Voyager's Cyclist BD

Voyager's Cyclist BD We are United, We are Bangladeah এই স্লোগান কে সামনে রেখে ?

07/03/2023
বাইকার এবং সাইকেল যারা চালান তাদের জন্য। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রামপুরা-ডেমরা হাইওয়ে তে একজন বাইকার লরির চাকার নিচে প...
08/01/2022

বাইকার এবং সাইকেল যারা চালান তাদের জন্য।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে রামপুরা-ডেমরা হাইওয়ে তে একজন বাইকার লরির চাকার নিচে পড়ে স্পট ডেড হয়েছেন মোস্তমাঝি নামক স্হানে। বাইকারের কোন হেলমেট ছিলো না। স্পিডব্রেকার পার হতে গিয়ে লরির চাকার নিচে পড়ে যান।

আজকে রামপুরা-ডেমরা হাইওয়ে তে কিছু সাইকেল আরোহীরা একসাথে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। সবাই একপাশ হয়ে যাচ্ছেন। আমি বাসে ড্রাইভার এর পিছনের সিটে ছিলাম৷ ড্রাইভার বলতে ছিলেন "এরা যে এরকম ভাবে সাইকেল চালায় একটু এদিক ওদিক করলেই তো শেষ হয়ে যাবে। আসছে এই রোডে চালাইতে। দুইটা গাড়ি একসাথে করলেই তো এরা শেষ।"

প্রথম দিকের কয়েকজন দ্রুত সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। ড্রাইভার তাদের সাথে যাওয়ার সময় বারবার চাপ দেওয়ার চেষ্টা করছিলো যেন ভয় পায় এবং আস্তে যায়। এই রোডের বাস-ট্রাক-লরি গুলো বেপরোয়া ভাবে তাদের গাড়ি চালায়। আর রোডটাও অনেক ছোট হাইওয়ে রোড এত ছোট খুব কমই দেখেছি এবং কোন ডিভাইডার নেই। এই রোডে এর আগেও একবার দুই গাড়ির রেসের কারনে একটি ছেলে সাইকেল চালানো অবস্হায় গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়।

তাই যারা সাইকেল চালান সর্তক ভাবে এই রোডে চালাবেন এবং একা চালাবেন না। যেকোন সময় এরা ইচ্ছে করে লাগিয়ে দিবে এবং পালাবে।

©️

শুভ জন্মদিন মান্না ভাই।
06/01/2022

শুভ জন্মদিন মান্না ভাই।

শুভ জন্মদিন লৌহ রাইডার ফয়সাল ভাই।
05/11/2021

শুভ জন্মদিন লৌহ রাইডার ফয়সাল ভাই।

01/10/2021

চলতি মাসের মাঝামাঝি থেকে ইন-শ-আল্লাহ শুরু হবে "সাইকেলিং সিজন রাইড"। ভয়েজার্স রেডি তো?

মাথা তুলে দাঁড়াবার প্রত্যয় নিয়ে পঞ্চাশতম জন্মোৎসবে বাংলাদেশ। চড়াই-উৎরাই আর ঘাত-প্রতিঘাতের ক্ষত নিয়েও এগিয়ে চলেছি দূর্বার...
25/09/2021

মাথা তুলে দাঁড়াবার প্রত্যয় নিয়ে পঞ্চাশতম জন্মোৎসবে বাংলাদেশ। চড়াই-উৎরাই আর ঘাত-প্রতিঘাতের ক্ষত নিয়েও এগিয়ে চলেছি দূর্বার গতিতে। জাতীয় সঙ্গীতের সাথে সাইকেলে চেপে মেতে উঠে বিশ্বরেকর্ডে!! ছুঁয়ে যাই এক অনন্য উচ্চতা। বিশ্ব দেখুক বাংলার দামালের গর্জে ওঠা!!

ভয়েজার্স এখন আকাশ ছোঁয়ার আশায়...।
25/09/2021

ভয়েজার্স এখন আকাশ ছোঁয়ার আশায়...।

24/09/2021

ভয়েজার্স টিম এখন সীতাকুণ্ড। দোয়া করবেন সবাই।

25/06/2021

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
ডেলিভারি ধারণক্ষমতা বৃদ্ধি ও উন্নত গ্রাহক সেবা প্রদানের জন্য টঙ্গীশপ ডট কম (tongishop.com) এ ঢাকা ও গাজীপুরে আকার্ষনীয় স্যালারি ও বোনাসে অনলাইন সেলার, অফলাইন সেলার, শোরুম ম্যানেজার, গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ও অ্যাপ ডেভেলপার, বাইকার ও সাইক্লিস্ট পদে জরুরীভিত্তিতে নিয়োগ চলছে! আপনি যদি আগ্রহী থাকেন তাহলে নিম্নের প্রাথমিক তথ্য গুলো পূরণ করে ইমেইলে আপনার জীবন বৃত্তান্ত পাঠান অথবা নিম্নের নাম্বারে সকাল ১০ টা থেকে সন্ধ্যা০৭ঃ৩০ এর মধ্যে যোগাযোগ করুন।

ফর্মটি পূরণ এবং সিভি মেইল করার পূর্বে চাকুরী সম্পর্কে নিম্নোক্ত তথ্য গুলো জেনে তারপর পূরণ করুন।

স্মার্ট ফোনঃ সকল পদে চাকুরী করার জন্য অবশ্যই স্মার্ট (এন্ড্রয়েড) ফোন থাকতে হবে। স্মার্ট ফোন ছাড়া আপনি কোন পদে আবেদন করতে পারবেন না।

****বাইকার পদে আবেদন করার জন্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে (লার্নার কার্ড গ্রহণযোগ্য নয়)****

বয়সঃ সার্টিফিকেট অনুযায়ী সাইকেলিস্ট - নূন্যতম ১৮ বছর ও বাইকার - নূন্যতম ২১ বছর হতে হবে তবে উল্লেখিত পদের সাথে অনান্য পদের ক্ষেত্রে ছাত্র-ছাত্রীরাও আবেদন করতে পারবেন।

পদঃ
১) অনলাইন সেলার = (ইন্টারনেট সংযোগ সহ নিজের ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে। উল্লেখ্য অফিসের জরুরি মিটিং বাদে বাসায় বসে কাজ করার সুযোগ রয়েছে।)
২) অফলাইন সেলার = (অফিস থেকে প্রদত্ত সকল কাজ অফিস থেকেই করতে হবে)
৩) সাইকেলিস্ট = (নিজের সাইকেল থাকতে হবে)
৪) বাইকার = ( নিজের বাইক ও ড্রাইভিং লাইসেন্স আছে - নিজের বাইক নিয়ে কোম্পানিতে কাজ করবেন)
বেতনঃ ডেলিভারী হিসেবে বেতন গণনা করা হয় এবং ১মাস পর পর টোটাল ডেলিভারীকৃত পণ্যের চার্জ পরিমান টাকা তুলতে পারবেন।

বোনাসঃ চাকরীতে জয়েনিং এক মাস পূর্ন হলে দ্বিতীয় মাস থেকে আকর্ষনীয় বোনাস আছে।

ছুটিঃ
* সপ্তাহে ১ দিন ছুটি।
* প্রতি ৩ দিন পর ১ দিন ছুটি (সাইকেলিস্ট ও বাইকার)

আপনি যদি আগ্রহী থাকেন তাহলে নিম্নের আবেদন ফরমটি পূরণ করে আপনার জীবন বৃত্তান্তটি [email protected] এ মেইল করুন। আপনি যদি আগ্রহী নাও থাকেন তবে দয়া করে এই চাকরির খবর টি শেয়ার করে অন্যকে চাকরি পেতে সহযোগীতা করুন।

যোগাযোগ মোবাইলঃ 01893-444525
বিস্তারিতঃ shorturl.at/cAIVZ

শুভ জন্মদিন রাইডে আসার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভংগকারী  #দিদার ভাই ❤️
05/06/2021

শুভ জন্মদিন রাইডে আসার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভংগকারী #দিদার ভাই ❤️

শুভ জন্মদিন রাকিব বাই (ভাই) ❤️
10/05/2021

শুভ জন্মদিন রাকিব বাই (ভাই) ❤️

শুভ জন্মদিন ❤️।
09/05/2021

শুভ জন্মদিন ❤️।

22/04/2021

জরুরী নিয়োগ:
Flingex express courier service এর জন্য,
branch Manager-4
Assistant Branch manager-4
Accountant-1
Delivery Rider 20
Pick-up Rider-8
Customer care-4
সরাসরি যোগাযোগ
হেড অফিস
Basa-17
রোড-5
কাদিরাবাদ হাউজিং সোসাইটি
Katasur মোহাম্মদপুর।
সরাসরি যোগাযোগ করবেন
23.5.2020
24.5.2020
তারিখ,সকাল 10 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত।

প্রেস নোট১৭ এপ্রিল ২০২১ খ্রি.*ফুডপান্ডার কর্মচারীকে মারধর, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে প্রভাবশালী অভিযুক্তকে ত্বরিৎ ...
17/04/2021

প্রেস নোট
১৭ এপ্রিল ২০২১ খ্রি.
*ফুডপান্ডার কর্মচারীকে মারধর, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে প্রভাবশালী অভিযুক্তকে ত্বরিৎ গ্রেফতার*

সচেতন এক নাগরিক মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং কর্তৃক পরিচালিত ‘বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ফেইসবুক পেইজ’ এর ইনবক্সে মোবাইলে ধারনকৃত একটি ভিডিও প্রেরণ করেন। ভিডিওতে দেখা যায়, সাভারের বনপুকুল এলাকায় এক স্থানীয় ব্যক্তি ফুডপান্ডার এক ডেলিভারী ম্যানকে বেধড়ক মারধর করছেন। এ ভিডিওটি দেখার সাথে সাথেই মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং সাভার থানার ওসি এ এফ এম সায়েদকে নির্দেশনা দেয় এই বিষয়ে ত্বরিৎ ব্যবস্থা গ্রহন করে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে।

সাভার থানার ওসি এ বিষয়ে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করেন। দ্রæততম সময়ে তিনি একজন কর্মকর্তার নেতৃত্বে একটি টিমকে দায়িত্ব প্রদান করে এই বিষয়ে ব্যবস্থা নিতে। উক্ত টিম তাৎক্ষনিক ও প্রাথমিক তদন্তে জানতে পারে, ফুড পান্ডার উক্ত কর্মচারী অভিযুক্ত ব্যক্তির বাড়িতে অর্ডারকৃত খাদ্য পৌঁছে দিতে এসেছিলেন। অভিযুক্ত শাহিদুর রহমান সুজন তাকে বাড়ির উপরে গিয়ে প্যাকেটটি দিয়ে আসতে বলে। কিন্তু, ফুডপান্ডার কর্মচারী তার সাইকেল চুরি যেতে পারে এই ভয়ে অভিযুক্তকে বাড়ির নীচ থেকে অর্ডারকৃত খাবারের প্যাকেটটি সংগ্রহ করার অুনরোধ করে। অভিযুক্ত ব্যক্তি রেগে গিয়ে নীচে নেমে তাকে বেধরড়ক মারপিট করতে থাকে। এই ভিডিওতে ফুডপান্ডার কর্মচারীর গায়ে আরো একজনকে হাত তুলতে দেখা যায়। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় পুলিশ অভিযুক্তকে ১৭ এপ্রিল ২০২১ খ্রি. গ্রেফতার করে। এ বিষয়ে আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, অভিযুক্ত সুজন একজন মাননীয় সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন। সুজন এলাকায় প্রভাবশালী হওয়ায় ভিডিও ধারনকারী ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তার পোস্টটি সরিয়ে নিতেও বাধ্য হয়েছিলেন।

শ্রদ্ধা‌ন্তে
মো. সো‌হেল রানা
এআই‌জি (মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স)
বাংলা‌দেশ পু‌লিশ

15/04/2021

ছোটলোক যখন অনলাইনে খাবার অর্ডার করে....

শুভ জন্মদিন বাংলাদেশের অন্যতম সাইকেল ব্লগার "আলামিন ভাই"
14/04/2021

শুভ জন্মদিন বাংলাদেশের অন্যতম সাইকেল ব্লগার "আলামিন ভাই"

https://www.facebook.com/cyclelaneday.doউল্লেখিত আইডি থেকে ফ্রেশ ব্রান্ড এর নাম দিয়ে একটি ইভেন্ট পোস্ট করা হয়। এখন পর্যন...
08/04/2021

https://www.facebook.com/cyclelaneday.do
উল্লেখিত আইডি থেকে ফ্রেশ ব্রান্ড এর নাম দিয়ে একটি ইভেন্ট পোস্ট করা হয়। এখন পর্যন্ত নেই কোন আপডেট বা অন্যকিছু। এইসব ইভেন্ট ভুয়া ছাড়া আর কোনভাবে মেনে নেওয়া যাচ্ছে কি?

শুভ জন্মদিন বিয়ের দারপ্রান্তে দাঁড়িয়ে থাকা "রনি" ভাই।
07/04/2021

শুভ জন্মদিন বিয়ের দারপ্রান্তে দাঁড়িয়ে থাকা "রনি" ভাই।

এই কথা গুলো তো সাইকেলিষ্টদেরও মনের কথা।
23/03/2021

এই কথা গুলো তো সাইকেলিষ্টদেরও মনের কথা।

সবুজে সাইকেলিং♥️স্থানঃ ডুমাইন, মধুখালী, ফরিদপুর।📸 Md. Rosul Molla
18/03/2021

সবুজে সাইকেলিং♥️
স্থানঃ ডুমাইন, মধুখালী, ফরিদপুর।

📸 Md. Rosul Molla

মনে পড়ে সেই মিরপুর থেকে উদ্ধার করা বাচ্চাটির কথা? নেপথ্যে নায়ক ছিলেন ফয়সাল, মিরাজ ও ইমন। আজ ইমন ভাইয়ের জন্মদিনে জানাই ভয়...
15/03/2021

মনে পড়ে সেই মিরপুর থেকে উদ্ধার করা বাচ্চাটির কথা? নেপথ্যে নায়ক ছিলেন ফয়সাল, মিরাজ ও ইমন। আজ ইমন ভাইয়ের জন্মদিনে জানাই ভয়েজার্স ফ্যামিলির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

কক্সবাজারের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাহাদাত হোসেন ভাই গতকাল আমাদের ছেড়ে চিরতরে চলে গেছেন। ইন্না ইল্লাহি ওয়া ইন্ন...
07/03/2021

কক্সবাজারের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাহাদাত হোসেন ভাই গতকাল আমাদের ছেড়ে চিরতরে চলে গেছেন।

ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

তিনি ছিলেন একাধারে একজন স্কাউট লিডার, সাইক্লিস্ট, রানার ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট।

আমরা তাঁর বিদেহী আত্মার জন্য প্রার্থনা করছি। সৃষ্টিকর্তা তাঁর পরিবারকে এই দুঃখ ও শোক সহ্য করার শক্তি দিন।

বিস্তারিত:
https://www.jagonews24.com/country/news/648666?fbclid=IwAR1K_UYr6UE5qHtGqaNjomTKWfSMZfe4YfV5zpG9ga_iSRIiPa7Qy2ySycw

কক্সবাজারের পর্যটন এলাকা কলাতলীতে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর...

27/02/2021

সকল ভালো কাজের সংগী হোক প্রিয় সাইকেল ❤️

20/02/2021

নিচে নামবেন না। বিল্ডিংয়ে লিফট নাই, অথচ বললেন ছয় তলায় উঠে ডেলিভারী না করলে প্রোডাক্ট রিসিভ করবেন না।

এমনও তো হতে পারে উনি সারাদিন অনেক ডেলিভারী করে ক্লান্ত।
উনার প্রচন্ড মাথা ব্যাথা করছে।
উনার শরীরে ১০২ ডিগ্ৰি জ্বর।
অথবা ছবির উনিই নিচে দাঁড়িয়ে।

সামান্য নিচে নামলে সামাজিক মর্যাদা বা স্ট্যাটাস নিচে নামে না, বরং মানবিকতার বহিঃপ্রকাশ ঘটে।

উনারা শুধু ডেলিভারী ম্যান না, উনারা আমাদের হেল্পিং হ্যান্ড। উনাদের ছাড়া আমরা অচল।

শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা।।
©কালেক্টেড

শুভ জন্মদিন অদ্রিত❤️ ভাইয়া। মেয়ে দেখতে দেখতে আর সাইকেল নিয়ে পরে যাবেন না বলে আশাকরি ....
20/02/2021

শুভ জন্মদিন অদ্রিত❤️ ভাইয়া। মেয়ে দেখতে দেখতে আর সাইকেল নিয়ে পরে যাবেন না বলে আশাকরি ....

হ্যা এটা শুধু সাইকেলেই❤️ সম্ভব...
18/02/2021

হ্যা এটা শুধু সাইকেলেই❤️ সম্ভব...

আলহামদুলিল্লাহ। জার্সির অর্ডার দেওয়া হচ্ছে। আশা করি ২১শে ফেব্রুয়ারী রাইডের আগেই সবাই হাতে পাবে।
14/02/2021

আলহামদুলিল্লাহ। জার্সির অর্ডার দেওয়া হচ্ছে। আশা করি ২১শে ফেব্রুয়ারী রাইডের আগেই সবাই হাতে পাবে।

শুভ জন্মদিন রিদয়❤️ ভাইয়া
12/02/2021

শুভ জন্মদিন রিদয়❤️ ভাইয়া

শুভ জন্মদিন হাজারো মেয়ের ক্রাশ এবং একজনের কাছে ছ্যাকা খাওয়া আসিফ ভাই।
08/02/2021

শুভ জন্মদিন হাজারো মেয়ের ক্রাশ এবং একজনের কাছে ছ্যাকা খাওয়া আসিফ ভাই।

05/02/2021

এই ভিডিও দেখার পর আপনার মনে হতেই পারে এরা কি রাইড করে নাকি শুধু নাচানাচিই করে? হ্যাঁ এরা নাচে, নাচায় ও বাজায়। এরাই ভয়েজার্স। এরাই একটি পরিবার। ভিডিও Adrit Roy Blog

জেনারেল এরশাদ সাইকেলে করে অফিসে যাচ্ছেন দৈনিক ইত্তেফাক । ১ লা মে ১৯৮২ সালের খবর ।
04/02/2021

জেনারেল এরশাদ সাইকেলে করে অফিসে যাচ্ছেন দৈনিক ইত্তেফাক । ১ লা মে ১৯৮২ সালের খবর ।

Voyagers Cyclist BD এর জার্সি। সাইজ চার্ট দেখে আপনার সাইজটি নিশ্চিত করুন। আপনার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা এবং ট্রানজেক...
31/01/2021

Voyagers Cyclist BD এর জার্সি। সাইজ চার্ট দেখে আপনার সাইজটি নিশ্চিত করুন। আপনার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা এবং ট্রানজেকশন আইডি সহ ইনবক্স করুন। জার্সি শুভেচ্ছা মূল্য মাত্র ৪১০/- (ফুল হাতা)। অর্ডার করার শেষ তারিখ ১১ ফেব্রুয়ারী ২০২১। বিকাশ (পারসোনাল) 01717823327। ২১ ফেব্রুয়ারী রাইডে ভয়েজার্স সাইকেলিষ্ট বিডি তাদের নিজেদের জার্সি পরে রাইড দিবে ইন-শ-আল্লাহ।

29/01/2021

VCBD unreleased! Let's Enjoy..

26/01/2021

সাইকেল রাইডের সাথে সাথে জানতে হবে ইতিহাস ও ঐতিহ্য। হোক সেটা বটেশ্বর বা নাটেশ্বর। তাই ভয়েজার্স এর সাথেই থাকুন।

ভোট চাই রাইডারের 🚴‍♂️🚴‍♀️🚵‍♂️🚵‍♀️।সমর্থন চাই সকলের 🙋‍♂️🙋‍♀️🧏🧏‍♂️। উপরের টা নাকি নিচের টা 😜😜? যেটার পক্ষে বেশি ভোট সেটিই ...
11/01/2021

ভোট চাই রাইডারের 🚴‍♂️🚴‍♀️🚵‍♂️🚵‍♀️।
সমর্থন চাই সকলের 🙋‍♂️🙋‍♀️🧏🧏‍♂️।
উপরের টা নাকি নিচের টা 😜😜?
যেটার পক্ষে বেশি ভোট সেটিই হবে আমাদের জার্সি।

আলহামদুলিল্লাহ। আশা করি অপেক্ষার অবসান হবে এবার...
10/01/2021

আলহামদুলিল্লাহ। আশা করি অপেক্ষার অবসান হবে এবার...

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voyager's Cyclist BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Dhaka travel agencies

Show All