Easy visa Tour and travels

Easy visa Tour and travels Travels is life, Travels is Passion

যে সকল বাংলাদেশি ভাইরা পোল্যান্ড,  ক্রোয়েশিয়া রোমানিয়া, মালটা, বুলগেরিয়া চেক রিপাবলিক হাংগেরী, সলোভেকিয়া, সলোভেনিয়া এরন্...
06/11/2020

যে সকল বাংলাদেশি ভাইরা পোল্যান্ড, ক্রোয়েশিয়া
রোমানিয়া,
মালটা,
বুলগেরিয়া
চেক রিপাবলিক
হাংগেরী,
সলোভেকিয়া,
সলোভেনিয়া এর
ন্যাশনাল ডি এমপ্লয়মেন্ট ভিসার
জন্য ভারতের নতুন দিল্লিতে অবস্থিত
ঐ সকল ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশের এম্বাসিতে
আবেদন পত্র দাখিল এবং ইনটারভিউ দিতে
চান তাদের জন্য ভারতীয় হাই কমিশন
ডাবল এন্ট্রি ভিসা চালু
করেছে। আপনার
ভিসার আবেদন পত্র
আমরা নির্ভুল ভাবে প্রসেসিং
করে দিব যাতে করে ইনশাআল্লাহ, আপনার ভিসা প্রাপ্তি শত ভাগ নিশ্চিত হবে ।
+8801911868844
[email protected]

All tourist must carry return ticket hotel voucher with confirmation (in case if they are staying with relatives, passan...
14/10/2020

All tourist must carry return ticket hotel voucher with confirmation (in case if they are staying with relatives, passanger to declare the adress proof) and must hold enough funds, and afcourse insurance is must. This will be followed by both dubai and sharjah airport strictly.

04/10/2020

🙋‍♂️✈️আবারও বাংলাদেশিদের জন্য দুবাই/আমিরাতের ভিজিট ভিসা খুলেছে। এটা নিঃসন্দেহে বাংলাদেশি ভ্রমণ পিপাসু এবং ব্যবসায়ীদের জন্য অত্যন্ত আনন্দের খবর 🙋‍♂️

🔲 পুরুষ, মহিলা, ফ্যামেলী সবার জন্য প্রযোজ্য।

✅ যারা দুবাই/আমিরাত ভিজিট করতে চান, অনুগ্রহ করে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন।

✅ ১ মাসের ভিজিট ভিসা ইনস্যুরেন্স সহ
✅ ৩ মাস ভিজিট ভিসা ইনস্যুরেন্স সহ

মূল্য এবং ডিপোজিট শর্তসাপেক্ষে

✡️✡️ মূল্য এবং ডিপোজিট শর্তসাপেক্ষে।

✳️যা যা প্রয়োজনঃ

⭕️পাসপোর্ট কপি
⭕️ ছবি-১ কপি

🟣 ফ্যামেলী প্যাকেজ করে দেয়া যাবে 🟣

⏰ সময়ঃ ২-৭ দিন

🟥 বিঃদ্রঃ ভিজিট ভিসা থেকে ইনভেস্টর/পার্টনার ভিসা করা যায়।

যোগাযোগ ঃ ইনবক্সে

ব্যাংকক, 1 অক্টোবর, 2020 -  থাইল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রক কার্যকরভাবে COVID-19 নিয়ন্ত্রণ ও প্রতিরোধ ব্যবস্থা বজায় রে...
01/10/2020

ব্যাংকক, 1 অক্টোবর, 2020 -
থাইল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রক কার্যকরভাবে COVID-19 নিয়ন্ত্রণ ও প্রতিরোধ ব্যবস্থা বজায় রেখে দেশের পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনার অংশ হিসাবে দীর্ঘকালীন দর্শনার্থীদের জন্য বিশেষভাবে পর্যটন ভিসা প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করেছে।

এই বিশেষ ট্যুরিস্ট ভিসা প্রকল্পটি আজ থেকে (30 সেপ্টেম্বর, 2020) কার্যকর হয় এবং এক বছরের জন্য পাওয়া যাবে, 30 সেপ্টেম্বর, 2021 অবধি।

জনস্বাস্থ্য মন্ত্রকের পরামর্শ অনুসারে, এই নীতিটি কম সিভিড -19 সংক্রমণের হারের দেশগুলির দীর্ঘকালীন দর্শকদের দেওয়া হবে।

এই দর্শনার্থীদের থাইল্যান্ডের COVID-19 নিয়ন্ত্রণ ব্যবস্থা মেনে চলতে হবে এবং বিকল্প স্থানীয় রাজ্যে বা হাসপাতালের কোয়ারান্টিনে সর্বনিম্ন 14 দিনের জন্য পৃথকীকরণের ব্যবস্থা করতে হবে।

থাইল্যান্ডে তাদের দীর্ঘমেয়াদী আবাসনের প্রমাণ থাকতে হবে; যেমন বিকল্প স্থানীয় রাজ্য বা হাসপাতালের পৃথকীকরণের জন্য অর্থ প্রদান এবং নিম্নলিখিতগুলির মধ্যে একটি: দীর্ঘস্থায়ী উদ্দেশ্যে হোটেল সংরক্ষণ, কোনও কনডমিনিয়ামের মালিকানার প্রমাণ, বা বাড়ি বা কনডমিনিয়াম ভাড়া চুক্তি।

এছাড়াও, তাদের অবশ্যই স্বাস্থ্য ও দুর্ঘটনা বীমা কভারেজ থাকতে হবে যা বহিরাগত রোগীদের চিকিত্সার জন্য ন্যূনতম ৪০,০০০ বাহিত কভারেজ এবং ইনপেসেন্টস হাসপাতাল এবং চিকিত্সক পরিষেবার জন্য ন্যূনতম ৪০,০০০ বাতের কভারেজ সহ cover

জনস্বাস্থ্য মন্ত্রনালয় এবং সংশ্লিষ্ট সরকারী সংস্থাগুলির ব্যবস্থা অনুসারে যোগ্য হিসাবে দীর্ঘস্থায়ী দর্শনার্থীরা বিশ্বব্যাপী থাই দূতাবাস এবং কনস্যুলেট থেকে এই বিশেষ পর্যটক ভিসার জন্য আবেদন করতে পারবেন।

এটি থাইল্যান্ডে একক-প্রবেশ ভিসা, 90 দিনের জন্য বৈধ এবং দু'বার বাড়ানো যেতে পারে, প্রতিটি আরও 90 দিনের জন্য।

ভিসার জন্য 90 দিনের-পিরিয়ডের জন্য 2 হাজার বাহট খরচ হয়।

বিশেষ ট্যুরিস্ট ভিসার অন্যান্য ধরণের ভিসায় পরিবর্তন করা যাবে না এবং ইমিগ্রেশন ব্যুরো কর্তৃক বিধি-বিধান অনুসারে অনুমতি এবং বর্ধনের বিষয়টি বিবেচনা করা হবে।
Collected

রিয়াদ, জেদ্দা, দাম্মাম রুটে নতুন ফ্লাইট। টিকিট সংগ্রহ করা যাবে বিমানের যে কোন কাউন্টার থেকে।  টিকেট ,পাসপোর্ট,   সৌদি আর...
27/09/2020

রিয়াদ, জেদ্দা, দাম্মাম রুটে নতুন ফ্লাইট। টিকিট সংগ্রহ করা যাবে বিমানের যে কোন কাউন্টার থেকে।

টিকেট ,পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত এ্যাপস/ লিংক থেকে অনুমোদন ইত্যাদি সহ যোগাযোগ করুন। বুকিং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে হবে। পর্যায় ক্রমে অন্য যাত্রীদেরও বুকিং এর জন্য অবহিত করা হবে। তাই অন্য যাত্রীদের এখনই অযথা কাউন্টারে ভীড় না করতে অনুরোধ করা যাচ্ছে।

23/09/2020

আলহামদুলিল্লাহ ।
নভেম্বর ০১ তারিখ থেকে উমরাহ শুরু করার ঘোষনা দিয়েছেন সৌদিসরকার ।

23/09/2020

#ওমরাহ নিউজঃ

*** ০৪ ই অক্টোবর থেকে সৌদি আরবের প্রতিদিন ৬,০০০ অভ্যন্তরীন নাগরিকরা ওমরাহ পালন করতে পারবেন।

*** ১৮ অক্টোবর থেকে ২য় ধাপে ১৫,০০০ ওমরাহ হাজী ওমরাহ পালন করতে পারবেন।

*** ০১লা নভেম্বর থেকে সারাবিশ্বের ওমরাহ হাজীগন সৌদি আরবে প্রবেশ করে ওমরাহ পালনের সুযোগ পাবেন।

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার দিবাগত রাত)  রাত ১২টা ৩০ মিনিটে ঢাকা ছেড়ে যাবে সৌদি আরবের উ...
22/09/2020

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার দিবাগত রাত) রাত ১২টা ৩০ মিনিটে ঢাকা ছেড়ে যাবে সৌদি আরবের উদ্দেশ্যে। বোডিং শেষে। এখন ইমিগ্রেশনের পালা।
ছবি: Masud Rana Raton

১লা অক্টোবর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সকে সৌদি আরবে নিয়মিত যাত্রিবাহী ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে সৌদি আরব। সৌদি আরবে ফ্লাইট...
21/09/2020

১লা অক্টোবর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সকে সৌদি আরবে নিয়মিত যাত্রিবাহী ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে সৌদি আরব। সৌদি আরবে ফ্লাইট চালুর অনুমতি পেলেও বিমান প্রাথমিকভাবে নতুন কোন টিকেট বিক্রি করবে না। আগে যাদের সৌদি আরবে যাওয়ার টিকেট ইস্যু করা ছিল তাদের টিকেট রি-ইস্যু করা হবে। খবর টিবিএসনিউজ।

বিমানকে ফ্লাইট না দেয়ায় সাউদিয়ার ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিল করেছে ঢাকারাস্ট্রীয় ক্যারিয়ার বাংলাদেশ বিমানকে ফ্লাইট পরি...
20/09/2020

বিমানকে ফ্লাইট না দেয়ায় সাউদিয়ার ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিল করেছে ঢাকা

রাস্ট্রীয় ক্যারিয়ার বাংলাদেশ বিমানকে ফ্লাইট পরিচালনার অনুমতি না দেয়ায় সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিল করেছে ঢাকা। রোববার সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়, পররাস্ট্র মন্ত্রনালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের এক যৌথ ভার্চুয়াল সভা শেষে বেসামরিক বিমান চলাচল মন্ত্রনালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

বেবিচকের মেম্বার (ফ্লাইট স্ট্যান্ডার্ড এন্ড রেগুলেটরি কমিশন ) চৌধুরী জিয়া উল কবির ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিলের এই সিদ্ধান্ত এভিয়েশন নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ৩ মন্ত্রনালয়ের যৌথ সভা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানাগেছে ১ অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এরই মধ্যে যদি সৌদিয়া এয়ারলাইন্স টিকিট বিক্রি করে থাকে তাহলে আগামী সপ্তাহের মধ্যে তারা ওই যাত্রী নিয়ে যাবার সময় পাবে। এই জন্য তারা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২-৩টি ফ্লাইট পরিচালনা করবে বলে জানা গেছে। সে অনুযায়ী আগামী ২২ সেপ্টেম্বর সাউদিয়া ঢাকা থেকে একটি ফ্লাইট পরিচালনা করবে বলে নিশ্চিত করেছে।

এর আগে গত বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষ (বেবিচক) সৌদিয়া এয়ারলাইন্সকে ঢাকা থেকে সপ্তাহে ২টি ফ্লাইট পরিচালণার অনুমতি দেয়।

তারও আগে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স সৌদি আরব সিভিল এভিয়েশনের কাছে ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করে। সপ্তাহে ১১টি ফ্লাইট পরিচালণার জন্য আবেদন করলেও সোদি আরব সিভিল এভিয়েশন বিমানকে কোন সিডিউল ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি। তবে সপ্তাহে ২ এর অধিক নন সিডিউল ফ্লাইট পরিচালণা করতে পারবে বলে জানায়।

এই অবস্থায় কেন সাউদিয়াকে ফ্লাইট পরিচালণার অনুমতি দেয়া হলো তা নিয়ে ৩ মন্ত্রনালয়ের সভায় প্রশ্ন উঠে। এ প্রসংগে বেবিচকের এক কর্মকর্তা এভিয়েশন নিউজকে বলেন, সাউদিয়া এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়ার এক সপ্তাহ আগে বেবিচক কতৃপক্ষ বিমানকে মেইল করে বিষয়টি জানিয়েছিল।

মেইলে বলা হয়েছিল সাউদিয়া এয়ারলাইন্স ঢাকা থেকে ফ্লাইট পরিচালণার জন্য আবেদন করেছে, সৌদি আরব থেকে বিমানের ফ্লাইট পরিচালণার আবেদনের স্ট্যাটাস কি? উত্তরে বিমান বেবিচকে বলেছে, সৌদি আরব কতৃপক্ষ তাদের জানিয়েছে তারা ফ্লাইট পরিচালণার অনুমতি পাবে। আবেদনটি প্রসেস অবস্থায় আছে।

এভাবে ৩ দফায় বেবিচকের সংগে বিমানের এ সংক্রান্ত মেইলে আদান প্রদান হয়। সর্বশেষ মেইলে বিমান বেবিচককে জানিযেছে তারা সৌদি থেকে ফ্লাইট পরিচালণার অনুমতি পাচ্ছে।

যার কারণে গত বৃহস্পতিবার বেবিচক সোদিয়া এয়ারলাইন্সকে সপ্তাহে ২টি ফ্লাইট পরিচালণার অনুমতি দেয়। তবে ওই দিন রাতে আবার বিমানের পক্ষ থেকে বেবিচককে মেইলে জানানো হয়, বিমানকে সৌদি আরব কতৃপক্ষ সৌদি আরব থেকে ফ্লাইট পরিচালণার অনুমতি দেয়নি। তবে সপ্তাহে ২টি নন সিডিউল ফ্লাইট পরিচালণার অনুমতি দিয়েছে। তখন আর বেবিচকের কিছুই করার ছিল না।

সূত্র জানায়, করোনা মহামারীতে নিয়মিত ফ্লাইট স্থগিত থাকায় বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিক আটকে পড়েছে। বিষয়টি বিবেচনা করে প্রতি সপ্তাহে দুটিরও বেশি ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছিল সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস। সেই আবেদনে সাড়া দিয়ে গত ২৩ সেপ্টেম্বর থেকে ঢাকায় পুনরায় ফ্লাইট চালু করবে বলে জানায় সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস।

প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি পায় সাউদিয়া এয়ারলাইনস। কিন্তু সৌদি আরবে আবেদন করেও ফ্লাইট পরিচালনার অনুমতি পায়নি রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ কারণে সৌদি আরবের এয়ারলাইনসকেও ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিল করছে বেবিচক।

An important announcement from Biman Bangladesh Airlines:With the below mentioned conditions BG will operate flights to ...
16/09/2020

An important announcement from Biman Bangladesh Airlines:

With the below mentioned conditions BG will operate flights to KSA from 21 Sep 20.

Ø 01. Passenger holding valid visas (Exit/Entry/Residence/Iqamah and Visit), is permitted to enter into KSA points. Passenger can check their visa validity from their “Absher” account. Absher Platform KSA link bellow: https://www.absher.sa/portal/landing.html

Ø 02. Passengers mentioned above are not allowed to board unless they provide a negative Result of PCR Test from a Government Approved laboratory, and it must not be done later than (48) Hours before arriving to the Kingdom. Passenger should carry 06 copies of their Negative COVID-19 Test Result.



Ø 03. Passengers mentioned above, entering the Kingdom shall be in accordance with the (COVID-19) health preventions control and measures issued by the Ministry of Health. Passengers must fill-up and sign Ministry of Health Disclaimer Form before boarding and they must submit this filled and signed form to airport health control center upon arrival at KSA airport.

Ø 04. Non-compliance with the instructions mentioned above will result in huge penalties imposed according to article 163 of civil aviation law. Passenger should download “Tataman” and “Tawakkalna” Apps (applications) as mentioned in Ministry of Health disclaimer form (section-2) Links are as follows:

Tawakkalna-https://play.google.com/store/apps/details?id=sa.gov.nic.tawakkalna&hl=en_GB

Tataman - https://www.moh.gov.sa/en/eServices/Pages/Rest-assured.aspx

Ø 05. After completing all formalities stated above, booking should be made with

necessary information in PNR; such as -DOCS, DOCO, CTCM, CTCE etc.

Ø 06. Passengers should report at Airport 6 hours before flight departure with smart phone.

13/09/2020
সৌদি আরব হতে আন্তর্জাতিক ফ্লাইট সমূহের তারিখ সমূহ:
12/09/2020

সৌদি আরব হতে আন্তর্জাতিক ফ্লাইট সমূহের তারিখ সমূহ:

পর্যটক ভাই-বোনদের জন্য সুখবর...-----------------------------------------------আগামী ১১ ই সেপ্টেম্বর ২০২০ ইং রোজঃ- শুক্রব...
10/09/2020

পর্যটক ভাই-বোনদের জন্য সুখবর...
-----------------------------------------------
আগামী ১১ ই সেপ্টেম্বর ২০২০ ইং রোজঃ- শুক্রবার কক্সবাজার টু সেন্টমার্টিন নৌ-রোড়ে নিয়মিত চলাচল করিবে এম ভি কর্ণফুলী এক্সপ্রেস।
কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া (এয়ারপোর্ট রোড) বি আই ডব্লিও টিএ ঘাট থেকে প্রতিদিন নিয়মিত ছেড়ে যাবে এম ভি কর্নফুলী এক্সপ্রেস জাহাজ টি।

ভাড়ার তালিকা (যাওয়া ও আসা বা আপ - ডাউন):
ইকোনমি ক্লাস (শোভন) চেয়ার: ২০০০/-
বিজনেস ক্লাস (ডিলাক্স) চেয়ার : ২৫০০/-
সিঙ্গেল কেবিনঃ ৫০০০/-
ডাবল কেবিন: ৮০০০/-
ভি আই পি কেবিন: ১৫০০০/-

(প্রতিটি ইকোনমি ও ভি আই পি কেবিন ২ জন এর জন্য প্রযোজ্য, অতিরিক্ত জন প্রতি আলাদা টিকেট কেটে নিতে হবে)
আপনার ফেরার (রিটার্ন) তারিখ টিকেট কাটার পূর্বেই উল্লেখ করতে হবে। প্রতিবার যাত্রায় এম ভি কর্নফুলী এক্সপ্রেস এর পক্ষ থেকে থাকছে হালকা স্ন্যাকস/ নাস্তা।

সময় সুচী:
কক্সবাজার বি আই ডব্লিও টি এ ঘাট থেকে ছাড়বে সকাল: ৭.০০ মিনিটে।
সেন্টমারটিন থেকে ছাড়বে বিকাল: ৩.৩০ মিনিটে।
টিকেট বুকিং তথ্য জানতে ইনবক্স বা কল করুন +8801911868844

সুলভমূল্যে বিমান টিকেট পাওয়া এখন একটি বড় চ্যালেঞ্জ । আপনার ভ্রমণকে আরও আনন্দ দায়ক করতে সুলভমূল্যে এখনই কিনে ফেলুন আপনার ...
04/09/2020

সুলভমূল্যে বিমান টিকেট পাওয়া এখন একটি বড় চ্যালেঞ্জ । আপনার ভ্রমণকে আরও আনন্দ দায়ক করতে সুলভমূল্যে এখনই কিনে ফেলুন আপনার বিমান টিকেট।

ঢাকা- টরেন্টো = ৮০,০০০.০০
ঢাকা- এথেন্স = ৪৭৫০০.০০
ঢাকা- নিউইয়র্ক = ৬৫০০০.০০
ঢাকা- প্রাগ = ১৪৭৫০০.০০
ঢাকা- প্যারিস = ৪৭০০০.০০
ঢাকা – হেলসিঙ্কি = ৭২০০০.০০
ঢাকা- নারিতা = ৮৮০০০.০০
ঢাকা- মিলান = ৬৮০০০.০০
ঢাকা- লিসবন = ৮৮০০০.০০
ঢাকা- ফ্রাংকফ্রুট = ৬৫০০০.০০

অন্যান্য রুটের টিকেট এর জন্য সরাসরি কল করুন।
আলম আফ্রাদ- +8801784444197
পাসপোর্ট কপি ইমেইল করুন অথবা হোয়াটসএপ করুন
[email protected]

31/08/2020

১ সেপ্টেম্বর থেকে কুয়ালালামপুরে সপ্তাহে ইউএস-বাংলার ৩ ফ্লাইট ✈

🏳🚩 Romania job visa !! Rate 🔜🔜🔜🔜🏳🚩 CROATIA JOB VISA!! Rate 🔜🔜🔜🔜🏳🚩 POLAND JOB VISARate 🔜🔜🔜🔜If anyone want to work kindly ...
24/08/2020

🏳🚩 Romania job visa
!! Rate 🔜🔜🔜🔜

🏳🚩 CROATIA JOB VISA
!! Rate 🔜🔜🔜🔜

🏳🚩 POLAND JOB VISA

Rate 🔜🔜🔜🔜

If anyone want to work kindly send us original documents in our office

Thanks for messaging us. We try to be as responsive as possible.

Easy Visa consultancy

For Details:
CALL: +8801784444197/+8801920324895
Whatsapp +918929954672
Address:
173, Mukto Bangla Shopping Complex, 7th Floor, Mirpur-1,
Dhaka-1216

 #কাতারে_আগস্ট_থেকে_৪০_দেশের_নাগরীকরা_প্রবেশ_করতে_পারবেনকাতার স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্বে কম ঝুঁকিপূর্ণ ৪০টি দেশের তালিক...
24/07/2020

#কাতারে_আগস্ট_থেকে_৪০_দেশের_নাগরীকরা_প্রবেশ_করতে_পারবেন
কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্বে কম ঝুঁকিপূর্ণ ৪০টি দেশের তালিকা প্রকাশ করে জানিয়েছে, ১ আগষ্ট থেকে এসব দেশের নাগরিকরা স্বল্প কাতার প্রবেশ করতে পারবেন। তবে এসব দেশ থেকে কাতারে এলে বিমানবন্দরে করোনা টেস্ট করা হবে এবং ১০টি শর্ত মেনে চলার শপথনামায় স্বাক্ষর করে এক সপ্তাহের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।
সেক্ষেত্রে হোটেল কোয়ারেন্টিনের কোনো প্রয়োজন নেই। এসব দেশের তালিকায় রয়েছে ব্রুনেই, ভিয়েতনাম, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, মালটা, ফিনল্যান্ড, হাঙ্গেরি, দক্ষিণ কোরিয়া, এস্তোনিয়া, নরওয়ে, লিথুনিয়া, লাটভিয়া, জাপান, সাইপ্রাস, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, স্লোভাকিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস, জার্মানি, মরক্কো, পোল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, স্লোভেনিয়া, বেলজিয়াম, যুক্তরাজ্য, চেক, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, আলজেরিয়া, তুরস্ক, আইসল্যান্ড, স্পেন, ক্রোয়েশিয়া ও এন্ডোরা।
আগামী ১ আগস্ট থেকে কভিড-১৯ সংক্রমণে স্বল্প ঝুঁকির দেশগুলোতে থাকা নাগরিক ও প্রবাসী বাসিন্দাদের জন্য সীমান্ত উন্মুক্ত করছে কাতার। ওইদিন থেকে বিদেশী কর্মী ও পারিবারিক ভিসার অভিবাসীসহ যাদের ভিসা আছে এমন যেকোনো ব্যক্তি কাতারে প্রবেশ করতে পারবেন। তবে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা স্বল্প ঝুঁকির দেশের তালিকায় না থাকায় প্রবেশের পর বাংলাদেশীদের এক সপ্তাহ থাকতে হবে হোটেলে।
সম্প্রতি কাতারের যোগাযোগ কর্তৃপক্ষ ও কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় বিদেশীদের কাতার আসাসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে দেশ ও ক্যাটাগরিভেদে বিদেশীদের ফেরার ক্ষেত্রে আলাদা প্রক্রিয়া ও নিয়ম নির্ধারণ করেছে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। সেখানে কভিড-১৯-এর স্বল্প ঝুঁকিতে থাকা ৪০টি দেশের তালিকা দেয়া হয়েছে। ওই ৪০টি দেশ থেকে যাওয়া যাত্রীদের বিমানবন্দরে কভিড-১৯ পরীক্ষা করে নেগেটিভ ফল পাওয়ার পরিপ্রেক্ষিতে সাতদিনের জন্য হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে।
অন্যদিকে স্বল্পঝুঁকির তালিকার বাইরে থাকা দেশগুলো থেকে যারা কাতারে ফিরতে চাইবেন, তাদের প্রথমে কাতার কর্তৃপক্ষের নির্ধারিত ওয়েবসাইট কাতার পোর্টালে কাতারে ফেরার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। এতে অনুমতি মিললে কাতারে আসার পর তাকে নির্ধারিত হোটেলে এক সপ্তাহের কোয়ারেন্টিনে থাকতে হবে। ওই ব্যক্তি যদি কর্মী ভিসাধারী হন, তবে তার কোয়ারেন্টিনের খরচসংশ্লিষ্ট কোম্পানিকে বহন করতে হবে। তবে বিদেশী কর্মীদের ফেরার অনুমতি দেয়ার বেলায় সরকারি ও আধাসরকারি খাতে কর্মরত কর্মীদের চাহিদা ও কাতারের স্বাস্থ্য পরিস্থিতির বিষয়টি বিবেচনায় রাখা হবে।
তবে কিছু ব্যক্তির ক্ষেত্রে এই এক সপ্তাহের জন্য হোটেল কোয়ারেন্টিনের পরিবর্তে এক সপ্তাহের হোম কোয়ারেন্টিন প্রযোজ্য হবে। তাদের মধ্যে রয়েছেন ৫৫ বছরের বেশি বয়সী ব্যক্তি, হার্টের সমস্যা রয়েছে এমন ব্যক্তি, ক্যান্সার চিকিৎসাধীন ব্যক্তি, অন্তঃসত্ত্বা নারী, পাঁচ বছরের কম বয়সী শিশু ও মা, লিভার ও কিডনি জটিলতায় আক্রান্ত ব্যক্তি, প্রতিবন্ধী শিশু ও শিশুর মা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ নানা রোগে অসুস্থ ব্যক্তি।

Do you need Appointment? Contact with me. What’s app: +918929954672Cell numuber: +8801920324895
20/07/2020

Do you need Appointment?
Contact with me.

What’s app: +918929954672
Cell numuber: +8801920324895

19/07/2020

VFS ইটালি ভিসা লিগালাইজেশন এন্ড এপ্লিকেশকন সেন্টার আজ ১৯ জুলাই থেকে খুলছে এবং আজকে থেকে ফাইল জমা নিচ্ছে

শুধুমাত্র ফ্যামিলি রিইউনিয়ন, স্টাডি ও রি-এন্ট্রি ভিসার ফাইল জমা নিবে এখন

16/07/2020

✅USA 5 YEARS MULTIPLE VISA
✅UK 6 MONTHS MULTIPLE VISA

যিনি চেষ্টা করেন। তিনি সফলতা পান।
যিনি সংশয়ে থাকেন,তিনি ব্যার্থ হন।
এবার সিদ্ধান্ত আপনার,আপনি কোন সারিতে থাকতে চান।

👉Come to our address without hesitation.
We will guide you from beginning to end with great success.
REMEMBER, time is not always favorable.

👉যদি আপনি নিজেকে USA/UK যাবার জন্য যোগ্য মনে করেন,তাহলে আর দেরি নয়।
আজি আপনার Appointment booking দিন।ভিসা আবেদনের ক্ষেত্রে এগিয়ে থাকুন।

👉USA র জন্য আজকে আবেদন করলে কমপক্ষে আগামী ২/৩ মাস পর আপনার INTERVIEW schedule নির্ধারিত হতে পারে।কাজেই আজকে আসলে ১ সপ্তাহ পর আপনার ফাইল জমা হবে USAর ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য নয়।

👉আপনারা যারা মহামারীর কারনে পরে আসবেন। পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হোক।এধরনের সংশয়ে আছেন, সত্যি আপনারা অনেক পেছনে পরে যাবেন।

👉যেনতেন ভাবে USA/UK র ভিসা করার সুযোগ নাই।তাই,
বিস্তারিত ফোনে কিংবা Social Media তে জানার চেষ্টা থেকে বিরত থাকুন।
বিস্তারিত জানতে অফিসে আসা আবশ্যক।
আপনাকে বিস্তারিত জানানো সহ সকল বিষয়ে সঠিক পরামর্শ দিতে আমরা বদ্ধপরিকর।

✅YOU CAN ALSO APPLY ON A WHITE PASSPORT [for USA]
✅ Must have 2/3 Countries travel history. [for UK]

🏘Contact us .+918929954672[ Whatsapp available here]

POLAND EMBASSY APPOINTMENT AVAILABLE.VFS AND E KONSULAT      WhatsApp: +918929954672
16/07/2020

POLAND EMBASSY APPOINTMENT AVAILABLE.

VFS AND E KONSULAT








WhatsApp: +918929954672

🇬🇧🇬🇧Great News. Visa application centre in Bangladesh is now open .🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧Call :+8801920324895+8801784444197Info.evcb...
15/07/2020

🇬🇧🇬🇧Great News. Visa application centre in Bangladesh is now open .🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧

Call :+8801920324895
+8801784444197
[email protected]

Now you can submit your Visa Application.
==============================
VAC (Visa Application Centres) Centres in Bangladesh has started their operation

Follow the link to book an appointment -https://visa.vfsglobal.com/bgd/en/aut/attend-centre/dhaka

To Check Update : https://www.vfsglobal.com/en/individuals/covid-19-customer-advisories.html?utm_source=face

Dhaka visa application centre: location, address, opening hours, parking, accessibility and security details.

🎟সবার দৃষ্টি আকর্ষণ করছি 🎟After withdrawal of CAAB restriction, Finally   Biman Bangladesh Airlines is going to start it...
08/07/2020

🎟সবার দৃষ্টি আকর্ষণ করছি 🎟

After withdrawal of CAAB restriction, Finally Biman Bangladesh Airlines is going to start its schedule operation to/from DXB ( with effect from 13-July ) & AUH with effect from 14-July till 31-July.
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে দুবাই ও আবুধাবি ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে.
13 জুলাই থেকে দুবাই. 14 জুলাই থেকে আবুধাবি ফ্লাইট পরিচালনা শুরু হবে.

⛔13-July'20 থেকে ঢাকা to দুবাই ফ্লাইট পরিচালনা শুরু হবে. নিচে ফ্লাইট সিডিউল দেওয়া হইলো.

↗BG047/248 13-July (MON) DEP DAC 1035 DXB 1530/1740 DAC 2240. PAX 241

↗ BG047/248 20-July (MON) DEP DAC 1405 DXB 1900/2100 DAC 0200 . PAX 271

↗BG047/248 27-July (MON) DEP DAC 0830 DXB 1325/1630 DAC 2130 . PAX 241


↗BG147/248 16-July (THU) DEP DAC 1320 DXB 1815/2005 DAC 0105. PAX 206

↗ BG147/248 23-July (THU) DEP DAC 1320 DXB 1815/2005 DAC 0105. PAX 206

↗BG147/248 30-July (THU) DEP DAC 1230 DXB 1725/1925 DAC 0025 .PAX 203.

↗BG047/148 18-July (SAT) DEP DAC 1030 DXB 1525/1740 DAC 2240. PAX 203

↗BG047/148 25-July (SAT) DEP DAC 1230 DXB 1725/2005 DAC 0105 PAX 206

⛔ 14-July'20 থেকে ঢাকা to আবুধাবি ফ্লাইট পরিচালনা শুরু হবে. নিচে ফ্লাইট সিডিউল দেওয়া হইলো

↗BG127/128 only 14-July (TUE) DEP DAC 1145 AUH 1645/1815 DAC 2305.

↗BG127/228 only 15-July (WED) DEP DAC 1145 AUH 1645/1815 DAC 2305.

↗BG127/128 (TUE) DEP DAC 1700 AUH 2200/2345 DAC 0435(N/D).

↗BG127/228 (WED) DEP DAC 1700 AUH 2200/2345 DAC 0435(N/D).

↗BG027/028 (FRI) DEP DAC 1700 AUH 2200/2345 DAC 0435 (N/D).

AIRCRAFT TYPE: B787-8 REGISTRATION: S2AJU/S2AJT/S2AJV/S2AJS

⛔নিচে সিলেট ও চট্টগ্রামের ফ্লাইট এর ডোমেস্টিক সিডিউল দেওয়া হইল.

1) BG415/416 ( Daily) DEP DAC 0615 CGP 0700/0745 DAC 0830 . B738 চট্টগ্রাম

2) BG409/410 (Daily) DEP DAC 0445 ZYL 0525/0605 DAC 0645. B738 সিলেট

3) BG607/608 (Daily) DEP DAC 1045 ZYL 1125/1205 DAC 1245. B738 সিলেট

4) BG417/418 (Daily) DEP DAC 1345 CGP 1440/1505 DAC 1600. DH4 চট্টগ্রাম

🎄আশা করি সবাই উপকৃত হবেন 🎄
FIR✈

   on 11 July Dhaka to TokyoContact :WhatsApp No: +8801920324895
07/07/2020


on 11 July Dhaka to Tokyo

Contact :

WhatsApp No: +8801920324895

 #আন্তর্জাতিক_ফ্লাইট_চলাচলে_নিষেধাজ্ঞার_মেয়াদ_বাড়ালো_ভারত 🔔 করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলের ওপর নিষ...
05/07/2020

#আন্তর্জাতিক_ফ্লাইট_চলাচলে_নিষেধাজ্ঞার_মেয়াদ_বাড়ালো_ভারত 🔔


করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে ভারত। তবে এসময়ের মধ্যে বেসামরিক বিমান চলাচল সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) যেসব ফ্লাইট এবং কার্গো চলাচলে অনুমতি দেবে সেগুলো কার্যক্রম পরিচালনা করতে পারবে।

ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) বরাত দিয়ে শুক্রবার (০৩ জুলাই) এসব তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংস্থাটি বলছে, কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রয়োজনে আন্তর্জাতিক নির্দিষ্ট কিছু রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া যেতে পারে।

Thank You

-July 04, 2020.

ক্যানাডা জুলাই থেকে অনলাইন ভিজিট ভিসা আবেদন গ্রহণ করা শুরু করেছে I
05/07/2020

ক্যানাডা জুলাই থেকে অনলাইন ভিজিট ভিসা আবেদন গ্রহণ করা শুরু করেছে I

- Greece 🇬🇷 ? -No-Marocco 🇲🇦 ? -No-italy 🇮🇹 ? -NoJamaica 🇯🇲? -No!It's all in Tunisia 🇹🇳 , the land of peace ✌️Welcome to...
05/07/2020

- Greece 🇬🇷 ? -No
-Marocco 🇲🇦 ? -No
-italy 🇮🇹 ? -No
Jamaica 🇯🇲? -No!
It's all in Tunisia 🇹🇳 , the land of peace ✌️

Welcome to Tunisia, the 8th most beautiful country in the world ❤️🇹🇳🍒

☑️ ✅ When biometrics collection sites open again? Coronavirus disease (COVID-19): Biometrics Update. When biometrics col...
04/07/2020

☑️ ✅ When biometrics collection sites open again? Coronavirus disease (COVID-19): Biometrics Update.

When biometrics collection sites are open again, you can give your biometrics, even if you can’t travel to Canada yet. You just need to pay the biometric fee 💰(CAN$85). Once you give your biometrics, the biometric fee is non-refundable.

If you apply for temporary residence, your biometrics-
📌are valid for 10 years
📌can be used for another visitor visa, study permit or work permit application
Learn more: https://lnkd.in/g4373ms

💸❌When biometrics collection resumes, you’ll have to make a new appointment at a VAC or ASC when they start collecting biometrics again. You won’t need a new BIL.

🔎🔎 Find out when you can give biometrics!
Check IRCC website regularly to find out if the biometrics collection site closest to you has reopened. Once the sites start to reopen, make an appointment as soon as possible to avoid delays.
Learn more: https://lnkd.in/gVb4vrF

04/07/2020

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড আগামী ৬ ও ৭ জুলাই ২০২০ থেকে যথাক্রমে দুবাই এবং আবুধাবিতে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করবে।

সপ্তাহে চারদিন- সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার দুবাই এবং মঙ্গল, বুধ, শুক্র ও রবিবার আবুধাবি রুটে বিমানের ফ্লাইট চলবে।

আবুধাবি ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের অবশ্যই টিকিট বুকিংয়ের আগে ইউএই কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে অনলাইনে রি-এন্ট্রি অনুমোদন নিতে হবে।

দুবাই ভ্রমণের ক্ষেত্রে দুবাইয়ের রেসিডেন্স ছাড়া অন্যদের নীচের লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে:
https://smartservices.ica.gov.ae

দুবাই রেসিডেন্সিধারীদের নিম্নলিখিত লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে:
https://smart.gdrfad.gov.ae/Smart_OTCServicesPortal/ReturnPermitServiceForm.aspx

ফ্লাইটের তারিখ, সময় এবং টিকিট সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ

বিমান ওয়েবসাইটঃ www.biman-airlines.com

বিমান কল সেন্টারঃ০১৭৭৭৭১৫৬১৩-১৬।

ধানমন্ডি সেলস অফিস (সকাল ১০ হতে সন্ধ্যা ৬)
মোবাইল নম্বরঃ ০১৭৭৭৭১৫৬২০-৬২১
ই-মেইলঃ [email protected]

ফার্মগেট সেলস অফিস (সকাল ১০ হতে সন্ধ্যা ৬)
মোবাইল নম্বরঃ ০১৭৭৭৭১৫৬২৫-৬২৬
ই-মেইলঃ [email protected]

২৪/৭ সেল্স সেন্টার
বিমান প্রধান কার্যালয় বলাকা গেট
মোবাইল নম্বরঃ ০১৭৭৭৭১৫৬৩০-৬৩১
ই-মেইলঃ [email protected]

25/06/2020

সম্প্রতি সিভিল এভিয়েশন বাংলাদেশ, এয়ারলাইনস, বিভিন্ন দেশ কোভিড ১৯ স্বাস্থ্য মেনে কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে । সিদ্ধান্ত গুলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো।

১. সিভিল এভিয়েশন বাংলাদেশ :

Ø এয়ারলাইনস পরিচালনা করতে হলে ৭৫% সিট বিক্রিয় করতে পারবে ।

Ø কোন যাএী অগ্রিম সিট ‍বুকিং (ASR) দিতে পারবে না। একই পরিবারে যাএী হলে OSI (OSI:BG PASSENGERS ARE FROM SAME FAMILY/PALL” ) এন্টি দিতে হবে ।

২. ইংল্যান্ড সরকার:

Ø লন্ডরে প্রবেশ করতে হলে এই ফরম টি ফ্লাইট ৪৮ ঘন্টা আগে পূরণ করতে হবে। [https://a4aero.s3-ap-southeast-1.amazonaws.com/biman/COVID_19_Helth_Declarion_Form.pdf](https://a4aero.s3-ap-southeast-1.amazonaws.com/biman/COVID_19_Helth_Declarion_Form.pdf?fbclid=IwAR1vPNI7X6Upmvc76GFQvM-T3GvQKYkE9KYgaCo-1rWhUQ3mayIqKNk3X7A) . ফরমটি পূরণ না করলে GBP 100 জরিমানা দিতে হবে।

Ø যাএীদের বাধ্যতামূলক Self isolation থাকতে হবে, Self isolation থাকতে অনাগ্রহী হলে GBP 1000 জরিমানা করা হবে। যদি Self isolation ইনফরমেশন ভূল প্রমানিত হয় তাহলে GBP 3200 জরিমানা করা হবে। এই নিয়ম ৮ জুন থেকে চালু হয়েছে।

Ø পাবলিক হেলথ ওয়েব সাইটে সকল ইনফরমেশন দেয়া আছে [http://www.gov.uk/uk-border-control](https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.gov.uk%2Fuk-border-control%3Ffbclid%3DIwAR1PIAC6218ojUzvPCUGCEfG608qYsYacSLsGwvLBYS9U2IyjPUYiihxe40&h=AT3FiNNDw8Obg1_JLCA0xlUMJISf-_Za36bYJLciON5WMxNcevjjmhJYON3DNvP_4hAIeKCLLHckYvSo-nMGee6RHHfsU_G0NFKhXIimcFeP5qIxC2xjMO6x0XSzf2lRPROt_LNQ3uTprbidkQ)

৩. কাতার সরকার:

Ø কাতার সকল যাএীদের ১৪ দিনের হোটেল বুকিং দেওয়া বাধ্যতামূলক করেছে। এই তালিকায় ১৯টি হোটেল আছে । [https://www.qatarairwaysholidays.com/qa-en/welcome-home-booking](https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.qatarairwaysholidays.com%2Fqa-en%2Fwelcome-home-booking%3Ffbclid%3DIwAR3ZrJ-ZV6Dr_hVeBHpR910mAa1fnLHeb041JBWDB7rB2kngFiLzCUAmnb0&h=AT2Ca6a-Qr1t5IYuKoCZ9VukH2Vl3rU48xIV7avTKYr8yLiC0gaaMD6yNwGNeybVTuX1Va8TLyn8f-GaWVxd5zgcHfG8xCfRw-rdk5xcric89eGCAyYVKdKNS1c3zI2Xjvf5bk-GJTOqr9DWEw)

৪. বিমান বাংলাদেশ এয়োরলাইনস:

Ø বিমান বাংলাদেশ এয়ারলাইনস সকল ট্রাভেল এজেন্সিকে সর্তক করে দিয়েছে, অপ্রয়োজনীয় বুকিং তৈরি করে প্রকৃত যাএী সিট পাচ্ছে না। যে সকল ট্রাভেল এজেন্ট এমন করছেন , তাদেরকে দ্রুত ADM পাঠানো হবে ।

Ø লন্ডন এবং ম্যানচেস্টার (লন্ডন ফ্লাইট-রবিবার, সোমবার এবং শ্রুকবার || ম্যানচেস্টার ফ্লাইট- রবিবার, সোমবার এবং বৃহস্পতিবার )। [https://www.biman-airlines.com/](https://www.biman-airlines.com/?fbclid=IwAR03yLM69ethVPrBKHockx0eiHI1rWwV9wdy7aJx8zwRtwr4brY5gMCKzow)

৫. কাতার এয়ারওয়েজ: সপ্তাতে ৩টি ফ্লাইঠ পরিচালনা করবে । এগুলো হলো সোমবার, বুধবার এবং শ্রুকবার

৬. টার্কিশ এয়ারলাইন্স: সপ্তাতে ৩টি ফ্লাইঠ পরিচালনা করবে । এগুলো হলো রবিবার, মঙ্গলবার এবং শ্রুকবার

৭. এমিরাত এয়ারলাইন্স: সপ্তাতে ৩টি ফ্লাইঠ পরিচালনা করবে । এগুলো হলো শনিবার, সোমবার এবং বৃহস্পতিবার

৮. অন্যান্য দেশ: সকল দেশের আপডেট ইনফরশেন TIMTIC/ TI-MV দিয়ে চেক করতে হবে GDS থেকে ([https://www.timaticweb.com/](https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.timaticweb.com%2F%3Ffbclid%3DIwAR1BmP7BztN6hP0EKVC_olwTEwj7znbN_m3Wd2Tntd_Lvt5m4KrXOIvx7J0&h=AT0UIYJrN72Jeeg5qyc_8wbEYiPE1622g4appJg-H-ZedV5RhGCrgQM5PqYu3V-qG6T2DHl6MUiSL43YqwMuJNGqHUuuH0fyguQZLpqckoGQl6kPLzoyOyFnQoiiGsHCMEo01_uDilUfD7_z3w))

বি: দ্র:

Ø যেকান ফ্লাইট ইস্যু করার পূর্বে ওয়েব সাইটে চেক করে , তারপর GDS বুকিং দেওয়ার অনুরোধ করা হলে।

Ø কোভিড ১৯ জন্য যে সকল ফ্লাইট কেনছেল হয়েছে, সে সকল ফ্লাইট রি-ইস্যু করতে কোন অতিরিক্ত খরচ দেয়া লাগবে না। ইকোনমি যে কোন ক্লাসে রি-ইস্যু করে দেয়া যাবে। কোন টাকা দিতে হবে না।

🇧🇩 ✈🇲🇾ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছে   মালিন্দো এয়ারমালয়েশিয়ার এয়ারlলাইন্স মালিন্দো ১ জুলাই থেকে ...
24/06/2020

🇧🇩 ✈🇲🇾ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছে
মালিন্দো এয়ার

মালয়েশিয়ার এয়ারlলাইন্স মালিন্দো ১ জুলাই থেকে ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি ছেয়ে চিঠি পাঠিয়েছে বেবিচকের কাছে। বেবিচক সূত্র জানা গেছে, ঢাকায় ফ্লাইট পরিচালনা করতে ইতিমধ্যে আবেদন করেছে মালিন্দো এয়ার।

মালিন্দো এয়ার কুয়ালালামপুর হয়ে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়াসহ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বাংলাদেশি ট্রানজিট যাত্রী বহন করে আসছে।
এছাড়াও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক উড়োজাহাজ সংস্থা এয়ার এ্যারাবিয়া, ফ্লাই দুবাই এবং টার্কিশ এয়ারলাইন্স ফ্লাইট চালু করতে বেবিচকে চিঠি দিয়েছে।

এর মধ্যে টার্কিশ এয়ারলাইন্সের বিষয়ে সিদ্ধান্ত অনেকটা ফাইনাল। এই উড়োজাহাজ সংস্থাটি ১ জুলাই থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি পাবে।
টার্কিশ এয়ারলাইন্স তুরস্কের ইস্তানবুল হয়ে ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের বহু দেশে বাংলাদেশি ট্রানজিট যাত্রী বহন করে থাকে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ‘আমরা ইতিমধ্যে চার এয়ারলাইন্সের চিঠি পেয়েছি।

তাদের আবেদন বিবেচনা করছি। ওই সব দেশের ট্রাভেল রেস্ট্রিকশনসহ সার্বিক বিষয়ে রিভিউ করে ফ্লাইট চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

BREAKING NEWS । BREAKING NEWS ----------------------------------সৌদি আরব সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,  কেবলমাত্র স্থানীয় ...
22/06/2020

BREAKING NEWS । BREAKING NEWS
----------------------------------
সৌদি আরব সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, কেবলমাত্র স্থানীয় সৌদি নাগরিকরা সীমিত পরিমানে #হজ২০২০ এ অংশ নিতে পারবেন।অন্য কোন দেশের নাগরিকরা এ বছরের হজে অংশ নিতে পারবেন না।

The Kingdom of Saudi Arabia has decided to allow only local Pilgrims of different nationalities to attend in limited numbers. International Hajj has been CANCELLED.

22/06/2020

মালয়েশিয়া সরকার করোনা ভাইরাস পরিস্থতির কারণে যে সমস্ত কোম্পানি বন্ধ হয়েছে বা কর্মী ছাটাই করতে বাধ্য হয়েছে সে সমস্ত কোম্পানির বিদেশী কর্মীদের একই সেক্টরে নিয়মানুযায়ী কোম্পানি/নিয়োগকর্তা পরিবর্তন করার সুযোগ প্রদান করেছে। এই কর্মী পরিবর্তন প্রক্রিয়া বর্তমান নিয়োগকারী কোম্পানি/নিয়োগকর্তা এবং নিয়োগ দিতে ইচ্ছুক কোম্পানি/নিয়োগকর্তা উভয়ের মধ্যে চুক্তি করে যৌথভাবে মালয়েশিয়া সরকারের লেবার ডিপার্টমেন্ট (JTKSM) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় (KDN) এর মাধ্যমে সম্পাদন করবে। বাংলাদেশী কর্মী ভাইদের এককভাবে কোম্পানি পরিবর্তনের উদ্যোগ গ্রহণ না করার জন্য পরামর্শ দেওয়া হলো। এক্ষেত্রে ঐ সমস্ত কোম্পানির নামে ভিসাধারী বাংলাদেশি কর্মীগণ হাইকমিশনের সাথে যোগাযোগ করুন।

একই সাথে সে সমস্ত কোম্পানি নিয়মানুযায়ী কর্মীদের নিয়োগ দিতে ইচ্ছুক সেসব কোম্পানির বিষয়েও হাইকমিশনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

ধন্যবাদ।

ঢাকা থেকে জাপানে বিমানের "নিষেধাজ্ঞার" বিষয়ে প্রেস রিপোর্টের প্রতিক্রিয়ায় দূতাবাস নিম্নলিখিত বিষয়গুলি পরিষ্কার করে:জ...
21/06/2020

ঢাকা থেকে জাপানে বিমানের "নিষেধাজ্ঞার" বিষয়ে প্রেস রিপোর্টের প্রতিক্রিয়ায় দূতাবাস নিম্নলিখিত বিষয়গুলি পরিষ্কার করে:

জাপানি কর্তৃপক্ষ তার আগত বিমানবন্দরে যথাযথভাবে পৃথক পৃথক ব্যবস্থা গ্রহণ করে, যার মধ্যে লক্ষণগুলির স্ব-ঘোষণা, শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় হিসাবে বিবেচিত হওয়ার পরে পিসিআর টেস্টিং অন্তর্ভুক্ত থাকে (১১ ই জুনের মতো ১১১ টি দেশের যাত্রীদের জন্য পরীক্ষাটি বাধ্যতামূলক) । জাপান সরকার বিশ্বজুড়ে ভ্রমণকারীদের বাড়িতে থাকতে ইত্যাদি অনুরোধ করে এবং তাদের আগমনের পরে ১৪ দিনের জন্য গণপরিবহন ব্যবহার থেকে বিরত থাকে। তবে জাপান চার্টার্ড ফ্লাইটে যাত্রীদের বোর্ডিংয়ের আগে তাদের প্রবেশের জন্য COVID-19 পরীক্ষার ফলাফলের সনদপত্র দেখানোর প্রয়োজন পড়েনি। "সনদপত্র" এর বৈধতা বা যথার্থতা কখনও সমস্যা হয়ে ওঠেনি।

২৫ শে মে, জাপান বাংলাদেশ ও ভারত ও পাকিস্তান সহ ১০ টি দেশকে জাপানে প্রবেশ অস্বীকারের বিষয়ভুক্ত দেশগুলির তালিকায় যুক্ত করেছে (এবং পদক্ষেপগুলি ২৭শে মে থেকে কার্যকর হয়েছিল)। সিদ্ধান্তটি এই অঞ্চলের COVID-19 পরিস্থিতি সম্পর্কে সামগ্রিক মূল্যায়ন প্রতিফলিত করে। এটি সত্য যে ৩০শে এপ্রিল চার্টার্ড ফ্লাইটে আরোহী চার যাত্রী জাপানে প্রবেশের পরে COVID-19 ইতিবাচক অবস্থায় পাওয়া গেছে, তবে তাদের সংক্রমণের উৎস / স্থান সনাক্ত করা যায়নি।

উল্লিখিত সিদ্ধান্ত এবং সীমান্ত ব্যবস্থার সাথে, গত ১৪ দিনের মধ্যে বাংলাদেশ সহ ১১১ টি দেশের যে কোনও স্থায়ী বা ভ্রমণ করেছেন এমন অ-জাপানীয় নাগরিকদের বিশেষ পরিস্থিতি না থাকলে জাপানে প্রবেশের অনুমতি নেই। এটি লক্ষ করা উচিত যে জাপান থেকে অন্য দেশে ফিরতি ফ্লাইটের জন্য জাপানের কোনও নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই।
আমাদের আন্তরিক আশা যে বাংলাদেশ শীঘ্রই বর্তমান সঙ্কটকে কাটিয়ে উঠবে যাতে দুটি দেশ জাপান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে পারে। সে লক্ষ্যে জাপান বাংলাদেশে সহায়তা অব্যাহত রাখবে।

সুত্র: জাপানের দূতাবাস (মূল লেখাটির ইংরেজি ইমেজ দেওয়া আছে)

21/06/2020

অনেক দিন হলো কোরিয়ার ইপিএস বিষয়ক লিখা লিখিওনা মাথা ঘামাইও না কেননা ইদানীং লিখার লোকজন আর সাম্বাদিক ব্যাপকহারে বেড়ে যাওয়ায় লিখার আগ্রহ হারিয়ে ফেলেছি।

বাংলাদেশের সাথে অনিয়মিত ফ্লাইট বন্ধ ও নতুন ভিসা ইস্যুতে নিষেধাজ্ঞা দেওয়ায় বাঙালীরা বাঙালীদেরই ইচ্ছেমতো গালি দিচ্ছে করোনার জাল সার্টিফিকেট নিয়ে।

আচ্ছা যারা গালি দিচ্ছেন তারা জানেন কি?

বাংলাদেশে করোনা টেস্ট করা হয়েছিলো কি? করোনার সার্টিফিকেট দেওয়া হয়েছিলো?
উত্তরঃ না
তাহলে কি করা হয়েছিলো?

উত্তরঃ করোনার উপসর্গ যেমন জ্বর,সর্দি,কাশি,শরীর ব্যথা,শ্বাসপ্রদাহ ইত্যাদি চেক করা হয়েছিলো।

উক্ত টেস্টে ৩ জন অনুত্তীর্ণ হয়েছিলো বলে তাদের ফ্লাইট ক্যান্সেল করা হয়েছিলো।

আচ্ছা যারা গালি দিচ্ছেন তারা জানেন কি যে উক্ত ফ্লাইটে ১৩ জনের করোনা পজেটিভ হয়েছে তাদের এখন পর্যন্ত কোন উপসর্গ আছে কিনা?

উত্তরঃ এখন পর্যন্ত আক্রান্ত ব্যক্তিদের কোন উপসর্গ নেই। সম্পূর্ণ সুস্থ আছেন।

কোন উপসর্গ নাই বলেই কোরিয়ানদের এত মাথা ব্যাথা কেননা এই করোনা ভাইরাস অন্য গুচ্ছের। এটি যে কোন ভাবে ছড়িয়ে পড়লে সামাল দেওয়া কঠিন হবে বলে জনগণ ও মিডিয়ার রোষানলে বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিতে বাধ্য হলো কোরীয় সরকার।

তাই জানুন,বুঝুন এরপর গালি দিন।

ধন্যবাদ সকলকে।

Sunset in Amalfi Coast, Italy 🇮🇹Photo by: Gennaro Rispoli
21/06/2020

Sunset in Amalfi Coast, Italy 🇮🇹

Photo by: Gennaro Rispoli

20/06/2020

#ফ্লাইট_আপডেট (২০/০৬/২০২০)(শনিবার)

#এমিরেটস এয়ারলাইন্স ২১ জুন ঢাকা থেকে ফ্লাইট চালু হবে।( শুধুমাত্রUae নাগরিক ও ট্রানজিট যাএীদের জন্য)
#টার্কিশ এয়ারলাইন্স ০১ জুলাই ঢাকা থেকে ফ্লাইট চালু হবে।
#এয়ার এরাবিয়া ০১জুলাই চালু হবে।
#ফ্লাইদুবাই ০১ জুলাই চালু হবে।
#ক্যাথে_প্যাসিফিক এয়ারওয়েজ ৩০ ই জুন পর্যন্ত স্থগিত।
#চায়না_সাউদার্ন এয়ারওয়েজ প্রতি সপ্তাহ একটা ফ্লাইট পরিচালনা করছে ।
#এমিরেটস এয়ারলাইন্স সীমিত আকারে চালু হয়েছে।
#গালফ_এয়ার ১৫ জুলাই পর্যন্ত স্থগিত।
#হিমালয় এয়ারলাইন্স ১৫ জুলাই পর্যন্ত স্থগিত।
#কুয়েত এয়ারওয়েজ ৩০ জুন পর্যন্ত স্থগিত।
#মালয়েশিয়া এয়ারলাইন্স ৩ জুলাই পর্যন্ত স্থগিত।
#চায়না ইস্টার্ন এখনো কোন সিদ্ধান্ত নেয়নি (কবে পরিচালনা করবে) ।
#মালিন্দো ৩০জুন পর্যন্ত স্থগিত।
#স্ক্যান্ডিনেভিয়ান এয়ারওয়েজ আয়ারল্যান্ড ৩০ ই অগাস্ট পর্যন্ত স্থগিত।
#সিঙ্গাপুর এয়ারলাইন্স ৩০ জুন পর্যন্ত স্থগিত।
#সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স ৩১ আগষ্ট পর্যন্ত স্থগিত ।
#থাই এয়ারওয়েজ ৩১ জুলাই পর্যন্ত স্থগিত।

#শ্রীলঙ্কার এয়ারলাইন্স ৩০ জুন পর্যন্ত স্থগিত।
#জাজিরা এয়ারওয়েজ ফ্লাইট পরিচালনা সংক্রান্ত কোনও ঘোষণা নেই।
#ইন্ডিগো এখনো কোন সিদ্ধান্ত নেয়নি (কবে পরিচালনা করবে)
#সালাম এয়ার ৩০ জুন পর্যন্ত স্থগিত।
#মিসর_এয়ার ০১ জুলাই চালু হবে।

Address

Address:, 173, Mukto Bangla Shopping Complex, 7th Floor, Mirpur-1
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801865658655

Website

Alerts

Be the first to know and let us send you an email when Easy visa Tour and travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Easy visa Tour and travels:

Share