Broadway Tours & Travels

Broadway Tours & Travels Renowned & Trusted Agency, Specialized in Hajj Group & Umrah Packages, Air Tickets & Visa Services. Welcome to the official page.

We are a leading travel agency that specializes in Hajj and Umrah services. We offer a wide range of packages to suit all budgets and needs, and our experienced team will be happy to help you plan your journey. We understand that Hajj and Umrah are important religious pilgrimages, and we are committed to providing our clients with the best possible service. We offer a variety of features and benef

its, including:

Competitive Pricing
Experienced and knowledgeable staff
A wide range of packages to choose from
24/7 customer support

We are proud to be a part of the Hajj and Umrah community, and we are committed to providing our clients with a memorable and rewarding experience. Contact us today to learn more about our services and to book your pilgrimage.

আর মাত্র ২ দিন বাকি! এরপর ২০২৫ সালে হজ্জের প্রাক নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধনের সুযোগ থাকছে না।প্রাক নিবন্ধন ফি: ৩০,০০০ টা...
24/12/2024

আর মাত্র ২ দিন বাকি! এরপর ২০২৫ সালে হজ্জের প্রাক নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধনের সুযোগ থাকছে না।

প্রাক নিবন্ধন ফি: ৩০,০০০ টাকা।
প্রাথমিক নিবন্ধন এবং ৩০০,০০০ টাকা।

আপনার হজ্জ যাত্রা নিশ্চিত করুন এখনই!

📞 যোগাযোগ করুন:
ব্রডওয়ে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিঃ
01770100600 | 01799224466

ধর্ম মন্ত্রণালয় থেকে প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী আর মাত্র ৫ দিন (২৬ ডিসেম্বরে) পর বন্ধ হয়ে যাবে হজ্জের প্রাথমিক ন...
21/12/2024

ধর্ম মন্ত্রণালয় থেকে প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী আর মাত্র ৫ দিন (২৬ ডিসেম্বরে) পর বন্ধ হয়ে যাবে হজ্জের প্রাথমিক নিবন্ধনের সুযোগ।

তাই যে সকল হজ্জ গমনেচ্ছুু ভাই-বোন এখনও প্রাথমিক নিবন্ধন করেননি তারা দ্রুত প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করুন।

📞 যোগাযোগ:
ব্রডওয়ে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিঃ
📱 01770100600 | 01799224466

শাইখ ড. মোহাম্মাদ ইমাম হোসাইন (হাফিযাহুল্লাহ্‌)-এর প্রাণবন্ত ইলমি আলোচনা শ্রবণ করতে করতে আমাদের মিনা, আরাফাহ, এবং মুজদাল...
17/12/2024

শাইখ ড. মোহাম্মাদ ইমাম হোসাইন (হাফিযাহুল্লাহ্‌)-এর প্রাণবন্ত ইলমি আলোচনা শ্রবণ করতে করতে আমাদের মিনা, আরাফাহ, এবং মুজদালিফার দিন ও রাতগুলো এক অনন্য অভিজ্ঞতায় পরিণত হয়েছিল। তাঁর গভীর জ্ঞান এবং স্পষ্ট দিকনির্দেশনায় সেই সময়গুলো ছিল সত্যিই স্মরণীয় এবং প্রেরণাদায়ক।

আজও আমরা সেই পবিত্র দিনগুলোকে মিস করি, যখন প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে আরও কাছাকাছি যাওয়ার ছিল।

আল্লাহ আমাদের জীবনকে এমন বরকতময় দিনগুলো দিয়ে পূর্ণ করুন, বারবার!

যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুর ওপর ভরসা করে তাঁর উদাহরণ সেই ব্যক্তির মতো যে গরম কিংবা ঠান্ডা হতে বাঁচতে মাকড়সার জালের...
14/12/2024

যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুর ওপর ভরসা করে তাঁর উদাহরণ সেই ব্যক্তির মতো যে গরম কিংবা ঠান্ডা হতে বাঁচতে মাকড়সার জালের নিচে আশ্রয় নেয়!

– ইবনু কায়্যিম রহিমাহুল্লাহ | মাদারিজুস সালেকিন

আজ পর্যন্ত বেসরকারি মাধ্যমে প্রায় ৪৬,০০০ জন হজ্জ গমনেচ্ছু নিবন্ধন সম্পন্ন করেছেন, এবং প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে।ধর্ম বিষ...
10/12/2024

আজ পর্যন্ত বেসরকারি মাধ্যমে প্রায় ৪৬,০০০ জন হজ্জ গমনেচ্ছু নিবন্ধন সম্পন্ন করেছেন, এবং প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, এই মাসের ১৫ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। তাই যারা ২০২৫ সালে হজ্জে যাওয়ার নিয়ত করেছেন, এখনই প্রি-রেজিস্ট্রেশন এবং প্রাথমিক বা চূড়ান্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এবং আপনার হজ্জ যাত্রা নিশ্চিত করুন।

📞 যোগাযোগ করুন:
ব্রডওয়ে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিঃ
📱 01770100600 | 01799224466

রাসূলুল্লাহ ﷺ বলেছেনযে ব্যক্তি এ ঘরের (বায়তুল্লাহর) হজ্জ আদায় করল, অশ্লীলতায় জড়িত হল না এবং আল্লাহর অবাধ্যতা করল না, সে ...
04/12/2024

রাসূলুল্লাহ ﷺ বলেছেন
যে ব্যক্তি এ ঘরের (বায়তুল্লাহর) হজ্জ আদায় করল, অশ্লীলতায় জড়িত হল না এবং আল্লাহর অবাধ্যতা করল না, সে মায়ের পেট হতে সদ্য প্রসূত শিশুর ন্যায় প্রত্যাবর্তন করল।
[বুখারি: ১৮২০]

হজ্জের এই বিশেষ হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয় যে এটি একটি আত্মার পরিশুদ্ধি এবং গুনাহ মুক্তির অসাধারণ সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে তাঁর ঘরে যাওয়ার তাওফিক দিন। আমিন।

👉 আপনার হজ্জ বা উমরাহর পরিকল্পনা শুরু করুন আজই। হজ্জ প্রি-রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন: 01770100600, 01799224466

শায়খ সালেহ আল-উসায়মীন রহিমাহুল্লাহ বলেছেন,“যদি কেউ আপনাকে এমন একটি রাস্তা দেখিয়ে দেয়, যা আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দে...
30/11/2024

শায়খ সালেহ আল-উসায়মীন রহিমাহুল্লাহ বলেছেন,

“যদি কেউ আপনাকে এমন একটি রাস্তা দেখিয়ে দেয়, যা আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে, তাহলে আপনার প্রতি এটিকে তাঁর একটি উপকার হিসেবে দেখবেন।

তাহলে আমাদের প্রিয় নবী ﷺ, যিনি কিনা আপনাকে জান্নাতের পথ দেখিয়েছেন তাঁর সম্পর্কে কী বলা যায়!

অতএব, আপনার প্রতি রাসূল ﷺ -এর একটি হক্ব হলো এই যে— আপনি তাঁর ওপর দরুদ ও সালাম পাঠ করবেন‍। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।”

[ফাতাওয়া নূর ‘আলা আল-দারব, ১২/২১০]

আপনি জানেন কি? একদিন আমাদের সবার প্রিয় এই বায়তুল্লাহকে উঠিয়ে নেওয়া হবে।রাসূলুল্লাহ ﷺ তাই আমাদের তাড়াতাড়ি হজ্জ করার ...
29/11/2024

আপনি জানেন কি? একদিন আমাদের সবার প্রিয় এই বায়তুল্লাহকে উঠিয়ে নেওয়া হবে।

রাসূলুল্লাহ ﷺ তাই আমাদের তাড়াতাড়ি হজ্জ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন:
“তোমরা হজ্জ ও উমরাহর মাধ্যমে এই গৃহের উপকার গ্রহণ করো। কেননা তা ইতোপূর্বে দু’বার ধ্বংস হয়েছে। তৃতীয়বারের পর উঠিয়ে নেওয়া হবে।”

📖 [সহীহ ইবনে খুযাইমা, হাদীস : ২৫০৬; সহীহ ইবনে হিববান, হাদীস : ৬৭১৮]

এখনই সময় নিজেকে প্রিয় কাবার সান্নিধ্যে নিয়ে যাওয়ার জন্য। 🕋

হজ্জ প্রি-রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন: 01770100600, 01799224466

মিনার তাঁবুর ভেতরে শাইখ ড. মোহাম্মাদ ইমাম হোসাইন (হাফিযাহুল্লাহ্‌)-এর প্রাণবন্ত ইলমি আলোচনা, আর হাজীদের মনোযোগী শ্রবণ—এই...
26/11/2024

মিনার তাঁবুর ভেতরে শাইখ ড. মোহাম্মাদ ইমাম হোসাইন (হাফিযাহুল্লাহ্‌)-এর প্রাণবন্ত ইলমি আলোচনা, আর হাজীদের মনোযোগী শ্রবণ—এই সুন্দর মুহূর্তগুলো হজ্জ সফরকে আরো অর্থবহ করে তোলে।

আমাদের সাথে থাকুন একটি শারীয়াহ লিডারশীপ সমৃদ্ধ কাফেলায়, যেখানে ইলম, আত্মশুদ্ধি, এবং হজ্জের সঠিক নির্দেশনা একসাথে পাবেন ইন শা আল্লাহ।
---
হজ্জ প্রি-রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন: 01770100600, 01799224466

মানুষ হজ্জে গিয়েও ঝগড়া করে?করে।শয়তান মানুষকে ঝগড়ার প্রতি উস্কে দেয়। সামান্য ছাড় না দিতে পেরে অনেক হাজীই হজ্জের মধ্যে ঝগড়...
23/11/2024

মানুষ হজ্জে গিয়েও ঝগড়া করে?
করে।

শয়তান মানুষকে ঝগড়ার প্রতি উস্কে দেয়। সামান্য ছাড় না দিতে পেরে অনেক হাজীই হজ্জের মধ্যে ঝগড়ায় জড়িয়ে যান।

আল্লাহ হজ্জের মধ্যে ঝগড়াকে বিশেষভাবে নিষিদ্ধ করেছেন।

তিনি বলেন, “...অতঃপর এ মাসগুলোতে যে কেউ হজ্জ করার মনস্থ করবে, তার জন্য হজ্জের মধ্যে স্ত্রী সম্ভোগ, অন্যায় আচরণ ও ঝগড়া-বিবাদ বৈধ নয়” [বাক্বারা : ১৯৭]

ঝগড়া মূলত বাধে ধৈর্যহীন হলে। ধৈর্য ছাড়া সফলভাবে হজ্জ করা সম্ভব নয়। এজন্য হজ্জের আগে সম্ভাব্য মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন।

যারা উমারহতে বা হজ্জে গিয়ে মদীনায় যিয়ারতে যাচ্ছেন তারা অবশ্যই মসজিদে কুবাতে গিয়ে সালাত আদায় করতে ভুলবেন না। কারণ এই মসজি...
19/11/2024

যারা উমারহতে বা হজ্জে গিয়ে মদীনায় যিয়ারতে যাচ্ছেন তারা অবশ্যই মসজিদে কুবাতে গিয়ে সালাত আদায় করতে ভুলবেন না। কারণ এই মসজিদে সালাত আদায় করলে উমরাহর সওয়াব পাওয়া যায়।

রাসূল ﷺ বলেছেন, যে ব্যক্তি তাঁর ঘর থেকে পবিত্রতা অর্জন করবে অতঃপর মসজিদে কুবাতে এসে সালাত আদায় করবে সে উমরার সমপরিমাণ সওয়াব পাবে [সুনানে ইবনে মাজাহ : ১৪১২]।

রাসূলুল্লাহ ﷺ প্রতি শনিবার পায়ে হেঁটে কিংবা সওয়ারী হয়ে মসজিদে কুবাতে এসে দুই রাকাত সালাত আদায় করতেন [সহিহ বুখারী : ১১৯১, সহিহ মুসলিমে : ১৩৯৯]।

২০২৫ সালে হজ্জের প্রস্তুতি শুরু হোক এখন থেকেই!মাত্র ৩০,০০০ টাকায় প্রাক নিবন্ধন এবং ৩০০,০০০ টাকা দিয়ে ৩০ নভেম্বরের মধ্যে ...
16/11/2024

২০২৫ সালে হজ্জের প্রস্তুতি শুরু হোক এখন থেকেই!

মাত্র ৩০,০০০ টাকায় প্রাক নিবন্ধন এবং ৩০০,০০০ টাকা দিয়ে ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করুন।

যোগাযোগ করুন: 01770100600, 01799224466

আল-আকীক হোটেল, মদিনা।২০২৪ সালের হজ্জে এটি মদিনার প্রিমিয়াম প্যাকেজের হোটেল। যা একটি ৫* হোটেল।এক নজরে দেখে নিন হোটেলটি কে...
13/11/2024

আল-আকীক হোটেল, মদিনা।
২০২৪ সালের হজ্জে এটি মদিনার প্রিমিয়াম প্যাকেজের হোটেল। যা একটি ৫* হোটেল।
এক নজরে দেখে নিন হোটেলটি কেমন ছিল।
---
হজ্জ প্রি-রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন: 01770100600, 01799224466

হযরত উমর রাদ্বিয়াল্লাহু আনহু হাজরে আসওয়াদ এর কাছে এসে তাকে চুম্বন করলেন এবং বললেন, “আমি জানি তুমি একটি পাথর, তুমি কারও উ...
10/11/2024

হযরত উমর রাদ্বিয়াল্লাহু আনহু হাজরে আসওয়াদ এর কাছে এসে তাকে চুম্বন করলেন এবং বললেন, “আমি জানি তুমি একটি পাথর, তুমি কারও উপকার কিংবা ক্ষতি করতে পারো না। যদি আমি রাসূলুল্লাহ ﷺ -কে তোমাকে চুম্বন করতে না দেখতাম, আমি কখনো তোমাকে চুম্বন করতাম না।”
[বুখারি]

উপকার বা ক্ষতি কোনো সৃষ্টি দ্বারা হয় না; এগুলো কেবল আল্লাহর হাতে।

২০২৪ এর হজ্জে আমাদের স্ট্যান্ডার্ড প্যাকেজে মদিনায় হোটেল ছিল Deyar Al Eiman হোটেল— যা একটি ৩* মানের হোটেল। মসজিদে নববী থ...
07/11/2024

২০২৪ এর হজ্জে আমাদের স্ট্যান্ডার্ড প্যাকেজে মদিনায় হোটেল ছিল Deyar Al Eiman হোটেল— যা একটি ৩* মানের হোটেল। মসজিদে নববী থেকে ২০০ মিঃ দূরত্বে অবস্থিত। এক নজরে দেখে নিন হোটেলটি কেমন ছিল এবং এই প্যাকেজে খাবারের মান কেমন ছিল।
---
হজ্জ প্রি-রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন: 01770100600, 01799224466

হজ্জ একটি টিম ওয়ার্ক। এতে দক্ষ ম্যানেজমেন্ট লিডারশীপের পাশাপাশি শারীয়াহ লিডারশীপও অত্যন্ত জরুরি। তা না হলে হাজীদের ভোগান...
05/11/2024

হজ্জ একটি টিম ওয়ার্ক। এতে দক্ষ ম্যানেজমেন্ট লিডারশীপের পাশাপাশি শারীয়াহ লিডারশীপও অত্যন্ত জরুরি। তা না হলে হাজীদের ভোগান্তি বেড়ে যেতে পারে অনেক বেশি।

যেহেতু বেশিরভাগ হাজী প্রথমবার হজ্জে যান তাই তাদের হজ্জ সম্পর্কে অনেক প্রশ্ন থাকে। যেগুলো জিজ্ঞেস না করলে এক ধরণের মানসিক অস্বস্তি তৈরি হয়।

আবার হজ্জের সফরটি বেশ লম্বা হয়; তাই এই সফরটি হাজিদের জন্য আত্মশুদ্ধি ও নিজেকে পরিশুদ্ধ করার দারুণ সুযোগ তৈরি করে।

এসকল কথা মাথায় রেখে আমরা হজ্জে শারীয়াহ লিডারশীপের প্রতি গুরুত্ব দিয়েছি। আর এজন্য আমরা শাইখ ড. মোহাম্মাদ ইমাম হোসাইন (হাফিযাহুল্লাহ্‌) -কে আমাদের শারীয়াহ কনসাল্টেন্ট হিসেবে যুক্ত করেছি। তিনি ইনশাআল্লাহ ২০২৫ এর হজ্জেও আমাদের সাথে থাকবেন।

এক নজরে শাইখ ইমাম হোসেন হাফিযাহুল্লাহ -এর সংক্ষিপ্ত পরিচিতি:

শাইখ ইমাম হোসাইন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ‍্যালয় থেকে আরবী ভাষা ও সাহিত‍্যে এম.এ ও পিএইচডি ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ‍্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কর্তব‍্যরত আছেন। এছাড়াও তিনি নদ্দা সরকারবাড়ী মসজিদ ও উত্তরা বায়তুন নূর জামে মসজিদে খতীবের দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ‍্যালয়ে শিক্ষকতা ও খুতবার পাশাপাশি তিনি আলিম ও দাঈ ইলাল্লাহ হিসেবে দেশব্যাপী ব্যপকভাবে সমাদৃত।

তো আর দেরি কেন! দক্ষ ম্যানেজমেন্ট ও শারীয়াহ লিডারশীপ সম্বলিত এমন একটি দলই হোক আপনার আগামী বছরের হজ্জ কাফেলা।

হজ্জ প্রি-রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন: 01770100600, 01799224466

‘মদীনার খেজুর’ বলতেই আমাদের মনে ভেসে ওঠে ঐতিহ্য ও ইতিহাসের ছোঁয়া। আর এমন বিখ্যাত খেজুরের বাগান দেখে আসার অভিজ্ঞতা তো সত...
30/10/2024

‘মদীনার খেজুর’ বলতেই আমাদের মনে ভেসে ওঠে ঐতিহ্য ও ইতিহাসের ছোঁয়া। আর এমন বিখ্যাত খেজুরের বাগান দেখে আসার অভিজ্ঞতা তো সত্যিই অসাধারণ!

এবারের হজ্জ কাফেলায়ও আমাদের হাজীদের নিয়ে মদীনার খেজুর বাগান ঘুরে দেখেছি। সেখানে হাজীরা নিজেদের মতো করে খেজুর বাগান ঘুরে দেখেছেন এবং সেখান থেকেই তাজা খেজুর কিনেছেন। ছবিতেই দেখুন, ব্যাগ ভর্তি খেজুর হাতে হাজীরা বাসে উঠছেন।

হজ্জের সময় এমন চমৎকার সব মূহুর্ত উপভোগ করতে আমাদের ২০২৫ এর হজ্জ কাফেলায় যোগ দিন।
হজ্জ প্রি-রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন: 01770100600, 01799224466

হজ্জের প্রতিটি নিয়ম ও বিধান শেখার ব্যাপারে রাসূলুল্লাহ ﷺ আমাদের উৎসাহিত করেছেন। বিদায় হজ্জে তিনি কঙ্কর নিক্ষেপের সময় বলে...
28/10/2024

হজ্জের প্রতিটি নিয়ম ও বিধান শেখার ব্যাপারে রাসূলুল্লাহ ﷺ আমাদের উৎসাহিত করেছেন। বিদায় হজ্জে তিনি কঙ্কর নিক্ষেপের সময় বলেছিলেন, “خُذُوا عَنِّى مَناسِكَكُمْ” হে জনগণ! তোমরা আমার নিকট থেকে হজ্জের মানাসিক তথা নিয়ম-কানূন শিখে নাও। কেননা আমি জানিনা, এ বছরের পরে আমি আর হজ্জ করতে পারব কি-না। [মুসলিম, নাসাঈ, আবু দাউদ]

আমাদের হাজীদের হজ্জের মানাসিক তথা নিয়ম-কানূনগুলো শেখান ব্রডওয়ে ট্যুরস এন্ড ট্রাভেলস লিঃ - এর শারীয়াহ কনসাল্টেন্ট শাইখ ড. মোহাম্মাদ ইমাম হোসাইন (হাফিযাহুল্লাহ)। বাংলাদেশে আমরা হাজীদের মানাসিক সহ আনুসাঙ্গিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করি। এছাড়া হজ্জের দিনগুলো শুরু হওয়ার আগে সৌদি আরবে অবসর সময়টায় আমরা এই প্রশিক্ষণ প্রদান করি। যা আমাদের হাজীদেরকে বিভিন্ন ভাবে উপকৃত করে।

এমন একটি হজ্জ কাফেলা আপনার জন্য হতে পারে নিজ জীবনকে দ্বীনমুখী করার একটি বিশেষ সুযোগ। আমাদের ২০২৫ এর কাফেলায় যোগ দিতে যোগাযোগ করুন: 01770100600, 01799224466

Address

Park Plaza, Suite N4 (4th Floor), Plot 31, Road 17, Banani
Dhaka
1213

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801799224466

Website

Alerts

Be the first to know and let us send you an email when Broadway Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Broadway Tours & Travels:

Videos

Share

Category

Our Story

We are a company based in Bangladesh. We provide services for Hajj and Umra, International Air Ticket, Domestic Air Ticket, Visa Assistance, Hotel Booking, Package Tour.