Europe Success Tours and Travels

Europe Success Tours and Travels ইউরোপ গামি স্বপ্নবাজদের স্বপ্ন পুরনে আমরা আছি আপনাদের পাশে। সল্প সময়ে অল্প খরচে আমরা আছি আপনার পাশে।

যেই বাটপার এবং দুবাই ২-১ টা ভিজিট ভিসা ছারা ইউরোপ সম্পর্কে নুন্যতম গেয়ান নেই ডেইলি গাড়িতে বসে ভেডিও বানিয়ে ১০০ ডলার বুস্...
26/12/2024

যেই বাটপার এবং দুবাই ২-১ টা ভিজিট ভিসা ছারা ইউরোপ সম্পর্কে নুন্যতম গেয়ান নেই ডেইলি গাড়িতে বসে ভেডিও বানিয়ে ১০০ ডলার বুস্টিং মারে তাকে নিয়া আমি আরো ৭ দিন আগেই সচেতন করেছি আজকে আরেক জন ভাই যাকে মুটামুটি সবাই চিনেন সেও তাকে নিয়া সেম কথা বলে তার আইডি থেকে পোস্ট করেছে। তাকে আমি চেলেন্জ করেছিলাম তুই লিস্ট পাবলিশ কর ১৩২ জনের ৬ মাস পর ওনলি ২০ টা ভিসা দেখাবি। সে আর রিপ্লাই করেনি আমার কমেন্ট এর। যারা ফাইল দিয়েছেন সবাই ফিরত নিন ওরে দিয়া ইউরোপ এর ইডিট ইনভাইটেশম ছারা আর কিছু সম্ভব নয়।

আসসালামু আলাইকুম,সতর্কতা মুলক পোস্ট ।Neway international এর স্বাধিকারি হোসাইন মোঃ জালাল কে আমি গত ৩ মাস আগে সার্বিয়া ফেক...
25/12/2024

আসসালামু আলাইকুম,সতর্কতা মুলক পোস্ট ।Neway international এর স্বাধিকারি হোসাইন মোঃ জালাল কে আমি গত ৩ মাস আগে সার্বিয়া ফেক্টরি কাজের ভিসার জন্য আমি ৬ টা ও আমার পার্টনার ২ টা সহ ৮ টা কাজ দেই এবং ২ লক্ষ টাকা এডভান্স করি সেদিন বিকাল হওয়ায় স্টাম্প করতে পারিনি তাই ব্যাংকে টাকা ট্রান্সফার করি পরপর ৩ বার যখন স্টাম্প করার জন্য বার বার বল্লাম তখন থেকে আর সামনে আসেনি আজ বউ অসুস্থ কাল মিটিং এটা ওটা বলে ২০ দিন পার করে পার্মিট এবং অনলাইন ১৫ দিনে দেওয়ার কথা বাট আপডেট চাইলেই তাল বাহানা শুরু করে দেন বুঝতে পারি এনার মধ্যে সমস্যা আছে আমার হাতে সময় কম থাকায় আমি পর্যাপ্ত যাচাই তাকে করতে পারিনি ১ মাস পর আমার ইতালি চলে আসা তাই। স্টাম্পের জন্য চাপ দিলে ওনি আমাকে ফেক সিভিল অ্যাভিয়েশন সার্টিফিকেট ইডিট করে দেয় বাট অফিস আসেনি সেটা আমি ধরে ফেলি এবং দেখা করার জন্য যতই রিকুয়েষ্ট করি ওনি আসেনি ৫ দিন পর আমার ফ্লাইট ওফিসও আর খুলতোনা একদিন আরেকজন ভিক্টিম দেখি অফিসের সামনে দারায় আছে তার জন্য কথা বল্লাম ওনিও বল্ল তার খোজে এসেছে আগের অফিস পরিবর্তন করেছে তাদের বলেনি এখানে অন্য ভাবে খোজ পেয়ে এসেছে দেখলাম তাদের ১৪ জনকে ফেক নর্থ মেসিডোনিয়া ভিসা দিয়া ৫-৭ লক্ষ করে টাকা নিয়েছে এবং ৩ মাস ধরে ফ্লাইট দিচ্ছে না বলেছে ম্যানপাওয়ার নাকি হয়না তাই এয়ারপোর্ট কন্টাকে পাঠাবে অথচ ইউরোপ ওয়ান স্টোপের মাধ্যমে ২ দিনে ম্যানপাওয়ার বের হয়। তাদের ভিসা গুলো যখন দেয় তারো ১.৫ মাস আগে থেকে ইন্ডিয়া যাওয়া ছাড়া ভিসা অফ করেছে এম্বাসি। এপ্রোভালের মেয়াদ থাকে ৯০ দিন অথচ তাদের এপ্রোভাল ভিসা ইডিট করে ৬ মাস ঘুরিয়ে তাদের টাকা এবং নতুন অফিস নিয়া এখান থেকে সহ প্রায় ১.৫ কুটি টাকা নিয়া প্রতারক মালয়েশিয়া পালিয়েছে। পরে খোজ পাইলাম বাটপারে ২ মাস পর পর অফিস বদলায় কোনা কান্সিতে।আগে ছিল সংসদ ভবনের অপজিটে দেন আসছে পান্থপথ স্কয়ার হসপিটালের পাশে এখানে আমি তাকে কাজ দেই। আমি তাকে শুধু ১ লক্ষ টাকা ফিরত দিতে বলি সেটাও দিচ্ছে না টাল বাহানা করে।নিচে সব প্রমান দেওয়া হল। ভদ্রতার মুখস পরেই এখন যারা প্রতারক তারা প্রতারিত করতেছে তাদের লেভাসে দেখবেন দারি,পাঞ্জাবি,টুবি ওর অত্তান্ত ফিটফাট ভদ্র সেজে বিশ্বাস জুগিয়ে ২-৩ কুটি টেকে লাপাত্তা হচ্ছে। এত ভদ্র চশমা পরে সাদু সেজে কথা বলে না দেখলে বিশ্বাস হবেনা।মুলত আমার টাকা লাস্ট নিয়াই অফিস এটাও ২ মাসের মাথায় বন্ধ করে। তাই কেই কোনা কান্চিতে অফিস ৫০ হাজার টাকার মালামাল নেই,১-২ জন স্টাফ, ১ টা কম্পিউটার বা তাও নেই একটা রুম নিয়া কর্পোরেট জায়গায় অফিস ফাইল দিলে কাজ না হলে টাকা যে ফিরত পাবেন এবং যাদের ইউরোপে ফ্লাইট করেছে বেশ কিছু যথেষ্ট প্রমান দিতে পারেনা শুধু মোবাইলে ফটো দেখাবে নিজের অরজিনাল ভোটার আইডি কার্ড দিয়া স্টাম্প করে দিতে চাবেনা এসব জায়গায় ফাইল দিবেন না দয়া করে।কেউ আমাকে তার ইসলামি ব্যাংক একাউন্ট থেকে ভোটার আইডি কার্ড বের করে দিতে পারলে তাকে আমি সন্মানি দিবো। ধন্যবাদ

স্বপের ইতালি আজ হাতের মুঠোয়। ইতালির মনোমুগ্ধকর স্থাপত্য কাঠামো ও প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মত তরুণদের ইতালির প্রতি নেশা ...
24/12/2024

স্বপের ইতালি আজ হাতের মুঠোয়। ইতালির মনোমুগ্ধকর স্থাপত্য কাঠামো ও প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মত তরুণদের ইতালির প্রতি নেশা লাগানোর জন্য যথেষ্ট,লাখো তরুনের রাতের ঘুৃম কেরে নিয়েছে এই নেশায় আকৃষ্ট দের। সকল ইউরোপ প্রতাশ্যিদের মনের ইচ্ছা পুরুন হোক এই কামনা রইল⛪🏨

নব্য আরেকটা বাটপার এর থেকে সবাই বিশেষ করে ইউরোপ সম্পর্কে ধারনা নাই বা কম ক্লাইন্ট এবং এজেন্ট রা এনার কাছে মুরগি দিচ্ছে খ...
17/12/2024

নব্য আরেকটা বাটপার এর থেকে সবাই বিশেষ করে ইউরোপ সম্পর্কে ধারনা নাই বা কম ক্লাইন্ট এবং এজেন্ট রা এনার কাছে মুরগি দিচ্ছে খেয়াল করলাম। মাস দুয়েক আগেও ওনি অন্যের ফ্লাইট করা সার্বিয়া ভিসা যেগুলো জুন মাসে ফ্লাইট হয়েছিল ওনার পেজে দিয়া বুস্টিং মারলো তার ভিসা সাকসেস😀 দেন যারা ভিসা পাইছে এবং যে এজেন্ট এর ভিসা তারা কমেন্ট করায় ওনি পোস্ট টা ডিলেট করতে বাধ্য হয়। ইদানিং ওনি ইউরোপীয় অথবা রাশিয়ান সাদা চামরা ভাড়া করে একটা ডিবির হারুন টাইপ নাটক সাজিয়ে মানে ইন্টারভিউ, ১৪৪ জনের মধ্যে ১৩২ জন সিলেক্ট ১২ জন সিলেক্ট হয়নি ছবির সমস্যার কারনে যা অনেক অনেক হাস্যকর এবং অবাকের বিষয় ভেকেন্সি পেয়েছে মামুর বেটা ৫০০ তাকে বলতে চাই সাহস থাকলে যে ফাইল গুলো সিলেক্ট করে মুরগি গুলোর টাকা নেওয়া হল পেজে নাম ও পাসপোর্ট নাম্বার সহ লিষ্ট প্রকাশ করুন। ৬ মাস পর নক দিবো ৫% ভিসা দেখাতে পারবে কিনা। ওনার প্রফাইল ঘেটে বুঝলাম ওনি বাংলাদেশ টু দুবাই কিছু ভিসা করিয়ে দুবাই রিক্রুইট করেছে বাট ইউরোপ এর সাকসেস নেই। যার আগেরি সার্বিয়া কাজের কোন অভিজ্ঞতা নেই সে আসছে ইন্টারভিউ দিয়া সার্বিয়া কম মুল্যে ভিসা বিক্রি করবে এবং বলতেছে এতে নাকি অনেকে তারে জিলাস করতেছে। আরে বেটা তুই ২ টা ভিসা করাইছোত সার্বিয়া তোরে অন্যরা জিলাস করবে??? এদের টাকা আছে বিভিন্ন দেশ ঘুরবে আর ভ্লগ বানাবে আর আমরা পাবলিগরা এত বোকা ইউরোপীয় কোন ভ্লগার দেখলেই তার পিছু হুমরি খেয়ে লাগি ভিসা চাই তার কাছে যেন ভিসা তার বাসার ফ্রিজে রাখা আছে। কোন এজেন্ট বা ভ্লগারকে ফাইল দেওয়ার আগে তার সম্পর্কে জানুন এনালাইসিস করুন তার সাকসেস তার সাথে কাজ করলে টাকার নিশ্চয়তা কিভাবে পাবেন এগুলো বুঝুন। মামুর বেটা এও বুষ্ট করে জার্মানে ওয়ার্ক পার্মিট ভিসা তাও ভিসার পর টাকা। এদের দেখলে ইচ্ছা করে মাইনাস ২০° তে সারা রাত দার করাই রাখি
। এনার থেকে সবাই সাবধান ওনার ইউরোপ সম্পর্কে কোন সফলতা বা অভিজ্ঞতা নেই। ইন্টারভিউ নিলেই বহুত কিছু হয়ে যায়না এটা একটা ব্রেইন ওয়াস পলিসি যারা মিডল ইস্ট কাজ করে তাদের সেই এপ্লাইটা তারা ইউরোপেও কাজে লাগায় ইউরোপ ইন্টারভিউ নিলেও তা অনলাইনে নেয় বাংলাদেশে একজন এসে ইন্টারভিউ নিয়া লোক নেওয়ার টাইম ও ইন্টারেস্ট কোন টাই ইউরোপিয়ানদের নেই। এগুলো হোটেল সোনার গা এবং হোটেল ইন্টার কন্টিনেন্টাল এ এভেইলেবল। ওনাকে চেলেন্জ করলাম যেগুলো সিলেক্ট করেছে লিষ্ট প্রকাশ করে ৬ মাস পর আপডেট দিতে.

আলহামদুলিল্লাহ কসোভো ২০২৪ সালের মার্চ মাসের ১০ জন ফ্লাইট করেছিলাম আজ সবাই ইতালি সৌজন্যে ধারি। ৩.৫ বছরের বিজনেজ লাইফে শুধ...
13/12/2024

আলহামদুলিল্লাহ কসোভো ২০২৪ সালের মার্চ মাসের ১০ জন ফ্লাইট করেছিলাম আজ সবাই ইতালি সৌজন্যে ধারি। ৩.৫ বছরের বিজনেজ লাইফে শুধু ইউরোপ ছারা কাজ করিনি যে কয়জনের কাজ হাতে নিয়েছিলাম ২৩ সালে সব সাকসেস করেছি ২৪ সালের ফাইল গুলো ৩০% তুলেছি ইনশাআল্লাহ আগামি ২ মাসের মধ্যে এটা ৭০% এ আসবে। কাজ অলপো করি কিন্তু যে স্বপ্ব নিয়া ক্লাইন্টরা আসে আমার কাছে তাদের স্বপ্ব পুরুনে আমার সর্বোচ্চ চেষ্টা থাকে তবুও ইউরোপ হল ধর্য আর ভাগ্যের বিষয় টাকা থাকলেও হয়না আবার না থাকলেও হবেনা। ২৫ সালে ইনশাআল্লাহ ভালো কিছু হবে বাংলাদেশের ইউরোপ স্বপ্ন ধারিদের।
Whatsapp: +8801884863812
Europe Success Tours and Travels

আলহামদুলিল্লাহ সৌদি আরব একটা ফ্লাইট সম্পুন্ন করা হল। সালাম ভাইয়ের সফলতা কামনা করছি টার্গেট সৌদি থেকে ক্রয়শিয়া। Europe Su...
08/12/2024

আলহামদুলিল্লাহ সৌদি আরব একটা ফ্লাইট সম্পুন্ন করা হল। সালাম ভাইয়ের সফলতা কামনা করছি টার্গেট সৌদি থেকে ক্রয়শিয়া।
Europe Success Tours and Travels

দু:খের সাথে জানাচ্ছি গত সেপ্টেম্বর মাসে সার্বিয়ার ফুড ডেলিভারি কোম্পানি  NB DELIVERY AND SOLUTION  তে আমার করা ৯ জনের ভি...
08/12/2024

দু:খের সাথে জানাচ্ছি গত সেপ্টেম্বর মাসে সার্বিয়ার ফুড ডেলিভারি কোম্পানি NB DELIVERY AND SOLUTION তে আমার করা ৯ জনের ভিসা অনলাইন রিফিউজ হয়েছে কারন সার্বিয়া মিনিস্ট্রি থেকে ফুড ডেলিভারিতে বাংলাদেশ থেকে আর ভিসা দিবেনা এরা ভাষা,সিগনাল রোড, এবং এক্সিডেন্ট জনিত কারনে তাই ভিসা গুলো রিফিউজ হয়েছে কোম্পানি কোন সমস্যা ছিলনা কন্টাক্টও ঠিক ছিল পুলিশ স্টেশন ছেড়ে দেওয়ার পরও মিনিস্ট্রি রিফিউজ। তাই বাংলাদেশ থেকে কেই ফুড ডেলিভারিতে ফাইল সাবমিট করা থেকে বিরত থাকুন। যাদের রিফিউজ আসছে তাদের কনস্ট্রাকশনে আবার সাবমিট করে ভিসা করানোর চেষ্টা করতেছি।
রিফিউজ লিষ্ট:
১। মো: সম্রাট মাদবর
২।মো: থানডু খালাসি
৩। সবুজ হোসাইন
৪।জাহানগির আলম
৫। পারভেজ খান
৬।মো: মিজানুর রহমান মিলন
৭। মনোরনজন মন্ডল
৮।সাইফুল ইসলাম
৯।মাহবুবুর রহমান
: +8801884863812
Europe Success Tours and Travels

আমার এক এজেন্ট কে তার ক্লাইন্টরা লজ্জা দিচ্ছে নিচের ভিসা গুলো দেখিয়ে যে ওনি ১০ মাসেও ভিসা করাতে পারছেনা এবং রিফিউস হচ্ছে...
04/12/2024

আমার এক এজেন্ট কে তার ক্লাইন্টরা লজ্জা দিচ্ছে নিচের ভিসা গুলো দেখিয়ে যে ওনি ১০ মাসেও ভিসা করাতে পারছেনা এবং রিফিউস হচ্ছে আর তাদের এজেন্সি ১৫ টায় নাকি ১৫ ভিসা করাইছে ৩ মাসে। দেন আমায় দেখালে আবিষ্কার করলাম ভিসা গুলো ফকিরাপুলের এক বারে কিসের ৬ মাস টিআরসির কস্ট তাই ১২ মাসের ভিসা দিয়া দিছে টিআরসির আর পেরা নাই😃😃 ভিসা সিরিয়ালও ২০২৩ সালের আরও তাই অল্প সময়ে ইউরোপ এসে দেন গার্ল ফ্রেন্ড কে বিয়া করতে হবে এই চিন্তায় ফাইল দিবেন তাইলে ঔসব লোকের মিষ্টি কথায় পটবেন ৩ মাসে ভিসা পাবেন নিলখেত নয়তো ফকিরাপুল আর লাগেজ কিনবেন বিদেশ আসবেন সকালে ঘুম থেকে উঠে শুনবেন অফিস নাই মংগল গ্রহে চলে গেছে।

ইউরোপ যাওয়ার জন্য ভালো এবং বাটপার এজেন্সির মধ্যে পার্থক্য কিভাবে বুঝবেন? 🇪🇺👨‍💼🚶‍♂️👉 ভালো এজেন্সি:যারা ভালো কাজ করে, তারা...
04/12/2024

ইউরোপ যাওয়ার জন্য ভালো এবং বাটপার এজেন্সির মধ্যে পার্থক্য কিভাবে বুঝবেন? 🇪🇺👨‍💼🚶‍♂️

👉 ভালো এজেন্সি:
যারা ভালো কাজ করে, তারা কখনোই ভিসার ১০০% গ্যারান্টি দেবে না। সময় বেশি চাইবে, কারণ তারা বাস্তবতার ভিত্তিতে কাজ করে। ভিসা পাওয়ার জন্য কতটা সময় লাগে এবং বেতন কেমন হতে পারে, সেটাও সঠিকভাবে জানাবে। যা বাস্তব, তাই বলবে! 🇪🇺😊

👉 বাটপার এজেন্সি:
অন্যদিকে, প্রতারকরা মিষ্টি কথা দিয়ে আপনাকে তখনই ইউরোপ পাঠানোর প্রতিশ্রুতি দেবে। তারা বলবে ৩ মাসের মধ্যেই কাজ হয়ে যাবে, সেলারি হবে ১০০০/১৫০০ ইউরো + ওভারটাইম! 😎
তারা যে কোনোভাবে আপনাকে ইউরোপে পাঠানোর প্রতিশ্রুতি দেবে, যেন আপনি তাদের আত্মীয় বা খুব কাছের মানুষ। 🇪🇺😁😜
তাদের প্রলোভন দেখে অনেকেই ফাঁদে পড়ে যায়, কিন্তু আসলেই সাবধান হতে হবে!

প্রলোভনে পা দেবেন না!

যারা মিষ্টি কথায় প্রলোভন দেখায়, তাদের থেকে দূরে থাকুন। এমন বাটপারদের ফাঁদে পড়ে নিজের স্বপ্ন নষ্ট করবেন না! ইউরোপ যাওয়ার সঠিক পদ্ধতি এবং বাস্তব তথ্য নিয়ে এগিয়ে যান।

আল্লাহ সবার মনের আশা পূরণ করুক।।

03/12/2024

🇷🇴🇷🇴 আলহামদুলিল্লাহ খুশির সংবাদ, আবারো ঢাকায় চালু হচ্ছে রোমানিয়ান ভিসা কনসুলেট সেবা জানুয়ারি মাসে 🇷🇴✌️🇪🇺

03/12/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! Engr Azad Hossan, Ahmmed Jashim

ধৈর্য, আত্নবিশ্বাস,আল্লাহর কাছে একান্তভাবে চাওয়া,সময় দিয়ে নিজ কাজে নিয়জিত থাকা এবং সঠিক মাধ্যমে যাচাই বাছাই করে ফাইল প্র...
02/12/2024

ধৈর্য, আত্নবিশ্বাস,আল্লাহর কাছে একান্তভাবে চাওয়া,সময় দিয়ে নিজ কাজে নিয়জিত থাকা এবং সঠিক মাধ্যমে যাচাই বাছাই করে ফাইল প্রসেসিং করানো এই কয়টা কাজ করতে পারলে আপনিও নিশ্চিত ভাবে ইউরোপ আসতে পারবেন ইনশাল্লাহ।

সতর্কতা মুলক পোস্ট :সার্বিয়া এমভাসি ভিসা সার্ভারে সমস্যা চলছে সাথে বেশ কিছু নিয়ম পরিবর্তন আসতেছে আগামী জানুয়ারি/ফেব্রুয়...
26/11/2024

সতর্কতা মুলক পোস্ট :
সার্বিয়া এমভাসি ভিসা সার্ভারে সমস্যা চলছে সাথে বেশ কিছু নিয়ম পরিবর্তন আসতেছে আগামী জানুয়ারি/ফেব্রুয়ারি থেকে এখন কোম্পানি মালিক পক্ষ ছারা বাহিরের কেই অনলাইন করতে পারবেনা। তাছারা ডিসেম্বর/জানুয়ারি ইউরোপ ৯০% কাজ অফ থাকবে শিতকালিন ও বড় দিন উপলক্ষে তাই সকলে আগামি ২ মাস সার্বিয়া ফাইল জমা থেকে বিরত থাকুন। অনেক ফেইক সার্ভার থেকে এপ্রোভাল দেখানো হচ্ছে তাই যারা অনভিজ্ঞ ইউরোপ সম্পর্কে আইডিয়া নেই তারা প্রতারিত হচ্ছে বা হবেন তাই ফেইক সার্ভার যারা অভিজ্ঞ তাদের কাছে আইডি পাসওয়ার্ড দিয়া চেক করে এপ্রোভাল বুঝে নিবেন। আগে এপ্রোভাল পরিক্ষা দেন ভিসা স্টিকার তাই স্টিকার দেখে পাগল হয়ে জমি জমা বিক্রি করে টাকা স্ক্যামারকে দেওয়া থেকে বিরত থাকুন। একটা স্টিকার ইন্ডিয়ায় তৈরি হয় মাত্র ১৫০০০ টাকায় তাই ১ লক্ষ টাকা নিতে পারলে এটাই তাদের বিশাল লাভ ৫০ জন মানে ৫০ লক্ষ থেকে ২ কুটি পযন্ত তাদের লাভ দেন ২ লক্ষ টাকা ইনভেস্ট করা অফিস রেখে পালালেও তাদের কোন সমস্যা নেই। কোনা কানছিতে অফিস, ঢাকার ব্যাক সাইটে অফিস যেমন মিরপুর,ধানমন্ডি, মোহাম্মদপুর,যাত্রাবাড়ী, ফার্মগেট,পান্থপথ, খিলখেত এসব জায়গায় ৭-৮ হাজার টাকায় অফিস পাওয়া যায় তাই স্ক্যামাররা এসব জায়গায় বেশি অফিস পরিচালনা করতেছে। কোথাও ফাইল দেওয়ার আগে অবশ্যই অন্তত সিভিল অ্যাভিয়েশন লাইসেন্স আছে কিনা দেখবেন এবং পরিক্ষা করে নিবেন ঠিক আছে কিনা। ইউরোপ এর ক্ষেত্রে আরএল লাগেনা বাট আরএল থাকলে আরো ভাল প্রতারনা করলে ধরতে পারবেন। যারা শুধু ট্রেট লাইসেন্স বা এটাও নাই তাদের ভুলেও ফাইল দিবেন না ২ টা ভিসা অন্যের থেকে করিয়ে ১০০ ফাইলের টাকা মেরে পালাচ্ছে। যাদের মার্কেট পরিচয় ভাল,সুনাম আছে,২০-৩০ জন ইউরোপ পাঠাইছে এমন রিয়েল প্রমান আছে তাদেরকে টাকা ১ লক্ষ বেশি লাগলেও দিবেন। ১ লক্ষ বেশি নিলেও তাদের মাধ্যমে যেতে পারবেন আল্লাহ সহায় হলে। ৫লক্ষ ৬ লক্ষ ননসেনজেন, ৮ লক্ষ ৯ লক্ষ সেনজেন অফার ঔ অফিস দিছে এই সময় এখন নাই এরাই প্রতারক অল্প টাকায় ব্রেইন ওয়াস করে এডভান্স যা নিচ্ছে এটাই ওদের ব্যবসা। এখন মার্কেট চলছে নন সেনজেন ৮-৯ লক্ষ এবং সেনজেন ১১-১৪ লক্ষ। যারা কাজ তুলছে তারা জানে কত টাকা লাগবে তুলতে আর তাই তারা লোভনিয় অফার দিবেও না। আপনার বাজেট ৫ লক্ষ যেতে চান কানাডা, অস্ট্রেলিয়া আর বেশি এরাই প্রতারনা হচ্ছে। বাজেট কম সৌদি যান ১ বছর ইনকাম করে ক্রয়শিয়া লাগান ৯৯% ভিসা পাবেন। ফেসবুকের যুগ তাই কেন এজেন্সি তে ফাইল দেওয়ার আগে ফেসবুক গ্রুপে একটা পোস্ট করলেই তাদের সাকসেস বা কেমন কাজ করে জানতে পারবেন। যাদের কাজ সাকসেস আছে এখন ফেসবুকে সবার সম্পর্কে ধারনা বা পরিচিতি হয়েছে তাই টাকা বেশি লাগলেও তাদের মাধ্যমে প্রসেসিং করান। কোনা কানছির ২ টাকার অফিস বা পরিচিতি নাই নতুন অফিস এসবে ফাইল দেওয়া থেকে বিরত থাকুন ধন্যবাদ

🇪🇺 ইউরোপের জন্য যা কখনো করবেন  না 🙏১. লোন করে বা সুদের উপরে টাকা নিয়ে এডভান্স করবেন না।২.ভিসা না হওয়া অব্দি কর্ম/চাকরি ছ...
24/11/2024

🇪🇺 ইউরোপের জন্য যা কখনো করবেন না 🙏
১. লোন করে বা সুদের উপরে টাকা নিয়ে এডভান্স করবেন না।
২.ভিসা না হওয়া অব্দি কর্ম/চাকরি ছেড়ে দিবেন না ।
৩.এজেন্সি যে সময় দিবে তার থেকে কিছু দিন কম বেশি লাগতে পারে। ধৈর্য না থাকলে ফাইল জমা দিবেন না।
৪. ভিসা পাবার আগে পুরো টাকা দিবেন না।
৫.সাগর পথে যাবেন না ।
৬.বাংলাদেশ থেকে গেইম দিয়ে এশিয়ার কোন দেশে গিয়ে ইউরোপ গেইম দিবেন না ।
৭.ভিসা এবং ম্যান পাওয়ার হাতে না পাওয়া পর্যন্ত এজেন্টকে ১/২ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখবেন ।
৮.যে দে-শ গুলোর ভিসা কঠিন সেই দেশে জন্য আবেদন করবেন না ।
৯.বেশি লোভ করবেন না।

07/11/2024

মন্টিনেগ্রো টু বসনিয়ার অপরুপ সুন্দর রাস্তায় ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থাকলেও বরিং ফিল করবেন না। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে ইউরোপ ভ্রমণে আসুন।🗻🏞️🌏

Address

MOHAKHALI DOHS
Dhaka
1212

Telephone

+8801884863812

Website

Alerts

Be the first to know and let us send you an email when Europe Success Tours and Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Europe Success Tours and Travels:

Videos

Share