📢 #মাত্র ৪০,০০০/- টাকায় ১টি শেয়ার ক্রয়ে পাচ্ছেন TATA AceEx2 পিকআপের #লাইফটাইম_পার্টনারশিপ + ১০% #মালিকানা। ১ম মাস থেকেই আয়ের সুযোগ। ১ জন একাধিক শেয়ার ক্রয় করতে পারবেন।
🎯 ১টি রিকন্ডিশন কিন্ত ভালো মানের পিকআপের মূল্যকে ১০ টি শেয়ারে বিভক্ত করে ৮ টি শেয়ার অর্থাৎ ৮০% মালিকানা বিক্রয় করা হচ্ছে। প্রতিটি শেয়ারের মূল্য ৪০,০০০/- টাকা যার বিনিময়ে আপনি পাবেন ঐ Pickup এর আজীবন ১০% মালিকানা।
✅ #মাত্র ৪০,০০০/- টাকায় ১০% #মালিকানা কিভাবে সম্ভব?
২-৩ বছরের ব্যবহৃত TATA AceEx2 মডেলের Pickup সম্পূর্ণ নগদ টাকায় আড়াই থেকে তিন লক্ষ টাকায় কেনা হয়। এর পরে গাড়িটি রিপেয়ারিং করে ও জরুরী প্রয়োজনীয় পার্টস সমূহ নতুন করে লাগানো হয় এতে করে গাড়ি নতুনের মতোই সার্ভিস দিতে থাকে প্রায় ১ বছর। গাড়ি চালাতে ৬ মাস/ বছরে ১ বার রিপেয়ারিং তো লাগবেই।
➗ #১০_টি_শেয়ার অথচ মূল্য ৮ টি ভাগে বিভক্ত কেন?
১০ টি শেয়ারে মধ্যে ২ টি শেয়ার GDCL Transports এর জন্য নির্ধারিত থাকবে। কিন্তু কোম্পানি এই ২ টি শেয়ারের নগদ মূল্য পরিশোধ করবে না। লজিস্টিক সাপোর্ট সহ যাবতীয় অফিসিয়াল সেবা যেমনঃ ভাড়া নির্ধারন ও পণ্য/ পার্সেল বুকিং, মার্কেটিং, গাড়ী সার্ভিসিং তদারকি, গাড়ী গ্যারেজ/ পার্কিং নিরাপত্তা নিশ্চিত, GPS ট্র্যাকার নিয়ন্ত্রণ এর ২৪ ঘন্টা দায়িত্ব পালন করবে কোম্পানি, যতদিন গাড়ি রাস্তায় চলবে।
‼ উপরোক্ত সেবার জন্য কোম্পানী পেমেন্ট ছাড়াই ২ টি শেয়ার অর্থাৎ ২০% মালিকানা নিবে! কেমন হিসাব?
হুম আপনার পার্টনারশিপ মাত্র ৪০ হাজার টাকায় পরিশোধ হয়ে যাবে, কিন্তু কোম্পানির ব্র্যান্ডিং সহ উপরোক্ত সেবা প্রদান তো শেষ হবে না তাহলে কে বেশি লাভবান হবে? বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থায় বৈধ কাগজ পত্র নিয়েও রাস্তায় চলতে ট্রাফিক পুলিশের ঝামেলায় পড়তে হয়। ট্রাফিক ঝামেলা ফোন কল সুপারিশ বা বকশিস/ চাঁদা নামে নগদ টাকাতেও মেটাতে হয়। এর পরেও যদি আপনার আফসোস হয় তাহলে এমএলএম প্রতারক ও পলাতক কোম্পানি ডেসটিনি ২০০০ এর ট্রি প্ল্যান্টের গাছ নম্বর নিতে রাস্তায় নেমে পড়ুন। তাতে আপনার রাতারাতি ধনী হবার সম্ভাবনা থাকতেও পারে। না বুঝলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ গাড়ির বিজনেসে #আসবেন_না।
⏰ ৮ জন পার্টনার পূর্ণ হলে সকল পার্টনারের উপস্থিতিতে #নোটারী পাবলিকের আইনজীবি দ্বারা চুক্তিনামা স্বাক্ষর করা হবে। এবং সকল শেয়ার হোল্ডারের উপসিস্থিতে গাড়ী বুঝে নেওয়া ও উদ্ভোধন করা হবে। #প্রবাসীরাও শেয়ার ক্রয় করতে পারবেন, সেক্ষেত্রে তাদের পরিবার থেকে কোন একজন কে প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকতে হবে।
#পেমেন্ট সকল পার্টনার সিলেকশন শেষে সকলের উপস্থিতিতে নোটারাইজড করে পেমেন্ট নেওয়া হবে। আপনি যে সিরিয়াসলি আগ্রহী তা প্রমাণের জন্য (ফেরৎ যোগ্য) ৫০০০/- টাকা কোম্পানির ব্যাংক একাউন্টে ট্রান্সফার করতে হবে। এর পরে বাকি ৩৫,০০০/- টাকা গাড়ি ক্রয় ও ডিড স্বাক্ষরের সময় দিতে হবে।
জনতা ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংকে কোম্পানির ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে পারবেন আবার বিকাশ ও রকেট এর মাধ্যমেও বুকিং মানি পাঠাতে পারবেন, বিস্তারিত রেজিস্ট্রেশন ফরমে উল্লেখ আছে-
✍ আগ্রহী থাকলে #আবেদন/ #রেজিষ্ট্রেশন #ফরমের লিংকঃ
https://forms.gle/Be2347x722HkxbS96
এপর্যন্ত কতজন পার্টনার কনফার্ম করেছেন, আর কতজন পার্টনার প্রয়োজন তা বিস্তারিত আপডেট পেতে জয়েন করুন GDCL Transports, Travels & Rent a Car - Official Group গ্রুপে- গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/GDCLTransportsTravelsTours/
🗒নোটারী পাবলিকের মাধ্যমে #গাড়ির #মালিকানার #চুক্তিনামা হবে নিম্নরুপঃ
গাড়ীর মডেল: TATA AceEx2, BRTA রেজিঃ নং,ইঞ্জিন নং, চ্যাসিস নং ----
#১ম_পক্ষঃ
২ টি শেয়ার (১ ও ২ নং শেয়ার) এর মালিক-
GDCL Travels & Transports এর সত্ত্বাধিকারী Galaxy Digital Company Ltd. (GDCL Group), Head office: Shah Ali Plaza (6th floor), Office Space # 707, Mirpur Circle- 10, Dhaka -1216 পক্ষে- মোঃ মিজানুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর।
#২য়_পক্ষঃ
৮ টি শেয়ারের মালিকগণ-
শেয়ার নং - ৩ঃ
শেয়ার নং - ৪ঃ
শেয়ার নং - ৫ঃ
শেয়ার নং - ৬ঃ
শেয়ার নং - ৭ঃ
শেয়ার নং - ৮ঃ
শেয়ার নং - ৯ঃ
শেয়ার নং - ১০ঃ
📝 উপরে বর্ণিত গাড়ির #মালিকানা ও #আয় ও #ব্যয় নির্ধারণে উভয় পক্ষ দ্বয়ের উপস্থিতিতে নিম্নে উল্লেখিত #শর্তাবলী নির্ধারন করা হলঃ
1⃣ ১ম পক্ষ প্রতি ২৪ ঘন্টায় ১ বার গাড়ির আয়/ ভাড়া ও অবস্থান সংক্রান্ত সার্বিক আপডেট এবং প্রতি সপ্তাহে ১ বার আয় ব্যয় হিসাব ২য় পক্ষকে দিতে বাধ্য থাকবে।
2⃣ গাড়ীর সম্পূর্ণ মূল্য পরিশোধান্তে বিক্রেতা থেকে মালিকানা হস্তান্তরের সময় শেয়ার অনুপাতে BRTA তে শেয়ার হোল্ডারদের নাম ও মালিকানা নিবন্ধন করা হবে।
3⃣ ভাড়া নির্ধারন পূর্বক পণ্য/ পার্সেল বুকিং, মার্কেটিং, গাড়ি সার্ভিসিং তদারকি, গাড়ি গ্যারেজ/ পার্কিং নিরাপত্তা, GPS ট্র্যাকার নিয়ন্ত্রণ করবে ১ম পক্ষ। ১ম পক্ষ এসংক্রান্ত আপডেট ২য় পক্ষকে যথাসময়ে জানাতে বাধ্য থাকবে। তবে শুধুমাত্র লজিস্টিক অফিসারের বেতন ও মার্কেটিং বাবদ ব্যয় ১ম পক্ষ কর্তৃক পরিশোধ করা হবে।
4⃣ গাড়ীর তেল, মবিল, ড্রাইভার ও হেলপারের বেতন, গাড়ী গ্যারেজ/ পার্কিং খরচ, মাসিক GPS ট্র্যাকার চার্জ, গাড়ী সার্ভিসিং, যন্ত্রাংশ ক্রয় ও বডি বিল্ডাপের খরচ, ইন্সুরেন্স নবায়ন ফি, BRTA রেজিষ্ট্রেশন/ নবায়ন ফি, ইত্যাদি ব্যয় সমূহ আয় থেকে/ এই গাড়ীর জন্য মজুদ কৃত ফান্ড থেকে পরিশোধ করা হবে। এসকল ব্যয় শেষে গাড়ির সম্ভাব্য সার্ভিসিং ব্যয়/ ঝুঁকি বাবদ নুন্যতম ৫০,০০০/- টাকা মজুত রেখে বাকি টাকা শেয়ার অনুপাতে প্রতিমাসে লভ্যাংশ হিসেবে বন্টন করা হবে।
5⃣ গাড়ী সড়ক দুর্ঘনায় আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে সার্ভিসিং চার্জ ইন্সুরেন্স কর্তৃপক্ষ কর্তৃক তদন্ত সাপেক্ষে ৭০% ব্যয় নির্বাহ করলে বাকি ৩০% ব্যয় ও সাজা হিসেবে কোন জরিমানা ধার্য হলে তা গাড়ির ফান্ড ও আয় থেকে বহন করা হবে। এছাড়াও যদি অতিরিক্ত টাকা প্রয়োজন হয় তাহলে ২য় পক্ষ শেয়ার অনুপাতে নগদ টাকা দিতে বাধ্য থাকবে।
6⃣ অতিরিক্ত সতর্কতা অবলম্বন ও নিরাপত্তা বেষ্টনীতে থাকা সত্ত্বেও গাড়ি চুড়ি বা ছিনতাই হলে তা যদি তদন্ত সাপেক্ষে প্রমাণিত হয় তাহলে এর লোকসান উভয় পক্ষ মেনে নিতে বাধ্য থাকবে।
#যোগাযোগঃ
Cell: 01958-630301, 01719-842454, 01710-644708
#Head_Office
Galaxy Digital Company Ltd. (GDCL Group)
Shah Ali Plaza (6th floor),
Office space # 707, (6 of Lift)
Mirpur Circle 10, Dhaka 1216