BdFly Alliance

BdFly Alliance We share all kinds of aviation & related news to our visitors.

18/11/2022

গত বছর অক্টোবরে, নিলামের মাধ্যমে এয়ার ইন্ডিয়া ফেরে টাটা গোষ্ঠীর হাতে। তার পর থেকেই বিমান সংস্থাটিকে ঢেলে সাজিয়ে .....

২৪ নভেম্বর থেকে নতুন বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা ফ্লাইট শুরু করতে যাচ্ছে ।  এদিন ঢাকা থেকে কক্সবাজার যাবে এয়ারলা...
18/11/2022

২৪ নভেম্বর থেকে নতুন বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা ফ্লাইট শুরু করতে যাচ্ছে । এদিন ঢাকা থেকে কক্সবাজার যাবে এয়ারলাইনটির উদ্বোধনী ফ্লাইট। বর্তমানে এয়ারলাইনটির বহরে আছে ২টি এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ আছে। ফ্রান্সে নির্মিত এটিআর ৭২-৬০০ টার্বোপ্রপ প্রযুক্তির এই উড়োজাহাজ ৭০ জন যাত্রী বহনে সক্ষম । এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ জানিয়েছেন ২০২৩ সালে বহরে উড়োজাহাজের সংখ্যা হবে ১০টি। একই সাথে ২০২৩ সালের শেষ দিকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু করবে এয়ার অ্যাস্ট্রা।

বিপর্যস্ত সরবরাহ ব্যবস্থা, ৩০টি বিমান ‘আপাতত’ বসিয়ে দিল উড়ান সংস্থা ইন্ডিগো। ইন্ডিগোর মুখপাত্র বলেন, ‘‘সারা বিশ্বেই উড়...
07/11/2022

বিপর্যস্ত সরবরাহ ব্যবস্থা, ৩০টি বিমান ‘আপাতত’ বসিয়ে দিল উড়ান সংস্থা ইন্ডিগো। ইন্ডিগোর মুখপাত্র বলেন, ‘‘সারা বিশ্বেই উড়ান সংস্থাগুলি সাপ্লাই চেইনের সমস্যায় ভুগছে। তবে আমরা সমস্যা সমাধানের জন্য দ্রুততার ভিত্তিতে সহযোগী সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করেছি।’’ সরবরাহের জন্য বরাত পাওয়া সংস্থাগুলি সময়মতো সামগ্রীর জোগান দিতে পারছে না। এই পরিস্থিতিতে ৩০টি বিমানের উড়ান স্থগিত রাখল বেসরকারি উড়ান পরিচালন সংস্থা ইন্ডিগো এয়ারলাইনস। সোমবার সংস্থার তরফে এ কথা জানানো হয়। ‘সাপ্লাই চেইন’-এ বিভ্রাট দূর হলে ফের পূর্ণ শক্তিতে উড়ান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ইন্ডিগোর মুখপাত্র।

তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদে রবিবার প্রিসিশন এয়ারের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হলে কমপক্ষে 19 জন মারা যায়। উদ্ধার...
06/11/2022

তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদে রবিবার প্রিসিশন এয়ারের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হলে কমপক্ষে 19 জন মারা যায়। উদ্ধারকারীরা ৬ নভেম্বর, ২০২২ তারিখে তানজানিয়ার বুকোবাতে ভিক্টোরিয়া হ্রদে বিধ্বস্ত যাত্রীবাহী বিমানটিকে উদ্ধার করার চেষ্টা করছে৷ ফ্লাইট PW494, প্রেসিশন এয়ার দ্বারা পরিচালিত, একটি ঝড়ের সময় জলে আঘাত করেছিল, রাজ্য তানজানিয়া ব্রডকাস্টিং কর্পোরেশন (টিবিসি) জানিয়েছে। বিমানটিতে একটি শিশুসহ 39 জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিল, এয়ারলাইনটি যোগ করেছে। (রয়টার্স)

চলতি নভেম্বর মাস থেকে ফ্লাইট পরিচালনা শুরু করবে নতুন বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা। গত বৃহস্পতিবার (তারিখঃ ০৩/১১/২...
05/11/2022

চলতি নভেম্বর মাস থেকে ফ্লাইট পরিচালনা শুরু করবে নতুন বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা। গত বৃহস্পতিবার (তারিখঃ ০৩/১১/২০২২) এয়ারলাইন্সটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছ থেকে এয়ার অপারেটর সার্টিফিকেট (এওসি) পেয়েছে।

২০২১ সালের এপ্রিলের পর প্রথম ৭৮৭ ড্রিমলাইনারের সরবরাহ পেয়েছে আমেরিকান এয়ারলাইন্স। পুনরায় সরবরাহ শুরুর পর আরো ড্রিমলাইনার...
12/08/2022

২০২১ সালের এপ্রিলের পর প্রথম ৭৮৭ ড্রিমলাইনারের সরবরাহ পেয়েছে আমেরিকান এয়ারলাইন্স। পুনরায় সরবরাহ শুরুর পর আরো ড্রিমলাইনার পেতে আশাবাদী মার্কিন উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রবার্ট ইসোম জানান, আমেরিকান এয়ারলাইন্স চলতি বছর নয়টি ৭৮৭ ড্রিমলাইনার সরবরাহ পাওয়ার আশা করছে।
২০১৮ ও ২০১৯ সালে ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনার পর এফএএ বোয়িংয়ের উড়োজাহাজগুলো আরো ঘনিষ্ঠভাবে যাচাই শুরু করে।

24/05/2022

সৌদি আরবে এই প্রথম সব নারী ক্রু নিয়ে একটি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। রক্ষণশীল দেশটিতে এ ঘটনাকে নারীর ক্ষমতায়নের .....

যাত্রীদের সুবিধার্থে আগামী ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য ওয়েব চেক-ইন সেবা চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এ...
23/05/2022

যাত্রীদের সুবিধার্থে আগামী ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য ওয়েব চেক-ইন সেবা চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান জানায়, ওয়েব চেক-ইনের মাধ্যমে যাত্রী নিজেই তার পছন্দের আসনসহ ডিজিটাল বোর্ডিং পাস বের করতে পারবেন। ফলে বিমানবন্দরে বোর্ডিং পাস সংগ্রহের জন্য যাত্রীদের অপেক্ষার সময় কমে আসবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ (জিএম-পিআর) তাহেরা খন্দকার জানান, অভ্যন্তরীণ রুটের যাত্রীরা বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) প্রবেশ করে ওয়েব চেক-ইনের জন্য নির্ধারিত অপশন থেকে ফ্লাইট ছাড়ার ২৪ ঘণ্টা আগ থেকে এবং সর্বনিম্ন ৩ ঘণ্টার মধ্যে ওয়েব চেক-ইন করতে পারবেন। কোনো যাত্রী যদি ২৪ ঘণ্টার মধ্যে রিটার্ন ফ্লাইটে ভ্রমণ করেন সেক্ষেত্রে প্রথম যাত্রা সমাপ্তির পর রিটার্ন যাত্রার জন্য পুনরায় ওয়েব চেক-ইন করতে হবে।

ঢাকা থেকে সরাসরি ভুটানে পুনরায় ফ্লাইট চালুকরা হচ্ছে। বাংলাদেশি ভ্রমণপিয়াসীদের জন্য অত্যন্ত সুখবর এটি।তাদের জন্য ঢাকা থেক...
22/05/2022

ঢাকা থেকে সরাসরি ভুটানে পুনরায় ফ্লাইট চালুকরা হচ্ছে।

বাংলাদেশি ভ্রমণপিয়াসীদের জন্য অত্যন্ত সুখবর এটি।
তাদের জন্য ঢাকা থেকে সরাসরি ভুটানে পুনরায় ফ্লাইট চালু হতে যাচ্ছে। আগামী ১ জুলাই থেকে ঢাকা থেকে ভুটানের দ্বিতীয় বৃহত্তর শহর পারোর উদ্দেশে চলাচল করবে ড্রুকের ফ্লাইট। প্রাথমিক অবস্থায় সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। ১ জুলাই থেকে ঢাকা-পারো রুটে প্রতি রোববার ও বুধবার ফ্লাইট চলবে। এই দুইদিন দুপুর ১টায় ঢাকা থেকে রওনা হয়ে ফ্লাইট স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ভুটানে পৌঁছাবে।
পারো থেকে এই দুইদিন সকাল ১১টায় ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা দেবে। তবে এখনও এই রুটের ভাড়া ঘোষণা করেনি ড্রুক এয়ার।

বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফ্লাইট কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে বেসরকারি এয়ারলাইন্স ফ্লাই ঢাকা। ইতোমধ্যে ফ্লাইট...
21/05/2022

বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফ্লাইট কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে বেসরকারি এয়ারলাইন্স ফ্লাই ঢাকা।

ইতোমধ্যে ফ্লাইট পরিচালনার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনাপত্তি সনদ (এনওসি) পেয়েছে প্রতিষ্ঠানটি। ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ পেতে এয়ারএশিয়া কনসাল্টিংকে নিয়োগ দিয়েছে তারা। এ ছাড়া ফ্লাইট পরিচালনায় এয়ারবাস এ৩২০ উড়োজাহাজ বহরে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এয়ারএশিয়া। বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ারএশিয়া কনসাল্টিং মূলত এয়ারএশিয়া এভিয়েশন গ্রুপ লিমিটেডের অধীনে একটি নতুন এভিয়েশন কনসালটেন্সি শাখা। যেটি মূলত এয়ারলাইন্সগুলোকে পরিচালনার কৌশল, ফ্লিট মূল্যায়ন ও পরিকল্পনা, নেটওয়ার্ক কৌশল, সময়সূচি, টার্ন অ্যারাউন্ড টাইম, অন-টাইম পারফরম্যান্স ও ক্রু অপ্টিমাইজেশন, এয়ারক্রাফট ইনডাকশন সাপোর্ট, বিভিন্ন ক্ষেত্রে অপারেশনাল এক্সিলেন্স, জ্বালানি সাশ্রয় এবং কম খরচে কার্যক্রম পরিচালনার বিষয়ে পরামর্শ দেয়। সম্প্রতি এসব বিষয় নিয়ে এয়ারএশিয়ার সঙ্গে ফ্লাই ঢাকার চুক্তি হয়েছে। এখন ফ্লাই ঢাকা মূলত এয়ারএশিয়া কনসাল্টিং থেকে এসব ব্যবস্থাপনা পরামর্শ নেবে।

উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় আবারো ঢাকায় ফিরে জরুরি অবতরণ করেছে নভোএয়ারের একটি ফ্লাইট।ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জা...
18/05/2022

উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় আবারো ঢাকায় ফিরে জরুরি অবতরণ করেছে নভোএয়ারের একটি ফ্লাইট।

ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছিল। বুধবার (১৮ মে) সকাল ৯টায় নভোএয়ারের ভিকিউ-৯২৫ ফ্লাইটে ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে পাইলট তা জরুরি অবতরণ করান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে নভোএয়ারের ভিকিউ-৯২৫ ফ্লাইটটি ঢাকা থেকে রওনা হওয়ার পরপরই পাইলট ইঞ্জিনে ত্রুটি দেখতে পান। পরে তিনি ঢাকা বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। সব প্রস্তুতি নেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটটি জরুরি অবতরণ করে। আলহামদুলিল্লাহ্‌ ফ্লাইটের সব আরোহী নিরাপদ ও অক্ষত রয়েছেন।

14/05/2022

এমিরেটস এয়ারলাইন আসন নির্বাচন করা, শুল্কমুক্ত পণ্যের কেনাকাটা করা, বিমানবন্দরে ভ্রমণ করা বা এমনকি হোটেলের কক্ষ ...

13/05/2022
09/03/2022

The Civil Aviation Authority of Bangladesh (Caab) has decided not to grant permission to any new airlines to operate flights from Dhaka due to a shortage of space at the terminal and apron areas at the Hazrat Shahjalal International Airport (HSIA).

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BdFly Alliance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category