Dhanmondi Tours & Travel

Dhanmondi Tours & Travel Etc.

সুখিয়া ভ্যালি,লামা, বান্দরবান। কীভাবে যাবেন?ঢাকা/চট্টগ্রাম-চকরিয়া বাসে।চকরিয়া বাস টার্মিনাল থেকে জীপ পাওয়া যায় লামা যাওয়...
01/12/2024

সুখিয়া ভ্যালি,
লামা, বান্দরবান।

কীভাবে যাবেন?

ঢাকা/চট্টগ্রাম-চকরিয়া বাসে।
চকরিয়া বাস টার্মিনাল থেকে জীপ পাওয়া যায় লামা যাওয়ার। লামা শহরে নেমে, ওখান থেকে অটো।
লামা শহর থেকে ২.৫ কিলো দূরে।

বিঃদ্রঃ মিরিঞ্জা ভ্যালি লামা শহরে যাওয়ার আগে, এবং সুখিয়া ভ্যালি লামা শহর অতিক্রম করে যেতে হয়।

যারা ৬৪ জেলা অর্থাৎ পুরো বাংলাদেশ ভ্রমন করতে চান 🤗তাদের জন্য সেন্টার পয়েন্ট বের করা টা জরুরি।সেন্টার পয়েন্ট বা সেন্টার ড...
25/11/2024

যারা ৬৪ জেলা অর্থাৎ পুরো বাংলাদেশ ভ্রমন করতে চান 🤗

তাদের জন্য সেন্টার পয়েন্ট বের করা টা জরুরি।
সেন্টার পয়েন্ট বা সেন্টার ডিসট্রিক্ট মূলত ৩-৭ দিনের জার্নিতে রাতে অবস্থান করা ও দ্রুত এক জেলা থেকে আরেক জেলায় অতিক্রমে সহযোগী হবে।

আমাদের দেশে বিভাগ আছে ৮ টি।
৮ কে ৮ দিয়ে গুণ দিলে হয় ৬৪ টি
এই ৬৪ টা ই হচ্ছে জেলা। সবচেয়ে কমন রুলস হচ্ছে ৮ টি বিভাগীয় শহরকে ই সেন্টার ধরতে পারবেন কেননা বিভাগীয় শহর গুলো তে সুযোগ - সুবিধা বেশি থাকে।

যারা ৬৪ জেলা ট্রাভেলে আগ্রহী তাদের সর্ব প্রথম কাজ
৬৪ জেলার মানুষের সাথেই সম্পর্ক রাখা ও কখন কোন জেলায় আছেন বা যাবেন তা পরিবারকে নিশ্চিত করা। সমমনা / সহযাত্রী দের সাথে আলোচনা করা।

মিশন সিক্সটি ফোর / ৬৪ জেলা ভ্রমণে একেক জন ট্রাভেলারের একক রকম সময় লাগতে পারে। আমার ১২ বছরের বেশি লেগেছিলো। ইদানীং অনেকে ২ মাসেও মিশন সিক্সটি ফোর কমপ্লিট করে ফেলতেছে।
সময় - অর্থ- বয়স - আর্থিক অবস্থা সবকিছু মিলিয়েই মিশনটি শেষ করতে হয় 🖐️

১.রাজশাহী বিভাগ ( ৮ জেলা)

সেন্টার পয়েন্ট ধরবেন নাটোর কেননা বাকি ৭ জেলাতে ই খুব সহজে মুভ করতে পারবেন। নাটোর থেকে বগুড়া,নঁওগা, জয়পুরহাট যেতে পারবেন। আবার
সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, চাঁপাই ও যেতে পারবেন ✌️

২.রংপুর বিভাগ ( ৮ জেলা)

সেন্টার ধরবেন দিনাজপুর ও নীলফামারী কে।
এই দুটো জেলার সাথেই রংপুরের যোগাযোগ আছে ও বাকি ৫ টি জেলায় যোগাযোগ করতে পারবেন 🖐️

৩.খুলনা বিভাগ ( ১০ জেলা)

সেন্টার ধরবেন যশোর ও কুষ্টিয়া কে এই ৩ জেলা দিয়ে বাকি ৭ জেলাতেই যেতে পারবেন। নড়াইল,মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা থেকে মাত্র ১ টি জেলা নিতে পারেন চাপ কিছুটা কমবে তবে কুষ্টিয়া- যশোর- খুলনা দিয়ে ও সম্ভব ৩ টাই উন্নত এলাকা ✌️

৪. সিলেট বিভাগ ( ৪ জেলা)

সুনামগঞ্জ সবচেয়ে দূর্গম এলাকা সিলেট থেকে ও বাকি ৩ টা সম্ভব 🤗

৫.ময়মনসিংহ বিভাগ ( ৪ জেলা)

নেত্রকোনা কে সেন্টার ধরবেন সহজেই ময়মনসিংহ আসা যাবে ময়মনসিংহ থেকে শেরপুর - জামালপুর সহজেই কভার দিতে পারবেন 👍

৬.চট্টগ্রাম বিভাগ ( ১১ জেলা)

চট্টগ্রাম কে সেন্টার ধরে বান্দরবান- রাঙামাটি - খাগড়াছড়ি - কক্সবাজার কভার দিতে পারবেন।

ফেনী ও কুমিল্লা কে সেন্টার ধরে বাকি গুলো ও সম্ভব।
ফেনী - কুমিল্লা থেকে চট্টগ্রামের সবখানেই যেতে পারবেন।

কুমিল্লা ও সিরাজগঞ্জ দুটো সেন্টার পয়েন্ট
এই ২ টা কে সেন্টার ডিস্ট্রিক্ট ধরলে দেশের ৫ ভাগের ২ ভাগ কভার করা যায়🤗

৭. বরিশাল বিভাগ ( ৬ জেলা)

বরিশাল কে সেন্টার ধরে ৪ জেলা যেতে পারবেন।
শুধু দ্বীপ জেলা ভোলা টা আলাদা ধরবেন।
ভোলা থেকে আবার লক্ষ্মীপুর - নোয়াখালী তে প্রবেশ করতে পারবেন।

৮. ঢাকা বিভাগ ( ১৩ জেলা)

ঢাকা দেশের রাজধানী এটা কে সেন্টার ধরে ৬৩ জেলা ই কভার করা সম্ভব কারণ এটা দেশে র মাঝখানে অবস্থিত ও সব জেলার মানুষ ই এখানে আছে।

ফরিদপুর কে সেন্টার ধরে গোপালগঞ্জ - মাদারীপুর - শরীয়তপুর- রাজবাড়ি কভার করবেন। টাঙ্গাইল কে সেন্টার ধরে গাজীপুর- মানিকগঞ্জ - কিশোরগঞ্জ যেতে পারেন। ঢাকা থেকেই সরাসরি কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ,মুন্সীগঞ্জ সব জেলাতেই যেতে পারবেন।

যারা ঢাকায় বসবাস করেন তারা ঢাকা বিভাগ কে সবার পরে ধরবেন। দূরের জেলা গুলো কমপ্লিট করতে পারলে কনফিডেন্স বাড়বে যা মিশন সিক্সটি ফোরে খুব দরকার ✌️

আপনি ইতিপূর্বে কোন জেলায় ট্যুর করেছেন তা লিস্ট করুন যেগুলোতে কখন ই যান নাই সেগুলো তে ভাল ভাবে ফোকাস করুন আপনার আর্থিক, শারীরিক ও মানসিক সামর্থ্য অনুযায়ী নিজের দেশটা কে ঘুরে দেখুন
ও সবার সাথে অভিজ্ঞতা গুলো শেয়ার করুন ✌️

ভূস্বর্গ কাশ্মীরের জন্য প্রস্তুত, নতুন দিল্লি-শ্রীিনগর বন্দে ভারত ট্রেন চালু হতে চলেছে জানুয়ারি 2025 তে।১৩ ঘণ্টারও কম স...
23/11/2024

ভূস্বর্গ কাশ্মীরের জন্য প্রস্তুত, নতুন দিল্লি-শ্রীিনগর বন্দে ভারত ট্রেন চালু হতে চলেছে জানুয়ারি 2025 তে।
১৩ ঘণ্টারও কম সময়ে ৮০০ কিমি দূরত্ব অতিক্রম করবে।

নয়াদিল্লি থেকে সন্ধ্যা ৭টায় রওনা হবো শ্রীনগরে সকাল ৮টার মধ্যে পৌছাবো।

আম্বালা, লুধিয়ানা, জম্মু ও কাটরার মতো প্রধান স্টেশনগুলিতে প্রধান স্টপ।
নতুন ট্রেন ছাড়ার জন্য অপেক্ষারত!
ট্রেন নম্বর : ১৩১৫১/৫২ কলকাতা - জম্মু তাই এক্সপ্রেস নেতৃত্বে উত্তর রেলের গাজিয়াবাদ শেডের ৩০২৪৪ ডাব্লিউ.এ.পি ৭ লোকোমোটিভ!

কাশ্মীর যাওয়ার একটি অন্যতম ভরসা এই ট্রেনটি! তবে মাত্রাতিরিক্ত স্টপেজ ও প্রায় ৪৫ ঘণ্টার লম্বা যাত্রাপথের কারণে অনেকের কাছেই ট্রেনটি বিভীষিকাময়, কিন্তু ট্রেনের সিট কোনোদিনই সেরকম ফাঁকা থাকে না! 😵‍💫
প্রায় সমস্ত স্টেশনেই নির্ধারিত সময়ের থেকে বেশ কিছু আগে পৌঁছে দাড়িয়ে থাকে ট্রেনটি এবং বেশিরভাগ সময়েই লুপ লাইনে তুলে দার করিয়ে পেছন থেকে বহু গাড়ির ওভারটেক করানো হয়! 😕

ট্রেনটির কিছু সাধারণ স্টেশনের স্টপেজ কমিয়ে দিলে ও যাত্রাপথের সময় কিছুটা কমিয়ে আনলে, এটি কাশ্মীর যাওয়ার অন্যতম একটি সেরা ট্রেন হয়ে উঠবে! 🤝

Embrace the ocean vibes and create endless memories in Cox's Bazar. 🌊✨ Fly with Air Astra and enjoy an exclusive holiday...
17/11/2024

Embrace the ocean vibes and create endless memories in Cox's Bazar. 🌊✨ Fly with Air Astra and enjoy an exclusive holiday package with luxury hotel stays at an affordable fare.

Your dream vacation starts here ✈🏖🍹

𝑯𝒐𝒕𝒆𝒍 𝒍𝒊𝒔𝒕 𝒂𝒏𝒅 𝑷𝒓𝒊𝒄𝒆 𝑺𝒕𝒂𝒓𝒕 𝑭𝒓𝒐𝒎
(3 𝑫𝒂𝒚𝒔 & 2 𝑵𝒊𝒈𝒉𝒕𝒔 𝑷𝒆𝒓 𝑷𝒆𝒓𝒔𝒐𝒏)

1. Sayeman Beach Resort - BDT 17850
2. Ramada by Wyndham - BDT 18550
3. Sea Pearl Beach Resort & Spa - BDT 18050
4. Sayemen Heritage Residence - BDT 17550
5. Long Beach Hotel - BDT 16550
6. Ocean Paradise Hotel and Resort - BDT 17550
7. DERA Resort & Spa - BDT 17550
8. Hotel Sea Palace,Western & Crown plaza - BDT 14800
9. Hotel The Cox Today - BDT 17050
10.Hotel Windy Terrace - BDT 16050
11. Best Western Heritage - BDT 17050
12. Grace Cox Smart Hotel - BDT 15350
13. Hotel Kollol By J & Z Group - BDT 15650

Visit here 👉 for related queries.

*Condition Apply

একদিনে ঘুরে আসুন ঢাকার কাছে পাঁচটি মনোরম জায়গায়ছুটির দিন কিংবা অবসর সময় কাটাতে বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে যাওয়ার ইচ্ছে ...
07/10/2024

একদিনে ঘুরে আসুন ঢাকার কাছে পাঁচটি মনোরম জায়গায়

ছুটির দিন কিংবা অবসর সময় কাটাতে বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে যাওয়ার ইচ্ছে সবারই থাকে। পাহাড়-সমুদ্র দেখার জন্য অনেকেই ছুটে যান কক্সবাজার কিংবা বান্দরবানে। তবে সবসময় তো আর ঢাকার বাইরে চাইলেই ঘুরতে যাওয়া যায় না। কর্মব্যস্ত সপ্তাহ শেষে কিংবা হুটহাট একটা দিনের ছুটিতে পরিবার কিংবা বন্ধুদের নিয়ে ঢাকার কাছে দিনে গিয়ে দিনেই ফিরে আসা যায় এমন জায়াগা খোঁজেন অনেকে।

ভ্রমণ একদিকে চিত্তবিনোদনের চাহিদা মেটায় অন্যদিকে কর্মময় জীবনে নতুন করে কাজের উদ্দীপনা জাগিয়ে তোলে।
অল্প সময়ে এই ধরনের ভ্রমণ একদিকে যেমন চিত্তবিনোদনের চাহিদা মেটায়, অন্যদিকে কর্মময় জীবনে নতুন করে কাজের উদ্দীপনা জাগিয়ে তোলে। চলুন জেনে নেয়া যাক রাজধানী ঢাকা থেকে একদিনে ঘুরে আসা যায় এমন পাঁচটি দর্শনীয় স্থান।

#পানাম নগর
ঢাকার পাশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার প্রায় ২০ বর্গকিলোমিটারজুড়ে ঐতিহাসিক পানাম নগর। ১৫ শতকে ঈশা খাঁ সোনাগাঁওয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন। পানাম সিটি ঢাকা শহর থেকে একদম আলাদা এবং অন্যরকম। পুরানো বাড়িগুলো দেখে দিন পার হয়ে যাবে। পৃথিবীর ১০০টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি পানাম নগর। এখানে কয়েক শতাব্দী পুরানো অনেক ভবন রয়েছে, যা বাংলার বার ভূইয়াঁদের ইতিহাসের সাথে সম্পর্কিত। পানাম নগরের কাছেই আছে সোনারগাঁও লোকশিল্প জাদুঘর। একদিনে দুটি জায়গা সহজেই ঘুরে দেখা যায়।

এছাড়া পানাম নগরের কাছেই মেঘনা নদী। নদীর ওপারে গেলেই দেখবেন কাশফুলে ঘেরা বিস্তৃত মাঠ। চাইলে পানাম নগর দেখা শেষে সেখানেও ঘুরে আসতে পারেন।

যোগাযোগ: রাজধানীর গুলিস্তান থেকে দোয়েল, স্বদেশ কিংবা বোরাকের এসি বাসে করে মোগড়াপাড়া চৌরাস্তা নামতে অবে। মোগড়াপাড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে পানাম নগরীতে যেতে পারবেন।

#নুহাশ পল্লী

ঢাকার আশেপাশে দর্শনীয় স্থানের মধ্যে নুহাশ পল্লী অন্যতম। এক সময়ের গল্পের জাদুকর, বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নিজের হাতের স্পর্শে গড়া এই পল্লী বাগান বাড়ি। এখানে যেতে পারেন আপনার প্রিয়জন, পরিবার সবাইকে নিয়ে। একদিনের মধ্যে ঘুরে আসতে পারেন নুহাশ পল্লী থেকে।

হুমায়ুন আহমেদ তার কল্পনার সমস্ত কিছুই এখানে বাস্তবে রূপ দিয়ে গেছেন। এখানে আছে বৃষ্টি বিলাস, ভুত বিলাস নামের বাড়ি, ট্রি হাউজ, বিভিন্ন ভাস্কর্য, প্রায় ৩০০ প্রজাতির বিভিন্ন গাছের বাগান। পদ্ম পুকুর, মৎস্য কন্যা, প্রাগৈতিহাসিক প্রাণীদের অনুকীর্তি দেখতে পাবেন। আর নুহাশ পল্লীর লিচু তলায় তার সমাধিস্থল দেখে আসতে পারেন।

যোগাযোগ: ঢাকা থেকে বাসে করে প্রথমে গাজীপুরের হোতাপাড়া নামক বাস স্ট্যান্ড নামতে হবে। এখানে নেমে রিকশা বা সিএনজিতে নুহাশ পল্লী অনায়াসে যাওয়া যায়। গাজীপুর জেলার চৌরাস্তা থেকে ২০ কিলোমিটার দূরে এক হোতাপাড়া বাজারের পিরুজালী নামক গ্রামে এই নুহাশ পল্লী অবস্থিত।

#মৈনট ঘাট, দোহার

ঢাকার আশপাশে দর্শনীয় স্থানের মধ্যে অল্প সময়ের মধ্যে মিনি কক্সবাজার খ্যাত মৈনট ঘাট থেকে খুব সহজেই ঘুরে আসতে পারেন। ঢাকার অদূরে দোহার উপজেলায় অবস্থিত এই জায়গা আপনাকে সাগরের কথা মনে করিয়ে দেবে। মৈনট ঘাটকে মিনি কক্সবাজার নামে ডাকা হয়ে থাকে। এ ঘাটে সূর্যাস্তের সুন্দর দৃশ্য আপনার ভাল লাগবে।

ঘাটের সঙ্গে বিশাল চরে সমুদ্রের বেলাভূমির স্বাদ নিতে পারেন। ঢাকার খুব কাছে হওয়ায় এই জায়গাটা ভ্রমণপ্রিয় মানুষের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এছাড়াও পদ্মার ইলিশ কিংবা নৌকায় ঘুরার ইচ্ছা থাকলে ঘুরতে পারবেন। এই ঘাটে কাটিয়ে যেতে পারেন একটি সুন্দর বিকেল।

যোগাযোগ: গুলিস্তান গোলাপ শাহ মাজারের সামনে থেকে বাসে করে সরাসরি দোহারের মৈনট ঘাটে যাওয়া যায়।

#জিন্দা পার্ক
কম সময়ে ও কম খরচে সবুজের মাঝে হারাতে চাইলে যেতে পারেন পূর্বাচল হাইওয়ের কাছেই নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত জিন্দা পার্কে। ঢাকা থেকে দূরত্ব মাত্র ৩৭ কিলোমিটার। খাওয়া-দাওয়ার জন্য পার্কের ভেতরেই রেস্টুরেন্ট আছে। এছাড়া রাতে থাকার জন্যও আছে গেস্টহাউস।

নারায়ণগঞ্জ জেলার দাউদপুর ইউনিয়নে ১৫০ একর জায়গা নিয়ে এই জিন্দা পার্কটি গড়ে উঠেছে। পার্কটিতে রয়েছে ২৫০ প্রজাতির দশ হাজারের বেশি গাছ, ৫টি জলাধার ও অসংখ্য পাখি রয়েছে। এছাড়া রয়েছে ক্যান্টিন, লাইব্রেরি, চিড়িয়াখানা। রয়েছে ৮টি সুসজ্জিত নৌবহর।

যোগাযোগ: ঢাকার যেকোনো জায়গা থেকে কুড়িল বিশ্বরোড এসে ৩০০ ফিট রাস্তার প্রান্ত থেকে লোকাল সিএনজি বা লেগুনা দিয়ে কাঞ্চন ব্রিজ আসুন। কাঞ্চন ব্রিজের আগে বাইপাসের মোড় থেকে অটোরিকশায় জিন্দা পার্ক যাওয়া যায়। এছাড়া চাইলে কুড়িল ৩০০ ফিট রাস্তা থেকে সিএনজি বা অটোরিকশা রিজার্ভ নিয়ে সরাসরি জিন্দা পার্ক যাওয়া যায়।

#বঙ্গবন্ধু সাফারি পার্ক

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার থেকে মাত্র পাঁচ কিলোমিটার পশ্চিমে বঙ্গবন্ধু সাফারি পার্কটি অবস্থিত। বঙ্গবন্ধু সাফারি পার্কটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে প্রায় ৩ হাজার ৬৯০ একর জায়গাজুড়ে গড়ে তোলা হয়েছে। এই পার্কে প্রাকৃতিক পরিবেশে বন্য প্রাণীদের বিচরণ দেখতে সারা বছরই দর্শনার্থীদের ভিড় লেগে থাকে।

এছাড়াও এখানে রয়েছে পাখিশালা, প্রজাপতি সাফারি, জিরাফ ফিডিং স্পট, অর্কিড হাউজ, শকুন ও পেঁচা কর্নার, এগ ওয়ার্ল্ড, বোটিং, লেইক জোন, আইল্যান্ড, প্রকৃতিবীক্ষণ কেন্দ্র, ফ্যান্সি কার্প গার্ডেন এবং আরো অনেক বিলুপ্তপ্রায় প্রাণীর সমারোহ।

যোগাযোগ: সবার প্রথমে গাজীপুরের বাঘের বাজার আসতে হবে। সেখান থেকে খুব সহজেই আপনি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে যেতে পারবেন।

#ঢাকা

#পর্যটক

#পর্যটন

#দর্শনীয় স্থান
Dhanmondi Tours & Travel

#ঘোরাঘুরি

✨পর্যটন শিল্পে গতি ফিরাতে ১৯ সেপ্টেম্বর ঢাকায় শুরু ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৪✨ খুলবে পর্যটনের দুয়ার- এশিয়ান ট্য...
18/09/2024

✨পর্যটন শিল্পে গতি ফিরাতে ১৯ সেপ্টেম্বর ঢাকায় শুরু ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৪
✨ খুলবে পর্যটনের দুয়ার- এশিয়ান ট্যুরিজম ফেয়ার: ✨
পর্যটন একটি বহুমাত্রিক শিল্প। বাংলাদেশের টেকসই উন্নয়নে অগ্রাধিকার বিবেচনায় পর্যটন শিল্প হতে পারে একটি গুরুত্বপূর্ণ ও অসীম সম্ভাবনাময় মাধ্যম।
পর্যটন শিল্পের সকল গন্তব্যসহ হোটেল, রিসোর্ট, এয়ারলাইন্স, ক্রুজলাইন্স, থিমপার্ক, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট ও সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানের গতিশীলতা দ্রুততার সাথে ফিরিয়ে আনার লক্ষ্যে, আগামী ১৯ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৪, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, ঢাকায় অনুষ্ঠিত হবে ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৪।
আসন্ন পর্যটন মৌসুমকে ঘিরে মেলায় থাকবে দেশ ও বিদেশ ভ্রমণে নানাবিধ প্যাকেজ অফার। মেলার বিটুবি সেশন, ডেসটিনেশন ও প্রোডাক্ট প্রেজেন্টেশন, প্যানেল ডিসকাশনসহ নানাবিধ ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হবে।
মেলায় ১২০টি বুথে দেশ ও বিদেশের পর্যটন ব্যবসায়ী প্রতিষ্ঠান, সরকারি পর্যটন সংস্থা ও ঢাকাস্থ দূতাবাস অংশগ্রহণ করবে। পর্যটন বিচিত্রার আয়োজনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মতি ও সার্বিক সহযোগিতায়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড , বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও পর্যটক নিরাপত্তায় নিবেদিত প্রতিষ্ঠান ‘টুরিস্ট পুলিশ বাংলাদেশ’ মেলায় অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতার বিষয়ে সম্মতি প্রদান করেছে। মেলার টাইটেল স্পন্সর- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, প্রাইম পার্টনার কান্ট্রি-মালদ্বীপ, হসপিটালিটি পার্টনার- ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। ব্যাংকিং পার্টনার- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, রিসোর্ট পার্টনার- ছুটি রিসোর্ট, ট্রান্সপোর্ট পার্টনার- কনভয় সার্ভিস, কানেক্টিভিটি পার্টনার – এ ডি এন টেলিকম, ক্রুজ পার্টনার- ঢাকা ডিনার ক্রুজ।
আসন্ন ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৪ আয়োজনে দেশের উল্লেখযোগ্য সকল বেসরকারি পর্যটন অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই তাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে। মেলার সাপোর্টিং অ্যাসোসিয়েশন হিসাবে রয়েছে- ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আউট বাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন , বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল সহ সংস্লিষ্ট অন্যান্য অ্যাসোসিইয়েশন।
আশাকরি, এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৪ আয়োজনের মধ্যদিয়ে পর্যটকদের মধ্যে আবারও নূতনভাবে ভ্রমণের উদ্দীপনা তৈরি হবে, সাশ্রয়ী মূল্যে বেড়ানোর সুযোগ পাবে এবং আসন্ন মৌসুমে সকল পর্যটন গন্তব্য পর্যটকদের পদচারনায় আবারও মুখরিত হয়ে উঠবে। সকলকে আসন্ন ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে আমন্ত্রণ। মেলা চলবে আগামী ১৯ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৪, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭ঃ৩০টা পর্যন্ত। দর্শনার্থীদের জন্য র‍্যাফেল ড্রর বিপরীতে থাকবে আকর্ষণীয় গিফট ভাউচার। মেলার বিভিন্ন সেশনের রেজিস্ট্রেশন চলছে।
👉 মেলার বি২বি সেশনের জন্য নিম্নের লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন চলছে-
👉ATF 2024-B2B REGISTRATION LINK- https://forms.gle/1HHrLCoq79ZENSEq9
✨🎨 শিশু চিত্রাংকন প্রতিযোগিতার ফ্রি অনলাইন রেজিশট্রেশন লিংকঃ https://www.asiantourismfair.com/children-art-competition/
মেলার বিস্তারিত আপডেট জনতে ভিজিট করুন :
🌏 www.asiantourismfair.com
যোগাযোগ ... SAJEK Valley Tours & Travel

Address

House # 39, Road # 8, Dhanmondi
Dhaka
1205

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801647589078

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhanmondi Tours & Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhanmondi Tours & Travel:

Share

Category