Jamil Tours & Travels

Jamil Tours & Travels we are processing all types of tourist and Umrah Hazz package visa.

ইউরোপের দেশ  🇮🇹 ITALY ও  🇸🇪 SWEDEN-এ মাত্র ২ মাসে ভিসিট ভিসা প্রসেসিং করতে রেজিস্ট্রেশন করুনঃ https://forms.gle/TAsi23j8...
17/05/2024

ইউরোপের দেশ 🇮🇹 ITALY ও 🇸🇪 SWEDEN-এ মাত্র ২ মাসে ভিসিট ভিসা প্রসেসিং করতে রেজিস্ট্রেশন করুনঃ https://forms.gle/TAsi23j8RdVvxPct9 ☎ 01328-960-181
🔖 আমরা যাদের ফাইল নিয়ে কাজ করতে আগ্রহী
🟣 পূর্বে কমপক্ষে ৩/৪টি দেশ ভ্রমণের অভিজ্ঞতা থাকতে হবে।
🟣 আপনার বয়স ৩০+ হতে হবে এবং সর্বনিম্ন গ্র্যাজুয়েট হতে হবে।
🟣 প্রকৃত চাকুরীজীবী ও ব্যবসায়িক ব্যক্তি হবে হবে।
🟣 আপনার গত ৩ বছরের ইনকাম ট্যাক্স প্রদান থাকা আবশ্যক।
🟣 ব্যাংকে পর্যাপ্ত ব্যালেন্স ও প্রপার্টির দলিলাদি থাকা আবশ্যক।
🟣 দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন সিএ ফার্ম থেকে ডকুমেন্ট রেডি করার ও খরচ করার মন মানসিকতা থাকতে হবে।
⭕কেন আমাদের কাছে সার্ভিস নিবেন
⏺️ আমাদের রয়েছে দক্ষ কন্সাল্টেন্ট, যা আপনার ভিসা পাওয়ার সম্বাবনা বাড়িয়ে দিবে।
⏺️ আমরা আপনাকে দিবো দক্ষ সিএ ফার্মের প্রয়োজনীয় কাগজ পত্রের সাপোর্ট ও পরামর্শ।
📔আপনার নিশ্চিত ভিসার কাজ শেষ করতে আজই আমাদের অফিসে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ভিসিট করুণঃ
🏢 Flat-6B,House-01, Avenue-01 Block , Mirpur-11 (মেট্রোরেল স্টেশনের সাথেই কালসি রোডের শুরুতে ব্যাংক আল-ফালাহ এর ৭ তলায়), Dhaka 1216. ☎ 01328-960-181
ইমেইল করুনঃ [email protected]
💢আমরা কোন ফাইল ওপেনিং চার্জ, কনসাল্টিং চার্জ, রেজিস্ট্রেশন চার্জ ও হিডেন চার্জ নেই।
⛔আমরা কোন ধরনের ওয়ার্ক পারমিটের কাজ করি না। আমরা কেবল ভিজিট ও বিজনেস ভিসার ফাইল প্রসেস করি। সুতরাং আদম ব্যবসায়ীরা দূরে থাকুন। তাই জব ভিসার জন্যে অযথা ইনবক্স বা ফোন করবেন না।

আপনি যদি  🇺🇸 আমেরিকায় টুরিস্ট ভিসা নিয়ে যেতে চান, তাহলে কথাগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হয়তো কেউ আগে বিষয়গুলো ন...
27/01/2024

আপনি যদি 🇺🇸 আমেরিকায় টুরিস্ট ভিসা নিয়ে যেতে চান, তাহলে কথাগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হয়তো কেউ আগে বিষয়গুলো নিয়ে এত খোলামেলা কথা বলেনি যা আজকে আমরা বলতে যাচ্ছি। তাই ধৈর্য সহকারে পুরো পোস্টটি পড়বেন আশা করি। যা আপনার ভিসা পাওয়ার পূর্বশর্ত হিসেবে কাজ করবে, আর আপনি পেতে পারেন আমেরিকার পাঁচ বছরের মাল্টিপল টুরিস্ট ভিসা ইনশাল্লাহ।
আমেরিকার ভিসা নিয়ে আমাদের অনেক কৌতূহল থাকে। আবার আমাদের অনেকের ড্রিম কান্ট্রি আমেরিকা। সবার একবার হলেও আমেরিকা যাওয়ার ইচ্ছা থাকে। তাই হয়তো আমাদের সবার চেষ্টা থাকে আমেরিকা যাওয়ার। আর সত্যি কথা হচ্ছে আমরা চাইলেই আমেরিকা যেতে পারি, হ্যাঁ আমরা সত্যি বলছি, চাইলে আপনিও যেতে পারেন। এখন আপনি বলতে পারেন এতই কি সহজ আমেরিকা যাওয়া? আমরা বলবো হ্যাঁ আসলেই সহজ আমেরিকা যাওয়া। যদি আপনি আমেরিকা যাওয়ার একজন যোগ্য ব্যক্তি হন। আমরা কিন্তু আমেরিকার টুরিস্ট ভিসার কথা বলছি।
এখন বলি সঠিক যোগ্যতার মাপকাঠি কি? আসলে এই ব্যাপারে কোন দিক নির্দেশনা নেই, ইউএস এম্বাসির ওয়েবসাইটেও এর কোন চেকলিস্ট বা ক্রাইটেরিয়াও নেই। যেইটা দেখে আপনি বুঝতে পারবেন যে এই এই ক্রাইটেরিয়া ও চেকলিস্ট গুলো ফুলফিল করলে আমেরিকার টুরিস্ট ভিসা পেয়ে যাবেন। তাহলে আপনি বলতে পারেন আমি তাহলে কোন যোগ্যতার কথা বলছি? আসলে যোগ্যতার কোন মাপকাঠি নেই এই ক্ষেত্রে আমি আপনাকে দীর্ঘ দিনের অভিজ্ঞতার আলোকে বলছি যেহেতু আমরা অনেক ফাইল প্রসেস করেছি তাই কেন ভিসা পেয়েছে বা রিফিউজ হয়েছে তা বুঝতে পারছি, তাই একজন ব্যক্তি বা একটি পরিবার যে বিষয় গুলো মেনে তার প্রোফাইল গুলো ঘুছাতে পারলে তার কাঙ্খিত ভিসাটি পেতে পারে, তার একটি বিস্তর ধারণা দিচ্ছি।
আর হ্যাঁ, মাঝখানে ছোট করে একটি কথা বলি আমেরিকার টুরিস্ট ভিসাটি মূলত ইন্টারভিউ নির্ভর একটি ভিসা। ৫ থেকে ৭ মিনিটের ছোট একটি ইন্টারভিউ এর মাধ্যমে ভিসাটি হয়ে থাকে। অন্যান্য দেশের মতো ডকুমেন্ট ভিত্তিক ভিসা নয়। ইন্টারভিউটি আপনি বাংলা অথবা ইংলিশে দিতে পারবেন।
যাক আগের কথায় আসি, আমরা প্রথমেই যে ভুল কাজটি করে থাকি সেটি হলো সঠিক যোগ্যতা না থাকা সত্ত্বেও আমেরিকার ভিসার জন্য আবেদন করে ফেলি। যে কারণে রিফিউজও হয়ে যাই। তাহলে অল্প করে ধারণা দিচ্ছি কি কি যোগ্যতা না থাকার কারণে ভিসা রিফিউজ হয়।

🔮প্রথমত আমরা একেবারে সাদা পাসপোর্টে কোন দেশ ট্রাভেল করা ছাড়া ইউএস ভিজিট ভিসার জন্য দাঁড়িয়ে যাই, যেই ভুলটি আমরা অনেকে করে থাকি। আবার অনেকে আপনার ফাইল প্রসেস করার জন্য বলে, সাদা পাসপোর্টে ভিসা হয় এটি একবারে ভুল কথা। আপনি ভিসা অফিসারের কাছে একজন ট্রাভেলার হিসেবে কিভাবে প্রমাণ করবেন যে আপনি আমেরিকা গিয়ে আবার ফিরে আসবেন? যেহেতু এটি একটি টুরিস্ট ভিসা আপনাকে প্রমাণ করতে হবে আপনি একজন ট্রাভেলার। আর প্রমাণ করার একটি ভালো মাধ্যম হলো আমাদের দেশের পার্শ্ববর্তী দেশগুলো টুরিস্ট ভিসায় ভিজিট করা। আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি আপনার পার্শ্ববর্তী দেশগুলো ট্রাভেল না করে আমেরিকার মতো প্রথম সারির দেশে কেন ঘুরতে যাবেন? হয়তো আপনি উত্তরটি পেয়ে গেছেন।
তবে আপনার যদি বয়স বেশী থাকে বা নিজ পরিবার ও আত্মীয়র মধ্যে কেউ যদি আমেরিকায় থাকে সেক্ষেত্রে তেমন একটা ভিজিট না থাকলেও হবে, যেমন ধরেন আপনার বাবা-মা, ছেলে-মেয়ে, ভাই-বোন, চাচা-চাচি, কাজিন কেউ যদি আমেরিকায় থাকেন সেখানে ওনাদের দেখতে যাবেন বা ওনারা কোন প্রোগ্রাম এরেঞ্জ করেছেন সেখানে আপনি উপস্থিত থাকার কারণ দেখিয়ে আমেরিকা ভিজিট ভিসায় যেতে পারেন যদিও তার যুক্তিযুক্ত কারণ থাকতে হবে।
অনেকে বলে আমেরিকা থেকে আপনার জন্য ইনভাইটেশন এনে ভিসা করিয়ে দিবে, এটিও ভুল কথা। আপনি চিন্তা করে দেখেন অচেনা লোক বা দূর সম্পর্কের কেউ কেন আপনাকে ইনভাইটেশন দিবেন? যদি দিয়েও দেন সেই ইনভাইটেশনে কোন কাজে আসবে না। আর ইনভাইটেশন ব্যাপারটি শুধুমাত্র মেডিকেল ইমারজেন্সি, বিজনেস, কনফারেন্স, বিয়ে, জন্মদিন এবং ট্রেড ফেয়ার এর ক্ষেত্রে কিছুটা কার্যকর হয়।
🔮 দ্বিতীয়ত আপনি আপনার দেশে প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত মানে হচ্ছে আপনি বাংলাদেশে একজন ব্যবসায়ী বা ভালো কোন জব করেন, আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল আপনার আমেরিকাতে গিয়ে টাকা পয়সা খরচ করার মতো সামর্থ্য আপনার আছে, এর মানে আপনি আমেরিকাতে যাবেন এবং ফিরে আসবেন। আমার এই কথাটি পড়ে হয়তো চিন্তা করছেন অনেক টাকা থাকলে বা অনেক টাকা ইনকাম করলে হয়তো আমেরিকায় যেতে পারব। তাই না? কথাটি যদিও সত্য, কিন্তু আমরা যারা ভালো কোন দেশে যাওয়ার চিন্তা করি, তখনি যখন এটলিস্ট কিছু ভালো পরিমাণ টাকা আমাদের কাছে থাকে। তাহলেই আমেরিকার ভিসা নিয়ে চিন্তা করি। সেক্ষেত্রে আমরা ভালো জব বা ভালো ব্যবসা দেখাতে পারি। হয়তো আমি কি বুঝাতে চেয়েছি বুঝতে পারছেন।
যাইহোক প্রতিষ্ঠিত হওয়ার গল্পটি এই কারণেই বললাম। বলার কারণ কি জানেন? ভিসা অফিসার চিন্তা করেন আপনি আপনার দেশে যে পরিমাণ টাকা উপার্জন করেন, হয়তো সেখানে গিয়ে আরো ভালো পরিমাণ টাকা উপার্জন করলে আপনি দেশে ফিরবেন না। এটা চিন্তা করে ভিসা অফিসার আপনাকে ভিসাটি নাও দিতে পারে। ইউএস এম্বাসির ওয়েবসাইটে লেখা আছে আপনি যখন নন ইমিগ্রেন্ট তথা টুরিস্ট ভিসায় (B1/B2) আবেদন করেন, ইন্টারভিউর আগের সময় পর্যন্ত ভিসা অফিসার ধরে নেন আপনি আমেরিকাতে গিয়ে আর ফিরে আসবেন না।
🔮 তৃতীয় কথাটি খুব গুরুত্বপূর্ণ আমেরিকান এম্বাসির একটি অনলাইন ফর্ম আছে ফর্ম টিকে বলা হয় DS-160, ভিসা অফিসারের সামনে নিজেকে প্রেজেন্ট করার সবথেকে বড় একটি মাধ্যম, তবে একটি দুঃখের বিষয় কি জানেন? আমরা DS-160 ফর্মটিকে নিয়ে অবহেলা করি। যেমন অনভিজ্ঞ কাউকে দিয়ে DS-160 ফর্মটি পূরণ করানো এবং অনভিজ্ঞ কারো সাথে পরামর্শ নেওয়া। অনেকেই এই ক্ষেত্রে খরচ কমানোর জন্য যেখানে সেখানে মোটামুটি ব্রাউজ করতে পারে বা কোন এক কম্পিউটার দোকান থেকে DS-160 ফর্মটি পূরণ করে। এমন কারো কাছ থেকে পরামর্শ নেয় সে হয়তো আমেরিকা টুরিস্ট ভিসা সম্পর্কে তেমন অভিজ্ঞ নন, হয়তো বা তিনি একবার ভিসা পেয়েছে, কিন্তু ভিসা পাওয়ার মানে এই নয় যে তিনি সব ব্যাপারে জেনে গেছেন। তাই এরকম অনেকের পরামর্শ নিয়ে ভিসা আবেদন ফর্ম পূরণ করে বা ইন্টারভিউ দিয়ে অনেকেই রিফিউজ হয়েছে। কেননা DS-160 ফর্মটি ওভাবেই ডিজাইন করা হয়েছে যাতে করে ভিসা অফিসার আপনার সম্পর্কে যা জানার বা ডিসিশন নেওয়ার দরকার তা সব ইনফরমেশন DS-160 ফর্মটি থেকে পেয়ে যান।
🔮চতুর্থ যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হলো ইন্টারভিউ, যেহেতু আমেরিকার টুরিস্ট ভিসা একটি ইন্টারভিউ নির্ভর ভিসা সে ক্ষেত্রে আপনার ইন্টারভিউতে ভিসা অফিসারকে কনভেন্স করতে হবে যে আপনি যাবেন আবার ফিরে আসবেন, এজন্য অবশ্যই আপনার একটি বিশ্বাসযোগ্য গল্প থাকতে হবে। এটির মাধ্যমে ভিসা অফিসারকে বোঝাতে হবে -আমি বাংলাদেশে প্রতিষ্ঠিত, -আমেরিকা যাওয়ার আমার যৌক্তিক কারণ আছে এবং -আমি আমেরিকাতে গিয়ে ঘুরে ফিরে আসবো।
এই যে আমি বললাম আপনি যে ফিরে আসবেন, এটা কনভেন্স করতে হবে, এটা কনভেন্স করার উপায় কি? কাজ হচ্ছে DS-160 ফর্মটি সুন্দর ভাবে, নির্ভুল ভাবে পূরণ করা। অনেকেই (DS-160 ফর্ম ও ইন্টারভিউ) এই গুরুত্বপূর্ণ দুইটি বিষয়কে আলাদাভাবে পার্সেন্টেজ করে। আমরা এই কাজটি করব না কারণ এই দুইটির কম্বিনেশনে কাঙ্খিত ভিসাটি আপনার হবে।
আমরা আরেকটা বড় ভুল করি ডকুমেন্টকে মাত্রাতিরিক্ত গুরুত্ব দেওয়া ও প্রচুর ডকুমেন্ট রেডি করা, যেগুলো আসলে ইন্টারভিউতে ধরেও দেখবেন না, তবে কিছু ডকুমেন্ট ভিসা ইন্টারভিউর সময় নিয়ে যেতে হবে। অনেক ক্ষেত্রে হয়তো কোন যুক্তি সঙ্গত কারণ থাকলে ভিসা অফিসার দেখতে চাইবে। অনেকের মাথায় চিন্তাটি থাকে ব্যাংক ব্যালেন্স কত থাকতে হবে, ট্রানজেকশন কেমন করতে হবে, ব্যাংকে কত টাকা রাখতে হবে। এই প্রশ্নের আসলে কোন উত্তরই নেই, ডকুমেন্ট এর মতো আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক ব্যালেন্সও ভিসা অফিসার ধরেও দেখবেন না। যদিও দেখে খুব রেয়ার কেসে। আমাদের কথাটি হয়তো বুঝতে পেরেছেন ইউএস টুরিস্ট ভিসা ক্ষেত্রে এইসব ডকুমেন্টারি ইস্যু আপনার জন্য কোন ধরনের ভ্যালু রাখে না।
আমেরিকার ভিসার ব্যাপারে কোনভাবে আপনারা কন্ট্রাকে কারো সাথে যোগাযোগ করবেন না। কোনভাবে কন্ট্রাকে আমেরিকার ভিসা নিবেন এই বিষয়টি মন থেকে একেবারে ঝেড়ে ফেলে দিন। আমেরিকার ভিসা কন্ট্রাকে বা টাকা পয়সা দিয়ে কোনভাবে নেওয়া যায় না। সঠিকভাবে আবেদন করে ও সঠিকভাবে ইন্টারভিউ দিয়ে আপনি পেতে পারেন আমেরিকার টুরিস্ট (B1/B2) ভিসা।
💲 আমেরিকার টুরিস্ট ভিসার বর্তমান এম্বাসি ফি ১৮৫$ ডলার যা বাংলাদেশ এর টাকায় কনভার্ট করলে যা আসে। এই টাকা শুধুমাত্র EBL অর্থাৎ ইস্টার্ন ব্যাংক লিমিটেড এ জমা দেওয়া যায়। এই টাকা জমা দিয়ে ইন্টারভিউ এর ডেট নিতে হয়।
🔷 সর্বপরি একটা কথা বলবো, আমেরিকার টুরিষ্ট ভিসার ক্ষেএে যদি DS-160 ফর্মটি একজন অভিজ্ঞ ব্যক্তি দ্বারা পূরণ করাতে পারেন, কারণ এই ফর্ম এর উপর আপনার ভিসা অনেকাংশ নির্ভর করে ও আমেরিকা যাওয়ার যথেষ্ট যৌক্তিক কারণ দেখাতে পারেন। এবং ইন্টারভিউতে ভিসা অফিসারকে সন্তুষ্ট করতে পারলে, আপনার ভিসাটি হবে ইনশাল্লাহ।
আপনারা যারা ধৈর্য সহকারে পুরো পোস্টটি পড়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ❤️
🟢 আচ্ছা এখন বলি আমাদের কাজ কি। আমরা আপনাকে আমেরিকার টুরিস্ট ভিসা (B1/B2) প্রসেসিং এর ক্ষেত্রে সহায়তা প্রদান করে থাকি। যেমনঃ-
১। DS-160 ফর্ম সঠিক ও সুন্দর ভাবে পূরণ করে দিবো।
২। ইন্টারভিউ এর জন্য ট্রেনিং দিয়ে পুরোপুরি তৈরী করবো।
৩। ইন্টারভিউ এর জন্য যে সকল ডকুমেন্টস প্রয়োজন তার সঠিক গাইড লাইন দিবো।
🟢 আবেদন করার জন্য প্রথমে আপনার যা প্রয়োজনঃ-
১। পাসপোর্ট এর রঙিন কপি।
২। দুইটা ফোন নাম্বার।
৩। একটা ই-মেইল আইডি।
৪। ছবি (২x২ সাইজ) সাদা ব্যাকগ্রাউন্ড (সফট কপি)।
এগুলো থাকলেই আপনি আমেরিকার টুরিস্ট ভিসার জন্য আবেদনটি করতে পারেন।
🟢 আমরা আমেরিকার যেসব ভিসা প্রসেসিং করে থাকিঃ-
১। ভিজিট ভিসা (B1/B2)
২। মেডিকেল ভিসা (B2)
৩। বিজনেস ভিসা (B1)
৪। ড্রপ বক্সের মাধ্যমে ভিসা রিনিউ।।
🔷 পরিশেষে বলবো আপনি যদি কিছু দেশ ভিজিট করে থাকেন এবং উপরে আমরা যা লিখেছি সে অনুযায়ি আপনার প্রোফাইলটির মিল থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি একটু সময় করে ফোন দিয়ে বিস্তারিত আলাপ করে দেখেন, আশাকরি আমরা আমেরিকার টুরিস্ট ভিসার জন্য আপনাকে সহজ সমাধান দিতে পারবো। ইনশাল্লাহ। আপনার মূল্যবান ফোনের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।।।
আমাদের ফোন নাম্বারঃ-
📲+8801939389616 (WhatsApp)
📧 E-mail: [email protected]

05/12/2023

300 Feet view

✈ ফ্যামিলিসহ ভিসিট ভিসা 𝗨𝗞 🇬🇧 𝗨𝗦𝗔 🇺🇸 𝐂𝐀𝐍𝐀𝐃𝐀 🇨🇦 𝐀𝐔𝐒𝐓𝐑𝐀𝐋𝐈𝐀🇦🇺🇨🇦 CANADA-তে ১০ বছর পর্যন্ত মাল্টিপল ভিজিট ভিসা ।🇺🇸 AMERICA-তে...
20/08/2023

✈ ফ্যামিলিসহ ভিসিট ভিসা 𝗨𝗞 🇬🇧 𝗨𝗦𝗔 🇺🇸 𝐂𝐀𝐍𝐀𝐃𝐀 🇨🇦 𝐀𝐔𝐒𝐓𝐑𝐀𝐋𝐈𝐀🇦🇺
🇨🇦 CANADA-তে ১০ বছর পর্যন্ত মাল্টিপল ভিজিট ভিসা ।
🇺🇸 AMERICA-তে ৫ বছরের মাল্টিপল ভিজিট ভিসা-
🇦🇺 AUSTRALIA-তে ৬ মাসের মাল্টিপল ভিজিট ভিসা ।
🇬🇧 UK-তে ৬ মাসের মাল্টিপল ভিজিট ভিসা ।
🔖উক্ত চার দেশের ভিসিট ভিসা প্রসেস করতে ও অন্যান্য তথ্য জানতে আমাদের অফিস ভিসিট করুণ।
⭕কেন আমাদের কাছে সার্ভিস নিবেন
🌠 ইনভাইটেশন/ স্পন্সর সাপোর্ট ।
⏺️ আমাদের রয়েছে দক্ষ কন্সাল্টেন্ট।
⏺️ আমাদের রয়েছে দক্ষ টিম।
⏺️ আমরা আপনাকে দিবো সুলভ মূল্য প্রয়োজনীয় কাগজ পত্রের সাপোর্ট।
⏺️ ব্যাংক স্পন্সর/ব্যালেন্স সাপোর্ট।
⏺️ ১ সাপ্তাহের মধ্য সম্পুর্ণ প্রসেসিং কাজ শেষ করা হয়।
⏺️ আমরা প্যাকেজ আকারে ভিজিট ভিসার কাজ করে থাকি।
✔️✔️আপনি এই সুযোগ নিতে চাইলে প্রাথমিকভাবে দরকার হবে নিচের
৬ টি ডকুমেন্টসঃ
✔️ CV (only applicant)
✔️Passport Copy (all members)
✔️ NID Copy / Birth Certificate (all members)
✔️ Photo 3 Copy (all members)
✔️ Education Certificate Copy (only applicant)
✔️ Proof of Job Experience (only applicant)
✔️ Business Document
📔আপনার নিশ্চিত ভিসার কাজ শেষ করতে আজই আমাদের অফিসে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ভিসিট করুণ। যোগাযোগ করুন আমাদের সাথে।
🏢 Flat-6B,House-01, Avenue-01 Block , Mirpur-11 (মেট্রোরেল স্টেশনের সাথেই কালসি রোডের শুরুতে ব্যাংক আল-ফালাহ এর ৬ তলায়), Dhaka 1216.
🎯➡https://g.co/kgs/QyrMMy
☎ 01883-663-929
ইমেইল করুনঃ [email protected]
💢আমরা কোন ফাইল ওপেনিং চার্জ, কনসাল্টিং চার্জ, রেজিস্ট্রেশন চার্জ ও হিডেন চার্জ নেই**
⛔আমরা কোন ধরনের ওয়ার্ক পারমিটের কাজ করি না। আমরা কেবল ভিজিট ও বিজনেস ভিসার ফাইল প্রসেস করি। সুতরাং আদম ব্যবসায়ীরা ও আদম দালালিদের বলছি- দূরে থাকুন। বাংলাদেশ থেকে আমেরিকা ও কানাডা 100% জব ভিসা হয় না। তাই জব ভিসার জন্যে অযথা ইনবক্স বা ফোন করবেন না।








Allah Bless on You
01/08/2023

Allah Bless on You

সর্বনিন্ম খরচে উমরাহ্ প্যাকেজে বুকিং চলছে! 🕋🕋CHEAPEST UMRAH PACKAGE১৫০,০০০ টাকা মাত্র ( তিনবেলা খাবার সহ )১৫ দিনের উমরাহ...
31/07/2023

সর্বনিন্ম খরচে উমরাহ্ প্যাকেজে বুকিং চলছে! 🕋🕋
CHEAPEST UMRAH PACKAGE
১৫০,০০০ টাকা মাত্র ( তিনবেলা খাবার সহ )
১৫ দিনের উমরাহ্‌ প্যাকেজ।
🕋মক্কায়ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন – জিয়ারা 🏔
🌄মদিনায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন – জিয়ারা
প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত:
* উমরাহ ভিসা
* ইনস্যুরেন্স
* এয়ারলাইন্স টিকেট (ট্রানজিট ২-৪ ঘণ্টা)
* সম্পুর্ন ট্রান্সপোর্ট সেবা
* থাকা-খাওয়া
*শেয়ারিং রুম
* 🕋 মক্কা ও মদিনা হোটেল থেকে ৬০০-৪০০ মিটার দূরত্বের ৩ স্টার হোটেল)
*অভিজ্ঞ গাইড
* 🕋 মক্কার দর্শনীয় স্থান পরিদর্শন। যেমনঃ জাবাল এ সূর, জাবাল এ নূর (হেরা গুহা), জাবাল এ রহমত, আরাফা ময়দান, মসজিদে নামিরা, মুযদালিফা, মিনা, ইসমাইল আঃ এর কুরবানির স্থান,জামারাহ, জান্নাতুল মাআলা বা খাদিজা রাঃ এর কবর, মসজিদে জ্বীন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মস্থান ইত্যাদি
* মদিনার দর্শনীয় স্থান পরিদর্শন। যেমনঃ জাবাল এ উহুদ, হামজা রাঃ, হানজালা রাঃ সহ ৭০ জন সাহাবার কবর জিয়ারাহ, মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন বা দুই কেবলার মসজিদ, খন্দক মসজিদ, মসজিদে উসমান রাঃ , মসজিদে গামামা, মসজিদে আবু বকর রাঃ, মসজিদে আলী রাঃ, মসজিদে বেলাল রাঃ, জান্নাতুল বাকি ইত্যাদি .
প্যাকেজের অন্তর্ভূক্ত নয়ঃ
* তায়েফ সফর
* বদর সফর
* জ্বীন পাহাড়
অন্যান্য তথ্য জানতে সরাসরি যোগাযোগ করুণ-
আমাদের বাংলাদেশ অফিসের লোকেশন-
𝐃𝐇𝐀𝐊𝐀 𝐎𝐅𝐅𝐈𝐂𝐄 স্থানঃ
Flat-6B, House-01, Avenue-01, Block-D, Section-11(Kalsi Road), Mirpur, Dhaka-1216,
(মিরপুর ১১নং মেট্রোরেল স্টেশনের সাথে কালসি রোড ঢুকতে ব্যাংক আল-ফালাহ এর ৬ তলায়)।
☎ 09613821199, 01939389616
Map:https:https://goo.gl/maps/R2qkt46uyWqonjbb9
Email:[email protected]

সর্বনিন্ম খরচে উমরাহ গ্রূপ প্যাকেজ  CHEAPEST UMRAH PACKAGE                জনপ্রতি ১৫০, ০০০ টাকা মাত্র ( তিনবেলা খাবার সহ...
31/07/2023

সর্বনিন্ম খরচে উমরাহ গ্রূপ প্যাকেজ
CHEAPEST UMRAH PACKAGE


জনপ্রতি ১৫০, ০০০ টাকা মাত্র ( তিনবেলা খাবার সহ )
১৫ দিনের উমরাহ্‌ প্যাকেজ।

প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত:
* উমরাহ ভিসা
* ইনস্যুরেন্স
* এয়ারলাইন্স টিকেট (ট্রানজিট ২-৪ ঘণ্টা)
* সম্পুর্ন ট্রান্সপোর্ট সেবা
* থাকা-খাওয়া
*শেয়ারিং রুম
* মক্কা ও মদিনা হোটেল থেকে ৬০০-৪০০ মিটার দূরত্বের ৩ স্টার হোটেল)
*অভিজ্ঞ গাইড

* মক্কার দর্শনীয় স্থান পরিদর্শন। যেমনঃ জাবাল এ সূর, জাবাল এ নূর (হেরা গুহা), জাবাল এ রহমত, আরাফা ময়দান, মসজিদে নামিরা, মুযদালিফা, মিনা, ইসমাইল আঃ এর কুরবানির স্থান,জামারাহ, জান্নাতুল মাআলা বা খাদিজা রাঃ এর কবর, মসজিদে জ্বীন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মস্থান ইত্যাদি
* **
* মদিনার দর্শনীয় স্থান পরিদর্শন। যেমনঃ জাবাল এ উহুদ, হামজা রাঃ, হানজালা রাঃ সহ ৭০ জন সাহাবার কবর জিয়ারাহ, মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন বা দুই কেবলার মসজিদ, খন্দক মসজিদ, মসজিদে উসমান রাঃ , মসজিদে গামামা, মসজিদে আবু বকর রাঃ, মসজিদে আলী রাঃ, মসজিদে বেলাল রাঃ, জান্নাতুল বাকি ইত্যাদি .

প্যাকেজের অন্তর্ভূক্ত নয়ঃ
* তায়েফ সফর
* বদর সফর
* জ্বীন পাহাড়

Address

Flat-6B, House-01, Avenue-01, Block-D, Kalshi Road, Mirpur 11
Dhaka
1216

Telephone

+8801328960181

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamil Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jamil Tours & Travels:

Share