch
Account Holder Name: Shakhawat Hossain
DBBL/Nexus:
Card Number: 01255590454
অথবা
Account Number: 1081030186211
---------------------------------------------
** শর্ত সমুহঃ
১- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৪- আমরা শালিনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
৫- প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন পর্যটন এর কোন ক্ষতি না হয়, সেটা সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
৬- অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
৭- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৮- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হবে।
৯- দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে । প্রকৃতিগত বা রাষ্ট্রীয় কারণে কোন আর্থিক ক্ষতি বা ভর্তুকি ঘটলে সবাইকে সেখানে অংশগ্রহণ করতে হবে।
১০- এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতার কোন রকম সুযোগ নেই। কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের সাথে ভ্রমণে যান, সেটি বুঝে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না। এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো।
** ভ্রমণের জন্য যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ছেলে/ মেয়ে সকলেই যেতে পারবে।
আমাদের গ্রুপ এর ঠিকানাঃ
https://www.facebook.com/groups/travelrealmbd
তাছাড়া ট্যুর সম্পর্কিত যে কোন তথ্য জানতে কল করতে পারেন :-
মোহাম্মদ হুমায়ুন কবির : 01674907261
শাখাওয়াত হোসাইন : 01924174964