Al Manar Travels-Sabbir

Al Manar Travels-Sabbir Winner Overseas RL 664

26/10/2023

ইতালির ভিসা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

আমি আজ আপনাদের মাঝে ইতালির ভিসা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো।

যারা যারা ইতালিতে যাওয়ার কথা ভাবছেন অথবা ভবিষ্যতে যাবেন তাদের জন্যই আজকের এই পোস্টটি।

আজ আমি আপনাদের মাঝে ইতালির দুই প্রকার ভিসা সম্পর্কে আলোচনা করব।

ভিসা দুইটি হলো:
স্পন্সর ভিসা (Sponsor visa)
কৃষি ভিসা (Agriculture visa)

চলুন প্রথমে জেনে নেই স্পন্সর ভিসা সম্পর্কে।

১. স্পন্সর ভিসা (Sponsor visa):
আমাদের পছন্দের তালিকায় সবসময়ই ইতালি দেশটি থাকে। এখন চলুন জেনে নেই স্পন্সর ভিসাতে ইতালিতে গেলে কি সুবিধা বা অসুবিধা হতে পারে!

সুবিধা:
১. বৈধভাবে ইতালিতে যাওয়া যায়।
২. ইতালিতে গিয়ে কাজ পেতে কোন সমস্যা হয় না।
৩. ইতালিতে যাওয়ার পর পছন্দ অনুযায়ী কাজ করা যায়।
৪. ইতালি থেকে নিজের দেশে যাতায়াতে কোন প্রকার সমস্যা হয় না।
৫. পরিবারের সদস্যদের ইতালিতে নিয়ে যাওয়ার সুযোগ থাকে।
৬. এক্ষেত্রে ইতালিতে থাকা অবস্থায় আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে আপনার চিকিৎসার খরচ ইতালিত সরকার বহন করবে।
৭. ইতালির নাগরিকত্ব পাওয়ার একটি সুবর্ণ সুযোগ থাকে।
৮. যেকোনো মালিকের অধীন কাজ করতে পারবেন।
৯. নিজ দায়িত্বে জায়গা ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করতে পারবেন।

অসুবিধা:
১. টাকার পরিমাণ অনেক বেশি । যা আমাদের পছন্দ নাও হতে পারে।
২. স্পন্সর ভিসায় গেলে ১৬-১৮ লক্ষ টাকা লাগতে পারে।
(বি: দ্র: স্পন্সর ভিসায় টাকা বেশি লাগলেও ঝুঁকি অনেক কম)

চলুন এবার জেনে নেই কৃষি ভিসা সম্পর্কে।

২. কৃষি ভিসা (Agriculture visa)

কৃষি ভিসা(Agriculture visa) মূলত ৬ মাস বা ৯ মাস মেয়াদের হয়ে থাকে। যে ভিসা কে আমরা সিজনাল ভিসা (seasonal visa) বলে থাকি। (এ ভিসাতে যাওয়ার জন্য আবেদন করতে এক লক্ষ টাকা লাগবে এবং এক মাস থেকে এক বছর ছয় মাস পর্যন্ত সময়ের ভিতর আপনি জানতে পারবেন আপনার কৃষি ভিসা আসছে নাকি আসে নাই)।
চলুন এবার জেনে নেই কৃষি ভিসার সুবিধা এবং অসুবিধা সম্পর্কে।

সুবিধা:
১. এ ভিসায় শুধুমাত্র ১০-১১ লক্ষ টাকা হলেই ইতালিতে যাওয়া যায়।
২. শুধুমাত্র ৮ ঘন্টা কাজ করতে হয়।
৩. এই ভিসাতে পারিশ্রমিক ঘণ্টায় ৪-৬ ইউরো ধরা হয়। (অর্থাৎ ৫ ইউরো ধরা হলে আপনার বেতন হবে‌ ৫×৮=৪০ ইউরো)
৪. যেকোনো মালিকের অধীন কাজ করতে পারবেন।

অসুবিধা:
১. এই ভিসাটা শুধুমাত্র ৬ বা ৯ মাস মেয়াদী হয়। অর্থাৎ আপনার ইতালিতে যাওয়ার পর ছয় বা নয় মাসে শুধুমাত্র আপনি বৈধ হিসেবে থাকবেন।
২. আপনি ইতালিতে যাওয়ার পর যদি আপনি যে মালিকের অধীনে কাজ করবেন সে যদি ভালো না হয়। তাহলে আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে।
৩. কখনো এমনও হয় কৃষি ভিসাতে গিয়ে কোন মালিক খুঁজে পাওয়া যায় না।
৪. কৃষি ভিসাতে আপনি যদি ইতালিতে যান তাহলে আপনি আপনার পরিবারকে নিয়ে যেতে পারবেন না।
৫. মাঝে মাঝে এমনও সমস্যা হয় আপনি কোন কাজই খুঁজে পাবেন না।

এখন চলুন বলি, ইতালিতে কৃষি ভিসায় মানুষ এতগুলো টাকা খরচ করে কেন যায়?

ইতালিতে ১০-১১ লক্ষ টাকা ব্যয় করে শুধুমাত্র ছয় বা নয় মাসের জন্য গিয়ে তাদের যাওয়ার খরচটুকু তুলতে পারে না। এ ভিসার নিয়ম হচ্ছে মেয়াদ শেষে দেশে চলে আসতে হবে। কিন্তু ৯৯% মানুষই দেশে ফিরে আসে না। তারা ইতালিতেই থেকে যায়।
এখন আপনার মনে হতে পারে, কিন্তু কেন তারা ইতালিতে থাকে?

ইতালিতে কৃষি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও আপনার ডকুমেন্ট পুনরায় তৈরি করে ইতালিতে বৈধ হয়ে কাজ করতে পারবেন। এক্ষেত্রে আপনার একজন মালিকের দ্বারা আবেদন করতে হবে একজন উকিলের সাহায্যে। এক্ষেত্রে কিছু টাকা খরচ হবে।

এখন কথা হচ্ছে আপনারা যদি কৃষি ভিসায় যান তাহলে অবশ্যই মাথায় রাখবেন, যে ব্যক্তির মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে আপনি ইতালিতে যাবেন তার সাথে ভালোভাবে কথা বলে নিতে হবে যে তারা কি কোন মালিকের মাধ্যমে আপনার ডকুমেন্ট তৈরি করে দিতে পারবে কিনা। আপনি যদি সম্পূর্ণ নিশ্চিত হতে পারেন তাহলেই কৃষি ভিসাতে যাবেন।
আশাকরি সকলে বুঝতে পেরেছেন।

আল মানার ট্যুরস এন্ড ট্রাভেলস

24/10/2023

About Me

*🇦🇺 AUSTRALIA  JOB  VISA 🇦🇺*  *🇦🇺অস্ট্রেলিয়া জব ভিসা 🇦🇺*👉কাজের ধরন👉রেস্টুরেন্ট, সেলসম্যান ,এগ্রিকালচার ,ওয়েটার       ও...
24/10/2023

*🇦🇺 AUSTRALIA JOB VISA 🇦🇺*
*🇦🇺অস্ট্রেলিয়া জব ভিসা 🇦🇺*
👉কাজের ধরন
👉রেস্টুরেন্ট, সেলসম্যান ,এগ্রিকালচার ,ওয়েটার
ওয়েল্ডার, প্লেম্বার,ক্লিনার
👉ডিউটি ৮ ঘন্টা
👉সেলারি ১৫০ লক্ষ থেকে ২ লক্ষ টাকা
👉খাওয়া নিজ
👉থাকা কোম্পানি
👉বিমান টিকেট ম্যানপাওয়ার সবকিছু কোম্পানি বহন করবে
অন্যান্য সবকিছু অস্ট্রেলিয়ার শ্রম আইন অনুযায়ী হবে

**অস্ট্রেলিয়া ওশেনিয়া অঞ্চলের বৃহত্তম দেশ এবং বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ। এটি পৃথিবীর ১২তম বৃহত্তম অর্থনীতি, মাথাপিছু আয়ের দিক থেকে দশম এবং মানব উন্নয়ন সূচকের মান অনুযায়ী অষ্টম। প্রাকৃতিক সম্পদ এবং উন্নত আন্তর্জাতিক বাণিজ্য দেশটির অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।অস্ট্রেলিয়ার আয়ের প্রধান খাতসমূহ হলো পরিষেবা, খনিজ রপ্তানি, ব্যাংকিং, উত্পাদন, কৃষি এবং আন্তর্জাতিক শিক্ষা ও অন্যান্য।বসবাস ও কাজের বিশাল সুযোগ থাকায় বাংলাদেশ থেকে বেশি কর্মী নিয়োগ হচ্ছে ।**

🔵জব ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:-

👉 পাসপোর্ট।
👉ছবি (৫ কপি)।
👉এডুকেশনাল সার্টিফিকেটের ফটোকপি।
👉 কাজের অভিজ্ঞতার সনদ(যদি থাকে)।

🌍কেনো আল মানার ট্রাভেলস কে বেছে নেবেন❓

✅ আমাদের রয়েছে দক্ষ কাউন্সিলর।
✅দক্ষ ভিসা প্রসেসিং টিম।
✅ বেশি সময়ের অভিজ্ঞতা।

👉এজেন্টের জন্য রয়েছে স্পেশাল কাজের সুযোগ

ইউরোপ সম্পর্কে যে কোন বিষয় জানতে আমাদের অফিস নাম্বারগুলোতে যোগাযোগ করুন

✳️আগ্রহী প্রার্থীরা অস্ট্রেলিয়া সম্পর্কিত যে কোন জানতে আমাদের সাথে যোগাযোগ করুন:-
+8809638137456
☎️01771454884
☎️01616734591
☎️01736329109
☎️01679437722
☎️01782591333
☎️01993427280

🏚️অফিস ঠিকানা🏚️
আল মানার ট্রাভেলস
উইনার ওভারসিজ আর এল ৬৬৪
ঝর্না টাওয়ার
বাসা নং-৪৪/১০(২ তলা)
রোড নং-১৯;
ডগাইর বাজার চৌরাস্তা সারুলিয়া ডেমরা ঢাকা ১৩৬১

সরাসরি অফিসে যোগাযোগ করুন।
সময়: সকাল ১০ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত।
ধন্যবাদ
Gmail: [email protected]
Facebook: Almanr travels
Websites:

About Me

24/10/2023

কসোভো ওর্য়াক পারমিট ভিসা
কাজের ধরন : ফুড প্যাকেজিং,ক্লিনার,ওয়েল্ডার,কনস্ট্রাকশন
সেলারি : ৪.৫০-৫০০ ইউরো
ডিউটি : ৮ ঘন্টা
১) বাসস্থান ফ্রি ২) খাওয়া নিজ
কেন আল-মানার ট্রাভেলস কে বেচে নিবেন ?
১)আমাদের রয়েছে দক্ষ কাউন্সিলর ।
২)দক্ষ ভিসা প্রসেসিং টিম ।
ডকুমেন্টস:-
১) ভ্যালিড পাসপোর্ট
২) সাদা ব্যকরাউন্ট ১২ কপি (ল্যাব প্রির্ন্ট ছবি)
৩)এডুকেশনাল সার্টিফিকেটের ফটোকপি
৪)কাজের অভিজ্ঞতার সনদ(যদি থাকে)
আগ্রহী প্রার্থীরা কসোভো সম্পর্কিত যে কোন তথ্য জানতে আমাদের সাথে
যোগাযোগ করুন:-
+8809638137456
01771454884
01616734591
01782591333
01679437722
01736329109
01993827280
অফিস ঠিকানা:-
আল-মানার ট্রাভেলস
উইনার ওভারসীজ আর এল ৬৬৪
৪৪/১০,ঝর্না টাওয়ার(দ্বিতীয় তলা),ডগাইর বাজার চৌরাস্তা,সারুলিয়া,ডেমরা,ঢাকা - 1361
সুবিধাদি:
১) ৩ বছর পরে ২ মাসের ছুটি (টিকেটসহ)
২) অন্যান্ন সুবিধাদি - কসোভো শ্রম আইন অনুযায়ী
বিঃদ্রঃ :৩ লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক লোনের সহায়তা প্রদান করা সম্ভব ।

Address

Dogai Bazar Chowrasta, Saruliya, Demra
Dhaka
1361

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Manar Travels-Sabbir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category