Safar Travel

Safar Travel Like & Follow Our page
to Get Latest Update.

17/07/2024
10/04/2024

ঈদ মোবারক!!!!

12/03/2024

*রোযার ফযীলত ও রোযাদারের করণীয়*
عن أبي صالح الزيات، أنه سمع أبا هريرة ـ رضى الله عنه ـ يقول قال رسول الله صلى الله عليه وسلم " قال الله كل عمل ابن آدم له إلا الصيام، فإنه لي، وأنا أجزي به. والصيام جنة، وإذا كان يوم صوم أحدكم، فلا يرفث ولا يصخب، فإن سابه أحد، أو قاتله فليقل إني امرؤ صائم. والذي نفس محمد بيده لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك، للصائم فرحتان يفرحهما إذا أفطر فرح، وإذا لقي ربه فرح بصومه ".
আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন; আল্লাহ তা’আলা বলেছেন, " *আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু রোযা আমার জন্য, তাই আমিই এর প্রতিদান দেব।"* রোযা ঢাল স্বরূপ। তোমাদের কেউ যেন রোযা পালনের দিন *অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া–বিবাদ না করে।* কেউ যদি তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন রোযাদার। ঐ সত্ত্বার শপথ যার কবজায় মুহাম্মাদের প্রাণ! *রোযাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মেশকের গন্ধের চাইতেও সুগন্ধিময়।* রোযাদারের জন্য রয়েছে দু’টি খুশী যা তাকে আনন্দিত করে। যখন সে ইফতার করে, সে খুশী হয় এবং যখন সে তার রবের সাথে সাক্ষাত করবে, তখন রোযা–এর বিনিময়ে আনন্দিত হবে। -বুখারী, ১৭৮৩

11/03/2024

*রমযানের প্রথম রাতের ঘোষণা*
عن أبي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومردة الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب. وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: রমযান মাসের প্রথম রাতেই শয়তান ও দুষ্টু জ্বীনদের শৃঙখলাবদ্ধ করে ফেলা হয়। জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, আর একটি দরজাও তখন আর খোলা হয় না; জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, একটি দরজাও আর বন্ধ করা হয় না। আর একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকেনঃ হে কল্যাণকামী! অগ্রসর হও। হে পাপাসক্ত! বিরত হও। আর মহান আল্লাহর পক্ষ হতে জাহান্নাম থেকে বহু লোকের মুক্তি (পুরস্কার স্বরূপ) রয়েছে । প্রত্যেক রাতেই এরূপ হতে থাকে। - তিরমিযী, ৬৭৯

Good morning 🌄
09/03/2024

Good morning 🌄

14/12/2023

এবারের সফরে আমরা যাব বান্দরবান।
দোয়া করবেন সবাই।

21/11/2023

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন?

15/11/2023

দুপুরের খাবার 👌👌👌👌👌

Address

Mohammadpur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Safar Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Safar Travel:

Videos

Share