Six Seasons Travelers

Six Seasons Travelers Make your adventurous beautiful moment easy and affordable.

15/01/2025

সেইন্টমার্টিনে গিয়ে অনেকেই এর চারপাশটা ঘুরে দেখতে চায়, এর জন্য বেস্ট অপশন হলো বাইক ভাড়া করা। এখানে প্রচুর বাইক পাওয়া যায় ভাড়ায়, যেগুলো ঘন্টাপ্রতি ৪-৫০০ টাকা নিয়ে থাকে। চাইলে আপনি নিজে চালিয়ে ঘুরতে পারবেন বা ড্রাইভার নিয়ে সেটা আপনার ইচ্ছা। এক ঘন্টার পর প্রতি মিনিট হিসাবে টাকা দিতে হয়, যেমন আপনি ঘন্টা ঠিক করলেন ৪০০ টাকা, তাহলে এক ঘন্টার পরে আর ১৫ মিনিট চালালে আপনাকে দিতে হবে আরো অতিরিক্ত ১০০ টাকা।
আরো বিস্তারিত দেখুন ভিডিওতে।
Six Seasons Travelers

15/01/2025

সেদিন সেইন্টমার্টিনে দেখা পেয়েছিলাম এই পটকা বা পাফার ফিসের 🚫
ভয়ংকর বিষাক্ত যার একটি মাঝারি মাছের বিষ প্রায় ৩০ জন সুস্থ্য মানুষের জীবন নিয়ে নিতে পারে, তাই যথেষ্ট প্রশিক্ষণ বা জ্ঞান না থাকলে এগুলা স্পর্শ করা বা খাওয়া থেকে বিরত থাকুন ⚠️

বিস্তারিত::

বিশ্বখ্যাত অভিযাত্রী জেমস কুকের ১৭৭৪ সালের ৭ই সেপ্টেম্বরে লেখা লগবুক থেকে জানা যায় যে আগের দিন রাতে জাহাজের নাবিকরা সমুদ্র থেকে কিছু মাছ ধরেন। মাছগুলো কাটার পর নাড়িভুঁড়িগুলো খেতে দেন জাহাজে রাখা শূকরগুলোকে। রাতের খাবার খাওয়ার পর পরই নাবিকদের শরীর অবশ হয়ে আসে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চায়। সাথে প্রচন্ড পেটব্যথা, মাথাব্যথা আর বমি। নাবিকরা বুঝতে পারেন, তারা ভুল করে বিষাক্ত মাছ খেয়ে ফেলেছেন। সারারাত ছটফট করে সকালের দিকে তারা মোটামুটি সুস্থ্য অনুভব করেন। শূকরগুলোর অবস্থা দেখার জন্য তারা খোঁয়াড়ে যান, সেখানে সবগুলো শূকর মরে পড়ে আছে। নাবিকরা অল্পের জন্য বেঁচে গেছেন। যে অংশগুলো তারা ফেলে দিয়েছিলেন সেগুলোতেই সবচেয়ে বেশী বিষ ছিল। যে মাছ নিয়ে এই ঘটনা তার নাম পটকা মাছ -পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছ!


জনপ্রিয় জাপানী ফুগো মাছ
পটকা বা পাফার ফিস, যা জাপানে ফুগো মাছ হিসেবে পরিচিত তা এই গ্রহের সবচেয়ে বিষাক্ত মাছ। টেট্রোডোটক্সিন নামে এক বিবশকারী বিষ আছে পটকা মাছের অভ্যন্তরীণ অঙ্গ- প্রত্যঙ্গে। এই বিষ সায়ানাইডের চেয়ে ১২০০ গুণ বেশী মারাত্মক। একটা মাঝারি আকারের পটকা মাছে যতটুকু টেট্রোডোটক্সিন থাকে, তা ৩০ জনেরও বেশি লোকের প্রাণ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। টেট্রোডোটক্সিন বা টিটিএক্স একটি শক্তিশালী বিষাক্ত পদার্থ যা মানুষের সেল মেমব্রেনের সোডিয়াম চ্যানেল বন্ধ করে দিয়ে খুব তাড়াতাড়ি মৃত্যু ঘটাতে সক্ষম।
তবে খটকা লাগে ভেবে যে জাপানের হোটেল রেস্তোরাঁয় পটকা বা ফুগো মাছের অনেক কদর। আসলে ফুগো জাপানের জনপ্রিয় একটি খাবার যা উপভোগ করতে জীবন বাজি রাখতে হয়। দামও অত্যন্ত চড়া। এসব হোটেল রেস্তোরাঁয় উচ্চ বেতনে বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত শেফ বা বাবুর্চি রাখা হয় ফুগো মাছ কেটে তা থেকে সতর্কতার সাথে বিষাক্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে বের করার জন্য। কারণ পটকা মাছের সব অঙ্গ প্রত্যঙ্গে বিষ থাকে না। মাছের বিষাক্ত পদার্থটি তার যকৃত, ডিম্বাশয়, অন্ত্র এবং চামড়ার মধ্যে খুব বেশি ঘনীভূত থাকে, তবে শরীরের পেশীসমূহ সাধারণত বিষমুক্ত থাকে। পটকা মাছের সবচেয়ে বিপজ্জনক অংশ হলো এর লিভার বা যকৃত। আর এ কারণে মাছটির লিভারের সামান্য অংশও যদি মাছটিতে থেকে যায়, তাহলে তা বিষাক্ত হয়ে পড়ে এবং মানুষ মারা যায়।
সারা পৃথিবীজুড়ে পটকার অসংখ্য প্রজাতি থাকলেও বাংলাদেশে প্রায় ২০-২৫টি প্রজাতির পটকা মাছ পাওয়া যায় যাদের দুটি প্রজাতি মিষ্ঠি জল আর বাকিগুলো সমুদ্রে বাস করে। উভয় প্রজাতির পটকা মাছই সারাবছর কমবেশি বিষাক্ত থাকে।

বাংলাদেশেরসুন্দরবনের নোনাজলের দাগফুটকি পটকা।
নদী, ও উপকূলে সবচেয়ে বেশী যে পটকা মাছের প্রজাতিটি পাওয়া যায়, তার নাম দাগফুটকি পটকা। এ মাছকে স্থানীয়ভাবে টেপা বা ফোটকা মাছও বলা হয়। এর বৈজ্ঞানিক নাম Tetraodon cutcutia এবং ইংরেজিতে Ocellated pufferfish বলা হয়।
দাগফুটকি পটকা সারাদেশে স্বাদুপানিতে সর্বত্রই আছে। দৈর্ঘ্য সচরাচর ৫ থেকে ৯ সেন্টিমিটার হয়ে থাকে। তবে হাওরাঞ্চলে ও নদীতে সর্বোচ্চ ১৫ থেকে ১৬ সেন্টিমিটার দৈর্ঘ্যের পটকা মাছও পাওয়া গেছে। দেহ অনেকটা গোলাকার, মাথা বড়, চওড়া ও ভোঁতা। চোখ দুটি পরস্পর থেকে দূরে, মাথার উপরের দিকে অবস্থিত। লেজের দিক হঠাৎ সরু, পিঠ সবুজ-হলুদ, পেট সাদা। সারা পিঠ ও পেট জুড়ে রয়েছে অজস্র ছোট্ট ছোট্ট কাঁটা। গলবিলের সঙ্গে যুক্ত ছিদ্রপথ ও একটি ভালবের সাহায্যে বাতাস দিয়ে এ মাছ শরীরটা বেলুনের মতো ফুলাতে পারে। উপরিতল থেকে সামান্য নীচে মুখ আর তাতে টিয়া পাখির ঠোঁটের মতো বাঁকানো অত্যন্ত শক্তিশালী দু’পাটি দাঁত আছে। এই দাঁতের সাহায্যে এরা শিকারকে কাবু করে ফেলে। এদের শিকার সাধারণত শামুক, ঝিনুক, গলদা চিংড়ি। বাসস্থান, প্রজাতি ও ঋতুভেদে পটকার বিষের তীব্রতা ভিন্ন হয়। বৈশাখে যে পটকা বিষাক্ত, কার্তিকে সেটি বিষহীন হতে পারে। সাধারণত: প্রজনন ঋতুতে বা বর্ষাকালে এ মাছটি অধিক মাত্রায় বিষাক্ত হয়ে পড়ে। তবে অন্যান্য সময়েও মাছটি কমবেশী বিষাক্ত থাকে। গলবিলের সঙ্গে যুক্ত ছিদ্রপথ ও একটি ভালবের সাহায্যে বাতাস দিয়ে পটকা বা টেপা মাছ শরীরটা বেলুনের মতো ফুলাতে পারে।
পটকার বিষে আক্রান্ত হলে তিন থেকে ত্রিশ মিনিটের মধ্যে উপসর্গ দেখা দিবে। বিষে আক্রান্ত হওয়ার প্রথম উপসর্গ দেখা দেয় জিভ ও ঠোঁটে। প্রথমে জিহ্বা ও ঠোঁট শিরশির করে ও পরে অবশ হয়ে যায়, হাত-পা অবশ হয়ে আসে। হৃদস্পন্দন বেড়ে যায়, প্রকট শ্বাস কষ্ট হয়। তাছাড়া মাথাব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়া, মুখে শুষ্কতা, মাংসপেশীতে ব্যথা ইত্যাদি নানা উপসর্গ দেখা দিতে পারে। পর্যায়ক্রমে আক্রান্ত ব্যাক্তি প্যারালাইসিসে আক্রান্ত হয় কিন্তু তার মস্তিষ্ক পুরো সচল থাকে। বিশেষজ্ঞরা বলেছেন পটকা মাছ খেয়ে অসুস্থ ব্যক্তিকে দ্রুত বমি করানোর চেষ্টা করতে হবে এবং যত দ্রুত সম্ভব হাসপাতালের ইমার্জেন্সিতে ভর্তি করে চিকিৎসা এবং লাইফ সাপোর্ট দিতে হবে। বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার পর ২৪ ঘণ্টার বেশি যে জীবিত থাকে সে সাধারণত বেঁচে যায়।
প্রতি বছর আমাদের দেশে অনেক মানুষ পটকা মাছের বিষক্রিয়ায় মারা যায়। গতবছর সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় বিষাক্ত পটকা মাছ খেয়ে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন মারা গেছেন। দেশে অনেক সময়ই এমন পটকা মাছ খেয়ে মৃত্যুর ঘটনা ঘটে। অজ্ঞতার কারণে গ্রামের অনেকেই পটকা মাছ খেয়ে থাকেন। যেহেতু এখনো পর্যন্ত টেট্রোডোটক্সিনের কোন ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি, তাই সবাইকে সচেতন হতে হবে। পটকা মাছ খাওয়া বাদ দিতে হবে আর আইন করে পটকা মাছ বিক্রিও বন্ধ করতে হবে। পাশাপাশি পটকা মাছের ভয়ঙ্কর দিক তুলে ধরে জোর প্রচারণা চালাতে হবে।

ভিডিও: ১১.০১.'২৫ তারিখ রাতে ধারন করা হয়েছে।

15/01/2025

সেইন্টমার্টিনে সাধারণত আমরা কোন রিসোর্টে থাকি এবং সেটা দেখতে কেমন, একই সাথে SST ট্যুরিস্টদের জন্য কোন সুযোগ/ছাড় আছে কি না দেখে নিতে পারেন এক ঝলকে!

15/01/2025

আপনি ইন্টারভিউ দিচ্ছেন আর আপনার প্রিয়জন আপনাকে মুগ্ধতার সাথে দেখছে, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে!
Real Romeo and his Juliet at Saintmartin ❣️

14/01/2025

কেন আপনি সিক্স সিজনস ট্রাভেলার্স এর সাথে ট্যুর করবেন?
শুনে নিন ট্যুরিস্টদের থেকেই ❣️
(পর্ব ১)

ভ্যালেন্টাইন উইথ নেচার: সাজেক ভ্যালি স্পেশাল ট্রিপ ২০২৫সাজেক ভ্যালির মেঘ, পাহাড় আর নিসর্গে কাটুক আপনার ভ্যালেন্টাইন ডে। ...
10/01/2025

ভ্যালেন্টাইন উইথ নেচার: সাজেক ভ্যালি স্পেশাল ট্রিপ ২০২৫
সাজেক ভ্যালির মেঘ, পাহাড় আর নিসর্গে কাটুক আপনার ভ্যালেন্টাইন ডে। Six Seasons Travelers (SST) নিয়ে আসছে ৩ রাত ২ দিনের একটি প্রিমিয়াম ট্রিপ, যেখানে মেঘের রাজ্যে হারিয়ে যাবার সুযোগ থাকবে আপনার প্রিয়জন, পরিবার বা বন্ধুদের সাথে।

ভ্রমণের সময়সূচি:
🕙 যাত্রা শুরু: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার রাত ১০:৩০ (ঢাকা সায়েদাবাদ থেকে)।
🕔 ফেরার সময়: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার ভোর ৬টায় (ঢাকা)।

প্যাকেজসমূহ:
1. 🏠 সাংগ্রাই হিল রিসোর্ট: জনপ্রতি ৮৯৫০/-।
2. 🏡 ঝুমঘর ইকো রিসোর্ট: জনপ্রতি ৮৯৫০/-।
3. 🌳 তরুছায়া ইকো রিসোর্ট: জনপ্রতি ৮৪৫০/-।

---
প্যাকেজের অন্তর্ভুক্ত:

🍽️ ৬ বেলা খাবার।
🚌 নন-এসি বাসে যাতায়াত।
🛏️ প্রিমিয়াম রিসোর্টে থাকা।
🚙 চাঁদের গাড়ির ভাড়া।
🎫 দর্শনীয় স্থানগুলোর এন্ট্রি ফি।

⚠️ খরচে অন্তর্ভুক্ত নয়:
🛍️ ব্যক্তিগত খরচ।

--
দর্শনীয় স্থানসমূহ:
🌄 সাজেক ভ্যালি
🏘️ রুইলুই পাড়া
🗻 কংলাক পাহাড়
🌉 ঝুলন্ত ব্রীজ
🕳️ আলুটিলা গুহা
🌿 হর্টিকালচার পার্ক
🚁 হ্যালিপ্যাড
🥻লুসাই গ্রাম

---
বুকিং ও যোগাযোগ:

💰 বুকিং নিশ্চিত করতে:
মোবাইল ব্যাংকিং: ৫১০০/-
ব্যাংক: ৫০০০/-
বিকাশ/নগদ/রকেট নম্বর: 01834546678 (পার্সোনাল)

ব্যাংক ডিটেইলস:
DBBL
Account name: Rashidul Islam
Account no: 2181050001833
Routing No: 090781092
Patuakhali Branch

📞 যোগাযোগ/বিস্তারিত:

রাশেদ: 01834546678
ফুয়াদ: 01765865603

👥 সর্বোচ্চ: ১৪ জন যাত্রী।

---
প্রয়োজনীয় জিনিসপত্র:
🔋 পাওয়ার ব্যাংক, রবি/এয়ারটেল সিম।
🧻 টিস্যু, রেইনকোট, সানগ্লাস।
💳 জাতীয় পরিচয়পত্র।

💊 ব্যক্তিগত ঔষধপত্র।
সাজেকের মনোমুগ্ধকর পরিবেশে কাটুক আপনার বিশেষ দিনটি। সিট সীমিত, এখনই বুকিং দিন!

জানুয়ারিতেই সেন্টমার্টিন ভ্রমণের মৌসুম শেষ! 🌴 ১৬ই জানুয়ারি যাত্রার জন্য মাত্র ৩টি সিট খালি। এরপর আবার দেখা হবে আগামী ব...
07/01/2025

জানুয়ারিতেই সেন্টমার্টিন ভ্রমণের মৌসুম শেষ! 🌴 ১৬ই জানুয়ারি যাত্রার জন্য মাত্র ৩টি সিট খালি। এরপর আবার দেখা হবে আগামী বছর—তাই এবারই যাত্রা করুন আমাদের সঙ্গে! 🛥️✨
What'sapp: 01834546678

02/01/2025

নয়ন সরসী কেন ভরেছে জলে
কত কি রয়েছে লিখা কাজলে কাজলে

ট্যুর: মিরিঞ্জা ভ্যালি
Six Seasons Travelers

31/12/2024

Whenever I ask my friend for a tour:

সিক্স সিজনস ট্রাভেলার্স (SST) এর পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা 💕আমাদের সাথে যুক্ত থাকা সকল সদস্য, ভবিষ্যতে যাদের সঙ্গী হ...
31/12/2024

সিক্স সিজনস ট্রাভেলার্স (SST) এর পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা 💕
আমাদের সাথে যুক্ত থাকা সকল সদস্য, ভবিষ্যতে যাদের সঙ্গী হওয়ার ইচ্ছে এবং যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, তাদের সকলকে সিক্স সিজনস ট্রাভেলার্স (SST) পরিবারের পক্ষ থেকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা!💕 আপনাদের সবার প্রতিটি দিন হোক ভরা সুখ, শান্তি এবং অসংখ্য নতুন নতুন ভ্রমণ অভিজ্ঞতার সাথে।

লাল-সবুজের সৌন্দর্য! 💕
31/12/2024

লাল-সবুজের সৌন্দর্য! 💕

ভ্যালেন্টাইন উইথ ন্যাচার: সাজেক ভ্যালি স্পেশাল ট্রিপ ২০২৫সাজেক ভ্যালির মেঘ, পাহাড় আর নিসর্গে কাটুক আপনার ভ্যালেন্টাইন ডে...
29/12/2024

ভ্যালেন্টাইন উইথ ন্যাচার: সাজেক ভ্যালি স্পেশাল ট্রিপ ২০২৫
সাজেক ভ্যালির মেঘ, পাহাড় আর নিসর্গে কাটুক আপনার ভ্যালেন্টাইন ডে। Six Seasons Travelers (SST) নিয়ে আসছে ৩ রাত ২ দিনের একটি প্রিমিয়াম ট্রিপ, যেখানে মেঘের রাজ্যে হারিয়ে যাবার সুযোগ থাকবে আপনার প্রিয়জন, পরিবার বা বন্ধুদের সাথে।
--

ভ্রমণের সময়সূচি:

🕙 যাত্রা শুরু: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার রাত ১০:৩০ (ঢাকা সায়েদাবাদ থেকে)।
🕔 ফেরার সময়: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার ভোর ৬টায় (ঢাকা)।
---

প্যাকেজসমূহ:

1. 🏠 সাংগ্রাই হিল রিসোর্ট: জনপ্রতি ৮৯৫০/-।
2. 🏡 ঝুমঘর ইকো রিসোর্ট: জনপ্রতি ৮৯৫০/-।
3. 🌳 তরুছায়া ইকো রিসোর্ট: জনপ্রতি ৮৪৫০/-।

---

প্যাকেজের অন্তর্ভুক্ত:

🍽️ ৬ বেলা খাবার।
🚌 নন-এসি বাসে যাতায়াত।
🛏️ প্রিমিয়াম রিসোর্টে থাকা।
🚙 চাঁদের গাড়ির ভাড়া।
🎫 দর্শনীয় স্থানগুলোর এন্ট্রি ফি।
⚠️ খরচে অন্তর্ভুক্ত নয়:
🛍️ ব্যক্তিগত খরচ।
--

দর্শনীয় স্থানসমূহ:

🌄 সাজেক ভ্যালি
🏘️ রুইলুই পাড়া
🗻 কংলাক পাহাড়
🌉 ঝুলন্ত ব্রীজ
🕳️ আলুটিলা গুহা
🌿 হর্টিকালচার পার্ক
🚁 হ্যালিপ্যাড
🥻লুসাই গ্রাম
---

বুকিং ও যোগাযোগ:

💰 বুকিং নিশ্চিত করতে:

মোবাইল ব্যাংকিং: ৫১০০/-
ব্যাংক: ৫০০০/-
বিকাশ/নগদ/রকেট নম্বর: 01834546678 (পার্সোনাল)

ব্যাংক ডিটেইলস:
DBBL
Rashidul Islam
2181050001833
Routing No. 090781092
Patuakhali Branch

📞 যোগাযোগ/বিস্তারিত:

রাশেদ: 01834546678
ফুয়াদ: 01765865603

👥 সর্বোচ্চ: ১৪ জন যাত্রী।
---

প্রয়োজনীয় জিনিসপত্র:

🔋 পাওয়ার ব্যাংক, রবি/এয়ারটেল সিম।
🧻 টিস্যু, রেইনকোট, সানগ্লাস।
💳 জাতীয় পরিচয়পত্র।
💊 ব্যক্তিগত ঔষধপত্র।

সাজেকের মনোমুগ্ধকর পরিবেশে কাটুক আপনার বিশেষ দিনটি। সিট সীমিত, এখনই বুকিং দিন!

27/12/2024

১৬ তারিখের এই ট্যুরে আর মাত্র ৭ সিট ফাঁকা আছে।

⚠️মাত্র ৭৪৫০ টাকায় সেন্টমার্টিন ট্যুর Six Seasons Travelers এর সাথে।

✳️যাত্রা শুরু: ১৬ই জানুয়ারি বৃহস্পতিবার রাতে সায়েদাবাদ থেকে
সমাপ্তি: ২০ই জানুয়ারি সোমবার সকালে ঢাকায়

✳️ ৪ রাত ৩ দিন ( ২ রাত সেন্টমার্টিনে থাকা)

ইভেন্ট ফি: ৮৭৫০/- টাকা মাত্র ( জনপ্রতি)
কাপল : ৯৪৫০/- টাকা (জনপ্রতি)

✳️এই টাকায় যা যা থাকছেঃ

* ঢাকা-কক্সবাজার-ঢাকা নন এসি চেয়ার কোচ বাসে যাওয়া আসা
* কক্সবাজার ইনানী - সেন্টমার্টিন -কক্সবাজার শিপে যাওয়া আসা
* সেন্টমার্টিনের রাত রিসোর্টে থাকা।
* ছেড়াদ্বীপ যাওয়া-আসার ট্রলার (খোলা থাকা সাপেক্ষে)
*২ দিনে ৫ বেলা খাবার (৩ দিনে ৮ বেলা)
* কক্সবাজার থেকে ইনানী শিপ ঘাটে যাওয়া আসা লোকাল ট্রান্সপোর্ট
* অভিজ্ঞ গাইডেন্স

✳️যা যা থাকছে না:

১। কোনো প্রকার ব্যক্তিগত খরচ ।
২। মেডিসিন
৩। প্যাকেজে নাই এমন কোন খাবার কিংবা খরচ
৪। ফেরার দিন রাতের খাবার

❑ খাবার মেন্যু:

দিন-০১

🔖সকালেঃ পরোটা, ডিম অমলেট, ডালভাজি
🔖দুপুরের খাবার: সাদা ভাত,সামুদ্রিক মাছ/মুরগী, ভর্তা, ডাল, সালাদ।
🔖রাতের খাবারঃ সাদা ভাত, সামুদ্রিক মাছ/ মুরগি, ডাল, সালাদ, ভর্তা। অথবা পরোটা,ফিস- বারবিকিউ।

দিন -০২

🔖সকালের নাস্তা: খিচুড়ি, ডিম ।
🔖দুপুরের খাবার: সাদা ভাত, সামুদ্রিক মাছ/মুরগী, সবজি, ডাল।

দিন ৩:

🔖সকালের নাস্তা: খিচুড়ি, ডিম/পরোটা ভাজি ।
🔖দুপুরের খাবার: সাদা ভাত, সামুদ্রিক মাছ/মুরগী, সবজি, ডাল।

❑ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবে:

* এক রুমে ৪ জন করে থাকা। রুমে দুইটি বড় বেড থাকবে। সব রুমে এটাচ বাথরুম থাকবে। (কাপল এক রুমে ২ জন)
* বাসের আসন বণ্টনের ক্ষেত্রে সিট আগে বুকিং দিলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হয়। *

❑ কনফার্ম করার ডেডলাইন: সিট খালি থাকা সাপেক্ষে। কনফার্ম মানেই বুকিং মানি ডিপোজিট করে আসন নিশ্চিত করা, মৌখিক কনফার্মেশন গ্রহণযোগ্য নয়

💰বুকিং মানিঃ ৫০০০ টাকা ( অফেরতযোগ্য)

বিকাশ, রকেট, নগদ (খরচ সহ ৫১০০):
01765865603

ব্যাংক (৫০০০):
DBBL
Account Name: Md. Fuad Hasan,
Account no: 2181050004284,
Patuakhali Branch,
Routing Number: 090781092

Video: Bulbul Aniruddho Amin

SST এর মিরিঞ্জা ট্যুর ২০২৪🥰ট্যুর মেম্বার:  ২৯ জন।প্লেস: মিরিঞ্জা ভ্যালি, লামা, বান্দরবানসময়: ৩ রাত, ২ দিনযানবাহন: ট্রেন,...
24/12/2024

SST এর মিরিঞ্জা ট্যুর ২০২৪🥰
ট্যুর মেম্বার: ২৯ জন।
প্লেস: মিরিঞ্জা ভ্যালি, লামা, বান্দরবান
সময়: ৩ রাত, ২ দিন
যানবাহন: ট্রেন, বাস, চান্দেরগাড়ি
ট্যুর গাইড: অর্ণব, বায়েজিদ

SST এর সিলেট ট্যুর ২০২৪🥰ট্যুর মেম্বার:  ৩৩ জন।প্লেস: জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, ভোলাগঞ্জ, সাদাপাথর, চা বাগান, মাজার স...
22/12/2024

SST এর সিলেট ট্যুর ২০২৪🥰
ট্যুর মেম্বার: ৩৩ জন।
প্লেস: জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, ভোলাগঞ্জ, সাদাপাথর, চা বাগান, মাজার সহ সিলেটের সুন্দর জায়গা গুলো
সময়: ৩ রাত, ২ দিন
যানবাহন: ট্রেন, লেগুনা, নৌকা
ট্যুর গাইড: অর্ণব, বায়েজিদ

Lunch with native Duck curry, unlimited rice & vegetables at FnF Restaurant and Convention Center, Khagrachhari 😋Sajek t...
21/12/2024

Lunch with native Duck curry, unlimited rice & vegetables at FnF Restaurant and Convention Center, Khagrachhari 😋
Sajek tour with Six Seasons Travelers (SST) 🇧🇩❣️

Address

Dhaka
1000

Telephone

+8801611878499

Website

Alerts

Be the first to know and let us send you an email when Six Seasons Travelers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Six Seasons Travelers:

Videos

Share

Category