Sky Line Service agency

Sky Line Service agency Passport,Visa Prossesing, Ticketing, Tour & Traveling, Hotel Booking, Invitation, Work Permit Information Consultency Service Provider Agency.

সার্বিয়ায় PPZ সহ ওয়ার্ক পারমিট ভিসায় নিন্মে বর্নীত কোম্পানিতে শুধু মাত্র একজন হেভি ড্রাইভার, ক্রেন ড্রাইভার  আর বাংলাদেশ...
04/06/2024

সার্বিয়ায় PPZ সহ ওয়ার্ক পারমিট ভিসায় নিন্মে বর্নীত কোম্পানিতে শুধু মাত্র একজন হেভি ড্রাইভার, ক্রেন ড্রাইভার আর বাংলাদেশের খাওয়া রান্না করা কুকের পোষ্ট খালি আছে বাকি সব ফিলাপ। উক্ত ২ টি পোস্টে আগ্রহীরা অতিস্বত্তর যোগাযোগ করুন।
যোগাযোগ
Sky Line Service agency
Sky Line
+8801974703609 (Whats App)

সার্বিয়ায় PPZ সহ ওয়ার্ক পারমিট ভিসায় নিন্মে বর্নীত কোম্পানিতে শুধু মাত্র একজন ড্রাইভার আর বাংলাদেশের খাওয়া রান্না করার ম...
04/06/2024

সার্বিয়ায় PPZ সহ ওয়ার্ক পারমিট ভিসায় নিন্মে বর্নীত কোম্পানিতে শুধু মাত্র একজন ড্রাইভার আর বাংলাদেশের খাওয়া রান্না করার মত কুকের পোষ্ট খালি আছে বাকি সব সিলেক্টেড । উক্ত ২ টি পোস্টে আগ্রহীরা অতিস্বত্তর যোগাযোগ করুন।
যোগাযোগ :
Skyline Information & Consultancy Service
Sky Line Service agency
+8801974703609 (Whats App)

বাংলাদেশ থেকে অস্ট্রিয়ান ভিসার জন্য আবেদন: একটি বিস্তারিত নির্দেশিকাঅস্ট্রিয়া, তার মনোরম প্রাকৃতিক দৃশ্য, সমৃদ্ধ সাংস্...
24/05/2024

বাংলাদেশ থেকে অস্ট্রিয়ান ভিসার জন্য আবেদন: একটি বিস্তারিত নির্দেশিকা

অস্ট্রিয়া, তার মনোরম প্রাকৃতিক দৃশ্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাণবন্ত শহরগুলির জন্য পরিচিত, সারা বিশ্বের ভ্রমণকারীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। আপনি যদি একজন বাংলাদেশি নাগরিক হন এবং অস্ট্রিয়া ভ্রমণের পরিকল্পনা করছেন, তাহলে আপনাকে একটি ভিসার জন্য আবেদন করতে হবে। এই নিবন্ধটি বাংলাদেশের নাগরিকদের জন্য অস্ট্রিয়ান ভিসার আবেদন প্রক্রিয়ার একটি বিস্তারিত নির্দেশিকা প্রদান করে।

অস্ট্রিয়ান ভিসার ধরন

আপনার ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী, আপনি কয়েকটি ধরনের অস্ট্রিয়ান ভিসার জন্য আবেদন করতে পারেন:

1. সেনজেন স্বল্পমেয়াদী ভিসা (টাইপ সি): পর্যটন, ব্যবসা বা পারিবারিক ভ্রমণের জন্য, যা ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিনের থাকার অনুমতি দেয়।
2. জাতীয় দীর্ঘমেয়াদী ভিসা (টাইপ ডি): ৯০ দিনের বেশি থাকার জন্য, যার মধ্যে পড়াশোনা, চাকরি বা পরিবার পুনর্মিলনের উদ্দেশ্যে থাকা অন্তর্ভুক্ত।
3. ট্রানজিট ভিসা: অন্য গন্তব্যে যাওয়ার পথে অস্ট্রিয়া দিয়ে যাতায়াতের জন্য।

ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া

১. আপনার ভিসার ধরন নির্ধারণ করুন

প্রথমে, আপনার ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী ভিসার ধরন নির্ধারণ করুন। এটি নির্ধারণ করবে আপনি কোন কোন নথি এবং প্রক্রিয়া অনুসরণ করবেন।

২. প্রয়োজনীয় নথি সংগ্রহ করুন

সেনজেন স্বল্পমেয়াদী ভিসার জন্য, সাধারণত আপনার প্রয়োজন হবে:

- সম্পূর্ণ পূরণকৃত ভিসা আবেদন ফর্ম: সঠিকভাবে ফর্ম পূরণ করুন এবং স্বাক্ষর করুন।
- পাসপোর্ট: আপনার পরিকল্পিত থাকার সময় থেকে অন্তত তিন মাস পর পর্যন্ত বৈধ এবং অন্তত দুটি ফাঁকা পাতা সহ।
- ছবি: দুটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি যা ভিসার ছবি প্রয়োজনীয়তার সাথে মেলে।
- ভ্রমণ পরিকল্পনা: ফ্লাইট সংরক্ষণের প্রমাণ, ফেরত ফ্লাইট সহ।
- আবাসনের প্রমাণ: হোটেল বুকিং বা অস্ট্রিয়াতে আপনার আতিথেয়তা প্রদানকারীর আমন্ত্রণ পত্র।
- ভ্রমণ বীমা: শেনজেন অঞ্চলে বৈধ, ৩০,০০০ ইউরো পর্যন্ত মেডিকেল জরুরী খরচ কভারেজ।
- আর্থিক প্রমাণ: গত তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট, চাকরির প্রমাণ বা স্পন্সরশিপ লেটার।
- কভার লেটার: আপনার ভ্রমণের উদ্দেশ্য এবং পরিকল্পনা ব্যাখ্যা করে।

জাতীয় দীর্ঘমেয়াদী ভিসার জন্য, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্রহণ পত্র, চাকরির চুক্তি বা পারিবারিক সম্পর্কের প্রমাণের মতো অতিরিক্ত নথি প্রয়োজন হতে পারে।

৩. একটি অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করুন

ঢাকায় অবস্থিত অস্ট্রিয়ান দূতাবাসে একটি অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করুন। আপনি দূতাবাসের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করতে পারেন বা সরাসরি যোগাযোগ করতে পারেন।

৪. আপনার আবেদন জমা দিন

আপনার অ্যাপয়েন্টমেন্টের দিনে, সমস্ত নথি সহ অস্ট্রিয়ান দূতাবাসে যান। আপনার ভ্রমণের পরিকল্পনা এবং অস্ট্রিয়া ভ্রমণের কারণ সম্পর্কে আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে।

৫. ভিসা ফি প্রদান করুন

ভিসা আবেদন ফি প্রদান করুন, যা ফেরতযোগ্য নয়। ফি ভিসার ধরন এবং আপনার বয়সের উপর নির্ভর করে পরিবর্তিত হয় (যেমন, প্রাপ্তবয়স্ক, শিশু এবং নির্দিষ্ট শ্রেণীর আবেদনকারীদের বিভিন্ন ফি থাকতে পারে)।

৬. প্রক্রিয়ার জন্য অপেক্ষা করুন

ভিসা প্রক্রিয়ার সময় পরিবর্তিত হতে পারে, তবে সেনজেন ভিসার জন্য সাধারণত এটি প্রায় ১৫ ক্যালেন্ডার দিন সময় নেয়। জাতীয় ভিসার ক্ষেত্রে, আপনার আবেদন এর নির্দিষ্ট পরিস্থিতির উপর নির্ভর করে আরও সময় লাগতে পারে।

৭. আপনার ভিসা সংগ্রহ করুন

আপনার ভিসা অনুমোদিত হলে, আপনাকে দূতাবাস থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে বলা হবে। যদি আপনার আবেদন প্রত্যাখ্যান করা হয়, আপনি প্রত্যাখ্যানের কারণ জানানো হবে এবং আপনি প্রয়োজন হলে আপিল করার সুযোগ পাবেন।

অতিরিক্ত টিপস

- আগে থেকে আবেদন করুন: আপনার পরিকল্পিত ভ্রমণের তারিখের অনেক আগেই আবেদন জমা দিন যাতে কোনো বিলম্ব না হয়।
- আপডেট চেক করুন: ভিসার প্রয়োজনীয়তা এবং প্রক্রিয়া পরিবর্তিত হতে পারে, তাই সর্বশেষ তথ্যের জন্য সবসময় অস্ট্রিয়ান দূতাবাসের ওয়েবসাইট চেক করুন বা সরাসরি তাদের সাথে যোগাযোগ করুন।
- সম্পূর্ণ প্রস্তুতি নিন: আপনার সমস্ত নথি সম্পূর্ণ এবং সঠিক থাকলে আপনার আবেদন প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি কমবে।

যোগাযোগের তথ্য

ঢাকায় অবস্থিত অস্ট্রিয়ান দূতাবাস:
- ঠিকানা: ২০ মাদানী এভিনিউ, বারিধারা, ঢাকা ১২১২, বাংলাদেশ
- ফোন: +৮৮০ ২ ৯৮৯ ২৮১৪
- ইমেল: [email protected]

এই নির্দেশিকা অনুসরণ করে, আপনি অস্ট্রিয়ান ভিসা আবেদন প্রক্রিয়া আরও আত্মবিশ্বাসের সাথে সম্পন্ন করতে পারবেন এবং আপনার সফল আবেদন করার সম্ভাবনা বাড়বে। আপনার অস্ট্রিয়া ভ্রমণ উপভোগ করুন!

🇭🇹🔥সার্বিয়ার জন্য ৩১ তারিখ পর্যন্ত জন্য বিশাল অফার।🔥🗣️ ৫ টা কোটা খালি এখনো সময় মাত্র ৭ দিন।⛔ফাইল ওপেনিং ফি- ১,০০,০০০/- ব...
24/05/2024

🇭🇹🔥সার্বিয়ার জন্য ৩১ তারিখ পর্যন্ত জন্য বিশাল অফার।🔥
🗣️ ৫ টা কোটা খালি এখনো সময় মাত্র ৭ দিন।

⛔ফাইল ওপেনিং ফি- ১,০০,০০০/- বিপরীতে
🔥মাত্র সর্বনিন্ম ৩০,০০০/- টাকা ফাইল ওপেনিং করার সুবর্ন সুযোগ।
✅২৫/৩০ দিনে ওয়ার্ক পারমিট

🇭🇹 সার্বিয়ার গ্রুপ সুপার শপিং মলের বিভিন্ন আউট লেটে ৩০ জন লোক জরুরি ভিত্তিতে প্রয়োজন। 🇭🇹

🔴ফাইল প্রসেসের জন্য আগামি দুই দিনের ভিতর যারা একাসাথে ৫ টা ফাইল জমা করবে করবে তাদের
✈️ Sky Line Service agency ✈️ অফিস কর্তৃক অফার করা হচ্ছে জব ফাইল অপেনিং ফি মাত্র 🔥৩০ হাজার🔥 করে জমা করতে পারবে। বাকিকা অফিস কর্তৃপক্ষ বহন করবে।

জব কন্ট্রাক্ট লেটার ক্ষেত্রে পূর্বের নির্ধারিত পেমেন্ট মেথড বহাল থাকবে। কন্ট্রাক্ট লেটার প্রসেসিং ফি বাবদ ২ লাখ বাকিটা ভিসার পর।

➡️কাজ- ফুড প্যাকেজিং, ওয়ার হাউজ ওয়ার্কার ক্লিনার।
➡️বেতন ৬০০/৭০০ ইউরো
➡️থাকা কোম্পানির
➡️খাওয়া নিজের।
➡️ইন্সুরেন্স কোম্পানির
➡️প্রসেসিং সময় - ৪ মাস
➡️ভিসা বাংলাদেশ থেকে করে দেওয়া হবে।

🇸🇪 সুইডেনের ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্যাবলী:🇸🇪বাংলাদেশ থেকে সুইডেনের ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঢাকায় সুইডেন দ...
23/05/2024

🇸🇪 সুইডেনের ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্যাবলী:🇸🇪

বাংলাদেশ থেকে সুইডেনের ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
ঢাকায় সুইডেন দূতাবাসে আপনার পরিস্থিতি এবং আপনি যে ধরনের ভিসার আবেদন করেন তার উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট নথি এবং প্রয়োজনীয়তা রয়েছে। চলুন দেখে নেই সুইডেনের ভিসার জন্য কি কি ডকুমেন্ট লাগবে?

সুইডেন শেনজেন ভিসার জন্য আবেদন করার জন্য স্ট্যান্ডার্ড ডকুমেন্টস:

পরিকল্পিত ভ্রমণের পর কমপক্ষে তিন মাসের মেয়াদ সহ বৈধ পাসপোর্ট
আগের সব পাসপোর্ট
সুইডেনের ভিসার আবেদনপত্র সঠিকভাবে পূরণ করুন
মেডিকেল ভ্রমণ বীমা যা কমপক্ষে 30,000 ইউরো কভার করে (মূল এবং 1 ফটোকপি)
ব্যালেন্স সহ ব্যাঙ্ক স্টেটমেন্ট নিজেকে সমর্থন করতে এবং বাড়ি ফিরে যেতে (সুইডেনের জন্য প্রতিদিন ন্যূনতম 450 SEK প্রয়োজন, প্রায় 40 ইউরোর সমতুল্য)
ফিক্সড ডিপোজিট রসিদ (FDR)
সঞ্চয়পত্র কপি
বিনিয়োগের বিবরণ/ স্থাবর সম্পত্তি
ক্রেডিট কার্ড বিবৃতি
ট্রিপের পরে সুইডেন এবং শেনজেন এলাকা ছেড়ে যাওয়ার আপনার অভিপ্রায়ের নথি
01 কপি সুইডেনের ভিসার ছবি (অবশ্যই সাম্প্রতিক, রঙ এবং 35*45 মিমি আকারের হতে হবে)
এয়ারলাইন বুকিং ভ্রমণপথ (অবশ্যই পিএনআর/সংরক্ষণ নম্বর অন্তর্ভুক্ত করতে হবে)
হোটেল বুকিং/ Schengen এলাকায় আপনার থাকার বিস্তারিত নিশ্চিত করা হয়েছে
আপনি যদি শেনজেন এলাকার পরে তৃতীয় কোনো দেশে ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে আপনাকে অবশ্যই সেই দেশের প্রবেশের অনুমতিপত্র সংযুক্ত করতে হবে
দেওয়ানি নথি (বিবাহের শংসাপত্র/শিশুর জন্ম শংসাপত্র ইত্যাদি)
আপনি নিযুক্ত হলে অতিরিক্ত নথি:

আপনার বর্তমান নিয়োগকর্তা/এনওসি থেকে চিঠি (অবশ্যই ঠিকানা, ফোন নম্বর, ফ্যাক্স নম্বর এবং অন্যান্য যোগাযোগের বিবরণ অন্তর্ভুক্ত করতে হবে)
চাকরির শংসাপত্র (নাম, পদ, দায়িত্ব, বেতন এবং কোম্পানিতে চাকরির বছর সহ)
পে স্লিপ (গত ৬ মাস)
আপনি যদি ব্যবসার মালিক হন তবে অতিরিক্ত নথি:

ব্যবসা ট্রেড লাইসেন্স
ইনকর্পোরেশন সার্টিফিকেট
অন্যান্য ব্যবসায়িক নথি
আয়কর স্বীকৃতি (গত 3 বছর)
আয়কর শংসাপত্র (গত 3 বছর)
আয়কর মূল্যায়ন কপি (গত 1 বছর)
ব্যবসার মালিকদের জন্য কোম্পানির ব্যাঙ্ক স্টেটমেন্ট (গত 6 মাস)
সুইডেন ভিসায় বন্ধু এবং পরিবারের সাথে দেখা করতে.

আপনার ভ্রমণের উদ্দেশ্য সহ ব্যাখ্যা পত্র
আপনার বন্ধুদের এবং পরিবারের কাছ থেকে একটি নির্দিষ্ট বিন্যাসে আমন্ত্রণ পত্র
সুইডেনে বিজনেস/কনফারেন্স ভিজিট

কভার লেটারে আপনার ভ্রমণের উদ্দেশ্য বর্ণনা করুন
কোম্পানি বা কনফারেন্স হোস্ট থেকে আমন্ত্রণ পত্র
সম্মেলনের টিকিট পেমেন্টের প্রমাণ
আপনি যে ইভেন্টে যোগ দেবেন তার জন্য প্রবেশের টিকিট
আপনার ব্যাকগ্রাউন্ড সংক্রান্ত তথ্য এবং আপনাকে এই কনফারেন্স/ব্যবসায়িক মিটিংয়ে যোগ দিতে হবে
ইভেন্ট স্পনসর করা হলে আর্থিক বিবরণ সহ স্পনসরশিপ চিঠি
ব্যবসায়িক মিটিংয়ের ক্ষেত্রে বিস্তারিত সহ আমন্ত্রণপত্র
আপনার সাম্প্রতিক ব্যবসায়িক চুক্তির প্রমাণ
ট্যুরিস্ট ভিসার জন্য অতিরিক্ত নথি

আপনার প্রতিদিনের ভ্রমণের যাত্রাপথ
Schengen সদস্য রাষ্ট্রের কোম্পানিগুলির সাথে আপনার ভ্রমণ বুকিং
চিকিৎসার জন্য স্বল্পমেয়াদী সুইডেনের ভিসা

এই বিশেষ ব্যক্তির চিকিৎসা প্রতিষ্ঠানে কেন গুরুত্বপূর্ণ তার বিস্তারিত উল্লেখ করে হাসপাতাল থেকে চিঠি
চিকিৎসার জন্য আনুমানিক অবস্থান সংক্রান্ত তথ্য
চিকিত্সার জন্য আর্থিক উপায়ের প্রমাণ
অপ্রাপ্তবয়স্কদের জন্য অতিরিক্ত নথি

যদি তারা নাবালকের সাথে ভ্রমণ না করে তবে উভয় পিতামাতার স্বাক্ষরিত একটি সম্মতি
অভিভাবকদের পাসপোর্টের ফটোকপি
আইনি অভিভাবকের অর্থের প্রমাণ
নাবালকের আসল জন্ম শংসাপত্র
একজন অভিভাবকের সাথে ভ্রমণ করলে, অন্যের কাছ থেকে সম্মতি বা আদালত থেকে একটি অভিভাবকত্ব নথি
শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত নথি

বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রত্বের প্রমাণ
আপনার শেনজেন ভ্রমণের সময় অনুপস্থিতির ছুটির শংসাপত্র (শংসাপত্রে অবশ্যই সম্পূর্ণ ঠিকানা, ফোন নম্বর, অনুমতির বিশদ বিবরণ এবং অনুমতি প্রদানকারী ব্যক্তির পদবি অন্তর্ভুক্ত থাকতে হবে)
যদি এটি একটি স্কুল ভ্রমণ, ভ্রমণের বিবরণ
একবার আপনি সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিলে, দূতাবাস পৃথক মামলার উপর নির্ভর করে অতিরিক্ত তথ্যের অনুরোধ করতে পারে। আপনার যদি কোনো নির্দিষ্ট নথির অভাব হয়, তাহলে আপনাকে দূতাবাসকে একটি ব্যাখ্যামূলক চিঠি দিতে হবে কেন আপনি সরবরাহ করতে অক্ষম।

সুইডেনের ভিসার বাংলাদেশ থেকে সুইডেনের ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঢাকায় সুইডেন দূতাবাসে আপনার পরিস্থিতি এবং আপনি যে ...
23/05/2024

সুইডেনের ভিসার

বাংলাদেশ থেকে সুইডেনের ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
ঢাকায় সুইডেন দূতাবাসে আপনার পরিস্থিতি এবং আপনি যে ধরনের ভিসার আবেদন করেন তার উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট নথি এবং প্রয়োজনীয়তা রয়েছে। চলুন দেখে নেই সুইডেনের ভিসার জন্য কি কি ডকুমেন্ট লাগবে?

সুইডেন শেনজেন ভিসার জন্য আবেদন করার জন্য স্ট্যান্ডার্ড ডকুমেন্টস:

পরিকল্পিত ভ্রমণের পর কমপক্ষে তিন মাসের মেয়াদ সহ বৈধ পাসপোর্ট
আগের সব পাসপোর্ট
সুইডেনের ভিসার আবেদনপত্র সঠিকভাবে পূরণ করুন
মেডিকেল ভ্রমণ বীমা যা কমপক্ষে 30,000 ইউরো কভার করে (মূল এবং 1 ফটোকপি)
ব্যালেন্স সহ ব্যাঙ্ক স্টেটমেন্ট নিজেকে সমর্থন করতে এবং বাড়ি ফিরে যেতে (সুইডেনের জন্য প্রতিদিন ন্যূনতম 450 SEK প্রয়োজন, প্রায় 40 ইউরোর সমতুল্য)
ফিক্সড ডিপোজিট রসিদ (FDR)
সঞ্চয়পত্র কপি
বিনিয়োগের বিবরণ/ স্থাবর সম্পত্তি
ক্রেডিট কার্ড বিবৃতি
ট্রিপের পরে সুইডেন এবং শেনজেন এলাকা ছেড়ে যাওয়ার আপনার অভিপ্রায়ের নথি
01 কপি সুইডেনের ভিসার ছবি (অবশ্যই সাম্প্রতিক, রঙ এবং 35*45 মিমি আকারের হতে হবে)
এয়ারলাইন বুকিং ভ্রমণপথ (অবশ্যই পিএনআর/সংরক্ষণ নম্বর অন্তর্ভুক্ত করতে হবে)
হোটেল বুকিং/ Schengen এলাকায় আপনার থাকার বিস্তারিত নিশ্চিত করা হয়েছে
আপনি যদি শেনজেন এলাকার পরে তৃতীয় কোনো দেশে ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে আপনাকে অবশ্যই সেই দেশের প্রবেশের অনুমতিপত্র সংযুক্ত করতে হবে
দেওয়ানি নথি (বিবাহের শংসাপত্র/শিশুর জন্ম শংসাপত্র ইত্যাদি)
আপনি নিযুক্ত হলে অতিরিক্ত নথি:

আপনার বর্তমান নিয়োগকর্তা/এনওসি থেকে চিঠি (অবশ্যই ঠিকানা, ফোন নম্বর, ফ্যাক্স নম্বর এবং অন্যান্য যোগাযোগের বিবরণ অন্তর্ভুক্ত করতে হবে)
চাকরির শংসাপত্র (নাম, পদ, দায়িত্ব, বেতন এবং কোম্পানিতে চাকরির বছর সহ)
পে স্লিপ (গত ৬ মাস)
আপনি যদি ব্যবসার মালিক হন তবে অতিরিক্ত নথি:

ব্যবসা ট্রেড লাইসেন্স
ইনকর্পোরেশন সার্টিফিকেট
অন্যান্য ব্যবসায়িক নথি
আয়কর স্বীকৃতি (গত 3 বছর)
আয়কর শংসাপত্র (গত 3 বছর)
আয়কর মূল্যায়ন কপি (গত 1 বছর)
ব্যবসার মালিকদের জন্য কোম্পানির ব্যাঙ্ক স্টেটমেন্ট (গত 6 মাস)
সুইডেন ভিসায় বন্ধু এবং পরিবারের সাথে দেখা করতে.

আপনার ভ্রমণের উদ্দেশ্য সহ ব্যাখ্যা পত্র
আপনার বন্ধুদের এবং পরিবারের কাছ থেকে একটি নির্দিষ্ট বিন্যাসে আমন্ত্রণ পত্র
সুইডেনে বিজনেস/কনফারেন্স ভিজিট

কভার লেটারে আপনার ভ্রমণের উদ্দেশ্য বর্ণনা করুন
কোম্পানি বা কনফারেন্স হোস্ট থেকে আমন্ত্রণ পত্র
সম্মেলনের টিকিট পেমেন্টের প্রমাণ
আপনি যে ইভেন্টে যোগ দেবেন তার জন্য প্রবেশের টিকিট
আপনার ব্যাকগ্রাউন্ড সংক্রান্ত তথ্য এবং আপনাকে এই কনফারেন্স/ব্যবসায়িক মিটিংয়ে যোগ দিতে হবে
ইভেন্ট স্পনসর করা হলে আর্থিক বিবরণ সহ স্পনসরশিপ চিঠি
ব্যবসায়িক মিটিংয়ের ক্ষেত্রে বিস্তারিত সহ আমন্ত্রণপত্র
আপনার সাম্প্রতিক ব্যবসায়িক চুক্তির প্রমাণ
ট্যুরিস্ট ভিসার জন্য অতিরিক্ত নথি

আপনার প্রতিদিনের ভ্রমণের যাত্রাপথ
Schengen সদস্য রাষ্ট্রের কোম্পানিগুলির সাথে আপনার ভ্রমণ বুকিং
চিকিৎসার জন্য স্বল্পমেয়াদী সুইডেনের ভিসা

এই বিশেষ ব্যক্তির চিকিৎসা প্রতিষ্ঠানে কেন গুরুত্বপূর্ণ তার বিস্তারিত উল্লেখ করে হাসপাতাল থেকে চিঠি
চিকিৎসার জন্য আনুমানিক অবস্থান সংক্রান্ত তথ্য
চিকিত্সার জন্য আর্থিক উপায়ের প্রমাণ
অপ্রাপ্তবয়স্কদের জন্য অতিরিক্ত নথি

যদি তারা নাবালকের সাথে ভ্রমণ না করে তবে উভয় পিতামাতার স্বাক্ষরিত একটি সম্মতি
অভিভাবকদের পাসপোর্টের ফটোকপি
আইনি অভিভাবকের অর্থের প্রমাণ
নাবালকের আসল জন্ম শংসাপত্র
একজন অভিভাবকের সাথে ভ্রমণ করলে, অন্যের কাছ থেকে সম্মতি বা আদালত থেকে একটি অভিভাবকত্ব নথি
শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত নথি

বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রত্বের প্রমাণ
আপনার শেনজেন ভ্রমণের সময় অনুপস্থিতির ছুটির শংসাপত্র (শংসাপত্রে অবশ্যই সম্পূর্ণ ঠিকানা, ফোন নম্বর, অনুমতির বিশদ বিবরণ এবং অনুমতি প্রদানকারী ব্যক্তির পদবি অন্তর্ভুক্ত থাকতে হবে)
যদি এটি একটি স্কুল ভ্রমণ, ভ্রমণের বিবরণ
একবার আপনি সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিলে, দূতাবাস পৃথক মামলার উপর নির্ভর করে অতিরিক্ত তথ্যের অনুরোধ করতে পারে। আপনার যদি কোনো নির্দিষ্ট নথির অভাব হয়, তাহলে আপনাকে দূতাবাসকে একটি ব্যাখ্যামূলক চিঠি দিতে হবে কেন আপনি সরবরাহ করতে অক্ষম।

23/05/2024




একটি মাল্টি ন্যাশনাল গ্রুপ অব কোম্পানির ডেনমার্কের বিভিন্ন শাখা অফিসে ক্লিনার, ক্লিনার হেল্পার, শেফ, সহকারী শেফ, ফুড সার্ভিস, সহকারী ফুড সার্ভিস, অফিস বয়ের জন্য ইন্টারভিউ এর মাধ্যমে লোক নিবেন।

(01) Cleaner, Office Cleaner & Assistant Cleaner
✅ Work place: Jutland
✅ Working Hours - Monday to Friday- 05 to 15:30
✅ Minimum - H.S.C Complete
✅ English knowledge - B category
🚫 আবেদন এর শেষ তারিখ: ১০ জুন ২৪.

(০২) Chef Food Service, Assistant Food Service
✅ Working Hours- 37 hours per week
✅Working Day - Monday To Friday > 7:00 To 15:00
✅ Experience or Related Course Certificate Need.
🚫 আবেদন এর শেষ তারিখ: ১০ জুন ২৪.

*️⃣ File Processing Fee : 50,000/-
*️⃣ After Selection : 1,00,000/-
*️⃣ Job Offer Singing Day: 2,50,000/-
*️⃣A After getting Visa : 10,00,000/-

⛔ Note: If you are not selected for the job, the remaining 45 thousand will be refunded after deducting the service fee of 5,000 thousand.

Sky Line Service agency
Skyline Information & Consultancy Service
+8801711703609, 01974-703609

Passport-Visa Prossesing, Ticketing, Tour & Traveling Service Provider Agency.

আলহামদুলিল্লাহ সার্বিয়া ৩ টা ফাইল এবং বুলগেরিয়ার ৩ টা ফাইল প্রসেসিং এর জন্য জমা করেছেন সন্মানিত গ্রাহকরা বৈধভাবে কাজের ন...
21/05/2024

আলহামদুলিল্লাহ সার্বিয়া ৩ টা ফাইল এবং বুলগেরিয়ার ৩ টা ফাইল প্রসেসিং এর জন্য জমা করেছেন সন্মানিত গ্রাহকরা বৈধভাবে কাজের নিশ্চয়তা নিয়ে বিদেশে কর্মজীবন শুরুর জন্য। 🤲

স্বচ্ছ এবং নিভুল ভাবে আপনাদের ফাইল প্রসেসিং এর জন্য আমেদের আছে দক্ষ অভিজ্ঞতা সম্পূর্ণ কাউন্সিলরগন। আপনার মূল্যবান সময় এবং ভবিষ্যৎকে গুরুত্ব আপনার যোগ্যতা অনুযায়ী চাকুরী খোঁজা থেকে নির্ভূল ভিসা আবেদনের মাধ্যমে আপনার ভিসা প্রাপ্তির পথকে সহজতর করতে আমাদের এই দক্ষ কাউন্সিল টিমের প্রধান লক্ষ্য।
Sky Line Service agency
Skyline Information & Consultancy Service
01974-703609

🇭🇹🔥সার্বিয়ার জন্য ৩১ মে পর্যন্ত জন্য বিশাল অফার।🔥🗣️ ৫ টা কোটা খালি এখনো সময় মাত্র  দিন।⛔ফাইল ওপেনিং ফি- ১,০০,০০০/- বিপরী...
21/05/2024

🇭🇹🔥সার্বিয়ার জন্য ৩১ মে পর্যন্ত জন্য বিশাল অফার।🔥
🗣️ ৫ টা কোটা খালি এখনো সময় মাত্র দিন।

⛔ফাইল ওপেনিং ফি- ১,০০,০০০/- বিপরীতে
🔥মাত্র সর্বনিন্ম ৩০,০০০/- টাকা ফাইল ওপেনিং করার সুবর্ন সুযোগ।
✅২৫/৩০ দিনে ওয়ার্ক পারমিট

🇭🇹 সার্বিয়ার গ্রুপ সুপার শপিং মলের বিভিন্ন আউট লেটে ৩০ জন লোক জরুরি ভিত্তিতে প্রয়োজন। 🇭🇹

🔴ফাইল প্রসেসের জন্য আগামি দুই দিনের ভিতর যারা একাসাথে ৫ টা ফাইল জমা করবে করবে তাদের
✈️ Sky Line Service agency ✈️ অফিস কর্তৃক অফার করা হচ্ছে জব ফাইল অপেনিং ফি মাত্র 🔥৩০ হাজার🔥 করে জমা করতে পারবেন। বাকিকা অফিস কর্তৃপক্ষ বহন করবে।

জব কন্ট্রাক্ট লেটার ক্ষেত্রে পূর্বের নির্ধারিত পেমেন্ট মেথড বহাল থাকবে। কন্ট্রাক্ট লেটার প্রসেসিং ফি বাবদ ২ লাখ বাকিটা ভিসার পর।

➡️কাজ- ফুড প্যাকেজিং, ওয়ার হাউজ ওয়ার্কার ক্লিনার।
➡️বেতন ৬০০/৭০০ ইউরো
➡️থাকা কোম্পানির
➡️খাওয়া নিজের।
➡️ইন্সুরেন্স কোম্পানির
➡️প্রসেসিং সময় - ৪ মাস
➡️ভিসা বাংলাদেশ থেকে করে দেওয়া হবে।

Skyline Information & Consultancy Service
Skyline Service agency
📲 01974-703609 What's Apps

জরুরী ভিত্তিতে সার্বিয়ার একটি সুপার মার্কেটের জন্য কিছু সংখ্যক  ওয়ার হাউজ ওয়ার্কার নিয়োগ করা হবে বেতন- ৭০০ ইউরোথাকা- কোম...
20/05/2024

জরুরী ভিত্তিতে সার্বিয়ার একটি সুপার মার্কেটের জন্য কিছু সংখ্যক ওয়ার হাউজ ওয়ার্কার নিয়োগ করা হবে
বেতন- ৭০০ ইউরো
থাকা- কোম্পানি প্রদান করবে
খাওয়া- নিজ
ইনসুরেন্স এবং মেডিকেল- কোম্পানির

আগ্রহী প্রার্থীগন বিস্তারিত জানতে যোগাযোগ করুন
Sky Line Service agency
Skyline Information & Consultancy Service
01974-703609, +8801711703609

বুলগেরিয়ার একটি প্রতিষ্ঠিত সুপার মার্কেটের তাদের বিভিন্ন আউটলেটে জরুরি ভিত্তিতে কিছু কর্মি নিয়োগ দেওয়া হবে।১. ওয়ার হাউজ ...
20/05/2024

বুলগেরিয়ার একটি প্রতিষ্ঠিত সুপার মার্কেটের তাদের বিভিন্ন আউটলেটে জরুরি ভিত্তিতে কিছু কর্মি নিয়োগ দেওয়া হবে।

১. ওয়ার হাউজ ওয়ার্কার: পুরুষ ৪০ জন মহিলা ৩০ জন। বেতন: ৯১৫ USD.
২. প্রোডাকশন ওয়ার্কার: পুরুষ ৩০ জন, মহিলা ৩০ জন। বেতন- ৯১৫ USD

৩. ক্লিনার- পুরুষ ১৫ জন, মহিলা- ৩৫ জন। বেতন- ৯১৫ USD.

➡️চাকুরির চুক্তি - ১ বছর মেয়াদ শেষে নবায়নযোগ্য।
➡️খাবার- নিজ
➡️ থাকা- কোম্পানির
➡️ইন্সুরেন্স- কোম্পানির
➡️প্রতিদিন অভার টাইম- ২-৪ ঘন্টা

যোগাযোগ : Sky Line Service agency
01711-703609, 01974-703609

18/05/2024

কানাডার ১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসা আবেদন করার নিয়ম!!

কিভাবে কানাডার ভিসার জন্য আবেদন করবেন।

প্রথমে আপনাকে Immigration,Refugees and Citizenship Canada(IRCC)

ওয়েবসাইটে গিয়ে GCKey তে একাউন্ট খুলতে হবে।তারপর আপনি আপনার একাউন্টে প্রবেশ করার পর। Start an application
এ যাবেন। Apply to come to Canada
ক্লিক করবেন। অপশন দেখাবে ভিসার ক্যাটাগরি
যেমন:

1)Visitor visa,Study and/Work permit
2)Express Entry(EE)
3)International experience Canada(IEC)

আপনি যে ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করতে চান সেই অপশনে ক্লিক করুন।

What is your current country/territory of residence? এখানে Bangladesh সিলেক্ট করুন।

তারপর আপনাকে একটা ডকুমেন্টস রিকোয়ারমেন্ট এর তালিকা দেওয়া হবে ভিসার ক্যাটাগরী অনুযায়ী।

ঐ অনুযায়ী আপনাকে আপলোড করতে হবে।

কানাডার ভিসার ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় মোটামুটি সহজ। আবেদন ফরম ফ্যামিলি ইনফর্মেশন ফর্ম। ইলেকট্রনিক সিস্টেম। আবেদন ফরম ডাউনলোড করে। টাইপিং করে ফিলাপ করে আপলোড করে দিন।

1)Application from (IMM5257)
2)Family Information (IMM5245)
3)Schedule 1(IMM5227)

★ Required Documents:

Note It’s depends on visa catagory

1)Application from
2)Travel history visa and Immigration entry exit stamps.
3)Passport copy
4)Bank statement bank solvency.

If student Certificate of enrollment and Student ID card.

Certificate of employee.Satff ID card,NOC

5)Digital photo.
6)Purpose of Travel/flight booking,hotel reservation/Travel itinerary
If invitation or sponsorship
7)family information
8)Schedule 1 from
9)Client information/Cover lettter

সবগুলা ডকুমেন্টস।স্ক্যান কপি আপলোড করতে হবে অরজিনাল কোন ডকুমেন্টস লাগবে না। আপলোড করার পর পেমেন্ট অপশন আসবে।ক্রেডিট কার্ড অথবা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

আবেদন ফি।100 CAD Biometrics fee (VFS) global 85 CAD total 185 CAD

পেমেন্ট করার পর biomimetic request
আসবে। তারপর VFS global এ ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে রাখবে।অরজিনাল পাসপোর্ট বায়োমেট্রিক্স নেওয়ার পর সাথে সাথেই রিটার্ন করবে।

প্রসেসিং টাইম।কারও ক্ষেত্রে দেখা যায় 10 দিনের মধ্যে রেজাল্ট আবার কারো দুই মাস সময় লেগে যায়।মোটামুটি ভাবে তিন সপ্তাহের মত সময় লাগে।

বাংলাদেশ থেকে আবেদন করলে সিঙ্গাপুর অথবা ইন্ডিয়া থেকে ভিসা ইস্যু হয়।যদি Visa Application approved করে তাহলে পাসপোর্ট রিকুয়েস্ট করবে।তখন আবার VFS global এ পাসপোর্ট সাবমিশন করতে হবে। দশ দিন থেকে দুই সপ্তার মধ্যে হাতে ভিসা সহকারে পাসপোর্ট পাবেন।যদি কোন কারণে রিজেক্ট করা হয়।তাহলে GCkey একাউন্টে রিজেকশন লেটার দেওয়া হবে।

ওয়ার্ক পারমিট ভিসা এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে মেডিকেল টেস্টের প্রয়োজন হয়।
তবে আগে থেকে করতে হয় না ircc থেকে যখন মেডিকেল রিকুয়েস্ট করবে তখনই করতে হবে।

একবার বায়োমেট্রিক্স দিলে 10 বছর মেয়াদ থাকে।কোন কারণে যদি রিজেক্ট হন। দ্বিতীয়বার অর্থাৎ reapply এর সময় বায়োমেট্রিক্স ফি দিতে হবে না।

  🇳🇿নিউজিল্যান্ডের টুরিস্ট ভিসা কিভাবে আবেদন করবেন।নিউজিল্যান্ডের ভিসা সম্পূর্ণ অনলাইন। আপনার দূতাবাস অথবা vfs global এ ...
18/05/2024

🇳🇿

নিউজিল্যান্ডের টুরিস্ট ভিসা কিভাবে আবেদন করবেন।নিউজিল্যান্ডের ভিসা সম্পূর্ণ অনলাইন।

আপনার দূতাবাস অথবা vfs global এ যাওয়ার প্রয়োজন নেই।

RealMe account create করুন।তারপর জাস্ট documents submit সাবমিট করুন।নরমালি এক মাসের মধ্যে রেসপন্স হয়।কিছু ক্ষেত্রে কমবেশি হতে পারে।

এবার আসি নিউজিল্যান্ড টুরিস্ট ভিসার প্রয়োজনীয় কাগজপত্র।

প্রথমে বলে রাখি নিউজিল্যান্ড ভিসার জন্য কোন প্রকার ট্রাভেল হিস্ট্রি প্রয়োজন নেই।আপনার ডকুমেন্টস যাই থাকুক।

জাস্ট আপনার তিনটি জিনিস প্রমাণ করতে হবে।তাহলে আপনার ভিসা হবে।

1) Genuine lawful purpose V2.1(a)

আপনি ভ্রমণে কেন যাবেন।অবশ্যই লজিকাল কারণ থাকতে হবে।এবং সাপোর্টিং ডকুমেন্টস।উদাহরণস্বরূপ আপনি শুধুমাত্র ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছেন।আপনি এুর প্ল্যানে যে সমস্ত জায়গা
কথা উল্লেখ করেছেন।অবশ্যই তার যেকোনো একটি
টিকেট অথবা বুকিং স্লিপ মিউজিয়াম হতে পারে
অথবা কোন প্রকার ইভেন্ট ডকুমেন্টসটি অবশ্যই দিবেন।এছাড়া আপনাকে রিজেক্ট করবে।কারণ হিসেবে দেখাবে।আপনার ভ্রমণের উদ্দেশ্যর সাথে
সাপোর্টিং ডকুমেন্টস পায়নি।

We are not satisfied that you have a genuine and lawful purpose to travel to New Zealand.

Note tourist visa অনেকগুলা ক্যাটাগরি আছে।

1)Holidaying
2)Sightseeing
3)family and social visits
4)Amateur sport
5)Business consultation
6)medical treatment
7)Guest of government visits.

অনেকে Holidays and Sightseeing মধ্যে ভুল করে ফেলেন।যদিও এটা জাপান টুরিস্ট ভিসা ক্ষেত্রে বেশি ভুল করি আমরা।দেখবেন জাপান দূতাবাসের ওয়েবসাইটে স্পষ্ট ডকুমেন্টস লিস্ট দেওয়া আছে।প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা ডকুমেন্টস।

Sightseeing যেকোনো সময় দিয়ে করতে পারেন।
Holidays/Vacation নির্দিষ্ট সময় আছে।যেকোনো সময় দেওয়া যাবে না।যেমন আমি স্টুডেন্ট সামার এবং উইন্টার ভ্যাকেশন ব্যতীত খুব একটা গ্রহণযোগ্য হবে না।যারা জব করেন তাদের ক্ষেত্রে
Holidays ব্যবসায়ীদের ক্ষেত্রে Sightseeing.

2) Family ties এটা আবেদনকারীর উপর ডিপেন্ড করে।আমি স্টুডেন্ট এবং সিঙ্গেল।সেজন্য আমি নিজের পার্সোনাল একাউন্টের সাথে মা বাবার
সেভিং একাউন্ট ইত্যাদি দিয়ে থাকি।

3)Ties in home country/Outside New Zealand ties

অবশ্যই নিজ দেশে আপনি ভাল একটা অবস্থানে আছেন।তা প্রমাণ করতে হবে।এটা আসলে প্রমাণ হয় দুইভাবে।

১)Tax return দেখে বুঝতে পারবে।কারণ সোর্স অফ ইনকাম যদি ভাল হয় আপনার কর এর পরিমান অবশ্যই বেশি থাকবে।

২)ভালো জব অথবা ভালো institute study enrolled.

Note 1 উন্নত দেশের ভিসার জন্য অনেকে
আশেপাশের দেশগুলো ভ্রমণ করেন।এটা আসলে ভুল ধারণা।আপনার professional background
And purpose of travel.উপর বৃত্তি করেই ভিসা ডিসিশন আসবে।

কিছুদিন আগে আমার বন্ধু বাংলাদেশ থেকে
স্টুডেন্ট অবস্থায় 1 year multiple entry ভিসা পেয়েছে।তার Travel history China and Saudi
ছিল।তার কভার লেটার এমন ছিল।সৌদি প্রথম ভ্রমণ করেছিল তার ধর্মীয় কিছু ইস্যু নিয়ে।
চায়না ভ্রমণ ছিল The great walk দেখার জন্য।
এবং নিউজিল্যান্ডের ভ্রমণের জন্য।মিউজিয়ামের চারটি টিকেট ক্রয় করে বাংলাদেশী টাকায়
প্রায় ১ হাজার ৭০০ টাকার মত।সরকারি মিউজিয়াম গুলোর টিকেট অনেক সস্তা।এছাড়া একটি লাইব্রেরীর only থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল সম্পূর্ণ ফ্রিতে।

Note 2

যাদের excellent travel history এক কথায় frequent traveler তাদের ক্ষেত্রে।অনেক কিছু
exempt.

USA,CANADA,AUSTRALIA,New Zealand and UK.আই থিং নিউজিল্যান্ডের ভিসার আবেদন প্রথমে করলে।ভিসা পাওয়ার পর বাকিগুলা।তাহলে রিজেকশনের সম্ভাবনা খুব কম থাকবে।

এমনিতেই উন্নত বিশ্ব বাংলাদেশ থেকে প্রসেসিং ভুলের কারণে অনেকের ভালো প্রোফাইল নষ্ট হয়ে যাচ্ছে।

আরেকটা বিষয়,এখন বর্তমানে আপনি নিউজিল্যান্ডের ভিসা লম্বা সময় নাও পেতে পারেন।
কিছুদিন আগে ২৫ জন বাংলাদেশি নিয়ে মালয়েশিয়াতে একটা ঝামেলা হয়েছিল।যদিও
New Zealand immigration এর ওয়েবসাইটে দেওয়া হয়েছিল।

VFS🇮🇹 global পাসপোর্ট কিভাবে জমা করবেন,   তাদের জন্য পরামর্শঃ ১ /এপয়েন্টমেন্টের দেয়া সময়ের ৩০ মিনিট আগে উপস্থিত থাকবেন ২...
15/05/2024

VFS🇮🇹 global পাসপোর্ট কিভাবে জমা করবেন, তাদের জন্য পরামর্শঃ
১ /এপয়েন্টমেন্টের দেয়া সময়ের ৩০ মিনিট আগে উপস্থিত থাকবেন
২/ এপ্লিকেশন ফর্মে ছোটখাটো ভূল করা যাবে না,
৩ ছবির সাইজ ৩৫*৪০ বর্ডারলেস হতে হবে, পিছন সাদা
৪ /এধরনের ছোট ভুলের জন্য,
আপনি নরমালে (১৭৯৮০টাকার প্যাকেজে) জমা করতে গেলে ও তারা আপনাকে VIP তে (২২৩১৫ টার প্যাকেজে)পাঠিয়ে দিবে, এবং
তারা আপনার ভুল ও সংশেধন করে দিবে ।
✅তাই জমা করার সময় ২২৫০০ টাকা সাথে রাখবেন। ✅
৫/ নিজের বা পরিবারের ২ টা মোবাইল নাম্বার সংগ্রহ করে রাখবেন।
৬ /সেখানে গিয়ে হুড়োহুড়ি না করে মনযোগ সহকারে তাদের নির্দেশ মোতাবেক কাজ
করবেন আর স্ক্রিন বোর্ডে খেয়াল রাখবেন,,
,,,,,,,,,,,,,,,, ধন্যবাদ সবাই কে,
সবার স্বপ্ন পূরন হোক

🇭🇷আলহামদুলিল্লাহ এখন ক্রোশিয়ার🇭🇷ভিসা পাওয়া যাচ্ছে মাত্র ৩০-৬০ দিনে 🇪🇺যাদের কম সময়ে ভিসা দিতেছে সব গুলা ভিসা সিজনাল কাজ...
14/05/2024

🇭🇷আলহামদুলিল্লাহ এখন ক্রোশিয়ার🇭🇷ভিসা পাওয়া যাচ্ছে মাত্র ৩০-৬০ দিনে 🇪🇺

যাদের কম সময়ে ভিসা দিতেছে সব গুলা ভিসা সিজনাল কাজের পারমিট🇭🇷

আর যারা মিডেলইষ্টে থাকেন তাদেরটা নন সিজনাল হইতেছে ২০-৪৫ দিনের ভিতর।

দীর্ঘ ২-৪ মাস ইন্ডিয়া নেপালে অবস্থান করে ভিসা ডেলিভারি পেতে হতো এখন খুবই স্বল্প সময়ে ডেলিভারি দিচ্ছে সিজনাল ভিসা গুলো।এটি আমাদের জন্য অনেক বড় একটি সুখবর।অনেকটাই খরচ সেভ হবে এবং দীর্ঘদিন চিন্তা গ্রস্ত থাকতে হবে না ভিসা হবে নাকি রিজেক্ট হয়ে যাবে🇪🇺

এটা পাওয়া যাচ্ছে পারমিট এম্বাসিতে সাবমিট করার পর।

অন্যান্য সেনজেন🇪🇺 কান্ট্রি তুলনায় এখনো খুবই ভালো পরিমাণ ভিসা দিচ্ছে৫০-৮০% রেশিও সব সময়।
হয়তো আর দুই এক বছর এরকম থাকবে সুযোগ "
যদি আমরা বাঙালিরা ঠিকমতো কাজ করি এবং না পালাই, তাহলে, দীর্ঘদিন এই শ্রমবাজারটি ধরে রাখতে পারবো, পোল্যান্ডের🇮🇩মাল্টার মতো হাতছাড়া হবে না!

সেনজেন🇪🇺কান্ট্রির তুলনায় সেলারি খারাপ না থাকা খাওয়ার সুযোগ আছে দয়া করে কেউ এই দেশে গিয়ে পালাবেন না।

ইতালি🇮🇹বা ফ্রান্স🇫🇷এ গিয়ে ইনকাম করতে হবে সেটেল হতে হবে এমন কোন কথা নেই।
এইখানেও সরকারি রুলস মেনে সেটেল হতে পারবেন এইখানকার টিআরসি🔰দিয়ে আপনি ইউরোপের ২৯ টা সেনজেনভুক্ত দেশ অনায়াসে ঘুরতে পারবেন✈️

কোম্পানির বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন থাকা-খাওয়া ফ্রি। লিগ্যাল ভাবে বসবাস করতে পারবেন!

কিন্তু এখান থেকে পালিয়ে অন্য দেশে গেলে আপনার তিন থেকে পাঁচ সাত বছর লাগবে লিগাল হতে,লিগাল হওয়ার আগ পযন্ত দেশ ও ব্যাগ করতে পারবেন না🤭

ক্রোশিয়া🇭🇷একটি অত্যন্ত সুন্দর পাহাড়ি এবং সামুদ্রিক সৌন্দর্যের দেশ।এই দেশটি আর ইতালির🇮🇹 মধ্যে তেমন কোন পার্থক্য নেই
হয়তো স্যালারি একটু কম বেশি এতোটুকুই।

ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল 🇪🇺🇭🇷✈️
আপনার স্বপ্ন দ্রুত পূরণ হোক এই কামনা করি।

ইউরোপ সম্পর্কে সকল তথ্য পেতে পেজটা ফ্ল দিয়ে রাখতে পারেন।
🇭🇷 🇪🇺

14/05/2024

নিউজিল্যান্ড,অস্ট্রেলিয়া,কিরগিজস্তান, উজবেকিস্তান, সার্বিয়া, ক্রোশিয়া, হাঙ্গারি, কসোভো, মেসিডোনিয়া, সেনজন, নন- সেনজন, মধ্য প্রাচ্য সহ অন্যান্য দেশে ভিজিট এবং ওয়ার্ক পারমিটে যাওয়ার সুবর্ন সুযোগ।

#সার্বিয়াতে জরুরি নিয়োগ।
৪০ জন বাস ড্রাইভার
৩০ জন ট্রাক ড্রাইভার
২০ জন মহিলা ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার।
৫০ জন পুরুষ ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার।
👉সার্বিয়া নতুন ডিমান্ড শুধু এজেন্টগন যোগাযোগ করবেন।

৫০/৬৫ দিনে ইনভাইটেশন/ পারমিট।
৮০/৮৫ দিনের মাথায় অনলাইন হবে এবং ৯০/৯৫ দিনে এ্যাম্বাসি এপ্রুভ হবে ইনশাআল্লাহ।

☛ বিস্তারিত জানার জন্য ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করুন।
/হোয়াটসঅ্যাপ)
01711703609(হটলাইন/হোয়াটসঅ্যাপ)
0197470360(অফিস হটলাইন)
☛ Sky Line Service agency

08/05/2024

উজবেকিস্তান টু জার্মান ভায়া রাশিয়া বাই রোড 🚖🚖
কাজাকিস্তান টু জার্মান ভায়া রাশিয়া বাই রোড 🚖🚖
কিরগিজস্তান টু জার্মান ভায়া রাশিয়া বাই রোড 🚖🚖
রাশিয়া টু জার্মান বাই রোড 🚖🚖

দুবাইয়ের বিখ্যাত  TRANGUARD GROUP LLC UAE কোম্পানিতে ডেলিগেড কর্তৃক সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মি নিয়োগ দেওয়া হবে।তা...
05/05/2024

দুবাইয়ের বিখ্যাত TRANGUARD GROUP LLC UAE কোম্পানিতে ডেলিগেড কর্তৃক সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মি নিয়োগ দেওয়া হবে।

তারিখ: ১৮ এবং ১৯ শে মে ২০২৪ ইং শনি ও রবিবার।
সময়: সকাল ৮ ঘটিকা।

04/05/2024

🚩 সৌদি আরব (🔥🔥নূন্যতম সিকিউরিটি মানি জমা বাকি সম্পূর্ণ টাকা ভিসার পর🧯🧯)
💰 খরচ: ৩ লাখ ৪০ হাজার টাকা

🏫 কোম্পানি: জুসুর এমদাদ (সরাসরি কোম্পানি)
⏰ প্রসেসিং টাইম: 45 থেকে 60 দিন
🚧 ডিউটি: 8 ঘণ্টা + ওভার টাইম
🛂 বয়স: 21 থেকে 35 বছর
🛏️ থাকা: কোম্পানির
🍽️ খাওয়া: নিজের
✌️ চুক্তির মেয়াদ: 1 বছর (নবায়নযোগ্য)
⚕️ মেডিকেল টেস্টের খরচ: যাত্রী বহন করবে

🔧🔨 কাজের ধরন:
1. কন্সট্রাকশন ওয়ার্কার
2. ইনডোর ক্লিনার
3. আউটডোর ক্লিনার

💵 মাসিক বেতন:
1. কন্সট্রাকশন ওয়ার্কার: 900 (700 + 200) রিয়েল;
2. ইনডোর ক্লিনার: 700 (500 + 200) রিয়েল;
3. আউটডোর ক্লিনার: 800 (600 + 200) রিয়েল;

👉 পেমেন্ট: এডভান্স-৩০ হাজার , ভিসা ও ম্যানপাওয়ারের পর এক সাথে বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করবে।

📃 যা যা লাগবে:
• পাসপোর্ট
• ছবি
• স্ট্যাম্প চুক্তি (ফ্লাইটের আগে)

🚩 সৌদি আরব
🌀 কাজ সমুহ: কন্সট্রাকশন ওয়ার্কার , ইনডোর ক্লিনার (5 স্টার হোটেল), ইনডোর ক্লিনার (হোটেল, মার্কেট, কফিশপ), আউটডোর ক্লিনার (এয়ারপোর্ট, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা)

⏰ প্রসেসিং টাইম: 1 - 3 মাস
🚧 ডিউটি: 8 ঘণ্টা + ওভার টাইম
🛂 বয়স: 18 থেকে 40 বছর
🛏️ থাকা: নিজের
🍽️ খাওয়া: নিজের
✌️ চুক্তির মেয়াদ: 2 বছর

📖 শিক্ষাগত যোগ্যতা:
1. 5 স্টার হোটেল ইনডোর ক্লিনার— HSC পাশ ও ইংরেজি বুঝতে ও বলতে হবে;
2. ইনডোর ক্লিনার: HSC পাশ ও ইংরেজি বুঝতে ও বলতে হবে;
3. আউটডোর ক্লিনার: শিক্ষাগত যোগ্যতা লাগবে না;
4. কন্সট্রাকশন ওয়ার্কার: শিক্ষাগত যোগ্যতা লাগবে না।

🔧🔨 কাজের ধরন:
1. কন্সট্রাকশন ওয়ার্কার— প্রজেক্ট লোকেশন।
2. ইনডোর ক্লিনার— 5 স্টার হোটেল, সাধারণ হোটেল, এয়ারপোর্ট, মার্কেট, কফিশপ, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা।
3. আউটডোর ক্লিনার— সাধারণ হোটেল, এয়ারপোর্ট, মার্কেট, কফিশপ, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা।

💵 মাসিক বেতন:
1. দক্ষ কন্সট্রাকশন ওয়ার্কার (মুনিরা আল নাদের): 1500 রিয়েল (1200 + 300);
2. অদক্ষ কন্সট্রাকশন ওয়ার্কার (মুনিরা আল নাদের): 1300 রিয়েল (1000 + 300);
3. ইনডোর ক্লিনার (5 স্টার হোটেল): 1200 রিয়েল (100 + 200);
4. ইনডোর ক্লিনার (আল জাজিরা): 800 রিয়েল (600 + 200);
5. আউটডোর ক্লিনার (আল জাজিরা): 800 রিয়েল (600 + 200);
6. ইনডোর ক্লিনার (আমেল আইডি): 1300 রিয়েল (1000 + 300);
7. আউটডোর ক্লিনার (আমেল আইডি): 1300 রিয়েল (1000 + 300);

👉 পেমেন্ট: ৩০ হাজার এডভান্স লাগবে, বাদ বাকি ভিসার পর একসাথে সম্পূর্ণ টাকা পরিশোধ করবে।

📃 যা যা লাগবে:
• পাসপোর্ট
• ছবি

যোগাযোগ: 01974-703609
Skyline Service agency
• স্ট্যাম্প চুক্তি

29/04/2024

#আজকের_বিষয়_পর্তুগাল🇵🇹🇵🇹🇵🇹
ইউরোপের বিভিন্ন দেশ থেকে যারা পর্তুগালের রেসিডেন্সি কার্ড নিতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ন সুযোগ হচ্ছে পর্তুগালে জব সিকার ভিসায় আসা।।।🇵🇹🇵🇹🇵🇹
#আসেন_সিরিয়াল_বেসিস_একটু_আলোচনা_করি🇵🇹🇵🇹
🇵🇹 ইউরোপের সেনজেন দেশ বা নন সেনজেন দেশ পর্তুগালে লিগাল এন্ট্রি করে বর্তমানে রেসিডেন্সি কার্ড পেতে ২০/৩০ মাস সময় লেগে যাচ্ছে। তারপর ও ঝামেলা র কোন অন্ত নেই।।।
🇵🇹🇵🇹 #আপনি_কেন_জবসিকার_ভিসায়_আসবেন__আসুন_একটু_আলোচনা_করি 🇵🇹🇵🇹🇵🇹

🇵🇹🇵🇹 ইউরোপের সেনজেন দেশের রেসিডেন্সি কার্ড দিয়ে পর্তুগালে লিগাল এন্ট্রি করে পর্তুগালের রেসিডেন্সি কার্ড নিতে ১ থেকে ২ বছর সময় চলে যায়, সাথে টাকা।।। 🇵🇹🇵🇹

🇵🇹🇵🇹 ইদানিং উকিলদের মাধ্যমে কোটচেলেন্জ করে ৬ ট্যাক্য দিয়ে পেপারস করা যাচ্ছে বাট তাতে টোটাল ৭/৮ লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে সাথে সময় ও ১ বছর চলে যাচ্ছে।।।🇵🇹🇵🇹
🇵🇹🇵🇹 যারা ইউরোপের সেনজেন নন সেনজেন দেশে আসেন তারা পর্তুগালে লিগাল এন্ট্রি না দিয়ে কেন জব সিকার ভিসায় আসবেন। 🇵🇹
🇵🇹🇵🇹 আসেন একটু আলোচনা করি
🇵🇹প্রথমত পর্তুগালের জব সিকার ভিসায় তেমন বেশি টাকা খরচ হবে না।
🇵🇹 পর্তুগালের জব সিকার ভিসা করতে সর্বচ্চ টাইম লাগবে ২/৩;মাস।।
🇵🇹 আপনি ভিসা পেয়ে গেলে আপনার বিসা স্টিকারেই আপনার পর্তুগালের ফিঙ্গার আ্যপয়েটমেন্ট দেওয়া থাকবে।
🇵🇹 ফিঙ্গারের সময় শুধু সোশাল নাম্বার ফিনাস্ন নাম্বার হলেই হবে।
🇵🇹 ফিঙ্গার দেওয়া দিন শুধু একটা জব কন্টাক্ট একটা পে_স্লিপ, মালিকের ডিকলারেশন পেপার থাকলেই হবে।।
🇵🇹 বাস এক মাসের মধ্যেই আপনার পর্তুগালের রেসিডেন্সি কার্ড চলে আসবে।।

🇵🇹🇵🇹 এখন আপনি ই ডিসাইড করেন কোন টা আপনার জন্য বেটার অপশন।।
🇵🇹 #লিগালএন্ট্রিও_জব_সিকার_ভিসার_তারতম্যআরও_একটুক্লিয়ার_করে_দি।

🇵🇹🍁🍁 লিগাল এন্ট্রি + সেফ এন্ট্রি করতে আপনার ৫/৭ শ ইউরো খরচ হবে।।
🇵🇹🍁🍁 পর্তুগালের একটা জব কন্টাক্ট মেনেজ করতে আরও ১৫০০/২০০০ ইউরো লাগবে।।
🇵🇹🍁🍁 এবার প্রতি মাসে Tax বর্তমান ২৮৪ ইউরো।
🇵🇹🍁🍁 এভাবে ৬ Tax দেওয়ার পড়ে আপনি উকিলদের মাধ্যমে দ্রুত কার্ড প্রসেস করতে পারেন। সেক্ষেত্রে আপনার Appointment + কার্ড হাতে আসতে আসতে আরও ৬ Tax দেওয়া হয়ে যাবে।।
🇵🇹🍁🍁 এই প্রসেসের জন একা কজন উকিল একাক রকম চার্জ করে থাকে। যেমন ৬০০ থেকে শুরু করে ৩০০০ ইউরো পযন্ত যেতে পারে।।।
🇵🇹🍁🍁 এবার আসেন জব সিকার ভিসায়

🇵🇹🍁🍁 জব সিকার ভিসা ২/৩ মাসের মধ্যে পেয়ে যাবেন।
🇵🇹🍁🍁 জব সিকার ভিসায় Appointment ডেট দেওয়া থাকে।
🇵🇹🍁🍁 জব কন্টাক্ট কেনা লাগে না।
🇵🇹🍁🍁 একটা Tax দিয়ে আপনি ফিঙ্গার দিতে পারবেন।
🇵🇹🍁🍁 ফিঙ্গার দেওয়ার ১/২ মাসের মধ্যে রেসিডেন্সি কার্ড হাতে পেয়ে যাবেন।।
🇵🇹🍁🍁জব সিকার ভিসায় খরচ একদম অল্প টাকার মধ্যে চলে আসতে পারবেন।।।।

Address

New Poltan
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801974703609

Alerts

Be the first to know and let us send you an email when Sky Line Service agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sky Line Service agency:

Videos

Share


Other Passport & Visa Services in Dhaka

Show All