27/12/2024
বাংলাদেশী নাগরিকেরা প্রত্যেক বছর একবার নেপালের ভিসা ফ্রি পাবেন । কেউ যদি প্রতি বছর একবার নেপাল ভ্রমণ করেন দ্বিতীয়বার নেপাল ভিসা করার সময় তাকে ভিসা ফি দেওয়া লাগবে প্রথমবার ভিসা করতে নেপাল এম্বাসি বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে কোন প্রকার ভিসা ফি নেয় না নেপালের ভিসাটা একদমই ফ্রি আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নেপাল এম্বাসিতে জমা দিলে তারা তিন কর্ম দিবস পর আপনাকে ছয় মাসের একটি ভিসা প্রোভাইড করবে যা দিয়ে আপনি নেপাল ৩০ দিন থাকতে পারবেন।
নেপাল ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
১-পাসপোর্ট
২-ছবি
৩-জাতীয় পরিচয় পত্র
৪-ব্যাংক স্টেটমেন্ট
৫- চাকরি করলে এনওসি ব্যবসা করলে ট্রেড লাইসেন্স
৬-হোটেল বুকিং
৭-বিমানের রাউন্ড টিকেট
৮- ভিসার আবেদন পত্র
সবগুলো ডকুমেন্টস একত্র করে আপনি চলে যাবেন নেপাল এম্বাসিতে। নেপাল এম্বাসির ঠিকানা: নতুন বাজার আমেরিকা এমবাসির পিছনে
ভিসার আবেদন পত্র জমা দেওয়ার সময়: সাধারণত নেপাল এম্বাসি সকাল ৯ টা থেকে দুপুর বারোটা ত্রিশ মিনিট পর্যন্ত ভিসার আবেদনপত্র জমা নেই ।
ভিসা ডেলিভারি টাইম: দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নেপাল এম্বাসি ভিসা ডেলিভারি করে থাকে।