25/12/2023
সেন্ট মার্টিন যাবার সময় যা যা খেয়াল রাখবেন:
১. দামী স্বর্ন সাথে করে নিবেন না। বলছিনা, Unsafe। কিন্তু সাগরপাড়ে স্বর্ন কাকে দেখাবেন। বরঞ্চ খুলে সাগরে পড়লে হারাবেন।
২., নিজের Towel, brush, Toothpaste, একটি বেডসীট সাথে রাখতে পারলে ভাল।
৩. Cotton buds, personal toiletries, আগে Pack করুন। যত ভাল হোটেলেই থাকুন, তাদের দেয়া জিনিসগুলো serious commercial. Shampo brand change করলে, অনেকের চুল ই পড়ে যায়।
৪. বাচ্চাদের সুইমিং Costume, নিজেদের swimming clothing নিন।
৫. এতদুর থেকে হৈ হৈ করে গিয়ে হৈ হৈ করে ১ দিনে চলে আসা লস্। ৩/৪ দিনের প্ল্যান করুন। রিলাক্স করে ঘুরুন। আপনি মেমরী করতে যাচ্ছেন, Racing এ নয়।
৬. পাবলিক হলিডে Avoid করার চেষ্টা করুন।
৭. হলিডে করার জন্য ছুটি নিন। প্ল্যান করুন। ছুটি পেলে হলিডে নয়।
৮. সেন্ট মার্টিনের শুটকী ভর্তা, বড় চিংড়ী, লইট্যা ফ্রাই টেস্ট করুন। সম্ভব হলে মাংস avoid করুন। কোরাল, ইলিশ, মাছ আর ভাজি বর্তা খান।
৯. যে কোন বিপদে টুরিস্ট পুলিশকে কল দিন।
১০.অসুস্হ হলে সরকারী হাসপাতালে যান।
১১. যে কোন টমটম, সিএনজিতে উঠলে, ড্রাইবারের সাথে দরদাম করে নিবেন।
১২. বীচে ক্যামেরাম্যানের সাথে আগেই দরদাম করে নিবেন।
১৩. খোলা আকাশের সস্তা সি ফুড খাবেন না।
১৪. সুইমিংপুল Avoid করে সাগরে গোসল করুন। বীচে খালি পায়ে হাটুন।
১৫. কটেজে ঢোকার আগে পা ধুয়ে নিন।
১৬. বাসে আসার সময় রাস্তায় জান্ক ফুড খেয়ে পেট খারাপ করবেন না।
১৭. এমন জায়গায় হোটেল নিন, যেখানর প্রকৃতির কাছে থাকা যায়। বাচ্চাদের খেলাধুলার ব্যবস্হা যেন থাকে।
১৯. সবাই সুর্যাস্ত দেখে, সুর্যোদয় দেখার সৌভাগ্য সবার হয় না। তাই সুর্যোদয় দেখুন!
২০. ফজরের পর পর সাগরের সৌন্দর্য একেবারে অন্যরকম। যেকোনো সময়ের চেয়ে সুন্দর।
ধন্যবাদান্তে:: মো: ইকবাল হোসেন চৌধুরী বাবু