Queen Bees

Queen Bees A visual diary of our journey.

09/10/2022

আলহামদুলিল্লাহ
আজ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্মদিন 💞
আজ ১২ই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী। পবিত্র এই দিনে মহানবীর আদর্শের আলোয় আলোকিত হোক সবার পথচলা। শান্তি ও সমৃদ্ধিতে ভরে যাক পৃথিবী🌺

YESSS! Bangladesh made history & clinched their maiden SAFF Women's Championship title with a 3-1 victory over Nepal.   ...
19/09/2022

YESSS!
Bangladesh made history & clinched their maiden SAFF Women's Championship title with a 3-1 victory over Nepal.

Girls! 🎉🏆🇧🇩

September ভালো কাটুক সবার! ❤️
01/09/2022

September ভালো কাটুক সবার! ❤️

শুভ সকাল
27/08/2022

শুভ সকাল

24/08/2022

💚🦋

শুভ সকাল 💚🦋
21/08/2022

শুভ সকাল 💚🦋

19/08/2022

জুম্মা মোবারক

জুম্মার দিনের ১১টি আমল
১। আগে আগে ঘুম থেকে উঠা।
২। বেশি বেশি দুরুদ পাঠ করা।
৩। আগে আগে মসজিদে আসা।
৪। দোয়া করা কারণ এদিনে দোয়া অধিক পরিমানে কবুল হয়।
৫। কাতার ভেঙে সামনে যাওয়া নিষেধ।
৬। সূরা কাহাফ তিলাওয়াত করা।
৭। গোসল করা।
৮। সুগন্ধি ব্যবহার করা।
৯। পায়ে হেটে মসজিদ যাওয়া।
১০। খুতবার সময় চুপ থায়।
১১। তাহিয়াতুল মসজিদ আদায় করা।

আল্লাহ আমাদের সকলকে এই আমল গুলো করার তৌফিক দান করুক।
আমিন 🤲

Jumma mubarak
19/08/2022

Jumma mubarak

শুভ সকাল
18/08/2022

শুভ সকাল

17/08/2022

“Someone asked me, ‘Have you seen Allah?’

I said ‘Yes, many times.’ They said, ‘When?’ I said, ‘When He concealed my faults, provided for me, granted me well-being, guided me, and when He gave me food and drink.’'
🦋🖤

- Unknown

- Beautiful🖤🦋🥀
16/08/2022

- Beautiful🖤🦋🥀

শুভ সকাল ☕💚🦋
16/08/2022

শুভ সকাল ☕
💚🦋

15/08/2022

শিশুরা হলো জান্নাতের প্রজাপতি 🖤🦋
আর শিশুফুলের মধ্যে কন্যারা অধিক সুগন্ধিময়।
-(সহি্হ বুখারীঃ- ৪৯৪৯)

“যতকাল রবে পদ্মা যমুনাগৌরী মেঘনা বহমানততকাল রবে কীর্তি তোমারশেখ মুজিবর রহমান।” 🇧🇩১৫ আগষ্ট জাতীয় শোক দিবস স্বাধীনতার মহান...
15/08/2022

“যতকাল রবে পদ্মা যমুনা
গৌরী মেঘনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার
শেখ মুজিবর রহমান।” 🇧🇩

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের প্রতি বিনস্র শ্রদ্ধাঞ্জলি ।১৯৭৫-এর এই কালো দিনটিতেই বাঙালি জাতি হারিয়েছে তার গর্ব।
আমরা Queen Bees পরিবার গভীরভাবে শোকাহত। 🏴

🇧🇩

15/08/2022

শুভ সকাল 💚🦋

Beauty of Switzerland 🧡💚
14/08/2022

Beauty of Switzerland 🧡💚

শুভ সকাল 💚💚
14/08/2022

শুভ সকাল 💚💚

13/08/2022

আচ্ছা মেয়েদের কষ্ট বলতে শুধুই পিরিয়ড, ডেলিভারি পেইন, খারাপ স্বামী, খারাপ শ্বশুরবাড়ি এইসব কেন ধরতে হবে? আজ মেয়ে বলে ঝুম বৃষ্টিতে রাস্তায় ভিজতে পারি না, স্নিগ্ধ জ্যোৎস্নার রাতে নৌকার গলুইয়ে মাথা রেখে দু'চোখ ভরে আকাশের তারা দেখতে পারি না, দুপুরবেলা কোনো অচেনা স্টেশনে নেমে গ্রাম দেখতে পারি না, বিকেলবেলা কোনো বিলের ধারে বসে একাকী সন্ধ্যা নামা দেখতে পারি না, ব্যাকপ্যাক নিয়ে হুটহাট ট্যুরে যাওয়ার কথা তো বাদই দিলাম। আমরা শুধু পারি পুরুষের ভয়ে পুরুষকেই সঙ্গী করে ঘর থেকে বের হতে আর পারি আজান দেওয়ার সাথে সাথে হাঁস-মুরগির মতো আবার নিজের খোঁয়াড়ে ঢুকে পড়তে। এগুলোও তো কম কষ্টের নয়।

ইফরিত শ্রেয়া

শুভ সকাল 💚🦋
13/08/2022

শুভ সকাল 💚🦋

12/08/2022

যদি কোন কারন ছাড়া হঠাৎ করে আপনার ভেতর বিষণ্ণতা বা অস্থিরতা কাজ করতে থাকে, তাহলে জেনে রাখুন, আপনার রুহ চাচ্ছে আপনি যেন আল্লাহর যিকিরে লিপ্ত হন।

“নিশ্চয়ই আল্লাহর যিকিরে অন্তরসমুহ প্রশান্ত হয়” -
-সুরা আর-রাদ।

Jumma Mubarak 💚
12/08/2022

Jumma Mubarak 💚

11/08/2022

"I ᖴᗴᗴᒪ ᒪIKᗴ Tᕼᗴ ᗰOOᑎ IՏ ᗩ ᐯᗴᖇY ᗷᗴᗩᑌTIᖴᑌᒪ ᒪᗩᗪY" 🌼🏵️

10/08/2022

🌸💮🏵️🌺🌼

09/08/2022

১০ই মহররম, পবিএ আশুরা। আশুরার দিন শুকরিয়া আদায়ের দিন।

মহররমের ১০ ই তারিখ যদি হযরত ইমাম হুসেইন বিন আলী হায়দার (রা) শাহাদত কারবালার ঘটনা না হত নিঃসন্দেহের ঈদের চেয়ে কম খুশির দিন হত না। নবী রাসূলদের জীবনি দেখলে এটাই প্রমাণিত হয় এই দিন বিজয়ের দিন, নাজাত প্রাপ্তির দিন, শুকরিয়া আদায়ের দিন। কিন্তু মযলুমে কারবালার ঘটনা শুনলে সব আনন্দই ফিকে হয়ে আসে। আশুরার নফল রোজার সাথে কারবালার ঘটনা সম্পর্কযুক্ত নয়। আশুরার নফল রোজা হচ্ছে আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ের জন্য।

আর শাহাদাতে কারবালা বা হযরত ইমাম হুসেইন (রা) এর দুঃখে তাজিয়া মিছিলের নামে শোক মাতমে ঢোল বাজাচ্ছে তাদের মনে রাখা উচিত হযরত ইমাম হুসেইন (রা) ঢোল বাজাতে নয় বরং সিজদার হালতে শহীদ হয়েছিলেন।

খুশনাসীব হ্যাঁয় ওহো জিসকো শাহাদাত মিলে
শাহাদাত খুশনাসীব হ্যাঁয় জিসে হুসেইন (রাঃ) মিল গ্যায়ে সৌভাগ্যবান তারা যারা শাহাদাত পেয়েছে
শাহাদাত সৌভাগ্যবান যে সে হুসেইন (রাঃ) কে পেয়েছে।

সবাই নফল নামাজ, রোজা পালন করবেন। বেশী বেশী তওবা, দুরুদ শরীফ ও সালাতুস সালাম পেশ করবেন। জ্ঞাত অজ্ঞাতস্বরে কাউকে কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিয়েন।
আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করুন, সহীহ বুজ করুন, হুসাইনী চেতনায় উজ্জিবীত হয়ে ইসলামের পথে থাকার তৌফিক দান করুন। আমীন।

09/08/2022

আজ পবিএ আশুরা
এই দিন আসমান ও জমিন সৃষ্টি করা হয়েছিল...!!
🥀 সুবাহান আল্লাহ 🥀
🥀 আলহামদুলিল্লাহ্🥀
🖤🥀🦋

08/08/2022

কি সুন্দর 🌼

- tea lover🖤with travels🥀
08/08/2022

- tea lover🖤
with travels🥀

07/08/2022

আমার আম্মুর হাসিটা অনেক সুন্দর💝
আপনার?

শুভ সকাল কুইন বি'স 💚🦋
07/08/2022

শুভ সকাল কুইন বি'স 💚🦋

বৃষ্টি সন্ধায় কফি-কুকিজ আমার ভীষণ প্রিয়! 🤎
06/08/2022

বৃষ্টি সন্ধায় কফি-কুকিজ আমার ভীষণ প্রিয়!
🤎

মিষ্টি প্রেমিকরা সব কোথায় ?? 🤤💜😋🍭
06/08/2022

মিষ্টি প্রেমিকরা সব কোথায় ?? 🤤💜😋🍭

05/08/2022

এখন আমি অন্য আমি হয়ে
ছুটে চলি আমার শহরে🌸

05/08/2022

1𝐬𝐭 𝐅𝐫𝐢𝐝𝐚𝐲 𝐎𝐟 1444🌙
𝙰𝚕𝚑𝚊𝚖𝚍𝚞𝚕𝚒𝚕𝚕𝚊𝚑 𝙹𝚞𝚖𝚞𝚊𝚑 𝙼𝚞𝚋𝚊𝚛𝚊𝚔 𝚝𝚘 𝚊𝚕𝚕 all Muslim.

শিরীন শারমিন চৌধুরীবাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নবম জাতীয় সংসদের স্পিকারসহ বাংলাদেশের...
04/08/2022

শিরীন শারমিন চৌধুরী
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নবম জাতীয় সংসদের স্পিকারসহ বাংলাদেশের ইতিহাসে
"প্রথম নারী স্পিকার"
হিসেবে ৩০ এপ্রিল, ২০১৩ তারিখে নির্বাচিত হন। ২০১৯ সালের ৩ জানুয়ারি পুনরায় জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Sky camping in the mountains of China! ☁😲But কথা হলো I love my Zindegi ❤️❤️
04/08/2022

Sky camping in the mountains of China! ☁😲

But কথা হলো I love my Zindegi ❤️❤️

Address

Dhaka

Telephone

+8801814607248

Website

Alerts

Be the first to know and let us send you an email when Queen Bees posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Queen Bees:

Videos

Share


Other Eco Tours in Dhaka

Show All