Travel Lover Iqbal

Travel Lover Iqbal Travel is Love.
প্রকৃতি প্রেমি
ভ্রমন প্রিয় মানুষ।

১৪/০৪/২০২৪ চট্টগ্রামের ঐতিহাসিক মেজবান ও সংক্ষিপ্ত সফরে রাঙ্গামাটিতে।
30/04/2024

১৪/০৪/২০২৪
চট্টগ্রামের ঐতিহাসিক মেজবান ও সংক্ষিপ্ত সফরে রাঙ্গামাটিতে।

"বিশ্বের সবচেয়ে বড় ট্রাফিক জ্যাম  যেটি গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছিল"বিশ্বের দীর্ঘতম ট্র্যাফিক জ্যাম  চী...
19/04/2024

"বিশ্বের সবচেয়ে বড় ট্রাফিক জ্যাম যেটি গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছিল"

বিশ্বের দীর্ঘতম ট্র্যাফিক জ্যাম চীনের রাজধানী বেইজিংয়ে ২০১০ সালর ১৪ আগস্ট দেখা গিয়েছিল।এটি ১২ দিন পর্যন্ত স্থায়ী ছিল এবং ১০০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ ছিল। বেশ কিছু ভারী ট্রাক ও গাড়ি বেইজিং-তিব্বত এক্সপ্রেসওয়ে অতিক্রম করার চেষ্টা করলে এই জ্যাম শুরু হয়।
ওই জ্যামে অনেক চালক প্রতিদিন তাদের যানবাহন মাত্র ১ কিমি (০.৬ মাইল) সরাতে সক্ষম হয় এবং কিছু চালক পাঁচ দিন ধরে যানজটে আটকে ছিলেন। কোনো গাড়ি আবার একই জায়গায় দাঁড়িয়ে ছিল টানা ২-৩ দিন। মূলত এই যানজট শুরু হয় একসঙ্গে কয়েকটি সড়কের সংস্কারকাজ হাতে নেওয়ার কারণে। এতে মহাসড়কগুলোর সক্ষমতা প্রায় ৫০ শতাংশ নেমে আসে। এ ছাড়া সড়ক সংস্কারের কাজে মালবাহী ট্রাকের আনাগোনা তো ছিলই।
দীর্ঘ এই যানজটে ৩০ টি শিশুর জন্ম,১৮ জনের মৃত্যু,২৫০ এর বেশি ছিনতাই,৯টি খুন সবই হয়েছিল।অবশেষে ২৬ শে আগস্ট দীর্ঘ এই যানজটের অবসান হয়েছিল।

সংগৃহীত

এক বৃদ্ধ ট্রেনে উঠেছে। উপরোক্ত বগিতে বৃদ্ধ একাই ছিলো।হঠাৎ ১২ জন যুবক চলন্ত ট্রেনের ঐ বগিতে উঠেই চিৎকার করে গান গাচ্ছিলো।...
29/03/2024

এক বৃদ্ধ ট্রেনে উঠেছে। উপরোক্ত বগিতে
বৃদ্ধ একাই ছিলো।
হঠাৎ ১২ জন যুবক চলন্ত ট্রেনের
ঐ বগিতে উঠেই চিৎকার করে গান গাচ্ছিলো।
ছুরি দিয়ে আম কেটে কেটে খাচ্ছিলো ।
হঠাৎ একটি যুবক বলে উঠলোঃ
"চল আমরা ট্রেনের চেইনটা টেনে ট্রেনটাকে
থামিয়ে দেই।"

➡️ ২য় যুবকঃ "না দোস্ত, লেখা আছে পাঁচ
শত টাকা জরিমানা অনাথায় ছয় মাস জেল।"
➡️ ১ম যুবকঃ "আমরা একশো টাকা করে
চাঁদা তুলি। বারোশো টাকা হবে বাকী
সাত শো টাকা দিয়ে লাঞ্চ করবো।
( চলো আমরা মজা করি বলেই বারোশো টাকা
তুলে ১ম যুবকের পকেটে রাখলো )
➡️ ৩য় যুবকঃ "দোস্ত, আমরা চেইন টেনে
ঐ বুইড়াটাকে দেখিয়ে দিলে পাঁচ শো
টাকাও বাঁচলো আবার মজা করাও হলো। আমরা ১২
জনে সাক্ষী দিলে টিটি মেনে যাবে।"
বৃদ্ধ কাঁদতে কাঁদতে হাত জোড় করে
বললোঃ "বাবা, তোমরা আমার ছেলের
বয়সী। কেনো আমাকে বিপদের মধ্যে
ফেলবে?"

যুবকগুলো বৃদ্ধের অনুরোধ অবজ্ঞা করে
চেইনটা টান দিতেই। টিটি চলে এসে
জিজ্ঞাসা করলোঃ "কে চেইন টেনেছে?"
যুবকগুলো বৃদ্ধকে দেখিয়ে বললোঃ
"ঐ চাচা মিয়া টেনেছে।"
টিটি বৃদ্ধকে বললোঃ "অকারনে চেইন
টানলে পাঁচ শত টাকা জরিমানা অথবা
ছয় মাস জেল।"যুবকগুলো চিৎকার
করে বললোঃ "স্যার, বুইড়া অকারনেই
টেনেছে। হো হো হো হো হা হা করে যুবকগুলো হাসতে লাগলো ........."

বৃদ্ধ একটু দাঁড়িয়ে বললোঃ
"টিটি সাহেব আমি বিপদে পড়েই চেইন
টেনেছি।"
টিটি বললোঃ "কি বিপদ?"
বৃদ্ধ বললোঃ "ঐ যুবকগুলো আমার
গলায় ছুরি ধরে আমার বারো শো টাকা
ছিনতাই করেছে।"
টিটি বললোঃ "কি সর্বনাশ?"
বৃদ্ধ বললোঃ "১ম যুবকটিকে দেখিয়ে দিয়ে বললো, দেখুন ঐ যুবকটির পকেটে
টাকা আর ঐ ব্যাগে ছুরি।"
টিটি পুলিশ কল করে ১২জন যুবককে
গ্রেফতার করে নিয়ে যাচ্ছিলো।
তখন বৃদ্ধ তার পাকা চুল/দাড়ি দেখিয়ে
যুবকগুলোকে বললোঃ "এইগুলো বাতাসে পাকে নাই"

বাংলাদেশ ভ্রমণে আপনার স্কোর কত?  আপনাদের স্কোর দেখুন এবং কমেন্ট এ শেয়ার করুন।  👉  🇧🇩 ১. সাজেক - ৪২. ময়ুঙকপাল -২ ৩. রিসাং...
09/03/2024

বাংলাদেশ ভ্রমণে আপনার স্কোর কত?
আপনাদের স্কোর দেখুন এবং কমেন্ট এ শেয়ার করুন।
👉 🇧🇩

১. সাজেক - ৪
২. ময়ুঙকপাল -২
৩. রিসাং ঝর্ণা - ২
৪. তারেং- ১
৫. আলুটীলা -২
৬. বিছানাকান্দি - ২
৭. রাতারগুল - ২
৮. জাফলং - ২
৯. লালখাল - ২
১০. উৎমাছড়া -২
১১. সাদাপাথর -২
১২. তুরং ছড়া -২
১৩. মাধবকুন্ডু -২
১৪. মাধবপুর লেক-২
১৫. লাওয়াছড়া - ১
১৬. হাম হাম ঝর্ণা - ৩
১৭. চন্দ্রনাথ পাহাড় - ৩
১৮. নাপিত্তিছড়া ট্রেইল -২
১৯. খৈয়াছড়া- ২,, খৈয়াছড়া ৮ম স্টেপ -৪
২০. কমলদহ ট্রেইল - ২
২১. সোনাইছড়ি ট্রেইল -৩
২২. সুপ্তধারা, সহস্রধারা - ২
২৩. বাশবাড়িয়া -১
২৪. কুমিরা সি বিচ - ১
২৫. সন্দিপ - ২
২৬. কুয়াকাটা -৩
২৭. নিঝুম দ্বীপ -৩
২৮. চর কুকরি মুকরি - ৩
২৯. মনপুরা - ২
৩০. ভাসমান পেয়ারা বাজার -২
৩১. বিরিসিরি - ২
৩২. বারিক্কা টিলা -১
৩৩. টাংগুয়ার হাওর -৩
৩৪. শিমুল বাগান -২
৩৫. টেকেরঘাট -১
৩৬. নিলাদ্রি লেক -১
৩৭. কাপ্তাই লেক -২
৩৮. দুপ্পানি ঝর্ণা -২
৩৯. গাছকাটা ঝর্ণা-১
৪০. ণকাটা ঝর্ণা -১
৪১. দুমলং -৭
৪২. পতেংগা সি বিচ -২
৪৩. নারিকেল সি বিচ - ২
৪৪. মহেশখালি -২
৪৫. সেইন্ট মার্টিন -৫
৪৬. সোনারগাও - ১
৪৭. মৈনট ঘাট - ১
৪৮. মাওয়া ঘাট -১
৪৯. আড়িয়াল বিল -১
৫০. নীলগিরি -১
৫১. নিলাচল -২
৫২. স্বর্ম্মন্দির - ১
৫৩. মেঘলা -১
৫৪. অমিয়াখুম জলপ্রপাত -৭
৫৫. আলীকদম গুহা -৩
৫৬. কেওক্রাডং -৫
৫৭. জাদিপাই ঝর্ণা - 3
৫৮. চিম্বুক পাহাড় - ২
৫৯. দামতুয়া ঝর্ণা - ৩
৬০. তিনাপ সাইতার - ৪
৬১. নাফাখুম -৩
৬২. নাইক্ষংমুখ -১
৬৩. সাতভাইখুম -১
৬৪. ভেলাখুম -১
৬৫. দেবতাখুম -৩
৬৬. মহামায়া লেক ক্যাম্প - ২
৬৭. গুলিয়াখালি -১
৬৮. ক্রিস তং -৫
৬৯. সাকাহাফং - ১০
৭০. জোতলং - ৮
৭১. যোগী হাফং -৬
৭২. তাজিংডং - ৪
৭৩. ডিম পাহাড় -২
৭৪. তলাবং ঝর্ণা - ২
৭৫. রেমাক্রি - ৩
৭৬. সুন্দরবান - ৩
৭৭. কক্সবাজার -৩
৭৮. সোয়াচ অফ নো গ্রাউন্ড -২
৭৯. হরিংঘাট -২
৮০. বগাকাইন হ্রদ -২
৮১. লিলুক ঝর্ণা -৩
৮২. রিজার্ভ ফলস-৩
৮৩. নিকলী হাওর-২
৮৪. ঢিবির হাওর-২
৮৫. কালাপাহাড় -২
৮৬. মাতায়ন্তং-২
৮৭. দেবতাপুকুর-২
৮৮. হাজাছরা ঝরনা-২
৮৯. ষাটগম্বুজ -১
৯০. কংলাক তৈসা ঝর্না-৫
৯১. সীতা কুন্ডু-২
৯২. পাটুয়ার টেক -১
৯৩. রাঙামাটি -২
৯৪. শুভলং ঝর্ণা - ২
৯৫.বোদ্ধ বিহার- ২

অনির্দিষ্টকালের জন্য সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞাdhaka-postজেলা প্রতিনিধি৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০২অনির্দিষ্টকালের জন্য...
07/02/2024

অনির্দিষ্টকালের জন্য সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা
dhaka-post
জেলা প্রতিনিধি
৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০২
অনির্দিষ্টকালের জন্য সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা
মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনার কারণে সেন্টমার্টিন ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার ও টেকনাফ থেকে সেন্টমার্টিনে ভ্রমণ করা যাবে না।

বিজ্ঞাপন

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে ১০ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ সেন্টমার্টিন যেতে পারবে না।

এর আগে বুধবার সকালে বান্দরবানের তুমব্রু ও ঘুমধুম সীমান্ত এবং তৎসংলগ্ন বিওপি পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ জামান সিদ্দিকী সেন্টমার্টিন রুটে ভ্রমণ বন্ধ রাখার পরামর্শ দেন।

সেন্টমার্টিন ফ্যামেলী ট্যুর। ০৫-০১-২০২৪
05/02/2024

সেন্টমার্টিন ফ্যামেলী ট্যুর।
০৫-০১-২০২৪

২২ জানুয়ারি থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে,দেশের অন্যতম সুন্দর পর্যটন স্পট বান্দরবানের দেবতাখুম!
23/01/2024

২২ জানুয়ারি থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে,
দেশের অন্যতম সুন্দর পর্যটন স্পট বান্দরবানের দেবতাখুম!

গতকাল উদ্বোধন হয়েছে ভারতের দীর্ঘতম সেতু মুম্বাই আরব সাগরে অটল সেতু। ২১.৮ কিঃমিঃ দৈর্ঘ্য নতুন ৬-লেন বিশিষ্ট এই সেতু ভারত...
14/01/2024

গতকাল উদ্বোধন হয়েছে ভারতের দীর্ঘতম সেতু মুম্বাই আরব সাগরে অটল সেতু। ২১.৮ কিঃমিঃ দৈর্ঘ্য নতুন ৬-লেন বিশিষ্ট এই সেতু ভারতের মানচিত্রে গুরুত্বপূর্ণ সাড়া ফেলে দিয়েছে। এই ব্রিজ নির্মাণ করতে খরচ পড়েছে ১৭,৮৪০ কোটি, এবং শুধু লোহা লেগেছে ১,৭৭,৯০৩ মেট্রিক টন। 🇮🇳

বছরের প্রথমদিন কক্সবাজার,ফ্যমেলী ট্যুর।
13/01/2024

বছরের প্রথমদিন কক্সবাজার,
ফ্যমেলী ট্যুর।

09/01/2024
সেন্ট মার্টিন  যাবার সময় যা যা খেয়াল রাখবেন:১. দামী স্বর্ন সাথে করে নিবেন না। বলছিনা, Unsafe। কিন্তু সাগরপাড়ে স্বর্ন কাক...
25/12/2023

সেন্ট মার্টিন যাবার সময় যা যা খেয়াল রাখবেন:
১. দামী স্বর্ন সাথে করে নিবেন না। বলছিনা, Unsafe। কিন্তু সাগরপাড়ে স্বর্ন কাকে দেখাবেন। বরঞ্চ খুলে সাগরে পড়লে হারাবেন।

২., নিজের Towel, brush, Toothpaste, একটি বেডসীট সাথে রাখতে পারলে ভাল।

৩. Cotton buds, personal toiletries, আগে Pack করুন। যত ভাল হোটেলেই থাকুন, তাদের দেয়া জিনিসগুলো serious commercial. Shampo brand change করলে, অনেকের চুল ই পড়ে যায়।

৪. বাচ্চাদের সুইমিং Costume, নিজেদের swimming clothing নিন।

৫. এতদুর থেকে হৈ হৈ করে গিয়ে হৈ হৈ করে ১ দিনে চলে আসা লস্। ৩/৪ দিনের প্ল্যান করুন। রিলাক্স করে ঘুরুন। আপনি মেমরী করতে যাচ্ছেন, Racing এ নয়।

৬. পাবলিক হলিডে Avoid করার চেষ্টা করুন।

৭. হলিডে করার জন্য ছুটি নিন। প্ল্যান করুন। ছুটি পেলে হলিডে নয়।

৮. সেন্ট মার্টিনের শুটকী ভর্তা, বড় চিংড়ী, লইট্যা ফ্রাই টেস্ট করুন। সম্ভব হলে মাংস avoid করুন। কোরাল, ইলিশ, মাছ আর ভাজি বর্তা খান।

৯. যে কোন বিপদে টুরিস্ট পুলিশকে কল দিন।

১০.অসুস্হ হলে সরকারী হাসপাতালে যান।

১১. যে কোন টমটম, সিএনজিতে উঠলে, ড্রাইবারের সাথে দরদাম করে নিবেন।

১২. বীচে ক্যামেরাম্যানের সাথে আগেই দরদাম করে নিবেন।

১৩. খোলা আকাশের সস্তা সি ফুড খাবেন না।

১৪. সুইমিংপুল Avoid করে সাগরে গোসল করুন। বীচে খালি পায়ে হাটুন।

১৫. কটেজে ঢোকার আগে পা ধুয়ে নিন।

১৬. বাসে আসার সময় রাস্তায় জান্ক ফুড খেয়ে পেট খারাপ করবেন না।

১৭. এমন জায়গায় হোটেল নিন, যেখানর প্রকৃতির কাছে থাকা যায়। বাচ্চাদের খেলাধুলার ব্যবস্হা যেন থাকে।

১৯. সবাই সুর্যাস্ত দেখে, সুর্যোদয় দেখার সৌভাগ্য সবার হয় না। তাই সুর্যোদয় দেখুন!

২০. ফজরের পর পর সাগরের সৌন্দর্য একেবারে অন্যরকম। যেকোনো সময়ের চেয়ে সুন্দর।
ধন্যবাদান্তে:: মো: ইকবাল হোসেন চৌধুরী বাবু

📣ভ্রমণ প্রিয় পর্যটকদের জন্য সুখবর সুখবর সুখবর..! ❑ ২২/১২/২০২৩ ইং থেকে পর্যটন নগরী কক্সবাজারে ট্রেন যোগে আসা পর্যটকদের য...
23/12/2023

📣ভ্রমণ প্রিয় পর্যটকদের জন্য সুখবর সুখবর সুখবর..!

❑ ২২/১২/২০২৩ ইং থেকে পর্যটন নগরী কক্সবাজারে ট্রেন যোগে আসা পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে
জেলা প্রশাসন কক্সবাজারের উদ্যোগে আনা হলো বিআরটিসি বাস। বাসগুলো রেলস্টেশন হতে কলাতলী, সুগন্ধ্যা পয়েন্ট, লাবনী হয়ে ঘুন গাছতলা পর্যন্ত চলবে।

❑ নিম্নে ওয়ান ওয়ে ভাড়ার তালিকাঃ
▪️লাবনী পয়েন্ট থেকে রেল স্টেশন ভাড়াঃ ২৫ টাকা।
▪️সুগন্ধা পয়েন্ট থেকে রেল স্টেশন ভাড়াঃ ২০ টাকা।
▪️ডলফিন মোড় থেকে রেল স্টেশন ভাড়াঃ ১৫ টাকা।

পোদ্দার বাজার ভাই ভাই ক্লাবের ৮ম ত্রি-বার্ষিক সাধারণ সভা ও আজীবন সদস্য সংবর্ধনা অনুষ্ঠানে।
19/12/2023

পোদ্দার বাজার ভাই ভাই ক্লাবের ৮ম ত্রি-বার্ষিক সাধারণ সভা ও আজীবন সদস্য সংবর্ধনা অনুষ্ঠানে।

ঢাকার ভিতরে প্রাকৃতিক খোলামেলা পরিবেশ খুবই কম।একটু ব্যতিক্রম আফতাবনগর। তাই সময় সুযোগ পেলেই প্রকৃতির কাছে ছুটে যাই।
12/12/2023

ঢাকার ভিতরে প্রাকৃতিক খোলামেলা পরিবেশ খুবই কম।একটু ব্যতিক্রম আফতাবনগর। তাই সময় সুযোগ পেলেই প্রকৃতির কাছে ছুটে যাই।

ওরছে একদিন।শ্যমপুর,রামগঞ্জ, লক্ষীপুর।
12/12/2023

ওরছে একদিন।
শ্যমপুর,রামগঞ্জ, লক্ষীপুর।

মেট্রোরেলে। পল্লবী থেকে মতিঝিল যেতে সময় লেগেছে মাত্র ১৮ মিনিট।সত্যিই অসাধারণ।
10/12/2023

মেট্রোরেলে।
পল্লবী থেকে মতিঝিল যেতে সময় লেগেছে মাত্র ১৮ মিনিট।সত্যিই অসাধারণ।

দুইটাই কিন্তু বাঘ।১ম টি যিনি বানিয়েছেন তিনিও আর্টিস্ট। ২য় টি যিনি বানিয়েছেন উনিও আর্টিস্ট। এখন চয়েজ আপনার, আপনি কোন ...
10/12/2023

দুইটাই কিন্তু বাঘ।
১ম টি যিনি বানিয়েছেন তিনিও আর্টিস্ট। ২য় টি যিনি বানিয়েছেন উনিও আর্টিস্ট। এখন চয়েজ আপনার, আপনি কোন আর্টিস্ট এর কাছে যাবেন বা কোন বাঘটা আপনার চাই।

তবে এটা মাথায় রাখবেন চিনি যত বেশি দেবেন, ততই শরবত মিষ্টি হবে। ভালো জিনিসের দাম একটু বেশিই হয়। টাকা ঢালবেন না, চাইবেন ১ম বাঘটা, তা কখনই পাবেন না।

বাঘ মাত্র একটা উদাহরন যা দিয়ে সকল কাজকেই বুঝালাম। প্রোডাক্ট যাই হোক কোয়ালিটি ভালো চাইলে তো টাকাটাও সেইরকম ঢালতে হবে এটাই চিরন্তন সত্য।

সুতরাং নিজেদের কষ্টের টাকায় কিছু কেনার আগে অবশ্যই চিন্তা করা উচিৎ 😁

৩০ টাকার জিনিস ৫ টাকা, আর ১০ টাকার জিনিস ৬ টাকায় কখনোই দেয়া পসিবল না🤭
এটা এক শ্রেনীর মানুষ বুঝেনা,এটা আসলে নিজেদের রুচি এবং পচন্দের বিষয়।

09/12/2023

সুখবর! ব্রেকিং নিউজ হিসেবে আগামী পহেলা জানুয়ারি ২০২৪ হতে চালু হতে পারে/যাচ্ছে ঢাকা টু কক্সবাজার রুটে আরো একজোড়া ননস্টপ এক্সপ্রেস ট্রেন।🔥

ট্রেনের রুট হবে ঢাকা - চট্টগ্রাম - কক্সবাজার, এবং ট্রেনটি সুবর্ন এবং সোনারবাংলা, কক্সবাজার এক্সপ্রেসের মতোই ননস্টপ হতে যাচ্ছে😊
প্রস্তাবিত ট্রেনের নাম বলা হচ্ছে : প্রবাল এক্সপ্রেস, তরঙ্গ এক্সপ্রেস,পালংকি এক্সপ্রেস। এরমধ্যে যেকোনো একটি নামে ট্রেনখানা চালু হবে।
ট্রেনের লোড থাকবে ১৬/৩২। অর্থাৎ ১৬ টি কোচের সমন্বয়ে ট্রেনটি পরিচালিত হবে।
ট্রেনের কোড নম্বর হচ্ছে :৮১৫/৮১৬।
ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন ধার্য্য করা হয়েছে: রবিবার।
ট্রেনে সর্বমোট আসন সংখ্যা থাকবে ৭৮০ টি।

প্রস্তাবিত ট্রেনের ছাড়ার সময়সূচি:

🔴৮১৫ আপ প্রবাল/তরঙ্গ/পালংকি এক্সপ্রেস:
কক্সবাজার থেকে : ছাড়বে ২০.০০ মিনিটে
চট্টগ্রাম পৌঁছাবে: ২২.৫০ ছাড়বে:২৩.১৫
ঢাকা বিমানবন্দর পৌঁছবে: ৩.৫০
ঢাকা বিমানবন্দর ছাড়বে: ৩.৫৩
সবশেষে ঢাকা পৌঁছাবে: ৪.৩০

🔴৮১৪ ডাউন প্রবাল/তরঙ্গ/পালংকি এক্সপ্রেস:
ঢাকা থেকে ছাড়বে: ৬.১৫
ঢাকা বিমানবন্দর পৌঁছাবে: ৬.৩৮
ঢাকা বিমানবন্দর ছাড়বে: ৬.৪৩
চট্টগ্রাম পৌঁছাবে: ১১.২০
চট্টগ্রাম ছাড়বে: ১১.৪০
কক্সবাজার পৌঁছাবে: ১৫.০০

১লা জানুয়ারি ২০২৪ থেকে ৮১৫/৮১৬ প্রবাল/তরঙ্গ/পালংকি এক্সপ্রেসের উদ্বোধনের জন্য সুপারিশ করা হয়েছে।
আপনার মতে এই ৩ টি নামের মধ্যে কোন নামটি সুন্দর লাগে?।

রুপগন্জ,নারায়ণগঞ্জ।
07/12/2023

রুপগন্জ,নারায়ণগঞ্জ।

চট্রগ্রাম সফর ২০২০
06/12/2023

চট্রগ্রাম সফর ২০২০

সিলেট।
05/12/2023

সিলেট।

কিশোরগঞ্জ ২০২০।
05/12/2023

কিশোরগঞ্জ ২০২০।

ড্রীম ফিউচার ফ্রেন্ডস সার্কেল। নন্দীগ্রাম বদরপুর উচ্চ বিদ্যালয়ব্যচ ২০০৩।কক্সবাজার, বান্দরবান ও অনন্যা জায়গায়।
04/12/2023

ড্রীম ফিউচার ফ্রেন্ডস সার্কেল।
নন্দীগ্রাম বদরপুর উচ্চ বিদ্যালয়
ব্যচ ২০০৩।
কক্সবাজার, বান্দরবান ও অনন্যা জায়গায়।

হাটে,সিলেট উপশহর।
03/12/2023

হাটে,
সিলেট উপশহর।

সেন্টমার্টিন
30/11/2023

সেন্টমার্টিন

কক্সবাজার ফ্যমেলী ট্যুর ২০১৯
30/11/2023

কক্সবাজার ফ্যমেলী ট্যুর ২০১৯

জাফলং রাতারগুল ২০১৯
29/11/2023

জাফলং রাতারগুল ২০১৯

28/11/2023
স্কুল স্মৃতি ফুটবল উৎসব ২০১৯
28/11/2023

স্কুল স্মৃতি ফুটবল উৎসব ২০১৯

Address

Dhaka

Telephone

+8801718439356

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel Lover Iqbal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Lover Iqbal:

Share

Category