18/09/2024
✨পর্যটন শিল্পে গতি ফিরাতে ১৯ সেপ্টেম্বর ঢাকায় শুরু ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৪
✨ খুলবে পর্যটনের দুয়ার- এশিয়ান ট্যুরিজম ফেয়ার: ✨
পর্যটন একটি বহুমাত্রিক শিল্প। বাংলাদেশের টেকসই উন্নয়নে অগ্রাধিকার বিবেচনায় পর্যটন শিল্প হতে পারে একটি গুরুত্বপূর্ণ ও অসীম সম্ভাবনাময় মাধ্যম।
পর্যটন শিল্পের সকল গন্তব্যসহ হোটেল, রিসোর্ট, এয়ারলাইন্স, ক্রুজলাইন্স, থিমপার্ক, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট ও সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানের গতিশীলতা দ্রুততার সাথে ফিরিয়ে আনার লক্ষ্যে, আগামী ১৯ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৪, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, ঢাকায় অনুষ্ঠিত হবে ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৪।
আসন্ন পর্যটন মৌসুমকে ঘিরে মেলায় থাকবে দেশ ও বিদেশ ভ্রমণে নানাবিধ প্যাকেজ অফার। মেলার বিটুবি সেশন, ডেসটিনেশন ও প্রোডাক্ট প্রেজেন্টেশন, প্যানেল ডিসকাশনসহ নানাবিধ ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হবে।
মেলায় ১২০টি বুথে দেশ ও বিদেশের পর্যটন ব্যবসায়ী প্রতিষ্ঠান, সরকারি পর্যটন সংস্থা ও ঢাকাস্থ দূতাবাস অংশগ্রহণ করবে। পর্যটন বিচিত্রার আয়োজনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মতি ও সার্বিক সহযোগিতায়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড , বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও পর্যটক নিরাপত্তায় নিবেদিত প্রতিষ্ঠান ‘টুরিস্ট পুলিশ বাংলাদেশ’ মেলায় অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতার বিষয়ে সম্মতি প্রদান করেছে। মেলার টাইটেল স্পন্সর- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, প্রাইম পার্টনার কান্ট্রি-মালদ্বীপ, হসপিটালিটি পার্টনার- ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। ব্যাংকিং পার্টনার- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, রিসোর্ট পার্টনার- ছুটি রিসোর্ট, ট্রান্সপোর্ট পার্টনার- কনভয় সার্ভিস, কানেক্টিভিটি পার্টনার – এ ডি এন টেলিকম, ক্রুজ পার্টনার- ঢাকা ডিনার ক্রুজ।
আসন্ন ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৪ আয়োজনে দেশের উল্লেখযোগ্য সকল বেসরকারি পর্যটন অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই তাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে। মেলার সাপোর্টিং অ্যাসোসিয়েশন হিসাবে রয়েছে- ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আউট বাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন , বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল সহ সংস্লিষ্ট অন্যান্য অ্যাসোসিইয়েশন।
আশাকরি, এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৪ আয়োজনের মধ্যদিয়ে পর্যটকদের মধ্যে আবারও নূতনভাবে ভ্রমণের উদ্দীপনা তৈরি হবে, সাশ্রয়ী মূল্যে বেড়ানোর সুযোগ পাবে এবং আসন্ন মৌসুমে সকল পর্যটন গন্তব্য পর্যটকদের পদচারনায় আবারও মুখরিত হয়ে উঠবে। সকলকে আসন্ন ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে আমন্ত্রণ। মেলা চলবে আগামী ১৯ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৪, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭ঃ৩০টা পর্যন্ত। দর্শনার্থীদের জন্য র্যাফেল ড্রর বিপরীতে থাকবে আকর্ষণীয় গিফট ভাউচার। মেলার বিভিন্ন সেশনের রেজিস্ট্রেশন চলছে।
👉 মেলার বি২বি সেশনের জন্য নিম্নের লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন চলছে-
👉ATF 2024-B2B REGISTRATION LINK- https://forms.gle/1HHrLCoq79ZENSEq9
✨🎨 শিশু চিত্রাংকন প্রতিযোগিতার ফ্রি অনলাইন রেজিশট্রেশন লিংকঃ https://www.asiantourismfair.com/children-art-competition/
মেলার বিস্তারিত আপডেট জনতে ভিজিট করুন :
🌏 www.asiantourismfair.com
যোগাযোগ ... SAJEK Valley Tours & Travel