18/11/2023
🇹🇭 থাইল্যান্ড টুরিস্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
• পাসপোর্ট
• ২ কপি 3.5x4.5 সাইজের ছবি।
• ব্যাংক স্টেটমেন্ট।
• ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট।
• পেশার প্রমাণপত্র (ট্রেড লাইসেন্স, NOC, স্টুডেন্ট আইডি ইত্যাদি)
-লেটারহেড প্যাড ৪ পিস।
• এয়ার টিকেট বুকিং (আমরা দিবো)
• হোটেল বুকিং (আমরা দিবো)
• ট্রাভেল আইটেনারি বা ভ্রমণ পরিকল্পনা (আমরা দিবো)
• পাসপোর্ট এর ডাটা পেইজের ফটোকপি , পুরাতন সকল পাসপোর্ট।
• জাতীয় পরিচয়পত্রের কপি।
• সর্বশেষ থাই ভিসা কপি (যদি থাকে)
• ম্যারেজ সার্টিফিকেট (যদি স্বামী স্ত্রী আবেদন করেন)
• ১৮ বছরের নিচে হলে অভিভাবকের সম্মতিপত্র।
-- উপরে উল্লিখিত সকল ডকুমেন্টস ইংরেজিতে হতে হবে। কোনটা যদি বাংলা বা অন্য ভাষায় থাকে তাহলে ইংরেজিতে নোটারি করে নিতে হবে।
📞+8801717112209