Tasbih Hajj & Umrah Services

Tasbih Hajj & Umrah Services A Shariah Compliant Hajj Agency

তাসবিহ হজ্জ এবং উমরা সার্ভিসেস এর পক্ষ থেকে জানুয়ারি মাসের গ্রুপ উমরার ৩ টি প্যাকেজ।১,২৯,০০০ টাকা থেকে শুরু।১. ইকোনোমি ...
27/12/2023

তাসবিহ হজ্জ এবং উমরা সার্ভিসেস এর পক্ষ থেকে জানুয়ারি মাসের গ্রুপ উমরার ৩ টি প্যাকেজ।

১,২৯,০০০ টাকা থেকে শুরু।

১. ইকোনোমি প্যাকেজ=১২৯,০০০/১৩৯,০০০
২. স্ট্যান্ডার্ড প্যাকেজ = ১,৩৫,০০০/১,৪৮,০০০
৩. ডিলাক্স প্যাকেজ = ১,৪৩,০০০/১,৫৫,০০০
৪. ক্লাসিক প্যাকেজ = ১,৭৫,০০০/১,৯০,০০০

✈️ যাত্রার তারিখ:
১৬ জানুয়ারি ২০২৪।। সৌদি এয়ার লাইন্স।।
২২ জানুয়ারি ২০২৪।। সৌদি এয়ার লাইন্স।।
২৪ জানুয়ারি ২০২৪।। গালফ এয়ার লাইন্স।।

প্যাকেজের বিস্তারিত:
- ১৩ রাত ১৪ দিনের উমরাহ প্যাকেজ রিটার্ন এয়ার টিকেট সহ।
- ভিসা: বীমাসহ উমরাহ ভিসা।
- যাতায়াত: বাসের মাধ্যমে, মদীনা এয়ারপোর্ট থেকে মদীনা হোটেল, মদীনা হোটেল থেকে মক্কা হোটেল, মক্কা হোটেল থেকে জেদ্দা এয়ারপোর্ট।
- মদীনা ও মক্কার ঐতিহাসিক স্থানমূহে জিয়ারাহ।
- মদীনা ও মক্কায় মিট এন্ড অ্যাসিস্ট ও অন্যান্য সার্ভিসের জন্য সাপোর্ট হ্যান্ড।
- ঢাকায় উমরাহ ট্রেনিং ও মক্কাতে উমরাহ করানোর জন্য আলেম এর ব্যবস্থা করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।

প‍্যাকেজে যা যা অন্তর্ভুক্ত নয়:
- খাবার
- ব্যক্তিগত খরচ

উমরাহ বুকিং দিতে যা যা প্রয়োজন:
১। জুলাই ৩১, ২০২৪ পর্যন্ত পাসপোর্ট এর মেয়াদ।
২। সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
৩। জনপ্রতি ৫০,০০০ টাকা অ্যাডভান্স বুকিং মানি

* বিশেষ দ্রষ্টব্য:
ডলার/রিয়ালের মূল্য পরিবর্তন এবং সরকারি নীতিমালা সাপেক্ষে সবগুলো প্যাকেজ এর ডিজাইন এবং মূল্যের যেকোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন এজেন্সি কর্তৃপক্ষ করতে পারে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:

মোঃ ওয়ায়েশ কুরুনী আজাদ,
ফাউন্ডার ও সিইও, তাসবিহ হজ্জ এবং উমরা সার্ভিসেস,
স্ট্রাটেজিক বিজনেস পার্টনার, শেফার্ডস হজ্জ এবং উমরা সার্ভিসেস
+8801730338090 (WhatsApp)

হজ্জ যেহেতু একবারই ফরয তাই যার উপর হজ্জ ফরয হয়েছে সে যদি মৃত্যুর আগে যে কোনো বছর হজ্জ আদায় করে, তবে তার ফরয আদায় হয়ে...
11/12/2023

হজ্জ যেহেতু একবারই ফরয তাই যার উপর হজ্জ ফরয হয়েছে সে যদি মৃত্যুর আগে যে কোনো বছর হজ্জ আদায় করে, তবে তার ফরয আদায় হয়ে যাবে। কিন্তু হজ্জ বিধানের মৌলিক তাৎপর্য, তার যথার্থ দাবি ও আসল হুকুম হচ্ছে হজ্জ ফরয হওয়ার সাথে সাথে আদায় করা। বিনা ওজরে বিলম্ব না করা। কারণ বিনা ওজরে বিলম্ব করাও গুনাহ। আল্লাহ তাআলা ও তার রাসূল ফরয হজ্জ আদায়ের প্রতি এমনভাবে গুরুত্বারোপ করেছেন যে, কেউ যদি এই হজ্জকে অস্বীকার করে বা এ বিষয়ে কোনো ধরনের অবহেলা প্রদর্শন করে তবে সে আল্লাহর জিম্মা থেকে মুক্ত ও হতভাগ্যরূপে বিবেচিত হবে।

আল্লাহ তাআলা ইরশাদ করেছেন-

ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا، ومن كفر فان الله غنى عن العلمين.

(তরজমা) মানুষের মধ্যে যারা সেখানে (বায়তুল্লাহ) পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর উদ্দেশ্যে এ গৃহের হজ্জ করা ফরয। আর কেউ যদি অস্বীকার করে তাহলে তোমাদের জেনে রাখা উচিত যে, আল্লাহ তাআলা সৃষ্টিজগতের প্রতি মুখাপেক্ষী নন।-সূরা আলে ইমরান (৩) : ৯৭

তাছাড়া যে কোনো ধরনের বিপদ-আপদ, অসুখ-বিসুখের সম্মুখীন হওয়া বা মৃত্যুর ডাক এসে যাওয়া তো অস্বাভাবিক নয়। তাই হজ্জ ফরয হওয়ার পর বিলম্ব করলে পরে সামর্থ্য হারিয়ে ফেললে বা মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলার নিকট অপরাধী হিসেবেই তাকে হাজির হতে হবে। এজন্যই হাদীস শরীফে হজ্জ ফরয হওয়ামাত্র আদায় করার তাগিদ ও হুকুম দেওয়া হয়েছে।

উমরাহ ২০২৪ প্রি-বুকিং চলছে। জানুয়ারি (২০২৪) মাসে আমাদের কয়েকটি গ্রুপ "শর্ট প্যাকেজে" উমরার জন্য মক্কা মদিনা যাবে ইনশাআ...
19/11/2023

উমরাহ ২০২৪ প্রি-বুকিং চলছে।

জানুয়ারি (২০২৪) মাসে আমাদের কয়েকটি গ্রুপ "শর্ট প্যাকেজে" উমরার জন্য মক্কা মদিনা যাবে ইনশাআল্লাহ। যারা মনে মনে আগামী বছর উমরাহ করার পরিকল্পনা করছেন তারা এখনই যোগাযোগ করতে পারেন।

আর ডিসেম্বর ২০২৩ এর বুকিং চলছে। সীমিত সিট বাকি আছে। যারা ডিসেম্বরে যেতে চান তারা দ্রুত যোগাযোগ করুন। ধন্যবাদ

15/11/2023

ডিসেম্বর মাসের গ্রুপ উমরাহ প্যাকেজ। আগ্রহীরা অতিশীঘ্রই যোগাযোগ করুন।

*প্যাকেজের বিস্তারিত*:
- ১৩ রাত ১৪ দিনের উমরাহ প্যাকেজের যাওয়ার সম্ভ্যাব্য তারিখ: *১২ ডিসেম্বর, ২০২৩*
- *ভিসা*: বীমাসহ উমরাহ ভিসা।
- *ফ্লাইট*: ঢাকা - মদীনা, জেদ্দাহ - ঢাকা, সৌদি এয়ারলাইন্স ফ্লাইট।
- *যাতায়াত*: বাসের মাধ্যমে, মদীনা এয়ারপোর্ট থেকে মদীনা হোটেল, মদীনা হোটেল থেকে মক্কা হোটেল, মক্কা হোটেল থেকে জেদ্দা এয়ারপোর্ট।
- মদীনা ও মক্কার ঐতিহাসিক স্থানমূহে জিয়ারাহ।
- মদীনা ও মক্কায় মিট এন্ড এসিস্ট ও অন্যান্য সার্ভিসের জন্য সাপোর্ট হ্যান্ড।
- ঢাকায় উমরাহ ট্রেনিং ও মক্কাতে উমরাহ করানোর জন্য আলেম এর ব্যবস্থা করার চেষ্টা করা হবে।

*প‍্যাকেজে যা যা অন্তর্ভুক্ত নয়*:
- খাবার
- ব্যক্তিগত খরচ

*ইকোনমি প্যাকেজ*:
- মদিনায় ইকোনমি হোটেল: ৬০০-৯০০ মিটার দুরত্ব (মসজিদ চত্বর থেকে), ৬ রাত।
সম্ভাব্য হোটেল : বিলাল মসজিদ এলাকার হোটেল।
- মক্কায় স্ট্যান্ডার্ড হোটেল: ৭০০-৯০০ মিটার দূরত্ব (মসজিদ চত্বর থেকে), ৭ রাত।
সম্ভাব্য হোটেল : মাথের আল জিউয়ার / সমমানের।

ইকোনমি প্যাকেজ - ব্যক্তি প্রতি খরচ:
কোয়াড/কুইন্ট শেয়ারিং: ১,৩৯,০০০/- প্রতিজন (একটি রুমে ৪/৫ জন)।
ট্রিপল শেয়ারিং: ১,৪৮,০০০/- প্রতিজন (একটি রুমে ৩ জন)।
ডাবল শেয়ারিং: ১,৬৩,০০০/- প্রতিজন (একটি রুমে ২ জন)।

*স্ট্যান্ডার্ড প্যাকেজ*:
- মদিনায় স্ট্যান্ডার্ড হোটেল: ৩০০-৪০০ মিটার দুরত্ব (মসজিদ চত্বর থেকে), ৬ রাত।
সম্ভাব্য হোটেল : কারাম আল হেজাজ / কারাম সিলভার / কারাম গোল্ডেন / সমমানের।
- মক্কায় স্ট্যান্ডার্ড হোটেল: ৫৫০-৭৫০ মিটার দূরত্ব (মসজিদ চত্বর থেকে), ৭ রাত।
সম্ভাব্য হোটেল : এমার আল আন্দালুসিয়া / এমার আল খলিল / এমার আল দাহাবি / সমমানের।

স্ট্যান্ডার্ড প্যাকেজ - ব্যক্তি প্রতি খরচ:
কোয়াড/কুইন্ট শেয়ারিং: ১,৪৯,০০০/- প্রতিজন (একটি রুমে ৪/৫ জন)।
ট্রিপল শেয়ারিং: ১,৫৯,০০০/- প্রতিজন (একটি রুমে ৩ জন)।
ডাবল শেয়ারিং: ১,৭৯,০০০/- প্রতিজন (একটি রুমে ২ জন)।

*ডিলাক্স প্যাকেজ*:
- মদিনায় স্ট্যান্ডার্ড হোটেল: ১৫০-২৫০ মিটার দুরত্ব (মসজিদ চত্বর থেকে), ৬ রাত।
সম্ভাব্য হোটেল : সামা ডায়ামন্ড / সামা গোল্ডেন / সমমানের
- মক্কায় স্ট্যান্ডার্ড হোটেল: ৪০০-৫০০ মিটার দূরত্ব (মসজিদ চত্বর থেকে), ৭ রাত।
সম্ভাব্য হোটেল : তারা আল খলিল / নাওয়ারাত আল শামস / আরিজ আল ফালাহ / মারসা আল জারিয়াহ / সমমানের।

ডিলাক্স প্যাকেজ - ব্যক্তি প্রতি খরচ:
কোয়াড/কুইন্ট শেয়ারিং: ১,৫৫,০০০/- প্রতিজন (একটি রুমে ৪/৫ জন)।
ট্রিপল শেয়ারিং: ১,৬৫,০০০/- প্রতিজন (একটি রুমে ৩ জন)।
ডাবল শেয়ারিং: ১,৮৫,০০০/- প্রতিজন (একটি রুমে ২ জন)।

*ক্লাসিক প্যাকেজ*:
- মদিনায় ক্লাসিক হোটেল: ১০০-২০০ মিটার দুরত্ব (মসজিদ চত্বর থেকে), ৬ রাত।
সম্ভাব্য হোটেল - এমার এলিট / সমমানের।
- মক্কায় ক্লাসিক হোটেল: ০-৩০০ মিটার দূরত্ব (মসজিদ চত্বর থেকে), ৭ রাত।
সম্ভাব্য হোটেল : মক্কা টাওয়ার / ক্লক টাওয়ার / সাফওয়া টাওয়ার / শেরাটন মক্কাহ / সমমানের।

ক্লাসিক প্যাকেজ - ব্যক্তি প্রতি খরচ :
কোয়াড/কুইন্ট শেয়ারিং: ২,১৫,০০০/- প্রতিজন (একটি রুমে ৪/৫ জন)।
ট্রিপল শেয়ারিং: ২,৩৫,০০০/- প্রতিজন (একটি রুমে ৩ জন)।
ডাবল শেয়ারিং: ২,৭৫,০০০/- প্রতিজন (একটি রুমে ২ জন)।

উমরাহ বুকিং দিতে যা যা প্রয়োজন:
১। জুন ৩১, ২০২৪ পর্যন্ত পাসপোর্ট এর মেয়াদ।
২। সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
৩। জনপ্রতি ৫০,০০০ টাকা অ্যাডভান্স বুকিং মানি।

* বিশেষ দ্রষ্টব্য:
ডলার/রিয়ালের মূল্য পরিবর্তন এবং সরকারি নীতিমালা সাপেক্ষে সবগুলো প্যাকেজ এর ডিজাইন এবং মূল্যের যেকোন পরিবর্তন/পরিমার্জন এজেন্সি কর্তৃপক্ষ করতে পারে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:
মোঃ ওয়ায়েশ কুরুনী আজাদ
সিইও, তাসবিহ হজ্জ এবং উমরা সার্ভিসেস
+8801730338090 (WhatsApp)

#ঢাকা_বিশ্ববিদ্যালয়
#ঢাকা_কমার্স_কলেজ

EX-CFO City Brokerage Ltd.
Ex-Head of Finance IDLC Securities Ltd.

আপনি কি এই বছর বা ভবিষ্যতে হজ্জে যাওয়ার চিন্তা করছেন⁉️সিদ্ধান্ত নিতে পারছেন না কোন প্যাকেজ আপনার জন্য প্রযোজ্য? সিদ্ধান্...
08/11/2023

আপনি কি এই বছর বা ভবিষ্যতে হজ্জে যাওয়ার চিন্তা করছেন⁉️

সিদ্ধান্ত নিতে পারছেন না কোন প্যাকেজ আপনার জন্য প্রযোজ্য? সিদ্ধান্ত নিতে পারছেন না সরকারি প্যাকেজে যাবেন না বেসরকারি প্যাকেজে যাবেন? দূরের হোটেলে থাকবেন না কাছের হোটেলে থাকবেন? শর্ট প্যাকেজ নিবেন না ফুল প্যাকেজ নিবেন? একা যাবেন না ফ্যামিলি নিয়ে যাবেন? দামী প্যাকেজে যাবেন না সস্তা প্যাকেজে যাবেন?

হজ্জ এজেন্সি না আবার দেশি শিং মাছ বলে চাষের শিং ধরিয়ে দেয়। যাদের এইরকম হাজারো প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে তারা দ্রুত যোগাযোগ করুন।

এতো টাকার সার্ভিস কিনবেন (লক্ষ লক্ষ টাকা) একবার যাচাই করে দেখবেন না? একটা ফ্রিজ বা গাড়ি বা জমি বা ফ্লাট কেনার সময় কতটা সময় দিতেন? এতো ব্যস্ততা দেখিয়ে কি লাভ? আসুন, বসুন, আলোচনা করুন, বুঝেশুনে সিদ্ধান্ত নিন। আমরা আছি আপনার পাশে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:
মোঃ ওয়ায়েশ কুরুনী আজাদ
সিইও, তাসবিহ হজ্জ এবং উমরা সার্ভিসেস
+8801730338090 (WhatsApp)

#ঢাকা_বিশ্ববিদ্যালয়
#ঢাকা_কমার্স_কলেজ

আসসালামু আলাইকুম। আমাদের পরবর্তী গ্রুপ উমরাহ প্যাকেজ নভেম্বর ২৬, ২০২৩। আগ্রহীরা অতিশীঘ্রই যোগাযোগ করুন। প্যাকেজের বিস্তা...
04/11/2023

আসসালামু আলাইকুম।

আমাদের পরবর্তী গ্রুপ উমরাহ প্যাকেজ নভেম্বর ২৬, ২০২৩। আগ্রহীরা অতিশীঘ্রই যোগাযোগ করুন।

প্যাকেজের বিস্তারিত:

- ১৩ রাত ১৪ দিনের উমরাহ প্যাকেজের যাওয়ার সম্ভাব্য তারিখ: ২৬ নভেম্বর, ২০২৩
- ভিসা: বীমাসহ উমরাহ ভিসা
- ফ্লাইট: ঢাকা - দুবাই - জেদ্দাহ, মদীনা - দুবাই - ঢাকা, এমিরেটস এয়ারলাইন্স ফ্লাইট
- যাতায়াত: বাসের মাধ্যমে, জেদ্দা এয়ারপোর্ট - মক্কা হোটেল, মক্কা হোটেল - মদীনা হোটেল, মদীনা হোটেল - মদীনা এয়ারপোর্ট
- মক্কা ও মদীনার ঐতিহাসিক স্থানমূহে জিয়ারাহ
- মক্কাহ ও মদীনায় মিট এন্ড এসিস্ট ও অন্যান্য সার্ভিসের জন্য সাপোর্ট হ্যান্ড
- ঢাকায় উমরাহ ট্রেনিং ও মক্কাতে উমরাহ করানোর জন্য আলেম এর ব্যবস্থা করার চেষ্টা করা হবে

প‍্যাকেজে যা যা অন্তর্ভুক্ত নয়:
- খাবার
- ব্যক্তিগত খরচ

স্ট্যান্ডার্ড প্যাকেজ:
- মক্কায় স্ট্যান্ডার্ড হোটেল: ৬০০-৮০০ মিটার দূরত্ব (মসজিদ চত্বর থেকে), ৭ রাত,
সম্ভাব্য হোটেল - এমার আল খলিল / এমার আল দাহাবি / সমমানের
- মদিনায় স্ট্যান্ডার্ড হোটেল: ২০০-৩৫০ মিটার দুরত্ব (মসজিদ চত্বর থেকে), ৬ রাত,
সম্ভাব্য হোটেল - সামা গোল্ডেন / সামা ডায়ামন্ড / বুরাক গোল্ডেন / সমমানের

স্ট্যান্ডার্ড প্যাকেজ - ব্যক্তি প্রতি খরচ:
কোয়াড/কুইন্ট শেয়ারিং: ১,৩৯,০০০/- প্রতিজন (একটি রুমে ৪/৫ জন)।
ট্রিপল শেয়ারিং: ১,৪৮,০০০/- প্রতিজন (একটি রুমে ৩ জন)।
ডাবল শেয়ারিং: ১,৬৫,০০০/- প্রতিজন (একটি রুমে ২ জন)।

ডিলাক্স প্যাকেজ:
- মক্কায় ডিলাক্স হোটেল: ৪০০-৫৫০ মিটার দূরত্ব (মসজিদ চত্বর থেকে), ৭ রাত,
সম্ভাব্য হোটেল - নাওয়ারাত আল শামস / মারসা আল জারিয়াহ / সমমানের
- মদিনায় স্ট্যান্ডার্ড হোটেল: ২০০-৩৫০ মিটার দুরত্ব (মসজিদ চত্বর থেকে), ৬ রাত,
সম্ভাব্য হোটেল - সামা গোল্ডেন / সামা ডায়ামন্ড / বুরাক গোল্ডেন / সমমানের

ডিলাক্স প্যাকেজ - ব্যক্তি প্রতি খরচ:
কোয়াড/কুইন্ট শেয়ারিং: ১,৪৫,০০০/- প্রতিজন (একটি রুমে ৪/৫ জন)।
ট্রিপল শেয়ারিং: ১,৫৫,০০০/- প্রতিজন (একটি রুমে ৩ জন)।
ডাবল শেয়ারিং: ১,৭৫,০০০/- প্রতিজন (একটি রুমে ২ জন)।

ক্লাসিক প্যাকেজ:
- মক্কায় ক্লাসিক (৫ স্টার) হোটেল: ০ মিটার দূরত্ব (মসজিদ চত্বর থেকে), ৭ রাত,
সম্ভাব্য হোটেল - মক্কা টাওয়ার / ক্লক টাওয়ার / সাফওয়া টাওয়ার / এলাফ কিনডা হোটেল / সমমানের
- মদিনায় স্ট্যান্ডার্ড হোটেলঃ ২০০-৩৫০ মিটার দুরত্ব (মসজিদ চত্বর থেকে), ৬ রাত,
সম্ভাব্য হোটেল - সামা গোল্ডেন / সামা ডায়ামন্ড / বুরাক গোল্ডেন / সমমানের

ক্লাসিক প্যাকেজ - ব্যক্তি প্রতি খরচ :
কোয়াড/কুইন্ট শেয়ারিং: ১,৮০,০০০/- প্রতিজন (একটি রুমে ৪/৫ জন)।
ট্রিপল শেয়ারিং: ১,৯৫,০০০/- প্রতিজন (একটি রুমে ৩ জন)।
ডাবল শেয়ারিং: ২,৩০,০০০/- প্রতিজন (একটি রুমে ২ জন)।

উমরাহ বুকিং দিতে যা যা প্রয়োজন:
১। মে ৩১, ২০২৪ পর্যন্ত পাসপোর্ট এর মেয়াদ।
২। সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
৩। জনপ্রতি ৫০,০০০ টাকা অ্যাডভান্স বুকিং মানি।

* বিশেষ দ্রষ্টব্য:
ডলার/রিয়ালের মূল্য পরিবর্তন এবং সরকারি নীতিমালা সাপেক্ষে সবগুলো প্যাকেজ এর ডিজাইন এবং মূল্যের যেকোন পরিবর্তন/পরিমার্জন এজেন্সি কর্তৃপক্ষ করতে পারে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:

অফিস:
বাসা নং ৩৪, রোড নং-৭, ব্লক: ই, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯

মোবাইল : +8801730338090 (WhatsApp)

বিস্তারিত কমেন্টে।
02/11/2023

বিস্তারিত কমেন্টে।

আসসালামু আলাইকুম।হজ্জ জীবনে একবার করা ফরয। অনেক অর্থ, সময় আর শ্রম ব্যয় করে আমরা হজ্জ করতে যাই। কিন্তু এত কিছু সেক্রিফা...
31/10/2023

আসসালামু আলাইকুম।

হজ্জ জীবনে একবার করা ফরয। অনেক অর্থ, সময় আর শ্রম ব্যয় করে আমরা হজ্জ করতে যাই। কিন্তু এত কিছু সেক্রিফাইস করেও হজ্জ করতে গিয়ে যদি ছোট/বড় ভুল করি, কুরআন সুন্নাহকে প্রাধান্য না দিয়ে লোকের দেখাদেখি বা নিজের খেয়ালখুশি মত বা অল্প জানা লোকদের অকাট্য যুক্তি বা পরামর্শ গ্রহন করে হজ্জের মূল আহকাম, আরকান ছেড়ে চলে আসি তাহলে এর থেকে বড় পরিতাপের বিষয় আর কিছু হতে পারে না।

আমরা বেশিরভাগই যখন হজ্জ বা উমরার সিদ্ধান্ত নেই তখন এজেন্সি বাছাইয়ের ক্ষেত্রে শুরুতে কমনলি কয়েকটা বিষয় যাচাই করে থাকি। যেমন: প্যাকেজ মূল্য, হোটেলের দূরত্ব, খাবার ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের প্রথমেই হজ্জ সহীহ হচ্ছে কি না সেদিকে দৃষ্টি দেওয়া উচিত। হজ্জ সহীহ বা কুরআন সুন্নাহ অনুসারে সম্পন্ন করার ক্ষেত্রে হজ্জ এজেন্সি বা হজ্জ কাফেলা একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করে। তাছাড়াও হজ্জ প্যাকেজ নির্বাচনের ক্ষেত্রে আরো অনেক বিষয় আছে যেগুলো একটা সুন্দর ও পরিচ্ছন্ন হজ্জের জন্য খুবই জরুরী। এ ক্ষেত্রে একটা ভালো, দক্ষ, অভিজ্ঞ এজেন্সি আপনাকে পরিষ্কার ধারণা দিয়ে সঠিক প্যাকেজ নির্বাচনে সহযোগিতা করতে পারে।

হজ্জ সহীহ বা কুরআন, সুন্নাহ অনুসারে সম্পন্ন করতে এবং একটা পরিপূর্ণ সন্তোষজনক হজ্জ এক্সপেরিয়েন্সের জন্য আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে আছেন দেশের প্রথিতযশা শরীয়া কনসালটেন্ট এবং দক্ষ হজ্জ গাইড।

ধন্যবাদ।
মোবাইল: +8801730338090 (WhatsApp)

Address

House No. 34 (Ground Floor), Road/7, Block/E, Banasree, Rampura
Dhaka
1219

Telephone

+8801730338090

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasbih Hajj & Umrah Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tasbih Hajj & Umrah Services:

Share

Category