Success & Trusted Travel Agency International

Success & Trusted Travel Agency International ট্রাভেল এজেন্সি সম্পর্কিত সকল প্রকার সহয়তা এবং সহযোগিতা পেতে চাইলে এখনই যোগাযোগ করুন।

19/10/2023
সৌদি গামী শ্রমিকদের ভোগান্তি আরো এক দফা বাড়লো।সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,সৌদি আরবে কর্মসংস্থানের জন্য ...
03/10/2023

সৌদি গামী শ্রমিকদের ভোগান্তি আরো এক দফা বাড়লো।

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
সৌদি আরবে কর্মসংস্থানের জন্য সকল ভিসার ক্ষেত্রে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক করা হয়েছে।

আগামী ৮ই অক্টোবর, ২০২৩ ইংরেজি থেকে যে কোনো পাসপোর্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ছাড়া সৌদি দূতাবাস জমা গ্রহণ করবে না বলে লিখিতভাবে জানিয়েছেন।

কর্মসংস্থান (কাজের) ভিসা পেতে আগ্রহী ব্যক্তিদের অবশ্যই যমুনা ফিউচার পার্কে (বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা) অবস্থিত সৌদি ভিসা সলিউশনস অ্যান্ড ট্রাভেল (তাশির) সেন্টারে সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট সাথে নিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের জন্য যেতে হবে।

অতঃপর, অনুমোদিত অফিসের মাধ্যমে পাসপোর্টটি দূতাবাসের কনস্যুলার বিভাগে জমা দিতে হবে। অনুমোদিত অফিসের জন্য (চলমান নিয়মে) নির্ধারিত দিনে ভিসার জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সকল কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আন্তরিকভাবে অনুরোধ করা যাচ্ছে।

22/07/2023

সৌদির ফায়ারসার্ভিস ও সিটি কর্পোরেশন (বলদিয়ার) ভিসা এভেলেবেল,
রেটিং ৩ লক্ষ ৬০ হাজার
Success & Trusted Travel Agency International

দীর্ঘ অপেক্ষার পর আবার যখন রোমানিয়ার ভিসা দিচ্ছে, 🇷🇴🇪🇺দয়া করে এখন যারা ভিসা পাচ্ছেন এবং পাবেন কেউ গেম দিবেন না 🙏🇪🇺আপনা...
19/07/2023

দীর্ঘ অপেক্ষার পর আবার যখন রোমানিয়ার ভিসা দিচ্ছে, 🇷🇴🇪🇺
দয়া করে এখন যারা ভিসা পাচ্ছেন এবং পাবেন কেউ গেম দিবেন না 🙏🇪🇺

আপনাদের উপর নির্ভর করে পরবর্তী ইউরোপ স্বপ্নবাজদের ভবিষ্যৎ!
দয়া করে এই শ্রমবাজার টা কেউ নষ্ট করবেন না, স্বপ্নবাজদের স্বপ্নগুলো নষ্ট করবেন না, আস্তে আস্তে সকলের স্বপ্নগুলো পূরণ হোক!🇷🇴🇪🇺

রোমানিয়াতে আসুন ছয় মাস এক বছর স্ট্রে করুন! আপনি চেষ্টা করলে লিগ্যাল ভাবে ওয়ার্ক পারমিটে/ টুরিস্ট এ রোমানিয়া থেকে সেনজেনেও যেতে পারবেন! অবৈধ পথ বেছে নিবেন না, একটু ধৈর্য ধরুন সফলতা পাবেন!✅🇪🇺

রোমানিয়াতে এসে ৬/১২ মাস রোমানিয়াকে উপভোগ করুন, সৌন্দর্যে ভরপুর রোমানিয়া!এখানকার পাহাড় পর্বত গ্রাম শহর গুলোর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে! 💃🇪🇺

অনেকেই বলতে পারেন ভাই কাজ না পেলে থাকবো কিভাবে?
আগে আপনি বলুন আপনি কি মাগনা আসতেছেন রোমানিয়া? এজেন্টকে টাকা দিবেন না? কিসের জন্য টাকা দেবেন? লিগ্যাল ভাবে বৈধ ভিসায় এসে কেন অবৈধ হবেন?✍🤷‍♂️✅

আর হ্যাঁ গেম দেওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে গেম দিবেন ধরতে পারলে সোজা শ্বশুরবাড়ি পাঠিয়ে দিবে ✈️🫶😊

এজেন্টের টাকা পরিশোধ করার আগে তার সাথে ভালোভাবে এগ্রিমেন্ট করুন স্ট্যাম্পে! আপনাকে রোমানিয়াতে পৌঁছে দেওয়া কোম্পানিতে কাজ দেওয়া এবং টিআরসি করে দেওয়া পর্যন্ত! যদি তার আপনাকে কাজ এবং টিআরসি করে না দিতে পারে, তাহলে পরে আইনি ব্যবস্থা নিতে পারবেন এমন ভাবে এগ্রিমেন্ট করেন ! আপনারা কেউ মাগনা বা চুরি করে রোমানিয়া আসতেছেন না, টাকা দিয়ে বৈধভাবে আসতেছেন! ✅🇪🇺🇷🇴

সর্বশেষ একটাই অনুরোধ সবাই রোমানিয়াতে থাকবেন রোমানিয়ার শ্রমবাজার টা ধরে রাখবেন! আপনাদের উপর নির্ভর করে রোমানিয়ার ভবিষ্যৎ, ভিসা দিবে বাংলাদেশীদের নাকি বন্ধ করে দিবে!
আস্তে আস্তে সকলের ইউরোপ স্বপ্ন পূরণ করতে সহায়তা করুন!

লেখক : Success & Trusted Travel Agency International ✍️

সবার জন্য শুভকামনা রইল!🇪🇺🇷🇴

রোমানিয়া এবং ইউরোপের আপডেট তথ্য পেতে ফলো করুন আমাদের পেজ এবং গ্রুপ ⬅️🇪🇺🇷🇴
Success & Trusted Travel Agency International 🇪🇺🇷🇴✈️

অভিবাসন প্রত্যাশীদের কাছে বিশ্বের পঞ্চম জনপ্রিয় ও নিরাপদ দেশ হচ্ছে জার্মানি। এর পেছনের কারণ হচ্ছে ইউরোপের এই দেশটির শক্...
18/07/2023

অভিবাসন প্রত্যাশীদের কাছে বিশ্বের পঞ্চম জনপ্রিয় ও নিরাপদ দেশ হচ্ছে জার্মানি। এর পেছনের কারণ হচ্ছে ইউরোপের এই দেশটির শক্তিশালী অর্থনীতি, অভিবাসীদের জন্য উন্নত শিক্ষা ব্যবস্থা এবং চাকুরি ও কর্মসংস্থার ব্যাপক সুযোগ-সুবিধা। এজন্য বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের স্বপ্ন থাকে জার্মানিতে স্থায়ী বাসিন্দা হওয়ার। জেনে নেয়া যাক কী উপায়ে ঐতিহ্যবাহী জার্মানি যেতে হবে, ভিসার খরচ কেমন হবে এবং ভিসা পেতে কী কী কাগজ-পত্র (ডকুমেন্ট) লাগবে। সেই সঙ্গে দেশটির সাধারণ অভিবাসন নীতিমালা সম্পর্কেও জানা যাবে।
https://globaltree.in/articles/easiest-ways-to-immigrate-to-germany/

জার্মানির ভিসা আবেদনের নিয়ম
শিক্ষা-সংস্কৃতি ও ঐতিহ্যপূর্ণ এই দেশটিতে যেতে হলে অবশ্যই যৌক্তিক কারণ ও বৈধ ভিসা থাকতে হবে। বৈধ ভিসা ছাড়া কেউই জার্মানিতে যেতে পারবেন না। জার্মানি যাওয়ার কয়েক ধরনের ভিসা রয়েছে। এদের মধ্যে ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা ও ওয়ার্ক পারমিট ভিসা (কাজের ভিসা)। কর্মসংস্থানের সুযোগ, শিক্ষা, উদ্যোক্তা, পরিবারের সঙ্গে মিলিত হওয়া এবং বাসিন্দা হওয়া এসব কারণে মূলত দেশটিতে যেতে চায় অভিবাসন প্রত্যাশীরা। ভিসা প্রত্যাশীর অর্থনৈতিক সক্ষমতা, হেলথ ইন্সুরেন্স ও জার্মান ভাষায় ন্যূনতম দক্ষতা থাকতে হবে।
পাঁচ ধরনের ভিসার আবেদনের পদ্ধতি আলাদা। প্রথমত, আপনাকে নির্দিষ্ট করতে হবে ভিসার ধরণ, অর্থাৎ কোন ভিসার মাধ্যমে আপনি যেতে চান।

ওয়ার্ক পারমিট ভিসা
আপনি যদি দক্ষ কর্মী হয়ে থাকেন তবে জার্মানির উদ্যোক্তা বা চাকরিদাতা আপনাকে স্পন্সরের মাধ্যমে স্বপ্নের দেশটিতে নিয়ে যেতে পারেন। এভাবে আপনি মর্যাদাকর ‘জার্মান ওয়ার্ক পারমিট ভিসা’র মাধ্যমে দেশটিতে যেতে পারবেন। জার্মানিতে ব্যবসা পরিচালনা করে এমন কোম্পানিতে কাজ করার সুযোগ পাবেন আপনি। এই ভিসার আওতায় সেই দেশটিতে থাকা ও কাজ করার অনুমতি পাবেন আপনি। এই ক্ষেত্রে ওই কোম্পানির দেয়া অফার লেটারটা সঙ্গে থাকা ভীষণ জরুরি। জার্মানিতে প্রায়ই দক্ষ অভিবাসী কর্মীর প্রয়োজন হয়৷ তাই জার্মান সরকার এই ওয়ার্ক পারমিট ভিসা চালু করে। বাংলাদেশ সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে বাংলাদেশি নাগরিক দেশটিতে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে যেতে পারেন।

জার্মানিতে ভালো বেতনের পাশাপাশি ভালো চাকরি পাওয়া সম্ভব। ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার যোগ্যতা নিচে দেয়া হলো। জার্মানিতে ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার আগে নির্দিষ্ট কাজের ওপর দক্ষতা থাকতে হবে। জাতীয় পরিচয় পত্রের (এনআইডি কার্ড) ফটোকপি থাকতে হবে।

ইংরেজি ভাষায় দক্ষতা যাচাই পরীক্ষা আইএলটিএসে ভালো স্কোর থাকতে হবে। নির্দিষ্ট কাজের উপরে প্রশিক্ষণ সনদ থাকতে হবে।

বিভাগীয় চেয়ারম্যানের সাক্ষরিত সনদপত্র ও বাবা-মায়ের জাতীয় পরিচয় পত্রের (এনআইডি কার্ড) ফটোকপি লাগবে।
জার্মানিতে ওয়ার্ক পারমিট ভিসা পেতে এই সব ডকুমেন্ট/ নথিপত্র প্রয়োজন হয়। তাছাড়া, আপনি যদি জার্মানিতে ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক ভিসা পেতে চান তাহলে আপনাকে ন্যূনতম সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পাস হতে হবে। তাছাড়া জার্মান ভাষায় দক্ষতা অর্জনের পর জার্মানিতে যেতে হবে। এই সব যৌগ্যতার সমন্বয়ে আপনি হাতে পেয়ে যেতে পারবেন স্বপ্নের ওয়ার্ক পারমিট ভিসাটি।

চাকরিপ্রার্থী ভিসা (জব সিকার ভিসা)
চাকরিপ্রার্থী ভিসার (জব সিকার ভিসা) মাধ্যমে দক্ষতাসম্পন্ন ব্যক্তি জার্মানিতে এসে চাকরি/কাজ খোঁজার অনুমতি পেয়ে থাকে। এই বিশেষ ভিসার মেয়াদ ৬ মাস। এই নির্ধারিত সময়ের মধ্যে তিনি যদি চাকরি বা কর্মসংস্থান করে ফেলতে পারেন তবে তাহলে জব সিকার ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে ওয়ার্ক পারমিট ভিসায় উন্নীত হবে। অন্যদিকে, নির্ধারিত সময়ের মধ্যে যদি তিনি কর্মসংস্থান খুঁজে নিতে ব্যর্থ হন তাহলে তাকে নিজ দেশে ফিরে যেতে হবে।

স্টুডেন্ট ভিসা
জার্মান সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা সুবিধা দিয়ে থাকে। কেউ যদি দেশটিতে পড়তে যেতে চান, তাহলে তারা সরাসরি জার্মানির স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারেন। স্টুডেন্ট ভিসায় গিয়ে সেখানে পড়াশোনার পাশাপাশি ভালো অর্থ আয় করা যায়।

স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করলে, ভিসা ২৫ থেকে ৩০ দিনের মধ্যে পাওয়া যেতে পারে। জার্মানির স্টুডেন্ট ভিসার মেয়াদ মাত্র তিন মাস। এর পর এটি বৈধতা হারাবে। তবে ওই শিক্ষার্থী জার্মানিতে আসার পর যদি আরও বেশি সময় তার শিক্ষা কার্যক্রম সেখানে চালিয়ে যেতে চায় তবে তাকে আলাদাভাবে রেসিডেন্স পারমিটের (বসবাসের অনুমতি) জন্য আবেদন করতে হবে। এর পর সেই নির্ধারিত কোর্সের (শিক্ষা কার্যক্রম) মেয়াদ শেষ হবার পর চাকরি খোঁজার জন্য রেসিডেন্স পারমিটে উল্লেখিত নির্দিষ্ট সময় জার্মানিতে অবস্থান করা যাবে। চাকরি পাওয়ার পর ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করা যাবে।

স্টুডেন্ট ভিসা পেতে হলে জার্মানির যে ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হয়েছেন তাদের দেয়া ‘অ্যাডমিশন লেটার’ হাতে থাকতে হবে। সেই সঙ্গে পড়াশোনা চালানোর মতো যথেষ্ট আর্থিক সামর্থ্যের প্রমাণপত্র থাকতে হবে।

উদ্যোক্তা হিসেবে অভিবাসন ভিসা
আপনার যদি অভিনব ও দুর্দান্ত ব্যবসায়িক আইডিয়া/প্রস্তাব থাকে তবে আপনি এন্ট্রাপ্রেনিউর ভিসার জন্য আবেদন করতে পারেন। এ ক্ষেত্রে সেই ব্যবসাকে জার্মানিতে চালু করার মতো অর্থনৈতিক সামর্থ্য ও নগদ অর্থ থাকতে হবে। এর সর্বনিম্ন পরিমাণ হচ্ছে ১০ লাখ ইউরো। শুরুতে অন্তত ১০ জার্মান নাগরিককে আপনার নতুন প্রতিষ্ঠানে চাকরি দিতে হবে।


ফ্যামিলি স্পন্সরশিপ ভিসা
আপনি যদি জার্মান বাসিন্দার পরিবারের সদস্য অথবা তার ওপর নির্ভরশীল (স্পাউজ বা সন্তান) হয়ে থাকেন তবে ফ্যামিলি স্পন্সরশিপ ভিসার জন্য আবেদন করতে পারবেন। জার্মানিতে বসবাসরত পরিবারের মূল সদস্যের সঙ্গে থাকার আবেদন করতে হলে সন্তানদের বয়স ১৬ বছরের নীচে হতে হবে। তবে এমন নির্ভরশীল সদস্যের বয়স ১৬ এর বেশি হলে তাকে জার্মান ভাষার ওপর দক্ষতা প্রমাণ করতে হবে।

ট্যুরিস্ট ভিসা
যারা জার্মানি পর্যটক হিসেবে ভ্রমণ করতে চান তাদের অবশ্যই জার্মানির ট্যুরিস্ট ভিসা (পর্যটক) নিতে হবে। জার্মানির ট্যুরিস্ট ভিসাকে অনেকেই ভিজিট ভিসা বলে থাকেন। জার্মান ট্যুরিস্ট ভিসা পেতে প্রায় ১৫ দিন সময় লাগে৷ জার্মান দূতাবাস থেকে সরাসরি এই ভিসার জন্য আবেদন করা যেতে পারে।

কোন কাজে কত বেতন
জার্মানিতে একজন কর্মীকে কত বেতন দেয়া হয়ে থাকে তা জানার আগ্রহ অনেকেরই আছে। জার্মানিতে একজন কর্মী মাসে সর্বনিম্ন দুই থেকে ৫ লাখ টাকার সমপরিমাণ বেতন পান। অর্থাৎ সেখানে ন্যূনতম মাসিক বেতন বাংলাদেশি মুদ্রায় দুই লাখ টাকা। জার্মানিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা খণ্ডকালীন কাজ (পার্টটাইম) করেও মাসে এক লাখ টাকার বেশি আয় করতে পারেন।
জার্মানিতে মোট কাজের সময় ৮ ঘণ্টা এবং অনেকেই এই সময়ে দুই থেকে তিন লাখ টাকা আয় করতে পারেন।

যেসব কাজের চাহিদা বেশি
বর্তমানে অনেক বাংলাদেশি এই দেশটিতে কাজ করছেন। সেখানে দক্ষ শ্রমিক ও কর্মীর চাহিদা সবচেয়ে বেশি। বর্তমানে বেশি চাহিদা রয়েছে এমন কিছু উল্লেখযোগ্য চাকরি হলো সিকিউরিটি গার্ড, ফুড প্যাকেজিং, শপিং মল, ড্রাইভিং, মেকানিক্যাল, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, পরিচ্ছন্নতা কর্মী ও ক্লিনিং ম্যানের।
অন্যদিকে আপনি যদি জার্মানিতে যেয়ে থাকেন, আপনাকে প্রথমে এই সমস্ত কাজে প্রশিক্ষণ থাকা জরুরি। আপনি ভাল অর্থ উপার্জন করতে পারেন যদি আপনি নির্দিষ্ট কিছু চাকরি বা কর্মে প্রশিক্ষণপ্রাপ্ত হন।


জার্মানিতে কোন ভিসায় যাওয়া সহজ
অনেকেই জানতে চান কোন ভিসায় দ্রুততম সময়ে জার্মানিতে যাওয়া যায় এবং কোন ভিসা সহজে পাওয়া যায়। বর্তমানে, জার্মানিতে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া সময়ের সঙ্গে সঙ্গে খুব কঠিন হয়ে উঠেছে। তবে বাংলাদেশ থেকে সহজেই স্টুডেন্ট ভিসা বা জব সিকার ভিসার মাধ্যমে জার্মানিতে যেতে পারেন।

অনার্স বা মাস্টার্স শেষ করার পর আপনি সহজেই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করে জার্মানিতে যেতে পারেন। তবে জার্মানিতে যাওয়ার আগে আপনার ইংরেজি এবং জার্মান ভাষায় ভালো অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে সেখানে ভালো করতে পারবেন। শিক্ষার্থীরা চাইলে স্টুডেন্ট ভিসায় জার্মানিতে পার্ট-টাইম কাজ করে ভালো অর্থ উপার্জন করতে পারেন।

বাংলাদেশ থেকে জার্মানি যাওয়ার উপায়
বাংলাদেশ থেকে আগে জার্মানি যেতে হলে অনেক কষ্ট করতে হতো। কিন্তু এখন ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা ও স্টুডেন্ট ভিসায় যে কেউ সহজেই জার্মানিতে যেতে পারেন। তবে এর জন্য আপনাকে জার্মান দূতাবাসে কিছু ডকুমেন্ট জমা দিতে হবে এবং তারপর ভিসা পেতে পারেন।

আপনার পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক স্টেটমেন্টসহ সমস্ত তথ্য নিয়ে সরাসরি জার্মান দূতাবাসে যেতে হবে এবং আপনি যে ধরণের ভিসা চান সে সম্পর্কে তাদের জানাতে হবে। তারপর তাদের শর্তানুযায়ী সব কাজ শেষ করে কিছু দিনের মধ্যেই পেয়ে যেতে পারেন আপনার কাঙ্খিত জার্মান ভিসা। এতো ঝামেলার মধ্যে দিয়ে যেতে না চাইলে বাংলাদেশে অনেক ভিসা এজেন্সি আছে তাদের কাছে যেতে পারেন যারা গ্রাহকদের কোনো ঝামেলা ছাড়াই যেকোনো দেশের ভিসা দিয়ে থাকে।

আপনি সরাসরি এই সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করে জার্মানির ভিসা পেতে পারেন।


জার্মানির ভিসা পেতে লাগে যেসব প্রয়োজনীয় কাগজপত্র
জার্মানি ভিসার জন্য আবেদন করতে হলে অর্থাৎ জব ভিসার মাধ্যমে জার্মানি যেতে হলে কিছু কাগজপত্র জমা দিতে হবে।
এই কাগজপত্রগুলো জার্মান দূতাবাসে জমা দেওয়ার পরে তারা কোম্পানির কাছে পাঠাবে এবং সবকিছু যাচাই করার পরে কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট ভিসার জন্য যোগ্য বিবেচনা করলে ভিসা ইস্যু করবে।

জার্মানি ভ্রমণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, নির্দিষ্ট কাজের উপর দক্ষতার সার্টিফিকেট, ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং চেয়ারম্যানের সত্যায়িত সনদ। জার্মান দূতাবাসে সত্যায়িত করা প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে।

সর্বনিম্ন ছয় মাস মেয়াদ রয়েছে এরকম একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে। নিজের এনআইডি কার্ডের ফটোকপি ছাড়াও বাবা-মার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। জার্মান দূতাবাস থেকে আবেদন ফরম সংগ্রহ করে সেটি পূরণ করতে হবে। উপরে উল্লিখিত সমস্ত কাগজপত্র সংগ্রহ করার পরে, জার্মান ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর কোন কিছুতে ভুল থাকলে তা সংশোধন করে নিতে হবে।

জার্মানির ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগে
জার্মানির ভিসা প্রক্রিয়াকরণে সাধারণত ২৫ থেকে ৩০ দিন সময় লাগে। তবে কারো কারো জন্য সময় বেশি লেগে যেতে পারে।

জার্মানি যেতে কত টাকা লাগতে পারে
জার্মানিতে যেতে কত খরচ হয় বা জার্মানিতে ভিসার জন্য বর্তমানে কত টাকা নেওয়া হচ্ছে সে সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকা জরুরি। যারা ওয়ার্ক ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে জার্মানি যেতে চান তাদের খরচ হবে ৮ থেকে ১২ লাখ টাকা। কেউ স্টুডেন্ট ভিসার মাধ্যমে জার্মানিতে যেতে চাইলে প্রায় ৫ লাখ টাকা খরচ হবে।

আপনি জার্মানিতে থাকার সময় প্রতি মাসে ৩০০ থেকে ৪০০ ইউরো অতিরিক্ত খরচ হবে৷ খাবার এবং বাসস্থানসহ মাসে খরচ হতে পারে সর্বোচ্চ ৪০০ ইউরো।

ঢাকার জার্মান সাংস্কৃতিক সেন্টার গ্যেটে ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটসহ বিভিন্ন সংস্থায় জার্মান ভাষা শেখার পর্যাপ্ত সুযোগ রয়েছে।

বিসমিল্লাহির রাহমানির রাহীম𝑺𝒖𝒄𝒄𝒆𝒔𝒔 & 𝑻𝒓𝒖𝒔𝒕𝒆𝒅 𝑻𝒓𝒂𝒗𝒆𝒍 𝑨𝒈𝒆𝒏𝒄𝒚 𝑰𝒏𝒕𝒆𝒓𝒏𝒂𝒕𝒊𝒐𝒏𝒂𝒍(সাকসেস এন্ড ট্রাস্টেট ট্রাভেল এজেন্সি ইন্টারন্য...
14/07/2023

বিসমিল্লাহির রাহমানির রাহীম

𝑺𝒖𝒄𝒄𝒆𝒔𝒔 & 𝑻𝒓𝒖𝒔𝒕𝒆𝒅 𝑻𝒓𝒂𝒗𝒆𝒍 𝑨𝒈𝒆𝒏𝒄𝒚 𝑰𝒏𝒕𝒆𝒓𝒏𝒂𝒕𝒊𝒐𝒏𝒂𝒍
(সাকসেস এন্ড ট্রাস্টেট ট্রাভেল এজেন্সি ইন্টারন্যাশনাল)

আপনাদের জন্য আমাদের সেবা সমূহ।
✅ ভিসা
✅ ভিসা প্রোসেসিং
✅ ম্যানপাওয়ার
✅ মেডিক্যাল
✅ পবিত্র হজ্জ এবং ওমরাহ্ প্যাকেজ
✅ বিমান টিকেট (সকল রুটের টিকিট সহ টিকেট রি-কনফার্ম, রি-ইস্যু, ও তারিখ পরিবর্তন)
✅ হেলিকপ্টার বুকিং
✅ প্রি-ডিপার্চার ও প্রবাসী কল্যাণ পরামর্শ ও সহায়তা।

রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সি সম্পর্কিত যাবতীয় সকল প্রকার সেবা এখন ঘরে বসেই পাচ্ছেন, শুধুমাত্র আমাদের মাধ্যমে এবং আমাদের কাছেই।
সার্ভিস পেতে এবং সহযোগিতা জন্য কল করুন আমাদের হেল্পলাইনে কিংবা হোয়াটসঅ্যাপে: +8801813191843

অফিস ঠিকানাঃ-
মাহাতাব সেন্টার, (৮ম ফ্লোর লিফট ৭) সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, ঢাকা- ১০০০

14/07/2023

Serving people and doing business for life in a halal way is the main purpose of our business

🇹🇭ঈদে থাইল্যান্ডে গ্রুপ ট্যুর🇹🇭♦️২৩ এপ্রিল থেকে ২৭ এপ্রিল♦️ব্যাংকক ও প্যাতায়া নিয়ে ০৫দিন + ০৪ রাতের ফুল পেকেজ মাএ ৬৪,৮০০...
19/04/2023

🇹🇭ঈদে থাইল্যান্ডে গ্রুপ ট্যুর🇹🇭

♦️২৩ এপ্রিল থেকে ২৭ এপ্রিল♦️
ব্যাংকক ও প্যাতায়া নিয়ে ০৫দিন + ০৪ রাতের ফুল পেকেজ মাএ ৬৪,৮০০/= জনপ্রতি (প্যাকেজে রয়েছে: রিটার্ন এয়ার টিকিট, পাতায়াতে ৩* তারকা হোটেলে ০২ রাত থাকা, ব্যংককে ৩* তারকা হোটেলে ০২ রাত থাকা, প্রতিদন বুফে বেসিস ব্রেকফাস্ট, এয়ারপোর্ট পিকআপ ও ড্রপ, পাতায়া টু ব্যংকক ট্রান্সফার, কোরাল আইল্যান্ড ট্যুর লাঞ্চ সহ, বাকি সব ট্রান্সফার, কার, ফুয়েল, টুলস, ট্যাক্স ও পারমিট)।

▪️মিনিমাম ০২ জন বুকিং থেকে শুরু (একজন হলেও যাওয়া যাবে, তবে অতিরিক্ত চার্জ এপ্লিকেবল হবে)◾
০১৭৬৩০৩৫৫৩১/০১৮৩৪৫৪১০১৯
🏢অফিস: সাবিত বিলাশ (৩য় ফ্লোর), বিজয়নগর, ঢাকা, বাংলাদেশ।

বিশ্বের যেকোনো জায়গায়, যেকোনো সময় হোটেল ও রিসোর্ট বুকিং করুন 𝑺𝒖𝒄𝒄𝒆𝒔𝒔 & 𝑻𝒓𝒖𝒔𝒕𝒆𝒅 𝑻𝒓𝒂𝒗𝒆𝒍 𝑨𝒈𝒆𝒏𝒄𝒚 𝑰𝒏𝒕𝒆𝒓𝒏𝒂𝒕𝒊𝒐𝒏𝒂𝒍 (সাফল্য এবং ব...
18/03/2023

বিশ্বের যেকোনো জায়গায়, যেকোনো সময় হোটেল ও রিসোর্ট বুকিং করুন 𝑺𝒖𝒄𝒄𝒆𝒔𝒔 & 𝑻𝒓𝒖𝒔𝒕𝒆𝒅 𝑻𝒓𝒂𝒗𝒆𝒍 𝑨𝒈𝒆𝒏𝒄𝒚 𝑰𝒏𝒕𝒆𝒓𝒏𝒂𝒕𝒊𝒐𝒏𝒂𝒍 (সাফল্য এবং বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি ইন্টারন্যাশনাল) এর মাধ্যমে-
🏘️🏢বাজেট / লাক্সারি🏢🏡

০১৭৬৩০৩৫৫৩১/০১৮৩৪৫৪১০১৯/০১৮১৩১৯১৮৪৩
অফিস: সাবিত বিলাশ (৩য় ফ্লোর), বিজয়নগর, ঢাকা, বাংলাদেশ।

হজ্জ প্যাকেজ – ২০২৩আপনি কি হজ্জের খরচ নিয়ে চিন্তিত ?🕋🕋সাশ্রয়ী মূল্যে ৪স্টার হোটেলে  হজ্জ করুন 🕋🕋আসসালামু আলাইকুম,যারা এ...
16/03/2023

হজ্জ প্যাকেজ – ২০২৩
আপনি কি হজ্জের খরচ নিয়ে চিন্তিত ?
🕋🕋সাশ্রয়ী মূল্যে ৪স্টার হোটেলে হজ্জ করুন 🕋🕋

আসসালামু আলাইকুম,

যারা এই বছর ২০২৩- এ হজ্জে যাওয়ার জন্য নিয়ত করেছেন এবং ফাইনাল নিবন্ধন করেছেন । 𝑺𝒖𝒄𝒄𝒆𝒔𝒔 & 𝑻𝒓𝒖𝒔𝒕𝒆𝒅 𝑻𝒓𝒂𝒗𝒆𝒍 𝑨𝒈𝒆𝒏𝒄𝒚 𝑰𝒏𝒕𝒆𝒓𝒏𝒂𝒕𝒊𝒐𝒏𝒂𝒍 (সাফল্য এবং বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি ইন্টারন্যাশনাল) পক্ষ থেকে আপনাদের জানাই মোবারকবাদ , আর যারা এখনও নিবন্ধন করেন নাই ১৬ ই মার্চের ভিতর অবশ্যই নিবন্ধন করে নিবেন ।

𝑺𝒖𝒄𝒄𝒆𝒔𝒔 𝒂𝒏𝒅 𝑻𝒓𝒖𝒔𝒕𝒆𝒅 𝑻𝒓𝒂𝒗𝒆𝒍 𝑨𝒈𝒆𝒏𝒄𝒚 𝑰𝒏𝒕𝒆𝒓𝒏𝒂𝒕𝒊𝒐𝒏𝒂𝒍 (সাফল্য এবং বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি ইন্টারন্যাশনাল) সদস্যদের সাশ্রয়ী মূল্যে মক্কা, মদিনায় ৪ স্টার হোটেল এবং যারা বেশি পথ হাটতে পারেন না জামারায় ৩ দিন পাথর মারার কষ্ট থেকে লাগব করার জন্য জামারার ঢালে একটি মানসম্পন্ন হোটেলের ব্যবস্থা করা হয়েছে।

বিস্তারিত জানতে এখনই কল করুন: 01763035531, 01834541019
🏢আমাদের অফিসের ঠিকানাঃ
সাবিত বিলাশ (৩য় ফ্লোর), ২৪ বিজয়নগর, ঢাকা-১০০০, বাংলাদেশ।

‼️ রামাদান ২০২৩- ওমরাহ প্যাকেজের বুকিং চলছে 🔛🔛‼️পবিত্র রমজান মাসে ওমরাহ পালন করলে হজের সমতুল্য সওয়াব পাওয়া যায়। এই জন্য ...
16/03/2023

‼️ রামাদান ২০২৩- ওমরাহ প্যাকেজের বুকিং চলছে 🔛🔛‼️
পবিত্র রমজান মাসে ওমরাহ পালন করলে হজের সমতুল্য সওয়াব পাওয়া যায়। এই জন্য যাদের সুযোগ ও সামর্থ্য রয়েছে, তারা সম্ভব হলে রমজানে পবিত্র ওমরাহ পালন করা উচিত। এতে রমজানের পবিত্রতা রক্ষা ও ইবাদত সুন্দরভাবে পালনের পাশাপাশি বিপুল সওয়াব লাভও হবে।

প্যাকেজ (প্রথম ১৪দিনের) -
ওমরাহ ভিসা √ যাওয়া - আসার টিকিট √ হোটেল √খাবার শুধুমাত্র সেহেরী √ জিয়ারা √ অভিজ্ঞ গাইড

( শেষ ১৪ দিনের) -
ওমরাহ ভিসা √ যাওয়া - আসার টিকিট √ হোটেল √খাবার শুধুমাত্র সেহেরী √ জিয়ারা √ অভিজ্ঞ গাইড

✅এছাড়াও আমরা কাস্টমারের এর প্রয়োজন, চাহিদা এবং সুবিধা অনুযায়ী বিভিন্ন ধরনের প্যাকেজ রেডি করে দিয়ে থাকি।

➡️তাই যারা আগ্রহী আছেন আর দেরি না করে রামাদানে ওমরা করার জন্য বুকিং দিয়ে ফেলুন। 🔛🔛

বিস্তারিত জানতে এখনই কল করুন: 01763035531
📞যোগাযোগ করুনঃ 01834541019
🏢আমাদের অফিসের ঠিকানাঃ
সাবিত বিলাশ (৩য় ফ্লোর), বিজয়নগর ২৪, ঢাকা-১০০০, বাংলাদেশ।

🎯🎯মালদ্বীপ- শ্রীলঙ্কা ঈদ প্যাকেজ ট্যুর সীমিত সময়ের অফার**********************************************************🔻🔻ভ্রমণ...
10/03/2023

🎯🎯মালদ্বীপ- শ্রীলঙ্কা ঈদ প্যাকেজ ট্যুর সীমিত সময়ের অফার
**********************************************************
🔻🔻ভ্রমণ তারিখঃ ২৩/০৪/২০২৩
🔻🔻বুকিং এর শেষ সময়ঃ ১৫/০৩/২০২৩ অথবা এয়ারটিকিট এভেইলেবেল থাকা পর্যন্ত

বিস্তারিত প্লানঃ
✅দিন ০১
দুপুরের ফ্লাইট এ মালের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে।শ্রীলঙ্কা এয়ারপোর্টে পৌঁছে পরবর্তী বিমানে মালদ্বীপ যাত্রা।এয়ারপোর্ট থেকে মালদ্বীপ হোটেল এর উদ্দেশ্যে যাত্রা এবং হোটেলে চেক-ইন হয়ে ফ্রেশ হয়ে নিবো। মালদ্বীপ এ রাত্রিযাপন।
✅দিন ০২
সকালে নাস্তার পর ফ্রি ডে ।মালদ্বীপ হোটেল এ রাত্রিযাপন।
✅দিন ০৩
সকালে হোটেল এ ব্রেকফাষ্ট ও স্নোরকেলিং, নিজের পছন্দমত যে কোন এক্টিভিটীস ।মালদ্বীপ হোটেল এ রাত্রিযাপন।
✅দিন ০৪
সকালে ব্রেকফাষ্ট করে এয়ারপোর্ট এ ড্রপ ও শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। শ্রীলঙ্কায় পৌঁছে ক্যান্ডিতে ট্র্যান্সফার ও রাস্তায় সাইটসীয়িং। ক্যান্ডি হোটেলে রাত্রিযাপন।
✅দিন ০৫
সকালের ব্রেকফাষ্ট এর পরে কলম্বোর উদ্দেশ্য যাত্রা। রাস্তায় সাইটসীয়িং ও কলম্বো পৌঁছে হোটেলে চেক ইন ও রাত্রিযাপন।
✅দিন ০৬
সকালের ব্রেকফাষ্ট শেষে কলম্বো সাইটসিয়িং ও রাতে কলম্বো হোটেলে রাত্রিযাপন।
✅দিন ০৭
ভোরে এয়ারপোর্ট এর উদ্দেশ্যে যাত্রা, এয়ারপোর্ট এ ড্রপ। অতঃপর ঢাকার উদ্দেশ্যে যাত্রা।
🔖🔖প্যাকেজ মুল্যঃ ৯৯,৮০০/- জনপ্রতি।
মালদ্বীপ এ ভিসার প্রয়োজন নেই। শ্রীলঙ্কার জন্য ই-ভিসা। ভিসা ফি ৩৫০০/- টাকা।
✅প্যাকেজে অন্তর্ভুক্তঃ
-- মালদ্বীপ এ মাফুশি আইল্যান্ড এ ৩* হোটেলে রাত্রিযাপন
-- শ্রীলংকায় ৪* হোটেলে রাত্রিযাপন
-- স্পীডবোট এ মালদ্বীপ এ ট্রান্সফার
-- শ্রীলঙ্কাতে ট্রান্সফার, সাইটসিয়িং
-- সকালের নাস্তা
-- আন্তর্জাতিক বিমান ভাড়া
নির্দেশাবলীঃ
🔖কনফার্ম করার জন্য আপনাকে ৩০ হাজার টাকা জমা দিয়ে কনফার্ম করতে হবে। বাকী টাকা ট্যুরের আগে পরিশোধ করতে হবে ।

13/04/2022

মনোমুগ্ধকর লাগে সেই টাইমলাইনে রেখে দিতে পারেন।

12/04/2022

মহান আল্লাহ তায়ালা আমাদের ইসলাম ধর্মের অনুসারী সকল মুসলিম জাতির সবাই হেদায়েত দান করুক, আমিন।

08/04/2022

বাহ কি সুন্দর প্রিয় মদিনা, প্রাণ প্রিয় রাসুলুল্লাহ (সাঃ) জন্য মদিনা তুমি ধন্য

Address

Dhaka

Opening Hours

Monday 10:00 - 23:00
Tuesday 10:00 - 23:00
Wednesday 10:00 - 23:00
Thursday 10:00 - 23:00
Friday 10:00 - 23:00
Saturday 10:00 - 23:00
Sunday 10:00 - 23:00

Telephone

+8801813191843

Website

Alerts

Be the first to know and let us send you an email when Success & Trusted Travel Agency International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Success & Trusted Travel Agency International:

Videos

Share


Other Dhaka travel agencies

Show All