SkyMoon

SkyMoon Global Travel & Tour Agency

খুব সহজে আর্মেনিয়া স্টুডেন্ট ভিসা মিনিমাম এসএসসি পাশ হলেই  চলবে পার্টটাইম ফুড ডেলেবারি  করে লাখ টাকা ইনকাম করার সুযোগ
17/08/2023

খুব সহজে আর্মেনিয়া স্টুডেন্ট ভিসা
মিনিমাম এসএসসি পাশ হলেই চলবে
পার্টটাইম ফুড ডেলেবারি করে লাখ টাকা ইনকাম করার সুযোগ

16/08/2023

"তোমার বন্ধুকে তুমি মধ্যমভাবে ভালোবাস (অর্থাৎ, তার ভালোবাসাতে অতিরঞ্জন করো না)। কারণ, একদিন সে তোমার শত্রুতে পরিণত হতে পারে। আর তোমার শত্রুকে তুমি মধ্যমভাবে শত্রু ভেবো (অর্থাৎ, তাকে শত্রু ভাবাতে বাড়াবাড়ি করো না)। কারণ, একদিন সে তোমার বন্ধুতে পরিণত হতে পারে। সুতরাং তখন তোমাকে লজ্জায় পড়তে হবে।"

- তিরমিযী ১৯৯৭, সহীহুল জামি ১৭৮।

Inna Lillahi wa Inna Ilaihi Rajiun,  In the famous commentators, the Quran, Allama Delwar Hossain Sayedee, died in a hos...
14/08/2023

Inna Lillahi wa Inna Ilaihi Rajiun, In the famous commentators, the Quran, Allama Delwar Hossain Sayedee, died in a hospital in the capital. Allah accept the Khadem of Allah. Forgot the sin, make the guests of Paradise by forgiving

প্রায় এক ঘন্টা অচেতন  ছিলাম ১ ঘন্টা পর জ্ঞান ফিরেছে  আলহামদুলিল্লাহ  আল্লাহতায়ালা আবার জীবিত করেছেনযেসব টেস্ট করতে ব্যথ...
14/08/2023

প্রায় এক ঘন্টা অচেতন ছিলাম
১ ঘন্টা পর জ্ঞান ফিরেছে
আলহামদুলিল্লাহ আল্লাহতায়ালা আবার জীবিত করেছেন
যেসব টেস্ট করতে ব্যথা হয়, সেগুলো অচেতন করেই করা হয়
অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া পেটের অনেক বড় সমস্যা করে ফেলচি
ইবনে সিনা হসপিটালে নিয়মিত শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে
আগামী ১৫ দিন পর আরো একটা পরীক্ষা

বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন সবার কাছে দোয়া প্রার্থী

এরা কি আত্মহত্যা করেছে নাকি এদেরকে হত্যা করা হয়েছে???
12/08/2023

এরা কি আত্মহত্যা করেছে নাকি এদেরকে হত্যা করা হয়েছে???

Statue of Liberty 🗽 New York
12/08/2023

Statue of Liberty 🗽 New York

09/08/2023

দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ।

SkyMoon
technical training institute
আপনার দক্ষতা অর্জনে আমাদের প্রতিষ্ঠান সর্বাত্মক সহযোগিতা করবে,
যোগাযোগ
+8801300432059

09/08/2023

তুর্কী ভিজিট ভিসা করে থাকি আগ্রহী watsapp 01300-432059

08/08/2023

মাএ ৫ মাসে লিথুনিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার সুযোগ।

কাজের ধরন। গ্রীন হাউজ ওয়ার্কার। ফার্ম ওয়ার্কার। কম্পিউটার অপারেটর। দক্ষ কসাই। বাস ড্রাইভার। ক্রেন অপারেটর। রেস্টুরেন্ট ও কনস্ট্রাকশন।

বেতন। ১.০০০০০/১২০.০০০
আগ্রহী ওয়াটসাপে নক দিন। ওভারসীজ ডিরেক্টর নুরুল ইসলাম রিয়াদ। +880 1300-432059

Dhaka Office. 36, Purana Paltan Lane, Rokeya Manson (6th Floor) VIP Road, Dhaka-1000. Bangladesh.

India Office: 13, Marquis Stret
Ground Floor, P.S-Park Street, Kolkata

ইউরোপের দেশ লিথুনিয়া
08/08/2023

ইউরোপের দেশ লিথুনিয়া

07/08/2023

আহা বৃষ্টি

07/08/2023

আলহামদুলিল্লাহ লিথুনিয়ার কিছু কাজ হাতে পেলাম আগ্রহী ওয়াটসাপে নক দিন 01300432059

জাস্টিন ট্রুডোর ক্ষমতায়! বিল গেটসের টাকায়!!ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়!!! হুমায়ুন ফরিদীর ভালোবাসায়!!!!তাহসানের কন্ঠে কিংব...
06/08/2023

জাস্টিন ট্রুডোর ক্ষমতায়! বিল গেটসের টাকায়!!

ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়!!! হুমায়ুন ফরিদীর ভালোবাসায়!!!!

তাহসানের কন্ঠে কিংবা হৃতিক রোশানের স্মার্টনেসে!

কোন কিছুই নারীকে আটকাতে পারে নাই,নারী আসলে কিসে আটকায় ??

জাস্টিন ট্রুডোর ক্ষমতায়!'বিল গেটসের টাকায়!' ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়!'হুমায়ন ফরিদীর ভালোবাসায়!'তাহসানের কন্ঠে কিংবা হৃ...
05/08/2023

জাস্টিন ট্রুডোর ক্ষমতায়!'বিল গেটসের টাকায়!' ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়!'হুমায়ন ফরিদীর ভালোবাসায়!'তাহসানের কন্ঠে কিংবা হৃতিক রোশানের স্মার্টনেসে!'

কোন কিছুই নারীকে আঁটকাইতে পারে নাই,নারী আসলে কিসে আঁটকায়?'😊💔

05/08/2023

৫ টাকার কলম দিয়ে যদি কোটি টাকার হিসাব করা যায়!!
পচা পানিতে ফোটা শাপলা যদি জাতীয় ফুল হয়!!
তাহলে আমাকে দিয়েও একদিন বড়কিছু হবে, ইনশাআল্লাহ।

জার্মানে চলে যাচ্ছি. .✈️
02/08/2023

জার্মানে চলে যাচ্ছি. .✈️

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বিমানবন্দরে কার্টন ও পোটলা আকারের লাগেজ গ্রহণ করা হবে না মর্মে এয়ারলাইন্সগুলিকে জানিয়ে দেওয়...
01/08/2023

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বিমানবন্দরে কার্টন ও পোটলা আকারের লাগেজ গ্রহণ করা হবে না মর্মে এয়ারলাইন্সগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। একইভাবে বাংলাদেশ থেকেও যাতে কার্টন বা পোটলা আকারের লাগেজ চেক-ইন করানো না হয় সে বিষয়ে নির্দেশনা এসেছে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত এয়ারলাইন্সের হেড অফিস থেকে। ফুটবলের মত, গোলগোল্লা আকারের লাগেজ বেল্টে দেওয়ার পর তা বেল্ট থেকে পড়ে যায়। স্ক্যানিংয়ে সন্দেহজনক কিছু দেখা গেলে কার্টন বা পোটলা খুলে আবার আগের মত বেধে ফেলা যায় না। এরকম আকারের লাগেজ ডেলিভারি দিতে সময় বেশি লাগে। উড়োজাহাজের কার্গো হোল্ডে এরকম লাগেজ রাখতে বেশি জায়গা লাগে। এসব কারণেই এ নিষেধাজ্ঞা। আপাতত সংযুক্ত আরব আমিরাত থেকে কার্টন ও পোটলা বুকিং দেওয়ার ব্যাপারে নিষেধ করা হলেও ভবিষ্যতে অন্যান্য দেশ থেকেও অনুরূপ নির্দেশনা আসতে পারে। এতদিন প্রবাসী শ্রমিকদের কার্টন বা পোটলায় মালামাল বহনের প্রবণতাকে আরব দেশগুলি উদারভাবে দেখলেও ভবিষ্যতে হয়ত আর দেখবে না। কষ্ট হলেও প্রবাসীদের নতুন নিয়মের সাথে অভ্যস্ত হতে হবে।

দুনিয়ার সকল বাবাদের প্রতি শ্রদ্ধা
01/08/2023

দুনিয়ার সকল বাবাদের প্রতি শ্রদ্ধা

31/07/2023

জীবনের সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না। কিছু কিছু ঝড় আসে আপনার পথ পরিষ্কার করে দেওয়ার জন্য।

একজন পাগল হইছে, আরেকজন পাগল হওয়ার পথে !😊
29/07/2023

একজন পাগল হইছে, আরেকজন পাগল হওয়ার পথে !😊

পেঁপে খাইছেন ভালো কথা কিন্তু বিচি খাওয়ার কি দরকার ছিলো..🤔🤔🥴🥴
29/07/2023

পেঁপে খাইছেন ভালো কথা কিন্তু বিচি খাওয়ার কি দরকার ছিলো..🤔🤔🥴🥴

26/07/2023

পৃথিবীর বড় দুটো ব্যবসা করে অভিজাত ভদ্রলোকেরা। একটি অস্ত্রের ব্যবসা, অন্যটি রোগের ব্যবসা।

অস্ত্রের কথা সবাই জানে। রোগের কথা বলি। বর্তমানে ক্যান্সার একটি অভিজাত ব্যবসা। এই ব্যবসাতে বর্তমানে বছরে টার্নওভার ১৬০ বিলিয়ন ডলার ! চিন্তা করা যায় ?

কি হয় ক্যান্সার চিকিৎসা সাধারণ মানুষের নাগালে নিয়ে আসলে ? পৃথিবীর সেসব অভিজাত ভদ্রলোকেরা চাইলে এটি পারেন। পারেন সব চিকিৎসাকে মানুষের নাগালে আনতে। কিন্তু তারা তা করেন না। বিজ্ঞান লুটপাট হয়ে গেছে বণিকের বাজারে।

md golam sarwar

একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার  সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার
25/07/2023

একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার

25/07/2023

সোনার বাংলা গড়তে হলে
আগে সোনার মানুষ গঠন করতে হবে
যে দেশের ৮০ ভাগ মানুষ চোর বাটপার, ধান্দাবাজ প্রতারক
লেবাসধারী শয়তান,,, ধর্ম ব্যবসায়ী,,
এদের দ্বারা অন্তত সোনার বাংলা গড়া সম্ভব না


গ্রামের চৌকিদার থেকে মন্ত্রী
একজন কনস্টেবল থেকে প্রশাসন প্রধান
সবাই দুর্নীতিগ্রস্ত

আমরা প্রত্যেকটা মানুষ ছোট ছোট দুর্নীতির সাথে সম্পৃক্ত
আসুন আগে নিজেকে পাল্টাই
তারপর না হয় সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখবো

আপনার মতামত জানাতে পারেন
কমেন্টের ভাষাটা অবশ্যই সাবলীল হতে হবে

23/07/2023

❞টাকা দিয়ে সাহায্য করতে পারবোনা কিন্তু ইনকামের রাস্তা দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ । বিস্তারিত জানতে ইনবক্সে আসুন ধন্যবাদ ।
whatsapp +8801300432059

প্রাচীন চীনে পুরুষদের খোজাকরণের নির্মম ইতিহাস!ক্ষমতাবান রাজা বাদশাদের অনেকেই নিজেদের হারেমে প্রচুর নারী রাখতো। এরা ছিল শ...
22/07/2023

প্রাচীন চীনে পুরুষদের খোজাকরণের নির্মম ইতিহাস!

ক্ষমতাবান রাজা বাদশাদের অনেকেই নিজেদের হারেমে প্রচুর নারী রাখতো। এরা ছিল শুধুই উপভোগের জন্য। এই ধরনের নারীদেরকে বলে ‘রক্ষিতা’। প্রাচীন চীনে হারেমে প্রায় ২০ হাজার নারী ছিল। রক্ষিতা রাখার প্রধান কারণ জৈবিক চাহিদা পূরণ করা। এবং আরো একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অধিক পরিমাণ সন্তান উৎপাদন করা। রাজকীয় রক্তে অধিক পরিমাণ উত্তরাধিকার রেখে যাওয়া। রাজ পরিবার যেন বিলুপ্ত হয়ে না যায় তা নিশ্চিত করা।
এই নারীগুলোকে জোর করে ধরে আনা হতো কিংবা পরিবার থেকে ছিনিয়ে আনা হতো। তাই এরা যেন পালিয়ে না যায় বা ভেতরে কোনো ঝামেলা না করে তার জন্য পাহারাদার রাখা হতো। নারী দিয়ে পাহারার কাজ চলে না, পাহারাদার হতে হবে কোনো পুরুষ। কিন্তু এখানে একটা সমস্যা দেখা দেয়, পাহারাদার হিসেবে যে যে পুরুষ থাকবে তারা আবার রক্ষিতাদের সাথে সম্পর্ক গড়ে তুলবে নাতো?

রক্ষিতাদের ঔরসে শুধুই রাজ রক্তের উত্তরাধিকার তৈরি হবার পাশাপাশি বাইরের রক্ত মিশ্রিত হয়ে যাবার একটা ভয় থেকেই যায়। এই সমস্যা থেকে উত্তরণের জন্য রাজারা একটা পথ বেছে নেয়। পাহারাদারদের যৌন ক্ষমতা নষ্ট করে দেয়া। যৌন ক্ষমতা নষ্ট করে দেবার প্রক্রিয়াকেই বলে খোজাকরণ। যাদের যৌন ক্ষমতা নষ্ট করে দেয়া হয় তাদের বলে ‘খোজা’। ইংরেজি Eu**ch শব্দের প্রতিশব্দ হচ্ছে খোজা। ইউনাক শব্দটি এসেছে গ্রিক শব্দ Eunoukhos থেকে, যার অর্থ শয়নকক্ষের পাহারাদার।
খোজাকরণ মূলত তিন ধরনের হতে পারে। ১. শুধু পুরুষাঙ্গ কর্তন করে ফেলা; ২. শুধু শুক্রথলী কর্তন করা ও ৩. পুরুষাঙ্গ ও শুক্রথলী উভয়ই কর্তন করা। প্রাচীন চীনে তৃতীয় প্রকার খোজাকরণ প্রচলিত ছিল। এই প্রক্রিয়ায় খুব ধারালো ছুরির সাহায্যে পুরুষাঙ্গ ও অণ্ডকোষ উভয়ই কেটে ফেলা হতো। চীনে খ্রিষ্টপূর্ব ১৬০০ অব্দ থেকে শুরু করে পরবর্তী কয়েক হাজার বছর পর্যন্ত এই প্রক্রিয়া প্রচলিত ছিল। কিন্তু এই প্রক্রিয়ায় ঝুঁকি বেশি। এই প্রক্রিয়ায় প্রচুর মানুষের মৃত্যু হতো। মৃত্যুহার কমানোর জন্য ধীরে ধীরে পুরুষাঙ্গ রেখে শুধুমাত্র শুক্রথলী কেটে খোজা বানানোর প্রক্রিয়া শুরু হয়।
প্রাচীন চৈনিক সাম্রাজ্যে খোজাকরণের কাজটি করা হতো মূল প্রাসাদের বাইরে বিচ্ছিন্ন কোনো স্থানে। রাজ প্রাসাদের চারদিকে দেয়ালঘেরা সীমানা থাকে। এই সীমানার কোনো একটি স্থানে ব্যবহার করা হয় না এমন একটি পাহারা কক্ষ থাকে, যা দরকার পড়ে না বলে ব্যবহার করা হয় না। এই ধরনের পরিত্যক্ত ঘরকে ব্যবহার করা হতো খোজাকরণের অপারেশন কক্ষ হিসেবে।
প্রথমে ব্যক্তিটিকে ঐ কক্ষে নিয়ে একটি কাঠের পাটাতনে শুইয়ে দেয়া হতো। তারপর হালকা গরম পানি দিয়ে যৌনাঙ্গ ও যৌনাঙ্গের আশেপাশের স্থান ধুয়ে নেয়া হতো। এরপর অবশ করতে পারে এমন উপাদানের প্রলেপ দিয়ে যৌনাঙ্গকে অবশ করে ফেলা হতো। তখনকার সময়ে অবশকারী হিসেবে প্রচণ্ড ঝালযুক্ত মরিচ বাটা ব্যবহার করা হতো। অবশ করার পর সহযোগীরা মিলে দেহটিকে কাঠের পাটাতনের সাথে শক্ত করে বেঁধে ফেলতো। তারপর দুইজন সহকারী দুই পা ফাঁকা করে ধরে রাখতো যেন যৌনাঙ্গ কাটার সময় পায়ের দ্বারা কোনো অসুবিধা না হয়। দুইজন তো দুই পায়ে শক্ত করে ধরে রাখতোই, তার উপর আরো দুইজন কিংবা ক্ষেত্রবিশেষে একজন হাত দুটি বেঁধে চেপে ধরে রাখতো।
কর্তক ব্যক্তি সুবিধা করে দুই পায়ের মাঝখানে দাঁড়িয়ে শুক্রথলী ও পুরুষাঙ্গ হাতের মুষ্টির ভেতর ধরতো। যৌনাঙ্গ মুষ্টির ভেতরে রেখে শায়িত ব্যক্তির কাছ থেকে সম্মতি নেয়া হতো যে তিনি স্বেচ্ছায় খোজাকরণ করতে দিচ্ছেন। সম্মতি পাবার সাথে সাথে চোখের পলকেই ধারালো ছুরি দিয়ে একসাথে কেটে ফেলা হতো মুষ্টির ভেতরে থাকা অণ্ডকোষ ও পুরুষাঙ্গ।

এই অবস্থায় প্রচুর রক্তপাত হতো। এই ধাপ শেষ করার পর থাকে বড় চ্যালেঞ্জটি। রোগীটিকে এই ধাক্কা কাটিয়ে তুলে বাঁচানো যাবে কিনা। কর্তন প্রক্রিয়া শেষ করার পর পরই একটি মূত্রনালিতে একটি নল প্রবেশ করিয়ে দেয়া হতো। প্রস্রাব বের হবার রাস্তা যেন বন্ধ হয়ে না যায় সেজন্য এই নল প্রবেশ করানো হতো। নল ছিল অনেকটা আজকের যুগের স্যালাইনের পাইপের মতো, এর ভেতর দিয়ে প্রস্রাব বের হতো।

এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে রোগীকে ঐ কক্ষে তিন দিন রেখে দেয়া হতো। ঐ সময়ে রোগীকে কোনো প্রকার খাবার দেয়া হতো না। এই ধাপ পার হতে পারলে চতুর্থ দিনে রোগীকে প্রস্রাব করতে বলা হতো। যদি প্রস্রাব করতে পারতো তাহলে অপারেশন সফল হয়েছে বলে ধরে নেয়া হতো, আর যদি প্রস্রাব করতে না পারতো তাহলে ধরা হতো এই অপারেশন সফল হয়নি। এক্ষেত্রে রোগী ব্যথা ও ইনফেকশনে মারা যেত। তবে প্রাচীন চীনারা ধীরে ধীরে এই কাজে এতটাই দক্ষ হয়ে উঠেছিল যে অপারেশনে মৃত্যুহার নেমে এসেছিল প্রতি হাজারে ১ জন।

সূত্র: State Watch

21/07/2023

সফলতা অর্জন না করা পর্যন্ত
আপনার ব্যর্থতার গল্প কেউ শুনবে না ।

16/07/2023

বিয়ের আগে অধিকাংশ মেয়েরা। অতি আধুনিক স্টাইলিশ ছেলে পছন্দ করে, বিয়ের পর যখন ডিভোর্স হয়ে যায়, তখন দ্বীনদার খুঁজে

16/07/2023

সবার জন্য একটা সুন্দর পৃথিবীর প্রার্থনা।

ছেলের নিচ তলায় বিশাল মার্কেট সহ চার তলা বাড়ি আছে 🥴🥴🥴
16/07/2023

ছেলের নিচ তলায় বিশাল মার্কেট সহ
চার তলা বাড়ি আছে 🥴🥴🥴

বউ আবদার করেছিল বাড়ি গাড়ি দুটোই একসাথে চাই। বাকিটা আপনারা বুঝে নেন 🤣
14/07/2023

বউ আবদার করেছিল বাড়ি গাড়ি দুটোই একসাথে চাই। বাকিটা আপনারা বুঝে নেন 🤣

মামুন আশরাফ কিং অফ রামপুর রং চায়ের আড্ডায় ক্যামেরা বন্দী হলাম
09/07/2023

মামুন আশরাফ
কিং অফ রামপুর
রং চায়ের আড্ডায় ক্যামেরা বন্দী হলাম

08/07/2023

একজন মানুষ হিসেবে

মান-অভিমানে আমি পরিপূর্ণ
তবে বেইমানিতে আমি একদম শূন্য

08/07/2023

আমি সুন্দরীদের বরাবরের মতোই এড়িয়ে চলি
কারন তাদের বুকে ভালোবাসা আর মৃত্যু একসাথে ঘুমায়

07/07/2023

দেনমোহর

দেনমোহর ছিলো মেয়েদের সম্মানি,আর আমরা এটাকে বানিয়েছি সংসার টিকিয়ে রাখার সিকিউরিটি!!!!

সবার মনটা যুদি ফুলের মতো সুন্দর হতো কতইনা  সুভাষ ছড়াতো
07/07/2023

সবার মনটা যুদি ফুলের মতো সুন্দর হতো কতইনা সুভাষ ছড়াতো

খুব মিস করবো বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার
06/07/2023

খুব মিস করবো
বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার

04/07/2023

আলহামদুলিল্লাহ ❤️

Address

36, Rokeya Menson, Front Side Of Anondo Bhabon Community Center, Naya Paltan, Lift 6, Floor 7, V. I. P Road
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when SkyMoon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SkyMoon:

Share

Category