Hello Travel Bangladesh - HTB

Hello Travel Bangladesh - HTB Budget Friendly Tour করা আমাদের একমাত্র উদ্দেশ্য 🫰✅
(1)

একই ফ্রেমে তেতুলিয়া, মহানন্দা নদী, শিলিগুড়ি, দার্জিলিং পাহাড় এবং হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা। 💕
26/06/2024

একই ফ্রেমে তেতুলিয়া, মহানন্দা নদী, শিলিগুড়ি,
দার্জিলিং পাহাড় এবং হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা। 💕

থানচিতে আবারো পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধ আজ্ঞা জারি করলো  প্রশাসন।
25/06/2024

থানচিতে আবারো পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধ আজ্ঞা জারি করলো প্রশাসন।

25/06/2024

সিলেট ডে-ট্যুর
জাফলং,সংগ্রামপুঞ্জি ঝর্না, ২ টি মাজার, আগুন পাহাড়, চা-বাগান
ডে-ট্যুর মাত্র-১৫০০/-
(কোন হিডেন চার্জ নেই)

জনমানবীন পরিত্যক্ত জায়গাটাকে প্রকৃতি সাজিয়েছে তার নিজের মতো করে....!!
25/06/2024

জনমানবীন পরিত্যক্ত জায়গাটাকে প্রকৃতি সাজিয়েছে তার নিজের মতো করে....!!

কাপ্তাই, রাঙামাটি
25/06/2024

কাপ্তাই, রাঙামাটি

হাওড়ের সৌন্দর্য
25/06/2024

হাওড়ের সৌন্দর্য

শুভ সকাল রমনা পার্ক, ঢাকা
25/06/2024

শুভ সকাল
রমনা পার্ক, ঢাকা

23/06/2024

বৃষ্টিতে পাহাড় অনেক সুন্দর 💚

22/06/2024

This is my dream destination 🌧️🍃🖤

😑🫠
22/06/2024

😑🫠

17/06/2024

""আসসালামু আলাইকুম ""
দেশ ও দেশের বাহিরের সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
(ঈদ মোবারক)🌙❤️

15/06/2024

পাহাড় কেন? পাহাড়ই কেন?

কারণ, আমরা যারা পাহাড় ভালোবাসি তারা আর অন্য কোথাও ঘুরতে গিয়ে শান্তি পাই না। ঘর থেকে দু'পা বার করার যে অদ্ভুত এক মনকেমন বুকের মধ্যে রাজ্যপাট বিস্তার করে সেই মনকেমনের নিরাময় আর অন্য কোথাও নেই। ওই পাকদন্ডী বেয়ে বেয়ে ওঠার অনুভূতি, ওই হোমস্টের বারান্দায় চায়ের কাপ হাতে নিয়ে বসে থাকা, ওই কুয়াশা মাখা মায়াময় রাস্তা, ওই দূর পাহাড়ের সফেদ চুড়োর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা, ওই ঝর্ণার পাশে চুপ করে বসে থাকা, ওই নিস্তব্ধতা, ওই অদ্ভুত শান্তি আমাদের জন্য আর কোত্থাও বরাদ্দ নেই।

তাই পাহাড়। ছুটি জমিয়ে পাহাড়। টাকা জমিয়ে পাহাড়। প্ল্যান বানিয়ে পাহাড়। বছরে একবার হলেও পাহাড়। দু'বার হলেও পাহাড়। বারবার হলেও পাহাড়। পাহাড়, পাহাড়, শুধু পাহাড়...

অমিত দিট্টু ~

15/06/2024

এরকম নিরিবিলি জায়গায় একা বসে থাকার
অনুভুতিটা অন্যরকম 😌

15/06/2024

প্রকৃতি সবচেয়ে বড় প্রেমিক ⛰️🏖️🥰

13/06/2024

সেন্টমার্টিন এভাবে আজকে নাড়ির টানে বাড়ি গেছে সেন্টমার্টিনের মানুষ!
টেকনাফের পশ্চিম বিচে থেকে জরুরি যাতায়াত!

11/06/2024

বাঁচতে বাঁচতে ক্লান্ত হয়ে যাচ্ছি প্রতিদিন। আকাশে একই মেঘ, ধুন্দুলবনে একই হাওয়া প্রতিদিন ঘুরে ফিরে আসে। ক্লান্ত অনেক, এইসব ছেড়ে দূরে কোথাও যেতে চাই।

এই ধরো পাহাড়ে... ⛰️❤️

04/06/2024

অফ সিজনে সেন্টমার্টিন যাওয়ার সময় 😍

03/06/2024

প্রথমবার কক্সবাজার/ সেন্টমার্টিন এসে অনেকে এমন শুরু করে 😂

এই লোকেশনে টংঙে বসে এক কাপ রং চা। আরকি লাগে !
03/06/2024

এই লোকেশনে টংঙে বসে এক কাপ রং চা।
আরকি লাগে !

22/05/2024

সমুদ্র যখন কথা বলে তার আপন সৌন্দর্যে 💙

© Arman

গাছে বাজ পড়ার এই অবিশ্বাস্য মুহুর্ত ক্যাপচার করেছেন ফটোগ্রাফার ড্যারেন পিয়ারসন।😯
20/05/2024

গাছে বাজ পড়ার এই অবিশ্বাস্য মুহুর্ত ক্যাপচার করেছেন ফটোগ্রাফার ড্যারেন পিয়ারসন।😯

বর্তমান সময়ের জনপ্রিয় ট্রাভেল ব্লগার নাদির ভাইয়ের মা ইন্তেকাল করেছেন , (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
20/05/2024

বর্তমান সময়ের জনপ্রিয় ট্রাভেল ব্লগার নাদির ভাইয়ের মা ইন্তেকাল করেছেন , (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

17/05/2024

সেন্ট-মার্টিন জাওয়ার সময় এমন অভিজ্ঞতা আছে কার কার ?

15/05/2024

তারপর বলুন মালদ্বীপ যাচ্ছেন কবে ?

13/05/2024

ভয়ংকর সুন্দর হয়তো এটাকেই বলে 🥹

অথচ বর্ষা কালেই গাছ লাগানোর সিজন 🥲
11/05/2024

অথচ বর্ষা কালেই গাছ লাগানোর সিজন 🥲

নিজ জেলার আঞ্চলিক ভাষায় উত্তরটা চাই।
26/02/2024

নিজ জেলার আঞ্চলিক ভাষায় উত্তরটা চাই।

★প্রকৃতি প্রেমি হলে, আগে প্রকৃতির ভিতর ডুকতে হবে।
25/02/2024

★প্রকৃতি প্রেমি হলে, আগে প্রকৃতির ভিতর ডুকতে হবে।

বাজেট? নাকি প্রিমিয়াম ট্যুর? কাদের জন্য কোন ট্যুর? আমরা যারা ট্রাভেলিং সেক্টরে কাজ করি তাদের একটা প্রশ্নের মুখে বারবার প...
24/02/2024

বাজেট? নাকি প্রিমিয়াম ট্যুর?
কাদের জন্য কোন ট্যুর?

আমরা যারা ট্রাভেলিং সেক্টরে কাজ করি তাদের একটা প্রশ্নের মুখে বারবার পড়তে হয়। এইটা হচ্ছে ভাইয়া ওমুক গ্রুপ এতো টাকায় প্যাকেজ সেল করছে আপনাদের প্যাকেজের প্রাইজ এতো বেশি কেন?

এইটা বুঝতে হলে আপনার আগে ঠিক করতে হবে বাজেটে ট্রাভেল করতে চাচ্ছেন? নাকি প্রিমিয়াম?

১/ একটা বাজেট ট্রিপে সাধারণত অর্গানাইজারদের মূল টার্গেট থাকে কত কম খরচে একটা যায়গা ঘুরে আসা যায়। আর প্রিমিয়ামে সেই টার্গেট থাকে কত বেশি আরাম আয়েশে এই ট্রিপ শেষ করা যায়।

২/ বাজেট ট্যুরে যেভাবে বাস থেকে শুরু করে সব যায়গায় টাকা সেভিংস এর দিকে নজর দেওয়া হয়, ঠিক উল্টোটা করা হয় প্রিমিয়াম ট্রিপে। প্রিমিয়াম ট্রিপেরও ক্যাটাগরি আছে। যেমন সাজেকে ৫০০০ টাকা পার নাইটের প্রিমিয়াম রিসোর্ট আছে। আবার কেউ ৭০০০-১০০০০ টাকা খরচ করেও আরও লাক্সারীভাবে থাকতে পারে।

৩/ খাবারদাবারেও একটা পরিবর্তন থাকে বাজেট ও প্রিমিয়াম ট্রিপের মধ্যে। কেউ কিন্তু এইটা খাওয়াবো সেইটা খাওয়াবো বলে মার্কেটিং করে না। ধরুন সবাই বলবে ৩ বেলা খাবার থাকবে, কিন্তু বাজেটে গেলে আপনি হয়তো ফার্মের মুরগী খাবেন আর প্রিমিয়াম এ সোনালী কিংবা দেশি।

৪/ রিসোর্ট বাজেটে থাকে একরকম ও প্রিমিয়ামে আরেকরকম। প্রিমিয়াম ট্রিপে আপনি যে টাইপের রিসোর্ট পাবেন বাজেটে কিন্তু আপনি সেই টাইপের রিসোর্ট পাবেন না।

এবার আসি মূল কথায়, কোন ট্রিপ কার জন্য?

আপনি যদি একটু নিজে ঘাটাঘাটি করে সব ব্যবস্থা করতে পারেন তাহলে একটা ট্রিপে যাওয়ার সবচাইতে বেস্ট হচ্ছে নিজে নিজে যাওয়া। কারো কোনো হেল্প না নিয়ে নিজে নিজে ঘুরে আসেন নতুন নতুন যায়গা থেকে। এতে করে আপনার অভিজ্ঞতা যেমন বাড়বে তেমনি ঘুরাও হবে।

কিন্তু কোনো একটা যায়গায় যদি আপনার একা যাওয়া সম্ভব না হয় তাহলে যেকোন প্যাকেজে ঘুরে আসতে পারেন। আর উদ্দ্যেশ্য যদি হয় শুধু ঘুরাঘুরি করা ও থাকা খাওয়া নিয়ে কোনো সমস্যা না হয় তাহলে আপনি বাজেট প্যাকেজে ঘুরে আসেন।

কিন্তু আপনি যদি ঘুরতে যেয়ে একটু আরাম আয়েশ খুজেন তাহলে আপনার জন্য বেস্ট হবে একটু ভালো প্রাইজে প্রিমিয়াম টাইপের প্যাকেজ খুঁজে বের করা। এতে করে আপনি আরাম আয়েশে কোন একটা যায়গা থেকে ঘুরে আসতে পারবেন। থাকতে পারবেন ভালো ভিউওয়ালা রিসোর্টে, খাবার দাবার পাবেন একটু ভিন্ন ও যাওয়া আসা নিয়েই কোনো ঝামেলা থাকবে না।

হ্যাপি ট্রাভেলিং 😍😍

22/02/2024

সেন্টমার্টিন ভ্রমণ ৯০০০ টাকা ৪ রাত ৩ দিন সকল খরচসহ
এসি বাস, বীচ ভিউ রিসোর্ট, শীপ টিকেট সকল খরচসহ
২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে রওনা..
বুকিং ও বিস্তারিত জানতে কল : 01813014707

Address

827, East Shewrapara (Level 4 ) Mirpur 1216
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Hello Travel Bangladesh - HTB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hello Travel Bangladesh - HTB:

Videos

Share

Category