08/01/2022
বাইকার এবং সাইকেল যারা চালান তাদের জন্য।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে রামপুরা-ডেমরা হাইওয়ে তে একজন বাইকার লরির চাকার নিচে পড়ে স্পট ডেড হয়েছেন মোস্তমাঝি নামক স্হানে। বাইকারের কোন হেলমেট ছিলো না। স্পিডব্রেকার পার হতে গিয়ে লরির চাকার নিচে পড়ে যান।
আজকে রামপুরা-ডেমরা হাইওয়ে তে কিছু সাইকেল আরোহীরা একসাথে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। সবাই একপাশ হয়ে যাচ্ছেন। আমি বাসে ড্রাইভার এর পিছনের সিটে ছিলাম৷ ড্রাইভার বলতে ছিলেন "এরা যে এরকম ভাবে সাইকেল চালায় একটু এদিক ওদিক করলেই তো শেষ হয়ে যাবে। আসছে এই রোডে চালাইতে। দুইটা গাড়ি একসাথে করলেই তো এরা শেষ।"
প্রথম দিকের কয়েকজন দ্রুত সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। ড্রাইভার তাদের সাথে যাওয়ার সময় বারবার চাপ দেওয়ার চেষ্টা করছিলো যেন ভয় পায় এবং আস্তে যায়। এই রোডের বাস-ট্রাক-লরি গুলো বেপরোয়া ভাবে তাদের গাড়ি চালায়। আর রোডটাও অনেক ছোট হাইওয়ে রোড এত ছোট খুব কমই দেখেছি এবং কোন ডিভাইডার নেই। এই রোডে এর আগেও একবার দুই গাড়ির রেসের কারনে একটি ছেলে সাইকেল চালানো অবস্হায় গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়।
তাই যারা সাইকেল চালান সর্তক ভাবে এই রোডে চালাবেন এবং একা চালাবেন না। যেকোন সময় এরা ইচ্ছে করে লাগিয়ে দিবে এবং পালাবে।
©️