Musafir Tours & Travels

Musafir Tours & Travels Live like a Musafir on this world.No back calls,No back falls.Just go ahead. Travelling is the only w

থাইল্যান্ডের ই-ভিসা আবেদন করার পদ্ধতি:থাইল্যান্ডের আবেদন প্রক্রিয়া এখন আরও সহজ! e-Visa পদ্ধতিতে ঘরে বসেই ভিসার জন্য আবে...
04/01/2025

থাইল্যান্ডের ই-ভিসা আবেদন করার পদ্ধতি:

থাইল্যান্ডের আবেদন প্রক্রিয়া এখন আরও সহজ! e-Visa পদ্ধতিতে ঘরে বসেই ভিসার জন্য আবেদন করা সম্ভব। নিচে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো:

প্রথম ধাপ: রেজিস্ট্রেশন এবং আবেদন
১. ওয়েবসাইট ভিজিট করুন:
[https://www.thaievisa.go.th](https://www.thaievisa.go.th)
২. একটি অ্যাকাউন্ট তৈরি করুন:
- একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১০ জনের আবেদন জমা দেওয়া যাবে।
- পাসপোর্ট বায়োডাটা পেজ এবং ছবি আপলোড করুন (jpg ফাইল, ৩MB এর কম)।
- পাসপোর্ট থেকে তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফর্মে আসবে। তথ্য সঠিকভাবে যাচাই করুন।
৩. তথ্য এবং ডকুমেন্ট আপলোড করুন:
- প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট বা বর্তমান অবস্থানের প্রমাণ আপলোড করুন।
৪. ভিসার ধরন নির্বাচন করুন:
ভিসা ফি (টাকা):
- ট্যুরিস্ট ভিসা (সিঙ্গেল এন্ট্রি): ৩,৫০০
- ট্যুরিস্ট ভিসা (মাল্টিপল এন্ট্রি): ১৭,০০০
- অন্যান্য ভিসার বিস্তারিত ফি ও তথ্য ওয়েবসাইটে পাবেন।
৫. এম্বেসি নির্বাচন করুন:
- বাংলাদেশ থেকে আবেদনকারীরা শুধুমাত্র ঢাকার রয়্যাল থাই এম্বেসির মাধ্যমে আবেদন করতে পারবেন।

২য় ধাপ: পেমেন্ট প্রক্রিয়া
১. পেমেন্ট ইনফো সামারি (P*S) শীট:
- আবেদন জমা দেওয়ার পর এটি পাবেন। শীটটিতে QR কোড এবং রেফারেন্স নম্বর থাকবে।
২. পেমেন্ট করুন:
[Commercial Bank of Ceylon](https://www.combank.net.bd/thaievisa)-এর ওয়েবসাইটে যান।
- ভিসা ফি জমা দেওয়ার পর P*S শীটটি পেমেন্ট প্ল্যাটফর্মে আপলোড করুন।
- পেমেন্ট নিশ্চিত হলে ই-রিসিপ্ট ইমেইলে পাঠানো হবে।

৩য় ধাপ: ভিসা অনুমোদন
১. প্রসেসিং সময়:
- আবেদন প্রক্রিয়ার জন্য অন্তত ১০ কার্যদিবস সময় লাগবে।
- অতিরিক্ত ডকুমেন্ট চাওয়া হতে পারে।
২. ই-ভিসা গ্রহণ:
- ইমেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন।
- ই-ভিসা প্রিন্ট করে থাই ইমিগ্রেশনে দেখান।

কী প্রাপ্তি ও সময়সূচি (পয়েন্ট আকারে)

★রেজিস্ট্রেশন:
- অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড পাবেন।

★আবেদন জমা দেওয়ার পর:
- P*S শীট (QR কোড এবং পেমেন্ট তথ্য সহ) পাবেন।

★পেমেন্টের পর: ই-রিসিপ্ট

★অনুমোদনের পর:
- ই-ভিসা / অতিরিক্ত তথ্যের অনুরোধ / আবেদন প্রত্যাখ্যান সংক্রান্ত ই-মেইল পাবেন।
সহজেই আবেদন করুন, নিরাপদে ভ্রমন করুন থাইল্যান্ড🤗


বর্তমান থেকে অতীতে ক্যাথে প্যাসিফিক ফ্লাইট 88.ক্যাথে প্যাসিফিকের একটি বিমান হংকং থেকে ২০২৫ সালের পয়লা জানুয়ারির রাত ১২টা...
03/01/2025

বর্তমান থেকে অতীতে ক্যাথে প্যাসিফিক ফ্লাইট 88.

ক্যাথে প্যাসিফিকের একটি বিমান হংকং থেকে ২০২৫ সালের পয়লা জানুয়ারির রাত ১২টা ৩৮ মিনিটে যাত্রা শুরু করে। নির্ধারিত সময়ে সেটি যখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে পৌঁছায়, তখনও সেখানকার ঘড়ির কাঁটায় বাজে ৩১ ডিসেম্বর রাত ৮টা ৫৫ মিনিট। অর্থাৎ ২০২৫ সালে রওনা দেওয়া বিমানটি পৌঁছায় ২০২৪ সালে।

এই ঘটনাটি মূলত পৃথিবীর সময় অঞ্চলের পার্থক্যের কারণে ঘটে। হংকং গ্রিনিচ মান সময় (GMT) থেকে ৮ ঘণ্টা এগিয়ে আর লস অ্যাঞ্জেলস ৮ ঘণ্টা পিছিয়ে। ফলে হংকংয়ে ২০২৫ সাল শুরু হলেও লস অ্যাঞ্জেলস তখনও ২০২৪ সালের শেষ রাত কাটাচ্ছিল। ফলে বিমানের যাত্রীরা দুইটি ভিন্ন স্থানে ৮ ঘণ্টার ব্যবধানে দুইবার নববর্ষ উদযাপনের সাক্ষী হয়।
©️সংগৃহীত।

সামনে অনেকেই  দেশে যাবেন...অনেকেই হয়তো জানেন, তারপরও লিখছি। স্পেশালই যাদের কুনমিং এ রাতে থাকতে হবে তাদের জন্য এই পোস্ট। ...
03/01/2025

সামনে অনেকেই দেশে যাবেন...অনেকেই হয়তো জানেন, তারপরও লিখছি। স্পেশালই যাদের কুনমিং এ রাতে থাকতে হবে তাদের জন্য এই পোস্ট। কুনমিং এ অনেক বাংলাদেশী হোটেল আছে, কিন্তু অনেকের কাছেই ২০০ ইউয়ান হয়তো থাকে না। (যেমন আমি)। কুনমিং এয়ারপোর্ট এ B3 তে প্যাসেঞ্জারদের জন্য থাকার বেড পাওয়া যায়। পার নাইট 10 -25 ইউয়ান। 25 ইউয়ান এ কম্বল সাথে দেয়। সকাল ৭ টা পর্যন্ত নিশ্চিন্ত মনে সেখানে রেস্ট নিতে পারবেন। খুবি ছোট ইনফর্মেশন, কিন্তু কারো উপকার হলে ভালো লাগবে।

আমেরিকার ভিসা ইন্টারভিউ: গুরুত্বপূর্ণ প্রশ্ন ও প্রস্তুতিযুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য ভিসা ইন্টারভিউ একটি গুরুত্বপূর্ণ ধাপ।...
03/01/2025

আমেরিকার ভিসা ইন্টারভিউ: গুরুত্বপূর্ণ প্রশ্ন ও প্রস্তুতি

যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য ভিসা ইন্টারভিউ একটি গুরুত্বপূর্ণ ধাপ। এখানে আপনাকে আপনার ভ্রমণের উদ্দেশ্য, আর্থিক সামর্থ্য এবং ফেরার নিশ্চয়তা সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে। ইন্টারভিউতে সাধারণত নিম্নলিখিত প্রশ্নগুলো করা হয়:

১. আপনার ভ্রমণের উদ্দেশ্য কী?

উত্তর দিন সংক্ষিপ্ত এবং পরিষ্কারভাবে। উদাহরণস্বরূপ:

পর্যটন বা পরিবার পরিদর্শন।

উচ্চশিক্ষা।

ব্যবসায়িক সম্মেলন।

চিকিৎসা সেবা।

২. আপনি কোথায় থাকবেন?

সেই স্থানের নাম এবং ঠিকানা উল্লেখ করুন যেখানে আপনি অবস্থান করবেন।

৩. কে আপনার ভ্রমণের খরচ বহন করবে?

যদি নিজে বহন করেন, তবে নিজের ব্যাংক স্টেটমেন্টের কথা বলুন।

যদি স্পন্সর করেন, স্পন্সরের আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত থাকুন।

৪. আপনার পেশা কী?

আপনার চাকরি বা ব্যবসার বিস্তারিত জানান।

শিক্ষার্থী হলে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এবং কোন বিষয়ে পড়ছেন তা বলুন।

৫. আগে কখনও যুক্তরাষ্ট্রে গেছেন?

যদি আগে ভ্রমণ করে থাকেন, তা সৎভাবে উল্লেখ করুন।

নতুন আবেদনকারী হলে সেই তথ্য জানান।

৬. আপনার দেশে ফিরে আসার নিশ্চয়তা কী?

পারিবারিক বন্ধন, চাকরি, ব্যবসা বা স্থায়ী সম্পত্তির কথা উল্লেখ করুন।

৭. কেন এই নির্দিষ্ট স্থানে যেতে চান?

যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা দর্শনীয় স্থান নির্বাচন করার পেছনে আপনার যুক্তি তুলে ধরুন।

ইন্টারভিউয়ের সময় অনুসরণীয় টিপস:

1. সঠিক ডকুমেন্ট প্রস্তুত রাখুন।

2. সংক্ষিপ্ত এবং আত্মবিশ্বাসের সাথে উত্তর দিন।

3. প্রশ্নের উত্তর যথাসম্ভব সৎভাবে দিন।

4. সময়ানুবর্তিতা বজায় রাখুন।

প্রয়োজনীয় ডকুমেন্ট:

পাসপোর্ট।

DS-160 ফর্মের কনফার্মেশন পৃষ্ঠা।

আবেদন ফি প্রদানের রসিদ।

ব্যাংক স্টেটমেন্ট।

ভ্রমণের পরিকল্পনার প্রমাণ।

স্পন্সরশিপ লেটার (যদি প্রযোজ্য হয়)।

যেকোনো তথ্য ভুল হলে বা সন্দেহজনক মনে হলে ভিসা ইন্টারভিউতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই প্রস্তুতি নিন এবং আত্মবিশ্বাস ধরে রাখুন।

তথ্যসূত্র-UBTV World

4 days 3 nights exclusive Nepal tour  BDT43999/-For more detailsCall & Whatsapp +8801711987836+8801712305369
30/12/2024

4 days 3 nights exclusive Nepal tour BDT43999/-
For more details
Call & Whatsapp +8801711987836
+8801712305369

বাংলাদেশী নাগরিকেরা প্রত্যেক বছর একবার নেপালের ভিসা ফ্রি পাবেন । কেউ যদি প্রতি বছর একবার নেপাল ভ্রমণ করেন দ্বিতীয়বার নে...
30/12/2024

বাংলাদেশী নাগরিকেরা প্রত্যেক বছর একবার নেপালের ভিসা ফ্রি পাবেন । কেউ যদি প্রতি বছর একবার নেপাল ভ্রমণ করেন দ্বিতীয়বার নেপাল ভিসা করার সময় তাকে ভিসা ফি দেওয়া লাগবে প্রথমবার ভিসা করতে নেপাল এম্বাসি বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে কোন প্রকার ভিসা ফি নেয় না নেপালের ভিসাটা একদমই ফ্রি আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নেপাল এম্বাসিতে জমা দিলে তারা তিন কর্ম দিবস পর আপনাকে ছয় মাসের একটি ভিসা প্রোভাইড করবে যা দিয়ে আপনি নেপাল ৩০ দিন থাকতে পারবেন।
নেপাল ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
১-পাসপোর্ট
২-ছবি
৩-জাতীয় পরিচয় পত্র
৪-ব্যাংক স্টেটমেন্ট
৫- চাকরি করলে এনওসি ব্যবসা করলে ট্রেড লাইসেন্স
৬-হোটেল বুকিং
৭-বিমানের রাউন্ড টিকেট
৮- ভিসার আবেদন পত্র

সবগুলো ডকুমেন্টস একত্র করে আপনি চলে যাবেন নেপাল এম্বাসিতে। নেপাল এম্বাসির ঠিকানা: নতুন বাজার আমেরিকা এমবাসির পিছনে

ভিসার আবেদন পত্র জমা দেওয়ার সময়: সাধারণত নেপাল এম্বাসি সকাল ৯ টা থেকে দুপুর বারোটা ত্রিশ মিনিট পর্যন্ত ভিসার আবেদনপত্র জমা নেই ।

ভিসা ডেলিভারি টাইম: দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নেপাল এম্বাসি ভিসা ডেলিভারি করে থাকে।

নেপাল ভিসা নিয়ে যদি কারো কোন প্রবলেম হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের উপকার করার জন্য।

Musafir Tours & Travels
43, Lake drive Road,
Sector-07, Uttara, Dhaka-1230,
Bangladesh.

Cell+WhatsApp👇
+8801711982836
+8801712305369
+8801762100020
+8801762100022
+8801581607609

[email protected]

ফিনল্যান্ডের ১৫টি মজার তথ্য:১. ফিনল্যান্ড, “হাজার হ্রদের দেশ,” আসলে ১,৮৮,০০০ হ্রদ নিয়ে গঠিত, যা বিশ্বে অন্যতম।২. ফিনিশ ভ...
25/12/2024

ফিনল্যান্ডের ১৫টি মজার তথ্য:

১. ফিনল্যান্ড, “হাজার হ্রদের দেশ,” আসলে ১,৮৮,০০০ হ্রদ নিয়ে গঠিত, যা বিশ্বে অন্যতম।

২. ফিনিশ ভাষা ইউরালিক ভাষাগোষ্ঠীর, ইংরেজি বা ফরাসির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

৩. সাউনার জন্মস্থান ফিনল্যান্ড, যেখানে প্রতি আড়াই জনের জন্য একটি সাউনা।

৪. সুখের বিচারে ফিনল্যান্ড শীর্ষে; উন্নত জীবনমান ও সামাজিক নিরাপত্তার জন্য খ্যাত।

৫. ফিনল্যান্ডের শিক্ষায় পরীক্ষা নেই ১৬ বছর বয়স পর্যন্ত, সহযোগিতার ভিত্তিতে শেখানো হয়।

৬. বিশ্বব্যাপী জনপ্রিয় "অ্যাংরি বার্ডস" গেমটি ফিনল্যান্ডের রোভিওর সৃষ্টি।

৭. শীতকালীন বরফে সাঁতার ও মাছ ধরার পর সাউনা ফিনদের প্রিয় pastime।

৮. ৭৫% বনভূমির অধিকারী, ফিনল্যান্ড প্রকৃতি প্রেমীদের জন্য স্বর্গ।

৯. "সিসু"—ফিনল্যান্ডের দৃঢ়তার প্রতীক, সংকল্প ও অদম্যতার পরিচায়ক।

১০. ল্যাপল্যান্ডে সান্তা ক্লজের বাস; সান্তা ক্লজ ভিলেজে পর্যটকের ভিড়।

১১. ফিনল্যান্ডে মাথাপিছু কফি পান বিশ্বের মধ্যে অন্যতম—প্রতি বছর গড়ে ১২ কেজি।

১২. "পেসাপালো," ফিনল্যান্ডের জাতীয় খেলা, একটি বিশেষ ধরনের বেসবল।

১৩. ল্যাপল্যান্ডে দেখা যায় অরোরা বোরিয়ালিস, প্রকৃতির এক মহাবিস্ময়।

১৪. ইউনেস্কোর অনেক বিশ্ব ঐতিহ্য সাইট রয়েছে, যেমন পোরভোর পুরনো কাঠের শহর।

১৫. "এভরিম্যান’স রাইট" আইন অনুযায়ী, প্রকৃতিতে অবাধ বিচরণ এবং ফল-মূল সংগ্রহের স্বাধীনতা।

Japan Visa Update  🇯🇵VFS Global.....‼️নভেম্বর ৩ তারিখ থেকে জাপান এম্বাসির ভিসা কার্যক্রম  বিএসএফ গ্লোবালের আন্ডারে হবে ।...
30/10/2024

Japan Visa Update 🇯🇵
VFS Global.....‼️
নভেম্বর ৩ তারিখ থেকে জাপান এম্বাসির ভিসা কার্যক্রম বিএসএফ গ্লোবালের আন্ডারে হবে । তাই যারা ৩ তারিখে এম্বাসির ডেট পেয়েছেন ।সবাইকে বি এফ এস গ্লোবালে ফাইল জমা দিতে হবে।তাই আগে থেকেই সবাই সুনিশ্চিতভাবে জেনে নির্দিষ্ট সময়ে আপনার মূল্যবান ফাইলটি নিয়ে উপস্থিত থাকবেন।
বি এফ এস গ্লোবাল অফিস এর ঠিকানা নিচে দেওয়া হল: 1212, Delta Life Tower (4th Floor) Plot # 37 Road, 90 Madani Ave, Dhaka

21/09/2024

For The Best Airticket deals of any destination,
Knock us for best deals.
W/A: +8801711987836

সেভেন সিস্টার্স কি?সেভেন সিস্টার্সে অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা রয়েছে।ত্রিপুরার সা...
14/08/2024

সেভেন সিস্টার্স কি?

সেভেন সিস্টার্সে অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা রয়েছে।ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে ‘সেভেন সিস্টার্স’ নাম দেন।

ভারতে উত্তর-পূর্ব দিকে, চিন, বাংলাদেশ এবং মায়ানমার দেশের সীমান্তে অবস্থিত সাতটি রাজ্যকে একসঙ্গে বলা হয় ‘সেভেন সিস্টার’ বা সাত বোন।

এসব রাজ্যগুলো একে অপরের ওপর নির্ভরশীল হলেও সংস্কৃতি, পরিবেশের দিক থেকে তাঁরা স্বতন্ত্র। এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের।

এই সাতটি রাজ্য বা সেভেন সিস্টার্সের মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এখন প্রশ্ন আসে যে এই সাতটি রাজ্যকে কেন সেভেন সিস্টার বা সাত বোনের রাজ্য বলা হয়? চলুন জেনে নেওয়া যাক।

#সেভেন_সিস্টার্স

এই সাত রাজ্যের মোট আয়তন ২,৬২,১৮৪ বর্গকিলোমিটার, ভারতের প্রায় ৪ শতাংশ এলাকা নিয়ে গঠিত। দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের সাথে ১,৫৯৬ কিলোমিটার (৯৯২ মাইল) আন্তর্জাতিক সীমানা রয়েছে।

এই সাতটি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে। ভূরাজনৈতিকভাবে এদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে অতুলনীয়।

আসলে এই সাতটি রাজ্য একে অপরের উপর নির্ভরশীল এবং একই সময়ে এই রাজ্যগুলি সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থাও একই বলে মনে করা হয়, তাই এই সমস্ত রাজ্যগুলিকে একত্রে সেভেন সিস্টার বলা হয়েছে।

ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে ‘সেভেন সিস্টার্স’ নামে উল্লেখ করেন।

১৯৭২ সালে এই সাত রাজ্যকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়। আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে। আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না।

স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করেন। গারো, খাসিয়া, ত্রিপুরা, বোরো, মিজো আদিবাসী অধ্যুষিত রাজ্যগুলোর অধিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, মিজোরাম, আসাম রাজ্য নিয়ে নাগা স্বাধীন ভূমি গড়ার দাবি তুলছে। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দেয়।

একনজরে সেভেন সিস্টার্সের বর্ণনা

উত্তর-পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য অরুণাচল রাজ্য। এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম, , পশ্চিমে ভুটান, উত্তর ও উত্তর-পূর্বে চীন, এবং পূর্বে মিয়ানমার। অরুণাচল প্রদেশের আয়তন ৮৩,৭৪৩ বর্গকিলোমিটার এবং এর রাজধানী ইটানগর। চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের ১১২৯ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে।

অঙ্গরাজ্যটির উদ্ভিজ্জ ও প্রাণীজীবনে এর বিচিত্র ভূপ্রকৃতি ও জলবায়ুর প্রভাব দেখতে পাওয়া যায়। প্রাণীর মধ্যে বাঘ, চিতা বাঘ, তুষার চিতা, হাতি, লাল পান্ডা এবং হরিণ উল্লেখযোগ্য।

এ প্রদেশের উঁচুনিচু, এলোমেলোভাবে বিস্তৃত ঢালযুক্ত ভূখণ্ড প্রদেশটিকে দিয়েছে আলাদা মাত্রা। তাছাড়াও এর রয়েছে বিশাল হিমালয়ের উচ্চশৃঙ্গ।
আসাম

১৮২৬ সালে ইয়াণ্ডাবু চুক্তির মাধ্যমে আসাম প্রথম ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয়। তবে স্বাধীনতার পর আসাম রাজ্যের পুনর্গঠন হয়। ভূমি অসমতল (অসমভুমি) হওয়ায় রাজ্যটি অসম, পরবর্তীতে আসাম নামে অভিহিত করা হয়। একে ঘিরে রয়েছে ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর ও অরুণাচল প্রদেশ। এর আয়তন ৭৮,৪৩৮ বর্গকিলোমিটার।

আসামের আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান এবং বাংলাদেশের সঙ্গে।

দেশের উত্তর-পূর্ব দিকের প্রবেশদ্বার আসাম ঘন সবুজ বন, উর্বর সমভূমি, বিশালাকায় ব্রহ্মপুত্র নদ, সুন্দর পাহাড়, নীলাভ পর্বত, বিস্ময়কর চা চাষের উপত্যকা এবং প্রসিদ্ধ উদ্ভিদ ও প্রাণীকূল দ্বারা সমৃদ্ধ।
মেঘালয়

মেঘালয়ের রাজধানী শিলং। এটি ভারতের ২১তম রাজ্য। এর আয়তন ২২,৪২৯ বর্গকিলোমিটার। গারো পাহাড়, খাসি পাহাড়, জয়ন্তিয়া পাহাড়ের সমন্বয়ে গড়ে ওঠে এই রাজ্যটি। ১৯৭০ সালে আসামের দুটি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয়ের জন্ম হয়েছিল। ১৯০৫ সালের ১৬ অক্টোবর বাংলা ভাগ হওয়াকালীন মেঘালয় পূর্ব বাংলা ও আসামের এক নতুন প্রাদেশিক অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে।

ছবির মতো সুন্দর একটি রাজ্য মেঘালয়। সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই মেঘালয়কে বলা হয় ‘প্রাচ্যের স্কটল্যান্ড’।
মিজোরাম

মিজোরামের রাজধানী আইজল। এটি উত্তর ও দক্ষিণ লুসাই পার্বত্য জেলাগুলোর সমন্বয়ে গঠিত। এর আয়তন ২১,০৮৭ বর্গকিলোমিটার। এটি দেশের ২৩তম রাজ্য।

প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং মিয়ানমারের প্রায় ৭২২ কিলোমিটার এলাকা নিয়ে মিজোরামের সীমানা অবস্থিত।

এই রাজ্যের বিশাল পাইনের গুচ্ছ, নান্দনিক প্রাকৃতিক দৃশ্য, বাঁশের ওপর নির্মিত ঘরের গ্রাম দেয় অপূর্ব সৌন্দর্য। খ্রিস্টীয় ১৭৫০ থেকে ১৮৫০ সালের মধ্যে মিজো উপজাতিরা নিকটস্থ চীন পর্বত থেকে এসে এখানকার স্থানীয় আদিবাসীদের পরাজিত করে বসতি স্থাপন শুরু করে এবং নিজস্ব একটি সমাজব্যবস্থার সূচনা করে।
নাগাল্যান্ড

রাজ্যের রাজধানী কোহিমা, এবং বৃহত্তম শহর ডিমাপুর। এই রাজ্যের আয়তন ১৬,৫৭৯ বর্গকিলোমিটার। এটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলির মধ্যে একটি।

ভারতের স্বাধীনতার ঠিক আগের দিন ১৯৪৭ সালের ১৪ আগস্ট নাগারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করেও সুফল পায়নি। ১৯৫১ সালের মে মাসে নাগাল্যান্ডে একটি স্বতঃস্ফূর্ত গণভোট অনুষ্ঠিত হয়। এতে নাগাদের স্বাধীনতার পক্ষে পূর্ণ সমর্থন প্রকাশ পায়। কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের পক্ষ সমর্থন করেনি। অবশ্য ১৯৬৩ সালে আসাম থেকে আলাদা করে ভারতের ১৬তম রাজ্য হিসেবে গঠন করা হয় নাগাল্যান্ড।
ত্রিপুরা

ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য হল ত্রিপুরা, যার আয়তন ১০,৪৯১ কিমি। এই রাজ্যের রাজধানী হল আগরতলা। রাজ্যটি প্রায় ৩৬ লাখ জনসংখ্যাসহ সপ্তম সর্বনিম্ন জনবহুল রাজ্যের অবস্থানে রয়েছে। এটি পূর্বে আসাম এবং মিজোরাম রাজ্য এবং উত্তর, দক্ষিণ ও পশ্চিমে বাংলাদেশ দ্বারা বেষ্টিত।

ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠ বাঙালির সাথে ১৯টি ভিন্ন উপজাতি সম্প্রদায় রয়েছে। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, ত্রিপুরা হল ভারতের অন্যতম শিক্ষিত রাজ্য, যেখানে সাক্ষরতার হার প্রায় ৮৭.৭৫%।

ত্রিপুরা ১৯৪৯ সাল থেকে স্বাধীন ভারতের একটি অংশ হয়। ১৯৫৬ সালে রাজ্যটি কেন্দ্রশাসিত একটি অঞ্চলে রূপ নেয়।
মণিপুর

মণিপুরের রাজধানী হলো ইম্ফল। এর আয়তন প্রায় ২২,৩২৭ বর্গকিলোমিটার। ১৯৯৭ সালে রাজধানীটি পূর্ব ইম্ফল ও পশ্চিম ইম্ফল নামে দুই ভাগে বিভক্ত হয়। ভারতের স্বাধীনতার পর মণিপুর সংবিধান আইন প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৭২ সালের ২১ জানুয়ারি মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা অর্জন করে।

১৯৪৭ সালে মনিপুর স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশের ইচ্ছা প্রকাশ করে। পার্শবর্তী বার্মার আগ্রাসী মনোভাবে ১৯৪৯ সালে রাজা বোধচন্দ্র সিং ভারত অন্তর্ভুক্তির সম্মতিপত্রে সই করেন। ১৯৫৬ সালে এটি কেন্দ্র শাসিত রাজ্য হয়। ১৯৭২ সালে তা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়।

মণিপুরে তিন গোষ্ঠী সম্প্রদায়ের বাস: বিষ্ণুপ্রিয়া, মৈতৈ ও পাঙান। বিরল প্রজাতির হরিণ ‘সাংগাই’-এর বসবাসস্থলও এখানে। জওহরলাল নেহেরু মণিপুরকে ‘ভারতের রত্ন’ হিসেবে বর্ণনা করেন।

সূত্র: ইন্টারনেট ও উইকিপিডিয়া

Fly Dhaka Airlines, Bangladesh's newest carrier, is set to launch this November.
03/04/2024

Fly Dhaka Airlines, Bangladesh's newest carrier, is set to launch this November.

06/03/2024

মানছি আপনি হিন্দু, মুসলমান, বৈদ্ধ বা খৃষ্টান।
সব কিছুর আগে আপনি মানুষ।
আচ্ছা, আপনি মানুষ তো!!!

03/02/2024

প্রিয় শুভানুধ্যায়ী,
মুসাফির ট্যুরস্ এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে শুভেচ্ছা।
আপনার দেশ-বিদেশে ভ্রমণের সকল সেবা নিয়ে আমরা আছি সবসময় আপনার সাথে।
যোগাযোগ:
মুসাফির ট্যুরস্ এন্ড ট্রাভেলস
বাড়ি -৪৩, লেক ড্রাইভ রোড,
সেক্টর-০৭, উত্তরা, ঢাকা -১২৩০।
প্রয়োজনে:
+8801762100020
+8801762100022
+8801912023331
+8801912023335
+19177220100
ইমেইল: [email protected]

03/02/2024

প্রিয় শুভানুধ্যায়ী,
মুসাফির ট্যুরস্ এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে শুভেচ্ছা।
আপনার দেশ-বিদেশে ভ্রমণের সকল সেবা নিয়ে আমরা আছি সবসময় আপনার সাথে।

যোগাযোগ:
মুসাফির ট্যুরস্ এন্ড ট্রাভেলস
বাড়ি -৪৩, লেক ড্রাইভ রোড,
সেক্টর-০৭, উত্তরা, ঢাকা -১২৩০।
প্রয়োজনে:
+8801762100020
+8801762100022
+8801912023331
+8801912023335
+19177220100
ইমেইল: [email protected]

Call now to connect with business.

Trust one & only Allah.
26/12/2023

Trust one & only Allah.

10/12/2023

“Highligt” নিয়ে মাতামাতি।
“@“ ব্যবহার করলে সাজেশনের যে কোনও লিখা এমনিতেই নীল হয়।এটা নিয়ে প্রোফাইল সিকিউর্ড বা নড়বরে ভাবার কিছুই নেই।
🤣🤣🤣🤣🤣🤣

02/12/2023

ভুমিকম্প!!!

Address

House-43, Lake Drive Road, Sector-07, Uttara
Dhaka
1230

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801762100020

Website

Alerts

Be the first to know and let us send you an email when Musafir Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Musafir Tours & Travels:

Videos

Share

Category