24/11/2024
🇪🇺 ইউরোপের জন্য যা কখনো করবেন না 🙏
১. লোন করে বা সুদের উপরে টাকা নিয়ে এডভান্স করবেন না।
২.ভিসা না হওয়া অব্দি কর্ম/চাকরি ছেড়ে দিবেন না ।
৩.এজেন্সি যে সময় দিবে তার থেকে কিছু দিন কম বেশি লাগতে পারে। ধৈর্য না থাকলে ফাইল জমা দিবেন না।
৪. ভিসা পাবার আগে পুরো টাকা দিবেন না।
৫.সাগর পথে যাবেন না ।
৬.বাংলাদেশ থেকে গেইম দিয়ে এশিয়ার কোন দেশে গিয়ে ইউরোপ গেইম দিবেন না ।
৭.ভিসা এবং ম্যান পাওয়ার হাতে না পাওয়া পর্যন্ত এজেন্টকে ১/২ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখবেন ।
৮.যে দে-শ গুলোর ভিসা কঠিন সেই দেশে জন্য আবেদন করবেন না ।
৯.বেশি লোভ করবেন না।