Rafiq travels world

Rafiq travels world I wonder from country to country to see the unseen world

মুঘল সম্রাট, শাহজাহান ১৬৪৪ হতে ১৬৫৬ সালের মধ্যে শাহাজানাবাদের সবচেয়ে উঁচু স্থানে মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির নকশা কর...
31/05/2024

মুঘল সম্রাট, শাহজাহান ১৬৪৪ হতে ১৬৫৬ সালের মধ্যে শাহাজানাবাদের সবচেয়ে উঁচু স্থানে মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির নকশা করেন স্থপতি, উস্তব খলিল এবং এর নির্মাণে প্রায় ৫০০০ জন শ্রমিক কাজ করেন।এ নিমার্ণে তুর্কি, আরব, পারস্য এবং ইউরোপ সহ বিভিন্ন দেশের মানুষ কাজ করেন। এ নির্মানের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন শাহজাহান এর উজির (বা প্রধান মন্ত্রী), সাদুল্লাহ খান এবং শাহজাহান এর পরিবারের হিসাবাধ্যক্ষ, ফজিল খান। সে সময় অনুযায়ী, নির্মাণ করতে প্রায় ১০ লাখ (১ মিলিয়ন) রুপি খরচ হয়। ১৬৫৬ সালের জুলাই মাসের ২৩ তারিখে উজবেকিস্তানের বুখারি থেকে আগত সৈয়দ আব্দুল গফুর শাহ বুখারি মসজিদটির উদ্ভোধন করেন।

মসজিদটি ছিল শাহজাহানের শাসনামলে নির্মিত শেষ স্থাপত্য। মুঘল যুগের শেষ পর্যন্ত এটি সম্রাটদের রাজকীয় মসজিদ ছিল। এই মসজিদেই শাহজাহান জুম্মার নামাযে খুতবা দিয়ে তার শাসনামল আনুষ্ঠানিক করেন। মসজিদটি ভারতে মুঘলদের সার্বভৌমত্বের প্রতীক হওয়ায় সেটি রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ ছিল। মসজিদটি শাহজাহানাবাদে বসবাসকারী মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, যেখানে শ্রেণিভাগ অতিক্রম করে মানুষ একে অপরের সাথে সম্পর্ক রক্ষা করতে পারত। শাহজানাবাদের মানুষ এখানে শ্রেণিভাগ ভূলে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারত, তাই মসজিদটি তাদের জন্যও গুরুত্বপূর্ণ ছিল।

ভোর প্রতিদিনই হয়, কিন্তু আমাদের প্রতিদিন এর দেখা ভোর    কি একিরকম? না,  শুভ সকাল সবাইকে।
11/10/2023

ভোর প্রতিদিনই হয়, কিন্তু আমাদের প্রতিদিন এর দেখা ভোর কি একিরকম? না, শুভ সকাল সবাইকে।

পাকুরিয়া রাজশাহী দর্শনা রোড
10/10/2023

পাকুরিয়া রাজশাহী দর্শনা রোড

ভারতের কর্ণাটকের মহীশূর, ভ্রমণ সময় ২০১২মহীশূর প্রাসাদ, যা অম্বা বিলাস প্রাসাদ নামেও পরিচিত, একটি ঐতিহাসিক প্রাসাদ এবং এক...
05/10/2023

ভারতের কর্ণাটকের মহীশূর, ভ্রমণ সময় ২০১২

মহীশূর প্রাসাদ, যা অম্বা বিলাস প্রাসাদ নামেও পরিচিত, একটি ঐতিহাসিক প্রাসাদ এবং একটি রাজকীয় বাসস্থান (ঘর)। এটি অনেক বড় প্রাসাদ এটি ভারতের কর্ণাটকের মহীশূরে অবস্থিত। এটি ওয়াদিয়ার রাজবংশের সরকারি বাসভবন এবং মহীশূর রাজ্যের আসন ছিল। প্রাসাদটি মহীশূরের কেন্দ্রে এবং পূর্ব দিকে চামুন্ডি পাহাড়ের মুখোমুখি। মহীশূরকে সাধারণত 'প্রাসাদের শহর' হিসাবে বর্ণনা করা হয় এবং এটি সহ সাতটি প্রাসাদ রয়েছে। যাইহোক, মহীশূর প্রাসাদ বিশেষভাবে নতুন দুর্গের মধ্যে একটিকে বোঝায়।

যে জমিতে প্রাসাদটি এখন দাঁড়িয়ে আছে তা মূলত মাইসুরু (আক্ষরিক অর্থে "সিটাডেল") নামে পরিচিত ছিল। স্বপ্না 14 শতকে ওল্ড ফোর্টের ভিতরে প্রথম প্রাসাদ তৈরি করেছিলেন, যেটি একাধিকবার পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং পুনর্নির্মাণ করা হয়েছিল। পুরাতন দুর্গটি কাঠের তৈরি এবং এইভাবে সহজেই আগুন ধরে যায়, অন্যদিকে বর্তমান দুর্গটি পাথর, ইট এবং কাঠের তৈরি। বর্তমান কাঠামোটি 1897 থেকে 1912 সালের মধ্যে নির্মিত হয়েছিল, পুরানো প্রাসাদটি পুড়ে যাওয়ার পরে, বর্তমান কাঠামোটি নতুন দুর্গ নামেও পরিচিত। তাজমহলের পর মহীশূর প্রাসাদ হল ভারতের অন্যতম বিখ্যাত পর্যটক আকর্ষণ, যেখানে বার্ষিক ছয় মিলিয়নেরও বেশি দর্শক আসে

তিরুবনন্তপুরমে কেরালা ভারত,  ভ্রমণ সময়ন২০১২শ্রী পদ্মনাভস্বামী  মন্দির হল একটি হিন্দু মন্দির, যা ভারতের কেরালা রাজ্যের রা...
03/10/2023

তিরুবনন্তপুরমে কেরালা ভারত, ভ্রমণ সময়ন২০১২

শ্রী পদ্মনাভস্বামী মন্দির হল একটি হিন্দু মন্দির, যা ভারতের কেরালা রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরমে বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। এটি ব্যাপকভাবে বিশ্বের সবচেয়ে ধনী হিন্দু মন্দির হিসেবে বিবেচিত হয়। মালয়ালম এবং তামিল ভাষায় 'তিরুবনন্তপুরম' শহরের নাম "অনন্তের শহর" (অনন্ত বিষ্ণুর রূপ)। মন্দিরটি কেরালা শৈলী এবং দ্রাবিড় স্থাপত্যশৈলীর একটি জটিল সংমিশ্রণে নির্মিত, যার মধ্যে রয়েছে উঁচু দেয়াল এবং একটি 16 শতকের গোপুরা। যদিও কিছু ঐতিহ্য অনুসারে কেরালার কাসারগোড জেলার কুম্বলার অনন্তপুরা মন্দিরটিকে দেবতার আদি আধ্যাত্মিক আসন ("মূলস্থানম") হিসাবে বিবেচনা করা হয়, স্থাপত্যগতভাবে কিছুটা হলেও, মন্দিরটি কন্যাকুমারীর তিরুভাট্টার আদিকেশব পেরুমল মন্দিরের প্রতিরূপ। তামিলনাড়ুর জেলা।

প্রধান দেবতা হলেন পদ্মনাভস্বামী (বিষ্ণু), যিনি "অনন্ত শয়ন" ভঙ্গিতে বিরাজমান, অনন্ত সর্প আদিশেশের উপর চিরন্তন যোগিক নিদ্রা। পদ্মনাভস্মী ত্রাভাঙ্কোর রাজপরিবারের গুরুদেবতা।

Today  Fish BBQ night, বাইপাস খুলনা
25/09/2023

Today Fish BBQ night, বাইপাস খুলনা

রাজশাহী  ভ্রমণ বৃত্তান্তের ছবি
20/09/2023

রাজশাহী ভ্রমণ বৃত্তান্তের ছবি

Going to Rajshahi
17/09/2023

Going to Rajshahi

বিবেকানন্দ রক মেমোরিয়াল, ভ্রমণ সময় ২০১২বিবেকানন্দ রক মেমোরিয়াল ভারতের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারীতে অবস্থিত হিন্দুদ...
14/09/2023

বিবেকানন্দ রক মেমোরিয়াল, ভ্রমণ সময় ২০১২

বিবেকানন্দ রক মেমোরিয়াল ভারতের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারীতে অবস্থিত হিন্দুদের একটি পবিত্র স্মারকস্থল ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি কন্যাকুমারীর বাবাতুরাই-এর কাছে মূল ভূখণ্ড থেকে ৫০০ মিটার দূরে সমুদ্রের উপর অবস্থান করছে। বিবেকানন্দ রক ভারতের প্রধান স্থলভাগের দক্ষিণতম বিন্দু। ১৮৯২ সালের ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ এখানে এসে এই শিলাখণ্ডের উপর বসে দীর্ঘক্ষণ ধ্যান করেছিলেন। এখানে বসে তিনি ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে দীর্ঘক্ষণ চিন্তা করেন। তারই স্মৃতিতে ১৯৭০ সালে বিবেকানন্দ রক মেমোরিয়াল কমিটি এখানে একটি স্মারকস্থল নির্মাণ করেন।

প্রাচীন তামিল প্রবাদ অনুসারে, এই শিলাতে দেবী কুমারী বসে তপস্যা করেছিলেন। তাই এই শিলার আগেকার নাম ছিল শ্রীপদ পারাই (দেবী কুমারীর পদস্পর্শধন্য শিলা)। বর্তমানে শিলার উপর একটি ধ্যানমণ্ডপ নির্মিত হয়েছে। এখানে বসে পর্যটকরা ধ্যান করেন। ধ্যানমণ্ডপের স্থাপত্যে ভারতের নানা অঞ্চলের স্থাপত্যরীতির মিশ্রণ দেখা যায়। মণ্ডপের ভিতর স্বামী বিবেকানন্দের একটি মূর্তিও আছে। এখান থেকে আরব সাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের মিলনস্থল দেখা যায়।

কন্যাকুমারী ভ্রমণ সময় ২০১২কন্যাকুমারী  'দ্য ভার্জিন (বা কন্যা) রাজকুমারী', দেবী কন্যা কুমারীকে উল্লেখ করে), যা কেপ কমোরি...
10/09/2023

কন্যাকুমারী ভ্রমণ সময় ২০১২

কন্যাকুমারী 'দ্য ভার্জিন (বা কন্যা) রাজকুমারী', দেবী কন্যা কুমারীকে উল্লেখ করে), যা কেপ কমোরিন নামেও পরিচিত, ভারতের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী জেলার একটি শহর। এটি ভারতীয় উপমহাদেশের দক্ষিণতম প্রান্ত এবং ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম শহর, এবং এইভাবে "ভূমির শেষ" হিসাবে উল্লেখ করা হয়। শহরটি তিরুবনন্তপুরম শহরের 90 কিলোমিটার (56 মাইল) দক্ষিণে এবং কানিয়াকুমারী জেলার সদর দপ্তর নাগেরকোয়েল থেকে প্রায় 20 কিলোমিটার (12 মাইল) দক্ষিণে অবস্থিত।

কন্যাকুমারী ভারতের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য এবং তীর্থস্থান। উল্লেখযোগ্য পর্যটন স্পটগুলির মধ্যে রয়েছে এর অনন্য সূর্যোদয় এবং সূর্যাস্ত পয়েন্ট, 41-মিটার (133 ফুট) তিরুভাল্লুভার মূর্তি, এবং উপকূলে অবস্থিত বিবেকানন্দ রক মেমোরিয়াল। উপদ্বীপের ভারতের প্রান্তে অবস্থিত, শহরটি পশ্চিম, দক্ষিণ এবং পূর্বে ল্যাকাডিভ সাগর দ্বারা সীমাবদ্ধ। এটির একটি উপকূলরেখা রয়েছে 71.5 কিলোমিটার (44.4 মাইল) এই তিন দিকে প্রসারিত।

শহরের উপকূলে দেবী কনিয়াকুমারীর (কুমারী দেবী) একটি মন্দির রয়েছে যার নামানুসারে এই শহরের নামকরণ করা হয়েছে। কনিয়াকুমারী সঙ্গম যুগ থেকে একটি শহর এবং পুরানো মালায়ালাম সাহিত্যে এবং টলেমি এবং মার্কো পোলোর বিবরণে উল্লেখ করা হয়েছে।

পন্ডিচেরি ভ্রমণ সময় ২০১২পুদুচেরি, পূর্বে পন্ডিচেরি নামে পরিচিত, ভারতে ফরাসি ঔপনিবেশিকতার আবির্ভাবের পরে "প্রাচ্যের ফ্রেঞ...
09/09/2023

পন্ডিচেরি ভ্রমণ সময় ২০১২

পুদুচেরি, পূর্বে পন্ডিচেরি নামে পরিচিত, ভারতে ফরাসি ঔপনিবেশিকতার আবির্ভাবের পরে "প্রাচ্যের ফ্রেঞ্চ রিভেরা" হিসাবে তার তাত্পর্য অর্জন করে। পুদুচেরি হল "নতুন শহর" এর তামিল ব্যাখ্যা এবং প্রধানত "পোডুক" থেকে উদ্ভূত, বাজারের নাম বা "বন্দর শহর" 1ম শতাব্দীতে রোমান বাণিজ্যের জন্য, যেমনটি এরিথ্রিয়ান সাগরের পেরিপ্লাস-এ উল্লেখ করা হয়েছে। এই বসতিটি একসময় বেদ শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের আবাসস্থল ছিল, তাই এটি বেদাপুরী নামেও পরিচিত ছিল।

পুডুচেরির ইতিহাসকে বিস্তৃতভাবে দুটি যুগে শ্রেণীবদ্ধ করা যেতে পারে: প্রাক-ঔপনিবেশিক এবং ঔপনিবেশিক। প্রাক-ঔপনিবেশিক সময়কাল শুরু হয়েছিল পল্লবদের রাজত্বের সাথে, যারা 325 থেকে 900 সাল পর্যন্ত সাম্রাজ্য শাসন করেছিল, তারপরে 900 থেকে 1279 সাল পর্যন্ত চোল রাজবংশ এবং 1279 থেকে 1370 সাল পর্যন্ত পান্ড্য রাজবংশ আসে। 14 শতকে, শহরটি 1370 থেকে 1614 সাল পর্যন্ত বিজয়নগর সাম্রাজ্যের জিঞ্জির নায়েকশিপের অধীনে ছিল, যখন এটি বিজাপুরের সুলতান দ্বারা জয় করা হয়েছিল, যিনি এটি 1614 থেকে 1638 সাল পর্যন্ত শাসন করেছিলেন। এই সময়কালে পর্তুগিজ এবং ডেনিশ বণিকরা এটি ব্যবহার করেছিলেন। একটি বাণিজ্য কেন্দ্র।
ঔপনিবেশিক যুগ শুরু হয়েছিল পর্তুগিজদের সাথে, প্রথম ইউরোপীয়রা যারা বস্ত্রের ব্যবসা পরিচালনা করেছিল, 1521 সালে, এবং পরবর্তীকালে, 17 শতকে ডাচ এবং ডেনস।পুদুচেরির সমৃদ্ধ বাণিজ্য ফরাসিদের আকৃষ্ট করেছিল, এবং শহরের প্রধান বৈশিষ্ট্যটি 1674 সালে ফরাসি অগ্রগামী ফ্রাঁসোয়া মার্টিন একটি ফরাসি বন্দোবস্তের আকারে স্থাপন করেছিলেন। 1693 সালে, পুদুচেরি ডাচদের দ্বারা দখল করা হয়েছিল এবং পরবর্তীতে 1699 সালে পুনরুদ্ধার করা হয়েছিল, রিসউইক চুক্তির সাথে।ফরাসিরা 1720 সালে মাহে, 1731 সালে ইয়ানাম এবং 1738 সালে কারাইকালকে অধিগ্রহণ করে। ব্রিটিশরা ফরাসিদের কাছ থেকে শহরটি দখল করে কিন্তু 1763 সালে প্যারিস চুক্তির পর এটি ফিরিয়ে দেয়। এই অ্যাংলো-ফরাসি যুদ্ধ 1814 সাল পর্যন্ত অব্যাহত ছিল, যেখানে ফ্রান্স নিজেকে আবিষ্কার করেছিল। ১৯৫৪ সাল পর্যন্ত ব্রিটিশ আমলে পুদুচেরি, মাহে, ইয়ানাম, কারাইকাল এবং চন্দরনাগরের জনবসতি নিয়ন্ত্রণ করে। এটি ফরাসিদের অধীনে ১৩৮ বছরের শাসনামল ছিল, যারা ৩১ অক্টোবর ১৯৫৪ তারিখে ভারতীয় উপকূল ছেড়ে চলে যায়। ক্ষমতা আরিকামেডু, আরিয়ানকুপ্পাম, কাকায়ানথোপ্পে, ভিলিয়ানুর এবং বাহুরের মতো কাছাকাছি স্থানগুলি, যা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা উপনিবেশিত হয়েছিল এবং পরে পন্ডিচেরির কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছিল, ঔপনিবেশিক সময়কালের পূর্ববর্তী ইতিহাসগুলি রেকর্ড করেছে।

Poduke বা Poduca (বাজার) ছিল খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে একটি রোমান বাণিজ্য গন্তব্য। পডুকাকে সম্ভবত আরিকামেদু (বর্তমানে আরিয়ানকুপ্পামের অংশ) হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা আধুনিক শহর পন্ডিচেরি থেকে প্রায় 2 মাইল (3.2 কিমি) দূরে অবস্থিত। এলাকাটি ৪র্থ শতাব্দীতে কাঞ্চিপুরমের পল্লব রাজ্যের অংশ ছিল। থাঞ্জাভুরের চোলরা এটিকে 10ম থেকে 13শ শতাব্দী পর্যন্ত ধরে রেখেছিল, যতক্ষণ না এটি 13শ শতাব্দীতে পান্ড্য রাজ্য দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। বিজয়নগর সাম্রাজ্য 14 শতকে প্রায় সমগ্র দক্ষিণ ভারতের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং 1638 সাল পর্যন্ত নিয়ন্ত্রণ বজায় রেখেছিল, যখন তারা বিজাপুরের সুলতান দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল।

1674 সালে, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি পন্ডিচেরিতে একটি বাণিজ্য কেন্দ্র স্থাপন করে এবং এই ফাঁড়িটি শেষ পর্যন্ত ভারতে প্রধান ফরাসি বসতিতে পরিণত হয়। ফরাসি গভর্নর ফ্রাঁসোয়া মার্টিন একই সময়ে ডাচ এবং ইংরেজদের প্রবল বিরোধিতার মুখোমুখি হয়ে শহর এবং এর বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করেছিলেন। তিনি সুলতানের পক্ষে থাকা বেশ কয়েকজন রোভিং ফরাসি বণিক এবং ডাক্তারদের মধ্যস্থতার মাধ্যমে গোলকুণ্ডার সুলতানদের সাথে বর্ধিত আলোচনায় প্রবেশ করেন। অলঙ্কার এবং মূল্যবান পাথরের ব্যবসা, যা ইউরোপীয় আদালতে অত্যন্ত ফ্যাশনেবল হয়ে উঠেছে, অনেকগুলি কাজের মধ্যে একটি ছিল। 1668 এবং 1674 সালের মধ্যে দক্ষিণ ভারতীয় উপকূলে পাঁচটি ব্যবসায়িক পোস্ট প্রতিষ্ঠিত হয়েছিল। শহরটিকে একটি খাল দ্বারা ফ্রেঞ্চ কোয়ার্টার এবং ইন্ডিয়ান কোয়ার্টারে বিভক্ত করা হয়েছিল।1693 সালের 21 আগস্ট, নয় বছরের যুদ্ধের সময়, পন্ডিচেরি ডাচদের দ্বারা দখল করা হয়েছিল। ডাচ কোরোমন্ডেলের গভর্নর, লরেন্স পিট দ্য ইয়াংগার, নাগাপট্টিনাম থেকে সতেরোটি জাহাজ এবং 1,600 জন লোকের একটি বহর নিয়ে যাত্রা করেন এবং পন্ডিচেরিতে দুই সপ্তাহের জন্য বোমাবর্ষণ করেন, যার পরে ফ্রাঙ্কোয়া মার্টিন আত্মসমর্পণ করেন। রিসউইকের শান্তিতে, সমস্ত পক্ষ বিজিত অঞ্চলগুলি ফিরিয়ে দিতে সম্মত হয়েছিল এবং 1699 সালে, পন্ডিচেরি ফরাসিদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছিল।

1761 সালের 16 জানুয়ারি, ব্রিটিশরা ফরাসিদের কাছ থেকে পন্ডিচেরি দখল করে, কিন্তু সাত বছরের যুদ্ধের উপসংহারে প্যারিস চুক্তি (1763) এর অধীনে এটি ফিরিয়ে দেওয়া হয়। ফরাসি বিপ্লবের যুদ্ধের মধ্যে পন্ডিচেরির অবরোধে 1793 সালে ব্রিটিশরা আবার এলাকাটির নিয়ন্ত্রণ নেয় এবং 1814 সালে ফ্রান্সে ফিরিয়ে দেয়।
কার্যত স্থানান্তরের কয়েক মাস পর প্রধানমন্ত্রী নেহেরু পন্ডিচেরি সফর করছেন

18 মার্চ 1954 সালে, পন্ডিচেরির পৌরসভাগুলি দ্বারা ভারতের সাথে অবিলম্বে একীভূত হওয়ার দাবিতে বেশ কয়েকটি প্রস্তাব পাস করা হয়েছিল। কিছু দিন পরে, করাইকালের পৌরসভাগুলি দ্বারা অনুরূপ প্রস্তাব পাস করা হয়েছিল। রেজোলিউশনগুলিতে ফরাসি ভারতীয় কাউন্সিলরদের পূর্ণ সমর্থন ছিল, যারা মন্ত্রী হিসাবে পরিচিত, এবং প্রতিনিধি পরিষদের সভাপতি। এই পৌরসভাগুলি ফরাসি সম্পত্তির জনসংখ্যার প্রায় 90% প্রতিনিধিত্ব করে এবং তারা জনগণের ইচ্ছাকে কার্যকর করার জন্য জরুরি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ফ্রান্সের সরকারকে আহ্বান জানায়। ভারত সরকার সাফ জানিয়ে দিয়েছিল যে জনগণের সাংস্কৃতিক ও অন্যান্য অধিকারকে সম্পূর্ণভাবে সম্মান করা হবে। তারা অবিলম্বে ফ্রান্সের ডি-জুর সার্বভৌমত্ব হস্তান্তরের জন্য অনুরোধ করছিল না। তাদের পরামর্শ ছিল যে প্রশাসনের একটি ডি ফ্যাক্টো হস্তান্তর অবিলম্বে হওয়া উচিত, যখন সাংবিধানিক সমস্যাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফরাসি সার্বভৌমত্ব অব্যাহত রাখা উচিত। ভারত এবং ফ্রান্স উভয়কেই তাদের নিজ নিজ সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে। এই সবকিছুর জন্য সময় লাগবে, যখন জনগণের দাবি ছিল গণভোট ছাড়াই অবিলম্বে একীভূত হওয়ার জন্য। ভারত সরকার নিশ্চিত ছিল যে তারা যে পরামর্শ দিয়েছিল তা একটি মীমাংসা উন্নীত করতে সাহায্য করবে, যা তারা ব্যাপকভাবে কামনা করেছিল।

18 অক্টোবর 1954-এ, পৌর পন্ডিচেরি এবং পঞ্চায়েতের কমিউনে 178 জন লোক নিয়ে একটি সাধারণ নির্বাচনে, 170 জন একীকরণের পক্ষে ছিল এবং আটজন লোক বিপক্ষে ভোট দেয়। ফরাসি শাসন থেকে ভারতীয় ইউনিয়নে ফরাসি ভারতীয় অঞ্চলগুলির ডি ফ্যাক্টো হস্তান্তর 1 নভেম্বর 1954-এ হয়েছিল এবং পন্ডিচেরির কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ডি জুর হস্তান্তর কার্যকরী চুক্তিটি 1956 সালে স্বাক্ষরিত হয়েছিল। যাইহোক, ফ্রান্সের বিরোধিতার কারণে, ফরাসি জাতীয় পরিষদ দ্বারা এই চুক্তির অনুমোদন শুধুমাত্র 16 আগস্ট 1962 সালে হয়েছিল।

https://youtu.be/8mRbq_BxDwE
30/08/2023

https://youtu.be/8mRbq_BxDwE

একদা আমরা বন্ধুরা মিলিয়া দার্জিলিং গিয়েছিলাম, সেখানে আমরা বন্ধুরা মিলিয়া নানাবিধ মাস্তি করিয়াছিলাম, যাহার .....

চেন্নাই , ভ্রমণ সময় ২০১২
30/08/2023

চেন্নাই , ভ্রমণ সময় ২০১২

টিপু সুলতানের সামার প্যালেস ভ্র্মন, সময় - ২০১২টিপু সুলতানের গ্রীষ্মকালীন প্রাসাদ, ভারতের ব্যাঙ্গালোরে, ইন্দো-ইসলামিক স্থ...
16/08/2023

টিপু সুলতানের সামার প্যালেস ভ্র্মন, সময় - ২০১২

টিপু সুলতানের গ্রীষ্মকালীন প্রাসাদ, ভারতের ব্যাঙ্গালোরে, ইন্দো-ইসলামিক স্থাপত্যের একটি উদাহরণ এবং এটি ছিল মাইসোরীয় শাসক টিপু সুলতানের গ্রীষ্মকালীন বাসভবন। হায়দার আলী বেঙ্গালুরু দুর্গের দেয়ালের মধ্যে এর নির্মাণ শুরু করেছিলেন এবং এটি 1791 সালে টিপু সুলতানের শাসনামলে সম্পন্ন হয়েছিল। চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে টিপু সুলতানের মৃত্যুর পর, ব্রিটিশ প্রশাসন প্রাসাদটিকে তার সচিবালয়ের জন্য ব্যবহার করে। 1868 সালে আত্তারা কাচেরি। বর্তমানে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ একটি পর্যটন স্পট হিসাবে কালাসিপাল্যা বাসস্ট্যান্ডের কাছে ওল্ড ব্যাঙ্গালোরের কেন্দ্রে অবস্থিত প্রাসাদটির রক্ষণাবেক্ষণ করে।

কাঠামোটি সম্পূর্ণ সেগুনের তৈরি এবং স্তম্ভ, খিলান এবং বারান্দা দিয়ে সুশোভিত। টিপু সুলতান উপরের তলার পূর্ব ও পশ্চিম বারান্দা থেকে দরবার পরিচালনা করতেন বলে ধারণা করা হয়। প্রথম তলার কোণায় চারটি ছোট কক্ষ আছে যেগুলো ছিল জেনানা কোয়ার্টার। প্রাসাদের দেয়ালে শোভা পাচ্ছে সুন্দর ফুলের মোটিফ। সাইটটিতে টিপু সুলতানের নিজের কল্পনা করা গ্র্যান্ড সিংহাসনের একটি চিত্রও রয়েছে। সোনার চাদর দিয়ে লেপা এবং মূল্যবান পান্না পাথর দিয়ে সজ্জিত, টিপু ব্রিটিশ সেনাবাহিনীকে সম্পূর্ণরূপে পরাজিত না করা পর্যন্ত এটি ব্যবহার করবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন। টিপু সুলতানের মৃত্যুর পর, ব্রিটিশরা সিংহাসনটি ভেঙ্গে ফেলে এবং এর অংশ নিলাম করে কারণ এটি একক ব্যক্তির পক্ষে সম্পূর্ণ কেনার জন্য অত্যন্ত ব্যয়বহুল ছিল।[উদ্ধৃতি প্রয়োজন]

নিচতলার কক্ষগুলোকে একটি ছোট জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে যেখানে টিপু সুলতান ও তার প্রশাসনের বিভিন্ন অর্জন দেখানো হয়েছে। সেখানে সে সময়ের মানুষ ও স্থানের সদ্য করা প্রতিকৃতি রয়েছে। টিপুর বাঘের একটি প্রতিরূপ রয়েছে যা লন্ডনের ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট মিউজিয়ামে রয়েছে। টিপু সুলতানের জামাকাপড় এবং তার মুকুট রৌপ্য ও স্বর্ণের পাদদেশে রয়েছে। হায়দার আলীকে একজন জেনারেলের দেওয়া রৌপ্য পাত্রও প্রদর্শিত হয়।

যে সময় থমকে থাকে
03/08/2023

যে সময় থমকে থাকে

পবিত্র বাইতুল্লাহ শরীফ
30/06/2023

পবিত্র বাইতুল্লাহ শরীফ

Mekkah
21/06/2023

Mekkah

পবিত্র হজ্জ পালন করার জন্য পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে যাত্রা করলাম সবার কাছে দোয়ার দরখাস্ত রইল,।
17/06/2023

পবিত্র হজ্জ পালন করার জন্য পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে যাত্রা করলাম সবার কাছে দোয়ার দরখাস্ত রইল,।

23/04/2023

আমরা যদি একে অন্যকে ফলো করি তাহলে 20k হওয়া কোন ব্যাপার না।
এতে সকলের উপকার।
✅Follow For Follow ✅

২৭ এপ্রিল সবাইকে নাটক দেখার আমন্ত্রণ
23/04/2023

২৭ এপ্রিল সবাইকে নাটক দেখার আমন্ত্রণ

আমন্ত্রণ।
প্রিয় সুধী, আগামী ২৭ এপ্রিল ২০২৩ সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে সেলিম আল দীন'র রচনায় এবং নাসির উদ্দীন ইউসুফ'র নির্দেশনায় ঢাকা থিয়েটার প্রযোজনা "নিমজ্জন"। নাটকটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি।

আমন্ত্রণ। প্রিয় সুধী, আগামী ২৭ এপ্রিল  ২০২৩ সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে সেলিম ...
23/04/2023

আমন্ত্রণ।
প্রিয় সুধী, আগামী ২৭ এপ্রিল ২০২৩ সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে সেলিম আল দীন'র রচনায় এবং নাসির উদ্দীন ইউসুফ'র নির্দেশনায় ঢাকা থিয়েটার প্রযোজনা "নিমজ্জন"। নাটকটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি।

ঈদ মোবারক
23/04/2023

ঈদ মোবারক

23/04/2023

I've received 300 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

২০ তম কায়রো আন্তর্জাতিক এক্সপেরিমেন্টাল  থিয়েটার ফেস্টিভাল এর সময় তোলা কিছু ছবি, সময় ২০০৮
16/04/2023

২০ তম কায়রো আন্তর্জাতিক এক্সপেরিমেন্টাল থিয়েটার ফেস্টিভাল এর সময় তোলা কিছু ছবি, সময় ২০০৮

আলেক্সান্দ্রিয়া,  মিশরের্‌ ভ্রমণ সময় ২০০৮আলেক্সান্দ্রিয়া হল মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর এবং এই শহরেই মিশরের বৃহত্তম সম...
13/04/2023

আলেক্সান্দ্রিয়া, মিশরের্‌ ভ্রমণ সময় ২০০৮
আলেক্সান্দ্রিয়া হল মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর এবং এই শহরেই মিশরের বৃহত্তম সমুদ্র বন্দর অবস্থিত। আলেক্সান্দ্রিয়া উত্তর পশ্চিম মিশরে ভূমধ্যসাগরের উপরে এবং নিচে প্রায় ৩২ কিলোমিটার বা ২০ মাইল পর্যন্ত বিস্তিত। এই শহরের মিশরের বিখ্যাত গ্রন্থাগার বিবলিওথেকা আলেক্সান্দ্রিয়া অবস্থিত। এটি শিল্প এবং বাণিজ্য কেন্দ্র কারন এর সাথে সুয়েজ হয়ে আসা প্রাকৃতিক গ্যাস এবং তেলের পাইপলাইন রয়েছে। এই শহরটি গভর্ণর শাসিত এবং এই ধরনের শহরকে মিশরে মুহাফাজা বলা হয়।

প্রাচীনকালে এই শহরটি বাতিঘর এবং গ্রন্থাগারের যা প্রাচীন পৃথিবীর সর্ববৃহৎ গ্রন্থাগার জন্য বিখ্যাত ছিল। সম্প্রতি আলেক্সান্দ্রিয়ার সমুদ্রতীরবর্তী এলাকায় সামুদ্রিক নৃবিজ্ঞান এর উপর ভিত্তি করে পরিচালিত গবেষণায় । আলেক্সান্ডারের আগমনের পূর্বে যখন এই শহরের নাম ছিল রাকোটিস সেই সময় এবং টলেমীয় রাজত্বের সময়ের আলেক্সিন্দ্রিয়া সম্বন্ধে নতুন অনেক তথ্যই পাওয়া যাচ্ছে।
আলেক্সান্দ্রিয়ার নামকরণ করা হয়েছে এর প্রতিষ্ঠাতা আলেক্সান্ডার দি গ্রেটের নামানুসারে। আলেক্সান্ডারের মৃত্যুর পর তার অন্যতম সেনাপতি টলেমী আলেক্সান্ডারের সাম্রাজ্যের এই অংশের অধিকারী হন। এটি ছিল মিশরের টলেমীয় শাসকদের রাজধানী এবং হেলেনীয় পৃথিবীর শ্রেষ্ঠতম শহর যা আয়তন এবং সম্পদে একমাত্র রোমের থেকে পিছনে ছিল। মিশরের মধ্যযুগীয় মুসলিম শাসকগণ যখন কায়রো শহরের গোড়াপত্তন ঘটান তখনই আলেক্সান্দ্রিয়ার পতন ত্বরান্বিত হয় এবং উসমানীয় রাজত্বের সময় এটি নিছক একটি ছোট জেলেপাড়া হিসেবে পরিগণিত হয়।

আলেক্সান্ডার দি গ্রেট আলেক্সান্দ্রিয়া নগরী প্রতিষ্ঠা করেন আনুমানিক ৩৩৪ খৃস্টপূর্বাব্দের দিকে। সঠিক তারিখ নির্ণয় করা সম্ভব হয়নি। এই নগরী তৈরিতে আলেক্সান্ডারের প্রধান স্থপতি হিসেবে কাজ করেছেন রোডসের ডাইনোক্রেটস। এই সম্পর্কে প্রাচীন বর্ণনাসমূহ বেশ জটিল এবং বিভিন্ন কারন দ্বারা প্রভাবান্নিত। ইতিহাসবেত্তা অ্যারিয়ানের বর্ণনায় আলেক্সান্ডার কিভাবে শহর তৈরির প্রাথমিক পরিকল্পনা করেছিলেন তা জানা যায়। আলেক্সান্ডারের ভবিষ্যৎ দ্রষ্টারা বিশেষ করে টেলমেসাসের অ্যারিস্টান্ডার কিছু পূর্ব লক্ষণ বিবেচনা করে বলেছিলেন যে এই শহর ব্যাপক উন্নতি করবে এবং বিশেষ করে শষ্যের দিক দিয়ে এই উন্নতি ত্বরান্বিত হবে।

মিশরীয় জাদুঘর ভ্রমণ সময় -২০০৮কায়রোর মিশরীয় জাদুঘর, সাধারণত মিশরীয় জাদুঘর নামে পরিচিত, মিশরের কায়রোতে অবস্থিত, বিশ্ব...
11/04/2023

মিশরীয় জাদুঘর ভ্রমণ সময় -২০০৮
কায়রোর মিশরীয় জাদুঘর, সাধারণত মিশরীয় জাদুঘর নামে পরিচিত, মিশরের কায়রোতে অবস্থিত, বিশ্বের মিশরীয় পুরাকীর্তিগুলির বৃহত্তম সংগ্রহ রয়েছে। এটিতে 120,000 টিরও বেশি আইটেম রয়েছে, প্রদর্শনে একটি প্রতিনিধি পরিমাণ সহ। 1901 সালে নির্মিত একটি ভবনে অবস্থিত, এটি আফ্রিকার বৃহত্তম জাদুঘর। এর মাস্টারপিসগুলির মধ্যে রয়েছে ফারাও তুতানখামুনের ধন, এর আইকনিক সোনার দাফনের মুখোশ সহ, যা ব্যাপকভাবে বিশ্বের অন্যতম সেরা শিল্পকর্ম হিসাবে বিবেচিত এবং প্রাচীন মিশরের একটি বিশিষ্ট প্রতীক।
প্রাচীন মিশরীয় যাদুঘরে প্রাচীন মিশরীয় ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। এটি ফারাওনিক পুরাকীর্তিগুলির বিশ্বের বৃহত্তম সংগ্রহ রয়েছে। মিশরীয় সরকার ইজবেকিহ গার্ডেনের কাছে 1835 সালে নির্মিত জাদুঘরটি প্রতিষ্ঠা করে এবং পরে কায়রো সিটাডেলে স্থানান্তরিত হয়। 1855 সালে, অস্ট্রিয়ার আর্চডিউক ম্যাক্সিমিলিয়ানকে মিশরীয় সরকার সমস্ত নিদর্শন প্রদান করেছিল; এগুলো এখন ভিয়েনার Kunsthistorisches Museum-এ আছে।

অগাস্ট মেরিয়েটের নির্দেশে নতুন পুরাকীর্তি বিভাগের ভিত্তির পর 1858 সালে একটি প্রাক্তন গুদামে বাউলাক-এ একটি নতুন যাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল। ভবনটি নীল নদের তীরে ছিল এবং 1878 সালে নীল নদের বন্যার কারণে এটি উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়। 1891 সালে, সংগ্রহগুলি কায়রোর গিজা জেলার একটি প্রাক্তন রাজপ্রাসাদে স্থানান্তরিত হয়। 1902 সাল পর্যন্ত তারা সেখানেই থেকে যায় যখন তারা তাহরির স্কোয়ারের বর্তমান জাদুঘরে আবার স্থানান্তরিত হয়, যা ফরাসি স্থপতি মার্সেল ডরগননের নকশায় জুসেপ্পে গারোজো এবং ফ্রান্সেসকো জাফরানির ইতালীয় কোম্পানি দ্বারা নির্মিত হয়েছিল।

2004 সালে, জাদুঘর ওয়াফা এল সাদ্দিককে প্রথম মহিলা মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়।
2011 সালের মিশরীয় বিপ্লবের সময়, যাদুঘরটি ভেঙে ফেলা হয়েছিল এবং দুটি মমি ধ্বংস করা হয়েছিল। [6][7] বেশ কিছু নিদর্শনও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দেখানো হয়েছে এবং প্রায় ৫০টি জিনিস চুরি হয়েছে।[8][9] তারপর থেকে, 25 টি বস্তু পাওয়া গেছে। যেগুলি পুনরুদ্ধার করা হয়েছিল সেগুলি 2013 সালের সেপ্টেম্বরে "ক্ষতিগ্রস্ত এবং পুনরুদ্ধার" শিরোনামে একটি প্রদর্শনীতে প্রদর্শন করা হয়েছিল। প্রদর্শিত নিদর্শনগুলির মধ্যে ছিল দেবদারু কাঠের তৈরি রাজা তুতানখামুনের দুটি মূর্তি এবং সোনা দিয়ে আচ্ছাদিত, রাজা আখেনাতেনের একটি মূর্তি, নুবিয়ান রাজাদের উশবতী মূর্তি, একটি শিশুর মমি এবং একটি ছোট পলিক্রোম কাচের দানি।

রিপোর্ট, ভিডিও এবং প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুসারে, 2011 সালের বিপ্লবের সময় যাদুঘরটি একটি নির্যাতনের স্থান হিসাবে ব্যবহৃত হয়েছিল, বিক্ষোভকারীদের জোরপূর্বক এবং বেআইনিভাবে আটক করা হয়েছিল এবং অভিযোগ করা হয়েছিল। অ্যাক্টিভিস্টরা বলে যে "পুরুষদেরকে বৈদ্যুতিক শক, চাবুক এবং তার দিয়ে নির্যাতন করা হয়েছিল," এবং "নারীদের বেড়া এবং গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল।" বিশিষ্ট গায়ক ও কর্মী রামি এসাম যাদুঘরে আটক ও নির্যাতনের শিকার হন।
পুরাকীর্তি বিভাগ (পরিষেবা d'Antiquités মিশরীয়) 1902 সাল থেকে কায়রোতে মিশরীয় জাদুঘরে একটি বিক্রয় কক্ষ (সালে দে ভেন্টেস) পরিচালনা করে নীচ তলায় 56 নম্বর কক্ষে, যেখানে আদি প্রাচীন মিশরীয় শিল্পকর্ম এবং অন্যান্য আদি নিদর্শন বিক্রি করা হয়েছিল। উপরন্তু, 1970-এর দশক পর্যন্ত, ডিলার বা সংগ্রাহকরা বৃহস্পতিবার পরিদর্শনের জন্য কায়রো যাদুঘরে পুরাকীর্তি আনতে পারতেন, এবং যদি জাদুঘরের কর্মকর্তাদের কোনো আপত্তি না থাকে, তাহলে তারা সেগুলিকে তৈরি বাক্সে প্যাক করে রপ্তানির জন্য সীলমোহর করে পরিষ্কার করতে পারে। এখন ব্যক্তিগত সংগ্রহে বা পাবলিক মিউজিয়ামে রাখা অনেক বস্তুর উৎপত্তি এখানে। পুরাকীর্তি বিক্রির কৌশল নিয়ে বছরের পর বছর বিতর্কের পর, 1979 সালের নভেম্বরে বিক্রয় কক্ষটি বন্ধ হয়ে যায়।

ম্পেই'স পিলার, আলেকজান্দ্রিয়া , মিশরের   ভ্রমণ সময় - ২০০৮ম্পেই'স পিলার , রোমানাইজড : '  আমুদ এল-সাওয়ারী ) হল আলেকজান্দ...
06/04/2023

ম্পেই'স পিলার, আলেকজান্দ্রিয়া , মিশরের ভ্রমণ সময় - ২০০৮

ম্পেই'স পিলার , রোমানাইজড : ' আমুদ এল-সাওয়ারী ) হল আলেকজান্দ্রিয়া , মিশরের একটি রোমান বিজয়ী স্তম্ভের নাম । 298-302 খ্রিস্টাব্দের মধ্যে রোমান সম্রাট ডায়োক্লেটিয়ানের সম্মানে স্থাপিত , দৈত্য করিন্থিয়ান কলামটি মূলত বর্ম পরিহিত সম্রাটের একটি বিশাল পোরফিরি মূর্তিকে সমর্থন করেছিল। [১] এটি আলেকজান্দ্রিয়ার সেরাপিয়ামের টেমেনোসের পূর্ব দিকে , সেরাপিসের মন্দিরের ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে আছে ,এটিই একমাত্র প্রাচীন স্মৃতিস্তম্ভ যা আজও আলেকজান্দ্রিয়াতে তার আসল অবস্থানে দাঁড়িয়ে আছে,
297 সালে ডিওক্লেটিয়ান, অগাস্টাস 284 সাল থেকে, দখলদার ডোমিটিয়াস ডোমিটিয়ানাসের বিদ্রোহ দমন করার জন্য মিশরে প্রচারণা চালান । দীর্ঘ অবরোধের পর, ডায়োক্লেটিয়ান আলেকজান্দ্রিয়া দখল করে এবং 298 সালে ডমিটিয়ানসের উত্তরসূরি অরেলিয়াস অ্যাকিলিয়াসকে মৃত্যুদণ্ড দেয় । 302 সালে সম্রাট শহরে ফিরে আসেন এবং একটি রাষ্ট্রীয় শস্য সরবরাহের উদ্বোধন করেন। কলামের স্মৃতিস্তম্ভের উৎসর্গ এবং এর ডায়োক্লেটিয়ানের মূর্তি, ডায়োক্লেটিয়ানকে পোলিওচোস রোমানাইজড : polioúchon Alexandrias , - lit. Alexandria'cgodrity ) হিসেবে বর্ণনা করে। খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে এই উপাধিটি মিশরের হেলেনিস্টিক শাসক, টলেমিদের দ্বারা প্রতিষ্ঠিত প্যান্থিয়নে আইসিসের পুরুষ সমকক্ষ সেরাপিসের ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছিল । সেরাপিসকে উৎসর্গ করা অভয়ারণ্য কমপ্লেক্স যেখানে স্তম্ভটি মূলত স্থাপন করা হয়েছিল, সেরাপিয়াম, খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে রাজা টলেমি তৃতীয় ইউরগেটিসের অধীনে নির্মিত হয়েছিল এবং সম্ভবত দ্বিতীয় শতাব্দীর সম্রাট হ্যাড্রিয়ানের যুগেএটি পুনর্নির্মিত হয়েছিল। কিটোস যুদ্ধে দীর্ঘস্থায়ী ক্ষতি; খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীর পরের দিকে এটিকে আম্মিয়ানাস মার্সেলিনাস বিবেচনা করেছিলেনক্যাপিটোলিন হিল, ক্যাপিটোলিয়ামের জুপিটার অপটিমাস ম্যাক্সিমাসের সাথে শুধুমাত্র রোমের অভয়ারণ্যের প্রতিদ্বন্দ্বী একটি বিস্ময় ।

স্মৃতিস্তম্ভটি প্রায় 26.85 মিটার (88.1 ফুট) উঁচু, এর ভিত্তি এবং মূলধন সহ , এবং মূলত 7 মিটার (23 ফুট) লম্বা একটি মূর্তিকে সমর্থন করত। [৪] [১০] [১] [ক] রোমান মিশরের একমাত্র পরিচিত একশিলা স্তম্ভ (অর্থাৎ, ড্রামের সমন্বয়ে গঠিত নয় ), [১২] এটি বৃহত্তম প্রাচীন মনোলিথগুলির মধ্যে একটি এবং এখন পর্যন্ত নির্মিত বৃহত্তম একশিলা স্তম্ভগুলির মধ্যে একটি । একশিলা স্তম্ভের খাদটি 20.46 মিটার (67.1 ফুট) উচ্চতা এবং এর গোড়ায় 2.71 মিটার (8 ফুট 11 ইঞ্চি) ব্যাস এবং সোকলটি নিজেই 6 মিটার (20 ফুট) লম্বা। [১৩] [৪] উভয়ই ল্যাপিস সাইনাইটস, সায়নে (আধুনিক আসওয়ান ) প্রাচীন খনন থেকে কাটা একটি গোলাপী গ্রানাইট , যখন ছদ্ম-করিন্থিয়ান টাইপের কলাম রাজধানী ধূসর গ্রানাইটের। [৪] কলামের খাদটির ওজন ২৮৫ টন বলে অনুমান করা হয় ।
কলামের সোকেলে গ্রীক ভাষায় লেখা শিলালিপির টিকে থাকা এবং পঠনযোগ্য চারটি লাইন সম্পর্কিত যে একটি প্রাইফেক্টাস ইজিপ্টি (প্রাচীন গ্রীক: , রোমানাইজড: eparchos Aigyptou , lit. মিশরীয় ডিপার্চ্‌সলেট ডি'অ্যাপার্চ্‌সলি ইজিপ্‌স্‌লিট্‌ ' নামে অভিহিত। সম্মান. Publius নামের একটি praefectus aegypti অক্সিরিহিঞ্চাস থেকে দুটি প্যাপিরিতে প্রমাণিত হয়েছে ; তার গভর্নরশিপ অবশ্যই 16 মার্চ 297 তারিখে গভর্নর হিসেবে নাম দেওয়া অ্যারিস্টিয়াস অপটাটাসের প্রিফেকচারের মধ্যে এবং 303 বা এমনকি 302 সালের শেষের দিকে অফিসে থাকা ক্লডিয়াস কুলসিয়ানাসের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল । যেহেতু পুবলিয়াসের নাম স্মৃতিস্তম্ভের উৎসর্গকারী হিসেবে আবির্ভূত হয়, সেহেতু তিনি পদে থাকাকালীন 297 থেকে 303 সালের মধ্যে ডায়োক্লেটিয়ানের কলাম এবং স্টাইলাইট মূর্তিটি অবশ্যই সম্পন্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত শিলালিপিতে গভর্নরের নাম অনেকাংশে মুছে গেছে; পুবলিয়াসের গ্রীক রেন্ডারিং ,পউপ্লিওস ) খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর রিপাবলিকান জেনারেল পম্পি, গ্রীক বানানের সাথে বিভ্রান্ত হয়েছিল ।
বর্মে থাকা ডায়োক্লেটিয়ানের পোরফিরি মূর্তিটি খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীতে কলামের পাদদেশে বিদ্যমান বড় টুকরো থেকে জানা যায়। 1.6 মিটার (5 ফুট 3 ইঞ্চি) খণ্ডের আকার থেকে অনারএন্ডের উরুকে প্রতিনিধিত্ব করে, লরিকেট মূর্তির মূল উচ্চতা প্রায় 7 মিটার (23 ফুট) গণনা করা হয়েছে। ঊনবিংশ শতাব্দীতে মূর্তির কিছু খণ্ড ইউরোপীয় সংগ্রহে ছিল বলে জানা গেলেও, ১৯৩০-এর দশকে তাদের হদিস অজানা ছিল এবং অনুমান করা হয় হারিয়ে গেছে। ডায়োক্লেটিয়ানের পোরফিরি মূর্তিটি খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীতে কলামের পাদদেশে বিদ্যমান বড় টুকরো থেকে জানা যায়। 1.6 মিটার (5 ফুট 3 ইঞ্চি) খণ্ডের আকার থেকে অনারএন্ডের উরুকে প্রতিনিধিত্ব করে, লরিকেট মূর্তির মূল উচ্চতা প্রায় 7 মিটার (23 ফুট) গণনা করা হয়েছে। ঊনবিংশ শতাব্দীতে মূর্তির কিছু খণ্ড ইউরোপীয় সংগ্রহে ছিল বলে জানা গেলেও, ১৯৩০-এর দশকে তাদের হদিস অজানা ছিল এবং অনুমান করা হয় হারিয়ে গেছে। ডায়োক্লেটিয়ানের পোরফিরি মূর্তিটি খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীতে কলামের পাদদেশে বিদ্যমান বড় টুকরো থেকে জানা যায়। 1.6 মিটার (5 ফুট 3 ইঞ্চি) খণ্ডের আকার থেকে অনারএন্ডের উরুকে প্রতিনিধিত্ব করে, লরিকেট মূর্তির মূল উচ্চতা প্রায় 7 মিটার (23 ফুট) গণনা করা হয়েছে। ঊনবিংশ শতাব্দীতে মূর্তির কিছু খণ্ড ইউরোপীয় সংগ্রহে ছিল বলে জানা গেলেও, ১৯৩০-এর দশকে তাদের হদিস অজানা ছিল এবং অনুমান করা হয় হারিয়ে গেছে। ডায়োক্লেটিয়ানের পোরফিরি মূর্তিটি খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীতে কলামের পাদদেশে বিদ্যমান বড় টুকরো থেকে জানা যায়। 1.6 মিটার (5 ফুট 3 ইঞ্চি) খণ্ডের আকার থেকে অনারএন্ডের উরুকে প্রতিনিধিত্ব করে, লরিকেট মূর্তির মূল উচ্চতা প্রায় 7 মিটার (23 ফুট) গণনা করা হয়েছে। ঊনবিংশ শতাব্দীতে মূর্তির কিছু খণ্ড ইউরোপীয় সংগ্রহে ছিল বলে জানা গেলেও, ১৯৩০-এর দশকে তাদের হদিস অজানা ছিল এবং অনুমান করা হয় হারিয়ে গেছে।

এটা সম্ভব যে ডায়োক্লেটিয়ানের মূর্তিটিকে সমর্থনকারী বড় কলামটির সাথে অন্য একটি স্তম্ভ বা তিনটি ছোট কলামে ডায়োক্লেটিয়ানের সহ-সম্রাট, অগাস্টাস ম্যাক্সিমিয়ান এবং দুটি সিজারেস কনস্ট্যান্টিয়াস এবং গ্যালেরিয়াসের মূর্তি ছিল । যদি তাই হয়, কলাম-মূর্তির দলটি ডায়োক্লেটিয়ানের রাজত্বে প্রতিষ্ঠিত

Cataract Pyramids ResortEl Haraneya ,Sakkara Road, Giza, Egypt ভ্রমণ সময় ২০০৮
05/04/2023

Cataract Pyramids Resort
El Haraneya ,Sakkara Road, Giza, Egypt ভ্রমণ সময় ২০০৮

সুয়েজ খাল , মিশরের  ভ্রমণ সময় ২০০৮সুয়েজ খাল : মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল। এটি স...
03/04/2023

সুয়েজ খাল , মিশরের ভ্রমণ সময় ২০০৮

সুয়েজ খাল : মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল। এটি সুয়েজের ইস্তমাসের মাধ্যমে ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে এবং আফ্রিকা ও এশিয়াকে বিভক্ত করেছে। খালটি সিল্ক রোডের অংশ যা ইউরোপকে এশিয়ার সাথে সংযুক্ত করে।

১৮৫৮ সালে ফার্দিনান্দ দে লেসেপস খালটি নির্মাণের উদ্দেশ্যে সুয়েজ খাল কোম্পানি গঠন করেন। ১৮৫৯ থেকে ১৮৬৯ সাল পর্যন্ত খালটির নির্মাণ কাজ চলে। ১৭ নভেম্বর ১৮৬৯ সালে এটি আনুষ্ঠানিকভাবে খোলে দেওয়া হয়। এটি দিয়ে জাহাজ ভূমধ্যসাগর এবং লোহিত সাগর হয়ে উত্তর আটলান্টিক এবং উত্তর ভারত মহাসাগরের মধ্যে সরাসরি চলাচল করে, এর ফলে দক্ষিণ আটলান্টিক এবং দক্ষিণ ভারত মহাসাগরকে এড়িয়ে চলা যায় এবং আরব সাগর থেকে লন্ডন পর্যন্ত যাত্রার দূরত্ব প্রায় ৮,৯০০ কিলোমিটার (৫,৫০০ মাইল) কমে গেছে। অর্থাৎ ২০ নট (৩৭ কিমি/ঘন্টা; ২৩ মাইল/ঘন্টা) বেগের ক্ষেত্রে ১০ দিন থেকে ২৪ নট (৪৪ কিমি/ঘন্টা; ২৮ মাইল/ঘন্টা) বেগের ক্ষেত্রে ৮ দিন সময় বেঁচে যায়।[১] খালটি পোর্ট সৈয়দের উত্তর টার্মিনাস থেকে সুয়েজ শহরের বন্দর তৌফিকের দক্ষিণ টার্মিনাস পর্যন্ত বিস্তৃত। উত্তর এবং দক্ষিণ অ্যাক্সেস-চ্যানেল সহ এর দৈর্ঘ্য ১৯৩.৩০ কিমি (১২০.১১ মাইল)। ২০২০ সালে ১৮,৫০০টিরও বেশি জাহাজ খালটি অতিক্রম করেছে (প্রতিদিন গড়ে ৫১.৫ টি)।[২]

মূল খালটিতে বাল্লা বাইপাস এবং গ্রেট বিটার লেকের স্থানগুলি সহ একটি এক লেনের জলপথ রয়েছে।[৩] এতে অ্যালোইস নেগ্রেলির পরিকল্পনা অনুসারে সমুদ্রের পানি অবাধে প্রবাহিত হওয়ার বাধা দেওয়ার জন্য কোন জলকপাট ব্যবস্থা নেই। সাধারণত বিটার লেকের উত্তরের খালের পানি শীতকালে উত্তরে এবং গ্রীষ্মকালে দক্ষিণে প্রবাহিত হয়। হ্রদের দক্ষিণে সুয়েজে জোয়ার-ভাটার সাথে প্রবাহ পরিবর্তিত হয়।[৪]

দশ বছর ধরে খননের পর পথটি ১৮৬৯ খ্রিষ্টাব্দে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়। উত্তরে ইউরোপ থেকে দক্ষিণে এশিয়া, উভয়প্রান্তে পণ্যপরিবহনে সুয়েজ খাল একটি জলপথ হিসাবে ব্যবহৃত হয়, এতে করে সম্পূর্ণ আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হয়না। খালটি উন্মুক্ত হবার পূর্বে, কখনো কখনো পণ্য জাহাজ থেকে নামিয়ে মিশরের স্থলপথ অতিক্রম করে, ভূমধ্যসাগর হতে লোহিত সাগরে এবং লোহিত সাগর হতে ভূমধ্যসাগরে অপেক্ষমাণ জাহাজে পারাপার করা হত। এর ব্যপ্তি ভূমধ্যসাগরের পোর্ট আবু সাঈদ হতে লোহিত সাগরের সুয়েজ (আল-সুওয়েজ) পর্যন্ত। ফার্দিনান্দ দে লেসেপ্স নামক একজন ফরাসি প্রকৌশলী এই খাল খননের উদ্যোক্তা।

যদিও খালটি মিশরীয় সরকারের সম্পত্তি, তবে জুলাই ১৯৫৬ পর্যন্ত ইউরোপীয় অংশীদাররা যাদের বেশিরভাগ ব্রিটিশ এবং ফরাসি এই রেয়াতি সংস্থার মালিক ছিল এবং এটি পরিচালনা করতো, পরবর্তীতে মিশরের রাষ্ট্রপতি জামাল আবদেল নাসের এটিকে জাতীয়করণ করলে ১৯৫৬ সালের অক্টোবর-নভেম্বরের সুয়েজ সংকট দেখা দেয়।[৫] খালটি মিশরের রাষ্ট্রীয় মালিকানাধীন সুয়েজ খাল কর্তৃপক্ষ[৬] (এসসিএ) পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করে। কনস্টান্টিনোপল কনভেনশনের অধীনে এটি "শান্তির সময়ের মতো যুদ্ধের সময়ও প্রতিটি বাণিজ্য বা যুদ্ধ জাহাজ পতাকার পার্থক্য ছাড়াই" ব্যবহার করতে পারবে।[৭] তবুও খালটি একটি নৌ-হ্রস্বতর পথ এবং চোকপয়েন্ট হিসাবে গুরুত্বপূর্ণ সামরিক কৌশলগত ভূমিকা পালন করে। ভূমধ্যসাগর এবং লোহিত সাগর উভয়ের উপকূলরেখা এবং ঘাঁটি সহ নৌবাহিনীর (মিশর এবং ইসরায়েল) সুয়েজ খালের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। ১৯৬৭ সালের ৫ জুন ছয় দিনের যুদ্ধের শুরুতে মিশর সুয়েজ খাল বন্ধ করে দেওয়ার পর ৫ জুন ১৯৭৫ সালে খালটি পুনরায় চালু হওয়ার আগে আট বছর বন্ধ ছিল।[৮]

মিশরীয় সরকার ২০১৪ সালে খালের পরিবহন-সময় ত্বরান্বিত করার জন্য ৩৫ কিমি (২২ মাইল) বল্লা বাইপাস সম্প্রসারণ ও প্রসারিত করার জন্য নির্মাণ কাজ শুরু করে। সম্প্রসারণের উদ্দেশ্য ছিল সুয়েজ খালের ক্ষমতা প্রায় দ্বিগুণ অর্থাৎ প্রতিদিন জাহাজ চলাচল ৪৯ থেকে ৯৭ এ বর্ধিত করা।[৯] ৫৯.৪ বিলিয়ন মিশরীয় পাউন্ড (৯ বিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি মিশরীয় সত্তা এবং ব্যক্তিদের জন্য একচেটিয়াভাবে জারি করা সুদ-বহনকারী বিনিয়োগ সার্টিফিকেট দিয়ে অর্থায়ন করা হয়েছিল। সম্প্রসারিত "নিউ সুয়েজ খাল" ৬ আগস্ট ২০১৫ তারিখে একটি অনুষ্ঠানের মাধ্যমে উদ্ভোধন করা হয়।[১০]

সুয়েজ খাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ২০১৬ সালে নতুন পার্শ্ব চ্যানেলটি খুলে দেয়। সুয়েজ খালের পূর্বপার্শ্বের সম্প্রসারণের উত্তর দিকে অবস্থিত, এই পার্শ্ব চ্যানেলটি পূর্ব টার্মিনালকে টার্মিনাল থেকে নোঙর ফেলা এবং নোঙর ছাড়া জাহাজের জন্য ব্যবহৃত হয়। যেহেতু পূর্বদিকের কন্টেইনার টার্মিনালটি খালের উপরই অবস্থিত, তাই নতুন পার্শ্ব চ্যানেল নির্মাণের আগে কনভয় চলাকালে টার্মিনালে নোঙর ফেলা বা নোঙর উঠানো সম্ভব ছিল না

আগরতলা ভ্রমণ সময় ২০০৯আগরতলা ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী। এটি পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থিত
01/04/2023

আগরতলা ভ্রমণ সময় ২০০৯

আগরতলা ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী। এটি পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থিত

Address

Matuail
Dhaka
1361

Telephone

+8801558007923

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rafiq travels world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share