20/04/2023
আসসালামু আলাইকুম ওরাহমাতুল
লাহ,ওসমানীয়া হজ্জ কাফেলার পক্ষ থেকে আপনাদেরকে জানাচিছ।অগ্রীম ঈদের সু়ভেছছা।প্রিয়,ভাই ওবোনেরা,ঈদকে সামনে রেখে আমরা কতোই না প্ল্যান করে থাকি। কারো সাজেকে যাওয়ার প্ল্যান, কারো কক্সবাজার, কারো সেইন্ট মার্টিন, আরো কত যায়গায় যাওযার পরিকল্পনা। এতে করে আমি নিজেকে এবং পরিবারকে খুশি করতে পারবো কিন্তু আল্লাহ তায়ালা কে নয়। চলুন, না আমরা আল্লাহকে খুশি করার জন্য প্ল্যান করি। মক্কা এবং মদিনায় ঘুরে আসি। আল্লাহর ঘর দেখে আসি। আগামী ২রা মে উমরার উদ্দেশ্য মক্কা মদিনায় যাচ্চে আমাদের উমরা হজ্জ কাফেলা। ১৪ দিনের প্যাকেজে ১,৮০০,০০টাকার বিনিময়ে।
প্যাকেজে থাকছে-
১/মক্কায় ৩০০-৫০০ মিটারের মধ্যে হোটেল।
২/তিন বেলা মান সম্মত খাবার
৩/মক্কা মুকাররামায় ১ জুমা ও মদিনা মুকাররামায় ১ জুমা।
৪/ ভিসা ও ইন্সুইরেন্স।
৫/ট্রান্সপোর্ট
৬/আপ-ডাউন টিকেট
৭/মক্কা ও মদিনায় দর্শনীয় স্থান ভ্রমণ
•মক্কায় দর্শনীয় স্থান জিয়ারা সমূহের মধ্যে রয়রছেঃ-
I.জাবালে সুর পাহাড়।
II.জাবালে নুব পাহাড়।
III.জাবালে রহমত পাহাড়।
VI. আরাফাতের ময়দান।
V.মসজিদে নামিরা।
VI. মুজদালিফা।
VII.মিনা।
VIII.ইব্রাহীম (আঃ) এর কোরবানি দেওয়ার স্থান।
IX.মসজিদে জ্বীণ।
X.খাদিজা (রাঃ) এর কবর।
XI.রাসুল (সাঃ) এর জন্মস্থান ইত্যাদি।
•মদিনায় দর্শনীয় স্থান জিয়ারা সমূহের মধ্যে রয়েছেঃ-
I. জাবালে হুদ।
II.৭০ সাহাবির কবর যিয়ারা।
III.মসজিদে কুবা।
IV.মসজিদে কিবলাতাইন।
V.খন্দক মসজিদ।
VI.ওসমান (রঃ) এর বাগান।
VII.মসজিদে গামামা।
VIII.মসজিদে আবুবকর(রাঃ)।
IX.মসজিদে বেলাল (রাঃ)।
X.জান্নাতুল বাকী।
ভ্রমণ কালের পুরো সময় আমাদের অভিজ্ঞ মোয়াল্লেম আপনাদের গাইড দিবে।আপনাদের সেবায় নিয়জিত থাকবে,ইনশাআল্লাহ। যোগাযোগ. ০১৮১৩১১৭১৭৩.