The Time Travel

The Time Travel Life is just a one-way trip...

05/11/2024
পৃথিবীর সবচেয়ে ছোট গল্প, মাত্র ৬ শব্দের....সবচেয়ে ছোট গল্পগুলোর মধ্যে বিখ্যাত একটি হলো আর্নেস্ট হ্যামিংওয়ের গল্পটি। মাত্...
04/11/2024

পৃথিবীর সবচেয়ে ছোট গল্প, মাত্র ৬ শব্দের....

সবচেয়ে ছোট গল্পগুলোর মধ্যে বিখ্যাত একটি হলো আর্নেস্ট হ্যামিংওয়ের গল্পটি। মাত্র ছয় শব্দের গল্প। গল্পটা প্রায় সকলেরই জানা।

হ্যামিংওয়ে গল্পটা লিখেছিলেন বাজি ধরে। এখন মনে প্রশ্ন জাগছে নিশ্চয়ই! কার সঙ্গে বাজি ধরেছিলেন হ্যামিং? প্রচলিত আছে বাজি ধরেছিলেন অপর দুই মহারথীর সঙ্গে।

এক গ্রীষ্মে বোটে করে মাছ ধরতে গিয়েছেন তিনজন। হ্যামিংওয়ে, ফিদেল কাস্ত্রো আর চে গুয়েভরা। অনেকক্ষণ বড়শি নিয়ে বসে থেকেও কোনো মাছের দেখা না পেয়ে বিরক্ত হয়ে উঠছেন সবাই। বিরক্তি কাটাতে চে গুয়েভরা বললেন- আরে ধূর! মাছে খায় না তো কী হয়েছে? আমরা তো খেতে পারি।

বলতে বলতে তিনি স্ন্যাক্সের প্যাকেট খুলে খাওয়া শুরু করলেন। হ্যামিংওয়ে আর ক্যাস্ত্রোই বা আর বসে থাকবেন কেন। খাওয়া শুরু করলেন তারাও। খেতে খেতে ফিদেল কাস্ত্রো হ্যামিংওয়েকে বললেন- তা কী এমন গল্প লেখো? এখন একটা গল্প লিখে দেখাও তো। হ্যামিংওয়ে বললেন- এখন? এই মাঝ নদীতে গল্প লিখব কী করে? নোটবুক খাতাপত্র তো সব রেখে এসেছি।

চে গুয়েভরা তখন খাওয়া শেষে টিস্যু পেপারে হাত মুছছিলেন। হাত মোছা বন্ধ করে তিনি টিস্যু পেপারটা হ্যামিংওয়ের দিকে এগিয়ে দিয়ে বললেন- এই নাও টিস্যু পেপার। ইচ্ছে থাকলে এখানেও লেখা যায়। হ্যামিংওয়ে হাত বাড়িয়ে টিস্যু পেপারটি নিলেন। খাওয়া বন্ধ করে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন নদীর শান্ত স্বচ্ছ জলের দিকে। তারপর লিখলেন ছয়টি শব্দ।

এই ছয়টি শব্দ পরবর্তীতে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ক্ষুদ্র ছোট গল্প হয়ে গেল। তিনি লিখলেন- 'ফর সেল, বেবিস সুজ,নেভার ওরন।' অর্থ্যাত্‍, 'বিক্রির জন্য, শিশুর জুতো, ব্যবহৃত নয়'।

গল্পটির ভাবার্থ এইরকম- বাচ্চার জন্য জুতো কেনা হয়েছিল। তবে সেই বাচ্চাটি পৃথিবীর আলোই দেখেনি। মায়ের গর্ভেই শিশুটির মৃত্যু হয়। ছয় শব্দে গর্ভে মারা যাওয়া শিশুর জন্য মায়ের অনুভূতি! এ ধরণের গল্পকে বলা হয় 'ফ্ল্যাশ ফিকশন' বা অণুগল্প। মাইক্রো শর্ট স্টোরি নামেও ডাকা হয় এসব গল্পকে। গল্পটি দারুণ পছন্দ হলো ফিদেল কাস্ত্রো এবং চে গুয়েভরা দু'জনেরই। ক্যাস্ত্রো সঙ্গে সঙ্গে ১০ ডলার বের করে বকশিশ দিলেন হ্যামিংওয়েকে।

Photo credit: Dr-Rubyeat Adnan

লাল পান্ডা...লাল পান্ডা (Ailurus fulgens), যা ক্ষুদ্র পান্ডা এবং লাল বিড়াল রূপী ভাল্লুক নামেও পরিচিত। এদের দেখা মেলে হি...
03/11/2024

লাল পান্ডা...
লাল পান্ডা (Ailurus fulgens), যা ক্ষুদ্র পান্ডা এবং লাল বিড়াল রূপী ভাল্লুক নামেও পরিচিত।
এদের দেখা মেলে হিমালয় অঞ্চলে এবং দক্ষিণ চিন অঞ্চলে। এই প্রজাতিটি আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের বিচারে বিপন্ন প্রজাতি হিসেবে গন্য করা হয়। এর কারণ এদের সংখ্যা ১০,০০০ এরও অনেক কম বলে ধারণা করা হয়। এদের সংখ্যা কমে আসার প্রধান কারণ গুলো হল বাসস্থানের ক্ষতি হয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, চোরাশিকারীর উৎপাত, প্রজননের বিষন্নতা ইত্যাদি।
বিরল প্রজাতির দেখতে সুন্দর এই প্রানী টি দেখার সুযোগ পেয়েছিলাম দার্জিলিঙে। সেখানকার চিড়িয়াখানায় বেশ কিছু লাল পান্ডা রয়েছে।

প্রিয় প্রজন্ম কে সাথে নিয়ে ..
02/11/2024

প্রিয় প্রজন্ম কে সাথে নিয়ে ..

"ভ্রমণ মানে বিবর্তিত হওয়া।"
01/11/2024

"ভ্রমণ মানে বিবর্তিত হওয়া।"


01/11/2024

সময় সমাচার; ঘড়ির আদ্যপান্ত...

একসময়ের সূর্যঘড়ি থেকে আজকের সিজিয়াম ক্লক বা অপটিকাল ক্লক, সময় পরিমাপ ক্রমশ হয়েছে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর। কবে থেকে এই সময় পরিমাপের প্রয়োজন হলো? কেনই বা হলো? সেই পরিমাপকে আরো সূক্ষ্মতর করারই বা দরকার হলো কেন? এতো জায়গার বিভিন্ন সময়কে একই ব্যবস্থার আওতায় কিভাবে আনা হলো? এইসব প্রশ্নের চমকপ্রদ উত্তর দিচ্ছেন অধ্যাপক শুভদীপ দে, যিনি নিজেই এই সময় পরিমাপের আধুনিকতম যন্ত্র নিয়ে গবেষণা করছেন।

সময় গণনার প্রয়োজন কেন পড়ল
সময় মাপা এবং তার জন্য প্রয়োজনীয় যান্ত্রিক উপকরণ তৈরিকে হরোলজি (Horology) (সময় দেখা এবং ঘড়ি-নির্মাণবিদ্যা) বলা হয়। সময় মাপতে মূলত চাই একটা ঘটনা যেটার নির্ভরযোগ্যভাবে পুনরাবৃত্তি হয়। আনুমানিক প্রায় তিরিশ হাজার বছর আগে মানুষ এরকমই একটা ঘটনা খুঁজে পায় চাঁদের বিভিন্ন দশার মধ্যে (২৯.৫ দিনে পৃথিবীর পূর্ণ প্রদক্ষীণ করার ফলে চাঁদের একই দশার পুনরাবৃত্তি দেখা যায়)। চাঁদের বিভিন্ন দশা দেখে থাকলেও তাই দিয়ে যে সময় মাপা যায় (lunar time), সেই ধারণা মানুষের শুরুতেই হয়নি। সেটা এসেছে আরো অনেক পরে যখন সময় গণনার প্রয়োজন হয়েছে। প্রাচীন কাল থেকে শুরু করে যত দিন গেছে, সময়কে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরভাবে গণনার প্রয়োজন অনুভূত হয়েছে, তার সাথে পাল্লা দিয়ে সময় গণনার প্রযুক্তিরও উন্নতি হয়েছে। এককালে যেখানে সময় মাপতে সূর্যঘড়ির ব্যবহার হতো, এখন সেখানে সময় মাপতে লেসার-এর প্রয়োগ করে পরমাণুকে পরমশূন্য তাপমাত্রার কাছে নিয়ে যাওয়া হয়। আজকের অত্যাধুনিক পারমাণবিক ঘড়ি (atomic clock) মানুষের তৈরি যাবতীয় যন্ত্রের মধ্যে অন্যতম সূক্ষ্ম একটি পরিমাপযন্ত্র। সময় পরিমাপের সূক্ষ্মতা এক অভূতপূর্ব স্থানে পৌঁছে গিয়েছে।
প্রাচীন ইজিপ্টে সূর্যঘড়ি ব্যবহার করা হত দিনেরবেলা সময় মাপতে। সেই সঙ্গে অন্যান্য সভ্যতা যেমন পারস্য, গ্রিক, রোমানদের মধ্যেও সূর্যঘড়ির ব্যবহার দেখা গেছে। কয়েক হাজার বছর ধরে, একেবারে উনবিংশ শতাব্দীর গোড়া অব্দি, সূর্যঘড়ির সময় মাপা আরো নিখুঁত হয়েছে।
ভারতে সময় গণনার ইতিহাস
যেসব সূর্যঘড়ির চিহ্ন এখনো ভারতবর্ষে পাওয়া যায়, তার মধ্যে একটা হলো কোনারকের সূর্য মন্দিরে ত্রয়োদশ শতাব্দীতে তৈরি একটা সূর্যঘড়ি। তারপর রয়েছে অষ্টাদশ শতাব্দীতে রাজা জয় সিং-এর তৈরি জয়পুরের যন্তর-মন্তর। যন্তর-মন্তর-এর সূর্যঘড়িটা সেইসময় পৃথিবীর সবথেকে বড় সূর্যঘড়ি ছিল। পরবর্তীকালে রাজা জয় সিং দিল্লী, বেনারস, মথুরা এবং উজ্জয়নেও এরকম সূর্যঘড়ি তৈরি করেন। এইসব যন্তর-মন্তরে সূর্যঘড়ি ছাড়াও আরও অনেক রকমের জ্যোতির্বিজ্ঞান চর্চার আধুনিক যন্ত্র রয়েছে। (এপ্রসঙ্গে বলে রাখা দরকার যে আমাদের দেশে জ্যোতির্বিজ্ঞান চর্চা অনেক উন্নত দেশের থেকেও পুরোনো এবং আজও জ্যোতির্বিজ্ঞান গবেষণার বিভিন্ন ক্ষেত্রে আমার উন্নত দেশিগুলোর থেকে এগিয়ে আছি।)

ছবি: দুবাই এর মরুভূমি সময়কাল: ২০১১
28/10/2024

ছবি: দুবাই এর মরুভূমি
সময়কাল: ২০১১

Good Morning..
26/10/2024

Good Morning..

"সমুদ্র, সমস্ত সীমানা, সমস্ত দেশ, সমস্ত বিশ্বাস ছাড়িয়ে বহুদূর যেতে কখনও দ্বিধা করবেন না।"
21/10/2024

"সমুদ্র, সমস্ত সীমানা, সমস্ত দেশ, সমস্ত বিশ্বাস ছাড়িয়ে বহুদূর যেতে কখনও দ্বিধা করবেন না।"

21/10/2024

আলো ঝলমলে রাতের দুবাই ...




21/10/2024

কাবা শরীফে শান্তির পায়রা ...



বছরে একবার, এমন জায়গায় যান যেখানে আপনি আগে কখনও যাননি।" - দালাই লামাছবিতে -Sohini & Sharik ...
20/10/2024

বছরে একবার, এমন জায়গায় যান যেখানে আপনি আগে কখনও যাননি।"
- দালাই লামা

ছবিতে -Sohini & Sharik ...

ভ্রমণ - এটি আপনাকে বাকরুদ্ধ করে দেয়, তারপরে আপনাকে গল্পকারে পরিণত করে।" -ইবনে বতুতা
18/10/2024

ভ্রমণ - এটি আপনাকে বাকরুদ্ধ করে দেয়, তারপরে আপনাকে গল্পকারে পরিণত করে।"
-ইবনে বতুতা

ভাই-বোন (সোহিনী, শারিক)
18/10/2024

ভাই-বোন (সোহিনী, শারিক)

এটা কোথায়, কে বলতে পারবেন...?
16/10/2024

এটা কোথায়, কে বলতে পারবেন...?

13/10/2024

হিম কন্যা পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা!
প্রান্তর জুড়ে হালকা কুয়াশার চাদরে ঢাকা ..

11/10/2024

এর অন্যতম আকর্ষণ হচ্ছে এই Dolphin show. বুদ্ধিদীপ্ত এই প্রাণীগুলির ক্রীড়া নৈপুণ্য সহজেই যে কারো ভালো লাগে...

আমেরিকার মতো পরাশ*ক্তির সাথে ভিয়েতনাম যু*দ্ধ দ্বিতীয় বিশ্বযু"দ্ধের সমাপ্তির পরপরই শুরু হয়েছিল , যা ২০ বছর ধরে বৃদ্ধি ...
10/10/2024

আমেরিকার মতো পরাশ*ক্তির সাথে ভিয়েতনাম যু*দ্ধ দ্বিতীয় বিশ্বযু"দ্ধের সমাপ্তির পরপরই শুরু হয়েছিল , যা ২০ বছর ধরে বৃদ্ধি পায়। ১৯৬৯ সালের এপ্রিল মাসে আমেরিকা তার সা*মরিক শ"ক্তি বহু গুণে বৃদ্ধি করে। এসময় প্রায় ৫৪৩০০০ সৈ"ন্য ভিয়েতনামে অবস্থান করেছিল। তবে যু*দ্ধ সমাপ্তির মূহুর্তে অর্থাৎ ১৯৭৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩.১ মিলিয়নেরও বেশি সৈ*ন্য ভিয়েতনামে অবস্থান করেছিল। তবুও শেষ র*ক্ষা হয়নি, পরাজয় মেনে নিতে হয়েছিল।
এই যু*দ্ধে অভি*যানের মোট ৫৮২৭৯ মার্কিন সেনা মা*রা যায়। অন্যদিকে ভিয়েতনামি সৈ*ন্য ও বেসা*মরিক নাগরিকের হতা*হতের সংখ্যা অনুমানের পরিমাণ ৯৬৬,০০০ থেকে ৩.৮+ মিলিয়ন। প্রায় ২৭৫,০০০–৩১০,০০০ কম্বোডিয়, ২০,০০০–৬২,০০০ লাওতিয় ও এই যু*দ্ধে মা*রা যায়।
এই যু*দ্ধের স্মৃতি ও ক্ষ*ত আজো ভিয়েতনাম বহন করে চলেছে।
নিচের ছবি গুলো হো চি মিন শহরের একটি War Museum থেকে তোলা। সময়কাল ২০১৫ সাল।

09/10/2024

মাজারের সামনে সুন্দর শান বাঁধানো ঘাট ও পুকুর।

07/10/2024

মদিনা থেকে ফেরার পথে একটা অসাধারন ভিডিও করার সুযোগ হয়েছিল। বিমান তখন দুবাই থেকে যাত্রা শুরু করে ওমানের আকাশে ..
ওমান একটি মরুভূমি দেশ, যেখানে সুউচ্চ পর্বতমালার ঠিক পাশেই রয়েছে উজ্জ্বল শুভ্র বালুর সমুদ্র সৈকত।
গালফ অব ওমান বা ওমান উপসাগর পার হতেই জানালা দিয়ে এই দৃশ্য চোখে পড়লো। সাথে সাথে চেষ্টা করেছি ক্যামেরায় ধারণ করার। যদিও চলন্ত বিমানের জানালা দিয়ে আশানুরূপ ফল পাওয়া সম্ভব হয়না।
দীর্ঘ পথ সমান্তরালে চলার পর পাশের বিমান টি চলে যায় তার ভিন্ন যাত্রা পথে ..

    সবাইকে শুভ রাত্রি ..
06/10/2024



সবাইকে শুভ রাত্রি ..

সময় কে সাথে নিয়ে বিশ্বময় পরিভ্রমণ করতে চাই।It's The Time Travel...
06/10/2024

সময় কে সাথে নিয়ে বিশ্বময় পরিভ্রমণ করতে চাই।
It's The Time Travel...

05/10/2024

জাতিগত ভাবে উজবেক রা চায়ের ভক্ত। চা তাঁদের ঐতিহ্যে ও অতিথি আপ্যায়নের একটা অবিচ্ছেদ্য অংশ। সকালের নাস্তা কিংবা দুপুর বা রাতের খাবার সব কিছুতেই দুইটি জিনিস কমন থাকবে, ঐতিহ্যবাহী উজবেকিস্তান ব্রেড এবং চা( গ্রীন টি জনপ্রিয় এখানে)।

চায়ের ক্ষেত্রে তাঁরা চিন দেশের মতোই কিছু নিয়ম-কানুন মেনে চলে। চা কে তাঁরা কেবল নিছক পানীয় হিসেবে পান করে না, স্বাস্থ্য রক্ষায় একটি কার্যকর উপাদান হিসেবে ব্যবহার করে।
তাই এদেশে বিভিন্ন ধরনের চা এর ব্যবহার দেখা যায়।
এ নিয়ে একদিন ভিডিও প্রতিবেদন নিয়ে আসব।

আজ দেখাচ্ছি অতিথি আপ্যায়নে চা অফার করার সময় তাঁরা কি নিয়ম মেনে চলে।

Address

Dhaka Cantonment
Dhaka
1206

Telephone

+8801919207280

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Time Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby travel agencies