PTC Employment Agency

PTC Employment Agency Welcome to our official page..

17/09/2023

জরুরি নিয়োগ সিঙ্গাপুরে:- -প্রসেস কন্সট্রাকশন (পিসিএম)
➡️পুশিং ভিসা
➡️ট্রেড:স্ক্যাফোল্ডার( শিপইয়ার্ড /পিসিএম ফেরত)
➡️সেলারি:-২২-২৬$
➡জেনারেল ওয়ার্কার -হাইট -5.6" বয়স -(২২-৩৫)
➡সেলারি :-২০-২২ $
যোগাযোগ:-০১৭১২-২৫৬৭৯৯ (হোয়াটস্যাপ)

15/09/2023
03/09/2023

জরুরি নিয়োগঃ সিঙ্গাপুরে আনস্কিল অর্ডার

*জরুরী ভিত্তিতে সিঙ্গাপুর Cleaning কোম্পানিতে
কিছু সংখ্যা জেনারেল ওয়ার্কার লাগবেl
*️⃣ Cleaning job
*️⃣ (জেনারেল ওয়ার্কার)
*️⃣২ বছরের পারমিট
*️⃣বেসিক বেতনঃ- ২০$
*️⃣ ওভার টাইম রেট ১.৫ গুন।
*বয়স ২০- ৩৫ বছর পর্জন্ত*
শিক্ষা যোগ্যতা অবশ্যই SSC Pass হতে হবে

যোগাযোগঃ ০১৭১২-২৫৬৭৯৯ হোয়াটস্যাপ)

আজকের সিঙ্গাপুরে ফ্লাইট
24/08/2023

আজকের সিঙ্গাপুরে ফ্লাইট

23/08/2023

UNSKILLED UNSKILLED ৷ UNSKILLED 🛠️

🗣️ সু-খবর সু-খবর সু-খবর

🇧🇩 সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, সিংগাপুরের একটি PCM কোম্পানির জন্য ফ্রেশ জেনারেল কর্মী নিয়োগ দেওয়া হবে। 🇸🇬

✈️ প্রতিটি কর্মী কে কনস্ট্রাকশন স্কীল করানো হবে ✅
✈️ কনস্ট্রাকশন স্কীলের জন্য কর্মীদের কোন প্রকার টাকা দিতে হবে না ✅

🗣️ এপ্লিকেশন চলতেছে।
🗣️ কাজের ধরন : যে কোন কাজ হতে পারে।
🗣️ বেতন : $ ৪৫০।
🗣️ওভার টাইম : দেড়গুন।
🗣️ পাবলিক হলিউডে : ডাবল।
🗣️ বাসস্থান : কোম্পানি দিবে।
🗣️ খাবার : নিজের।
🗣️ চিকিৎসা : কোম্পানি বহন করবে।
🗣️ অনান্য সুযোগ সুবিধা : সিংগাপুর শ্রম আইন অনুযায়ী।

👉 বিস্তারিত জানতে যোগাযোগ করুন।

WhatsApp +880 712-256799

15/08/2023
01/10/2022
26/09/2022

বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করুন।
১) ব্লাড প্রেসার।
২) ব্লাড সুগার।
তিনটি জিনিস একেবারেই ভুলে যান।
১) বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা,
২) অতীত নিয়ে অনুশোচনা,
৩) সবসময় দুঃখে কাতর হওয়া।
চারটি জিনিস খাবার থেকে যত পারুন কমিয়ে নিন।
১) লবন,
২) চিনি,
৩) দুগ্ধ /ডিম জাতীয় খাবার,
৪) স্ট্রাচি/কার্ব জাতীয় খাবার।
চারটি জিনিস খাবারে যত পারুন বাড়িয়ে নিন।
১) সব রকমের সবুজ শাক
২)সব রকম সবুজ সব্জি , সীম বা মটরশুটি ইত্যাদি
৩) ফলমূল,
৪) বাদাম।
সুখে কিংবা দুখে চারটি জিনিস সবসময় সাথে রাখুন।
১) একজন প্রকৃত ভালো বন্ধু,
২) নিজের পরিবার,
৩) সবসময় সুচিন্তা,
৪) একটি নিরাপদ ঘর কিংবা আশ্রয়।
পাঁচটি জিনিসের চর্চা রাখুন।
১) রোজা রাখা,
২) সবার সাথে হাসিমুখে কথা বলা,
৩) মানুষের সাথে ভালো আচরণ করা,
৪)নিয়মিত শরীর চর্চা করা,
৫) ওজন নিয়ন্ত্রণে রাখা।
ছয়টি জিনিস এড়িয়ে চলুন।
১) কর্য,
২) লোভ,
৩) আলস্য,
৪) ঘৃণা,
৫) সময়ের অপচয়,
৬) পরচর্চা।
ছয়টি জিনিস কখনোই করবেন না।
১) অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাওয়া,
২) অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে পানি পান করা,
৩) অতিরিক্ত দূর্বল হয়ে ঘুমোতে যাওয়া,
৪) অতিরিক্ত দূর্বল হয়ে বিশ্রাম নেয়া,
৫) একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া

26/08/2022

জরুরি বিজ্ঞপ্তি
দক্ষিণ কোরিয়াতে চাকরির লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন সংক্রান্ত নোটিশঃ

১। কোরীয় ভাষা পারদর্শীদের প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধন শুরু হবে ২৮ আগস্ট ২০২২ খ্রি. তারিখ (এক দিন)

২। কোরীয় ভাষা অপারদর্শীদের প্রাথমিক নিবন্ধন শুরু হবে ২৯-৩১ আগস্ট ২০২২ খ্রি. তারিখ (তিন দিন)

আজ রাতেই ছাড়ছে কলিং ভিসার প্রথম ফ্লাইট। আজ রাত সাড়ে ১১টায় এয়ার এশিয়ার ফ্লাইটে যাচ্ছে ৫৩ কর্মীর একটি দল। তারা প্রত্যেকেই ...
08/08/2022

আজ রাতেই ছাড়ছে কলিং ভিসার প্রথম ফ্লাইট। আজ রাত সাড়ে ১১টায় এয়ার এশিয়ার ফ্লাইটে যাচ্ছে ৫৩ কর্মীর একটি দল। তারা প্রত্যেকেই যাচ্ছেন মেসার্স ক্যাথারসিজ ইন্টারন্যাশনাল নামের রিক্রুটিং এজেন্সির মাধ্যমে। কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার মো: গোলাম সারোয়ার এই তথ্য নিশ্চিত করেছেন। বিস্তারিত সংবাদ আসছে...

28/07/2022

প্রকাশিত ৬৮মেডিকেল সেন্টারের তালিকার মধ্যে ১২টি মালয়েশিয়ার জন্য তালিকাভুক্ত।
অন্যগুলোতে মেডিকেল করালে কাজে আসবে না।

অবশেষে চালু হলো মালয়েশিয়া শ্রমবাজার। আনুষ্ঠানিক ঘোষণা দিলেন মন্ত্রী। আগামী সপ্তাহে জানা যাবে কবে থেকে মেডিকেল হবে এবং কত...
02/06/2022

অবশেষে চালু হলো মালয়েশিয়া শ্রমবাজার। আনুষ্ঠানিক ঘোষণা দিলেন মন্ত্রী। আগামী সপ্তাহে জানা যাবে কবে থেকে মেডিকেল হবে এবং কতো টাকা খরচ হবে।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান বুধবার রাত পৌনে ১২টার দিকে ঢাকায় পৌঁছান। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস...
02/06/2022

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান বুধবার রাত পৌনে ১২টার দিকে ঢাকায় পৌঁছান। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মল্লিক আনোয়ার হোসেন ফুল দিয়ে মন্ত্রীকে অভ্যর্থনা জানান। এ সময় মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম, প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারি পরিচালক ফখরুল আলমসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকার পথে মালয়েশিয়ার মানব সম্পদমন্ত্রী এম সারাভানান।যে কোন তথ্য জানতে মেসেজ দিন।০১৭১২২৫৬৭৯৯ হোয়াটসঅ্যাপ/ইমো
01/06/2022

ঢাকার পথে মালয়েশিয়ার মানব সম্পদমন্ত্রী এম সারাভানান।

যে কোন তথ্য জানতে মেসেজ দিন।০১৭১২২৫৬৭৯৯ হোয়াটসঅ্যাপ/ইমো

Address

Dhaka
1230

Telephone

+8801712256799

Website

Alerts

Be the first to know and let us send you an email when PTC Employment Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PTC Employment Agency:

Videos

Share

Category