Kashemi travels Hajj-Umrah

Kashemi travels Hajj-Umrah বিজ্ঞ আলেমদের তত্ত্বাবধনে হজ্ব ও উমরাহ করার বিশ্বস্ত প্রতিষ্ঠান।সফলতার দুই যুগ পেরিয়ে আলহামদুলিল্লাহ

25/12/2022

আলহামদুলিল্লাহ" আমাদের Kashemi travels Hajj-Umrah এর ডিসেম্বর মাসের দ্বিতীয় গ্রুপ (24 জন) পবিত্র ওমরা পালন করার উদ্দেশ্যে আজ রাত ১১ টার ফ্লাইটে চলে যাচ্ছেন।
আল্লাহ যেনো আমাদের সবাইকে সহিসালামতে দেশে ফেরার তৌফিক দান করুন আমীন।

08/11/2022

🕋 যারা পবিত্র উমরাহ পালন করার নিয়ত করেছেন তাদের জন্য সুখবর 🕋
হজ্ব ও উমরাহ ভিসার বুকিং চলছে। ইং ২৩,২৪,২৫,২৬ সালের হজের নিবন্ধন চলছে।

হজ্বের পর আবারো চালু হলো সরাসরি আমার সার্বিক তত্ত্ববধানে , প্রতি মাসের ওমরাহ প্রোগ্রাম আলহামদুলিল্লাহ। গত আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাসে আমাদের সাথে অনেক গুলো কাফেলা ওমরাহ করে আসছেন আলহামদুলিল্লাহ।

এই ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস (৯০ দিন) এবং গিয়ে অবস্থান করা যাবে তিন মাস (৯০ দিন) পর্যন্ত মক্কা মদীনাতে এবং সৌদি আরবের যে কোন জায়গায় যাওয়া যাবে এই ভিসা নিয়ে।

বিশেষ সুখবর :- কাবা ঘরের চারিদিকের বেড়া তুলে দেওয়া হয়েছে। এখন কাবা ঘর, হাজরে আসওয়াদ, মুলতাজাম, মুছল্লায়ে জিবরাইল, রুকনে ইয়ামানী, হাতিম, দরজার চৌকাঠ স্পর্শ করা যাবে ইচ্ছেমতো।

🕋আমাদের আগামী ওমরাহ প্রোগ্রাম সূচী :
সফরের সম্ভাব্য তারিখ :
ডিসেম্বর ১০ থেকে ১৫ তারিখের মধ্যে আমরা রওনা করবো ইনশা আল্লাহ। (বুকিং চলছে, অল্প কয়েকটি আসন বাকী আছে)।

 প্যাকেজ খরচ : ১ লাখ ৪৮ হাজার টাকা (ডলার / রিয়ালের রেট পরিবর্তনে প্যাকেজ রেট কম / বেশীও হতে পারে)।

# প্রতি রুমে ৪ জনের অবস্থান। এক রুমে ১ / ২ / ৩ জন করে থাকলে চাইলে কিছুটা খরচ বাড়বে।

# তিন বেলা খাওয়া খরচ প্যাকেজের অন্তর্ভুক্ত ও অন্যান্য ব্যক্তিগত খরচ প্যাকেজের বাহিরে।

# ৫ স্টার হোটেলে থাকতে চাইলে আলোচনা সাপেক্ষে প্যাকেজ নির্ধারিত হবে হোটেলের মান ও সুবিধা অনুযায়ী।

 বাচ্চাদের খরচ : ১২ বছরের উপরে একই খরচ এবং ছোট বাচ্চাদের খরচ বয়স ও টিকিট অনুসারে আলোচনা সাপেক্ষে।

 কতদিনের সফর : ১৩ থেকে ১৫ দিন (টিকিট প্রাপ্তিতে নির্ভর করবে)।

 প্যাকেজে যা থাকছে : -
# বিমান টিকিট (Qatarairways বা Emirates Airlin এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট)।
# ওমরাহ ভিসা # হোটেল রিজার্ভেশন # মেডিকেল ইনস্যুরেন্স।
# এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া আসা - যাওয়া, মক্কা থেকে মাদীনা আসা - যাওয়ার ট্রান্সপোর্ট।
# মক্কা - মদীনাহ এর বিভিন্ন ঐতিহাসিক স্থানে যিয়ারত করানো।
# জিদ্দা, তায়েফের বিভিন্ন স্থান, বদর, বীরে শিফা, বীরে রাওহায় যিয়ারতে যেতে চাইলে ব্যবস্থা করে দেওয়া।
# যাত্রার শুরু থেকে ফিরে আসা পর্যন্ত সার্বক্ষণিক অভিজ্ঞ আলেম গাইড এর তত্ত্বাবধান।

 হোটেলের মান : - ৩ স্টার হোটেল।
চাহিদা অনুযায়ী ৫ 🌟 হোটেলের বেবস্থা করে হবে,(বাড়তি টাকা প্রযোজ্য)।

 হোটেলের দুরুত্ব : - মদীনা - ৪৫০ থেকে ৬৫০ মিটার, মক্কা - ২৫০ থেকে ৪০০ মিটার মাসজিদুল হারামের চত্বর থেকে।

 বুকিং দেওয়ার নিয়ম : -👇

🕋বুকিং দেওয়ার প্রয়োজনীয় কাগজ : -
১. পাসপোর্ট জমা দিতে হবে।
২. প্যাকেজের ৫০% টাকা অগ্রিম জমা দিতে হবে, অর্থাৎ ৭০ থেকে ৮০ হাজার টাকা জন প্রতি। বাকি টাকা বিমান টিকিট হাতে পাওয়ার সাথে সাথে জমা দিতে হবে।
বিঃদ্রঃ নির্দিষ্ট সমস্যার কারণে কেউ যদি ৫০% টাকা অগ্রিম জমা না দিতে পারে তাহলে বিবেচনা করা হবে ইনশাআল্লাহ।
৩. ভ্যাক্সিন সার্টিফিকেট এর কপি।
৪. এক কপি ছবি (পাসপোর্ট সাইজ)

(হোয়াটসএ্যাপ) বা ইনবক্সে ম্যাসেজ দিন।

বুকিং করতে কল করুনঃ
🔥বুকিং করতে পারবেন, বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুনঃ-
✴Hotline:-
🤳 +880 1793761211 what's app

✴সরাসরি যোগাযোগ করুনঃ -
কাসেমী ট্রাভেলস ( হজ্ব ও উমরাহ)
বরিশাল অফিস:
হোসাইনিয়া মাদ্রাসা নথুল্লাবাদ বরিশাল।
ঢাকা অফিস:- গেন্ডারিয়া ডিস্টিলারি রোড সূত্রাপুর ঢাকা।












08/11/2022


Makka ♥️
যারা ডিসেম্বরের ছুটি পর্বিত্র মক্কা মদীনায় কাটাতে চান তারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ।
01793761211

08/11/2022

Madina munaowara ♥️♥️♥️
যারা যেতে চান তারা আজই যোগাযোগ করুন ধন্যবাদ
01793761211

01/11/2022

❤️👇❤️


04/10/2022

আমাদের নতুন পেইজে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে,সবাই ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ ❣️

Address

Dhaka

Telephone

+8801793761211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kashemi travels Hajj-Umrah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kashemi travels Hajj-Umrah:

Videos

Share

Category