17/12/2024
আগামী ২ই জানুয়ারি ২০২৫ থেকে চালু হচ্ছে থাইল্যান্ড ই ভিসা
প্রকৃতি ভ্রমণকারীদের জন্য থাইল্যান্ড ভ্রমণ হবে আরও সহজ
🙏সবাইকে fake ডকুমেন্ট প্রদান থেকে বিরত থাকার অনুরোধ জানাই
১৯ ডিসেম্বর ২০২৪ থেকে বাংলাদেশি অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা লাগবে না। আর ২ জানুয়ারি ২০২৫ থেকে বাংলাদেশি পাসপোর্টধারীরা ই-ভিসা সুবিধা ব্যবহার করতে পারবেন।
---
ই-ভিসা কীভাবে করবেন?
১️⃣ অনলাইন অ্যাপ্লিকেশন:
থাইল্যান্ড ই-ভিসার অফিসিয়াল ওয়েবসাইটে যান—
👉 [https://www.thaievisa.go.th](https://www.thaievisa.go.th)
আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
📌 পাসপোর্ট জমা দিতে হবে না।
২️⃣ ভিসা ফি প্রদান:
ফর্ম জমা দেওয়ার পর একটি "Payment Info Summary" শীট পাবেন যেখানে রেফারেন্স নম্বর, QR কোড, এবং ফি উল্লেখ থাকবে।
👉 [https://www.combank.net.bd/thaievisa](https://www.combank.net.bd/thaievisa) থেকে অনলাইনে ফি পরিশোধ করুন।
ক্যাশে পেমেন্ট গ্রহণযোগ্য নয়।
৩️⃣ ভিসা অনুমোদন:
১০ কার্যদিবসের মধ্যে ভিসার অনুমোদন পাবেন।
📩 ভিসাটি আপনার ইমেইলে পাঠানো হবে।
---
ই-ভিসা প্রিন্ট এবং ব্যবহার:
✅ অনুমোদিত ই-ভিসার একটি প্রিন্ট কপি নিন।
✅ থাইল্যান্ড ইমিগ্রেশনে এটি দেখিয়ে প্রবেশ করুন।
---
বর্তমান ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ:
নতুন ই-ভিসা সিস্টেমের প্রস্তুতির জন্য, ২৪ ডিসেম্বর ২০২৪ থেকে ঢাকার চারটি ভিসা সেন্টারে আবেদন বন্ধ থাকবে।
---
যোগাযোগের ঠিকানা:
📍 থাই রয়্যাল এম্বাসি, ঢাকা
📞 ফোন: (880 2) 5881 3260-1, 5881 2795
📧 ইমেইল: [email protected]
🌐 ওয়েবসাইট: thaiembassy.org/dhaka
---
আপনার ই-ভিসা আবেদন দ্রুত করুন এবং থাইল্যান্ডের সুন্দর স্থানে ঘুl
ধন্যবাদ রয়েল থাই এম্বাসি
Shimanto Travels & Logistics
Head Office:
H #331, R #22, Mohakhali DOHS
Dhaka
Mobile:01730051548, 01793282824
WhatsApp: 01793-282824