Flykori Tours & Travels

Flykori Tours & Travels Choose our company as your travel partner to make your travel dreams come true

Let's travel..

18/12/2024

চীনে ১০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই অবস্থানের সুযোগ

16/12/2024

বাংলাদেশিদের ই-ভিসা নিয়ে সুখবর দিল থাইল্যান্ড

08/12/2024

ইউরোপের ৮ দেশের ভিসা দেবে ঢাকার সুইডিশ দূতাবাস

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বলছে, অ্যাপের এজেন্ট থাকবেন জাহাজ মালিকেরা। যার ফলে বাইরের কেউ এই অ্যাপ ব্যবহার করে যাত্রীদের জি...
29/11/2024

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বলছে, অ্যাপের এজেন্ট থাকবেন জাহাজ মালিকেরা। যার ফলে বাইরের কেউ এই অ্যাপ ব্যবহার করে যাত্রীদের জিম্মি করতে পারবে না।

নভেম্বরের শেষ দিকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরুর কথা থাকলেও যাত্রী সংকটে তা সম্ভব হয়নি। আগামী ১ ডিসেম্বর থেকে ...

28/11/2024

বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে শিগগিরই সরাসরি চলবে জাহাজ

ই-ভিসা চালু হলে বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনের মাধ্যমে ঘরে বসে থাইল্যান্ডের ভিসা নিতে পারবেন। এর ফলে বাংলাদেশি...
02/11/2024

ই-ভিসা চালু হলে বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনের মাধ্যমে ঘরে বসে থাইল্যান্ডের ভিসা নিতে পারবেন। এর ফলে বাংলাদেশিদের থাইল্যান্ড ভ্রমণ আরও সহজ হবে।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর বাংলাদেশ-থাই চেম্বা....

আগামী বছরের প্রথম দিকে এই সুবিধা পেতে পারেন বাংলাদেশি ভ্রমণকারীরা।
26/10/2024

আগামী বছরের প্রথম দিকে এই সুবিধা পেতে পারেন বাংলাদেশি ভ্রমণকারীরা।

থাইল্যান্ড সরকার বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের থাইল্যান্ড ভ্রমণের জন্য ই-ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগ.....

24/10/2024

চাকরিতে প্রবেশের বয়সসীমা বেড়ে ৩২; বিসিএস দিতে পারবে ৩ বার

থাইল্যান্ড ভিসা আপডেট:সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, থাই এম্বাসির নির্দেশনা অনুযায়ী আগামী ২৩-২৮ অক্টোবর ২০২৪ পর্যন...
24/10/2024

থাইল্যান্ড ভিসা আপডেট:
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, থাই এম্বাসির নির্দেশনা অনুযায়ী আগামী ২৩-২৮ অক্টোবর ২০২৪ পর্যন্ত নতুন ভিসার আবেদন গ্রহণ করা হবে না। যাদের ফাইল ইতিমধ্যে জমা হয়েছে কিন্তু অনলাইনে প্রক্রিয়াকৃত হয়নি, তাদের ভিসা ফলাফল পেতে বিলম্ব হতে পারে এবং ৩০ দিনেরও বেশি সময় লাগতে পারে। এ কারণে, আবেদনকারীদের ব্যাংক স্টেটমেন্ট ও সার্টিফিকেটসহ অন্যান্য ডকুমেন্ট পুনরায় জমা দিতে হতে পারে।

আপনাদের সকলের ধৈর্য ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য

এক পাসপোর্টেই যেতে পারবেন ১৯১ দেশেপাসপোর্ট ও ভিসা ছাড়া এক দেশ থেকে অন্য দেশে যাওয়া যায় না। ইচ্ছে করলেই তো আর বিনা অনুমতি...
13/10/2024

এক পাসপোর্টেই যেতে পারবেন ১৯১ দেশে

পাসপোর্ট ও ভিসা ছাড়া এক দেশ থেকে অন্য দেশে যাওয়া যায় না। ইচ্ছে করলেই তো আর বিনা অনুমতিতে যেকোনো দেশে যাওয়া সম্ভব নয়। তবে বিশ্বের সবচেয়ে দামি কিছু পাসপোর্ট কাছে থাকলে ১০০টিরও বেশি দেশ ঘুরতে পারবেন বিনা অনুমতিতে। আপনার কাছে যদি জাপানি পাসপোর্ট থাকে; তাহলে সর্বোচ্চ দেশ ঘুরতে যাওয়ার সুযোগটি পাবেন।

জাপানের পাসপোর্টধারী হলে যে কেউ বিশ্বের ১৯১টি দেশ ঘুরতে পারবেন বিনা ভিসায়। আর এক্ষেত্রে জাপান এশিয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। ২০২১ সালে বিশ্বের সবচেয়ে দামি পাসপোর্ট তালিকার প্রথমে রয়েছে জাপান। পর্যটক হলেই কেবল এ পাসপোর্ট দিয়ে আপনি ঘুরতে পারবেন ১৯১টি দেশে।

যে দেশগুলোর পাসপোর্ট দামি জেনে নিন সেগুলো সম্পর্কে-

সিঙ্গাপুরের পাসপোর্ট: জাপানের পরই তালিকায় রয়েছে সিঙ্গাপুরের নাম। এ দেশের পাসপোর্টধারী হলে বিনা ভিসায় ঘুরতে যেতে পারবেন ১৯০টি দেশ। ১৯৬৩ সালে ব্রিটিশদের কাছ থেকে সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করে। কিন্তু তখনো তারা মালয়েশিয়ার অন্তর্ভুক্তই ছিল। পরে ১৯৬৫ সালে মালয়েশিয়া থেকে আলাদা হয় এবং স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্ঠা হয়।

দক্ষিণ কোরিয়া ও জার্মানির পাসপোর্ট: জাপান ও সিঙ্গাপুরের পর যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে এশিয়ার দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের জার্মানি। এ দুই দেশের পাসপোর্টধারীদের বিনা ভিসায় ১৮৯টি দেশে ঘোরার অনুমতি আছে। এ দেশের পাসপোর্ট থাকলেই জার্মানরা ঘুরে আসতে পারেন আর্জেন্টিনা, ব্রাজিল, বলিভিয়া, কোস্টারিকা, ইন্দোনেশিয়া, মরক্কো, ব্রিটিশ যুক্তরাজ্যের মতো দেশ।

ইউরোপের পাসপোর্ট: জাপান ও সিঙ্গাপুরের মতো না হলেও ভিসা ছাড়াই বিশ্বের ১৮৮টি দেশ ঘুরতে পারবেন ইতালি, ফ্রান্স, লুক্সেমবার্গ ও ফিনল্যান্ডের নাগরিকরা। পাঁচ নম্বরে রয়েছে ডেনমার্ক এবং অস্ট্রিয়া। ছয় নম্বর দখল করেছে সুইডেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ড এবং আয়ারল্যান্ড।

শুধু তা-ই নয়, ভিসা ছাড়া বেড়াতে যাওয়ার তালিকায় দশম স্থান পর্যন্ত দখল করে রেখেছে ইউরোপের দেশগুলোই। একনজরে দেখে নিন বিশ্বের দামি পাসপোর্টগুলো কোন কোন দেশের।

এসব পাসপোর্ট থাকলে কয়টি দেশ ভ্রমণ করতে পারবেন-

১. জাপনের পাসপোর্ট দিয়ে যাওয়া যাবে ১৯১টি দেশে।
২. সিঙ্গাপুরের পাসপোর্ট দিয়ে যাওয়া যাবে ১৯০টি দেশে।
৩. সাউথ কোরিয়া ও জার্মানির পাসপোর্ট দিয়ে যাওয়া যাবে ১৮৯টি দেশে।
৪. ইতালি, ফিনল্যান্ড, স্পেইন, লাক্সামবার্গের পাসপোর্ট দিয়ে যাওয়া যাবে ১৮৮টি দেশে।
৫. ডেনমার্ক ও অস্ট্রিয়ার পাসপোর্ট দিয়ে যাওয়া যাবে ১৮৭টি দেশে।
৬. সুইডেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের পাসপোর্ট দিয়ে যাওয়া যাবে ১৮৬টি দেশে।
৭. সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, বেলজিয়াম, নিউজিল্যান্ডের পাসপোর্ট দিয়ে যাওয়া যাবে ১৮৫টি দেশে।
৮. গ্রিস, মাল্টা, চেক রিপাবলিক ও অস্ট্রেলিয়ার পাসপোর্ট দিয়ে যাওয়া যাবে ১৮৪টি দেশে।
৯. কানাডার পাসপোর্ট দিয়ে যাওয়া যাবে ১৮৩টি দেশে।
১০. হাঙ্গেরির পাসপোর্ট দিয়ে যাওয়া যাবে ১৮২টি দেশে।

বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে ইথিওপিয়ান এয়ারলাইনস। এ উপলক্ষে ঢাকা থেকে সব আন্তর্জাতিক গন্তব্যের একটি ট...
12/10/2024

বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে ইথিওপিয়ান এয়ারলাইনস। এ উপলক্ষে ঢাকা থেকে সব আন্তর্জাতিক গন্তব্যের একটি টিকিট কিনলে একটি টিকিট ফ্রি ঘোষণা করেছে এয়ারলাইনসটি।

বৃহস্পতিবার, ৩ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইথিওপিয়ান এয়ারলাইন্স ঢাকা অফিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে যাত্রা উপলক্ষে ইথিওপিয়ান এয়ারলাইন্সের এই অফারটি ৩ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। যাত্রীদের ২০ অক্টোবরের মধ্যে টিকিট কিনতে হবে এবং ১৮ নভেম্বরের মধ্যে ঢাকার ফ্লাইটে উড়তে হবে। তবে যাত্রীরা ফেরার তারিখ নিজের ইচ্ছায় নির্ধারণ করতে পারবেন।

জানা গেছে, আফ্রিকার সবচেয়ে বড় ইথিওপিয়ান এয়ারলাইন্স। ১৪৭টি উড়োজাহাজ নিয়ে তাদের কার্যক্রম। ইতোমধ্যে দক্ষিণ এশিয়ায় এই এয়ারলাইন্স বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মুম্বাই এবং করাচিতে ফ্লাইট পরিচালনা করছে। ঢাকা থেকে ইথিওপিয়ার আদ্দিস আবাবা রুটে আগামী ২ নভেম্বর থেকে বোয়িং৭৮৭ ড্রিমলাইনার দিয়ে এয়ারলাইন্সটি ফ্লাইট পরিচালনা শুরু করবে। প্রাথমিকভাবে সপ্তাহে ৫টি ফ্লাইট পরিচালনা করবে তারা।

এয়ারলাইন্সটির বাংলাদেশে জেনারেল সেলস এজেন্ট সোহাগ হোসেন জানান, যাত্রীদের জন্য একটি আকর্ষণীয় অফার দেওয়ার পরিকল্পনা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের বিশ্বাস, এই প্রচারটি বাংলাদেশি যাত্রীদের বিশ্বমানের সেবা উপভোগ করতে উৎসাহিত করবে।

স্বল্প মূল্যে টিকেট ক্রয় করতে যোগাযোগ করুন Flykori Tours & Travels



Airlines

জীবনবোধ আর সাফল্যের নিরিখে ভারতের বিজনেস টাইকুন রতন টাটা অনুসরণীয় ছিলেন গোটা বিশ্ববাসীর কাছে। গতকাল ৯ অক্টোবর রাতে ৮৬ বছ...
10/10/2024

জীবনবোধ আর সাফল্যের নিরিখে ভারতের বিজনেস টাইকুন রতন টাটা অনুসরণীয় ছিলেন গোটা বিশ্ববাসীর কাছে। গতকাল ৯ অক্টোবর রাতে ৮৬ বছর বয়সে চলে গেলেন না–ফেরার দেশে।

ধনসম্পদ তো অনেকেই অর্জন করেছেন এই দুনিয়ায়। কিন্তু রতন টাটা শুধু ধনকুবের হিসেবে নন, একজন মানুষ হিসেবেও সবার কাছে সমাদৃত হয়েছেন তাঁর বর্ণাঢ্য অথচ চিরকুমার জীবনকালে। চলুন তবে শ্রদ্ধাভরে স্মরণ করার সঙ্গে সঙ্গে এই কিংবদন্তিতুল্য বিজনেস টাইকুনের কিছু অমূল্য বাণী দেখে নিই, যেগুলো আমাদের জীবনের পথে চলতে সমৃদ্ধ করবে, দিশা দেখাবে।

১. আমি সঠিক সিদ্ধান্ত নেওয়ায় বিশ্বাসী নই। সিদ্ধান্ত নিয়ে সেটাকে সঠিক প্রমাণ করি আমি বরং।

২. দ্রুত হাঁটতে চাইলে একাই হাঁটো। কিন্তু অনেক দূর হাঁটতে চাইলে সবাইকে নিয়েই হাঁটতে হয়।

৩. লোহাকে তার নিজের মরিচাই পারে ধ্বংস করতে। ঠিক তেমনি একজন মানুষকে শেষ করে দিতে পারে তাঁর নিজের মানসিকতা।

৪. সবাই তোমার দিকে যে পাথরগুলো ছুড়ে মারবে, সেগুলো রেখে দাও। আর তারপর তা দিয়ে নিজের সাফল্যের মনুমেন্ট গড়ো।

৫. জীবনের পথে ওঠা ও নামা দুটিই খুব জরুরি। কারণ, ইসিজিতে যদি সরলরেখা আসে, তার অর্থ হচ্ছে আমরা মারা গিয়েছি।

৬. সঠিক ভবিষ্যদ্বাণী করার সবচেয়ে ভালো উপায় হলো নিজেই ভবিষ্যৎ তৈরি করা।

৭. সফলতা পেলে তা নিজের মস্তিষ্কে গেঁথে ফেলা যাবে না, আর বিফল হলে তাতে হৃদয়কে ভেঙে পড়তে দেওয়া যাবে না।

৮. সবার কাছে তুমি যে সম্মান অর্জন করেছ, সেটিই তোমার সবচেয়ে বড় সম্পদ। একে রক্ষা করতে হবে।

৯. বিজয়ে বিনম্র হও। আর হেরে গেলে মাথা উঁচু করে সে পরাজয় বরণ করে নাও।

১০. আমাদের সবার মেধা ও প্রতিভা এক নয়, কিন্তু তা কাজে লাগানোর ক্ষেত্রে আমরা সবাই সমানভাবে সুযোগ পেয়ে থাকি।

এমন আরও অনেক কথা এই জ্ঞানী মানুষটি আমাদের শিখিয়ে গিয়েছেন। ছয় দশক ধরে বৈশ্বিক ব্যবসায়িক অঙ্গনে নিজের আলাদা অবস্থান জানান দেওয়া এই বিজনেস টাইকুন কখনো কোনো নিন্দনীয় বিতর্ক বা স্ক্যান্ডালে জড়াননি। নিজের কিছু নীতি ও মূলমন্ত্র মেনে চলা এই মানুষটি তাই চিরস্মরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবেন বিশ্ববাসীর কাছে।

ভিসা ছাড়াই বিশ্বের ৪২টি দেশ ভ্রমণ করতে পারেন বাংলাদেশি পর্যটকেরা। তার মধ্যে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপ অন্যতম।...
05/10/2024

ভিসা ছাড়াই বিশ্বের ৪২টি দেশ ভ্রমণ করতে পারেন বাংলাদেশি পর্যটকেরা। তার মধ্যে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপ অন্যতম। প্রাকৃতিক সৌন্দর্যের এই দেশটিতে অন অ্যারাইভাল ভিসার সুবিধা থাকায় তুলনামূলকভাবে বাংলাদেশি পর্যটকদের ভ্রমণ করা খুব সহজ। অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে মালদ্বীপে চলতি বছরের প্রথম আট মাসে বাংলাদেশি পর্যটক বেড়েছে ২৯ শতাংশ।

বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর মধ্যে মালদ্বীপ একটি। যার উচ্চতা মাত্র সমুদ্রপৃষ্ঠ থেকে দুই দশমিক তিন মিটার। যেন এক সমুদ্র জলে দাঁড়িয়ে থাকা নীল জলরাশির একটি দেশ।

১২০০টি দ্বীপ এবং ২৬টি প্রবালদ্বীপের এই অপরূপ দেশটি পর্যটকদের অপার্থিব সব বিলাসিতার কেন্দ্রবিন্দু। যার জন্যই বিশ্বের নামকরা তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই মালদ্বীপ ভ্রমণে ভিড় করেন। বর্তমান সময়ে বাংলাদেশি পর্যটকদেরও স্বপ্নের সেরা গন্তব্য হয়ে উঠেছে এই দেশটি।

চলতি বছরের প্রথম আট মাসে ২০ হাজার ৮৪০ জন বাংলাদেশি পর্যটক ভ্রমণ করেছেন দেশটিতে। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন দেশটির মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশন্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম শিউরি।

বর্তমানে মালদ্বীপে পর্যটক আগমনের শীর্ষ ২০টি দেশের মধ্যে বাংলাদেশি পর্যটকের অবস্থান ১৬তম স্থানে বলেও জানিয়েছেন দেশটির পর্যটন সংশ্লিষ্টরা।

পাসপোর্ট এ ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাইলে কি কি করতে হবে?একটি দেশে যখন আপনি ভ্রমণ ভিসায় যাবেন সেখানে কতদিন আপনি অবস্থান...
05/10/2024

পাসপোর্ট এ ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাইলে কি কি করতে হবে?

একটি দেশে যখন আপনি ভ্রমণ ভিসায় যাবেন সেখানে কতদিন আপনি অবস্থান করবেন বা কতদিন আপনাকে থাকতে হবে? বিশেষ করে আমরা যারা গ্রুপ টুরে যাই, সে ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি। এই ভুল গুলোর দিকে একটু নজর দিবেন তাহলে গ্রুপ টুর এ গিয়ে যেই টাকা গুলো খরচ করেছেন তা কিছুটা হলেও কাজে লাগবে আপনার ট্রাভেল হিট্রি তৈরি করতে বা বাড়াতে ।

অনেকে আছেন থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বডিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, দুবাই ইত্যাদি দেশ গুলো তে যাই আমাদের ট্রাভেল হিট্রি তৈরি করতে বা আমাদের পাসপোর্ট স্ট্রং করতে। সেজন্য আপনাদের বলি আপনার যেখানেই ট্রাভেল এ যান না কেন নূন্যতম ৭২ ঘন্টা থাকতে হবে। ৭২ ঘন্টা থাকলে সেই ট্রাভেল হিট্রিটি স্ট্রং হয়।

আপনি একটি দেশে আজকে গিয়ে কালকে ফিরে আসলেন এটি আসলে ট্রাভেল হিট্রি’র মধ্যে পরে না। কিছু কিছু দেশ আছে সেখানে আপনাকে দেখাতে হবে যে আপনি আগে যেই দেশে ঘুরতে গিয়েছিলেন সেখানে আপনি কত দিন ছিলেন মানে আপনার পাসপোর্ট এ যে সিল আছে এগুলোর স্কেন কপি দেখাতে হয় এবং লিখেও দিতে হবে আপনি কত তারিখ গিয়েছে, কত দিন ছিলেন, কত তারিখ এ বের হয়েছেন। আমরা অনেকেই এই বিষয় গুলো জানি না তাই এই ভুলগুলো করে থাকি।

আমরা কম খরচে প্যাকেজ ট্যুর খুঁজি কিন্তু আমরা এটা বুঝি না যে আমাদের ট্রাভেল হিট্রি কখন স্ট্রং হবে? কত দিন থাকতে হবে তা জানা না থাকলে।

আমরা মনে করি আমারা একটা দেশে প্রবেশ করলাম বের হয়ে গেলাম পাসপোর্ট এ দুইটা সিল পরলো এতে ট্রাভেল হিট্রি তৈরি হয়ে গেল। এটা আমাদের একদম ভুল ধারনা এটা ট্রাভেল হিট্রি কাতারে পরে না।

আমি বলছি আপনি কি করে আপনার ট্রাভেল হিট্রি তৈরি করবেন থাইল্যান্ড, কম্বডিয়া, লাউস, ভিয়েতনাম এই চারটি দেশ আপনি একসাথে ঘুরে আসতে পারেন অথবা থাইল্যান্ডে, কম্বডিয়া, লাউস এই তিনটি দেশ এক সাথে ঘুরে আসতে পারেন কিন্তু অবশ্যই প্রতিটি দেশে তিন রাত করে অবস্থান করতে হবে।

আরেকটি আছে ফিলিপাইন, সিংঙ্গাপুর, মালয়েশিয়া এর সাথে ইন্দোনেশিয়া রাখতে পারেন, আর যদি না যেতে চান তাহলে ইন্দোনেশিয়া স্কিপ করতে পারেন কিন্তু যেই দেশে যান ট্রাভেল হিট্রি স্ট্রং করার জন্য তিন দিন অবশ্যই থাকতে হবে।

আরেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এক সাথে তিনটি দেশ ঘুরে আসার পর পরবর্তী ট্যুর কিছু দিন সময় নিয়ে পরবর্তী ট্যুর প্ল্যান করা, তা হতে পারে দুই তিন মাস পর পর।

আর আমরা যদি সিঙ্গেল ভাবে ট্যুর প্ল্যান করি সেই ক্ষেত্রেও আমরা একটি বিষয় খেয়াল রাখবো যে একটি ট্যুর এর পর যাদে পরবর্তী ট্যুর গ্যাপ যাতে দুই তিন মাস পর পর হয় তাহলে আমাদের স্ট্রং ট্রাভেল হিট্রি ক্রিয়েট হবে।

04/10/2024

Dhaka -Bangkok- Dhaka return air ticket starting fare BDT 28,500/-
For More Details Inbox 📥 or
01716-020373

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ে রক্ষণাবেক্ষণ এর জন্য  ১ অক্টোবর, ২০২৪ থেকে ১৪ অক্টোবর, ২০২৪ পর্যন্ত প্রতিদি...
30/09/2024

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ে রক্ষণাবেক্ষণ এর জন্য ১ অক্টোবর, ২০২৪ থেকে ১৪ অক্টোবর, ২০২৪ পর্যন্ত প্রতিদিন রাত ১:০০ টা থেকে রাত ৪:৩০ টা পর্যন্ত ৩.৫ ঘণ্টা করে বন্ধ থাকবে।
যেকোনো অসুবিধা এড়াতে সেই অনুযায়ী আপনার ফ্লাইট পরিকল্পনা করুন এবং উক্ত সময়ে আপনার কোনো বুকিং থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন।

সস্তায় বিমান টিকিট কেনার ৭টি টিপস১. মঙ্গলবার এবং বুধবার বুক করুনমঙ্গলবার এবং বুধবার হল বিমান টিকিট কেনার সেরা দিনগুলির ম...
25/09/2024

সস্তায় বিমান টিকিট কেনার ৭টি টিপস

১. মঙ্গলবার এবং বুধবার বুক করুন

মঙ্গলবার এবং বুধবার হল বিমান টিকিট কেনার সেরা দিনগুলির মধ্যে একটি। বেশিরভাগ এয়ারলাইনস সাধারণত মঙ্গলবার সন্ধ্যা ৭:০০ টায় তাদের বুকিং সিস্টেম আপডেট করে। কারণ এয়ারলাইনস জানে যে বেশিরভাগ যাত্রী শুধুমাত্র সপ্তাহের দিনগুলোতে টিকিট বুক করার সময় পান। পরিসংখ্যান অনুযায়ী প্রমাণিত হয়েছে, আমাদের বেশিরভাগই সাধারণত শুক্রবার, শনিবার বা রবিবার টিকিটের দাম দেখেন।

২. আগে বুক করুন, তবে খুব বেশি আগে নয়

অভিজ্ঞতার ভিত্তিতে, ভ্রমণের তারিখের কমপক্ষে ২১ দিন আগে টিকিট বুক করা উচিত। বেশিরভাগ এয়ারলাইনস তাদের সিস্টেমগুলো এমনভাবে সেট করেছে যাতে যত বেশি সম্ভব টিকিট বিক্রি করতে পারে। তাই, সিস্টেমের মধ্যে একটি নির্দিষ্ট কোটা থাকে সস্তা টিকিটের জন্য। উদাহরণস্বরূপ, কুয়ালালামপুর থেকে লন্ডনের ফ্লাইটের জন্য সিস্টেমে নির্ধারণ করা হয় যে প্রথম ২০ জন যাত্রী সবচেয়ে কম দাম পাবেন। পরবর্তী ২০০ জন মাঝারি দাম পাবেন, এবং বাকিরা সম্ভবত আরও বেশি মূল্য দিতে হতে পারে। সংক্ষেপে, এয়ারলাইন্সের সিস্টেম কুয়ালালামপুর থেকে লন্ডন যাওয়ার সময় তারা যে মার্জিন চায় তার উপর ভিত্তি করে টিকিটের দাম নির্ধারণ করবে।

৩. উড়ার জন্য উপযুক্ত দিন

মঙ্গলবার বা বুধবার উড়ার জন্য টিকিট বুক করার চেষ্টা করুন। বেশিরভাগ এয়ারলাইনস এই দুই দিনকে ‘কম ব্যস্ত দিন’ হিসেবে নির্ধারণ করে বুকিং সিস্টেমের জন্য। এয়ারপোর্টও সাধারণত এই দুই দিন অন্যান্য দিনের তুলনায় কম ব্যস্ত থাকে, বিশেষ করে শুক্রবার এবং রবিবার যখন বুকিং সিস্টেম এবং এয়ারপোর্ট অনেক ব্যস্ত হয়ে ওঠে।

৪. আন্তর্জাতিক ফ্লাইটের জন্য 'বেস্ট ডিল' খুঁজুন

বেশিরভাগ এয়ারলাইনস আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রায় ১১ থেকে ১২ সপ্তাহ আগে 'বেস্ট ডিল' অফার করে। তাই, এই সময়ের মধ্যে নিয়মিত টিকিটের দাম পরীক্ষা করুন।

৫. ছোট এয়ারপোর্ট বেছে নিন

এই পদ্ধতি চেষ্টা করতে পারেন, যা হল প্রধান এয়ারপোর্টে না নেমে গন্তব্যের কাছাকাছি একটি ছোট এয়ারপোর্টে নামা। উদাহরণস্বরূপ, আপনি যদি লন্ডনে যেতে চান, অনেকেই সাধারণত হিথ্রোতে নামেন। পরের বার, হিথ্রোতে না নেমে, হিথ্রোর কাছাকাছি একটি ছোট এয়ারপোর্ট যেমন ম্যানচেস্টারের এয়ারপোর্টে নামার চেষ্টা করুন। তারপর ম্যানচেস্টার থেকে আপনি ট্রেনে করে লন্ডনে যেতে পারেন। এই পদ্ধতি চেষ্টা করুন, এটি সস্তা হওয়া উচিত!

৬. 'কুকিজ' ক্লিয়ার করুন

অনেকে এটা জানেন না। যদি আপনি ৩০ দিনের মধ্যে এয়ারলাইনের ওয়েবসাইটে গিয়ে থাকেন, তাহলে আপনার ল্যাপটপ, স্মার্টফোন এবং পিসি থেকে কুকিজ ক্লিয়ার করুন। কারণ এই কুকিজের মাধ্যমে এয়ারলাইনের বুকিং সিস্টেম মনে করবে যে আপনি বারবার তাদের ওয়েবসাইট দেখেছেন। তাই, বুকিং সিস্টেম একই দাম দেখাবে এমনকি যদি আপনি বহুবার ওয়েবসাইটে যান। কখনও কখনও দাম বাড়তেও পারে! তাই, আপনার ইন্টারনেট ব্রাউজারের কুকিজ ক্লিয়ার করার অভ্যাস তৈরি করুন। আপনি যদি জানেন না কিভাবে তা মুছতে হয়, তাহলে গুগলকে জিজ্ঞাসা করুন!

৭. দাম তুলনা করুন

গুগল করতে এবং আপনি যে টিকিট কিনতে চান তার দাম অন্যান্য ওয়েবসাইটে তুলনা করতে অলস হবেন না। শুধু এক ওয়েবসাইটে ফোকাস করবেন না। আপনি অবাক হবেন, কারণ কখনও কখনও আপনি একই এয়ারলাইনের টিকিট আরও সস্তা পাবেন।



থাইল্যান্ডের ই ভিসা চালু হচ্ছে।
16/09/2024

থাইল্যান্ডের ই ভিসা চালু হচ্ছে।

Address

104, Green Road, Tejgaon
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Flykori Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Flykori Tours & Travels:

Videos

Share

Category