Chowdhury Air Travels

Chowdhury Air Travels Air Ticketing, Hotel Booking, Hajj, Om-rah, Package Tour, Visa Processing etc Air Ticketing, Hotel Booking, Hajj, Om-rah, Package Tour, Visa Processing etc

 #জরুরী_নোটিশ:যে সকল যাত্রী ৩০ জুনের পূর্বে এয়ার টিকেট কনফার্ম করেছেন, কিন্তু যাত্রার তারিখ ০১ জুলাই অথবা তার পরে সেই সক...
27/06/2023

#জরুরী_নোটিশ:
যে সকল যাত্রী ৩০ জুনের পূর্বে এয়ার টিকেট কনফার্ম করেছেন, কিন্তু যাত্রার তারিখ ০১ জুলাই অথবা তার পরে সেই সকল যাত্রীদের, বাংলাদেশ সরকারের নতূন বাজেট এর সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত ট্রাভেল ট্যাক্স এর টাকা নির্দিষ্ট যাত্রার দিন এয়ারলাইন্স এর কাউন্টার এ ক্যাশ জমা দিতে হবে। সুতরাং যাত্রীদের এই সংশ্লিস্ট ট্যাক্স এর বর্ধিত এমাউন্ট আপনার এয়ারলাইন্স/ট্রাভেল এজেন্ট থেকে যাত্রার পূর্বেই জেনে নিবেন।

আপনি কি শীঘ্রই আকাশ পথে ✈ ভ্রমণ করবেন?👉 কিছু প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলে আপনার যাত্রা হবে সহজ , সুন্দর ও নিরা...
27/03/2023

আপনি কি শীঘ্রই আকাশ পথে ✈ ভ্রমণ করবেন?

👉 কিছু প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলে আপনার যাত্রা হবে সহজ , সুন্দর ও নিরাপদ। চৌধুরী এয়ার ট্রাভেল'স এর পক্ষ থেকে বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত টিপস, যা আপনাকে প্রস্তুতি নিতে সহায়তা করবে।

💻 ল্যাপটপ, ক্যামেরা, সহ ইলেকট্রনিক্স পণ্যের বাটারি ফুল চার্জ দিয়ে সঙ্গে রাখুন। নিরাপত্তা তল্লাশির সময় আপনাকে চালু করে দেখাতে হতে পারে, চালু না হলে সেগুলো বহণের সুযোগ নাও পেতে পারেন।

** ১০০ মিলি বেশি তরল আপনার হাত ব্যাগে কিংবা সঙ্গে নিয়ে বিমানে উঠতে পারবেন না। বেশি পরিমানে তরল (যেমন: শ্যাম্পু, বডি স্প্রে, লোশন, মধু, রসমাইল, রসগোল্পা ইত্যাদি) সঙ্গে নিতে চাইলে চেক ইন লাগেজে রাখুন।

📸 ক্যামেরা💻ল্যাপটপ 📱 মোবাইল ফোন আপনার হাত ব্যাগে নিয়ে নিজের সঙ্গে বহন করুন। চেক ইন লাগেজে এ ধরণের পণ্য না রাখা উত্তম।

🛸 ড্রোন নিয়ে ভ্রমণের ক্ষেত্রে আপনি যে দেশে যাচ্ছেন, সেদেশের ড্রোন নীতিমালা জেনে নিন। নীতিমালার বাইরে ড্রোন নিয়ে গেলে আপনার ড্রোন সেদেশের বিমানবন্দরে জব্দ হতে পারে।

💻 স্ক্যানার মেশিনে তল্লাশির সময় আালাদা ট্রেতে ল্যাপটপ এবং বড় বৈদ্যুতিক আইটেম রাখুন।

#চৌধুরীএয়ারট্রাভেলস
#চৌধুরীএয়ারট্রাভেলস

বিমানবন্দরে চাকরি নিয়ে প্রতারণার ফাঁদ থেকে সর্তক থাকুন।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যেসকল কর্মী বিমানবন্দরের জন্য নিয়ো...
27/03/2023

বিমানবন্দরে চাকরি নিয়ে প্রতারণার ফাঁদ থেকে সর্তক থাকুন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যেসকল কর্মী বিমানবন্দরের জন্য নিয়োগ করে তা পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে করে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ওয়েব সাইটেও প্রকাশ করা হয়।

ফেসবুক বা অন্য কোন সামাজিক যোগাযোগ মাধ্যমের চাকরির ফাঁদ থেকে সর্তক থাকুন। কর্তৃপক্ষ ফেসবুকের মাধ্যমে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে না। ফেসবুকের মাধ্যমে কোন নিয়োগ হয় না।

চাকরির জন্য ঘুষ লেনদেন করেলে আপনি নিজে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হবেন।

অনলাইনে এবং অফলাইনে জাল চাকরির প্রতারণাকারীদের ফাঁদে না পড়ার জন্য সতর্ক থাকুন।




23/03/2023

শুভ রমাদান মোবারক ২০২৩

02/01/2023

Chowdhury Air Travels এর মাধ্যমে কিছু কর্মী সিঙ্গাপুর যাওয়ার উদ্দেশ্য নিজেদের তৈরী করছেন ট্রেনিং করার মাধ্যমে (যদিও তারা উল্লেখ্য কাজ পুরোপুরি জানে), আজকের ট্রেনিং টাইলস এর চলছে।

যে-কোনো দেশের বিমান টিকিটের জন্য কল +881688890162
30/12/2022

যে-কোনো দেশের বিমান টিকিটের জন্য কল +881688890162

শুখবরসৌদি প্রবাসীদের ক্রোয়েশিয়াতে পারমিট এর জন্য এপ্লাই করতে পুলিশ ক্লিয়ারেন্স এর ক্রোয়েশিয়ার এম্বাসি থেকে  লিগালাইজড কর...
29/12/2022

শুখবর
সৌদি প্রবাসীদের ক্রোয়েশিয়াতে পারমিট এর জন্য এপ্লাই করতে পুলিশ ক্লিয়ারেন্স এর ক্রোয়েশিয়ার এম্বাসি থেকে লিগালাইজড করার কোন প্রয়োজন হবেনা।
৭ ডিসেম্বর থেকে এই আইন কার্যকর করা হয়েছে।
তবে পুলিশ ক্লিয়ারেন্স টি সৌদির হতে হবে।

Stay With Chowdhury Air Travels

 #ইউরোপ এর বিভিন্ন এম্বাসি থেকে  রিফিউজ খাওয়া দের হিসেব করলে তা ৪০১ লক্ষ পার হত...😢আপনার মতামত কি? চাইলে শেয়ার করতে পারে...
08/12/2022

#ইউরোপ এর বিভিন্ন এম্বাসি থেকে রিফিউজ খাওয়া দের হিসেব করলে তা ৪০১ লক্ষ পার হত...😢

আপনার মতামত কি? চাইলে শেয়ার করতে পারেন আমাদের সাথে 😃

 #অভিনন্দন  #ক্রোয়েশিয়া 😍😍😍😍সেঞ্জেন এর সকল সুবিধা ২০২৩ এর প্রথম থেকেই পেতে যাচ্ছে 🔥🔥🔥ক্রোয়েশিয়া তে আবেদন করে যারা ভিসা প...
08/12/2022

#অভিনন্দন #ক্রোয়েশিয়া 😍😍😍😍
সেঞ্জেন এর সকল সুবিধা ২০২৩ এর প্রথম থেকেই
পেতে যাচ্ছে 🔥🔥🔥

ক্রোয়েশিয়া তে আবেদন করে যারা ভিসা পেয়েছেন / পাবেন সকলের জন্য শুভ কামনা 🥰🥰🥰

যারা শেনজেন এর কোন ওয়ে পাচ্ছেন না, ক্রোয়েশিয়া 🔥তে যে কোন ওয়ে তে পারমিট বের করে দাঁড়িয়ে যান, ইনশা আল্লাহ ভাল কিছুই হবে ✈️

আজ সেই ০৮-১২-২০২২ সিদ্ধান্তের জন্য অপেক্ষায় আছে  #ক্রোয়েশিয়া। যখন সেনজেন জোনে প্রবেশ করবে👌✅
08/12/2022

আজ সেই ০৮-১২-২০২২ সিদ্ধান্তের জন্য অপেক্ষায় আছে #ক্রোয়েশিয়া। যখন সেনজেন জোনে প্রবেশ করবে👌✅

সতর্কতামূলক পোস্টঃ-আপনারা যারা দিল্লিতে ভিসা অ্যাপ্লিকেশন এর জন্য ডকুমেন্ট দিবেন, অর্থাৎ আপনার ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্...
05/12/2022

সতর্কতামূলক পোস্টঃ-

আপনারা যারা দিল্লিতে ভিসা অ্যাপ্লিকেশন এর জন্য ডকুমেন্ট দিবেন, অর্থাৎ আপনার ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স দিবেন। এই পোস্টটি তাদের জন্য, দিল্লি এম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশন এর জন্য আপনাকে দুই থেকে চার কপি সদ্যতোলা ছবি দিতে হয়, আমরা অনেকেই ইউরোপের ভিসা এপ্লিকেশন করব তবে সদ্য এক কপি ছবি তুলতে কৃপণতা বোধ করি।

সাবালক হওয়ার পরে একটি ছবি তুলেছিলেন সেটাতে দেখতে আপনাকে একটু ভালো লাগছে ওই ছবিটাই প্রিন্ট করে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন অনেকেই, আবার অনেকেই মোবাইল ফোনে ছবি তুলে সেটা কোনরকম প্রিন্ট করে এনে দিয়ে যান, আপনাদের এই ডেডিকেশন বা আন্তরিকতা দেখে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলি।
আমাদের গ্রুপে মেসেঞ্জার ইনবক্সে হোয়াটসঅ্যাপে বারবারই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি, এর পরেও আপনারা ইন্টারনেট বা বিভিন্ন ওয়েবসাইটে চেক করলে ছবির রিক্রুটমেন্ট সম্পর্কে জানতে পারেন।

Chowdhury Air Travels

পোস্ট করার সাথে সাথে অনেক ভাই-বেরাদার কমেন্ট করবেন জি ভাই হ্যাঁ ভাই জানি ভাই, তারপরেও অনেকে দেখা যাবে কাজের সময় নিজেদের ডকুমেন্ট দিতে ভুল করেছেন। আমরা আপনাদের কাজগুলোকে যতটুকু গুরুত্বসহকারে দেখি, আপনারা যদি আপনাদের কাজটাকে এর ৪০% গুরুত্বসহকারে ও দেখেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়।

আপনার ভিসা করে দেওয়ার গ্যারান্টি কেউ দিতে পারবে না, যদি না আপনি আপনার প্রপার ডকুমেন্ট প্রোভাইড করেন। ভিসা অ্যাপ্লিকেশন এর জন্য আপনার সদ্য পুলিশ ক্লিয়ারেন্স খুবই ইম্পরট্যান্ট একটি ডকুমেন্ট। কিছুদিন আগে এক ভাই মেসেজ করেছিলেন উনার পুলিশ ক্লিয়ারেন্স এর উপরে উনার বেবি হিসু করে দিয়েছে। এখানে আমার প্রশ্ন হচ্ছে উনার ভিসার সম্পর্কে বা ডকুমেন্ট এর ব্যাপারে উনি কতটুকু গুরুত্ব দিয়েছেন?

এখানে কথা পরিষ্কার এম্বাসি আপনার এলাকার কোন লোকাল অফিস নয়, এম্বাসি আপনার ছেঁড়া-ফাঁড়া ভাঁজ হওয়া অস্পষ্ট কোন ডকুমেন্ট একসেপ্ট করবে না। দয়া করে এই ধরনের ডকুমেন্ট এম্বাসিতে জমা করা যাবে কিনা এমন প্রশ্ন করে কোন এসএমএস বা কল করবেন না। আপনি যদি আপনার দুই-তিনটা ডকুমেন্ট সঠিকভাবে উপস্থাপন করতে না পারেন তাহলে ইউরোপের ভিসা পাওয়ার কতটুকু যোগ্য আপনি সেটা আমার প্রশ্ন রইল?

রোমানিয়া অথবা ইউরোপের ভিসা এপ্লিকেশন করার জন্য কোন সাইজের কেমন টাইপের ছবি দিতে হবে তার একটি উদাহরণ উপস্থাপন করলাম আপনাদের জন্যঃ

১ঃ সদ্য তোলা ছবি হতে হবে
২ঃ ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে
৩ঃ ছবির ন্যাচেরাল অথবা কোন ধরনের এডিট করা যাবে না,
৪ঃ ছবির সাইজ ৩৫ × ৪৫ হতে হবে
৫ঃ কোনরকম বর্ডার থাকা যাবেনা
৬ঃ পুরো ছবিতে অন্তত ৮০% মুখমন্ডল থাকতে হবে,
৭ঃ ছবিটি অবশ্যই ল্যাবে প্রিন্ট করতে হবে এবং উন্নত মানের কাগজ (ম্যাট পেপার) ব্যবহার করতে হবে
৮ঃ ছবি তোলার সময় পোশাক পরিধানের ব্যাপারে সচেতন থাকুন কোট টাই লাগানো থেকে বিরত থাকুন যেহেতু আপনি কোন ডাক্তার ইঞ্জিনিয়ার পোষ্টের জবের জন্য আবেদন করেননি। আমার মতে ফরমাল শার্ট পরে ছবি তোলা উত্তম।
৯ঃ ছবি তোলার সময় চশমা, টুপি, মাফলার, পড়া থেকে বিরত থাকুন।
১০ঃ সোজা হয়ে বসে ছবি তুলুন যাতে আপনার পুরো মুখমণ্ডলটি স্পষ্টভাবে বুঝা যায়।

04/12/2022

২০২৩ সাল পরে রোমানিয়ান ভিসা পাওয়াটা বাংলাদেশীদের জন্য অনেকটা দুরুহ ব্যাপার হয়ে দাঁড়াবে। কি কারণে দুরূহ হবে তা সবাই জানে বিশেষ করে যারা ইউরোপ যেতে চায়। আগামি ২০২৩ সালেও ১লাখ বিদেশী শ্রমিক আনার ঘোষণায় স্থীর রয়েছেন রোমানিয়ান লেভার মিনিস্ট্রি এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। অতএব যারা ২০১৯/২০২০/২০২১/২০২২ ইউরোপের সপ্ন লালন করেও বাস্তবে রুপ দিতে পারেন নাই তারা আগে থেকে প্রস্তুতি নিন।
রোমানিয়া হয়ে সেন্ট্রাল ইউরোপ ডুকবেন এই নিয়ত থাকলেও আসার ট্রাই করেন সমস্যা নেই, কিন্তু সুযোগ হাতছাড়া করা যাবে না। বিগত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে বলছি রোমানিয়া কেউ থাকার, সেটেল হবার জন্য আসেনি, সবার সেন্ট্রাল ইউরোপই মেইন গন্তব্য।। সো এটা একটা সুযোগ আপনি সেটা কাজে লাগান। আপনি আমি কেউ জানি না সামনে কি ঘটবে বাট কিছুটা অনুমান করতে পারবেন। সময়ের কাজ সময়ে কাজে লাগান। কোঠা নিয়ে মাথাব্যথা নাই, ফাইল রেডি করেন, ভাল লোক খোজেন, কাজ দেন তাদের। এইবার যেন সবাই সফল হোন।

সবার জন্য শুভ কামনা।
Chowdhury Air Travels

 #ক্রোয়েশিয়া কখন সেনজেনের সকল সুবিধায় আসবে তা ৮ তারিখ ই বুজতে পারবেন সবাই, যদিও কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই ক্রোয়েশিয়ার ব...
04/12/2022

#ক্রোয়েশিয়া কখন সেনজেনের সকল সুবিধায় আসবে তা ৮ তারিখ ই বুজতে পারবেন সবাই, যদিও কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই ক্রোয়েশিয়ার বিরুদ্ধে।

#রোমানিয়া এবং #বুল্গেরিয়া সেঞ্জেন এ আসতে বাধা হয়ে আছে #নেদারল্যান্ড এবং #অস্ট্রিয়া 🔴

তবে যদি নেদারল্যান্ড এবং অস্ট্রিয়া পজিটিভ থাকে তাহলে রোমানিয়া এবং বুল্গেরিয়া ও সেঞ্জেন এর আওতায় আসবে।

আমার পারসোনাল অপিনিয়নঃ- রোমানিয়া যেহেতু ২০২৩ সালে ও বাংলাদেশ থেকে লোক নিবে, সেই হিসেবে ২৩ এ না হয়ে ২৪ হলে ই আমার বাংলাদেশি ভাইদের জন্য ভাল হবে✅

সবার জন্য শুভ কামনা😍

 #বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন???? যারা জব করছেন ভাল, যারা বিদেশ যাবেন, এই আশায় অলস সময় না কাটিয়ে কাজ শিখুন।হাউজকিপিং ...
01/12/2022

#বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন????
যারা জব করছেন ভাল, যারা বিদেশ যাবেন, এই আশায় অলস সময় না কাটিয়ে কাজ শিখুন।

হাউজকিপিং ও ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস কোর্সে বিনামূল্যে প্রশিক্ষন এর সুযোগ।

ফ্রি রেজিস্ট্রেশন করুন। https://forms.gle/FbYbVvjzJfay38j5A লিংকে।

কোর্স শেষে থাকছে সার্টিফিকেট এবং স্বনামধন্য সব হোটেল ও রেস্টুরেন্ট-এ শিক্ষানবিশ ও সরাসরি চাকরি পাওয়ার সুযোগ।
ব্র্যাক ইনস্টিটিউট স্কিল ডেভেলপমেন্ট এই সুযোগ কাজ লাগান, নিচের কাজ গুলার ভাল চাহিদা বিদেশ এর মাটিতে 🛅

বিঃ দ্রঃ- উনাদের বিজ্ঞপ্তিতে নাম্বার দেওয়া আছে, অযথা আমাদের কল / মেসেজ দেওয়া থেকে বিরত থাকুন 🙏

আলহামদুলিল্লাহ, আমাদের মাধ্যমে আমাদের বন্ধু দুলাল গত মাসে রোমানিয়া হয়ে ফ্রান্স গিয়েছে।  এই মুহুর্তে দুলাল ফ্রান্সের রাজধ...
29/11/2022

আলহামদুলিল্লাহ, আমাদের মাধ্যমে আমাদের বন্ধু দুলাল গত মাসে রোমানিয়া হয়ে ফ্রান্স গিয়েছে। এই মুহুর্তে দুলাল ফ্রান্সের রাজধানী প্যারিস অবস্থান করছে।







১ জানুয়ারি ২০২৩ থেকে 🇭🇷 ক্রোয়েশিয়া ইউরোজোন এবং শেনজেনভুক্ত হচ্ছে। (ঘোষণা হয়ে গেছে)তাই যারা এখন ক্রোয়েশিয়া যেতে পারব...
11/11/2022

১ জানুয়ারি ২০২৩ থেকে 🇭🇷 ক্রোয়েশিয়া ইউরোজোন এবং শেনজেনভুক্ত হচ্ছে। (ঘোষণা হয়ে গেছে)

তাই যারা এখন ক্রোয়েশিয়া যেতে পারবেন তারা সবাই, ২০২৩ এ শেনজেন এর বাকি ২৬ টা দেশে এন্ট্রি করতে পারবেন।

ক্রোয়েশিয়াতে জরুরী ভিত্তিতে কিছু স্কিলড / আন-স্কিলড ওয়ার্কার এর ফাইল নিচ্ছি

🇭🇷 মার্কেট ও রেস্টুরেন্টে ক্লিনার - ৪০ জন (ইংরেজি জানতে হবে)

🇭🇷 ফ্যাক্টরী ওয়ার্কার -২০ জন (ইংরেজি জানতে হবে)

🇭🇷 কনস্ট্রাকশন স্কিলড - ৫০ জন (ব্রিক/প্লাস্টার মেশন, কর্পেন্টার, টাইলস ফিটার)
💰 বেতন ৬০০-৮৫০ ইউরো (বেসিক)
⏰ ডিউটি টাইম ০৮ ঘন্টা + ওভারটাইম
💼. খাওয়া নিজের, থাকা, মেডিকেল ও ইন্সুরেন্স ফ্রী

যাদের PCC রেডি আছে, দেরি না করে দ্রুত অফিসে ফাইল জমা দিন

১ বছর কাজ করবেন এই মর্মে গ্যারান্টি দিতে হবে।

দিল্লি এম্বেসী থেকে PCC Attestation করে তারপর ফাইল ক্রোয়েশিয়ার ইমিগ্রেশন hzz এ অনলাইন করা হবে।

hzz সাবমিশন স্লিপ পাবেন ১৫ দিনে, পারমিট পাবেন আরো ৩০-৪৫ দিনে।

ফ্যামিলি প্রবলেম, পেমেন্ট রেডি নাই তারা দয়া করে যোগাযোগ করবেন না।

🔵 প্যাকেজের মধ্যে থাকবে - এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট পেপার, একোমোডেশন লেটার, ওয়ার্ক পারমিট, এম্বেসী এপয়েন্টমেন্ট, ভিসা ফি, ইন্স্যুরেন্স, BMET ম্যানপাওয়ার কার্ড, এয়ার টিকেট।

🔴 প্যাকেজের বাইরে থাকবে - প্যাসেঞ্জার দিল্লি যাওয়া-আসা, দিল্লিতে থাকা-খাওয়া খরচ

🔶 ডকুমেন্টস লাগবে - পাসপোর্ট, ছবি (সাদা ব্যকগ্রাউন্ড, ল্যাব প্রিন্ট ৩৫×৪৫ সাইজ), পুলিশ ক্লিয়ারেন্স, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট (যদি থাকে), ৩০০ টাকার স্ট্যাম্পে এগ্রিমেন্ট।

✔️ প্রকৃত আগ্রহী যোগাযোগ করুন

Amalfi Coast , Italy ,  Just wowThanks Friend (.....)
10/11/2022

Amalfi Coast , Italy , Just wow
Thanks Friend (.....)

🔘 দ্রুততম সময়ে সবচেয়ে কম খরচে সকল রুটের এয়ার টিকেটের রি-ইস্যু/ তারিখ পরিবর্তন/ ডেট চেঞ্জ করা হয়। টিকিটের তারিখ পরিবর...
10/11/2022

🔘 দ্রুততম সময়ে সবচেয়ে কম খরচে সকল রুটের এয়ার টিকেটের রি-ইস্যু/ তারিখ পরিবর্তন/ ডেট চেঞ্জ করা হয়। টিকিটের তারিখ পরিবর্তন করে দেওয়ার পর অনলাইনে টিকিট চেক করে পেমেন্ট করার সুযোগ থাকছে।

যে সকল এয়ারলাইন্সের টিকিটের তারিখ পরিবর্তন করা হয়:

✈️ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (𝐁𝐆)
✈️ সৌদিয়া এয়ারলাইন্স (𝐒𝐕)
✈️ এমিরেটস এয়ারলাইন্স (𝐄𝐊)
✈️ ইউএস-বাংলা এয়ারলাইন্স (𝐁𝐒)
✈️ কাতার এয়ারওয়েজ (𝐐𝐑)
✈️ এয়ার এরাবিয়া (𝐆𝟗)
✈️ গালফ এয়ার(𝐆𝐅)
✈️ মালয়েশিয়া এয়ারলাইন্স (𝐌𝐇)
✈️ ইতিহাদ এয়ারওয়েজ (𝐄𝐘)
✈️ সিঙ্গাপুর এয়ারলাইন্স (𝐒𝐐)
✈️ জাজিরা এয়ারলাইন্স (𝐉𝟗)
✈️ সালাম এয়ার (𝐎𝐕)
✈️ ওমান এয়ার (𝐖𝐘)
✈️ টার্কিশ এয়ারলাইন্স (𝐓𝐊)
✈️ কুয়েত এয়ারওয়েজে (𝐊𝐔)
✈️ শ্রীলঙ্কা এয়ারলাইন্স (𝐔𝐋)
✈️ ফ্লাই দুবাই (𝐅𝐙)

⏹️ডকুমেন্টস পাঠানোর নিয়মঃ
✅ টিকেট কপি
✅ পাসপোর্ট কপি
✅ ভিসা কপি

▶️পেমেন্ট মেথডঃ
☑️ সরাসরি অফিস
☑️অনলাইন ব্যাংক
☑️মোবাইল ব্যাংকিংঃবিকাশ,নগদ,রকেট

✅ এছাড়াও এয়ারলাইন্স কর্তৃক নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের নতুন এয়ার টিকেট, টিকেট রি-ইস্যু /তারিখ পরিবর্তন, ট্রাভেল হেলথ ইন্সুরেন্স

✅ সৌদি আমেল মঞ্জিল ভিসা প্রসেসিং, দুবাই ভিজিট ভিসা এর জন্যে সরাসরি যোগাযোগ করুন

✈️ আপনার আস্থা এবং বিশ্বস্ততা অর্জন করাই আমাদের ব্যবসার মূল লক্ষ্য ✈️

অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় ভাই।সুদুর সিঙ্গাপুর থেকে আমাদের বিশ্বাস করে সিঙ্গাপুর - ঢাকা  ঢাকা - সিঙ্গাপুর রুটের আগাম...
10/11/2022

অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় ভাই।
সুদুর সিঙ্গাপুর থেকে আমাদের বিশ্বাস করে সিঙ্গাপুর - ঢাকা ঢাকা - সিঙ্গাপুর রুটের আগাম রিটার্ন টিকিট ক্রয় করার জন্য। Chowdhury Air Travels আপনাদের বিশ্বাসের যথাযথ মর্যাদা রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হোক।

10/11/2022

✈️ যাদের পাসপোর্ট নেই তারা ৫ বা ১০ বছর মেয়াদি পাসপোর্ট করে ফেলুন।

✈️পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করে রাখুন।

✈️২-৩ ধরনের CV তৈরি করে রাখুন।

✈️ একটা ইনকাম সোর্স তৈরি করুন বা এমন একটা দক্ষতা অর্জন করুন যা দিয়ে ইনকাম করা যায়।

✈️ফেমিলি সাফোট ভাল থাকলে দেশ ট্রাভেল এর চেস্টা করুন।

✈️ইংরেজিতে দক্ষ হয়ে উঠুন।

✈️গাড়ী ড্রাইভিং শিখে রাখুন।

✈️কম্পিউটারের বেসিক প্রোগ্রামগুলো শিখে রাখুন।

✈️রান্না বা নিজের খাবার নিজে তৈরী করা শিখুন।

✈️বিনোদনের পিছনে সময় নষ্ট না করে পেশাদার যেকোনো কাজ শিখে রাখুন।

✈️ইন্টারনেট ব্রাউজিংয়ের আসক্তি থেকে বেরিয়ে আসুন।

✈️ভাগ্যে থাকলে বিদেশ যাবেন, তাই বলে কাজ বন্ধ না করে কাজ শিখুন অথবা চাকুরি করুন, ডিপ্রেশন আসবে না, বিদেশ গিয়ে কাজ করতে হতাশ হবেন না।

✅➡️একটা সময় যখন নিজের আইডেন্টিটি ক্রাইসিসে ভূগবেন তখন এসবকিছুর গুরুত্ব অনুধাবন করতে পারবেন।

সবশেষ সবার জন্য দোয়া রইল, & দোয়া করবেন।

08/11/2022

ইন্ডিয়ান টুরিস্ট ভিসার আবেদন ফর্মটি যেভাবে সাজাবেন...
ভিসা আবেদন ফর্ম।
জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন কার্ডের কপি।
বিদ্যুৎ বিল/গ্যাস বিল/পানির বিল/ টেলিফোন বিলের ফটোকপি।
ব্যাংক স্টেটমেন্ট/ ডলার এন্ড্রোসমেন্ট সার্টিফিকেট এর ফটোকপি।...
ট্রেড লাইসেন্সের ফটোকপি ( পেশা ব্যবসায়ী হলে )
জমির খতিয়ান এর ফটোকপি ( পেশা কৃষি হলে )
সংশ্লিষ্ট প্রতিষ্টানের অনাপত্তি পত্র/ NOC ( পেশা চাকরিজীবি হলে)
স্কুল আইডি কার্ড / বেতন জমার রশিদ ( পেশা STUDENT হলে )
পাসপোর্ট এর প্রথম ২ পাতার ফটোকপি।
সর্বশেষ ভারতীয় ভিসা কপি ( যদি থাকে )
সকল পুরাতন পাসপোর্ট সাথে নিয়ে যেতে হবে।
পুরাতন পাসপোর্ট হারিয়ে গেলে...
জিডি কপি,
লস্ট সার্কুলেশন কপি,
এফিডেভিট কপি করে নিয়ে যেতে হবে।

Noted With Thanks
আপনার মূল পাসপোর্ট, ভিসার আবেদন দাখিল করার তারিখের আগে থেকে সর্বনিন্ম ৬ মাস মেয়াদী হতে হবে।
পাসপোর্টে অন্তত: দু’টি সাদা পাতা থাকতে হবে। পাসপোর্টের অনুলিপি (দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠা এবং বৈধতার মেয়াদ বাড়ানোর এসডোর্সমেন্ট, (যদি থাকে) সংযুক্ত করতে হবে।
রঙ্গিন পোশাকে সাদা ব্যাকগ্রাউন্ডে ২X২ সাইজের ছবি তুলবেন, ছবি ল্যাব প্রিন্টেড হলে ভালো হয়।
ছবি তোলার সময় সাদা পোশাক, সাদা ‍টুপি এবং চোখে চশমা পরা যাবে না।
ব্যাংক স্ট্যাট্মেন্ট গত ৬ মাস থেকে আবেদনের আগের দিন পর্যন্ত নিবেন।
ব্যাংকে এন্ডিং ব্যালেন্স মিনিমাম ২০ হাজার থাকতে হবে।
আর যদি ডলার এন্ড্রোসমেন্ট করেন তাহলে মিনিমাম ১৫০ ডলার এন্ড্রোস করতে হবে। তবে বেশি করা ভালো।
ফর্ম ফিলাপ করে টাকা জমা দেওয়ার আগে অবশই পেপারস গুলো পাসপোর্ট এর তথ্যের সাথে মিল রেখে
আপনি নিজে ভাল করে চেক করে নিবেন, যেন কোথাও কোন ভুল না থাকে।

আপনার আবেদনপত্র অবশ্যই ৭ দিনের মধ্যে জমা দিতে হবে।
অন্যথায় আপনার আবেদন পত্রটি ৭ দিন পর আইভেক এর সার্ভার থেকে স্বয়ংক্রিয় ভাবে মুছে যাবে,
তারপর প্রিন্ট করে ফী ৮৪০ টাকা জমা দিয়ে ভিসা সেন্টারে চলে যান। টাকা জমা দেওয়া হয়ে গেলে মোবাইলে একটি কনফ্রামেশন ম্যাসেজ পাবেন।
আপনি আপনার যে কোন বিকাশ, মোবাইল ব্যাংকিং একাউন্ট এবং কিছু ব্যাংকের ডেবিট, ক্রেডিট, ভিসা, মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন।
সকাল সকাল ভিসা সেন্টারে চলে যাবেন কারন কোন ডকুমেন্টস মিসিং থাকলে সময় থাকতেই কালেক্ট করে জমা দিতে পারবেন।

ফ্যামিলি ভিসার ক্ষেত্রে (বাবা/মা, ভাই/বোন অবিবাহিত, স্বামী/স্ত্রী, ছেলে/মেয়ে যারা যারা ভিসা আবেদন করবেন
বায়োমেট্রিক ডাটা কেপচার এর জন্য ১২ বছরের উপরে সবাইকে ভিসা সেন্টারে আসতে হবে।
সিনিয়র সিটিজেন (৭০ উর্দ্ধ) আবেদনকারীদের পাসপোর্ট পরিবারের যে কেউ জমা দিতে পারবেন।
পাসপোর্ট কালেক্ট করার সময় পরিবারের যেকোনো একজন সবার পাসপোর্ট কালেক্ট করতে পারবেন।
আবেদন পত্র জমা দেয়ার সময় সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।

যদিও বেলা বাড়ার সাথে সাথে ঢাকা যমুনা ফিউচার পার্কের ভিসা সেন্টারে ভিড় কমতে থাকে।
আবেদন জমা দেওয়ার পর একটা রিসিট দিবে সেখানে আপনার পাসপোর্ট কালেকশনের ডেট লেখা থাকবে,
পাসপোর্ট কালেক্ট করতে পারবেন দুপুর ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।

নরমালি কিছুদিন আগেও ৫-৭ কর্ম দিবসের মধ্যেই পাসপোর্ট কালেক্ট করা যেতো।
তবে বর্তমানে এম্বাসিতে আবেদন পত্র বেশি বেশি জমা হওয়াতে এখন ১০-২০ দিন বা তার বেশিও সময় লাগছে...

শুক্রবার ও শনিবার ভিসা সেন্টার বন্ধ থাকে,
ভিসা সেন্টারে পাসপোর্ট জমা দেয়ার পর আপনার ভিসা হয়েছে কিনা সেটা পাসপোর্ট না পাওয়া পর্যন্ত বুঝা যাবে না।
তবে আপনার পাসপোর্ট ডেলিভারির জন্য রেডি আছে কিনা বা কোন পর্যায়ে আছে সেটির ট্র্যাকিং দেখতে পারবেন নিচে👇দেয়া লিংকে ব্রাউজ করে https://passtrack.net/regular_visa_application.php
লিগালি ১০ হাজার টাকা নিয়ে যেতে এবং আনতে পারবেন।

পরিশেষে একটি অনুরোধ রইলো
আপনার পাসপোর্ট একান্তই আপনার নাহ এটি একটি দেশ ও জাতির সন্মান বহন করে।
আপনি যখন বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যান, তখন আপনার মাধ্যমেই বাংলাদেশকে চিনে অন্য দেশের মানুষজন।

নিজেকে, নিজের দেশকে সুন্দর ভাবে উপস্থাপন করুন। তাতে আপনার মর্যাদা বাড়বে, দেশের মর্যাদা বাড়বে।
ধন্যবাদ

24/10/2022

ঘরে বসেই চেক করুন ৬৮ দেশের ভিসা
নিচের ওয়েব সাইটে ঢুকে চেক করে নিতে পারেন সংশ্লিষ্ট দেশগুলোর ভিসা। এতে আপনি সহজে জেনে নিতে পারবেন আপনার পাসপোর্টে লাগানো ভিসাটি আসলে কিই অরিজিনাল নাকি ফেক------------
01. Tanzania www.tanzania.go.tz
02. Qatar http://www.moi.gov.qa/site/english
03. Kuwait www.moi.gov.kw
04. Pakistan http://www.moitt.gov.pk/
05. Saudi Arabia http://www.moi.gov.sa/
06. Dubai www.moi.gov.ae
07. Miser http://www.moiegypt.gov.eg/english/
08. Bangladesh www.moi.gov.bd
09. Sipras http://moi.gov.cy/
10. Nepal http://www.moic.gov.np/
11. Albania http://www.moi.gov.al/
12. Jambia http://www.moi.gov.gm/
13. Jordan http://www.moi.gov.jo/
14. India http://labour.nic.in/
15. Kenya www.labour.go.ke/
16. Italy https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
17. Singapore www.mom.gov.sg/
18. Greece http://www.mddsz.gov.si/en
19. Sri lanka http://www.labourdept.gov.lk/
20. South Africa www.labour.gov.za/
21. Iran http://www.irimlsa.ir/en
22. Ghana http://www.ghana.gov.gh/
23. England www.mfa.go.th
24. Bahrain www.mol.gov.bh
25. Bhutan www.molhr.gov.bt/
26. Colombia www.labour.gov.bc.ca/esb/
www.gov.bc.ca/citz
27. Canada www.labour.gov.on.ca/english/
28. Barbados www.labour.gov.bb/
29. Koria www.moel.go.kr/english
30. Japan www.mhlw.go.jp/english/
31. Sipras http://www.mfa.gov.cy/
32. Vietnam http://english.molisa.gov.vn/
33. New Zealand www.dol.govt.nz/
34. Namibia www.mol.gov.na/
35. Maldives www.mhrys.gov.mv/
36. Myanmar www.mol.gov.mm/
37. Lebanon http://www.labor.gov.lb/
38. Poland www.mpips.gov.pl/en
39. England www.ukba.homeoffice.gov.uk
40. Bulgaria http://www.mlsp.government.bg/en
41. America www.dvlottery.state.gov/ESC http://
www.dol.gov/
42. Spain www.mtin.es/en
43. Ucraine http://www.mlsp.gov.ua/
44. Uganda http://www.mglsd.go.ug/
45. Philistine www.mol.gov.ps/
46. Brunai http://www.labour.gov.bn/
47. Yemen http://www.dol.gov/
48. Netherland http://english.szw.nl/
49. Jambia www.mlss.gov.zm
50. Australia http://www.workplace.gov.au/
51. Zimbabwe http://www.dol.gov/
52. Philippines www.dole.gov.ph/
53. Malaysia www.mohr.gov.my
54. Russia http://www.labour.gov.on.ca/
55. Indian Visa online http://www.indianvisaon
line.gov.in/visa/
http://indianvisaonline.gov.in/visa/
indianVisaReg.jsp
56. Dubai http://www.mol.gov.ae/arabic/
newindex.aspx
http://www.mol.gov.ae/english/newindex.aspx
57. Canada http://www.cic.gc.ca/english/
index.asp
58. America https://www.vfs.org.in/UKG-PassportTracking/
59. Oman http://www.rop.gov.om/
60. Abudabi http://www.mol.gov/
61. Bahrain http://www.markosweb.com/www/
mol.gov.sa/
62. Saudi Arabia http://www.saudiembassy.net/
63. Canada, http://www.huembwas.org/
64. Oman http://www.rop.gov.om/english/
onlineservices-visastatus.asp
65. U.A.E http://united-arab-emirates.visahq.com
/
66. Singapore http://singapore.embass
yhomepage.com/

দেশে পৌঁছেছেঃ-বাংলাদেশী নতুন এয়ারলাইন্স এয়ার এ্যাস্ট্রা'র প্রথম উড়োজাহাজ এ টি আর ৭২-৬০০ (S2-STB) বুলগেরিয়ার সোফিয়া থেকে ...
09/10/2022

দেশে পৌঁছেছেঃ-
বাংলাদেশী নতুন এয়ারলাইন্স এয়ার এ্যাস্ট্রা'র প্রথম উড়োজাহাজ এ টি আর ৭২-৬০০ (S2-STB) বুলগেরিয়ার সোফিয়া থেকে বুধবার রওনা হয়ে মিশরের কায়রো, ওমানের মাসকাট ও ভারতের আহমেদাবাদ হয়ে শুক্রবার বিকাল ৪ টায় ঢাকা এসেছে উড়োজাহাজটি।


বিশ্বের যে-কোনো দেশের এয়ার টিকেটের জন্য যোগাযোগ করুন।
08/10/2022

বিশ্বের যে-কোনো দেশের এয়ার টিকেটের জন্য যোগাযোগ করুন।

যাত্রীদের অভিযোগ, পরামর্শ শুনতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘গণশুনানীর আয়োজন করা হয়েছে।৮  আগষ্ট ,  সকাল ১১টায় ...
04/08/2022

যাত্রীদের অভিযোগ, পরামর্শ শুনতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘গণশুনানীর আয়োজন করা হয়েছে।

৮ আগষ্ট , সকাল ১১টায় গণশুনানী অনুষ্ঠিত হবে বিমান বহির্গমন কনকোর্স হলের রো-সি এর পার্শ্বে। বিমানবন্দরের ২য় তলায় বহির্গমন টার্মিনালের ৬ নম্বর গেট ব্যবহার করে ভেতরে প্রবেশ করতে হবে।

আপনার বিমানবন্দর, এয়ারলাইন সম্পর্কিত কোন অভিযোগ থাকে, গণশুনানীতে অংশ নিয়ে জানাতে পারেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান গণশুনানিতে উপস্থিত থেকে যাত্রীদের অভিযোগ শুনবেন।

মালয়েশিয়া যাওয়ার যে-সব সেন্টারে মেডিকেল করতে হবে। মেডিকেল সেন্টার তালিকা।  #মালেয়শিয়ামেডিকেললিস্ট  #মালেয়শিয়াহেলথসেন্টার...
26/07/2022

মালয়েশিয়া যাওয়ার যে-সব সেন্টারে মেডিকেল করতে হবে। মেডিকেল সেন্টার তালিকা।

#মালেয়শিয়ামেডিকেললিস্ট #মালেয়শিয়াহেলথসেন্টার #মালেয়শিয়াকলিংভিসা #মালেয়শিয়াকলিংমেডিকেলসেন্টারলিস্ট

এখন পর্যন্ত যে সকল রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়া কর্মী পাঠানোর অনুমতি পেয়েছে তাদের তালিকা। #মালেয়শিয়ারিক্রুটিংএজেন্সিতালিক...
26/07/2022

এখন পর্যন্ত যে সকল রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়া কর্মী পাঠানোর অনুমতি পেয়েছে তাদের তালিকা।

#মালেয়শিয়ারিক্রুটিংএজেন্সিতালিকা #মালেয়শিয়াযারাকর্মীপাঠাবে #মালেয়শিয়ানিয়োগ২০২২ #যারামালেয়শিয়াশ্রমিকপাঠাতেপারবে #মালেয়শিয়াভিসা #মালেয়শিয়াকলিং

01/06/2022

মনে হচ্ছে প্রবাসীদের কলিজায় লাত্তি মারছে😡

দেখুন এয়ারপোর্টে মানুষ রুপি জানোয়ার গুলো কিভাবে প্রবাসীদের কোটি টাকা নষ্ট করছে😢

01/06/2022

আমাদের এয়ারপোর্টে কবে দেখবো এমন দৃষ্টান্ত 🤔

ভালোবাসি তাদের যারা প্রবাসীদের কষ্ট বুঝে।

22/02/2022

দুবাইগামী যাত্রীদের ফ্লাইট ছাড়ার ছয় ঘন্টা আগে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে হাজির হওয়ার বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে।
সুত্র ইমিগ্রেশন ২২-০২-২০২২

Address

Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801688890162

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chowdhury Air Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chowdhury Air Travels:

Videos

Share

Category