Kaafela

Kaafela Your trusted travel partner Overview:
Kaafela Travel Agency is a renowned and trusted travel agency based in Bangladesh.

With a strong commitment to providing top-notch travel services, Kaafela has earned a stellar reputation for its excellence in issuing air tickets, arranging visas, booking hotels, and offering comprehensive tour packages, including Umrah and Hajj pilgrimage tours. Founded with a passion for making travel dreams come true, Kaafela has become a household name in Bangladesh's travel industry. Servic

es Offered:

Air Ticket Booking: Kaafela Travel Agency offers a wide range of domestic and international air ticket booking services. Whether you're planning a quick getaway or an overseas adventure, their expert team can assist you in finding the best flight options at competitive prices. Visa Assistance: Navigating the complex world of visa applications can be daunting, but Kaafela simplifies the process for its clients. They provide comprehensive visa assistance services, ensuring that all necessary documentation is in order for a seamless travel experience. Hotel Booking: Kaafela ensures that your accommodation during your travels is comfortable and within your budget. They have a vast network of partner hotels worldwide, enabling them to offer a variety of options to suit your preferences. Tour Packages: Kaafela specializes in crafting unforgettable tour packages that cater to a wide range of interests and destinations. Whether you're seeking a cultural experience, an adventurous journey, or a relaxing getaway, Kaafela has the perfect tour package for you. Umrah and Hajj Packages: For devout Muslims, Kaafela offers meticulously organized Umrah and Hajj packages. Their experienced team understands the spiritual significance of these journeys and ensures that pilgrims have a hassle-free and spiritually fulfilling experience. Why Choose Kaafela:

Expertise: With years of experience in the travel industry, Kaafela's team possesses in-depth knowledge and expertise to meet all your travel needs. Customer-Centric: Kaafela places customer satisfaction at the forefront of its operations. They are dedicated to providing personalized service, making every trip a memorable one. Competitive Pricing: Kaafela strives to offer competitive pricing without compromising on quality. They work diligently to find the best deals for their clients. Reliability: Trusted by thousands of satisfied travelers, Kaafela has established itself as a reliable and dependable travel agency in Bangladesh. Convenience: Kaafela aims to simplify the travel planning process, handling all the logistics so you can focus on enjoying your journey. Contact Information:

Address: [House 21, Road 11, Sector 13, Uttara, Dhaka 1230]
Phone: [+8801711946041]
Email: [[email protected]]
Website: [https://www.kaafela.com]

Whether you're embarking on a solo adventure, planning a family vacation, or preparing for a sacred pilgrimage, Kaafela Travel Agency is your ideal partner for all your travel needs. Experience the world with confidence, knowing that Kaafela is there to ensure your journey is as seamless and enjoyable as possible.

হারানো বিজ্ঞপ্তি, হারানো বিজ্ঞপ্তি।!!ছেলেটি'র মা প্রায় পাগল হয়ে গেছে ছেলে কে খুঁজে না পেয়ে আজ দুই দিন ধরে!!ছেলেটি বেশ...
06/07/2024

হারানো বিজ্ঞপ্তি, হারানো বিজ্ঞপ্তি।!!
ছেলেটি'র মা প্রায় পাগল হয়ে গেছে ছেলে কে খুঁজে না পেয়ে আজ দুই দিন ধরে!!
ছেলেটি বেশিরভাগ সময় মাক্স টা পরে।
নিচে ওর ছবিতে ওর পরা মাক্স টাই পরে থাকে ...

ছেলেটি আমার খালাতো ভাই হয়।

নাম: রবিউল ইসলাম (রাফি)
বাসাঃ বিমান বন্দর আবাসিক এলাকা
পড়াশোনাঃ হিফজ পড়ে (১৭পাড়া মুখস্থ করেছে)।
গায়ের রংঃ উজ্জ্বল
পরনে সাদা যুব্বা ছিলো

আমার ফ্রেন্ড লিস্টে অনেক মানুষ এড আছেন, যদি আপনারা প্রত্যেকজনেই শেয়ার / পোস্ট করেন ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেক ফেসবুক ব্যবহারকারী কাছে পৌঁছাবে।

তাই একটা শেয়ার/পোস্ট দিয়ে আপনার মায়ের মতো একজন সন্তান হারানোর মায়ের স্বস্তির সহায়ক হতে পারে।

নিখোঁজ রবিউল ইসলাম রাফি কে খুঁজে পেতে সহযোগিতা করুন।
আসিফ ইকবাল প্রিন্স
01640828775

কপি পেস্ট

Please share my post🙏🙏🙏🙏🙏প্রিয় ভাই ও বোনেরা আমার বাবা মোহাম্মদ  হারুনুর রাশিদ খান আজ বিকাল পাঁচ টা থেকে নিখোঁজ۔ প্রায় সা...
08/06/2024

Please share my post🙏🙏🙏🙏🙏

প্রিয় ভাই ও বোনেরা আমার বাবা মোহাম্মদ হারুনুর রাশিদ খান আজ বিকাল পাঁচ টা থেকে নিখোঁজ۔ প্রায় সাত ঘন্টা ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না۔ ওনার স্মরণ শক্তি দুর্বল যার ফলে সে তার ঠিকানা, নাম কিংবা পরিবার মানুষদের নাম মনে করতে পারে না ۔ উনি শুধু তার গ্রামের বাড়ি ফরিদপুরএর কথা বলে|

উনার পরনে ছিল আজ লুঙ্গি ও সাদা স্যান্ডো গেঞ্জি! আপনারা ওনাকে খুঁজে পেলে এই ঠিকানা কিংবা নম্বর এ যোগাযোগ করুন۔

ঠিকানা: 148/6 পশ্চিম রামপুরা ওয়াপদা রোড , Dhaka
ফোননম্বর:
01757290924
01914552345
সহযোগিতা করলে সারাজীবন কৃতজ্ঞ থাকবো

আলহামদুলিল্লাহ ,আমরা বছরের শ্রেষ্ঠ দশদিন পেতে যাচ্ছি; আর তা হলো জিলহজ্জ মাসের প্রথম দশদিন,ইনশাআল্লাহ।এবছর জুন ৬ সূর্যাস্...
01/06/2024

আলহামদুলিল্লাহ ,আমরা বছরের শ্রেষ্ঠ দশদিন পেতে যাচ্ছি; আর তা হলো জিলহজ্জ মাসের প্রথম দশদিন,ইনশাআল্লাহ।
এবছর জুন ৬ সূর্যাস্ত থেকে ,2024 তারিখে জিলহজ্জ মাস শুরু হবে ইনশাআল্লাহ l

বছরের শ্রেষ্ঠ ১০ টি রাত হলো রমজানের শেষ দশক, আর বছরের শ্রেষ্ঠ ১০টি দিন হলো যিলহজ্জের প্রথম দশক। রবের কাছে এই ১০ দিনের আমল অনেক প্রিয়।

🍁 : শাইখ ডক্টর সালেহ আল ফাউজান (حفظه الله).
🍁 : শাইখ ডক্টর আব্দুস সালাম আস সুলাইমান (حفظه الله).
এর আলোচনা থেকে নিজে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমলসমূহ তুলে ধরা হলো l

#জিলহজ্জ মাসের প্রথম দশ দিন এর গুরুত্বপূর্ণ আমলসমূহঃ

(১) জিলহজের প্রথম ৯ দিন রোজা রাখা; বিশেষত আরাফার দিনের রোজা রাখা।

রাসূল (ﷺ) বলেন,
❝আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশা করি যে, তিনি এর দ্বারা বিগত বছর ও আগামী এক বছরের গুনাহ মাফ করে দেবেন।❞
[ সহীহ মুসলিম : ১১৬২ ]

(২) সামর্থ্যবান হলে কুরবানি করা।

(৩) এই দশ দিন নখ ও চুল না কাটা।

রাসূল (ﷺ) বলেন,
❝তোমাদের কেউ জিলহজ্জ মাসের চাঁদ দেখলে এবং কুরবানি করার ইচ্ছা করলে, সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে।❞
[ সহীহ মুসলিম : ১৯৭৭ ]

(৪) চার ধরনের যিকিরে লেগে থাকা।

রাসুল (ﷺ) বলেন,
❝আল্লাহ তা‘আলার নিকট জিলহজ্জের দশ দিনের আমলের চেয়ে মহান এবং প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সুতরাং, তোমরা সেই দিনগুলোতে অধিক পরিমাণে
তাসবিহ ( سُبْحَانَ اللّٰهِ ), সুবহানাল্লাহ
তাহমিদ ( ٱلْحَمْدُ لِلَّٰهِ ), আলহামদুলিল্লাহ
তাহলিল ( لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ ) লা ইলাহা ইল্লাল্লাহ
ও তাকবির ( اللّٰهُ أَكْبَر ) আল্লাহ আকবার ,পড়ো।❞
[ মুসনাদে আহমাদ : ৫৪৪৬; হাদিসটির সনদ সহিহ ]

(৫) বেশি বেশি তাকবির তথা আল্লাহর বড়ত্ব ঘোষণা করা।

সাধারণভাবে এই দশ দিন সংক্ষেপে اللّٰهُ أَكْبَر বেশি বেশি পড়ুন। সাথে, নিচের বাক্যগুলোও সাধ্যানুসারে পড়ুন—

اَللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ وَلِلّٰهِ الْحَمْد

অর্থঃ আল্লাহ সর্বশ্রেষ্ঠ; আল্লাহ সর্বশ্রেষ্ঠ; আল্লাহ ছাড়া কোনও উপাস্য নেই। আল্লাহই সর্বশ্রেষ্ঠ; আল্লাহই সর্বশ্রেষ্ঠ; আর আল্লাহর জন্যই সকল প্রশংসা।

এটি ইবনু মাস‘উদ (রা.) ও অন্যান্য পূর্বসূরিদের থেকে প্রমাণিত।
[ দারাকুতনি, আস-সুনান: ১৭৫৬; আলবানি, ইরওয়াউল গালিল: ৬৫৪; সনদ সহিহ ]

তবে, আরাফার দিন অর্থাৎ জিলহজ্জের ৯ তারিখ ফজর থেকে শুরু করে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একাকী বা জামাতে নামাজ আদায়কারী, নারী অথবা পুরুষ— প্রত্যেকের জন্য একবার তাকবিরে তাশরিক (উপরে বর্ণিত তাকবিরটি) পাঠ করা ওয়াজিব। পুরুষরা উচ্চ আওয়াজে বলবে, আর নারীরা নিচু আওয়াজে।
[ ইবনু তাইমিয়্যাহ, মাজমু‘উ ফাতাওয়া: ২৪/২২০; ইবনুল কায়্যিম, যাদুল মা‘আদ: ২/৩৬০; ইবনু আবিদিন, রাদ্দুল মুহতার: ৩/৬১ ]

(৬) চারটি সম্মানিত মাসের একটি হলো জিলহজ্জ; তাই এই মাসের সম্মানে যথাসম্ভব সকল গুনাহ থেকে বেঁচে থাকা।

আল্লাহ তা‘আলা বলেন,
❝নিশ্চয়ই আল্লাহর নিকট সংরক্ষিত ফলকে (বছরে) মাসের সংখ্যা বারোটি—আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তার মধ্যে চারটি (মাস) সম্মানিত। এটিই সুপ্রতিষ্ঠিত বিধান; সুতরাং এর মধ্যে তোমরা (গুনাহ করার মাধ্যমে) নিজেদের প্রতি অত্যাচার করো না।❞
[ সুরা তাওবাহ, আয়াত: ৩৬ ]

(৭) এই দিনগুলো বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ, তাই অধিক পরিমাণে নেক আমল করা।

রাসূল (ﷺ) বলেছেন,
❝আল্লাহ তা‘আলার নিকট জিলহজ্জের (প্রথম) দশ দিনের আমলের চেয়ে অধিক মর্যাদাপূর্ণ ও প্রিয় অন্য কোনো আমল নেই।❞ সাহাবিগণ বললেন, ‘ইয়া রাসুলাল্লাহ! আল্লাহ রাস্তায় জিহাদও কি এর চেয়ে উত্তম নয়?’ তিনি বললেন, ‘‘না। আল্লাহর রাস্তায় জিহাদও নয়। তবে যে ব্যক্তি তার জান ও মাল নিয়ে (জিহাদে) ঝাঁপিয়ে পড়লো এবং এর কোনো কিছু নিয়েই আর ফিরে এলো না (অর্থাৎ, শহীদ হয়ে গেলো, তার কথা ভিন্ন)।❞
[ সহীহ বুখারি : ৯৬৯; মুসনাদে আহমাদ : ৬৫০৫; সুনান আবু দাউদ : ২৪৩৮]

এই দশদিনের ফরজ ইবাদত অন্যান্য মাসের ফরজ ইবাদতের তুলনায় অধিক মর্যাদার। এই দশদিনের নফল ইবাদত অন্যান্য মাসের নফল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ।
[ ইবনু রজব, ফাতহুল বারি: ৯/১৫ ]

🤲 : আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের ইলমে, আমলে বারাকাহ দিন।দুনিয়া ও আখিরাতে কল্যান দান করুন।আল্লাহ আমাদেরকে প্রিয় বান্দা হিসেবে প্রশান্ত আত্মা নিয়ে তাঁর কাছে ফেরৎ যাওয়ার তৌফিক দান করুন।
আমীন।
সংগৃহিত

দ্যা লাস্ট মেমোরি•একটু পর ই নদীতে চলে যাবে প্রিয়জনের ক-ব-র.শেষ বারের মত জিয়ারত করে নিচ্ছেন মানুষটি!!!ছবি তুলেছেনঃLaa Imr...
28/05/2024

দ্যা লাস্ট মেমোরি•

একটু পর ই নদীতে চলে যাবে প্রিয়জনের ক-ব-র.
শেষ বারের মত জিয়ারত করে নিচ্ছেন মানুষটি!!!

ছবি তুলেছেনঃ
Laa Imran 2017

অনলাইন আল-কুরআন অ্যাপ নির্বাচন করতে সতর্ক থাকুন।এখন ইসরায়েল কিছু ইচ্ছাকৃত ভুল নিয়ে আল-কোরান অ্যাপ প্রকাশ করেছে.. ⚔️ (ম...
19/05/2024

অনলাইন আল-কুরআন অ্যাপ নির্বাচন করতে সতর্ক থাকুন।
এখন ইসরায়েল কিছু ইচ্ছাকৃত ভুল নিয়ে আল-কোরান অ্যাপ প্রকাশ করেছে.. ⚔️ (মন্তব্য 👇)

23/04/2024

☝️ Allahu Akbar

আজ মানুষ অনুভব করছে খুব গরম, কিন্তু কতোদিন তারা AC এর সাহায্য নেবে, আজ পুরো বাংলাদেশে 300 কোটি গাছের প্রয়োজন। এটা তো সবে...
18/04/2024

আজ মানুষ অনুভব করছে খুব গরম, কিন্তু কতোদিন তারা AC এর সাহায্য নেবে, আজ পুরো বাংলাদেশে 300 কোটি গাছের প্রয়োজন। এটা তো সবে শুরু 45°C থেকে 49°C থেকে 55°C থেকে 60°C হতে বেশি সময় লাগবে না।
56°C হলে মানুষের বাঁচা মুশকিল হবে। আমাদের এখন থেকে চারা গাছ রোপন করতে হবে; কারণ একটি গাছ মোটামুটি বড়ো হতে পাঁচ থেকে সাত বছর সময় লাগে।

এখন বৃষ্টি আসতে চলেছে, অবশ্যই দুটি গাছ লাগাবেন সরকারের উপর সব ছেড়ে দেবেন না।

গাছই জীবন ❤️

© ভালো কাজের অংশীদার

14/04/2024

আমরা এখনো ভুলিনি! সে অন্ধকার রাতের কথা যে রাতে আবরার কে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল

14/04/2024

🧕🧕🧕

14/04/2024

ইশশ, কেমন লাগলো?? ☝️ ইরান

এই ব্যাক্তিকে চেনেন?এই ব্যাক্তির নাম এডওয়ার্ড মরড্রের্ক,যিনি ১৯ শতকে পৃথিবীর মুখ দেখেছিলেন। কিন্তু সবার মতো তার মুখ একটি...
09/03/2024

এই ব্যাক্তিকে চেনেন?
এই ব্যাক্তির নাম এডওয়ার্ড মরড্রের্ক,যিনি ১৯ শতকে পৃথিবীর মুখ দেখেছিলেন। কিন্তু সবার মতো তার মুখ একটি ছিলোনা,বরং উভয় দিকে মাথার সামনে ও পিছনের দিকে ছিলো।তাঁর মুখ ছিলো দুইটি, ওনার ধারণা ছিলো তার অন্য মুখটি ছিলো শয়তানের মুখ।

কারন,সেটি নাকি রাতের বেলায় ঘুমোতে দিতো না,কানের কাছে ফিস ফিস করতো। তাঁর কোনো নিয়ন্ত্রণ ছিলোনা সে মুখের উপর।
অনেক সুত্র অনুযায়ী, অবাঞ্ছিত মুখটি খাওয়া দাওয়া করতে পারতো না।

এডওয়ার্ড যখন খুশি থাকতেন,তখন অন্য মুখটি নাকি কাঁদতো,আর তিনি যখন কাঁদতেন তখন অন্যটি আনন্দে হাসতো।।
তার মানে আবেগ অনুভুতি সম্পুর্ন বিপরীত।

=>কি মারাত্মক তাই না??

এতে তিনি অতিষ্ট হয়ে অনেক ডাক্টারকে অস্ত্র পচার করে তার অন্য মাথাটি কেটে ফেলার অনুরোধ করেন, কিন্তুু কেউ সাহস করেনি।

সব শেষ তিনি প্রচন্ড ডিপ্রেশনে ভুগে মাত্র ২৩-বছর বয়সে আত্মহত্যা করেন।।

সোর্স- Lethbridge News Now

?
07/03/2024

?

28/01/2024

আপনার জানাযা শেষ করে কিছু মানুষ আপনার লাশের সাথে কবরস্থান পর্যন্তও যেতে চাইবেনা, কারণ তাদের ব্যস্ততা আছে। অথচ আপনি এই মানুষগুলোর জন্য কত সময় উজাড় করে দিয়েছেন।

😡 আল্লাহর কোনো প্রতিশব্দ নেই। আল্লাহ আল্লাহই। ভগবানের ভগবতী আছে। ইসলামের মৌলিক বিষয় হলো আল্লাহর একত্ববাদ। ভগবান হচ্ছে পৌ...
27/01/2024

😡 আল্লাহর কোনো প্রতিশব্দ নেই। আল্লাহ আল্লাহই।
ভগবানের ভগবতী আছে। ইসলামের মৌলিক বিষয় হলো আল্লাহর একত্ববাদ। ভগবান হচ্ছে পৌত্তলিক সংস্কৃতির শব্দ। ইসলাম পুরাপুরি পৌত্তলিকতার বিরোধী।

আমরা মুসলিম। পৌত্তলিক সংস্কৃতি আমরা শিখতে চাই না। শিক্ষা ব্যবস্থায় এই অপতৎপরতা বন্ধ করতে হবে।
MR

জেনে রাখা ভাল।শিক্ষনীয়ঃ⭕ ঘটনা - ১ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন । তারপর, ভারী গলায় বললেন - বাহ ! তোমার স...
12/01/2024

জেনে রাখা ভাল।

শিক্ষনীয়ঃ

⭕ ঘটনা - ১

ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন । তারপর, ভারী গলায় বললেন - বাহ ! তোমার সার্টিফিকেট তো বেশ ভালো ! তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না ! ধরে নাও তুমি চাকরিটি পেয়ে গেছো ! কিন্তু সমস্যা হচ্ছে বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিতে হবে ! এক সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও ! তারপর তোমার নিয়োগ হবে ! ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালো, ৫ লাখ টাকা না হলে তার চাকরিটা হবে না ! গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রি করে ৫ লাখ টাকা জোগাড় করলেন ! তারপর বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিয়ে ছেলেটি চাকরি পেয়ে গেলো !

⭕ ঘটনা - ২

আজ বড় স্যারের ছেলের জন্মদিন ! বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে ! তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন ! ছেলে কাছে আসতেই বড় স্যার “হ্যাপি বার্থডে মাই সান” বলতে বলতে ছেলের হাতে ৫ লাখ টাকার বাইকের চাবি তুলে দিলেন ! বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বললো - আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা !

⭕ ঘটনা - ৩

বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলেছে বাইক ! হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা সবকিছু থেমে গেলো ! বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালেন আপনার ছেলের অবস্থা ভালো না, খুব জটিল একটা অপারেশন করাতে হবে, কাউন্টারে ১০ লাখ টাকা জমা করে দিন ! বড় স্যার কোনও উপায় না দেখে মেয়ের বিয়ের জন্যে ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন !

⭕ ঘটনা - ৪

বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি ! ৩-৪ লাখ টাকার অপারেশনের জন্য ১০ লাখ টাকা নিয়েছেন, পুরোটাই লাভ ! খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন ! বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন ! ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললেন, তাদের মেয়ে এখনও বাসায় ফেরেনি ! বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও কোনও খোঁজ না পেয়ে তিনি যখন দিশেহারা হয়ে পড়লেন, ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো ! ফোনেও ঐ প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে, মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দিতে হবে ! কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের স্ত্রী স্ট্রোক করলেন !

⚫🔴 শিক্ষাঃ আপনি অতীতে যা করেছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যৎ তার চেয়েও ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবেই !!

প্রত্যেক ক্রিয়ার-ই একটা সমান ও বিপরীতমূখী প্রতিক্রিয়া আছে! (নিউটনের গতিবিষয়ক তৃতীয় সূত্র)

সুতরাং সময় থাকতেই সাবধান থাকুন!!

সৎ পথে চলার অভ্যাস করতে হবে। ভালো কাজে অংশ গ্রহন ও মানুষের উপকারে আসলেই তাহলে ভালো থাকতে পারবেন।

শীত এসেছে ,যখন থেকে বুঝ হয়েছে আব্বু সবসময় শীত এসে পরলেই বিছানা থেকে মাটিতে নামলেই বলত মাটিতে অনেক ঠান্ডা জুতা পরে নামো ব...
12/01/2024

শীত এসেছে ,
যখন থেকে বুঝ হয়েছে আব্বু সবসময় শীত এসে পরলেই বিছানা থেকে মাটিতে নামলেই বলত মাটিতে অনেক ঠান্ডা জুতা পরে নামো বাবা,শুতে গেলে বলতো
একটার জায়গায় দুইটা কম্বল নিতে,কারণ শীতটা আমার একটু বেশি, বাহিরে গেলে বলতো
ভালো করে শীতের জামা পরো অনেক বাতাস বাহিরে, কিন্তু এই শীতে আব্বু তুমি মাটিতেই শুয়ে আছো,বাহিরে কত বাতাস শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি কিছুই করতে পারছি না যা যা তুমি করেছো আব্বু ।

12/01/2024
Among the tribes of Ethiopia, the man with the biggest belly is considered the best looking guy.  The bigger the belly, ...
11/01/2024

Among the tribes of Ethiopia, the man with the biggest belly is considered the best looking guy. The bigger the belly, the more attractive the guy is. If you are fat, and have a belly, do not deny yourself, you just need to live in the right place.😂

Address

Uttara
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Kaafela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kaafela:

Videos

Share