08/12/2023
মোরিঙ্গা ফেসিয়াল অয়েল
সজনে পাতাকে রূপচর্চায় যোগ করার অন্যতম সহজ উপায় হল মোরিঙ্গা বীজের ফেসিয়াল অয়েল ব্যবহার করা। মোরিঙ্গা ফেসিয়াল অয়েল আপনি ত্বকে লাগাতে পারেন। অলিভ অয়েল বা নারকেল তেলের সঙ্গে এই ফেসিয়াল অয়েল মিশিয়ে আপনি চুলে ও ত্বকে মালিশ করতে পারেন। এতে এগজিমার ঝুঁকি কমে যাবে। ঠোঁটের উপর এই মোরিঙ্গা ফেসিয়াল অয়েল লাগালে শুষ্ক ও ফাটা ঠোঁটের সমস্যা দূর হয়ে যাবে।
সজনে পাতার দিয়ে বানিয়ে নিন ওটমিল স্ক্রাব
ত্বক এক্সফোলিয়েট করার জন্য বডি স্ক্রাব বানিয়ে নিন। ১ চামচ সজনে পাতার গুঁড়ো নিন। এতে ১ চামচ ওটমিল এবং কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিন। এবার মিশ্রণটি দিয়ে মুখ, হাত, পায়ে স্ক্রাব করুন। এই স্ক্রাব চামড়া থেকে মৃত কোষ দূর করে দেবে এবং আপনাকে নরম ত্বক এনে দেবে। সংবেদনশীল ত্বকের জন্যও দারুণ উপকারী এই বডি স্ক্রাব।
সজনে পাতার ফেসপ্যাক
সজনে পাতা ও মুলতানি মাটি দিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। সমপরিমাণ সজনে পাতার গুঁড়ো ও মুলতানি মাটি নিন। এতে অ্যালোভেরা জেল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখে ও ঘাড়ে লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।