Cozmic Travel

Cozmic Travel * Air Ticket of all Airlines.
* All Kinds of Visa Processing.
* Hotel Booking all over the world.
* Package Tour (Inbound & Outbound).

18/03/2022

আগামী ২৬ মার্চ থেকে বাংলাদেশের সঙ্গে যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর প্রস্তাব দিয়েছে ভারত।

https://www.deshrupantor.com/sub-continent/2021/11/30/330518
30/11/2021

https://www.deshrupantor.com/sub-continent/2021/11/30/330518

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন-সংক্রান্ত উচ্চ ঝুঁকির দেশের তালিকা থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে ভারত। মঙ্গলবার ভা...

09/10/2021
13/03/2021

শিগগিরই আন্তর্জাতিক পর্যটকদের জন্য উন্মুক্ত হয়ে যাচ্ছে গ্রিসের দরজা। এরই মধ্যে সবুজ সংকেত দেয়া হয়েছে যে, আগামী ১...

08/11/2020

করোনা মহামারির ক্ষতি কাটিয়ে আগামী বছরই ঘুরে দাঁড়াবে ইউরো জোনের অর্থনীতি। ত...

19/10/2020
আসসালামু আলাইকুম ! ভ্রমন ভিসা নিয়ে যারা সংযুক্ত আরব আমিরাতে যাবেন ,তাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা ।
17/10/2020

আসসালামু আলাইকুম !
ভ্রমন ভিসা নিয়ে যারা সংযুক্ত আরব আমিরাতে যাবেন ,তাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা ।

যাত্রীদের জন্য অতিরিক্ত ফি নির্ধারন করা হয়েছে:  # অভ্যন্তরিন যাত্রীদের ক্ষেত্রে: বিমানবন্দর উন্নয়ন ফি ১০০ টাকা ও যাত্রী ...
29/07/2020

যাত্রীদের জন্য অতিরিক্ত ফি নির্ধারন করা হয়েছে:

# অভ্যন্তরিন যাত্রীদের ক্ষেত্রে:
বিমানবন্দর উন্নয়ন ফি ১০০ টাকা ও
যাত্রী নিরাপত্তা ফি ৭০ টাকা
মোট প্রদেয় হবে ১৭০ টাকা

# সার্কভূক্ত দেশে ভ্রমণকারী যাত্রীদের জন্য:
বিমানবন্দর উন্নয়ন ফি ৫ ডলার ও
যাত্রী নিরাপত্তা ফি ৬ ডলার
মোট প্রদেয় হবে ১১ ডলার

# নন সার্কভূক্ত দেশে ভ্রমণকারী যাত্রীদের জন্য:
বিমানবন্দর উন্নয়ন ফি ১০ ডলার ও
যাত্রী নিরাপত্তা ফি ১০ ডলার
মোট প্রদেয় হবে ২০ ডলার

আগামী ১লা আগষ্ট ২০২০ থেকে এই ফি কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বিদেশগামী ব্যক্তিদের করোনা টেস্ট করার নিয়মাবলীঃবহুদিন পর আন্তর্জাতিক বিমান খুলে দেয়ার পর অনেকেই দেশের বাহিরে যাওয়ার ক...
29/07/2020

বিদেশগামী ব্যক্তিদের করোনা টেস্ট করার নিয়মাবলীঃ

বহুদিন পর আন্তর্জাতিক বিমান খুলে দেয়ার পর অনেকেই দেশের বাহিরে যাওয়ার কথা ভাবছেন। কিন্তু সে ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে করোনা টেস্ট করে তার রিপোর্ট নিয়ে তবেই যেতে পারবেন। আমি কতগুলো common প্রশ্নের উত্তর দিচ্ছি।

১) আমি কবে টেস্ট করাব???
উত্তরঃ আপনার যে সময় ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে তার পূর্বের ৭২ ঘন্টার মধ্যে। সহজ হিসাব এরকম।
- মনে করুন আপনি আজ সকালে স্যাম্পল দিয়েছেন।
- আগামিকাল বিকালে আপনি রিপোর্ট পাবেন।
- পরশুদিন আপনার ফ্লাইট থাকবে।
এই রকম সময় মিলিয়ে চলে আসবেন। তাহলে ৭২ ঘন্টার ঝামেলায় পরবেন না।

২) টেস্ট কোথায় করাব?
উত্তরঃ DNCC করোনা আইসোলেশন সেন্টার,মহাখালী, ঢাকা (মহাখালী বাস স্ট্যান্ড সংলগ্ন)।

৩) টেস্ট করাতে কি কি জিনিস লাগবে?
উত্তরঃ ৩ টি জিনিস
- আপনার পাসপোর্ট এর ফটোকপি
- আপনার এয়ার টিকেটের কপি
- ৩,৫৩৫ টাকা

৪) কখন টেস্ট করাতে আসব?
উত্তরঃ প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ২ টা।

৫) রিপোর্ট কখন পাব?
উত্তরঃ যেদিন স্যাম্পল দিবেন তার পরের দিন দুপুর
২ টা থেকে ৪ টা।

৬) শুক্রবার, ঈদের দিন বা অন্য সরকারি ছুটির দিন খোলা থাকবে?
উত্তরঃ সপ্তাহ ৭ দিনই খোলা থাকবে। কোন প্রকার ছুটিতে বন্ধ থাকবেনা।

৭) পূর্বে এপয়েনমেন্ট দিতে হবে?
উত্তরঃ না। নির্দিষ্ট সময় হিসেব করে সকালে চলে আসবেন। পূর্বে এপয়েনমেন্ট দেয়ার কিছু নেই।

৮) টাকা কি আগে থেকে রকেট করতে হবে?
উত্তরঃ না। ক্যাশ নিয়ে আসলেই হবে। ভিতরে রকেটের এজেন্ট আছে। তারা করে দেবে।

৯) আমার বাচ্চা আছে, আমার মা বয়স্ক। যেয়ে কি অনেকক্ষণ তাদের বসে থাকতে হবে?
উত্তরঃ না। তাদের লাইনে আগে দেয়া হয় যাতে কষ্ট কম হয়।

১০) বাসায় থেকে স্যাম্পল নেয়া হয় কি না?
উত্তরঃ না। আপনাকে এসেই স্যাম্পল দিয়ে যেতে হবে।

১১) রিপোর্ট কোথায় পাব?
উত্তরঃ ২ ভাবে পেতে পারেন।
- DNCC করোনা আইসোলেশন সেন্টারে নির্দিষ্ট দিনে দুপুর ২-৪ টা পর্যন্ত রিপোর্ট দেয়া হবে।
- covid19reports.dghs.gov.bd এই ওয়েব পেজে দুপুর ২ টার পর আপনার প্রদত্ত মোবাইল নম্বর দিয়ে পেয়ে যাবেন। শুধু প্রিন্ট করে এয়ারপোর্টে নিয়ে যাবেন।
যেটাতে আপনার সুবিধা।

১২) রিপোর্টে নামের বানান ভুল আসছে, তাহলে কি রিপোর্ট ভুল?
উত্তরঃ না। রিপোর্ট ঠিক আছে। এটা অপারেটরের টাইপিং এ ভুল। আপনার পাসপোর্ট নাম্বার আপনার পরিচয় বহন করে।

১৩) রিপোর্টে কোন ধরনের ভুল থাকলে আমি কি করব?
উত্তরঃ রিপোর্ট নিয়ে DNCC আইসোলেশন সেন্টার এ চলে আসবেন। এখানে correction রুম আছে। আপনাকে দ্রুত কারেকশন করে দেবে।

১২) আমার রিপোর্ট করোনা পসেটিভ এসেছে। এখন কি করব?
উত্তরঃ আপনি ফ্লাইট চেঞ্জ করবেন। যদি চেঞ্জ না করা যায় তাহলে আপনার টাকা টা নষ্ট হবে। এখানে কিছুই করার নেই।

১৪) আমি নেগেটিভ হয়ে গেছি কিনা সেটা দেখার জন্য ১৪ দিন পর কি এখানে আবার টেস্ট করতে পারব কিনা?
উত্তরঃ না। আপনার এটা অন্য কোন হাসপাতাল থেকে করতে হবে। সেখানে নেগেটিভ আসলে আবার এয়ারটিকেট কাটলে তারপর আপনি পূর্বের নিয়মে DNCC করোনা আইসোলেশন সেন্টারে এসে corona free certificate এর জন্য স্যাম্পল দিবেন।

১৫) আমি কি ল্যাবএইড, স্কয়ার থেকে টেস্ট করায়ে বিদেশ যেতে পারব?
উত্তরঃ না।

১৬) সিরিয়াল কি ভাবে দিব?
উত্তরঃ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টোকেন দেয়া হচ্ছে। সেই অনুযায়ী সিরিয়াল পাবেন। বসার ব্যবস্থা আছে। সিরিয়াল ধরে ডাকবে। এটি বাংলাদেশ সেনাবাহিনী মেইনটেইন করছে। কোন ঝামেলা হবেনা।

বিঃ দ্রঃ নিচের ফর্মটি প্রিন্ট করে ফিল আপ করে নিয়ে আসতে পারেন অথবা আইসোলেশন সেন্টারেও ফর্মটি দেয়া হবে। সেখানেও ফিল আপ করতে পারবেন।
সঠিক ও নির্ঝঞ্ঝাট ব্যবস্থা করার জন্য আমি মাননীয় সিভিল সার্জন মহোদর, ঢাকা; স্বাস্থ্য অধিদপ্তর; বাংলাদেশ সেনাবাহিনী ; সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।

ডাঃ খন্দকার সুরাইয়া জাহান
সহকারী সার্জন
৩৯ বিসিএস
সংযুক্তিঃ সিভিল সার্জনের কার্যালয়, ঢাকা

05/07/2020

Biman Bangladesh Airlines is all set to start operating direct flights from Dhaka to Toronto and from there to New York by Air Canada from October this year.

05/07/2020

A day before scheduled resumption of its flights on Dubai and Abu Dhabi routes from tomorrow, Biman Bangladesh Airlines has decided not to operate its regular flights to the two high-demand destinations.

05/07/2020

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে ৬ই জুলাই আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হচ্ছে। ঢাকা শাহজালাল আন্তর্জাত.....

28/05/2020

আগামী ১ জুন থেকে দেশের অভ্যন্তরীণ রুটে (Domestic) ফ্লাইট চলাচল চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বৃহস্পতিবার (২৮ মে) বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, প্রাথমিকভাবে শুধু ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলবে। সৈয়দপুর বিমানবন্দরেও ফ্লাইট চলাচল চালুর চিন্তাভাবনা চলছে।
বেবিচক চেয়ারম্যান বলেন, আপাতত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ডমেস্টিক ফ্লাইট চলাচল শুরু হবে।

রাজশাহী, যশোর, বরিশাল, কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট চলাচলের বিষয়ে তিনি বলেন, এক সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে অন্য সিদ্ধান্তগুলো নেয়া হবে। এছাড়া সপ্তাহখানেকের মধ্যে যদি এই চারটি বিমানবন্দর স্বাস্থ্যবিধি মেনে যাত্রী ও ফ্লাইটের প্রয়োজনীয় সুযোগ-সুবিধাগুলো নিশ্চিত করতে পারে তাহলে সেসব বন্দরগুলোকেও ফ্লাইট চলাচলের অনুমতি দেয়া হবে।

16/05/2020

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের ভিসা ট্রান্সফারের সুযোগঃ

ভিজিট ভিসা সহ অন্যান্য ভিসায় যেসব প্রবাসী সংযুক্ত আরব আমিরাতে গিয়ে আটকা পড়েছেন, তাদেরকে ভিসা পরিবর্তন করে দেশটিতে কাজ খোজার সুযোগ দিয়েছে আমিরাত সরকার। গত বুধবার (13/05/2020) আবুধাবীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।


যেসব প্রবাসী করোনা পরিস্থিতিতে কাজ হারিয়ে দেশে ফেরার জন্য বারবার দূতাবাসের শরণাপন্ন হচ্ছেন, তাদেরকে এই দুর্যোগ মূহুর্তে দেশে ফেরার চিন্তা না করে ভিসা পরিবর্তন করে চাকরীর ভিসা নিয়ে কাজ খোজার পরামর্শ দিয়েছে দূতাবাস।

এছাড়া যারা করোনা পরিস্থিতি সৃষ্টির পূর্বে পাসপোর্ট নবায়নের আবেদন করেছিলেন, তাদের পাসপোর্ট হস্তান্তরসহ নতুন করে পাসপোর্ট নবায়নের আবেদন গ্রহন কার্যক্রম শীঘ্রই শুরু করার কথা ভাবছে দূতাবাস।

জরুরি ফোন নম্বর সমূহ।সূত্র: প্রথম আলো
17/04/2020

জরুরি ফোন নম্বর সমূহ।
সূত্র: প্রথম আলো

ভারতে আটকে পরা বংলাদেশীদের দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা কর্তৃপক্ষ বেশকিছু স্পেশাল ফ্লাইট এর ব্যবস্হা করেছেন।২১ এবং ২৩ এপ্...
17/04/2020

ভারতে আটকে পরা বংলাদেশীদের দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা কর্তৃপক্ষ বেশকিছু স্পেশাল ফ্লাইট এর ব্যবস্হা করেছেন।

২১ এবং ২৩ এপ্রিল
২টি ফ্লাইট
কলকাতা - ঢাকা।

২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল
৬ দিনে ৬টি ফ্লাইট
চেন্নাই - ঢাকা

16/04/2020

Vietnam and Indonesia Rice ATM Machine during corona virus situation,only for day labourer

https://www.thedailystar.net/bangla/%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7-%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0/%E0%A6%95%...
19/03/2020

https://www.thedailystar.net/bangla/%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7-%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF-138172

চীন থেকে ছড়িয়ে পড়া কোভিড ১৯ পৌঁছেছে বাংলাদেশেও। রোগটি নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস...

19/02/2020
19/02/2020

Bangladesh has agreed to Nepal using Saidpur Airport in Nilphamari district, said Foreign Minister AK Abdul Momen.

03/02/2020

বিদেশে অনুমতি ছাড়াই নেওয়া যাবে নগদ ১০ হাজার ডলার।

03/02/2020

Passengers coming to Bangladesh can now carry 10,000 USD each or its equivalent in other foreign currencies without needing to declare it to the customs authorities, a Bangladesh Bank circular said today.

23/01/2020

ইলেকট্রনিক পাসপোর্ট যুগে প্রবেশ করল বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে আজ থেকে ই-পাসপোর্টে যাত্রা শুরু বা....

01/01/2020

Address

86, Purana Paltan Lane, Paltan
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801971166308

Alerts

Be the first to know and let us send you an email when Cozmic Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cozmic Travel:

Share

Category