Trekking Into The Wild

Trekking Into The Wild TRY to watch more sunsets than Netflix

তাব্লং , বান্দরবন
12/12/2021

তাব্লং , বান্দরবন

চর কুকরি মুকরি ক্যাম্পিং 🔥🔥** ভ্রমণ এর ধরনঃ ক্যাম্পিং  ট্যুর!** ট্যুর প্ল্যানঃ ৪ রাত ৩ দিন।** যাত্রার তারিখ: ১৫-১২-২০২১,...
11/12/2021

চর কুকরি মুকরি ক্যাম্পিং 🔥🔥
** ভ্রমণ এর ধরনঃ ক্যাম্পিং ট্যুর!
** ট্যুর প্ল্যানঃ ৪ রাত ৩ দিন।
** যাত্রার তারিখ: ১৫-১২-২০২১, বুধবার বিকেল ৫ টা।
** ফেরার তারিখ: ১৯-১২-২০২১, সোমবার সকাল ৬ টার মধ্যে ঢাকা ইনশাআল্লাহ্‌।
** ভ্রমণ খরচ: ৩৮৯৯/-
** আসন : ১৫-২০ জন।

যা যা দেখবো বা করবো ইনশাআল্লাহঃ

★ চর কুকরি মুকরি,
★ চর পাতিলা,
★ ঢাল চর,
★ এক রাত বারবিকিউ ও
★ দুই রাত ক্যাম্পিং!!

যা_যা থাকছেঃ

* সকল প্রকার যাতায়াত খরচ,
* নয় বেলা খাবার খরচ,
* তাঁবু ও বারবিকিউ খরচ,
* গাইড সার্ভিস ফি!

যা যা সাথে নেওয়া উচিত বা নিতে হবেঃ

* যদিও রিল্যাক্স এন্ড ক্যাম্পিং ট্যুর, তাও বেশি কাপড়চোপড় নেয়ার দরকার নেই, সবমিলিয়ে দুই থেকে তিন সেট এনাফ। কেননা ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়, যত কম কাপড় নেয়া যায় ততই আরামদায়ক হয় ভ্রমণ।
* নিজস্ব তাঁবু এবং হ্যামক থাকলে নিতে পারেন, এতে তাঁবুর খরচ কমে যাবে আপনার।
* টর্চ লাইট,
* গামছা, লুঙ্গি,
* সানগ্লাস, হ্যাট,
* ছাতা অথবা রেইনকোট, (যদি বৃষ্টিতে লাগে)
* ব্রাশ,
* প্রয়োজনীয় ঔষধ,
* ক্যামেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
* চার্জের জন্য পাওয়ার ব্যাংক,
* ব্যক্তিগত পানির বোতল।

সম্ভাব্য ট্যুর প্লান বিস্তারিতঃ

★ ১৫ ডিসেম্বর : সন্ধ্যা ৬ টার লঞ্চে ডেকে করে আমরা রওনা হবো!! রাতের খাবার নিজ খরচে খেতে হবে!
★ ১৬ : খুব সকালে বেতুয়া ঘাটে নেমে সেখান থেকে কচ্ছপিয়া ঘাট, তারপর নাস্তা করে ট্রলারে চরে চর-কুকরি-মুকরি! ক্যাম্প সাইট ঠিক করে বাকিটা সময় দ্বীপের সৌন্দর্য দেখে বেড়াবো! রাতে ক্যাম্প ফায়ার এবং বারবিকিউ করবো ইনশাআল্লাহ। সময়মত লাঞ্চ এবং ডিনার হবে।
★ ১৭: ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়ে ক্যাম্প সাইট গুছিয়ে পুরো দ্বীপ চষে বেড়াবো পায়ে হেটে। রাতে ক্যাম্পিং প্লাস ফায়ার ক্যাম্প!
★ ১৮: ভোরে ঘুম থেকে উঠে নাস্তা করে ক্যাম্প সাইট গুছিয়ে দ্বীপকে বিদায় জানিয়ে চলে আসবো চর ফ্যাশনে, সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে দুপুরের লঞ্চে ঢাকা ব্যাক!
★ ১৯: ভোরে ঢাকা পৌছে যাবো!!

11/12/2021

৩৮৯৯ টাকায় চর কুকরি মুকরি ক্যাম্পিং 🔥🔥🔥

** ভ্রমণ এর ধরনঃ ক্যাম্পিং ট্যুর!
** ট্যুর প্ল্যানঃ ৪ রাত ৩ দিন।
** যাত্রার তারিখ: ১৫-১২-২০২১, বুধবার বিকেল ৫ টা।
** ফেরার তারিখ: ১৯-১২-২০২১, সোমবার সকাল ৬ টার মধ্যে ঢাকা ইনশাআল্লাহ্‌।
** ভ্রমণ খরচ: ৩৮৯৯/-
** আসন : ১৫-২০ জন।
গ্রুপ লিংক : https://www.facebook.com/groups/178519127243310/

যা যা দেখবো বা করবো ইনশাআল্লাহঃ

★ চর কুকরি মুকরি,
★ চর পাতিলা,
★ ঢাল চর,
★ এক রাত বারবিকিউ ও
★ দুই রাত ক্যাম্পিং!!

যা_যা থাকছেঃ

* সকল প্রকার যাতায়াত খরচ,
* নয় বেলা খাবার খরচ,
* তাঁবু ও বারবিকিউ খরচ,
* গাইড সার্ভিস ফি!

যা যা সাথে নেওয়া উচিত বা নিতে হবেঃ

* যদিও রিল্যাক্স এন্ড ক্যাম্পিং ট্যুর, তাও বেশি কাপড়চোপড় নেয়ার দরকার নেই, সবমিলিয়ে দুই থেকে তিন সেট এনাফ। কেননা ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়, যত কম কাপড় নেয়া যায় ততই আরামদায়ক হয় ভ্রমণ।
* নিজস্ব তাঁবু এবং হ্যামক থাকলে নিতে পারেন, এতে তাঁবুর খরচ কমে যাবে আপনার।
* টর্চ লাইট,
* গামছা, লুঙ্গি,
* সানগ্লাস, হ্যাট,
* ছাতা অথবা রেইনকোট, (যদি বৃষ্টিতে লাগে)
* ব্রাশ,
* প্রয়োজনীয় ঔষধ,
* ক্যামেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
* চার্জের জন্য পাওয়ার ব্যাংক,
* ব্যক্তিগত পানির বোতল।

সম্ভাব্য ট্যুর প্লান বিস্তারিতঃ

★ ১৫ ডিসেম্বর : সন্ধ্যা ৬ টার লঞ্চে ডেকে করে আমরা রওনা হবো!! রাতের খাবার নিজ খরচে খেতে হবে!
★ ১৬ : খুব সকালে বেতুয়া ঘাটে নেমে সেখান থেকে কচ্ছপিয়া ঘাট, তারপর নাস্তা করে ট্রলারে চরে চর-কুকরি-মুকরি! ক্যাম্প সাইট ঠিক করে বাকিটা সময় দ্বীপের সৌন্দর্য দেখে বেড়াবো! রাতে ক্যাম্প ফায়ার এবং বারবিকিউ করবো ইনশাআল্লাহ। সময়মত লাঞ্চ এবং ডিনার হবে।
★ ১৭: ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়ে ক্যাম্প সাইট গুছিয়ে পুরো দ্বীপ চষে বেড়াবো পায়ে হেটে। রাতে ক্যাম্পিং প্লাস ফায়ার ক্যাম্প!
★ ১৮: ভোরে ঘুম থেকে উঠে নাস্তা করে ক্যাম্প সাইট গুছিয়ে দ্বীপকে বিদায় জানিয়ে চলে আসবো চর ফ্যাশনে, সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে দুপুরের লঞ্চে ঢাকা ব্যাক!
★ ১৯: ভোরে ঢাকা পৌছে যাবো!!

📍চাঁদপুর 🐟
21/11/2021

📍চাঁদপুর 🐟

📍তার তে , বান্দরবন ❤️
21/11/2021

📍তার তে , বান্দরবন ❤️

আসসালামু আলাইকুম Trekking Into The Wild এর একটি অফিসিয়াল ইভেন্ট,মাত্র ৩৯৯৯ টাকায় মেঘের রাজ্য মারায়ংতং ক্যাম্পিংয়ে সাথে থ...
09/11/2021

আসসালামু আলাইকুম Trekking Into The Wild এর একটি অফিসিয়াল ইভেন্ট,মাত্র ৩৯৯৯ টাকায় মেঘের রাজ্য মারায়ংতং ক্যাম্পিংয়ে সাথে থাকছে আলির গুহা

পেজ লিংক- https://www.facebook.com/Trekking-Into-The-Wild-114922930194184/

গ্রুপ লিংক- https://www.facebook.com/groups/178519127243310/

বান্দরবান জেলার আলীকদম থানার মিরিঞ্জা রেঞ্জে অবস্থিত একটি পাহাড়ের নাম মারায়ন তং (Marayan Dong)। এই পাহাড় আরও কয়েকটি নামে পরিচিত যেমন; মারায়ান তং, মারায়ং তং, মেরাই থং জাদি, মারাইং ডং ইত্যাদি। প্রায় ১৬৪০ ফুট উচ্চতার এই পাহাড়ের চূড়ায় আছে একটি বৌদ্ধ উপাসনালয়। খোলা প্রকৃতির মাঝে বৌদ্ধের বিশাল মূর্তি এই জায়গাটিকে আরও গাম্ভির্যময় করে তোলেছে। দিগন্তজোড়া পাহাড় আর নিচে সাপের মতো বয়ে চলা মাতামুহুরী নদী, ফসলের ক্ষেত সবকিছু মিলিয়ে এ যেন এক কল্পনার রাজ্য।

ত্রিপুরা, মারমা, মুরং সহ বেশিকিছু আদিবাসীর বসবাস এই মারায়ন তং পাহাড়ে। পাহাড়ের ভাঁজে ভাঁজে থাকা আদিবাসী পাড়াগুলো বিশেষ বৈচিত্রতা যুক্ত করেছে আলীকদমের এই পাহাড়ি সৌন্দর্যে। পাহাড়ের ওপর নির্ভরশীল মানুষের জীবনযাত্রা এবং নিখাদ প্রকৃতি দুচোখ ভরিয়ে দেয় এখানে আগত পর্যটকদের।

🍀ভ্রমণের সময়কালঃ

আমরা আগামী ১৮ই নভেম্বর বৃহস্পতিবার রাতে ঢাকা সায়েদাবাদ থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা করবো এবং ২০ তারিখ রাতে বান্দরবান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো ২১ তারিখ সকালে ঢাকায় থাকবো ইনশাআল্লাহ।

🍀ভ্রমণের সময়কাল - ৩ রাত ২ দিন।

🍀দর্শনীয় স্থানসমূহঃ

🍀 মারায়ংতং ক্যাম্পিং
🍀 আলিরগুহা ১
🍀আলিরগুহা ২
🍀ডিম পাহাড়
🍀 মায়ালেক
🍀শীলবুনিয়া ঝর্না (পানি থাকলে)

🍀ইভেন্ট ফি:
ঢাকা থেকে - ৩৯৯৯ টাকা

আমাদের এই ট্যুরে কাপল,ছেলে, মেয়ে ফ্যামিলি সহ যে কেউ আমাদের সাথে যেতে পারবেন

🍀 কনফার্ম করার শেষ সময়ঃ ১৭ই নভেম্বর ২০২১।

🍀আপনার কনফার্মেশনের সিরিয়ালের উপর বাসের সীট বন্টন করা হবে।

🍀 কনফার্ম করার পদ্ধতি: অগ্রিম ২০৪০/- টাকা খরচ সহ বিকাশ করে সাথে সাথে ফোন করে নিজের নাম বলে কনফার্ম করে নিবেন (অফেরতযোগ্য)
আর আমরা এর ভিত্তিতে আপনার আসন কনফার্ম করবো।

🍀 বিকাশে বা নগদে টাকা পাঠাতে - 01782285171 (Personal)

🍀 আসন সংখ্যা সীমিত তাই আসন পূর্ণ হয়ে গেলে ইভেন্ট ক্লোজ করে দেওয়া হবে।

🍀ভ্রমণ বিস্তারিতঃ


🌸🌸 আমরা ১৮ই নভেম্বর বৃহস্পতিবার রাতে ঢাকা সায়েদাবাদ থেকে আলিকদমের উদ্দেশ্য রওনা দিবো। আলিকদম নেমে সেখানে আগে থেকে দাড়িয়ে থাকবে আমাদের ঠিক করা চাঁদের গাড়ি। সেটা নিয়ে সেইখান থেকে চলে যাব মায়ালেক, তারপর চলে যাব রহস্যময় আলিরগুহা দেখতে, সেটাতে করে আমরা চলে যাবো মারায়ংতং এর নিচে পর্যন্ত। দুপুরে খাবার খেয়ে হাটা শুরু হবে মারায়ং তং এর চূড়ায় পৌঁছার উদ্দেশ্যে। চূড়ায় পৌঁছার পর তাবু সেট করা শুরু হবে। সন্ধ্যায় ক্যাম্প ফায়ার হবে, রাতের খাবারে হবে খিচুড়ি বা বারবিকিউ শেষে যথারীতি গান, আড্ডা, সাথে আকাশের তারাঁ দেখব তারপরে দেখতে, সবশেষে রাতে

এরপরের দিন সকালে নেমে সকালের নাস্তা করে আমরা চপে যাবো দেশের সর্বোচ্চ বাইকিং রাস্তা ডিম পাহাড়ের দিকে,
সেটা শেষ করে এসে আলিকদম থেকে ঢাকার উদ্দেশ্য রওনা দিবো ২৪ তারিখ সকালে ঢাকায় থাকবো ইনশাআল্লাহ।

🍀🍀বিঃদ্রঃ প্রাকৃতিক পরিবেশ অথবা কনো পরিস্থিতিতে বাধাগ্রস্ত হলে তখন ট্যুর হোস্ট যেকোনো ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য থাকিবে। তা অবশ্যই সকলের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

🍀এই টাকায় যা যা পাচ্ছেন:-

🌸 ঢাকা টু বান্দরবান ,বান্দরবান টু ঢাকা নন এসি বাস।
🌸 ৫ বেলার খাবার
🌸সকল ট্রান্সপোর্ট খরচ
🌸গাইড খরচ
🌸তাবু খরচ

🍀যা যা এই টাকায় থাকছেনা:-

🌸যেকোন ব্যক্তিগত খরচ
🌸যাওয়া-আসার সময় হাইওয়ে হোটেলের খাবার খরচ।
🌸ফেরার দিন রাতের খাবার
🌸ইভেন্ট এ অন্তর্ভুক্ত নয় এমন কিছু।
🌸যেকোন অযাচিত ঘটনার ব্যয়ভার।

🍀যা যা নিতে পারেন সাথেঃ

🌸ভোটার আইডি কার্ডের দুই কপি ছবি
🌸 এক্সট্রা কাপড়।( গরম কাপড় )
🌸গামছা, ক্যাপ, সানগ্লাস, ক্যামেরা, পাওয়ার ব্যাংক ইত্যাদি যা প্রয়োজন।
🌸প্রয়োজনীয় ওষুধ।

🍀🍀 যে ব্যাপার গুলো অবশ্যই মাথায় রাখতে হবেঃ

🍀প্রতিটি জায়গার সৌন্দর্য রক্ষা করা দায়িত্বশীল ভ্রমণের প্রধান উদ্দেশ্য।
🍀ভ্রমণকালীন সময় আমরা সবাই একে অপরকে সর্বাত্মক সহায়তা করব।
🍀স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না।
🍀যেহেতু গ্রুপ ট্যুর তাই সবার সাথে মিলেমিশে চলার মন মানসিকতা থাকতে কবে।
🍀 ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করে নেব।
🍀 যেখানে সেখানে ময়লা ফেলবো না।
🍀 সমালোচনা বা মজার ছলে কাউকে ব্যক্তিগত আক্রমন বা অসম্মান করা যাবেনা।
🍀পরিবেশ নষ্ট হয় এমন কাজ করা যাবে না।
🍀 ট্যুরে প্রাকৃতিক দুর্যোগ ,গোলাযোগ ,রাস্তায় জ্যাম এসব কারণে কোন সমস্যা হলে সবাই মানিয়ে নেওয়ার মানসিকতা রাখবেন।
🍀অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলানো হতে পারে।

ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন :-
মাহিন - 01782285171
তানজিম - 01709892808

মেঘে ঢাকা পাড়া ❤️
28/10/2021

মেঘে ঢাকা পাড়া ❤️

ট্রলারে এডভেঞ্চারাস সেন্টমার্টিন ট্রিপ ৪ রাত ৩ দিন Trekking Into The Wild সেন্টমার্টিন দ্বীপে যাচ্ছে ৩০ সেপ্টেম্বর রাতের...
22/09/2021

ট্রলারে এডভেঞ্চারাস সেন্টমার্টিন ট্রিপ ৪ রাত ৩ দিন

Trekking Into The Wild সেন্টমার্টিন দ্বীপে যাচ্ছে ৩০ সেপ্টেম্বর রাতের বাসে। টানা দু দিন আমরা দেখব অফ সিজনে সেন্টমার্টিন দ্বীপের জনজীবন আর প্রাকৃতিক রূপ ।
-----------------------------------------
★যাত্রা শুরু: ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯ঃ৩০
★যাত্রা শেষ: ০৪ অক্টোবর সোমবার সকাল ৬ঃ৩০

গ্রুপ লিংক : https://www.facebook.com/groups/178519127243310/

ইভেন্ট ফিঃ
★ঢাকা থেকে জনপ্রতি খরচ পড়বে ৪৫০০/- (এক রুমে ৪ জন)
★কাপল প্যাকেজ জনপ্রতি ৫৫০০/- (এক রুমে ২ জন)

★ কমপক্ষে ৩০০০/- দিয়ে সিট বুক করতে হবে। (বিকাশ, রকেট কিংবা নগদে দিলে ৩০৬০/- দিতে হবে)
★ বুকিং মানি ফেরতযোগ্য নয়

★★ বুকিং করতেঃ
★(Bkash/Nagad) personal- 01782285171
★ Bkash : 01709892808

★ব্যাংক একাউন্টঃ
একাউন্ট নামঃ Tanjid Mahmud Mahin
একাউন্ট নাম্বারঃ 21121040002068
Prime Bank Limited Brahmanbaria Branch
---------------------------------------

ইভেন্ট ফি তে যা যা থাকছে:
★ সকল ট্রান্সপোর্ট
★ প্রতিদিন ৩ বেলা ফুড
★ রিসর্ট, কটেজ ভাড়া
★ শিক্ষিত ও মার্জিত ট্যুর গাইড ফি
★ লাইফ জ্যাকেট

এই টাকায় যা যা থাকছে নাঃ
★ ব্যক্তিগত খরচ ও অসুধ
★ ইভেন্টে উল্লিখিত খরচের বাইরে কিছু

যা যা সাথে নিতে হবে:
★★ NID/Student Id/ Professional Id এর অন্তত ৪ কপি ফটোকপি, এটা মাস্ট।
★ ট্রেকিং/ভ্রমণ উপযোগী স্যান্ডেল
★ সানস্ক্রিম, সানগ্লাস এবং ছাতা নেয়া আবশ্যক
★ হালকা ব্যাগ প্যাক
★ পাওয়ার ব্যাংক
★ পলিব্যাগ মাস্ট
★ আর আপনার ট্রিপে এ যা লাগে।
--------------------------------------------

যা যা দেখব:
★ টেকনাফ বাজার
★ নাফ নদী
★ সেন্টমার্টিন জেটিঘাট
★ সেন্টমার্টিন পূর্ব ও পশ্চিম বিচ
★ ছেড়া দ্বীপ (হেটে যেতে হবে/ নিজ খরচে সাইকেলে যেতে পারবেন)
★ কক্সবাজার শহর

টীম সাইজ- সর্বোচ্চ ৩৬ জন।
---------------------------------------

ট্যুর প্ল্যান:

রাতঃ০১-
★ রাত ৭ঃ৩০ এর বাসে সায়েদাবাদ/আরামবাগ থেকে ননএসি বাসে করে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো।

দিন-০১:
★ সকালে টেকনাফ বাজারে পৌছে স্থানীয় হোটেলে নাস্তা সেড়ে উঠে যাবো লোকাল মালবাহী/রিজার্ভ ট্রলারে
★ প্রায় ২ ঘন্টার নদী এবং সমুদ্র পথের জার্নিতে আমরা পৌছে যাবো সেন্টমার্টিন জেটিঘাট। এই জার্নিটা বেশ থ্রিলিং, সী ফোবিয়া থাকলে আপনাকে এই ট্রিপে নিরুৎসাহিত করা হচ্ছে।
★ সেন্টমার্টিন নেমে আমরা বাজারে লাঞ্চ করে চলে যাবো রিসর্টে।
★ ফ্রেস হয়ে বিকালটা পশ্চিম বিচে ঘুরে রাত কাটাবো রিসর্টে বা সমুদ্র পাড়ে। বার বি কিউ বা রাতের খাবারে কি মিলবে তার নিশ্চয়তা দেয়া টাফ। বাট রাতের ডিনার যা মিলবে তাই দিয়ে করে যে যার মতো সময় কাটাতে পারবেন, সিকিউরিটির সমস্যা হবে না কোন।

দিন-০২:
★ সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে আমরা সমুদ্র পাড় দিয়ে চলে যাবো ছেড়া দ্বীপ। আমাদের রিসর্ট থেকে ছেড়া দ্বীপ ১ ঘন্টার হাটা পথ।
★ দুপুরে ফিরে রেস্ট করে এদিন রাতেও আমরা চেষ্টা করব বার-বি-কিউ করার তবে সবকিছুই এভেইলেবল ফুডের উপর ডিপেন্ড করবে।
★ রাতের খাবার পর আগ্রহীদের নিয়ে হবে আরেকচোট বিচ হাইকিং।


দিন-০৩:
★ সকালে জেটিঘাট এ নাস্তা সেড়ে আমরা রিজার্ভ/মালবাহী ট্রলারে চলে আসব টেকনাফ।
★ টেকনাফে লাঞ্চ সেড়ে রিজার্ভ ট্রান্সপোর্টে আমরা চলে আসব মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজার। কক্সবাজার থেকে ডিনার করে রাতের নন এসি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো আমরা।

দিন-০০
★ সবকিছু ঠিকঠাক থাকলে এদিন সকালে ঢাকা থাকবো আমরা।
-------------------------------------

এই ট্রিপ কনফার্ম করার আগে কিছু বিষয়ঃ

★ এটি একটি এডভেঞ্চারাস ট্রিপ। সেন্টমার্টিন দ্বীপের লোকালরা সারা বছরই ট্রলারে যাতায়াত করে থাকেন।
★ বৈরি আবহাওয়া তে অনেক সময় ট্রলার চলাচল অফ থাকে, সেক্ষেত্রে আমরা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিবো।
★ এই জার্নিটা বেশ থ্রিলিং, সী ফোবিয়া থাকলে আপনাকে এই ট্রিপে নিরুৎসাহিত করা হচ্ছে।
★ বার বি কিউ বা রাতের খাবারে কি মিলবে তার নিশ্চয়তা দেয়া টাফ। বাট রাতের ডিনার যা মিলবে তাই দিয়ে করে যে যার মতো সময় কাটাতে পারবেন, সিকিউরিটির সমস্যা হবে না কোন।
★ আর কিছু মিলুক না মিলুক এই ট্রিপে কম খরচে ডাব খেতে পারবেন ইচ্ছে মতো আর দেখবেন অফ সিজনের উত্তেজনা বিহীন এক ট্যুরিস্ট জনপদ।
----------------------------------------

সবকিছু বিস্তারিত পড়ে এবং বুঝে দ্রুত বুকিং করে ফেলুন এই ট্রিপের জন্যে। সীট ফিলাপ হলেই ট্রিপ ক্লোজড করে দেয়া হবে...

★★ যে কোন জিজ্ঞাসা, কর্পোরেট বুকিং অথবা কাস্টোমাইজ ট্যুরের জন্য যোগাযোগ করুনঃ
Trekking Into The Wild

মোবাইলঃ 01782285171 / 01709892808

হ্যাপি ট্রাভেলিং with Thekking Into The Wild 😍

* টাংগুয়ার হাওড় বিলাস Trekking Into The Wild সাথে...!!গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/178519127243310/[ ] ...
19/09/2021

* টাংগুয়ার হাওড় বিলাস Trekking Into The Wild সাথে...!!
গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/178519127243310/

[ ] ভ্রমণের সময়ঃ
যাত্রার সময়ঃ ২৫ সেপ্টেম্বর , ২০২১ রাত ১০ টা

ফেরত: ঢাকা থাকবো ২৮সেপ্টেমবার সকাল ৫ টায়।
**৭ তারিখ কারোর অফিস থাকলে করতে পারবেন।

[ ] ভ্রমণ খরচঃ
জনপ্রতি ৩৯৯৯/- টাকা (রাতে নৌকায় থাকা)

নৌকা থাকবে হাওড়ের ১৮ জনের বেস্ট বোট ‘’হাওড় কন্যা’’

বি দ্র- ২ সিটে ২ জন করে ট্রিপ হবে,একজন ২ সিট নিয়ে যেতে চাইলে অতিরিক্ত ৫০০ টাকা এড হবে।

▪তবে কেউ যদি নৌকায় না থাকতে চায়, সেক্ষেত্রে যদি কটেজ খালি পাওয়া যায় তাহলে জনপ্রতি ৪০০ টাকা বেশি দিতে হবে▪

▪সম্ভাব্য ভ্রমণ পরিকল্পনাঃ
২৫ সেপ্টেম্বর শনিবার: রাতের সায়েদাবাদ বাস কাউন্টার থেকে নন এসি বাসে সুনামগঞ্জ যাত্রা

২৬ সেপ্টেম্বর রবিবার- সুনামগঞ্জ নেমে লেগুনা করে তাহিরপুর বাজারে ।তার আগে পানশি রেষ্টুরেন্ট থেকে সকালের নাস্তা করে নিবো! এরপর তাহিরপুর এসে বাজার করে বোটে উঠে যাবো, বোট ছেরে আমরা চলে যাবো ওয়াচ টাওয়ারে, সেখানে গোসল শেষ করে রওনা দিবো টেকের ঘাটের দিকে যেতে যেতে হাওরের তাজা মাছ দিয়ে সেরে নিবো আমাদের দুপুরের খাবার । রাতে টেকের ঘাটে নৌকায় রাত্রীযাপন। কেউ নৌকায় থাকতে না চাইলে হাওর বিলাস নামে একটি কটেজ আছে সেখানে থাকতে পারবেন যদি রুম পাওয়া যায়।

২৭ সেপ্টেম্বর সোমবার: সকালে আমরা নীলাদ্রি লেক এর সুন্দর ভিউ দেখে চলে যাবো শিমুল বাগান, বারিক্কা টিলা আর জাদুকাদা নদী।

আর তাহেরপুর এর সেই সুন্দর রাস্তা তো আছেই, এসব ঘুরে আমরা চলে যাবো লাকমাছড়া, লাকমাছড়া ঝর্নায় ঘুরে আমরা আবার বোটে ফিরে আসবো!
এসে বোট নিয়ে রওনা দিবো তাহেরপুরের উদ্দেশ্যে!
এর মধ্যে ভালো কোন জায়গায় দাঁড়িয়ে আমরা গোসল সেরে দুপুরে খাবার সেরে নিবো, সন্ধ্যায় নামবো এসে তাহেরপুর এসে লেগুনা তে করে চলে আসবো সুনামগঞ্জ!
এসে হাসন রাজার বাড়ি ঘুরে ডিনার করে চলে বাসে উঠে যাবো

২৮ সেপ্টেম্বর মঙ্গলবার: সকালে ঢাকা থাকবো ইনশাআল্লাহ।

🔹 এই ট্রিপের দর্শনীয় স্থানসমূহঃ
* সুনামগঞ্জ
* তাহিরপুর
* টাংগুয়ার হাওড়সহ বেশ কিছু হাওড়
* জাদুকাটা নদী
* শিমুল বাগান
* বারেক্কা টিলা
* টেকেরঘাট
* নীলাদ্রী লেক
* লাকমাছড়া

▪প্যকেজে যা যা থাকবেঃ
* যাওয়া আসার খরচ (নন এসি বাস )
* অভ্যন্তরীণ সকল ট্রান্সপোর্টেশন (লাকমাছড়া যাওয়ার বাইক খরচ বাদে)
* নৌকার খরচ
* প্রতিদিন ৩ বেলা মূল খাবার (যাওয়ার দিন রাতে বাদে)
* ঢাকা থেকে গাইড

▪প্যাকেজে যা যা থাকছে নাঃ
- কোনো ব্যক্তিগত খরচ।
- লাকমাছড়া যাওয়ার বাইক খরচ।
- ঔষধ।

[ ] খাবারঃ
▪সকালের নাস্তাঃ খিচুড়ি অথবা পরোটা, ডিম ভাজি,সবজি।

▪দুপুরের খাবারঃ হাওড় এর তাজা মাছ / হাঁস , ভাত, ডাল, সবজি, আলু ভর্তা।

▪রাতের খাবারঃ ভাত, হাওড়ের মাছ / মুরগী / হাঁস , আলু ভর্তা, ডাল

▪কনফার্ম করার নিয়মঃ

১। ২০৪০ টাকা (অফেরতযোগ্য) অগ্রীম প্রদান করতে হবে। অবশিষ্ট টাকা ট্যুরের দিন পেমেন্ট করতে হবে।

২। টাকা পাঠানোর পদ্ধতিঃ
01709892808 (বিক্যাশ পাসরসোনাল একাউন্ট) এই নাম্বারে টাকা পাঠিয়ে কনফার্ম করবেন। উল্লেখ্য যে, বিকাশ করার পর কল করে বা ম্যাসেজের মাধ্যমে Transaction id জানানোর পরে আপনার আসন কনফার্ম হবে।

যে বিষয়গুলি অবশ্যই মনে রাখতে হবেঃ
১। আপনার সিট কনফার্ম করার পর আপনি যদি যেতে না পারেন সেক্ষেত্রে আপনার পরিবর্তে অন্য কেউ কনফার্ম করলে টাকা ফেরৎ দেওয়া হবে। অন্যথায় অগ্রিমকৃত টাকা ফেরৎ প্রদান করা হবে না।
২। বাসের সিট আগে বুকিং সিরিয়াল অনুযায়ী বন্টন করা হবে।
▪যা যা সাথে নিবেনঃ
• গামছা, সানগ্লাস, ক্যাপ, সান্সক্রীম, টুথপেস্ট, ব্রাশ, টয়লেট পেপার ইত্যাদি।
• ক্যামেরা, এক্সটা ব্যাটারী, পাওয়ার ব্যাংক (যেহেতু দুইদিন বিদ্যুৎ সেবার বাইরে থাকবেন), ইকুয়েপমেন্ট প্রটেক্টর, পোর্টেবল টর্চ বা হেডল্যাম্প, ওয়াটার ব্যাগ।
• ব্যক্তিগত ঔষধ।
• গোসলের জন্য কাপড়।

যেকোন প্রয়োজন এ কল কর‍্তে পারেন-

01782285171 ( Mahin )
01709892808(Tanjim)

Trekking Into The Wild

এটি Trekking Into The Wild এর অফিশিয়াল ট্রিপ,  এই ট্রিপে ছেলে/মেয়ে বা পরিবার নিয়ে যে কেউ যেতে পারবে।গ্রুপ লিংক: https://...
18/09/2021

এটি Trekking Into The Wild এর অফিশিয়াল ট্রিপ, এই ট্রিপে ছেলে/মেয়ে বা পরিবার নিয়ে যে কেউ যেতে পারবে।

গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/178519127243310/

***আমরা দেখবো----->

- নাপিত্তাছড়া ট্রেইল ( এর মধ্যেই পাবেন কয়েকটি ক্যাসকেড এবং ছোট ঝর্না)
- নাপিত্তাছড়া ঝর্না
-নাপিত্ত্যাছড়া ট্রেইল (বেশ কিছু ছোট বড় ঝর্না দেখতে পাবেন)
- বাঘবিয়ানী ঝর্না
- বাশবাড়িয়া সী বিচ

* #প্যাকেজে_যা_যা_থাকছে ঃ

-ঢাকা - সীতাকুন্ড - ঢাকা যাতায়াত ভাড়া (নন এসি বাসে)
-সকালের নাস্তা
- সকল লোকাল সি.এন.জি / লেগুনা ভাড়া
-দুপুরের লাঞ্চ
-অভিজ্ঞ গাইড সার্ভিস

* #যা_যা_থাকছে_না
-কোনো ধরনের ব্যাক্তিগত খরচ
-মেডিসিন খরচ
-প্যাকেজের বাহিরে কোনো খাওয়া খরচ
- বাসে যাওয়া আসার পথের যাত্রা বিরতিতে খাবার খরচ
-কেনাকাটার খরচ এবং প্যাকেজে উল্লেখ নেই এমন কোনো খরচ।

#ফুড_মেন্যু ঃ

সকালের নাস্তাঃ পরোটা, সবজি, ডিম চা অথবা খিচুড়ি সাথে ডিম।
দুপুরের খাবারঃ সাদাভাত, মুরগী, ভর্তা, ডাল।

#ভ্রমণ_বিস্তারিতঃ
* #খরচ - মাত্র ১৪৯৯টাকা
* #বুকিং_বাবদ- ১০২০টাকা (যা অফেরতযোগ্য )
*(বিকাশ/নগদ/রকেটে পেমেন্ট করলে খরচ সহ দিতে হবে )

(বি.দ্রঃ আমাদের এই ট্রিপে ২ সিটে ২ জন করে, কেউ যদি ২ সিটে একজন যেতে চান তাহলে আলোচনা সাপেক্ষে দেয়া হবে!

*আসন সংখ্যা - ২০ জন

* িন্যাসঃ মেয়ে ট্রাভেলারদের সীট সামনের দিকে দিয়ে পরে বাকীদের আসন দেয়া হবে। বুকিং এর টাকা জমা দেয়ার সিরিয়াল অনুসারে সীট দেয়া হবে।

#ভ্রমণ_বিস্তারিতঃ
২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে রাত ১১.০০ টায় আমরা নন এসি বাস যোগে সীতাকুন্ডের উদ্দ্যেশ্যে রওনা হবো ।ইনশাল্লাহ ভোর ৫ টার মধ্যে সীতাকুন্ডে পৌছে যাবো।দিনের আলো ফোটার জন্য কিছুক্ষন অপেক্ষা করে

সকালের নাস্তা শেষ করে হাটা শুরু করবো। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে ট্রেকিং করে আমরা পৌছে যাবো কুপিকাটাকুমে এটি দেখে ঝর্না বিলাশ করে যাবো বাঘবিয়ানী ঝর্নায়।পৌছে নিজেদের মত ঝর্না উপভোগ করে,সময় কাটিয়ে রওনা হবো নাপিত্তাছড়া ঝর্নায়। তবে এর মধ্যেই আমরা দেখা পাবো ছোট বড বেশ কয়েকটি ক্যসকেডের। ঝর্নাগুলো দেখার পর ফিরে আসবো ট্রেইলের শুরুতে। এরপর সীতাকুন্ড বাজারে এসে লাঞ্চ করে নিবো। কিছুক্ষন রেস্ট নিয়ে চলে যাবো সীতাকুন্ডের সবচেয়ে আকর্ষনীয় সী বীচ গুলিয়াখালিতে সী বিচ ঘুরবো, সেখানে ঘুরবো ছবি তুলবো। সী বিচ ঘুরে চলে আসবো সীতাকুন্ড বাজারে।

বিকালে ঢাকার উদ্দ্যশ্যে রওনা করবো, ইনশাল্লাহ জ্যাম না থাকলে আমরা ২৪ তারিখ রাত ১১ টার ভিতর ঢাকায় থাকবো ইনশাআল্লাহ।

(বৈরী আবহাওয়া অথবা অনাকাংখিত পরিস্থিতির সৃষ্টি হলে প্ল্যানের চেঞ্জ হতে পারে)

** #প্রয়োজনীয়_জিনিসঃ

-হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস বা অন্যান্য সুরক্ষা সামগ্রী।
-মাস্ক, আমরা ১টি করে দিবো এরপর ও আপনার এক্সট্রা প্রয়োজন হলে নিয়ে নিবেন।
- এক্সট্রা কাপড় যেহেতু ঝর্নায় যাওয়া হবে।
-ঔষধপত্র যদি কারো প্রয়োজন হয়
-পানির বোতল বা পট।
-ক্যাপ ,সানগ্লাস,রুমাল।
-মোবাইল,ক্যামেরা,মানিব্যাগ পানি থেকে রক্ষার জন্য পলিব্যাগ

যা যা মেনে চলবো ঃ

- যে এলাকায় যাচ্ছি সেখানকার লোকাল রীতি নীতি সংস্কৃতি ও মানুষের প্রতি শ্রদ্ধাশীল থেকেই আমরা ট্যুর করবো।

- কোনো নারী ট্রাভেলারকে উত্যক্ত বা বিরক্ত করা যাবেনা।
-এটি পুরোটাই একটি হালকা ট্র‍্যাকিং ট্যুর, পুরো ট্যুরে আপনাকে ২ ঘন্টা হাটতে হতে পারে,যদি মনে করেন আপনি প্রস্তুত তাহলেই চলুন আমাদের সাথে,ফিরে এসে একটি ভালো মেমরী শেয়ার করতে পারবেন কথা দিচ্ছি 😊

- যেহেতু এক দিনে আমরা কয়েকটা প্লেস কাভার করবো তাই সেরকম মানসিক প্রস্তুতি থাকতে হবে।

- কোথাও খুব বেশী সময় নষ্ট করা যাবেনা।
- ট্র্যাকিং করার জন্য মানসিক এবং শারীরিক প্রস্তুতি থাকতে হবে।
- সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে।

-স্থানীয়দের সাথে খারাপ ব্যবহার করা যাবে না।

-টিম লিডার কে না জানিয়ে একা কোথাও যাওয়া যাবেনা।

-পরিবেশ দূষিত হয় এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে।
-যেকোনো ধরনের মাদক সেবন বা বহন থেকে বিরত থাকতে হবে।

-দুঃসাহসিকতার পরিচয় দেয়া যাবেনা যাতে নিজের জীবন বিপন্ন হতে পারে।

বুকিং করার শেষ তারিখ ঃ ২২ সেপ্টেম্বর । এর আগে আসন ফিলাপ হয়ে গেলে আমরা এর আগেই বুকিং ক্লোজ করে দেয়া হবে। তাই দ্রুত বুক করুন।

**অনলাইনে বুকিং করার নাম্বার সমূহ
বিকাশঃ 01782285171

যেকোন প্রয়োজন এ যোগাযোগঃ Trekking Into The Wild
মাহিন :01782285171
তানজিম :01709892808

ট্রলারে এডভেঞ্চারাস সেন্টমার্টিন ট্রিপ ৪ রাত ৩ দিন Trekking Into The Wild সেন্টমার্টিন দ্বীপে যাচ্ছে ৩০ সেপ্টেম্বর রাতের...
13/09/2021

ট্রলারে এডভেঞ্চারাস সেন্টমার্টিন ট্রিপ ৪ রাত ৩ দিন

Trekking Into The Wild সেন্টমার্টিন দ্বীপে যাচ্ছে ৩০ সেপ্টেম্বর রাতের বাসে। টানা দু দিন আমরা দেখব অফ সিজনে সেন্টমার্টিন দ্বীপের জনজীবন আর প্রাকৃতিক রূপ ।
-----------------------------------------
★যাত্রা শুরু: ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯ঃ৩০
★যাত্রা শেষ: ০৪ অক্টোবর সোমবার সকাল ৬ঃ৩০

ইভেন্ট ফিঃ
★ঢাকা থেকে জনপ্রতি খরচ পড়বে ৪৫০০/- (এক রুমে ৪ জন)
★কাপল প্যাকেজ জনপ্রতি ৫৫০০/- (এক রুমে ২ জন)

★ কমপক্ষে ৩০০০/- দিয়ে সিট বুক করতে হবে। (বিকাশ, রকেট কিংবা নগদে দিলে ৩০৬০/- দিতে হবে)
★ বুকিং মানি ফেরতযোগ্য নয়

★★ বুকিং করতেঃ
★(Bkash/Nagad) personal- 01782285171
★ Bkash : 01709892808

★ব্যাংক একাউন্টঃ
একাউন্ট নামঃ Tanjid Mahmud Mahin
একাউন্ট নাম্বারঃ 21121040002068
Prime Bank Limited Brahmanbaria Branch
---------------------------------------

ইভেন্ট ফি তে যা যা থাকছে:
★ সকল ট্রান্সপোর্ট
★ প্রতিদিন ৩ বেলা ফুড
★ রিসর্ট, কটেজ ভাড়া
★ শিক্ষিত ও মার্জিত ট্যুর গাইড ফি
★ লাইফ জ্যাকেট

এই টাকায় যা যা থাকছে নাঃ
★ ব্যক্তিগত খরচ ও অসুধ
★ ইভেন্টে উল্লিখিত খরচের বাইরে কিছু

যা যা সাথে নিতে হবে:
★★ NID/Student Id/ Professional Id এর অন্তত ৪ কপি ফটোকপি, এটা মাস্ট।
★ ট্রেকিং/ভ্রমণ উপযোগী স্যান্ডেল
★ সানস্ক্রিম, সানগ্লাস এবং ছাতা নেয়া আবশ্যক
★ হালকা ব্যাগ প্যাক
★ পাওয়ার ব্যাংক
★ পলিব্যাগ মাস্ট
★ আর আপনার ট্রিপে এ যা লাগে।
--------------------------------------------

যা যা দেখব:
★ টেকনাফ বাজার
★ নাফ নদী
★ সেন্টমার্টিন জেটিঘাট
★ সেন্টমার্টিন পূর্ব ও পশ্চিম বিচ
★ ছেড়া দ্বীপ (হেটে যেতে হবে/ নিজ খরচে সাইকেলে যেতে পারবেন)
★ কক্সবাজার শহর

টীম সাইজ- সর্বোচ্চ ৩৬ জন।
---------------------------------------

ট্যুর প্ল্যান:

রাতঃ০১-
★ রাত ৭ঃ৩০ এর বাসে সায়েদাবাদ/আরামবাগ থেকে ননএসি বাসে করে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো।

দিন-০১:
★ সকালে টেকনাফ বাজারে পৌছে স্থানীয় হোটেলে নাস্তা সেড়ে উঠে যাবো লোকাল মালবাহী/রিজার্ভ ট্রলারে
★ প্রায় ২ ঘন্টার নদী এবং সমুদ্র পথের জার্নিতে আমরা পৌছে যাবো সেন্টমার্টিন জেটিঘাট। এই জার্নিটা বেশ থ্রিলিং, সী ফোবিয়া থাকলে আপনাকে এই ট্রিপে নিরুৎসাহিত করা হচ্ছে।
★ সেন্টমার্টিন নেমে আমরা বাজারে লাঞ্চ করে চলে যাবো রিসর্টে।
★ ফ্রেস হয়ে বিকালটা পশ্চিম বিচে ঘুরে রাত কাটাবো রিসর্টে বা সমুদ্র পাড়ে। বার বি কিউ বা রাতের খাবারে কি মিলবে তার নিশ্চয়তা দেয়া টাফ। বাট রাতের ডিনার যা মিলবে তাই দিয়ে করে যে যার মতো সময় কাটাতে পারবেন, সিকিউরিটির সমস্যা হবে না কোন।

দিন-০২:
★ সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে আমরা সমুদ্র পাড় দিয়ে চলে যাবো ছেড়া দ্বীপ। আমাদের রিসর্ট থেকে ছেড়া দ্বীপ ১ ঘন্টার হাটা পথ।
★ দুপুরে ফিরে রেস্ট করে এদিন রাতেও আমরা চেষ্টা করব বার-বি-কিউ করার তবে সবকিছুই এভেইলেবল ফুডের উপর ডিপেন্ড করবে।
★ রাতের খাবার পর আগ্রহীদের নিয়ে হবে আরেকচোট বিচ হাইকিং।


দিন-০৩:
★ সকালে জেটিঘাট এ নাস্তা সেড়ে আমরা রিজার্ভ/মালবাহী ট্রলারে চলে আসব টেকনাফ।
★ টেকনাফে লাঞ্চ সেড়ে রিজার্ভ ট্রান্সপোর্টে আমরা চলে আসব মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজার। কক্সবাজার থেকে ডিনার করে রাতের নন এসি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো আমরা।

দিন-০০
★ সবকিছু ঠিকঠাক থাকলে এদিন সকালে ঢাকা থাকবো আমরা।
-------------------------------------

এই ট্রিপ কনফার্ম করার আগে কিছু বিষয়ঃ

★ এটি একটি এডভেঞ্চারাস ট্রিপ। সেন্টমার্টিন দ্বীপের লোকালরা সারা বছরই ট্রলারে যাতায়াত করে থাকেন।
★ বৈরি আবহাওয়া তে অনেক সময় ট্রলার চলাচল অফ থাকে, সেক্ষেত্রে আমরা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিবো।
★ এই জার্নিটা বেশ থ্রিলিং, সী ফোবিয়া থাকলে আপনাকে এই ট্রিপে নিরুৎসাহিত করা হচ্ছে।
★ বার বি কিউ বা রাতের খাবারে কি মিলবে তার নিশ্চয়তা দেয়া টাফ। বাট রাতের ডিনার যা মিলবে তাই দিয়ে করে যে যার মতো সময় কাটাতে পারবেন, সিকিউরিটির সমস্যা হবে না কোন।
★ আর কিছু মিলুক না মিলুক এই ট্রিপে কম খরচে ডাব খেতে পারবেন ইচ্ছে মতো আর দেখবেন অফ সিজনের উত্তেজনা বিহীন এক ট্যুরিস্ট জনপদ।
----------------------------------------

সবকিছু বিস্তারিত পড়ে এবং বুঝে দ্রুত বুকিং করে ফেলুন এই ট্রিপের জন্যে। সীট ফিলাপ হলেই ট্রিপ ক্লোজড করে দেয়া হবে...

★★ যে কোন জিজ্ঞাসা, কর্পোরেট বুকিং অথবা কাস্টোমাইজ ট্যুরের জন্য যোগাযোগ করুনঃ
Trekking Into The Wild

মোবাইলঃ 01782285171 / 01709892808

হ্যাপি ট্রাভেলিং with Thekking Into The Wild 😍

হাওরের সকাল 🌸🖤
12/09/2021

হাওরের সকাল 🌸🖤

মিরসরাই রেঞ্জের এক অপরিচিত ট্রেইল বোয়ালিয়া। এই ট্রেইলে এখনও বুনো ঘ্রাণ রয়ে গেছে। এমনিতেও এই ট্রেইল ঝর্ণা, ক্যাসকেড ...
10/09/2021

মিরসরাই রেঞ্জের এক অপরিচিত ট্রেইল বোয়ালিয়া। এই ট্রেইলে এখনও বুনো ঘ্রাণ রয়ে গেছে। এমনিতেও এই ট্রেইল ঝর্ণা, ক্যাসকেড আর খুমে ভরপুর।

Trekking Into The Wild এবার যাচ্ছে সেই অপরিচিত ট্রেইল বোয়ালিয়াইয়। আর এই ট্রিপের আরো সুন্দর ব্যাপার হলো আমরা বোয়ালিয়া ট্রেইল পুরোটাই ঘুরে দেখব।
-----------------------------------------

যাত্রা শুরু: ১৬ সেপ্টেম্বর রাত ১২টা
যাত্রা শেষ: ১৭ সেপ্টেম্বর রাত ১০ টা

ইভেন্ট ফি- ১৪৯৯ টাকা।
ট্রিপের দিন ২ বেলা মেইন ফুড ইনক্লুডেড, বিকালে থাকবে চা নাস্তা।

বুকিং মানি ১০২০/- মাত্র

বুকিং করতেঃ
মাহিন: 01782285171 (বিকাশ ও নগদ)
তানজিম: 01709892808 (বিকাশ)
---------------------------------------

এই ট্রিপে যা যা দেখবঃ
* বোয়ালিয়া ঝর্ণা
* অমরমানিক্য ঝর্ণা
* কলাতলী ঝর্ণা
* বাইশ্যাছড়া
* পালকাতা খুম
* উঠান ঢাল
* ক্যানিওন শেইপড ঝিরি
* লতা বায়ানী
* বাঁশবাড়িয়া সি-বিচ (যদি সময় থাকে)

টীম সাইজ- সর্বোচ্চ ২৪ জন।
---------------------------------------

ট্যুর প্ল্যানঃ

দিন-০০:
★ রাত ১১:৪৫ মিনিটে আমরা ননএসি বাসে করে মিরসরাইয়ের উদ্দেশ্যে রওনা হবো।

দিন-০১:
★ খুব ভোরে মিরসরাইয়ে নেমে নাস্তা করে নিবো।

★ নাস্তা করে আমরা বোয়ালিয়া ট্রেইলে ঢুকে যাবো। একে একে ট্রেইলের সমস্ত ঝর্না, ক্যাসকেড, খুম ঘুরে দেখবো।

★ ট্রেইল শেষ করে এসে আমরা দুপুরের খাবার খেয়ে নিবো। এইদিন লেইট লাঞ্চ হবে।

★ খাওয়া-দাওয়ার পর সময় থাকলে আমরা বাঁশবাড়িয়া বিচে খোলা হাওয়া খেতে যাবো। সময় না থাকলে খাওয়ার পরেই বাসে উঠে যাবো।

দিন-০০:
★ আনুমানিক রাত ১০:৩০ এর মধ্যে আমরা ঢাকায় থাকবো।
--------------------------------------------

দ্রুত বুকিং করে ফেলুন এই ট্রিপের জন্যে। সীট ফিলাপ হলে ট্রিপ ক্লোজড করে দেয়া হবে...

★★ যে কোন জিজ্ঞাসা, বুকিং অথবা কাস্টোমাইজ ট্যুরের জন্য যোগাযোগ করুনঃ

মাহিন :01782285171
তানজিম:01709892808

হ্যাপি ট্রাভেলিং with TREKKING INTO THE WILD😍

১২৯৯ টাকায় Trekking into The wild এর সাথে Cox's Bazar ডে ট্রিপ...📣📣📣 ***আমরা দেখবো-----> -সুগন্ধা বীচ- কলাতলী বীচ- মেরি...
25/08/2021

১২৯৯ টাকায় Trekking into The wild এর সাথে Cox's Bazar ডে ট্রিপ...📣📣📣

***আমরা দেখবো----->

-সুগন্ধা বীচ
- কলাতলী বীচ
- মেরিন ডাইভ
- হিমছড়ি ( অনুমতি ক্রমে)
- ইনানী সী বীচ ( অনুমতি ক্রমে)

* #প্যাকেজে_যা_যা_থাকছে ঃ

-ঢাকা - কক্স -বাজার - ঢাকা যাতায়াত ভাড়া (নন এসি বাসে)
-সকালের নাস্তা
-দুপুরের লাঞ্চ
-রাতের খাবার
- ইনানী যাওয়া আসার ভাড়া ( অনুমতি ক্রমে)
- ড্রেস চেঞ্জ এবং রেস্ট করার জন্য মেয়েদের রুম সুবিধা

* #যা_যা_থাকছে_না
-কোনো ধরনের ব্যাক্তিগত খরচ
-মেডিসিন খরচ
-হিমছড়ি টিকেট
-প্যাকেজের বাহিরে কোনো খাওয়া খরচ
- বাসে যাওয়া আসার পথের যাত্রা বিরতিতে খাবার খরচ
-কেনাকাটার খরচ এবং প্যাকেজে উল্লেখ নেই এমন কোনো খরচ।
- কোন রুম এর খরচ

#ফুড_মেন্যু ঃ

সকালের নাস্তাঃ পরোটা, সবজি, ডিম চা অথবা খিচুড়ি সাথে ডিম।
দুপুরের খাবারঃ সাদাভাত, মুরগী, ভর্তা, ডাল।
বিকেলের নাস্তাঃ গ্রিল আইটেম / দুপুরের আইটেম

#ভ্রমণ_বিস্তারিতঃ
* #খরচ - মাত্র ১২৯৯
* #বুকিং_বাবদ- ১০২০ টাকা (যা অফেরতযোগ্য )
*(বিকাশ/নগদ/রকেটে পেমেন্ট করলে খরচ সহ দিতে হবে )

(বি.দ্রঃ আমাদের এই ট্রিপে ২ সিটে ২ জন করে, কেউ যদি ২ সিটে একজন যেতে চান তাহলে আলোচনা সাপেক্ষে দেয়া হবে!

*আসন সংখ্যা - ৪০ জন

* িন্যাসঃ আগে বুকিং দেয়া সাপেক্ষে আসন বিন্যাস করা হবে!

#ভ্রমণ_বিস্তারিতঃ
২ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে সায়েদাবাদ বাস স্ট্যান্ড থেকে রাত ১১.৩০ টায় আমরা নন এসি বাস যোগে কক্সবাজার উদ্দ্যেশ্যে রওনা হবো ।ইনশাল্লাহ ভোর ৮ টার মধ্যে পৌছে যাবো।

সকালের নাস্তা শেষ করর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাবো কলাতলী বীচে, বীচে ঘুরে দাপাদাপি সমুদ্রের লোনা পানিতে
নিজেদের মত করে ঘুরে বের হয়ে বাজারে পাবলিক ওয়াশরুমে ( মেয়েদের জন্য রুমের ব্যাবস্থা হবে) ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নিবো আমরা!!
এরপর চলে যাবো সবচেয়ে আকর্ষনীয় মেরিন ডাইভে চলে যাবো সেখানে একে একে ঘুরে দেখবো ইনানী হিমছরি ও মেরিন ডাইভ এর অপরূপ সুন্দরতা, সেখানে ঘুরবো ছবি তুলবো।
মেরিন ডাইভ ঘুরে আমরা চলে আসবো কলাতলি বীচে!

এরপর নিজেদের মত করে ঘুরে মার্কেটিং করে রাত ৯ টায় ডিনার এর জন্য রেডি হবো!!
এরপর ১১ টায় আমরা আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা হবো!!

ইনশাআল্লাহ সকাল ভোরে আমরা সায়েদাবাদ থাকবো!!

বি দ্র - মেরিন ডাইভ ঘুরার জন্য যদি অনুমতি থাকে তাহলেই আমরা সেই রোডে যাবো!

(বৈরী আবহাওয়া অথবা অনাকাংখিত পরিস্থিতির সৃষ্টি হলে প্ল্যানের চেঞ্জ হতে পারে)

** #প্রয়োজনীয়_জিনিসঃ

-হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস বা অন্যান্য সুরক্ষা সামগ্রী।
-মাস্ক, আমরা ১টি করে দিবো এরপর ও আপনার এক্সট্রা প্রয়োজন হলে নিয়ে নিবেন।
- এক্সট্রা কাপড় যেহেতু সমুদ্রে ভিজা হবে।
-ঔষধপত্র যদি কারো প্রয়োজন হয়
-পানির বোতল বা পট।
-ক্যাপ ,সানগ্লাস,রুমাল।
-মোবাইল,ক্যামেরা,মানিব্যাগ পানি থেকে রক্ষার জন্য পলিব্যাগ

যা যা মেনে চলবো ঃ

- যে এলাকায় যাচ্ছি সেখানকার লোকাল রীতি নীতি সংস্কৃতি ও মানুষের প্রতি শ্রদ্ধাশীল থেকেই আমরা ট্যুর করবো।

- কোনো নারী ট্রাভেলারকে উত্যক্ত বা বিরক্ত করা যাবেনা।
-এটি পুরোটাই একটি ব্যাক প্যাক ট্রিপ, এখানে কোন রুম সার্ভিস থাকবেনা!
যদি মনে করেন আপনি প্রস্তুত তাহলেই চলুন আমাদের সাথে,ফিরে এসে একটি ভালো মেমরী শেয়ার করতে পারবেন কথা দিচ্ছি 😊

- যেহেতু এক দিনে আমরা কয়েকটা প্লেস কাভার করবো তাই সেরকম মানসিক প্রস্তুতি থাকতে হবে।

- কোথাও খুব বেশী সময় নষ্ট করা যাবেনা।
- সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে।
-স্থানীয়দের সাথে খারাপ ব্যবহার করা যাবে না।

-টিম লিডার কে না জানিয়ে একা কোথাও যাওয়া যাবেনা।

-পরিবেশ দূষিত হয় এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে।
-যেকোনো ধরনের মাদক সেবন বা বহন থেকে বিরত থাকতে হবে।

-দুঃসাহসিকতার পরিচয় দেয়া যাবেনা যাতে নিজের জীবন বিপন্ন হতে পারে।

বুকিং করার শেষ তারিখ ঃ ৩০ আগস্ট সকাল ১১ টা এর আগে আসন ফিলাপ হয়ে গেলে আমরা এর আগেই বুকিং ক্লোজ করে দেয়া হবে। তাই দ্রুত বুক করুন।

**অনলাইনে বুকিং করার নাম্বার সমূহ
বিকাশঃ 01709892808
নগদঃ 01782285171

*** টাকা পাঠানোর আগে ও পরে অবশ্যই যোগাযোগ করে নিবেন ***

যেকোন প্রয়োজন এ যোগাযোগঃ Trekking into the wild 01782285171

Trekking Into The Wild এর সাথে টাঙ্গুয়া হাওর ভ্রমন !"হাওড় কন্যা " বোটটি হাওরের বেস্ট বোট , তুলনা করে দেখতে পারেন বাকি বো...
25/08/2021

Trekking Into The Wild এর সাথে টাঙ্গুয়া হাওর ভ্রমন !
"হাওড় কন্যা " বোটটি হাওরের বেস্ট বোট , তুলনা করে দেখতে পারেন বাকি বোটের সাথে ! যারা যাবেন জলদি বুকিং দিন📣📣📣

[ ] ভ্রমণের সময়ঃ
যাত্রার সময়ঃ ৪ সেপ্টেম্বর , ২০২১ রাত ১০ টা

ফেরত: ঢাকা থাকবো ৭ সেপ্টেমবার সকাল ৫ টায়।
**৭ তারিখ কারোর অফিস থাকলে করতে পারবেন।

[ ] ভ্রমণ খরচঃ
জনপ্রতি ৩৬৯০/- টাকা (রাতে নৌকায় থাকা)

নৌকা থাকবে হাওড়ের ১৮ জনের বেস্ট বোট ‘’হাওড় কন্যা’’

বি দ্র- ২ সিটে ২ জন করে ট্রিপ হবে,একজন ২ সিট নিয়ে যেতে চাইলে অতিরিক্ত ৫০০ টাকা এড হবে।

▪তবে কেউ যদি নৌকায় না থাকতে চায়, সেক্ষেত্রে যদি কটেজ খালি পাওয়া যায় তাহলে জনপ্রতি ৪০০ টাকা বেশি দিতে হবে▪

▪সম্ভাব্য ভ্রমণ পরিকল্পনাঃ
০৪ সেপ্টেম্বর শনিবার: রাতের সায়েদাবাদ বাস কাউন্টার থেকে নন এসি বাসে সুনামগঞ্জ যাত্রা

০৫ সেপ্টেম্বর রবিবার- সুনামগঞ্জ নেমে লেগুনা করে তাহিরপুর বাজারে ।তার আগে পানশি রেষ্টুরেন্ট থেকে সকালের নাস্তা করে নিবো! এরপর তাহিরপুর এসে বাজার করে বোটে উঠে যাবো, বোট ছেরে আমরা চলে যাবো ওয়াচ টাওয়ারে, সেখানে গোসল শেষ করে রওনা দিবো টেকের ঘাটের দিকে যেতে যেতে হাওরের তাজা মাছ দিয়ে সেরে নিবো আমাদের দুপুরের খাবার । রাতে টেকের ঘাটে নৌকায় রাত্রীযাপন। কেউ নৌকায় থাকতে না চাইলে হাওর বিলাস নামে একটি কটেজ আছে সেখানে থাকতে পারবেন যদি রুম পাওয়া যায়।

০৬ সেপ্টেম্বর সোমবার: সকালে আমরা নীলাদ্রি লেক এর সুন্দর ভিউ দেখে চলে যাবো শিমুল বাগান, বারিক্কা টিলা আর জাদুকাদা নদী।

আর তাহেরপুর এর সেই সুন্দর রাস্তা তো আছেই, এসব ঘুরে আমরা চলে যাবো লাকমাছড়া, লাকমাছড়া ঝর্নায় ঘুরে আমরা আবার বোটে ফিরে আসবো!
এসে বোট নিয়ে রওনা দিবো তাহেরপুরের উদ্দেশ্যে!
এর মধ্যে ভালো কোন জায়গায় দাঁড়িয়ে আমরা গোসল সেরে দুপুরে খাবার সেরে নিবো, সন্ধ্যায় নামবো এসে তাহেরপুর এসে লেগুনা তে করে চলে আসবো সুনামগঞ্জ!
এসে হাসন রাজার বাড়ি ঘুরে ডিনার করে চলে বাসে উঠে যাবো

০৭ সেপ্টেম্বর মঙ্গলবার: সকালে ঢাকা থাকবো ইনশাআল্লাহ।

🔹 এই ট্রিপের দর্শনীয় স্থানসমূহঃ
* সুনামগঞ্জ
* তাহিরপুর
* টাংগুয়ার হাওড়সহ বেশ কিছু হাওড়
* জাদুকাটা নদী
* শিমুল বাগান
* বারেক্কা টিলা
* টেকেরঘাট
* নীলাদ্রী লেক
* লাকমাছড়া

▪প্যকেজে যা যা থাকবেঃ
* যাওয়া আসার খরচ (নন এসি বাস )
* অভ্যন্তরীণ সকল ট্রান্সপোর্টেশন (লাকমাছড়া যাওয়ার বাইক খরচ বাদে)
* নৌকার খরচ
* প্রতিদিন ৩ বেলা মূল খাবার (যাওয়ার দিন রাতে বাদে)
* ঢাকা থেকে গাইড

▪প্যাকেজে যা যা থাকছে নাঃ
- কোনো ব্যক্তিগত খরচ।
- লাকমাছড়া যাওয়ার বাইক খরচ।
- ঔষধ।

[ ] খাবারঃ
▪সকালের নাস্তাঃ খিচুড়ি অথবা পরোটা, ডিম ভাজি,সবজি।

▪দুপুরের খাবারঃ হাওড় এর তাজা মাছ / হাঁস , ভাত, ডাল, সবজি, আলু ভর্তা।

▪রাতের খাবারঃ ভাত, হাওড়ের মাছ / মুরগী / হাঁস , আলু ভর্তা, ডাল

▪কনফার্ম করার নিয়মঃ

১। ২০৪০ টাকা (অফেরতযোগ্য) অগ্রীম প্রদান করতে হবে। অবশিষ্ট টাকা ট্যুরের দিন পেমেন্ট করতে হবে।

২। টাকা পাঠানোর পদ্ধতিঃ
01709892808 (বিক্যাশ পাসরসোনাল একাউন্ট) এই নাম্বারে টাকা পাঠিয়ে কনফার্ম করবেন। উল্লেখ্য যে, বিকাশ করার পর কল করে বা ম্যাসেজের মাধ্যমে Transaction id জানানোর পরে আপনার আসন কনফার্ম হবে।

যে বিষয়গুলি অবশ্যই মনে রাখতে হবেঃ
১। আপনার সিট কনফার্ম করার পর আপনি যদি যেতে না পারেন সেক্ষেত্রে আপনার পরিবর্তে অন্য কেউ কনফার্ম করলে টাকা ফেরৎ দেওয়া হবে। অন্যথায় অগ্রিমকৃত টাকা ফেরৎ প্রদান করা হবে না।
২। বাসের সিট আগে বুকিং সিরিয়াল অনুযায়ী বন্টন করা হবে।
▪যা যা সাথে নিবেনঃ
• গামছা, সানগ্লাস, ক্যাপ, সান্সক্রীম, টুথপেস্ট, ব্রাশ, টয়লেট পেপার ইত্যাদি।
• ক্যামেরা, এক্সটা ব্যাটারী, পাওয়ার ব্যাংক (যেহেতু দুইদিন বিদ্যুৎ সেবার বাইরে থাকবেন), ইকুয়েপমেন্ট প্রটেক্টর, পোর্টেবল টর্চ বা হেডল্যাম্প, ওয়াটার ব্যাগ।
• ব্যক্তিগত ঔষধ।
• গোসলের জন্য কাপড়।

যেকোন প্রয়োজন এ কল কর‍্তে পারেন-

01709892808 ( Tanjim )

01782285171 ( Mahin )

Trekking Into The Wild

Address

Dhanmondi
Dhaka

Telephone

+8801709892808

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trekking Into The Wild posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like