19/12/2023
*সোস্যাল মিডিয়ায় যারা হজ্জ এবং উমরার সস্তা প্যাকেজ দেখে আকৃষ্ট হন, তাদের উদ্দেশ্যে -*
★ অত্যন্ত কষ্টকর হলেও সত্য, পবিত্র হজ্জ এবং উমরাহ্ সফরেও কমবেশি প্রতারণা হয়ে থাকে। অতিরিক্ত সস্তা প্যাকেজের প্রলোভন দেখানো হয় শুধুমাত্র হাজীদের আকর্ষণ করতে।
এ সকল সস্তা প্যাকেজে বেশিরভাগ ক্ষেত্রেই মক্কা ও মদীনায় গিয়ে কথা রাখা সম্ভব হয় না। সেখানে গিয়ে ভোগান্তিতে পড়া হাজী সাহেবগণ হতাশ হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়েন। ফলে সাওয়াবের পরিবর্তে গুনাহে লিপ্ত হন।
★ সাধারণত যেকোন প্যাকেজের মূল্য হোটেলের মান, পরিবেশ ও দূরত্বের উপর নির্ভর করে। কিন্তু সামান্য ১০-১৫ হাজার টাকা কমের জন্য দূরের হোটেলে থাকা প্রত্যেক হাজীই পরবর্তীতে আক্ষেপ করে বলে থাকেন, আগে জানলে এই টাকার জন্য কখনো হারাম শরীফ থেকে দূরের হোটেলে প্যাকেজ নিতেন না।
★ অধিকাংশ বাংলাদেশী হাজী সাহেবদের মক্কায় মিসফালা এবং মদীনায় বেলাল মসজিদের নিকটবর্তী হোটেল গুলোতে রাখা হয়। মিসফালা থেকে বেশিরভাগ সময় হারামে সরাসরি প্রবেশের পথ বন্ধ থাকে। বিশেষ করে নামাজের আগের সময়গুলোতে। যার ফলে অনেক হাজী রাস্তায় নামাজ পড়তে বাধ্য হন। আর মসজিদুল হারামে প্রবেশ করতে হয় অনেক দূর ঘুরে। এতে অনেকেরই জামাত মিস হয়। আমরা চেষ্টা করি সবচাইতে ভালো এলাকা (বাদশার বাড়ির সাইডে) আজিয়াদ রোডে হাজীদের রাখতে। এই দিক থেকে ২৪ ঘন্টা হারাম শরিফে সরাসরি প্রবেশ করা যায়। আর মদীনায় আমরা থাকি ২০০ মিটার দূরত্বে মারকাযিয়ায় মসজিদে গামামার আশেপাশের মান সম্মত হোটেলে। যার ফলে মসজিদে আসা যাওয়া খুব সহজ হয়। আর হোটেলের মান খারাপ হলে কতো যে ভোগান্তি হয় তা বলাই বাহুল্য।
★ ট্রানজিট ফ্লাইটে অনেক সময় বেশ কম মূল্যে টিকেট পাওয়া যায়। কিছু এয়ারলাইন্স ছোট বিমানে করেও যাত্রী পরিবহণ করে। এ সকল ফ্লাইটে দীর্ঘ সফরে অনেকে দূর্বল ও অসুস্থ হয়ে পড়ার কারনে কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। ফলে একাকি বাকি কাজ শেষ করতে গিয়ে ব্যাক্তি ও এজেন্সি উভয়কেই সমস্যায় পড়েতে হয়। বিশেষ করে বৃদ্ধ, শিশু ও পরিবার নিয়ে যাওয়া হাজীদের আমারা ট্রানজিট ফ্লাইট নিরুৎসাহিত করে থাকি।
★ প্রায় এজেন্সীতে হাজীদের সাথে ভালো কোনো আলেম থাকেন না অথবা প্রশিক্ষণ দেয়া হয় না। ফলে সঠিকভাবে হজ্জ ও উমরাহ্ সম্পন্ন করা কঠিন হয়ে পড়ে।
★ মানুষ তার সারাজীবনের কাঙ্খিত স্বপ্ন পূরণে অনেক কষ্টকরে প্রথম হজ্জ, উমরাহ্ গিয়ে থাকেন। তাদের এই উমরাহ্ সফরটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সফরটিকে নেক আমলে পূর্ণ এবং প্রাণবন্ত করতে, কাবার পথে আমরা আছি আপনার সাথে।
**** *আল খায়ের হজ ওমরাহ্* ****
(হজ ওমরায় বিশ্বস্ত সহযোগী)