29/03/2024
পাহাড় কেঁটে সুইমিংপুল।!
পাথর খেকো,গাছ খেকোদের জন্য নদীর পানি শুকিয়ে যায়। বিলাসিতায় পাহাড় কেঁটে সুইমিংপুল বানায়।
পরিশ্রমী পাহাড়িয়া নারীর মুখ হয় ফেকাসে,চিন্তিত নিজ অস্তিত্ব নিয়ে।
জলহীন পাহাড় যে নিরবে কেঁদেই চলেছে,হয়তো প্রকৃতি একদিন এর প্রতিশোধ নেবে।
Context ⤵️