28/12/2024
পাসপোর্ট নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। বিশেষ করে সৌদি আরব, ইতালি, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে অনেক প্রবাসী নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, যেমন ভিসা নবায়ন বন্ধ হয়ে যাওয়া, দেশে জরুরি কাজে ফিরে আসতে না পারা ইত্যাদি।
ড. আসিফ নজরুল বলেছেন, এমআরপি পাসপোর্টের সমস্যার বিষয়টি সরকার জানে এবং তা সমাধান করতে উদ্যোগী হয়েছে। তিনি জানিয়েছেন, বিগত ১৫ ডিসেম্বর থেকে প্রবাসীরা এমআরপি পাসপোর্ট পেতে শুরু করেছে। পরবর্তী ৩-৪ সপ্তাহের মধ্যে যাঁরা আবেদন করেছেন, তাঁরা সবাই এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন।
এটি প্রবাসীদের জন্য একটি বড় ধরনের স্বস্তির খবর, কারণ এই পদক্ষেপটি তাঁদের জীবনযাত্রাকে সহজ ও সুগম করবে।