BdFly Alliance

BdFly Alliance We share all kinds of aviation & related news to our visitors.

18/11/2022

গত বছর অক্টোবরে, নিলামের মাধ্যমে এয়ার ইন্ডিয়া ফেরে টাটা গোষ্ঠীর হাতে। তার পর থেকেই বিমান সংস্থাটিকে ঢেলে সাজিয়ে .....

২৪ নভেম্বর থেকে নতুন বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা ফ্লাইট শুরু করতে যাচ্ছে ।  এদিন ঢাকা থেকে কক্সবাজার যাবে এয়ারলা...
18/11/2022

২৪ নভেম্বর থেকে নতুন বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা ফ্লাইট শুরু করতে যাচ্ছে । এদিন ঢাকা থেকে কক্সবাজার যাবে এয়ারলাইনটির উদ্বোধনী ফ্লাইট। বর্তমানে এয়ারলাইনটির বহরে আছে ২টি এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ আছে। ফ্রান্সে নির্মিত এটিআর ৭২-৬০০ টার্বোপ্রপ প্রযুক্তির এই উড়োজাহাজ ৭০ জন যাত্রী বহনে সক্ষম । এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ জানিয়েছেন ২০২৩ সালে বহরে উড়োজাহাজের সংখ্যা হবে ১০টি। একই সাথে ২০২৩ সালের শেষ দিকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু করবে এয়ার অ্যাস্ট্রা।

বিপর্যস্ত সরবরাহ ব্যবস্থা, ৩০টি বিমান ‘আপাতত’ বসিয়ে দিল উড়ান সংস্থা ইন্ডিগো। ইন্ডিগোর মুখপাত্র বলেন, ‘‘সারা বিশ্বেই উড়...
07/11/2022

বিপর্যস্ত সরবরাহ ব্যবস্থা, ৩০টি বিমান ‘আপাতত’ বসিয়ে দিল উড়ান সংস্থা ইন্ডিগো। ইন্ডিগোর মুখপাত্র বলেন, ‘‘সারা বিশ্বেই উড়ান সংস্থাগুলি সাপ্লাই চেইনের সমস্যায় ভুগছে। তবে আমরা সমস্যা সমাধানের জন্য দ্রুততার ভিত্তিতে সহযোগী সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করেছি।’’ সরবরাহের জন্য বরাত পাওয়া সংস্থাগুলি সময়মতো সামগ্রীর জোগান দিতে পারছে না। এই পরিস্থিতিতে ৩০টি বিমানের উড়ান স্থগিত রাখল বেসরকারি উড়ান পরিচালন সংস্থা ইন্ডিগো এয়ারলাইনস। সোমবার সংস্থার তরফে এ কথা জানানো হয়। ‘সাপ্লাই চেইন’-এ বিভ্রাট দূর হলে ফের পূর্ণ শক্তিতে উড়ান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ইন্ডিগোর মুখপাত্র।

তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদে রবিবার প্রিসিশন এয়ারের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হলে কমপক্ষে 19 জন মারা যায়। উদ্ধার...
06/11/2022

তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদে রবিবার প্রিসিশন এয়ারের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হলে কমপক্ষে 19 জন মারা যায়। উদ্ধারকারীরা ৬ নভেম্বর, ২০২২ তারিখে তানজানিয়ার বুকোবাতে ভিক্টোরিয়া হ্রদে বিধ্বস্ত যাত্রীবাহী বিমানটিকে উদ্ধার করার চেষ্টা করছে৷ ফ্লাইট PW494, প্রেসিশন এয়ার দ্বারা পরিচালিত, একটি ঝড়ের সময় জলে আঘাত করেছিল, রাজ্য তানজানিয়া ব্রডকাস্টিং কর্পোরেশন (টিবিসি) জানিয়েছে। বিমানটিতে একটি শিশুসহ 39 জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিল, এয়ারলাইনটি যোগ করেছে। (রয়টার্স)

চলতি নভেম্বর মাস থেকে ফ্লাইট পরিচালনা শুরু করবে নতুন বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা। গত বৃহস্পতিবার (তারিখঃ ০৩/১১/২...
05/11/2022

চলতি নভেম্বর মাস থেকে ফ্লাইট পরিচালনা শুরু করবে নতুন বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা। গত বৃহস্পতিবার (তারিখঃ ০৩/১১/২০২২) এয়ারলাইন্সটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছ থেকে এয়ার অপারেটর সার্টিফিকেট (এওসি) পেয়েছে।

২০২১ সালের এপ্রিলের পর প্রথম ৭৮৭ ড্রিমলাইনারের সরবরাহ পেয়েছে আমেরিকান এয়ারলাইন্স। পুনরায় সরবরাহ শুরুর পর আরো ড্রিমলাইনার...
12/08/2022

২০২১ সালের এপ্রিলের পর প্রথম ৭৮৭ ড্রিমলাইনারের সরবরাহ পেয়েছে আমেরিকান এয়ারলাইন্স। পুনরায় সরবরাহ শুরুর পর আরো ড্রিমলাইনার পেতে আশাবাদী মার্কিন উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রবার্ট ইসোম জানান, আমেরিকান এয়ারলাইন্স চলতি বছর নয়টি ৭৮৭ ড্রিমলাইনার সরবরাহ পাওয়ার আশা করছে।
২০১৮ ও ২০১৯ সালে ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনার পর এফএএ বোয়িংয়ের উড়োজাহাজগুলো আরো ঘনিষ্ঠভাবে যাচাই শুরু করে।

24/05/2022

সৌদি আরবে এই প্রথম সব নারী ক্রু নিয়ে একটি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। রক্ষণশীল দেশটিতে এ ঘটনাকে নারীর ক্ষমতায়নের .....

যাত্রীদের সুবিধার্থে আগামী ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য ওয়েব চেক-ইন সেবা চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এ...
23/05/2022

যাত্রীদের সুবিধার্থে আগামী ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য ওয়েব চেক-ইন সেবা চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান জানায়, ওয়েব চেক-ইনের মাধ্যমে যাত্রী নিজেই তার পছন্দের আসনসহ ডিজিটাল বোর্ডিং পাস বের করতে পারবেন। ফলে বিমানবন্দরে বোর্ডিং পাস সংগ্রহের জন্য যাত্রীদের অপেক্ষার সময় কমে আসবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ (জিএম-পিআর) তাহেরা খন্দকার জানান, অভ্যন্তরীণ রুটের যাত্রীরা বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) প্রবেশ করে ওয়েব চেক-ইনের জন্য নির্ধারিত অপশন থেকে ফ্লাইট ছাড়ার ২৪ ঘণ্টা আগ থেকে এবং সর্বনিম্ন ৩ ঘণ্টার মধ্যে ওয়েব চেক-ইন করতে পারবেন। কোনো যাত্রী যদি ২৪ ঘণ্টার মধ্যে রিটার্ন ফ্লাইটে ভ্রমণ করেন সেক্ষেত্রে প্রথম যাত্রা সমাপ্তির পর রিটার্ন যাত্রার জন্য পুনরায় ওয়েব চেক-ইন করতে হবে।

ঢাকা থেকে সরাসরি ভুটানে পুনরায় ফ্লাইট চালুকরা হচ্ছে। বাংলাদেশি ভ্রমণপিয়াসীদের জন্য অত্যন্ত সুখবর এটি।তাদের জন্য ঢাকা থেক...
22/05/2022

ঢাকা থেকে সরাসরি ভুটানে পুনরায় ফ্লাইট চালুকরা হচ্ছে।

বাংলাদেশি ভ্রমণপিয়াসীদের জন্য অত্যন্ত সুখবর এটি।
তাদের জন্য ঢাকা থেকে সরাসরি ভুটানে পুনরায় ফ্লাইট চালু হতে যাচ্ছে। আগামী ১ জুলাই থেকে ঢাকা থেকে ভুটানের দ্বিতীয় বৃহত্তর শহর পারোর উদ্দেশে চলাচল করবে ড্রুকের ফ্লাইট। প্রাথমিক অবস্থায় সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। ১ জুলাই থেকে ঢাকা-পারো রুটে প্রতি রোববার ও বুধবার ফ্লাইট চলবে। এই দুইদিন দুপুর ১টায় ঢাকা থেকে রওনা হয়ে ফ্লাইট স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ভুটানে পৌঁছাবে।
পারো থেকে এই দুইদিন সকাল ১১টায় ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা দেবে। তবে এখনও এই রুটের ভাড়া ঘোষণা করেনি ড্রুক এয়ার।

বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফ্লাইট কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে বেসরকারি এয়ারলাইন্স ফ্লাই ঢাকা। ইতোমধ্যে ফ্লাইট...
21/05/2022

বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফ্লাইট কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে বেসরকারি এয়ারলাইন্স ফ্লাই ঢাকা।

ইতোমধ্যে ফ্লাইট পরিচালনার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনাপত্তি সনদ (এনওসি) পেয়েছে প্রতিষ্ঠানটি। ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ পেতে এয়ারএশিয়া কনসাল্টিংকে নিয়োগ দিয়েছে তারা। এ ছাড়া ফ্লাইট পরিচালনায় এয়ারবাস এ৩২০ উড়োজাহাজ বহরে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এয়ারএশিয়া। বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ারএশিয়া কনসাল্টিং মূলত এয়ারএশিয়া এভিয়েশন গ্রুপ লিমিটেডের অধীনে একটি নতুন এভিয়েশন কনসালটেন্সি শাখা। যেটি মূলত এয়ারলাইন্সগুলোকে পরিচালনার কৌশল, ফ্লিট মূল্যায়ন ও পরিকল্পনা, নেটওয়ার্ক কৌশল, সময়সূচি, টার্ন অ্যারাউন্ড টাইম, অন-টাইম পারফরম্যান্স ও ক্রু অপ্টিমাইজেশন, এয়ারক্রাফট ইনডাকশন সাপোর্ট, বিভিন্ন ক্ষেত্রে অপারেশনাল এক্সিলেন্স, জ্বালানি সাশ্রয় এবং কম খরচে কার্যক্রম পরিচালনার বিষয়ে পরামর্শ দেয়। সম্প্রতি এসব বিষয় নিয়ে এয়ারএশিয়ার সঙ্গে ফ্লাই ঢাকার চুক্তি হয়েছে। এখন ফ্লাই ঢাকা মূলত এয়ারএশিয়া কনসাল্টিং থেকে এসব ব্যবস্থাপনা পরামর্শ নেবে।

উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় আবারো ঢাকায় ফিরে জরুরি অবতরণ করেছে নভোএয়ারের একটি ফ্লাইট।ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জা...
18/05/2022

উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় আবারো ঢাকায় ফিরে জরুরি অবতরণ করেছে নভোএয়ারের একটি ফ্লাইট।

ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছিল। বুধবার (১৮ মে) সকাল ৯টায় নভোএয়ারের ভিকিউ-৯২৫ ফ্লাইটে ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে পাইলট তা জরুরি অবতরণ করান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে নভোএয়ারের ভিকিউ-৯২৫ ফ্লাইটটি ঢাকা থেকে রওনা হওয়ার পরপরই পাইলট ইঞ্জিনে ত্রুটি দেখতে পান। পরে তিনি ঢাকা বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। সব প্রস্তুতি নেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটটি জরুরি অবতরণ করে। আলহামদুলিল্লাহ্‌ ফ্লাইটের সব আরোহী নিরাপদ ও অক্ষত রয়েছেন।

14/05/2022

এমিরেটস এয়ারলাইন আসন নির্বাচন করা, শুল্কমুক্ত পণ্যের কেনাকাটা করা, বিমানবন্দরে ভ্রমণ করা বা এমনকি হোটেলের কক্ষ ...

13/05/2022
09/03/2022

The Civil Aviation Authority of Bangladesh (Caab) has decided not to grant permission to any new airlines to operate flights from Dhaka due to a shortage of space at the terminal and apron areas at the Hazrat Shahjalal International Airport (HSIA).

27/08/2021

ওমানের রাজধানী মাস্কাট থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের নাগপুর বিমানবন্দরে ...

15/08/2021

** সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট দেশে এসেছেন প্রবাসী জামাল মিয়া। বাবার জন্য টর্চ লাইন এনেছিলেন, সেটি নেই লাগেজে। অথচ মায়ের জন্য আনা সোনা চুড়ি,স্ত্রীর কানের দুল সবই ঠিক ঠাক আছে লাগেজে। প্রবাসী জামাল, বাংলা এভিয়েশনকে ফোন করে জানালেন এ ঘটনা।

** সৌদি থেকে ছোট ভাইয়ের জন্য একটি রিচার্জেবল ব্লু টুথ স্পীকার এনেছেন আকবর আলী। তার লাগেজে এই স্পীকারের চেয়েও দামী অন্যান্য জিনিস আছে শুধু নেই এই স্পীকার। তিনিও বাংলা এভিয়েশনকে জানালেন এ ঘটনা।

** ফ্রান্স থেকে দেশে আসেন এনাম আহমেদ। ছেলে জন্য খেলনা গাড়ি সাথে নিয়েছিলেন লাগেজে। সেই গাড়িটিও গায়েব। তিনি এ ঘটনা জানিয়েছেন বাংলা এভিয়েশনকে।

** লন্ডন থেকে আসার সময় আয়শা আক্তার লাগেজে রেখেছিলেন ল্যাপটপ, সেটিও নেই। তিনিও জানালেন বাংলা এভিয়েশনকে।

তাদের এ ঘটনাগুলো অনুসন্ধানে আমরা যোগাযোগ করি সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও বিমানবন্দরের সঙ্গে। সহায়তা নিয়েছিলাম বিমানবন্দর আর্মড পুলিশের।

অনুসন্ধানে জানা গেলো, তাদের টর্চ লাইট, ব্লু টুথ স্পীকার, খেলনা গাড়ি, ল্যাপটপ ছিলো ব্যাটারি যুক্ত। আর সেখানে ছিলো “লিথিয়াম আয়ন ব্যাটারি”। বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় লিথিয়াম আয়ন ব্যাটারি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ কারণে বেশির ভাগ এয়ারলাইন্স চেক-ইন ব্যাগেজে লিথিয়াম আয়ন ব্যাটারি যুক্ত কোন কিছু বহন করতে দেয় না। আপনি যখন চেক ইন করে লাগেজে জমা দেন, তখন এই লাগেজেগুলো স্ক্যানিং করা হয়। তল্লাশিতে নির্দিষ্ট ওয়াট/ওজনের বেশি হলে লিথিয়াম আয়ন ব্যাটারিযুক্ত কোন কিছু পাওয়া গেলে তা সরিয়ে রাখা হয়।

জামাল মিয়া, আকবর আলী, এনাম আহমেদ, আয়শা আক্তারের ক্ষেত্রে সৌদি আরব, ফ্লান্স, লন্ডনের বিমানবন্দর লাগেজেগুলো স্ক্যানিং করার সময় লিথিয়াম আয়ন ব্যাটারি যুক্ত এসব জিনিসপত্র সরিয়ে রেখেছে। এসব জিনিসপত্র ফেরত পেতে হলে এয়ারলাইন্সের মাধ্যমে সেই বিমানবন্দরে আবেদন করতে হবে, যা সময় সাপেক্ষ ও জটিল।

তাই কোন অবস্থায় লিথিয়াম আয়ন ব্যাটারি যুক্ত কোন কিছু চেক-ইন ব্যাগেজে রাখবেন না। হাতে ব্যাগে আপনি লিথিয়াম আয়ন ব্যাটারিযুক্ত জিনিসপত্র রাখতে পারবেন। তবে উচ্চ ক্ষমতা সম্পন্ন কিংবা বড় আকৃতির লিথিয়াম আয়ন ব্যাটারি হলে সেক্ষেত্রেও আপনাকে বহনের অনুমতি দেবে না এয়ারলাইন্স।

বিশ্বের প্রায় সব দেশেই এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়মনীতি প্রায় একই রকমের। ভ্রমণের সময় এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়ম মেনে চলুন।

06/08/2021

ইন্ডিগোর যাত্রীবাহী ফ্লাইটের কার্গো হোল্ডারে ঘাপটি মেরে ছিল সাপটি! বিমানটি উড়ার আগেই এ রোমহর্ষক ঘটনা চোখে পড়া....

12/07/2021

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ১২টি বিমান। এসব পরিত্যক্ত ব....

05/07/2021
24/06/2021

জেট এয়ারওয়েজ। ভারতের সবচেয়ে পুরনো বেসরকারি বিমান সংস্থা এটি।দীর্ঘ দিন বন্ধ থাকার পর আবারো আকাশে উড়তে যাচ্ছে এই ব...

13/06/2021

দেশে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় ভারতের সঙ্গে ৩০ জুন পর্যন্ত সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে।রবিব...

12/06/2021

বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টারগুলো খোলা রয়েছে জানিয়ে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আগ্রহ.....

আগামী ১৮ জুন থেকে দুবাই-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।বুধবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের...
11/06/2021

আগামী ১৮ জুন থেকে দুবাই-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।বুধবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রাথমিকভাবে সপ্তাহে একদিন এ রুটে করোনা মহামারিকালীন বিধিনিষেধের কারণে ফ্লাইট পরিচালিত হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএস-বাংলার ফ্লাইট প্রতি শুক্রবার দুবাই থেকে ঢাকার উদ্দেশে রাত ১০ টা ৩০ মিনিটে ছেড়ে আসবে এবং পরদিন ভোর ৫টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ইউএস-বাংলায় দুবাই ভ্রমণের জন্য প্রত্যেক যাত্রীকে কোভিড-১৯ এর নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণের বাধ্যবাধকতা রয়েছে।

IATA তাদের তৈরি একটি  ট্র্যাভেল পাস আগামী কয়েক সপ্তাহের মধ্যে জনসাধারণের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এই ঘোষণাটি ...
11/06/2021

IATA তাদের তৈরি একটি ট্র্যাভেল পাস আগামী কয়েক সপ্তাহের মধ্যে জনসাধারণের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এই ঘোষণাটি সংগঠনের মহাপরিচালক, উইলি ওয়ালশের কাছ থেকে এসেছে। আইএটিএ এই বছরের শুরু থেকেই ট্র্যাভেল জি পাস অ্যাপটি পরীক্ষা করে চলেছে, যা ভ্রমণকারীদের তাদের টিকা দেওয়ার ও পরীক্ষার ফলাফল আগেই যাচাই করতে সক্ষম করে। আইএটিএ ট্র্যাভেল পাস নিরাপদে আন্তর্জাতিক ভ্রমণ পরিচালনার জন্য যাত্রী, এয়ারলাইনস এবং দেশগুলিকে বেশ কয়েকটি সমালোচনামূলক বিশদ বিবরণ সরবরাহ করে। অ্যাপ্লিকেশন ভ্রমণকারীদের তাদের গন্তব্যের বর্তমান স্বাস্থ্য প্রয়োজনীয়তাগুলি পরীক্ষা, ভ্যাকসিন, এবং পৃথকীকরণের সাথে অবহিত করবে। এর পরে, ব্যবহারকারীরা তাদের স্বাস্থ্য সংক্রান্ত নথিগুলি পরীক্ষার ফলাফল এবং ভ্যাকসিন সার্টিফিকেট আপলোড এবং যাচাই করতে পারবেন। ল্যাবগুলি সরাসরি অ্যাপ্লিকেশনটিতে অনুমোদনপ্রাপ্ত প্রতিবেদনগুলিও প্রেরণ করতে পারে।

কানাডায় ভ্রমণের চাহিদা বৃদ্ধির প্রত্যাশায়  বিমানসংস্থা এয়ার কানাডা কর্মীদের পুনরায় ডাকা শুরু করছে।সেবা দেয়ার প্রস্তু...
11/06/2021

কানাডায় ভ্রমণের চাহিদা বৃদ্ধির প্রত্যাশায় বিমানসংস্থা এয়ার কানাডা কর্মীদের পুনরায় ডাকা শুরু করছে।
সেবা দেয়ার প্রস্তুতি নিতে তারা ২ হাজার ৬০০ জনেরও বেশি কর্মীকে পুনরায় ডাকবে। এছাড়া কর্মীদের পুনর্বাসনের জন্য ফ্লাইট অ্যাটেন্ডেন্টসহ সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মীদের জুন এবং জুলাই মাসে পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে।

09/06/2021

কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ ও বাঁকখালী নদীর ওপর নির্মাণাধীন সংযোগ সেতুর নির্মাণকাজ আগামী ডিসেম্.....

07/06/2021

কলকাতায় অবতরণের আগে সোমবার মাঝ আকাশে বড়সড় ঝাঁকুনির কবলে পড়ে ভিস্তারার বোয়িং ইউকে৭৭৫ উড়োজাহাজ।এদিন বিকেলে মুম্ব...

মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বহনকারী এয়ার ফোর্স টু উড়োজাহাজটি উড্ডয়নের পরপরই অবতরণে বাধ্য হয়েছে। রোববার (৬ জু...
07/06/2021

মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বহনকারী এয়ার ফোর্স টু উড়োজাহাজটি উড্ডয়নের পরপরই অবতরণে বাধ্য হয়েছে। রোববার (৬ জুন) ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম আন্তর্জাতিক সফরে গুয়েতেমালায় যাচ্ছিলেন তিনি। কিন্তু কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি ফিরে আসতে বাধ্য হয়েছে।-খবর এনডিটিভি

ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসওয়াশিংটনের উপকণ্ঠে জয়েন্ট অ্যান্ড্রু বেসে উড়োজাহাজ থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের বলেন, আমি ভালো, আমি ভালো। আমরা সবাই প্রার্থনা করেছি। কিন্তু সৌভাগ্যক্রমে আমরা ভালো আছি।হ্যারিসের মুখপাত্র সিমন স্যান্ডার্স বলেন, ভাইস-প্রেসিডেন্ট উড়োজাহাজ পরিবর্তন করবেন। তার সফরের ক্ষেত্রে খুব বেশি বিলম্ব হবে না। এটি কারিগরি সমস্যার ব্যাপার। এতে খুব বড় একটা নিরাপত্তা ঝুঁকি ছিল না।

06/06/2021

বিমানে নিউইয়র্ক থেকে লন্ডন পাড়ি দিতে এখন সময় লাগে সাড়ে ৬ ঘণ্টা। কিন্তু আমেরিকার বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্....

05/06/2021

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক রুটসমূহ সম্প্রসারণ ও পুনপ্রবর্...

05/06/2021

ভারতে জাতীয় পর্যায়ে প্রথম পর্বের লকডাউনের সময় বেশ কিছুদিন কলকাতা বিমানবন্দরে বিমান ওঠা-নামা বন্ধ ছিল, সেইসময় রান...

ইন্ডিগো ভারতে COVID-19-এর দ্বিতীয় তরঙ্গের পরে তার কর্মীদের জন্য বিনা বেতনের (এলডাব্লুপি) নীতি ফিরিয়ে এনেছে। এই নীতিতে ...
02/06/2021

ইন্ডিগো ভারতে COVID-19-এর দ্বিতীয় তরঙ্গের পরে তার কর্মীদের জন্য বিনা বেতনের (এলডাব্লুপি) নীতি ফিরিয়ে এনেছে। এই নীতিতে স্টাফকে প্রতি মাসে ১.৫ থেকে ৪ দিনের ছুটি কাটাতে হবে, ফলস্বরূপ তিন মাসের জন্য ৫% থেকে ১৩% বেতন হ্রাস পাবে। যাত্রীদের সংখ্যা কম থাকায় সমস্ত এয়ারলাইনস ব্যয় কমিয়ে আনার দিকে নজর দেওয়ার ফলে এই সিদ্ধান্তটি আসে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ  নতুন নির্দেশনা জারি করেছে। নতুন নির্দেশনা  কার্যকর হবে ৪ জুন থেকে। নতুন এই নির্দেশনায় ১৯...
02/06/2021

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নতুন নির্দেশনা জারি করেছে। নতুন নির্দেশনা কার্যকর হবে ৪ জুন থেকে। নতুন এই নির্দেশনায় ১৯ দেশের ওপর বিভিন্ন শর্ত দেওয়া হয়েছে। এই ১৯টি দেশ হলো আর্জেন্টিনা, বাহরাইন, বলেভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া,
মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, উরুগুয়ে, কুয়েত, ওমান, বেলজিয়াম, চিলি , কলম্বিয়া, কোস্টারিকা, ডেনমার্ক, গ্রীস।

আপনি যে দেশ থেকে বাংলাদেশে থেকে আসবেন, সে দেশ যদি এ তালিকায় না থাকে আপনি নিজের বাড়িতে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। দেশে আসার আগে আরটি পিসিআর পদ্ধতিতে করোনা টেষ্ট করে নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে। ফ্লাইটের ওঠার ৭২ ঘণ্টার মধ্যে করতে হবে করোনা টেস্ট। আপনি দেশ আসার পর নিজের বাড়িতে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে আছেন কি না তা স্থানীয় পুলিশ/প্রশাসন নজরদারিতে রাখবে।

বাংলাদেশ আসা যাবে না ১১ টি দেশ থেকে এবং বাংলাদেশ থেকেও এই ১১ দেশে যাওয়া যাবে না।
এই ১১ দেশ হলো আর্জেন্টিনা, বাহরাইন, বলেভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে,ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে। । তবে সরকারের অনুমতি নিয়ে এই ১১ দেশে ১৫ দিনের মধ্যে ভ্রমণকারী (বসবাসকারী নয়) বাংলাদেশি নাগরিক দেশে আসতে পারবেন। এক্ষেত্রে তাদের নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। বিদেশে ফ্লাইটে ওঠার আগেই হোটেল বুকিং করতে হবে, যা বোডিং কার্ড ইস্যুর সময় চেক করবে এয়ারলাইন্সগুলো।

কুয়েত এবং ওমান থেকে দেশে আসলে তিন দিন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থাকতে হবে। নির্দেশনা অনুযায়ী কুয়েত এবং ওমান থেকে দেশে আসতে হলে করোনা নেগেটিভ টেস্ট করে নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। দেশে আসার পর তিন দিন হোটেলে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। দেশে আসার তিনদিন পর যাত্রীদের করোনা টেস্ট করানো হবে (যাত্রীর খরচে)। রিপোর্ট নেগেটিভ এলে তারা বাকি ১১ দিন বাড়িতে গিয়ে কোয়ারেন্টিনে থাকবেন। ভ্যাকসিন দুই ডোজ নিলেও কোয়ারেন্টিনে থাকতে হবে।

৬ টি দেশ থেকে আসলে ১৪ দিন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থাকতে হবে। দেশগুলো হচ্ছে, বেলজিয়াম, চিলি , কলম্বিয়া, কোস্টারিকা, ডেনমার্ক, গ্রীস। নির্দেশনা অনুযায়ী দেশে আসতে হলে করোনা নেগেটিভ টেস্ট করে নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। দেশে আসার পর ১৪ দিন হোটেলে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এজন্য বিদেশ থেকে আসার আগেই হোটেল বুক করতে হবে। ভ্যাকসিন দুই ডোজ নিলেও কোয়ারেন্টিনে থাকতে হবে।

02/06/2021

কক্সবাজার রুটে নভোএয়ার আগামীকাল থেকে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করছে। একই সাথে স্মাইলস গ্রাহকদের জন্য সব রুটে.....

02/06/2021

বুধবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ ও আইফোনসহ তিন চোরাকারবারিকে আটক করেছে জাতীয় নি.....

01/06/2021

অবশেষে রাডারসহ অত্যাধুনিক অটোমেটেড এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপন করতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল ....

01/06/2021

প্রায় দুই মাস বন্ধ থাকার পর কক্সবাজার বিমানবন্দরে ফের কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ...

30/05/2021

দেশে ই-কমার্স জায়ান্টে পরিণত হওয়া ইভ্যালি এবার পর্যটন খাতের ব্যবসায় প্রবেশ করছে। প্রতিষ্ঠানটি দেশের অন্যতম অনল.....

29/05/2021

করোনার প্রকোপ কমে আসায় ১১টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি। আগামী রোববার থেকে এসব দেশের ভ...

29/05/2021

পৃথিবীর দুটি স্থানের মধ্যে স্বল্পতম দূরত্ব ইউক্লিডিয়ান জ্যামিতিতে সর্বদা সরলরেখায় দেখানো হয়, যদিও স্বল্পতম দূ...

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BdFly Alliance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Dhaka travel agencies

Show All