Global Connect Tours & Travels - যাত্রাবাড়ী :fastway

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Global Connect Tours & Travels - যাত্রাবাড়ী :fastway

Global Connect Tours & Travels - যাত্রাবাড়ী :fastway Air ticket
(2)

15/10/2023
20/09/2023

মানুষের গায়ের রঙ ভিন্ন কেন? যেহেতু আমারা এক দম্পতি আদম, হাওয়া থেকে জন্মেছি | Fariq Naik Bangla SubtitleZakir Abdul Karim Naik (born 18 October 1965) is an In...

17/09/2023

Islam and the 21st Century - Oxford - Questions and Answers - Zakir Naik

17/09/2023

Rahul Asks Dr Zakir Naik why Allah is Egoistic and puts a person in Hell if he Worships someone else while Bhagwan is Large Hearted? - Dr Zakir NaikTop-27 ...

08/06/2022
02/06/2022

E-Passport...

02/06/2022
04/05/2022
19/02/2022

Surah Al-Ikhlas ♥︎

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ﴾

১) বলো, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়৷
﴿اللَّهُ الصَّمَدُ﴾

২) আল্লাহ কারোর ওপর নির্ভরশীল নন এবং সবাই তাঁর ওপর নির্ভরশীল ৷
﴿لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ﴾

৩) তাঁর কোন সন্তান নেই এবং তিনি কারোর সন্তান নন৷
﴿وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ﴾

৪) এবং তাঁর সমতুল্য কেউ নেই৷

27/01/2022

মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা ও চাকরি | যোগ্যতা ও করণীয় | Student Visa In Malaysia From Bangladesh | Today Bangla HD | | Ibn Fay...

26/01/2022
Offer, Offer, Offer...অবিশ্বাস্য অফারবিজয়ের মাস ডিসেম্বর একসমেটিক্স আইটেম এবিশাল মূল্য ছাড় (Special offer)...✍️01922-3...
08/12/2021

Offer, Offer, Offer...অবিশ্বাস্য অফার
বিজয়ের মাস ডিসেম্বর এ
কসমেটিক্স আইটেম এ
বিশাল মূল্য ছাড় (Special offer)...✍️
01922-328002
DK Family Mart (Dania,508 Adarsha School Road)

সবচেয়ে কম মুল্যে সৌদি আরবের যাত্রীদের জন্য কোয়ারাইন্টাইন প্যাকেজ বুকিং করুন গ্লোবাল কানেক্ট ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ থেকে।...
30/05/2021

সবচেয়ে কম মুল্যে সৌদি আরবের যাত্রীদের জন্য কোয়ারাইন্টাইন প্যাকেজ বুকিং করুন গ্লোবাল কানেক্ট ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ থেকে। দেশের যেকোন প্রান্ত থেকে বুকিং করতে পারবেন খুব সহজে।

➡️ সৌদি আরবের রিয়াদ/মদিনা/জেদ্দা/দাম্মামের কোয়ারেন্টিন প্যাকেজ I
----------------------------------------------------
➡️ সৌদি এয়ার ও বিমান বাংলাদেশ এর ডেট চেন্জ করা হয় ও যেকোন দেশের বিমান টিকেট পাবেন আমাদের কাছে সব থেকে কম দামে
----------------------------------------------------
✅প্যাকেজে যা যা পাবেন ✅
১) ৭ দিন ৬ রাত হোটেলে রাত যাপন।
২) সকালের নাস্তা, দুপুরের খাবার ও রাতের খাবার ।
৩) এয়ারপোর্ট ট্রান্সফার
৪) ২ পিসিআর টেস্ট
----------------------------------------------------
➡️ যে কোন প্রয়োজনে গ্রাহকসেবা পেতে ফোন করুনঃ
01715780663 (WhatsApp)
01630888003 (WhatsApp)
01612570007

💢 আমরা আছি আপনার সেবায় ২৪/৭
বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্ট
🏢 গ্লোবাল কানেক্ট ট্যুরস্ এন্ড ট্রাভেলস্
লাইসেন্স নং ১২২৩৫
০৬ সাভার নিউ মার্কেট
সাভার,ঢাকা
📱 01612570007📱 01630888003
📧 [email protected]

Study in USA আপনি কি স্বপ্নের দেশ আমেরিকা Student ভিসা -তে যেতে ইচ্ছুক? USA🇺🇸🇺🇸🇺🇸 -তে IELTS ছাড়া স্বল্প সময়ের মধ্যে ভিসা...
27/05/2021

Study in USA
আপনি কি স্বপ্নের দেশ আমেরিকা Student ভিসা -তে যেতে ইচ্ছুক? USA🇺🇸🇺🇸🇺🇸 -তে IELTS ছাড়া স্বল্প সময়ের মধ্যে ভিসা প্রাপ্তি, উন্নত মানের জীবনযাত্রা,উন্নত শিক্ষা ,পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে বসবাস করার প্রবল ইচ্ছা আছে আপনার?
যদি আপনি চান ঐতিহ্যবাহী মানসম্মত শিক্ষা আর উন্নত জীবনযাত্রা, তাহলে আপনি বেছে নিতে পারেন ঐতিহ্যবাহী আমেরিকাকে, রয়েছে পড়াশুনার পাশাপাশি কাজের সুযোগ।

MAKE YOUR CAREER IN USA
WITH GREAT OPPORTUNITY
After HSC can... With Scholarship ✍️

SEPTEMBER ( INTAKE 2021)
ADMISSION GOING ON
MORE INFORMATION Text us...

30/03/2021

বিদেশ থেকে দেশে ফিরলেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক। হোটেলে নিজ খরচ। সরকারি বিজ্ঞপ্তি ২৯ মার্চ ২০২১।

আপডেট: ৩০ মার্চ ২০২১ (সিভিল এভিয়েশন অথরিটি) :
যুক্তরাজ্যসহ ইউরোপের সকল ধরণের যাত্রীর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক। সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে।
অন্য দেশের যাত্রীদের জন্য: দেশে আসার পর বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষায় করোনা লক্ষণ না থাকলে, বাসায় বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টিন।
সকলের জন্য: ফ্লাইটের ৭২ ঘন্টার মধ্যকার করোনা নেগেটিভ সার্টিফিকেট লাগবে।

11/03/2021
USE--INTERIOR DESIGN, CONSTRUCTION OF HOUSEHOLD BUILDING, INDUSTRIAL COMPLEX, ROAD, BRIDGE, CULVERT ETC...ফোকাস অটো ব্রি...
02/03/2021

USE--INTERIOR DESIGN, CONSTRUCTION OF HOUSEHOLD BUILDING, INDUSTRIAL COMPLEX, ROAD, BRIDGE, CULVERT ETC...

ফোকাস অটো ব্রিকস & সিরামিকস লিঃ
সর্বাধুনিক প্রযুক্তিতে,পরিবেশ বান্ধব নির্মাণে, নান্দনিকতার ছোঁয়ায় অনন্য.....📷
📷📷-Fully Automated Clay Bricks; Tunnel Kiln.📷
Factory: Bhaluka 2240, Mymensingh.
Head Office: 177, Mahtab Center, Bijoy Nagar(Palton), Dhaka-1000.

 #কুয়েত_প্যাকেজ_এখন_আরো_কম_দামে। #ফুল_প্যাকেজ_১৭০০০০_টাকা বিস্তারিত জানতে কল করুন 📞01612570007 📞01715780663  #প্যাকেজ_মূ...
18/01/2021

#কুয়েত_প্যাকেজ_এখন_আরো_কম_দামে।
#ফুল_প্যাকেজ_১৭০০০০_টাকা
বিস্তারিত জানতে কল করুন
📞01612570007 📞01715780663
#প্যাকেজ_মূল্য_১৭০০০০_টাকা।
যা যা পাবেন-
*ঢাকা-দুবাই বিমান টিকেট
*দুবাই-কুয়েত বিমান টিকেট
*১ মাসের দুবাই ভিসা
*১৫ দিনের হোটেল
*৩ বেলা খাবার
*কভিড টেস্ট (উভয় দেশ)
*হেল্থ ইনসুরেন্স
*এয়ারপোর্ট ট্রান্সফার
*ডলার সাপোর্ট
যেকোন তথ্য ও সহযোগিতার জন্য সরাসরি আমাদের অফিসে চলে আসুন,আমাদের অফিস বুধবার বাদে সকাল ১০ টা থেকে রাত ০৮ পর্যন্ত খোলা থাকে ।
অপ্রয়োজনীয় কল ম্যাসেজ ও কমেন্টস না করার জন্য বিশেষ অনুরোধ রইলো ।কুয়েত সংক্রান্ত সেবা শুধু এই একটি নাম্বারে পাবেন -01612570007 (সকাল ১০ টা থেকে রাত ০৮ টা )

✅আমাদের অফিস✅
বাংলাদেশ সরকার ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্ট
গ্লোবাল কানেক্ট ট্যুরস্ এন্ড ট্রাভেলস্
সাভার নিউ মার্কেট
সাভার ঢাকা
ফোন-০১৬৩০৮৮৮০০৩
Email- [email protected]
Website-www.globalconnectbd.com

06/01/2021
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।লাখো আলেমের উস্তাদ, বাংলাদেশ হেফাজত ইসলামের আমির। বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা ব...
19/09/2020

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।লাখো আলেমের উস্তাদ, বাংলাদেশ হেফাজত ইসলামের আমির। বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোডের প্রধানঃ #শাইখুল_ইসলাম_আল্লামা_শাহ_আহমাদ_শফি (র:)আমাদের মাঝে আর নেই।গ্লোবাল কানেক্ট ট্যুরস্ এর পক্ষ হতে হুজুরের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। হে আল্লাহ্ আপনি হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন ।

17/09/2020

#ঢাকা_বাহরাইন_দুবাই_আবুধাবি_শারজাহ্_জর্ডান_লেবানন
েশ_বিদেশের_সব_ধরনের_নতুন_এয়ার_টিকেট
#করা_হয়_ও_যেকোন_এয়ারের_টিকেটের_ডেট_পরিবর্তন_করা_হয়
#টিকেট_লাগলে_কল_করুন
📞01630888003 (whatsapp,imo)
📞01612570007
📞01401689868
📞01715780663
✅আমাদের অফিস✅
বাংলাদেশ সরকার ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্ট
গ্লোবাল কানেক্ট ট্যুরস্ এন্ড ট্রাভেলস্
সাভার নিউ মার্কেট
সাভার ঢাকা
ফোন-027742577
Email- [email protected]
Website-www.globalconnectbd.com

24/08/2020

আলহামদুলিল্লাহ! প্রবাসীদের জন্য সুসংবাদ
বাংলাদেশের সরকার প্রবাসীদের করোনা টেস্টের জন্য খরচ পূর্বের ৩৫০০ টাকা থেকে কমিয়ে এখন ১৫০০ টাকা নিধার্রণ করেছেন।

08/07/2020
 #ব্রেকিং_নিউজ #সৌদি_আরবের বাহিরে ছুটিতে থাকা বিদেশি নাগরিকগণ (প্রবাসী) করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার আগ পর...
25/06/2020

#ব্রেকিং_নিউজ
#সৌদি_আরবের বাহিরে ছুটিতে থাকা বিদেশি নাগরিকগণ (প্রবাসী) করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার আগ পর্যন্ত সৌদি আরবে ফিরে আসতে পারবে না।
জানিয়েছে সৌদি পাসপোর্ট বিভাগ, জাওয়াযাত।
সুত্রঃ...সৌদি গেজেট।

19/06/2020

টিকিটপ্রত্যাশীদের অতিরিক্ত ভিড়ে সামাজিক দূরত্ব বজায় না রাখতে পারায় কাতার এয়ারওয়েজের ঢাকার কার্যালয় বন্ধ করে দে...

আগামী ২ সপ্তাহের জন্য ইন্ডিয়ান ভিসা সেন্টার খোলা হইছে।লগ ডাউনের জন্য যাদের পাসপোর্ট আইভেকে আটকে আছে তাদের জন্য আগামী ৭ জ...
09/06/2020

আগামী ২ সপ্তাহের জন্য ইন্ডিয়ান ভিসা সেন্টার খোলা হইছে।লগ ডাউনের জন্য যাদের পাসপোর্ট আইভেকে আটকে আছে তাদের জন্য আগামী ৭ জুন থেকে দুই সপ্তাহের জন্য ওপেন করছে ভারতীয় এম্বাসি।

যমুনা ফিউচার পার্ক এ পাসপোর্ট ফেরত দেওয়া হবে সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। অন্যান্য শাখায় সকাল ১০ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত।

বি দ্র-: নতুন কোন ভিসার আবেদন জমা নেয়া হবে না

পয়লা বৈশাখে না হয় এবার একলাই থাক বাঙালি। আসুন মনে মনে হাত ধরে আগামীকে ভালো রাখার শপথ বাক্য পাঠ করি। ১৪২৭-এ বিশ্ব হোক করো...
13/04/2020

পয়লা বৈশাখে না হয় এবার একলাই থাক বাঙালি। আসুন মনে মনে হাত ধরে আগামীকে ভালো রাখার শপথ বাক্য পাঠ করি। ১৪২৭-এ বিশ্ব হোক করোনামুক্ত।গ্লোবাল কানেক্ট পরিবারের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা ।

24/03/2020
স্টুডেন্ট ভিসায় কানাডা যেতে চান, জেনে নিন ১৬ উপায়প্রত্যেকটি দেশের ভিসা আবেদনের জন্য নিয়ম-কানুন রয়েছে। বিশ্বের অন্যতম শান...
23/02/2020

স্টুডেন্ট ভিসায় কানাডা যেতে চান, জেনে নিন ১৬ উপায়

প্রত্যেকটি দেশের ভিসা আবেদনের জন্য নিয়ম-কানুন রয়েছে। বিশ্বের অন্যতম শান্তিপ্রিয় ও অর্থনীতি সমৃদ্ধ দেশ কানাডা যেতেও ভিসার রিকোয়ার্মেন্টস পূরণ করতে হবে। একেক ভিসার একেক নিয়ম-কানুন। আসুন জেনে নেই কিভাবে কানাডায় স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হয়।

১. প্রথমেই আপনাকে সব কাগজপত্র জোগাড় করতে হবে। যে কাগজপত্রগুলো আপনার ভিসা আবেদনের সময় ফাইলের সাথে জমা দিতে হবে।

২. কাগজপত্র হলো- কানাডার ইউনিভার্সিটি বা কলেজ থেকে অ্যাডমিশন লেটার বা এক্সেপট্যান্স লেটার, সব শিক্ষা সনদ ও নম্বরপত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, টিউশন ফি পেমেন্ট রিসিপ্ট, ব্যাংক স্পন্সর লেটার ও স্পন্সর ব্যক্তির আয়ের উৎস ইত্যাদি।

৩. সব কাগজপত্র সংগ্রহ করার পর ভিসার আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সব ফরম www.cic.gc.ca এ ঠিকানায় পাবেন। প্রথমে ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় ফরম ডাউনলোড করে নিতে হবে। এরপর ফরম পূরণ করতে হবে। প্রত্যেকটি ফরমের একেকটি নম্বর আছে।

৪. স্টুডেন্ট ভিসার জন্য প্রথমেই ভিসা অফিস ইন্সট্রাকশন ফরম নম্বর আই.এম.এম-৫৮৫০ ভালো করে পড়ে নিতে পারেন। সেখানে ফরম পূরণের নিয়ম বিস্তারিত লেখা আছে। এরপর ডকুমেন্টস চেকলিস্ট ভালোভাবে পড়তে হবে। সেখানে কোন কোন ফরম পূরণ করতে হবে, তা ফরম নম্বরসহ বিস্তারিত দেওয়া আছে। এছাড়া ডকুমেন্টস চেকলিস্ট কানাডা ভিসা ফ্যাসিলিটেশন সেন্টার (ভিএফএস) থেকে নিতে পারেন।

৫. স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন ফরম নম্বর আই.এম.এম-১২৯৪ই পূরণ করতে হবে।

৬. ফ্যামিলি ইনফরমেশন ফরম নম্বর আই.এম.এম-৫৭০৭ পূরণ করতে হবে।

৭. ভিসা আবেদনকারী যদি ১৮ বছরের নিচে হয়, তবে কাস্টোডিয়ান ডিক্লারেশন ফরম নম্বর আই.এম.এম-৫৬৪৬ পূরণ করতে হবে।

৮. যদি কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট (আই.সি.সি.আর.সি) দিয়ে ফাইলটি প্রসেস করে থাকেন, তবে ইউজ অব রিপ্রেজেন্টেটিভ ফরম আই.এম.এম-৫৪৭৬ পূরণ করতে হবে।

৯. স্টুডেন্ট ভিসার জন্য একটি কোশ্চেনারি ফরম আছে। তা পূরণ করতে হবে এবং ফাইলের সাথে সংযুক্ত করতে হবে।

১০. যিনি আপনার স্পন্সর হবেন, তার আয়ের উৎস দেখাতে হবে। এক্ষেত্রে তার বাৎসরিক আয়, টিআইএন সার্টিফিকেট ও রিলেশনশীপ প্রমাণ করতে হবে।

১১. বর্তমান পদ্ধতিতে বায়োমেট্রিক সিস্টেম চালু হয়েছে। সুতরাং প্রিন্টেড ছবি আর লাগে না।

১২. ঢাকার গুলশানে ডেল্টা লাইফ টাওয়ারে কানাডা ভিএফএসে গিয়ে টোকেন নিয়ে সিরিয়ালি ফাইল জমা দিতে হবে। অনলাইনে কোনো অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা নেই। বাংলাদেশ, মালয়েশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুরের জন্য সেন্ট্রালাইজড প্রসেসিং সেন্টার সিঙ্গাপুরে। বাংলাদেশের প্রতিটি ফাইল মূলত সিঙ্গাপুর থেকে প্রসেসিং হয়ে ঢাকায় কানাডা ভিএফএসের মাধ্যমে জমা ও বিতরণ করা হয়। ফাইল জমা দেওয়ার সময় অবশ্যই ভিসা ফি সঙ্গে রাখতে হবে।

১৩. ভিএফএস বা অ্যাম্বাসি ফাইল প্রসেসিংয়ে সাধারণত ২১-২৬ কার্যদিবস সময় নিয়ে থাকে। সুতরাং হাতে সময় রেখেই ফাইল জমা দিতে হবে।

১৪. ফ্যামিলি ইনফরমেশন ফরমে সব ব্যক্তির নাম অবশ্যই ইংলিশের পাশাপাশি নিচে বাংলায় লিখতে হবে।

১৫. কাগজপত্র যদি বাংলায় থাকে, তবে একজন রেজিস্ট্রার্ড ল’ইয়ারের দ্বারা ইংরেজিতে অনুবাদ ও নোটারাইজেশন করে নিতে হবে। অ্যাম্বাসিতে বাংলা ভাষার কোন কাগজপত্র জমা নেওয়া হয় না।

১৬. অ্যাম্বাসি যে কোন অ্যাডিশনাল ডকুমেন্টস চাইতে পারে। সেটিও মাথায় রাখতে হবে।



Kamal Khan Tower (Ground Floor), House # 308,
East Rosulpur (Opposite of Fatema Naj Petrol Pump-Kazla), Dania,Jatrabari,Dhaka-1236
[ সোস্যাল ইসলামী ব্যাংক(SIBL) ও হাতিল ফার্নিচার (HATIL) এর নিচে ]
যাত্রাবাড়ী : 01312-01 01 21, 01922-328002

May you have a bright and colourful year ahead! To exciting times and lots of fun in the coming year! Happy New Year!
31/12/2019

May you have a bright and colourful year ahead! To exciting times and lots of fun in the coming year! Happy New Year!

এসব ছবি বাংলাদেশের , আমাদের দেশ ।আমরা কি আমাদের দেশের সৌন্দর্য সব দেখেছি?আসুন দেখি , সবার সাথে শেয়ার করি ।প্রাকৃতিক সৌন্...
28/12/2019

এসব ছবি বাংলাদেশের , আমাদের দেশ ।
আমরা কি আমাদের দেশের সৌন্দর্য সব দেখেছি?
আসুন দেখি , সবার সাথে শেয়ার করি ।

প্রাকৃতিক সৌন্দর্য্যের সাথে মানুষের প্রেম বহুযুগের। তাই প্রায় সবার মনেই ইচ্ছে থাকে অন্তত নিজ দেশটাকে ঘুরে দেখার। সময়, সুযোগ, সঙ্গী, অর্থ কিংবা যাতায়াত ব্যবস্থার কারনে অনেকেরই হয়তো যাওয়া হয়ে ওঠেনা। আবার অনেকেই শত বাঁধা উপেক্ষা করে বেড়িয়ে পরেন অজানা গন্তব্যের উদ্দেশ্য। ঘুরতে যেমন আমার ভাল লাগে তেমনি যারা ঘুরতে পছন্দ করে তাদেরকেও ভাল লাগে।

তুলনামূলক ছোট আয়তনের দেশ হলেও প্রাকৃতিক সৌন্দর্য্যের আধার আমাদের অপরূপ বাংলাদেশ। সমুদ্র, নদী, পাহাড়, ঝর্ণা, ফসলের মাঠ, চা বাগান, সবুজ বন আর নানা ঐতিহাসিক স্থাপনায় সমৃদ্ধ এই দেশের সৌন্দর্য্যের কোন তুলনা নেই। প্রায়শই নতুন নতুন পর্যটন আকর্ষণ খুঁজে বের করছেন তরুণরা। ব্যক্তিগতভাবে প্রাকৃতিক সৌন্দর্য্যের বিচারে আমার দেখা দেশের সেরা দশটি পর্যটন এলাকা তুলে ধরলাম। আপনার বিবেচনায় ভিন্ন হতেই পারে।

প্রতিটি জায়গার ও যাতায়াতের সংক্ষিপ্ত বিবরণ নিম্নক্রমানুসারে দেয়া হয়েছে।

১০. বিরিশিরি
জায়গাটা নেত্রকোনার দূর্গাপুরে অবস্থিত। শীতকালে গেলে পানির রঙটা ছবিতে যেমন দেখাচ্ছে তেমনই দেখতে পাবেন। আর ছোট ছোট টিলাগুলো সাদা বা চীনা মাটির।
ঢাকা থেকে বাসে দূর্গাপুর নেমে অটো বা মোটরসাইকেল ভাড়া নিয়ে যেতে পারবেন। তবে রাস্তার অবস্থা ব্যাপক রকমের খারাপ।

০৯. শহীদ সিরাজ লেক/নিলাদ্রী লেক
সুনামগঞ্জের তাহেরপুর থানার টেকেরঘাটে অপরূপ সুন্দর এই লেকটির অবস্থান। দূরের পাহাড়গুলো ইন্ডিয়ানদের। জাদুকাটা নদীর খেয়া পার হয়ে বারিক্কা/বারেক টিলা ক্রস করে ৭/৮ কিমি সামনে এগুলেই নিলাদ্রী লেক চোঁখে পড়বে। এই ৭/৮ কিমি রাস্তার সৌন্দর্য অসাধারন। এখান থেকে কাছেই রয়েছে নয়নাভিরাম শিমূল বাগান।
বাসে সুনামগঞ্জ এসে মোটরসাইকেল ভাড়া করে যাওয়াই সবচেয়ে উত্তম। নাহলে পথ ভুল করার সম্ভাবনা থাকবে।

০৮. রাতারগুল
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় রাতারগুল অবস্থিত। রাতারগুল যাওয়ার ভাল সময় বর্ষাকাল। ছোট নৌকা ভাড়া করে পুরোটা জলাবন ঘুরে দেখা যায়। বনের মাঝে অবস্থিত ওয়াচ টাওয়ারে উঠলে পুরো বনের অসাধারন ভিউ পাওয়া যায়।
বাস, ট্রেন বা বিমানে সিলেটে নেমে ছোট গাড়ি বা সিএনজি নিয়ে একদম নৌকাঘাট পর্যন্ত যাওয়া যাবে।

০৭. বিছনাকান্দি
ছোট বড় পাথর, খাল আর পাহাড়বেষ্টিত এই অপরূপ বিছনাকান্দিও সিলেটের গোয়াইনঘাটে। দূর পাহার থেকে বেয়ে আসা ঝর্নার শীতল পানির স্রোত আপনাকে মোহনিয় করবেই। চাইলে রাতারগুল আর বিছনাকান্দি একই দিনে ঘুরে আসা যায়। তবে বিছনাকান্দির রাস্তার শেষদিকটা বেসম্ভব খারাপ।

০৬. নীলগিরি
প্রায় ২২০০ ফিট উচুতে অবস্থিত নীলগিরি রিসোর্টই দেশের সবচেয়ে উচু রিসোর্ট। খুব সকালে পৌছাতে পারলে মেঘের ছোয়া পাওয়া যাবে। বান্দরবান শহর থেকে প্রায় ৪৭ কিমি দূরে এর অবস্থান। তবে রিসোর্ট হলেও এখানে রাত কাটানোর চিন্তা না করাই ভাল।
ঢাকা থেকে বাসে বান্দরবান পৌছে চান্দের গাড়ি অথবা সিএনজি নিয়ে যাওয়া যাবে।

০৫. কূয়াকাটা
একই জায়গা থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য বিখ্যাত দক্ষিণবঙ্গের সাগরকন্যা কূয়াকাটা। আমার পছন্দের মূল কারন অবশ্য বড় ঢেউ আর প্রাকৃতিক পরিবেশ। ঢেউগুলো বীচের খুব কাছে আসায় এখানে সমুদ্রস্নানের মজাটা কক্সবাজার থেকে কয়েকগুণ বেশি।
ঢাকা থেকে সরাসরি বাসে অথবা লঞ্চে বরিশাল/পটুয়াখালী হয়ে যাওয়া যাবে কূয়াকাটায়।

০৪. সুন্দরবন
এই ছবিটি আমার তোলা না। নেট থেকে নেয়া। অনেক বছর আগে যখন গিয়েছি তখন মোবাইল ক্যামেরা ছিলোনা। এনালগ ক্যামেরায় দু-চারটে ছবি তুলেছিলাম হয়তো। নতুনভাবে আরেকবার যাওয়ার প্লান আছে।
বর্তমানে নিরাপত্তা ও যাতায়াতের কথা চিন্তা করে কোন ট্রাভেল এজেন্সির সাথে গেলেই ভাল হবে। এছাড়া বড় গ্রুপ অাকারে গেলে খরচ অনেকটা কম পড়বে আর নিরাপত্তা বেশি নিশ্চিত হবে।

০৩. কক্সবাজার
বৃহত্তম সমুদ্র সৈকত হিসেবে কক্সবাজার সারাবিশ্বেই কমবেশি পরিচিত। আমরাই এর মূল্যায়ন করলাম না। অপরিচ্ছন্ন বীচ আর অপরিকল্পিত, অনিয়ন্ত্রিত ব্যাবস্থাপনার কারনে অনেকেই এখন যেতে চায়না। যদিও এরপরেও ভ্রমনপিপাসুদের নিকট এখনও শীর্ষে কক্সবাজার।
কক্সবাজারের সাথে প্রায় সারাদেশের সাথেই রয়েছে সরাসরি বাস যোগাযোগব্যবস্থা।

০২. সাজেক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত পাহাড়ঘেরা সাজেক আমার কাছে অসাধারন মনে হয়েছে। বিশেষত এখানে কাটানো রাতটা আপনার স্মৃতিতে অমলিন হয়ে থাকবেই। খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার আঁকাবাঁকা, উঁচুনিচু, খাড়া পুরোটা পথই রোমাঞ্চকর।
ঢাকা থেকে বাসে খাগড়াছড়ি এসে চান্দের গাড়িতে যাওয়া যাবে মেঘ ও পাহাড়ের মিলনক্ষেত্র সাজেকে।

০১. সেন্ট মার্টিন
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। চারিদিকে সমুদ্রের নীল জলরাশি বেষ্টিত দ্বীপটির রূপ আপনাকে মুগ্ধ করবেই। আমার দৃষ্টিতে ০১ নম্বর তাই সেন্ট মার্টিনই।

✍✍Special discount for Malaysia tickets ✍🎤✍ঢাকা----চেন্নাই--রিটার্ন -১৬০০০।ঢাকা-কোলকাতা রিটার্ন ৯৫০০।ঢাকা -ব্যাংকক রিটার...
21/12/2019

✍✍Special discount for Malaysia tickets ✍🎤✍

ঢাকা----চেন্নাই--রিটার্ন -১৬০০০।

ঢাকা-কোলকাতা রিটার্ন ৯৫০০।

ঢাকা -ব্যাংকক রিটার্ন ১৫০০০(ইউ এস বাংলা)।

ঢাকা-কুয়ালালামপুর --রিটার্ন -২৩০০০।

ঢাকা--গোয়ানজু রিটার্ন -২৯০০০।

ঢাকা--রিয়াদ ডিরেক্ট ওয়ানওয়ে- ৩৮০০০।

কানাডা & অন্যান্য দেশের সকল টিকিট............

টিকেট বুকিং এর জন্য এখন-ই কল করুন --

01312-422334, 01312-01 01 21, 01922-328002

+601112265278 (Malaysia:whats app & imo)

Address

Jatrabari, Dania, Dhaka-1236
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Global Connect Tours & Travels - যাত্রাবাড়ী :fastway posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Global Connect Tours & Travels - যাত্রাবাড়ী :fastway:

Videos

Share

Category


Other Travel Companies in Dhaka

Show All