Dream aim international pvt.Ltd.

Dream aim international pvt.Ltd. আমাদের এখানে ইউরোপ আমেরিকা কানাডা ইত্যাদি দেশের ভিসার প্রসেসিং করা হয়

21/12/2024

সহজ হলো ইউরোপ ভিসা।
দিল্লি নয় ঢাকা VFS GLOBAL -এ পাসপোর্ট জমা দিয়ে ভিসা পাবে এমন দেশ গুলো হলো...

Open VFS/ Consulate in Bangladesh👇

Spain ( স্পেন)
Germany ( জার্মানি)
Sweden ( সুইডেন)
Switzerland ( সুইজারল্যান্ড)
Italy ( ইতালি)
Austia ( অস্ট্রিয়া)
Croatia ( ক্রোয়েশিয়া)
Romania ( রোমানিয়া)
Hungary ( হাঙ্গেরি)
Malta ( মাল্টা)
Bulgaria ( বুলগেরিয়া)
Greece ( গ্রীস)
Portugal ( পর্তুগাল)
Ireland ( আয়ারল্যান্ড)

Upcoming👇

Slovenia
Slovakia
Poland
Serbia
Belarus
North Macedonia

আন্দোলন চলছে চলবে ১০০% দাবী আদায় না হওয়া পর্যন্ত।

✅ আমরা যত্নসহকারে সেনজেন ভিসার প্রসেসিং এর কাজ করে থাকি। এবং ব্যাংক স্ট্যাটম্যান থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস সাপোর্ট দিয়ে থাকি।

প্রয়োজনে যোগাযোগ করুন...
+8801711170542 +8801911018995 Dream aim international pvt.Ltd.

- 🇭🇷🇦🇺🇧🇩🏦 🇫🇷💸🇮🇹💶🇪🇺 ইউরোপের জন্য যা কখনো করবেন  না 🙏১. লোন করে বা সুদের উপরে টাকা নিয়ে এডভান্স করবেন না।২.ভিসা না হওয়া অব...
18/12/2024

- 🇭🇷🇦🇺🇧🇩🏦 🇫🇷💸🇮🇹💶🇪🇺 ইউরোপের জন্য যা কখনো করবেন না 🙏
১. লোন করে বা সুদের উপরে টাকা নিয়ে এডভান্স করবেন না।
২.ভিসা না হওয়া অব্দি কর্ম/চাকরি ছেড়ে দিবেন না ।
৩.এজেন্সি যে সময় দিবে তার থেকে কিছু দিন কম বেশি লাগতে পারে। ধৈর্য না থাকলে ফাইল জমা দিবেন না।
৪. ভিসা পাবার আগে পুরো টাকা দিবেন না।
৫.সাগর পথে যাবেন না ।
৬.বাংলাদেশ থেকে গেইম দিয়ে এশিয়ার কোন দেশে গিয়ে ইউরোপ গেইম দিবেন না ।
৭.ভিসা এবং ম্যান পাওয়ার হাতে না পাওয়া পর্যন্ত এজেন্টকে ১/২ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখবেন ।
৮.যে দে-শ গুলোর ভিসা কঠিন সেই দেশে জন্য আবেদন করবেন না ।
৯.বেশি লোভ করবেন না।

সম্ভব হলে আপনার ভাই,বন্ধুবান্ধব,চাচা,মামা,খালু অথবা নিকট আত্মীয় অথবা আপনার অতি পরিচিত অথবা আশেপাশের কারো মাধ্যমে জমা করান, যদি না থাকে তবে আপনার পরিচিত কোন এজেন্সির মাধ্যমে জমা করাতে পারেন
Dream aim international pvt.Ltd.

দিল্লি না,এখন সরাসরি ঢাকা থেকেই শেনজেন ভিসা!!🇪🇺ঢাকায় আনুষ্ঠানিকভাবে শেনজেন ভিসা আবেদন কেন্দ্র চালু হয়েছে।এখন থেকে ঢাকা...
13/12/2024

দিল্লি না,এখন সরাসরি ঢাকা থেকেই শেনজেন ভিসা!!🇪🇺
ঢাকায় আনুষ্ঠানিকভাবে শেনজেন ভিসা আবেদন কেন্দ্র চালু হয়েছে।
এখন থেকে ঢাকা থেকে সরাসরি ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি ও সুইডেনের ভিসার জন্য আবেদন করা যাবে।
আপনার ইউরোপ ভ্রমণের স্বপ্ন এক ধাপ এগিয়ে গেল!
• আর নয় দিল্লি যাওয়ার ঝামেলা।
• দ্রুত, সহজে এবং সুবিধামত আবেদন করতে পারবেন।
• শেঞ্জেন ভিসা নিয়ে ২৭টি দেশে ভ্রমণের সুযোগ রয়েছে!

আজই আবেদন করুন এবং ইউরোপে ভ্রমণের জন্য প্রস্তুতি গ্রহণ করুন! ইউরোপ ভিসা সেন্টার এখন ঢাকায়।

✅উত্তর মেসিডোনিয়া( North Macedonia)আনুষ্ঠানিকভাবে উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্র, দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি ল্যান্ডলকড দ...
06/12/2024

✅উত্তর মেসিডোনিয়া( North Macedonia)আনুষ্ঠানিকভাবে উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্র, দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি ল্যান্ডলকড দেশ। এর দক্ষিণে গ্রিস, পশ্চিমে আলবেনিয়া, পূর্বে বুলগেরিয়া, উত্তর-পশ্চিমে কসোভো এবং উত্তরে সার্বিয়ার সাথে স্থল সীমানা রয়েছে🇲🇰

➡️এটি মেসিডোনিয়ার বৃহত্তর ভৌগলিক অঞ্চলের প্রায় উত্তর তৃতীয়াংশ গঠন করে। স্কোপজে, রাজধানী এবং বৃহত্তম শহর, দেশের 1.83 মিলিয়ন জনসংখ্যার এক চতুর্থাংশের বাসস্থান। বাসিন্দাদের অধিকাংশই জাতিগত ম্যাসেডোনিয়ান, একটি দক্ষিণ স্লাভিক জনগণ। আলবেনিয়ানরা প্রায় 25% একটি উল্লেখযোগ্য সংখ্যালঘু গঠন করে, তারপরে তুর্কি, রোমা, সার্ব, বসনিয়াক, অ্যারোমানিয়ান এবং আরও কয়েকটি সংখ্যালঘু🇪🇺

📣বর্তমানে বাংলাদেশীদের কাজের ভিসার সুযোগ সৃষ্টি হয়েছে দেশটিতে, ২০২৫-২৬ সাল নাগাদ বিশাল একটি কর্মসংস্থান সৃষ্টি হবে আমাদের জন্য। তাই সহজে এবং স্বল্প খরচের মধ্যে অবশ্যই মেসিডোনিয়া কে আপনার লিস্টে রাখতে পারেন ✈️🇪🇺🇲🇰
Dream aim international pvt.Ltd.

দিল্লি নয় এখন ঢাকা থেকেই হবে শেনজেন ভিসা।🇪🇺 ঢাকায় চালু হয়েছে ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া,ডেনমার্ক,জার্মানি এবং সুইডেন ভিসা আবে...
04/12/2024

দিল্লি নয় এখন ঢাকা থেকেই হবে শেনজেন ভিসা।🇪🇺
ঢাকায় চালু হয়েছে ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া,
ডেনমার্ক,জার্মানি এবং সুইডেন ভিসা আবেদন কেন্দ্র। পোলাপান লাগা ইউরোপ 🇪🇺

বাংলাদেশ থেকে শুধু আগস্ট ( ২০২৪)  মাসেই  আমেরিকা ভিজিট ভিসা দিয়েছে ২৯৮৬ জনকে । গড় হিসাব করলে প্রতিদিন ১০০ জনকে ভিসা দি...
03/12/2024

বাংলাদেশ থেকে শুধু আগস্ট ( ২০২৪) মাসেই আমেরিকা ভিজিট ভিসা দিয়েছে ২৯৮৬ জনকে ।

গড় হিসাব করলে প্রতিদিন ১০০ জনকে ভিসা দিয়েছে । এই ভিজিট ভিসায় আবেদন থেকে শুরু করে বিমান ভাড়া সহ এ টু জেড খরচ হয় আনুমানিক ২.৫-৩.৫ লক্ষ টাকা ।

কোন রকম যোগ্যতা ছাড়াই, যে কোন মানুষ আবেদন করতে পারে । মজার ব্যাপার হচ্ছে, আপনি বাংলা ইন্টারভিউ দিতে পারবেন ।

বর্তমানে ভিজিট ভিসায় আমেরিকা গিয়ে বৈধভাবে বিভিন্ন ক্যাটাগরিতে সেটেল হওয়ার সুযোগ রয়েছে । যেমন ভিজিট ভিসায় গিয়ে সহজেই EB3, F1 ইত্যাদি ক্যাটাগরিতে ট্রান্সফার হওয়া যায়, এবং পার্মানেন্ট হওয়া যায় ।

যারা জানে তারা বসে নেই, কিন্তু যারা জানে না তাদের জন্য আফসোস !! কত কম খরচে, কত সহজে ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে ।

আপনারা যদি জাস্ট একটু গুছিয়ে, প্ল্যান করে আবেদন করেন আপনিও পেতে পারেন আমেরিকার ভিসা ।

নতুন যারা ইউরোপে আসবে হয়তো তাদের জন্য লেখাটা কিছুটা হলেও উপকার হবে,,,স্পেনে দুই বছরে বৈধ হওয়ার নতুন নিয়ম (Arraigo Soc...
02/12/2024

নতুন যারা ইউরোপে আসবে হয়তো তাদের জন্য লেখাটা কিছুটা হলেও উপকার হবে,,,

স্পেনে দুই বছরে বৈধ হওয়ার নতুন নিয়ম (Arraigo Social)

স্পেনে অভিবাসীদের জন্য বৈধকরণের প্রক্রিয়া সহজ করার উদ্দেশ্যে Arraigo Social নামে পরিচিত নতুন নিয়ম চালু হতে যাচ্ছে। এই নিয়মটি ২০২৫ সালের এপ্রিল থেকে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। তবে নিয়মের চূড়ান্ত কার্যকারিতা এবং প্রক্রিয়াগুলো সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ করা আবশ্যক।

নিচে প্রয়োজনীয় শর্তাবলী, প্রক্রিয়া, এবং কাগজপত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো:
সাধারণ শর্তাবলী:

১. স্পেনে বসবাস:
আবেদনকারীকে টানা কমপক্ষে দুই বছর স্পেনে বসবাস করতে হবে।
গত দুই বছরে স্পেনের বাইরে সর্বোচ্চ ৯০ দিন থাকা যাবে।
২. চাকরির চুক্তি:
কাজের সময়সীমা: সপ্তাহে কমপক্ষে ৩০ ঘণ্টা।
চুক্তির মেয়াদ: মিনিমাম ৬ মাস।
বেতন: ন্যূনতম বেতন স্কেল (Salario Mínimo Interprofesional - SMI) মেনে দিতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
১. ফর্ম EX-10:
বিশেষ পরিস্থিতির জন্য অনুমোদনের আবেদনপত্র। সঠিকভাবে পূরণ এবং স্বাক্ষরিত হতে হবে।

২. পাসপোর্ট:
সক্রিয় পাসপোর্টের সম্পূর্ণ ফটোকপি (সব পৃষ্ঠা, এমনকি ফাঁকা পৃষ্ঠাও)।
৩. এমপ্যাড্রোনমেন্ট সার্টিফিকেট (Empadronamiento):
গত দুই বছর ধরে স্পেনে বসবাসের প্রমাণপত্র।
4. চাকরির চুক্তি:
উভয় পক্ষ (কর্মচারী ও নিয়োগকর্তা) দ্বারা স্বাক্ষরিত মূল ও কপি।
নিয়োগকর্তাকে বেতন প্রদানের আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে।
৫. কোম্পানির নথিপত্র:
নিয়োগকর্তার আইডি (যদি ব্যক্তি হন, তাহলে DNI/NIE; কোম্পানির ক্ষেত্রে NIF)।
IRPF এবং সামাজিক নিরাপত্তার বকেয়া নেই, এই মর্মে প্রমাণপত্র।
৬. সামাজিক সংহতির রিপোর্ট (Informe de Arraigo):
পৌরসভা থেকে প্রদত্ত রিপোর্ট যা আপনার সামাজিক সংহতির পরিমাণ নির্ধারণ করবে।
এটি বাধ্যতামূলক নয়, তবে আবেদন প্রক্রিয়াকে সহজ করতে পারে।
৭. প্রশাসনিক ফি:
মডেল ৭৯০ কোড ০৬২ ফি পরিশোধ করতে হবে।
৮. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট:
নিজের দেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
এটি স্প্যানিশ ভাষায় অনুবাদ এবং আইনগতীকরণ করতে হবে।
কোথায় এবং কিভাবে আবেদন করবেন?

১. সশরীরে:
আপনার প্রদেশের বিদেশী দপ্তরে (Oficina de Extranjería)।

২. অনলাইনে:

যদি আপনার ডিজিটাল সার্টিফিকেট থাকে, তাহলে স্পেনের মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে।
গুরুত্বপূর্ণ তথ্য:

এই প্রক্রিয়াটি একটি চূড়ান্ত দিকনির্দেশনা নয়। স্পেনে আইন প্রয়োগ ও পরিবর্তনের বিষয়টি বিভিন্নভাবে প্রভাবিত হতে পারে।

কাগজপত্রের সঠিকতা ও আবেদন প্রক্রিয়ার জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আবেদন জমা দেওয়ার আগে আপনার সমস্ত নথি সঠিকভাবে প্রস্তুত ও যাচাই করে নিন।
রেফারেন্স এবং তথ্যসূত্র:

স্পেনের অভিবাসন বিষয়ক অফিসিয়াল ওয়েবসাইট (Ministerio de Inclusión, Seguridad Social y Migraciones): https://extranjeros.inclusion.gob.es

সাম্প্রতিক অভিবাসন নীতি এবং প্রাসঙ্গিক দিকনির্দেশনার জন্য স্থানীয় অভিবাসন অফিস বা আইনজীবীর পরামর্শ নিন।

এই নতুন নিয়মের মাধ্যমে অভিবাসীরা একটি বৈধ অবস্থান তৈরি করতে পারবেন এবং স্পেনে তাঁদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান উন্নত করতে পারবেন




Dream aim international pvt.Ltd.

"যে দেশে সূর্য ওঠে না" সেখানে সকাল 11টা এমনই দেখায় নরওয়েজিয়ান দ্বীপপুঞ্জের স্যাভালবার্ডের কেন্দ্রস্থলে অবস্থিত লংইয়া...
02/12/2024

"যে দেশে সূর্য ওঠে না"
সেখানে সকাল 11টা এমনই দেখায়
নরওয়েজিয়ান দ্বীপপুঞ্জের স্যাভালবার্ডের কেন্দ্রস্থলে অবস্থিত লংইয়ারবাইন, বিশ্বের উত্তরতম আর্কটিক শহর, 78 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত। 2,000 মতো জনসংখ্যার এখানে ।এখানে একটি সুপারমার্কেট, বার, গির্জা, সিনেমা, স্কুল এবং এমনকি একটি পৌরসভার সুইমিং পুল রয়েছে।

লংইয়ারবাইনকে যা অনন্য করে তোলে তা হল এর চরম অবস্থান এবং মেরুর দীর্ঘ অসামাপ্ত রাতের ঘটনা, যে সময়ে সূর্য দিগন্তের উপরে কয়েক সপ্তাহ বা এমনকি মাস পর্যন্ত ওঠে না, একটি রহস্যময় এবং মন্ত্রমুগ্ধ পরিবেশ তৈরি করে।

এইরকম আরো সুন্দর সুন্দর তথ্য পেতে ফলো এবং লাইক করুন আমাদের পেইজ Dream aim international pvt.Ltd.

17/11/2024
2025 সালের  হজ প্যাকেজ ঘোষণা
30/10/2024

2025 সালের হজ প্যাকেজ ঘোষণা

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801911018995

Alerts

Be the first to know and let us send you an email when Dream aim international pvt.Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dream aim international pvt.Ltd.:

Videos

Share